বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর এসিস্ট্যান্ট ম্যানেজার (ট্রেইনি জেনারেল) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১

0
542

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নিয়োগ

পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১

পদের নামঃ এসিস্ট্যান্ট ম্যানেজার (ট্রেইনি জেনারেল)

পরীক্ষাঃ ০৯ জানুয়ারি ২০২১

বাংলা সমাধান

১. অপমান শব্দের অপ” উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

(ক) বিপরীত

(খ) নিকৃষ্ট

(গ) অভাব

(ঘ) বিকৃত

উঃ (ক) বিপরীত

২. কোন বানানটি শুদ্ধ –

(ক) বিভীষিকা

(খ) বভিষীকা

(গ) বিভিষীকা

(ঘ) বীভীহীকা

উত্তরঃ- (ক) বিভীষিকা

৩. “যিনি বক্তৃতা দানে পটু’-

(ক) বাকপটু

(খ) অনলবর্ষী

(গ) সুবক্তা

(ঘ) বাগ্মী

উত্তরঃ-(ঘ) বাগ্মী

  1. ‘সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন

(ক) সত্যন্দ্রনাথ দত্ত

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) জসীমউদ্দিন

(ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তরঃ-খ) রবীন্দ্রনাথ ঠাকুর

৫. বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক? –

(ক) মাইকেল মধুসূদন দত্ত

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) সত্যেন্দ্র নাথ দত্ত

(ঘ) কাদের নওয়াজ

উত্তরঃ- (ক) মাইকেল মধুসূদন দত্ত

৬. বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক-

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) প্রমথ চৌধুরী

(গ) রামসুন্দর ত্রিবেদী

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ- (খ) প্রমথ চৌধুরী

৭. Co-optcd’এর পরিভাষা কোনটি? –

ক) সহযোজিত

(খ) যোজিত

(গ) সংযোজিত

(ঘ) সংযুক্ত

উত্তরঃ- (ক) সহযোজিত

৮. বাক্যের মৌলিক উপাদান কোনটি? –

(ক) শব্দ

(খ) বর্ণ

(গ) ভাষা

(ঘ) খনি

উত্তরঃ- (ক) শব্দ

৯. রুপসী বাংলার কবি বলা হয় কাকে? –

(ক) সত্যেন্দ্রনাথ দত্ত

(খ) জসীম উদ্দিন

(গ) কালিদাস রায়

(ঘ) জীবনানন্দ দাস

উত্তরঃ- (ঘ) জীবনানন্দ দাস

১০. আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে উক্তিটি কোন কাব্য গ্রন্থের? –

(ক) মনসাম্ল

(খ) ভীমঙ্গল

(গ) অন্নদামঙ্গল

(ঘ) সারদামঙ্গল

উত্তরঃ- (গ) অন্নদামঙ্গল

১১. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? –

(ক) রবীন্দ্র নাথ ঠাকুর

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) মাইকেল মধুসূদন দত্ত

(ঘ) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ- (গ) মাইকেল মধুসূদন দত্ত

১২. গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদন করেন –

(ক) W B Yeats

(খ) TS Elliot

(গ) John Keats

(ঘ) Ejra Pound

উত্তরঃ- (ক) W B Yeats

১৩. বঙ্গবন্ধুর লেখা প্রকাশিত দ্বিতীয় বইয়ের নাম কী?

(ক) আমার কিছু কথা

(খ) রক্তাক্ত বাংলা

(গ) কারাগারের রোজনামচা

(ঘ) অসমাপ্ত আত্মজীবনী

উত্তরঃ- (গ) কারাগারের রোজনামচা

১৪. নিচের কোনটি যুদ্ধভিত্তিক উপন্যাস?

(ক) ক্রীতদাসের হাসি

(খ) মাটি আর অশ

(গ) হাঙর নদী গ্রেনেড

(ঘ) সারেং বউ

উত্তরঃ- (গ) হাঙর নদী গ্রেনেড

১৫. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? –

(ক) ১১টি

(খ) ১৯টি

(গ) ১২টি

(ঘ) ১৩টি

উত্তরঃ- (ক) ১১টি

১৬. কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?

(ক) মাহেনও

(খ) সওগাত

(গ) ধূমকেতু

(ঘ) কালি কলম

উত্তরঃ- (গ) ধূমকেতু

১৭. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি –

(ক) ঐতিহাসিক

(খ) ইতিহাসবেত্তা

(গ) ইতিহাস রচয়িতা

(ঘ) ইতিহাস

উত্তরঃ- (খ) ইতিহাসবেত্তা

১৮. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা –

(ক) দীন চণ্ডীদাস

(খ) দ্বিজ চণ্ডীদাস

(গ) বড়ু চণ্ডীদাস

(ঘ) চণ্ডীদাস

উত্তরঃ- (গ) বড়ু চণ্ডীদাস

১৯. বিমান’কোন ভাষার শব্দ? –

(ক) তৎসম

(খ) ফরাসি

(গ) ত

(ঘ) পর্তুগিজ

উত্তরঃ-

২০. মৌমাছি কোন সমাস ?

(ক) তৎপুরুষ সমাস

(খ) স্ব সমাস

(গ) বহীহি সমাস

(ঘ) কর্মধারয় সমাস

উত্তরঃ-(ঘ) কর্মধারয় সমাস

ইংরেজি সমাধান

২১. Choose the correct synonym for the word tedious?

(ক) Amusing

(খ) Dull

(গ) Exciting

(ঘ) Quick

উঃ (খ) Dull

২২. Itinerary means –

(ক) Plan of journey

(খ) List of items to be discussed in a meeting

(গ) List of event in a fixed time

(ঘ) Record of events occurred in a day

উত্তরঃ- (ক) Plan of journey

২৩. You are the man who always troubled me. –

(ক) is

(খ) have

(গ) has

(ঘ) Were

উত্তরঃ- (গ) has

২৪. Four and four —– eight.

(ক) makes

(খ) made

(গ) make

(ঘ) are

উত্তরঃ- (ক) makes

২৫. What is the verb of the word “Shortly’?

(ক) Short

(খ) Shorter

(গ) Shorten

(ঘ) Shortene

উত্তরঃ- (খ) Shorter

২৬. My favorite activity is reading. Here reading is a/an

(ক) Gerund

(খ) Verbal noun

(গ) Complement

(ঘ) Object

উত্তরঃ- (ক) Gerund

২৭. Which one is in feminine form?

(ক) Deer

(খ) Bull

(গ) Horse

(ঘ) Doe

উত্তরঃ- (ঘ) Doe

২৮. What kind of Noun is the word Cattle?

(ক) Common

(খ) Abstract

(গ) Collective

(ঘ) Proper

উত্তরঃ- (গ) Collective

২৯. Pediatric relates to the treatment of

(ক) Adults

(খ) Women

(গ) Children

(ঘ) Old people

উত্তরঃ- (গ) Children

৩০. David Copperfield is written by –

(ক) Jane Austen

(খ) P. B. Shelley

(গ) Alfred Tennyson

(ঘ) Charles Dickens

উত্তরঃ- (ঘ) Charles Dickens

৩১. Everybody hates a liar. (Make it negative)

(ক) Nobody dislikes a liar

(খ) Who likes a liar

(গ) Everybody dislikes a liar

(ঘ) Nobody likes a liar.

উত্তরঃ- (ঘ) Nobody likes a liar.

৩২. He left no stone —— to achieve his objective.

(ক) unturned

(খ) hit

(গ) broken

(ঘ) thrown

উত্তরঃ- (ক) unturned

৩৩. Amicable is the synonym of

(ক) Interesting

(খ) Loving

(গ) Affectionate

(ঘ) Friendly

উত্তরঃ- (গ) Affectionate

৩৪. He insisted —- there.

(ক) on my going

(খ) is to go

(গ) over going

(ঘ) to go

উত্তরঃ- (ক) on my going

৩৫. Debut means ?

(ক) Conclusion

(খ) Gracious response

(গ) Contradiction

(ঘ) First appearance

উত্তরঃ- (ঘ) First appearance

৩৬. You should not run —- debt. Which one of the following is the correct preposition?

(ক) on

(খ) into

(গ) in

(ঘ) with

উত্তরঃ- (ঘ) with

৩৭. Choose the correct sentence –

(ক) He gave me some advice

(খ) Anwar requested for my help

(গ) I am very better today

(ঘ) The goods are of inferior qualities.

উত্তরঃ- (ক) He gave me some advice

৩৮. Which spelling is wrong?

(ক) Reuter

(খ) Parlament

(গ) Colonel

(ঘ) Lieutenant

উত্তরঃ- (খ) Parlament

৩৯. As the sun — I decided to go out.

(ক) shines

(খ) has shone

(গ) shine

(ঘ) was shining

উত্তরঃ- (খ) has shone

৪০. Prima facie means

(ক) at first view

(খ) main cause

(গ) prime figure

(ঘ) prime accused

উত্তরঃ- (ক) at first view

গণিত অংশ সমাধানঃ

৪১. ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট খরচ কত টাকা? উত্তরঃ ১০৯২ টাকা

৪২. কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে? উত্তরঃ ১৭, ১৫, ৮

৪৩. কোন সংখ্যা ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ৬০ হবে। সংখ্যাটি কত? উত্তরঃ ২০০

৪৪. (2x-1) এর বর্গ কত? উত্তরঃ 2×2 +4x -1

৪৫. a:b=2:3 এবং b:c=6:7 হয় তবে a:c কত? উত্তরঃ 4:7

৪৬. 2x^2-x-15 এর উৎপাদক হচ্ছে? উত্তরঃ (2x +5) (x-3)

৪৭. একটি বইয়ের মূল্য ২৪ টাকা এবং প্রকৃত মূল্য ৮০% । বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকেন? উত্তরঃ ৬

৪৮. শাহিন ২৪০ টাকায় কতকগুলো কলম কিনলো । সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল? উত্তরঃ ১৫

৪৯. 1,2,3,6,9,18, (…..) …54 What is the missing number in the series? উত্তরঃ 27

৫০. 15a^3b^2c^3 ও 12a^4bc^4 এর গসাগু হবে? উত্তরঃ 3a3bc3

৫১. একটি আয়তাকার ঘনবস্তুর কয়টি তল থাকে? উত্তরঃ ৬

৫২. সাইকেলের চাকার পাশাপাশি দুইটি শলার মধ্য ১৫ ডিগ্রী কোণ হলে চাকাতে কয়টি শলা রয়েছে? উত্তরঃ ২৪

৫৩. দুইটি বৃত্ত একটি বিন্দুতে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে? উত্তরঃ তাদের ব্যাসার্ধের যোগফলের সমান

৫৪. X=240 হলে কোনটি Y এর মান হতে পারে না? উত্তরঃ ০

৫৫. ১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? উত্তরঃ ১০ টি

৫৬. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর । পিতার বয়স পুত্রের ৩ গুণ হলে পূত্রের বয়স কত? উত্তরঃ ২০ বছর

৫৭. ১ নটিক্যাল মাইল =কত কিলোমিটার? উত্তরঃ ১.৮৫২ কিলোমিটার

৫৮. X এর ১০% যদি Y এর ২০% এর সমান হয় তবে X:Y=কত? উত্তরঃ ২ঃ১

৫৯. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? উত্তরঃ ২২ঃ৭

৬০. ক একটি কাজ ১৫ দিনে করতে পারে। যদি খ, ক এর দ্বিগুণ কাজ করে তবে ক এবং খ একত্রে ঐ কাজ শেষ করতে কতদিন লাগবে? উত্তরঃ ৫ দিন

৬১. ইমেইল ঠিকানা BCC ক্ষেত্রে এর পূর্ণরূপ কোনটি? উত্তরঃ Blind carbon copy

৬২. নিচের কোনটি কম্পিউটারের হার্ডওয়ার নয়? উত্তরঃ পাওয়ার পয়েন্ট

৬৩. WIFI এর পূর্ণরূপ কোনটি? উত্তরঃ Wireless Fidelity

৬৪. GPS এর পূর্ণরূপ কোনটি? উত্তরঃ Global Positioning System

৬৫. রঙিন মনিটরের পিক্সেলে কয় ধরনের রং থাকে? উত্তরঃ ৩

৬৬. সম্প্রতি যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমি উই-৬ কনসোর্টিয়ামের ল্যান্ডিং স্টেশন কোথায় হবে? উত্তরঃ কক্সবাজার

৬৭. PDF বলতে বুঝায়? উত্তরঃ Portable Document Format

৬৮. নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? উত্তরঃ AVG

৬৯. 1KB =কত বাইট? উত্তরঃ ১০২৪ বাইট

৭০. TCP IP হল একটি? উত্তরঃ প্রোটকল (Transmission Control Protocol)

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

৭১. Biman Bangladesh Airlines started its journey on? উত্তরঃ 4th January ,1972

৭২. How many Dream liners does Bangladesh Biman have in its fleet? উত্তরঃ 6 Dream liners .

৭৩. সর্বজনীন দাতা বলা হয় কোন রক্তের গ্রুপকে? উত্তরঃ O’ ve ( ও পজেটিভ)

৭৪. গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত চুক্তি কোনটি? উত্তরঃ কিয়োটো প্রোটোকল

৭৫. বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দর? উত্তরঃ ৩ টি

৭৬. বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদ নন? উত্তরঃ আসাদ

৭৭. ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে? উত্তরঃ ডব্লিউ এফ পি (WFP= World Food Programme)

৭৮. মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার? উত্তরঃ সব্যসাচী হাজরা

৭৯. অনুর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ -২০২০ এ বাংলাদেশ দলের অধিনায়কের নাম? উত্তরঃ আকবর

৮০. পানি বরফে পরিণত হলে কি ঘটবে? উত্তরঃ আয়তন বেড়ে যাবে

৮১. ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কী নামে পরিচিত? উত্তরঃ গ্রাউন্ড জিরো

৮২. বাংলাদেশ আই এল ও এর সদস্য পদ লাভ করে? উত্তরঃ ২২ জুন, ১৯৭২

৮৩. যে জায়গায় বিমান রাখা হয় তাকে বলে? উত্তরঃ Aerodrome

৮৪. কোন বিখ্যাত গায়ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন? উত্তরঃ জর্জ হ্যারিসন

৮৫. বাংলাদেশের মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব কার? উত্তরঃ বাংলাদেশ ব্যাংক

৮৬. কোন দুটি দেশের মধ্যে দলের মধ্যে Ashes trophy ট্রফি খেলা হয়? উত্তরঃ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড

৮৭. পদ্মা সেতুর দৈর্ঘ কত? উত্তরঃ ৬.১৫ কিমি

৮৮. শান্তিতে অবদানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন? উত্তরঃ জুলিও কুরী পদক

৮৯. SPARSO কি? উত্তরঃ সরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র

৯০. পরমশূন্য তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড এর সমান? উত্তরঃ – ২৭৩.১৫ ডিগ্রি সেন্টিগ্রেড

৯১. নিচের কোনটি ভিডিও ফাইল এক্সটেনশন? উত্তরঃ mpg

৯২. বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে? উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম

৯৩. একটি বৃত্তের যেকোন দুটি বিন্দুর সংযোজক রেখাকে বলে? উত্তরঃ জ্যা

৯৪. বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কোথায়? উত্তরঃ সৈয়দপুরে

৯৫. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? উত্তরঃ আন্তেনিও গুতিরেস (পর্তুগাল)

বিজ্ঞান অংশ সমাধানঃ

৯৬. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের—–? উত্তরঃ ফুসফুস

৯৭. নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়? উত্তরঃ এলুমিনিয়াম

৯৮. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোনটি? উত্তরঃ ক্লোরো ফ্লোরো কার্বন (CFC)

৯৯. In a certain code CIRCLE is written as RICELE. How SQUARE is written in that code? উত্তরঃ UQSERA

১০০. তাপের একক কি? উত্তরঃ ক্যালোরি

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download