কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স এর কার্যালয়ের অধীনে
জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান -২০১৪
পদের নামঃ-জুনিয়র অডিটর
পরীক্ষার তারিখঃ-২০.০৩.২০১৪
১.কুলের সমীপে = উপকূল এটি কোন সমাস?
ক)দ্বিগু
খ)দ্বন্দ
গ)অব্যয়ীভাব✔
ঘ)বহুব্রীহি
২.গৌরচন্দ্রিকা শব্দের অর্থ কি ?
ক)গৌর বর্ণের চন্দ্র
খ)গেরুয়া বসন
গ)ভূমিকা✔
ঘ)যবনিকা
৩.হে সিন্ধু! বন্ধু মোর মজিনু তব রূপে । এটি কোন ধরনের বাক্য?
ক)প্রার্থনা সূচক
খ)অনুজ্ঞাসূচক
গ)কার্যকরনাত্মক
ঘ)বিস্ময়সূচক✔
৪.নিম্নের কোনটি বিভক্তি নয়?
ক)দ্বারা
খ)থেকে
গ)চেয়ে
ঘ)পর্যন্ত✔
৫.বজ্রে তার বাজে বাঁশি- কোন কারকে কোন বিভক্তি ?
ক)অপাদানে ৭মী✔
খ)অধিকরনে ৭মী
গ)করনে ১মা
ঘ)কর্তায় শুন্য
৬.সমাসবদ্ধ পদকে কি বলে ?
ক)সমস্যমান
খ)সমস্তপদ✔
গ)ব্যাসবাক্য
ঘ)বিগ্রহ বাক্য
৭.পথে ও প্রান্তরে = পথে প্রান্তরে – এটি কোন সমাস ?
ক)দ্বিগু
খ)দ্বন্দ✔
গ)তৎপুরুষ
ঘ)কর্মধারয়
৮.বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কার লিখা?
ক)সুকুমার সেন
খ)মুহম্মদ আবদুল হাই✔
গ)হায়াত মাহমুদ
ঘ)সুনীতি কুমার
৯.বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে ?
ক)গালি
খ)প্রাকৃত
গ)মাগধি
ঘ)কোনটি নয়✔
১০.সোজন বাদিয়ার ঘাট -কার রচনা ?
ক)জসিমউদদীন✔
খ)কায়কোবাদ
গ)বন্দে আলী মিয়া
ঘ)জীবনানন্দ দাস
১১.এত ক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। ‘অরিন্দম’ কে?
ক)শক্র
খ)শক্র পক্ষের দূত
গ)মিত্র
ঘ)নিজে চেষ্টা করুন✔
১২.বাংলা সাহিত্যের ইতিবৃত্ত __ কে লিখেছেন?
ক)সুকুমার সেন
খ)সুনীতি কুমার
গ)হায়াৎ মাহমুদ
ঘ)নিজে চেষ্টা করুন✔
ইংরেজি প্রশ্ন সমাধান
- নিম্নের কোনটি Abstract noun নয়?
ক)air
খ)goodwill
গ)flavor
ঘ)water✔
- He was at work. এটি কোন tense ?
ক)present indefinite
খ)Future perfect
গ)Past continuous✔
ঘ)Future continuous
- নিচের কোনটি সঠিক ?
ক)May I come in✔
খ)Can I come in
গ)Do I come in
ঘ)Do I come to
- One should take care of _____ health. (Choose the best alternative)
ক)His
খ)Your
গ)Their
ঘ)One’s✔
- Long live our president -এটি কোন ধরনের sentence?
ক)Assertive
খ)Optative✔
গ)Exclamatory
ঘ)Imperative
- Man এর পূর্বে কোন article বসলে মানব জাতি বুঝায় ?
ক)The✔
খ)A
গ)An
ঘ)কোনটিই নয়
- নিম্নের কোন বানানটি সঠিক নয় ?
ক)Gymnasium✔
খ)Tommorrow
গ)Psychology
ঘ)Stuff
- Twilight এর word meaning কি হবে?
ক)সকাল বেলা
খ)দুপুর বেলা
গ)সন্ধ্যে বেলা
ঘ)গোধূলি বেলা✔
- ঘন্টা বাজার পূর্বে ট্রেনটি ছাড়িয়া দিল- কোন translation টি ঠিক হবে?
ক)The train had left before the bell rang✔
খ)The train left before the bell had rung
গ)The train left before the bell has rung
ঘ)The train has left before the bell has rung
- ‘Tit for tat’ এর অর্থ কি ?
ক)অধিক সন্নাস্যীতে গাজন নষ্ট
খ)যেমন কুকুর তেমন মুগুর✔
গ)আঙ্গুর ফল টক
ঘ)ঢিল মারলে পাটকেল্টি খেতে হয়
- ‘Long walk to freedom’ গ্রন্থের প্রণেতা-
ক)পারভেজ মোশাররফ
খ)নেহেরু
গ)নেলসন ম্যান্ডেলা✔
ঘ)গান্ধী
গণিত প্রশ্ন সমাধান
১.৫০ টাকায় আম কিনে ১৫০টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে-
ক)২০০%✔
খ)১৫০%
গ)৩০০%
ঘ)কোনটিই নয়
২.কোন ক্ষুদ্রত্তম সংখ্যাকে ৫, ১০, ১৫ দ্বারা ভাগ করলে শেষে ৪ অবশিষ্ট থাকে?
ক)৬৪
খ)১২৪
গ)৩৪✔
ঘ)কোনটিই নয়
৩.-2ab+b2+a2=?
ক)(a+b)2
খ)(a−b)2✔
গ)(b+a)2
ঘ)a2−b2
৪.ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত সমকোণ?
ক)এক
খ)দুই✔
গ)তিন
ঘ)চার
৫.সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে?
ক)২টি✔
খ)৩টি
গ)৪টি
ঘ)৫টি
৬.এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে?
ক)স্থুল কোণ
খ)সূক্ষ্ম কোণ✔
গ)সন্নিহিত কোণ
ঘ)সমকোণ
৭.১২০০ টাকায় কিনে ১৫০০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ –
ক)১০%
খ)১৫%
গ)২০%
ঘ)২৫%✔
৮.রহিম ও করিমের বয়সের অনুপাত ৩:৫। তাদের বয়সের সমষ্টি ৪০ হলে নিম্নের কোন উত্তরটি সঠিক?
ক)রহিম ১৫✔
খ)করিম ১৫
গ)রহিম ১০
ঘ)করিম ৫
৯.একটি বর্গক্ষেত্রের বাহুর পরিসীমা ১২০ ফুট। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত ?
ক)২০ ফুট
খ)২৫ ফুট
গ)৩০ ফুট✔
ঘ)৪০ ফুট
১২.১ মেগাবাইট সমান কত কিলোবাইট?
ক)১০০০ কেবি
খ)৫০০ কেবি
গ)১০০ কেবি
ঘ)কোনটি নয়✔
১৩.কম্পিউটারের বাইনারী পদ্ধতি যে সংখ্যার উপর প্রতিষ্ঠিত?
ক)০,১✔
খ)০,০
গ)১০,১১
ঘ)১১,০
তথ্য প্রযুক্তি প্রশ্ন সমাধান
১.এম এস ওয়ার্ড কি ধরনের প্রোগ্রাম ?
ক)ওয়ার্ড প্রসেসিং✔
খ)ডাটাবেজ
গ)প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
ঘ)গেম
২.স্বল্প দূরত্বে নেটওয়ার্কিং এর জন্য কোনটি ব্যবহৃত হয় ?
ক)ইন্টারনেট
খ)ইন্ট্রানেট
গ)LAN✔
ঘ)WAN
৩.১ মেগাবাইট সমান কত কিলোবাইট?
ক)১০০০ কেবি
খ)৫০০কেবি
গ)১০০কেবি
ঘ)কোনটিই নয়✔
৪.নিম্নের কোনটি কম্পিউটার এর ইনপুট ডিভাইস না?
ক)জয়ষ্টিক
খ)কি বোর্ড
গ)মাউস
ঘ)মনিটর✔
৫.কম্পিউটারের বাইনারী পদ্ধতি যে সংখ্যার উপর প্রতিষ্ঠিত ?
ক)০,১✔
খ)০,০
গ)১০,১১
ঘ)১১,০
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
১.বাংলাদেশের দ্রুততম মানবী কোন সংস্থার হয়ে অংশ নিয়েছেন ?
ক)বিজেএমসি
খ)বিকেএসফি
গ)নৌবাহিনী✔
ঘ)সেনাবাহিনী
২.ঈসা খাঁর রাজধানী কোথায় অবস্থিত ?
ক)গৌড়
খ)লক্ষনাবতী
গ)মহাস্থান গড়
ঘ)সোনারগাঁ✔
৩.কুমিল্লা জেলা কোন নদীর তীরে অবস্থিত?
ক)পশুর
খ)মাতামুহুরী
গ)গোমতী✔
ঘ)সুরমা
৪.’হালদা নদী’ কি জন্যে বিখ্যাত ?
ক)প্রচুর ইলিশ
খ)খরস্রোত
গ)নদী বন্দর
ঘ)মৎস্য প্রজনন✔
৫.জাতীয় সংসদের স্থপতি কে?
ক)লুই কান✔
খ)নিতুন কুন্ডু
গ)হামিদুজ্জামান
ঘ)জয়নুল আবেদীন
৬.সুন্দরবন কে কোন সংস্থা ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা দেয় ?
ক)ইউনিসেফ
খ)ইউনেস্কো✔
গ)আইএমএফ
ঘ)বিশ্ব স্বাস্থ্য সংস্থা
৭.’রিয়াজ আস সালাতিন’ এটা কি ধরনের ?
ক)উপন্যাস
খ)মহাকাব্য
গ)ঐতিহাসিক✔
ঘ)প্রবন্ধ
৮.রবীন্দ্রনাথ ঠাকুর কোন ছদ্মনামে লিখতেন ?
ক)বনফুল
খ)জরাসন্ধ
গ)ভানুসিংহ✔
ঘ)ধুমকেতু
৯.বাতাসে অক্সিজেনের পরিমাণ কত ?
ক)২১%
খ)২০.৭১%✔
গ)২৯%
ঘ)কোনটিই নয়
১০.বঙ্গবন্ধুর জন্মদিন কোন তারিখে ?
ক)৩রা মার্চ
খ)৭ই মার্চ
গ)১৭ই মার্চ✔
ঘ)২৬মার্চ
১১.পলাশীযুদ্ধ ১৭৫৭ সালের কোন তারিখে অনুষ্ঠিত হয়?
ক)১লা জুন
খ)১৭ই জুন
গ)২৩শে জুন✔
ঘ)২৩শে এপ্রিল
১২.প্রথম কোন ভারতীয় এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন ?
ক)অবতার শিং✔
খ)শিপ্রা মজুমদার
গ)নিশাত
ঘ)কেউনা
১৩.নিচের কোনটি বৌদ্ধ প্রত্নতান্ত্রিক নিদর্শনের জন্য খ্যাত নয় ?
ক)শিলাইদহ✔
খ)মহাস্থানগড়
গ)পাহাড়পুর
ঘ)ময়নামতি
১৪.দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে বৃটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ক)এটলি
খ)চার্চিল✔
গ)চেম্বারলেন
ঘ)গাডস্টান
১৫.নিচের ব্যক্তি জাতিসংঘের মহাসচিব ছিলেন না?
ক)আমর বিন আস ✔
খ)উথান্ট
গ)কফি আনান
ঘ)বান কি মুন
১৬.চীনের কোন প্রদেশটি মুসলিম অধ্যুষিত ?
ক)কুমিংটাং
খ)জিংজিয়াং✔
গ)সাং হাই
ঘ)কোনটিই নয়
১৭.রক্ত জমাট বাঁধতে সাহায্য করে-
ক)প্লাটেলেট✔
খ)শ্বেত কনিকা
গ)লোহিত কনিকা
ঘ)পাসমা
১৮.আমেরিকায় গৃহযুদ্ধ হয়েছিল কোন প্রসিডেন্টের আমলে ?
ক)রুজভেল্ট
খ)এফ কেনেডি
গ)আব্রাহাম লিঙ্কন✔
ঘ)জিমি কার্টার
১৯.কোন প্রণালী ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরকে যুক্ত করেছে?
ক)জিব্রাল্টার
খ)বসফোরাস✔
গ)পক প্রণালি
ঘ)মালাস্কা
২০.জৈয়ন্তিকা পাহাড় কোথায় অবস্থিত?
ক)ময়মনসিংহ
খ)সিলেট✔
গ)রাঙ্গামাটি
ঘ)বান্দারবান
২১.বাংলাদেশের কোন ব্যক্তি সর্বপ্রথম এভারেস্ট জয় করেন?
ক)শাহ আলম
খ)মুসা ইব্রাহিম✔
গ)নিশাত মজুমদার
ঘ)কেউনা
২২.বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
ক)ধর্মপাল
খ)দেবপাল
গ)গোপাল✔
ঘ)মহীপাল
২৩.সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসন কর্তা ছিলেন?
ক)দারা
খ)শাহ সুজা
গ)মুরাদ
ঘ)আওরঙ্গজেব✔
২৪.কোন আন্দোলনটি ব্রিটিশবিরোধী ছিল না?
ক)অসহযোগ
খ)খেলাফত
গ)ফরায়েজী
ঘ)আলীগড়✔
২৫.’আইন ই আকবর’ গ্রন্থটির রচয়িতা কে?
ক)টোডরমল
খ)বীরবল
গ)আবুল ফজল✔
ঘ)তানসেন
২৬.ও আই সি এর বর্তমান মহাসচিব কে?
ক)আইয়াদ বিন আমীন মাদানি✔
খ)জায়াদ আল মাদানি
গ)আমরা মুসা
ঘ)কোনারী
২৭.সনেট কত লাইনে রচিত হয় ?
ক)৮
খ)১২
গ)১৪✔
ঘ)১৬
২৮.বাংলাদেশের তৈরি ল্যাপটপ এর নাম কি?
ক)ডেল
খ)দোয়েল✔
গ)যমুনা
ঘ)মেঘনা
২৯.নীল নদ কোন দুটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত ?
ক)মিশর -লিবিয়া
খ)মিশর- সুদান✔
গ)লিবিয়া – মরক্কো
ঘ)মিশর-ঘানা
আরো পড়ুনঃ-
- ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান -২০১২
- হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- কন্ট্রোলার জেনারেল অফ একাউন্টস (CGA)এর অডিটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
- কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্স অডিটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান -২০১৭
- বিগত অডিটর ও জুনিয়র অডিটর নিয়োগ পরীক্ষার ব্যাখ্যাসহ গণিত প্রশ্ন সমাধান
- অডিটর পদে সিএজি (CAG) এর কার্যালয়ের বিগত সালের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
- অডিটর ও জুনিয়র অডিটর পদের প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড
- অডিটর ও জুনিয়র অডিটর নিয়োগ প্রস্তুতির জন্য গুরুত্ব পর্ণ ৫০ টি প্রশ্নোত্তর পিডিএফ ডাউনলোড
- অডিটর-সহ সকল নিয়োগ পরীক্ষা প্রস্তুতি পিডিএফ ডাউনলোড
- কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল কার্যালয় এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান 2021
- মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর অধীন জুনিয়র অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১১
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।