পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি
খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী
পরীক্ষার তারিখঃ-১৭.১১.২০১৭
১. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
ক) ৯টি
খ) ১১টি
গ) ১২টি✔
ঘ) ১০টি
২. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক) ঘর থেকে ছাড়া-ঘরছাড়া
খ) অরুণের মত রাঙা-অরুণরাঙা
গ) হাসিমাখা মুখ-হাসিমুখ✔
ঘ) ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী-ক্ষণস্থায়ী
৩. ”হাত ধুয়ে বসা” বাগধারার অর্থ কি?
ক) খেতে বসা
খ) ভন্ডামি করা
গ) শুরু করা
ঘ) আশা পরিত্যাগ করা✔
৪. ”নাদ” শব্দের অর্থ কি?
ক) মেঘের ডাক
খ) বাঘের ডাক
গ) সিংহের ডাক✔
ঘ) ময়ুরের ডাক
৫. ”তামার বিষ” বাগধারাটির অর্থ কি?
ক) ক্ষণস্থায়ী বস্তু
খ) অর্থের কুপ্রভাব✔
গ) তীব্রজ্বালা
ঘ) অসম্ভব বস্তু
৬. ”ছেলে তো নয় যেন ননীর পুতুল” এখানে যেন —
ক) অব্যয়✔
খ) বিশেষ্য
গ) বিশেষণ
ঘ) সর্বনাম
৭. তারিখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক) ফরাসি
খ) ফারসি✔
গ) তুর্কি
ঘ) পর্তুগিজ
৮. গিন্নি কোন শ্রেণির শব্দ?
ক) খাঁটি বাংলা
খ) দেশি
গ) তৎসম
ঘ) অর্ধ তৎসম✔
৯. ”শত্রু’কে দমন করে যে” এক কথায় প্রকাশ কর–
ক) শত্রুঘ্ন
খ) অরিন্দম✔
গ) শত্রু হনতা
ঘ) কৃতঘ্ন
১০. ”পাপে বিরত থাকো” কোন কারকে কোন বিভক্তি?
ক) করণ কারকে ৭মী
খ) অপাদান কারকে ৭মী✔
গ) অধিকরণ কারকে ৭মী
ঘ) কর্ম কারকে ৭মী
১১. ”পড়ায় আমার মন বসে না” এখানে “পড়ায়” কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্ম কারকে ৭মী✔
খ) অধিকরণ কারকে ৭মী
গ) অপাদান কারকে ৭মী
ঘ) করণ কারকে ৭মী
১২. সমাস ভাষাকে কি করে?
ক) সংক্ষেপ করে✔
খ) বিস্তৃত করে
গ) অর্থপূর্ণ করে
ঘ) সহজ করে
১৩. ”বালকেরা স্কুলে যাচ্ছে” — বাক্যটি কোন ধরনের কাল নির্দেশ করে?
ক) সাধারণ বর্তমান
খ) নিত্য বর্তমান
গ) ঘটমান বর্তমান✔
ঘ) বর্তমান অনুজ্ঞা
১৪. ”আভরণ” শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) পর্দা
খ) অলংকার✔
গ) পোশাক
ঘ) ঢাকা
১৫. এক কথায় প্রকাশ করুন : ”যা দীপ্তি পাচ্ছে”।
ক) আলোকিত
খ) দীপ্তিমান
গ) দীপ্যমান
ঘ) দেদীপ্যমান✔
১৬. ”পাপের ধন প্রায়শ্চিত্তে যায়” –প্রবাদটির অর্থ-
ক) যে দামে কেনা সে দামে বেচা✔
খ) পাপ করলে প্রায়শ্চিত্ত
গ) বোঝার উপর শাকের আটি
ঘ) বিপদ একা আসে না
১৭. ”সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই” উক্তিটি কার?
ক) ঈশ্বরচন্দ্র
খ) বিবেকানন্দ
গ) রবীন্দ্রনাথ
ঘ) চন্ডীদাস✔
১৮. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) ন্যুনতম
খ) নূনতম
গ) ন্যূনতম✔
ঘ) নূ্ন্যতম
১৯. ”উপরোধ” শব্দের অর্থ কি?
ক) প্রতিরোধ
খ) অনুরোধ✔
গ) উপযোগী
ঘ) প্রতিরোধ
২০. He has gone to dog-এর সঠিক বঙ্গানুবাদ কোনটি?
ক) সে কুকুর তাড়িয়েছে।
খ) সে গোল্লায় গেছে।✔
গ) সে কুকুর ভালবাসে।
ঘ) সে কুকুর নিয়ে গেছে।
২১. ”ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা” গানটির রচয়িতা?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) দ্বিজেন্দ্র নাথ রায়✔
গ) অতুল প্রসাদ
ঘ) কাজী নজরুল ইসলাম
২২. ”প্রবাসের দিনগুলি” গ্রন্থের রচয়িতা কে?
ক) সৈয়দ মুজতবা আলী
খ) জাহানারা ইমাম✔
গ) সুফিয়া কামাল
ঘ) হুমায়ূন আহমেদ
ইংরেজি প্রশ্ন সমাধান
- Dog days” means–
ক) A period of misfortune
খ) A period of having youthful flings
গ) Hot weather✔
ঘ) A period of being carefree
- Choose the correct sentence?
ক) He speaks English like English
খ) He speaks the English like English
গ) he speaks English like the English✔
ঘ) he speaks the English like the English
- I have done my duty. কোন tense?
ক) Present indefinite
খ) Present perfect✔
গ) Past perfect
ঘ) Simple present
- See শব্দটির noun–
ক) seen
খ) sight✔
গ) sought
ঘ) scene
- Which one is the adjective among the following words?
ক) Diploma
খ) Diplomacy
গ) Diplomatic✔
ঘ) Diplomat
- ট্রেনটি ঢাকা যাবে এর translation–
ক) The train is going to Dhaka.
খ) The train is bound for Dhaka. ✔
গ) The train is leaving for Dhaka.
ঘ) The train will go to Dhaka.
- He is not interested —- cycling.
ক) for
খ) in✔
গ) with
ঘ) at
- “White colour job” means
ক) A job without any work
খ) A job with much hardship গ) A thankless
ঘ) A job without manual labour✔
- Write the meaning of the word “waive”
ক) change
খ) forgo✔
গ) weak
ঘ) pright
- “Merchant of Venice” is a —-
ক) novel
খ) short story
গ) poem
ঘ) drama✔
- What is the antonym of “anarchy”?
ক) Unrest
খ) Instability
গ) Peace
ঘ) Lawiessness
- The phrase “Down to earth” means :
ক) Close to earth
খ) Thrown to the gorund
গ) Realistic✔
ঘ) Morning to evening
- He was wise enough to accept the office. here “enough” is–
ক) adjective
খ) verb
গ) adverb✔
ঘ) conjunction
- Which one is a noun?
ক) Cute
খ) Acute
গ) Flute✔
ঘ) Mute
- অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। এ বাক্যটির সঠিক ইংরেজি ট্রান্সলেশন কোনটি?
ক) Death is preferable than dishonor
খ) Death is more better than dishonor
গ) Death is more preferable than honour
ঘ) Death is preferable to dishonour✔
- What is the antonym of “malignant”?
ক) Harmful
খ) Vindictive
গ) Benign✔
ঘ) Worse
- আমি তাকে পড়তে শুনলাম — সঠিক অনুবাদ কোনটি?
ক) I heard him to read
খ) I heard him reading✔
গ) I have heard him reading
ঘ) I saw him reading
- He told all about the battle এখানে about শব্দটি–
ক) preposition✔
খ) pronoun
গ) adjective
ঘ) adverb
- Gravity শব্দটির অর্থ কি?
ক) Irrelevant
খ) Strange
গ) Seriousness✔
ঘ) Regular
গণিত প্রশ্ন সমাধান
১. ৩টি সংখ্যার গুণফল ২১৬। ২টি সংখ্যা ৮ ও ৯ হলে ৩য় সংখ্যাটি কত?
ক) ৩✔
খ) ৭
গ) ৫
ঘ) ৬
২. একটি সংখ্যার বর্গের সাথে ৪ যোগ করলে যোগফল ৪০ হয়। সংখ্যাটি কত?
ক) ৪
খ) ৫
গ) ৮
ঘ) ৬✔
৩. ৩০ ও ৪০ এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত?
ক) ৫
খ) ৬✔
গ) ৯
ঘ) ৭
৪. ২৫ থেকে ৫৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
ক) ৭টি✔
খ) ৪ টি
গ) ৬ টি
ঘ) ৫ টি
৫. একটি জ্যা কয়টি চাপে বিভক্ত?
ক) ২টি✔
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ১টি
৬. ২, ৩, ৫, ৯, ১৭ ধারার পরবর্তী সংখ্যাটি কত?
ক) ৩৩✔
খ) ৩২
গ) ৩০
ঘ) ৪৬
৭. সরল সুদের হার কত হলে যেকোনো মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?
ক) ১২.৫%
খ) ২০%
গ) ১৫%
ঘ) ২৫%✔
৮. সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেয়া থাকলে-
ক) একটিমাত্র ত্রিভুজ আঁকা যায়
খ) দুটি ত্রিভুজ আঁকা যায়
গ) কোন ত্রিভুজ আঁকা যায় না
ঘ) অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়✔
৯. সুষম ষড়ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি?
ক) ৬০✔
খ) ১২০
গ) ৮৫
ঘ) ৬৫
১০. আকটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করা হলে এর ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
ক) ৮% বৃদ্ধি✔
খ) ১০% বৃদ্ধি
গ) ১০% হ্রাস
ঘ) ৮% হ্রাস
১১. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি ৪০ ডিগ্রি হলে অপরটি কত?
ক) ৪৫ ডিগ্রি
খ) ৫৫ ডিগ্রি
গ) ৫০ ডিগ্রি✔
ঘ) ৬০ ডিগ্রি
১২. ৭২ সংখ্যাটির কতটি ভাজক আছে?
ক) ৫টি
খ) ১০টি
গ) ৯টি
ঘ) ১২টি✔
১৩. একটি বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার, প্রস্থ ৩০ মিটার। বাগানের বাহিরে চারিদিকে ২ মিটার চওড়া রাস্তা আছে। বাগানের ক্ষেত্রফ কত?
ক) ১৪০০ বর্গমিটার
খ) ১৩৪৪ বর্গমিটার
গ) ১২০০ বর্গমিটার✔
ঘ) ১২৪৪ বর্গমিটার
১৪. এক নটিক্যাল মাইল সমান-
ক) ১৮৫৩ মিটার
খ) ১০০০ মিটার
গ) ৯৬০.১৮ মিটার
ঘ) ১৮৫৩.১৮ মিটার✔
১৫. ২৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?
ক) ৬২ ডিগ্রি
খ) ১১৮ ডিগ্রি
গ) ৩৩২ ডিগ্রি
ঘ) ১৫২ ডিগ্রি✔
১৬. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১২৫০ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
ক) ৫০ মিটার✔
খ) ২৫ মিটার
গ) ৭৫ মিটার
ঘ) ৬০ মিটার
১৭. ৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
ক) ১৫%
খ) ২০%✔
গ) ২৫%
ঘ) ১৮%
১৮. একটি সংখ্যা ১০০ থেকে যত বড় ৩২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
ক) ১২০
খ) ২১০✔
গ) ২২০
ঘ) কোনটি নয়
১৯. ছয়টি সংখ্যার গড় ৬। যদি প্রত্যেকটি সংখ্যা থেকে ৩ বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে?
ক) ১৮
খ) ১৫
গ) ৪
ঘ) ৩✔
২০. এক বর্গইঞ্চি কত বগৃ সেন্টিমিটারের সমান?
ক) ০.০৯২৯
খ) ৭.৩০
গ) ৬.৪৫✔
ঘ) ৫.৪৫
২১. ৫ টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ১০, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর আবার বাজতে লাগল, কতক্ষণ পর ঘন্টা গুলোিআবার একত্রে বাজবে?
ক) ৫ মিনিট✔
খ) ৬ মিনিট
গ) ১০ মিনিট
ঘ) ৫ ঘন্টা
২২. ২০৭৪০ সংখ্যক ছাত্রকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন ছাত্র অতিরিক্ত হয়। প্রতি সারিতে ছাত্রে সংখ্যা কত?
ক) ১৪২ জন
খ) ১৪৪ জন✔
গ) ১২৬ জন
ঘ) ১৪০ জন
২৩. করিম ও রহিমের বেতনের অনুপাত ৭ : ৫। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশী। রহিমের বেতন কত?
ক) ৯০০ টাকা
খ) ১১০০ টাকা
গ) ১০০০ টাকা✔
ঘ) ১৬০০ টাকা
২৪. ক্রয়মূল্যঃবিক্রয়মূল্য = ৫ঃ৬ , এতে শতকরা লাভ হয় কত ?
ক) ৩০%
খ) ২৫%
গ) ২০%✔
ঘ) ১৫ %
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
১. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে?
ক) ১০ নং অনুচ্ছেদ
খ) ২১(১) অনুচ্ছেদ
গ) ২৭ অনুচ্ছেদ
ঘ) ২৮(২) অনুচ্ছেদ✔
২. ২০১৭ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
ক) Rainer Weiss, Barry C. Barish and Kip S. Thor
খ) Fraser Stoddart and Jecques Dubochet
গ) Jecques Dubochet, Joachim Frank and Richard Henderson✔
ঘ) Joachim Frank Duncan Haldane and Ben Feringa
৩. ১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ কতটি আসন পেয়েছিল?
ক) ১৭৭ টি
খ) ১৬৭ টি✔
গ) ১৫৪ টি
ঘ) ৩৩০ টি
৪. টাচস্ক্রিন মোবাইল ফােনের আবিষ্কারক কে?
ক) বিল গেটস
খ) স্টিভ জবস✔
গ) চার্লস ব্যাবেজ
ঘ) জর্জ বুল
৫. HTML এর পূর্ণরূপ কি?
ক) Hyper test multiple language
খ) Hiper text multiple language
গ) Hyper text mark up languages✔
ঘ) Hiper text mark up language
৬. বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি দেশের কততম রাষ্ট্রপতি?
ক) ১৮তম
খ) ১৯তম
গ) ২০তম✔
ঘ) ২১তম
৭. পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক) ২০১৪✔
খ) ২০১৬
গ) ২০১৭
ঘ) কোনটি নয়
৮. ”এ্যাডামস পিক” কোথায় অবস্থিত?
ক) মরক্কোয়
খ) সৌদি আরব
গ) ভারতে
ঘ) শ্রীলংকায়✔
৯. তৎকালীন পাকিস্তানে কত সালে বাংলাভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়া হয়?
ক) ১৯৫২
খ) ১৯৫৪
গ) ১৯৫৬✔
ঘ) ১৯৬৬
১০. তেনজিৎ ও হিলারী কবে এভারেস্ট এর চুড়ায় পা রাখেন?
ক) ১৯৫২ সালের ২৯ মে✔
খ) ১৯৫৩ সালের ১৯ এপ্রিল
গ) ১৯৫৪ সালের ২৯ ডিসেম্বর
ঘ) ১৯৫৪ সালের ২২ ডিসেম্বর
১১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি পান?
ক) ৯ জানুয়ারি ১৯৭২
খ) ১০ জানুয়ারি ১৯৭৩
গ) ১০ জানুয়ারি ১৯৭২
ঘ) ৮ জানুয়ারি ১৯৭২✔
১২. বঙ্গ-ভঙ্গ রদ হয় কোন সালে?
ক) ১৯০৫
খ) ১৯১৬
গ) ১৯০৭
ঘ) ১৯১১✔
১৩. কত সালে “ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ”গঠিত হয়?
ক) ১৯৪৮ সালে✔
খ) ১৯৫২ সালে
গ) ১৯৪৯ সালে
ঘ) ১৯৪৭ সালে
১৪. বর্তমানে পৃথিবীর সর্বকনিষ্ঠ রাষ্ট্রনায়ক কে?
ক) ডোনাল্ড ট্রাম্প
খ) সেবান্তিয়ান কুর্জ✔
গ) ইমানুয়েল ম্যাক্রো
ঘ) কিম জং উন
১৫. আওয়ামী মুসলিমলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন?
ক) শেখ মুজিবুর রহমান
খ) মাওলানা ভাষানী
গ) আবুল হাশিম
ঘ) শামসুল হক✔
১৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান কে?
ক) প্রধান বিচারপতি
খ) স্পীকার✔
গ) প্রধানমন্ত্রী
ঘ) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি
১৭. বাংলাদেশের জাতীয় সংসদ কত একর জমির উপর নির্মিত?
ক) ৩২০ একর
খ) ২১৫ একর✔
গ) ১৮৫ একর
ঘ) ১২২ একর
১৮. মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
ক) ৮নং
খ) ১০নং✔
গ) ১১নং
ঘ) কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল না
১৯. জাতিসংঘে কোন রাষ্ট্রনায়ক সর্বপ্রথম বাংলা ভাষায় ভাষণ প্রদান করেন?
ক) শেখ হাসিনা
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান✔
গ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ঘ) হুমায়ুন রশিদ চৌধুরী
২০. ”শারম আল শেখ” কি?
ক) মিশরের প্রেসিডেন্ট ভবন
খ) আরব আমিরাতের প্রেসিডেন্ট প্রাসাদ
গ) মিশরের অবকাশ কেন্দ্র✔
ঘ) ভূমধ্যসাগরে অবস্থিত অবকাশ কেন্দ্র
২১. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়?
ক) করাচিতে
খ) ঢাকায়✔
গ) পেশোয়ারে
ঘ) শ্রীলংকায়
২২. কোন ত্রিভুজের তিন কোণের দ্বিখন্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে–
ক) পরিকেন্দ্র
খ) ভরকেন্দ্র
গ) অন্তঃকেন্দ্র✔
ঘ) লম্ববিন্দু
২৩. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
ক) ৪৬.৫ মিটার
খ) ৪৬ মিটার
গ) ৪৫.৭২ মিটার✔
ঘ) ৪৫ মিটার
২৪. বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন কে?
ক) মোস্তফা কামাল
খ) রুহুল আমিন
গ) মুন্সী আব্দুর রউফ✔
ঘ) মতিউর রহমান
২৫. লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে?
ক) ইউরোপ ও আফ্রিকা
খ) এশিয়া ও ইউরোপ
গ) এশিয়া ও অস্ট্রেলিয়া
ঘ) আফ্রিকা ও এশিয়া✔
২৬. মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য মোট কত জনকে খেতাব প্রদান করা হয়?
ক) ১৭৬ জনকে
খ) ৪২৬ জনকে
গ) ৬৭৬ জনকে✔
ঘ) ৬২৬ জনকে
২৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কবে?
ক) ১৭ মার্চ ১৯২০✔
খ) ৭ মার্চ ১৯২১
গ) ২১ জুন ১৯৩৪
ঘ) ১৭ মার্চ ১৯২৬
২৮. নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কি বলে?
ক) নেটওয়ার্ক
খ) কমিউনিকেশন
গ) সোর্স
ঘ) টিপোলজি✔
২৯. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত?
ক) ইটালি
খ) গ্রিস
গ) স্পেন
ঘ) তুরস্ক✔
৩০. কত তারিখে ইউনেস্কো ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে?
ক) ১৮ নভেম্বর ১৯৯৯
খ) ১৭ নভেম্বর ১৯৯৯✔
গ) ১৭ নভেম্বর ১৯৯৮
ঘ) ২০ নভেম্বর ১৯৯৯
৩১. নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় কোন সালে?
ক) ১৯৭৬ সালে
খ) ১৮৭৯ সালে
গ) ১৯৭৯ সালে✔
ঘ) ১৯৮০ সালে
৩২. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল—
ক) ১০ এপ্রিল ১৯৭১
খ) ১৭ এপ্রিল ১৯৭১
গ) ২৬ মার্চ ১৯৭১✔
ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭২
৩৩. এনড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য কোনটি সঠিক?
ক) এটির নির্মাতা গুগল
খ) এটি লিনাক্স কার্নেল নির্ভর
গ) এটি প্রধানত টাচস্ক্রিন মোবাইলের জন্য তৈরি
ঘ) সবগুলো সঠিক✔
৩৪. বাংলাদেশের সংবিধানের ১ম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?
ক) জরুরী অবস্থা ঘোষণা
খ) সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
গ) মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ
ঘ) যুদ্ধবন্দীর বিচার✔
৩৫. মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোণ সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ?
ক) ১১ নং
খ) ৩ নং
গ) ৫ নং
ঘ) ২ নং✔
আরো পড়ুনঃ-
- সমবায় অধিদপ্তর এর পরিদর্শক /প্রশিক্ষক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- সমবায় অধিদপ্তর এর সহকারী ফিল্ম অপারেটর/অফিস সহায়ক/কুক/মেটস/নৈশ প্রহরী পদে নিয়োগ লিখিত পরীক্ষার প্রশ্ন ২০২১
- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী-২০১৭
- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী-২০১৭
- একটি বাড়ি একটি খামার নিয়োগ মাঠ সহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮
- একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৭
- পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এর বিগত সালের সকল প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।