কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের
MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
পদের নামঃ- জুনিয়র অডিটর
বাংলা অংশ সমাধানঃ
১) একটি ফটোগ্রাফ কবিতার লেখক কে-শামসুর রাহমান
২) যা জল দেয় এক কথায় প্রকাশ কি-জলদ
৩) প্রতিধ্বনি শব্দটি প্রতি উপসর্গ কি অর্থে ব্যবহার রয়েছে-সদৃশ
৪) আশায় বসতি- কাব্যগ্রন্থের রচিয়তা কে-আহসান হাবীব
৫) ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি-ষষ্+থ
৬) ণত্ব বিধি অনুসারে ণ হয়েছে নিচের কোন শব্দে-কৃপণ
৭) পদ্ম শব্দের সমার্থক শব্দ কোনটি-নলিনী
৮) আদিষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি- নিষিদ্ধ
৯) নিচের কোনটি গণনাবাচক শব্দ- কুড়ি
১০) অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার-তিন ভাগে
১১) শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান। এটি কোন ধরনের বাক্য- সরল বাক্য
১২) আমূল শব্দের ব্যাসবাক্য কোনটি- মূল পর্যন্ত
১৩) নিচের কোন বানানটি শুদ্ধ- মরীচিকা
১৪) গেরাম কোন জাতীয় শব্দ- অর্ধতৎসম
১৫) পুরুষ বিয়ে করেছে এর এক কথায় প্রকাশ- কৃতদার
১৬) শব্দতত্ত্বের অপর নাম কি- রুপতত্ত্ব
১৭) নিচের কোন শব্দটির কোন লিঙ্গান্তর হয় না- ঢাকি
১৮) মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি-মনঃ+রম
১৯) শিশুটি মা মা বলে কাঁদছে – এখানে মামা দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে-আগ্রহ
২০) অষ্টরম্ভা বাগধারাটির অর্থ কি – ফাঁকি
ইংরেজী অংশ সমাধানঃ
21) it
22) to
23) more
24) Dissect
25) Dream
26) Yield
27) exemplary
28) jubilation
29) task force
30) chide
31) embezzling
32) enervate
33) reprimanded
34) fabricate
35) surveillance
36) Ans: B (To be disrespect)
37) Ans: C (Causing)
38) Ans: E (No error)
39) Ans: A (Together with)
40) Ans: D (had left)
গণিত অংশ সমাধানঃ
৪১) ৯ দিন
৪২) ১০
৪৩) ৬ঃ৭
৪৪) ৬
৪৫) ৪৫
৪৬) ২৪
৪৭) ৬৮০
৪৮) ৮৫০
৪৯) ৩৫
৫০) ৩২
৫১) ৪০০%
৫২) ২
৫৩) ১৬
৫৪) ৫০%
৫৫) ৩৭৫
৫৬) ৯০
৫৭) ১০২
৫৮) ৭৮০০
৫৯) ২৬
৬০) ৮
সাধারণ জ্ঞানঃ
৬১) বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে?-যুক্তরাজ্য
৬২) বাংলার কোন শাসক সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন?- শায়েস্তা খাঁ
৬৩) প্রাকৃতিক জলপ্রপাত হামহাম’ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?-মৌলভীবাজার
৬৪) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়?-পঞ্চদশ সংশোধনী
৬৫) নিচের কোন উপজাতি গোষ্ঠীতে মাতৃপ্রধান?-গারো
৬৬) নিচের কোন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত হয়েছে?
৬৭) তালিবাবাদ ভূ- উপগ্রহটি নিচের কোন জেলায় অবস্থিত?-গাজীপুরে
৬৮) পেট্রোলিয়াম রপ্তানিকারী দেশগুলোর সংগঠন থেকে সম্প্রতি কোন দেশটি বের হয়ে গেছে?-কাতার
৬৯) নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই?- তাইওয়ান
৭০) সুয়েজ খাল নিচের কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?-লোহিত সাগর ও ভূমধ্যসাগর
৭১) INI এক্সটেনশনটি কোন ধরনের ফাইল এর ক্ষেত্রে ব্যবহৃত হয়?- System file
৭২) বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?-জেনেভা
৭৩) বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?-ভেড়ামারা
৭৪) কী- বোর্ডের SHIFT, CTRL, ALT কীগুলোকে কি বলা হয়?-Modifier key
৭৫) বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত?- গাজিপুর
৭৬) ভান্ডারী কোন অঞ্চলের লোকগান?-চট্টগ্রাম
৭৭) MS WORD এ কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে?- File
৭৮)বাংলাদেশের পরবর্তী আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হবে?- ২০২১
৭৯) নিচের কোন জেলায় কঠিন শিলা খনি পাওয়া গেছে?-দিনাজপুর
৮০) স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে বলে?-ওয়ার্কশিট
আরো পড়ুনঃ-
- ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান -২০১২
- Comptroller and Auditor General (CGDF) Post Auditor Question Solution-2021
- কন্ট্রোলার জেনারেল অফ একাউন্টস (CGA)এর অডিটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স অডিটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান -২০১৭
- কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স এর কার্যালয়ের অধীনে জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান -২০১৪
- বিগত অডিটর ও জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার ব্যাখ্যাসহ গণিত প্রশ্ন সমাধান
- অডিটর পদে সিএজি (CAG) এর কার্যালয়ের বিগত সালের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
- অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড
- অডিটর ও জুনিয়র অডিটর নিয়োগ প্রস্তুতির জন্য গুরুত্ব পর্ণ ৫০ টি প্রশ্নোত্তর পিডিএফ ডাউনলোড
- অডিটর-সহ সকল নিয়োগ পরীক্ষা প্রস্তুতি পিডিএফ ডাউনলোড
- কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয় এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান 2021
- মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর অধীন জুনিয়র অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১১
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।