বাংলা সাধারণ জ্ঞান ও গণিত মনে রাখার ১০০ টি শর্টকাট টেকনিক Part-1

0
645

বাংলা সাধারণ জ্ঞান গণিত মনে রাখার ১০০ টি

শর্টকাট টেকনিক পার্ট-১

আরো পড়ুনঃ- বাংলা, সাধারণ জ্ঞান ও গণিত মনে রাখার ১০০ টি শর্টকাট Part -2

আগে সকল টেকনিকগুলো ভাল করে দেখে নিন, পছন্দ হলে এখানের সবগুলো টেকনিক পিডিএফ আকারে নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

যে সকল দেশের মূদ্রার নাম “ডলার” সেগুলা মনে রাখার উপায়ঃ

টেকনিক ১ -(গনী মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল)

★গ- গায়ান

★নি- নিউজিল্যান্ড

★মা- মার্কিন যুক্তরাষ্ট্র

★ঝি- জিম্বাবুয়ে

★জা-জামাইকা

★H- হংক

★S- সিংগাপুর

★C- কানাডা

★B- বেলিজ

★B- ব্রুনাই

★A- এন্টিগুয়া অস্ট্রেলিয়া ও বারমুডা

★গেল-গ্রানাডা।

মধ্যপ্রাচ্যের দেশসমূহ মনে রাখার সহজ কৌশল

টেকনিকঃ-2[ সুমি তুই আজ ওই বামসিলিকারকুলে ]

★সু – সুদান/সৌদিআরব

★মি – মিশর

★তু – তুরস্ক/তিউনিসিয়া

★ই – ইরাক/ইসরাইল

★আ – আলজেরিয়া, আরব আমিরাত

★জ – জর্ডান

★ও – ওমান

★ই – ইরান/ইয়েমেন

★বা – বাহরাইন

★ম – মরক্কো

★সি – সিরিয়া

★লি – লিবিয়া

★কা – কাতার

★কু – কুয়েত

★লে – লেবানন

পারমাণবিক সাবমেরিন আছেঃ৬টি মনে রাখার সহজ কৌশল

টেকনিকঃ ঃ-4 (UNR BF CI)(উনার BFচাই)

★UN=যুক্তরাষ্ট্র

★R=রাশিয়া

★B=ব্রিটেন

★F=ফ্রান্স

★C = চীন

★I=ভারত

বাংলাদেশে সর্বমোট নিরক্ষর মুক্ত জেলা-৭টি মনে রাখার সহজ কৌশল

(প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা)

টেকনিকঃ -5(সিরাজ_চুমা_লাগা)

★১। সি – সিরাজগন্জ

★২। রা -রাজশাহী

★৩। জ – জয়পুরহাট

★৪। চু – চুয়াডাঙ্গা

★৫। মা- মাগুরা (১ম)

★৬। লা – লালমনিরহাট

★৭। গা – গাইবান্ধা

♦ GCC ভুক্ত দেশগুলোঃ উপসাগরীয় সহযোগিতা পরিষদ।

টেকনিকঃ-6[“ওমা সৌদি বেয়াইন আমারে কাতুকুতু”দেয়।]

★ওমা= ওমান

★সৌদি = সৌদি আরব

★বেয়াইন = বাহরাইন

★আমারে = সংযুক্ত আরব আমিরাত

★কাতু = কুয়েত

★কুতু = কাতার

♦ দূরপ্রাচ্যের দেশগুলো মনে রাখার সহজ কৌশল

টেকনিকঃ-7[চীনতা কর মফিজ]

★চীন = চীন

★তা = তাইওয়ান

★কর= কোরিয়া (উত্তর/ দক্ষিন)

★ম = মঙ্গোলিয়া

★ফি = ফিলিপাইন

★জ = জাপান

♦ OPEC ভুক্ত দেশগুলোঃ

টেকনিকঃ -8 [ইরান, ইরাকের, ইক্ষু, আম, আলু ও লেবুতে ভেজাল নাই। সৌদি, আমারে, কাতু’কুতু দেয়।]

★এখানেঃ ইরান, ইরাক, ইকুয়েডর,

অ্যঙ্গোলা,

আলজেরিয়া, লিবিয়া,

ভেনেজুয়েলা, নাইজেরিয়া,

সৌদি আরব, সংযুক্ত আরব

আমিরাত, কাতার, কুয়েত

♦ CIRDAP এর অন্তর্ভুক্ত দেশগুলো মনে রাখার সহজ কৌশল

টেকনিকঃ-9 [ NIPAI MTV FILM BS ] [(নিপা’ই MTV FILM BS(ভালোবাসে)]

★N-Nepal,

★I-Iran,

★P-Pakistan,

★A-Afganistan,

★I-India.

★M-Malaysia,

★T-Thailand,

★V-Vietnam,

★F-Filipine,

★I-Indonesia,

★L-Laos,

★M-Mayanmar,

★B-Bangladesh,

★S-Srilanka

♦ পারস্য উপসাগরীয় দেশ- GCC+ ইরাক,ইরান। আরব উপদ্বীপ- GCC+ ইয়েমেন। পূর্ব এশিয়ার দেশগুলোঃ

♦ টেকনিকঃ10 ঃ[ তাজাকোচি।]

★তা = তাইওয়ান

★জা = জাপান

★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)

★চি = চীন

♦ দূরপ্রাচ্যের দেশগুলো মনে রাখার সহজ কৌশল

♦ টেকনিকঃ-11ঃ [তাজাকোচিফিম।]

★তা = তাইওয়ান

★জা = জাপান

★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)

★চি = চীন

★ফি = ফিলিপাইন

★ম = মঙ্গোলিয়া

♦ SUPER SEVEN দেশ মনে রাখার সহজ কৌশল

টেকনিকঃ-12 ঃ[ “ থামাই সিতাদহ”]

★থা = থাইল্যান্ড

★মা = মালেয়েশিয়া

★ই = ইন্দনেশিয়া

★সি = সিঙ্গাপুর

★তা = তাইওয়ান

★দ = দক্ষিণ কোরিয়া

★হ = হংকং

♦ FOUR EMERGING TIGERS দেশ মনে রাখার সহজ কৌশল

টেকনিকঃ- 13 [“ সিতাদহ ”]

★সি = সিঙ্গাপুর

★তা = তাইওয়ান

★দ = দক্ষিণ কোরিয়া

★হ = হংকং

♦ 7 SISTERS: ভারতের ৭টি অঙ্গরাজ্য মনে রাখার সহজ কৌশল

টেকনিকঃ-14 ঃ [“ আমি অমেত্রি মনা”]

★আ = আসাম ( গোয়াহাটি )

★মি = মিজরাম ( আইজল )

★অ = অরুনাচল ( ইন্দিরাগিরি )

★মে = মেঘালয় ( শিলং )

★ত্রি = ত্রিপুরা ( আগরতলা )

★ম = মনিপুর ( ইম্ফল )

★না = নাগাল্যান্ড ( কোহিমা )

(বিঃ দ্রঃ – বন্ধনির ভিতর সংশ্লিষ্ট প্রদেশের রাজধানী)

♦ স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র ৫ টি মনে রাখার সহজ কৌশল

টেকনিকঃ 15ঃ [“ফিডে আসুন“]

★ফি = ফিনল্যান্ড

★ডে = ডেনমার্ক

★আ =আইসল্যান্ড

★সু = সুইডেন

★ন = নরওয়ে

♦ বাল্টিক রাষ্ট্র ৩ টি মনে রাখার সহজ কৌশল

টেকনিকঃ-16 “ALL”

★A = এস্তনিয়া

★L = লাটভিয়া

★L =লিথুনিয়া

♦ D-8 ভুক্ত দেশ মনে রাখার সহজ কৌশল

টেকনিকঃ17 ঃ [“ মা বাপ নাই তুমিই” সব]

★মা =মালেয়েশিয়া

★বা =বাংলাদেশ

★পা =পাকিস্তান

★না =নাইজেরিয়া

★ই =ইরান

★তু =তুরস্ক

★মি =মিশর

★ই =ইন্দনেশিয়া

ASEAN ভুক্ত ১০টি দেশ মনে রাখার সহজ কৌশল

♦ টেকনিকঃ-18 ঃ[ “ MTV এর FILM দেখলে BCS হবেনা ”]

★M =মালেয়েশিয়া ( কুয়ালালামপুর )

★T = থাইল্যান্ড( ব্যাংকক )

★V = ভিয়েতনাম ( হ্যানয় )

★F = ফিলিপাইন ( ম্যানিলা )

★I = ইন্দোনেশিয়া ( জাকার্তা )

★L = লাওস ( ভিয়েন তিয়েন )

★M = মায়ানমার ( নাইপিদ )

★B = ব্রুনাই ( বন্দর সেরি বেগাওয়ান )

★C = কম্বোডিয়া( নমপেন )

★S = সিঙ্গাপুর ( সিঙ্গাপুর সিটি )

( বিঃ দ্রঃ – বন্ধনির ভিতর সংশ্লিষ্ট দেশের রাজধানী ) বিভিন্ন (Golden Cresent)

♦ মাদক উৎপাদক অঞ্চল মনে রাখার সহজ কৌশল

টেকনিক :- 19 “আপাই’’

আ=আফগানিস্থান ,

পা= পাকিস্থান ,

ই=ইরান

♦ (Golden Ways)

মাদক চোরাচালানের জন্য বিখ্যাত ৩টি দেশ মনে রাখার সহজ কৌশল

★টেকনিক:-20 “নেভাবা”

নে= নেপাল ,

ভা= ভারত ,

বা= বাংলাদেশ

♦ (Golden Triangle)

মাদকের জমজমাট আসর ৩টি দেশ মনে রাখার সহজ কৌশল

★টেকনিক:-21″মাথাল”

মা= মায়ানমার

থা=থাইল্যন্ড

ল= লাওস

♦ বিজ্ঞানীদের মধ্যে কার পর কে এসেছে মনে রাখার সহজ কৌশল

টেকনিকঃ-22 (SPAA)(স্পা পানির নাম মনে রাখলে হবে)

S=Socretice (সক্রেটিস)

P=Pleto (প্লেটো)

A=Aristritol (এরিস্টটল) A=Alekgender (আলেকজান্ডার)

♦ মোগল সম্রাটদের মধ্যে কার পরে কে এসেছে মনে রাখার সহজ কৌশল

★টেকনিক:23(বাবার-হয়েছিল-একবার-­ জ্বর-সাড়িল,ঔষধে)

বাবার=বাবর।

হয়েছিল=হুমায়ুন।

একবার= আকবর।

জ্বর= জাহাঙ্গীর।

সাড়িল= শাহাজাহান।

ঔষধ= আওরঙ্গজেব।

♦ যে সব রাষ্ট্রের আইন সভার নাম “কংগ্রেস” মনে রাখার সহজ কৌশল

টেকনিকঃ-24 (কলি BBA পড়তে নেপাল থেকে চীনে চলিয়া গেল।)

★ক-কলম্বিয়া

★লি-লিবিয়া

★B-ব্রাজিল

★B-বলিভিয়া

★A-আমেরিকা

★নেপাল-নেপাল

★চীনে-চীন

★চলিয়া-চি

বিদেশি শব্দ মনে রাখার অসাধারণ টেকনিকঃ

♦ টেকনিক-25

জাপানি শব্দঃ”[জাপানিরা জুডো, কম্ফু, কারাতে খেলে হারিকেনসহ রিক্সায় করে হাসনাহেনা ফুল নিয়ে প্যাগোডায় যায়, সুনামির ভয়ে সামপানে চড়ে হারিকিরি করে “]

(জাপানি শব্দঃ জুডো, কম্ফু, কারাতে,হারিকেন, রিক্সা, হাসনাহেনা,প্যাগোডা, সুনামি,সামপান, হারিকিরি )

♦ টেকনিক-26

গুজরাটি শব্দঃ[” গুজরাটিরা হরতাল এর দিন কোন জয়ন্তী হলে খদ্দর পরে “]

(গুজরাটি শব্দঃ হরতাল,জয়ন্তী, খদ্দর পরে।)

♦ টেকনিক-27

[” এক তুর্কি উজবুক দারোগা তোপের বসে তার কুলি ও চাকরকে মুচলেকা দিয়ে বলল যদি জঙ্গলে গিয়ে চাকু ও কাচি দিয়ে লাশ কাটতে পার তবে আমার বাবুর্চি তোমাদের চকমক কোর্মা রেধে খাওয়াবে”]

(তুর্কি শব্দঃ উজবুক, দারোগা, তোপ, কুলি, চাকর, মুচলেকা, জঙ্গল, চাকু, কাচি, লাশ, বাবুর্চি, চকমক, কোর্মা।)

♦ টেকনিক-28

[” ফরাসি বুর্জোয়ারা আঁতাত করলেও কুপন ছাড়া ফিরিঙ্গির মত কার্তুজ নিয়ে রেস্তোরা, ক্যাফে ডিপোতে প্রবেশ করে না “]

(ফরাসি শব্দঃ বুর্জোয়া, আঁতাত, কুপন,

ফিরিঙ্গি, কার্তুজ, রেস্তোরা,

ক্যাফে, ডিপো)

♦ টেকনিক- 29

[” ওলন্দাজরা হরতন রুইতন ইস্কাপন ও টেক্কাদিয়ে তাসে তুরুপ মারে “]

(ওলন্দাজ শব্দঃ হরতন, রুইতন, ইস্কাপন, ও টেক্কা,তাস, তুরুপ

♦ মৌলিক রঙ মনে রাখার কৌশল:

টেকনিক:30 (আসল)

★আ= আসমানী(নীল)

★স = সবুজ

★ল = লাল

টেকনিক ৩০: উপমহাদেশে নোবেল বিজয়ীদের নাম মনে রাখার টেকনিক

ছন্দ : রবী রমনকে বলল খোরানা আর সালাম তেরেসার সাথে কি করে। জবাবে অমর্ত্য সেন হেসে বলল সবই ভাই ইউনুছ জানে।

১। রবীন্দ্র নাথ ঠাকুর – সাহিত্যে

(১৯১৩),

২। চন্দ্রশেখর ভেঙ্গটরমন – পদার্থে

(-১৯৩০ ),

৩। হরগোবিন্দ খোরানা-চিকিৎসায়

-১৯৬৮,

৪। আব্দুস সালাম – পদার্থে – ১৯৭৯,

৫। মাদার তেরেসা – -শান্তিতে

(১৯৭৯),

৬। অমর্ত্য সেন – -অর্থনীতিতে-১৯৯৮,

৭। ড .মো: ইউনুছ – -শান্তিতে-২০০৬

টেকনিক ৩১: রবিঠাকুরের ১২ টি উপন্যাস মনে রাখার সহজ কৌশল

” # করুণা ” করে আমাকে

” # বউ ঠাকুরানীর হাটে ” পৌঁছে দিও, সেখানে হয়ত

” # রাজর্ষি ” কে খুঁজে পাব, আগামী মাসে তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্ত

” # নৌকাডুবি ”র ফলে তার সাথে আমার সমস্ত

” # যোগাযোগ ” বন্ধ হয়ে যায়,আমি এখন তার

” # চোখের বালি”, আমার

” # দুইবোন ” আর ভাই

” # গোরা ”কে অনেক খুঁজেছি – পাইনি,অবশেষে জীবনের

” # চার অধ্যায়” পেরিয়ে

” #চতুরঙ্গে ”র কষাঘাতে ”

# মালঞ্চে ”বসে লিখছি

# শেষের কবিতা”

টেকনিক৩২:

জন্ম ——মৃত্যু মনে রাখার সহজ কৌশল

¤ রবীন্দ্রনাথ= ১৮৬১-১৯৪১

¤ নজরুল= ১৮৯৯-১৯৭৬

¤ জীবনানন্দ= ১৮৯৯-১৯৫৪

¤ শরৎচন্দ্র= ১৮৭৬-১৯৩৮

¤ মানিক= ১৯০৮-১৯৫৬

¤ ওয়ালীউল্লাহ= ১৯২২-১৯৭১

¤ আখতারুজ্জামান=১৯৪৩-১৯৯৭

¤ শওকত= ১৯১৭-১৯৯৮

¤ ঈশ্বরচন্দ্র= ১৮২০-১৮৯১

¤ মাইকেল= ১৮২৪-১৮৭৩

¤ বঙ্কিমচন্দ্র= ১৮৩৮-১৮৯৪

¤ জসীমউদ্দীন= ১৯০৩-১৯৭৬

¤ শহীদুল্লাহ= ১৮৮৫-১৯৬৯

¤ হুমায়ূন= ১৯৪৮-২০১২

¤ রোকেয়া= ১৮৮০-১৯৩২

¤ শামসুর= ১৯২৯-২০০৬

¤ তারাশঙ্কর=১৮৯৮-১৯৭১

টেকনিক৩৩:

১ থেকে ১০০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে এবং কি ভাবে আছে। এই টা মনে রাখার একটা কোড আছে যা হচ্ছেঃ  ৪৪২২৩ ২২৩২১

এখানে ১-১০ এর মাঝে আছে= ৪ টি সংখ্যা গুলোঃ ২, ৩, ৫, ৭,

১০-২০ এর মাঝে আছে= ৪ টি সংখ্যা গুলোঃ ১১, ১৩, ১৭, ১৯

২০-৩০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলোঃ ২৩, ২৯,

৩০-৪০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলোঃ ৩১, ৩৭

৪০-৫০ এর মাঝে আছে= ৩ টি সংখ্যা গুলোঃ ৪১, ৪৩, ৪৭

২য় অংশঃ ৫০-৬০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলো ঃ ৫৩, ৫৯

৬০-৭০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলোঃ ৬১, ৬৭

৭০-৮০ এর মাঝে আছে= ৩ টি সংখ্যা গুলোঃ ৭১, ৭৩, ৭৯

৮০-৯০ এর মাঝে আছে= ২ টি সংখ্যা গুলোঃ ৮৩, ৮৯

৯০-১০০ এর মাঝে আছে= ১ টি সংখ্যা গুলোঃ ৯৭

এই টা তো গেলো ১থেকে ১০০ পর্যন্ত তার থেকে বড় হলে কি করবেন ১২৩৭৮৩ এই সংখ্যা হলে আপনাদের জন্য সহজ করে দিচ্ছি সংখ্যা গুলো যোগ করবেন যেমন ১+২+৩+৭+৮+৩=২৪ এখন এই টা কে ভাগ করেন যদি নিঃশেষে ভাগ হয় তা হলে এইটা মৌলিক সংখ্যা না।

টেকনিক৩৪: জাতিসংঘের বিভিন্ন সংস্থা মনে রাখার টেকনিক

# টেকনিক :- জাতিসংঘের যে সকল সংস্থার প্রথমে W ও শেষে O আছে, ওই গুলোর সদর দপ্তর ‘জেনেভা’।

যেমন:::::—

* WTO => জেনেভা ।

* WHO => জেনেভা ।

* WMO => জেনেভা ।

* WIPO => জেনেভা ।

Extra::::::::

* ILO=> জেনেভা।

* FAO=> রোম।

* IMCO=> লন্ডন।

* IMO=> লন্ডন।

* ICAO=> মন্ট্রিল।

* UNESCO=> প্যারিস।

* NATO=> ব্রাসেলস।

* UNIDO=> ভিয়েনা।

.

** অর্থ ও টাকা সংক্রান্ত সকল সংস্থার সদর দপ্তর ‘ওয়াশিংটন ডিসি’।

** খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর ‘রোম’। (WFP, FAO )

টেকনিক৩৫: জসীম উদ্দীনের কাব্য, নাটক এবং উপন্যাস সহজে মনে রাখার উপায়**

নাটকঃপদ্মা পাড়ের বেদের মেয়ে মধুমালার সাথে অন্য গ্রামের মেয়ে এক পল্লীবধূর বন্ধুত্ব সবার মুখে মুখে

পদ্মাপাড়

বেদের মেয়ে

মধুমালা

পল্লীবধূ

গ্রামের মেয়ে

উপন্যাস:

বোবা কাহিনী

কাব্যঃ

হলুদ বরনীর দেশে হাসু ,ডালিম কুমার, সখিনা ও সূচয়নী ভয়াবহ সেই দিনগুলোতে এক পয়সার বাশি বাজিয়ে ধানক্ষেতের বালুচরে মাটির তৈরী কবর জলে লেখা নকশী কাথার কাফন মুড়িয়ে সোজন বাদিয়ার ঘাটে এসে রাখালীর মা পল্লী জননী রঙ্গিলা নায়েরমাঝির জন্য কাঁদতে লাগল

হলুদ বরনী, জলে লেখন

হাসু, নকশী কাথার মাঠ

ডালিম কুমার, কাফনের মিছিল

সখিনা, সোজন বাদিয়ার ঘাঁট

সূচয়নী, রাখালীর মা

ভয়াবহ সেই দিনগুলোতে, রঙ্গিলা নায়ের মাঝি

এক পয়সার বাশি, মা যে জননী কাদে

ধানক্ষেত

বালুচর

মাটির কান্না

টেকনিক৩৬: মুনীর চৌধুরীর- অনুবাদকৃত নাটক ও স্বরচিত নাটক মনে রাখার সহজ উপায়**

মুখরা রমনীর শয়নকক্ষে রুপার কৌটায় রাখা দন্ডকারন্যের রক্তাক্ত প্রান্তরে কবরে শায়িত এক যোদ্ধার চিঠির বিষয়ে ঘরের কেউ কিছু বলতে পারেনা।

অনুবাদ নাটকঃ

মুখরা রমনী বশীকরন

রুপার কৌটা

কেউ কিছু বলতে পারেনা

নাটকঃ

রক্তাক্ত প্রান্তর

চিঠি

দন্ডকারন্য

কবর

টেকনিক৩৭: ফররুখআহমদ-এর রচনা সহজে মনে রাখার উপায়**

কাব্যঃ সাত সাগরের মাঝি সিরাজুম মুনীরা মুহূর্তের মধ্যেই নৌফেল ও হাতেম তাই এর জন্য পাখির বাসা বানাল

সাত সাগরের মাঝি

সিরাজুম মুনীরা

মুহূর্তের কবিতা

হাতেম তাই

নৌফেল ও হাতেম

পাখির বাসা

দরিয়া, শেষ রাত্রি, লাশ – সাত সাগরের মাঝি কাব্যের অন্তর্গত

টেকনিক৩৮: নবীন চন্দ্র সেন এর রচনা সহজে মনে রাখার উপায়**

পলাশীর যুদ্ধ এবং কুরুক্ষেত্রে যুদ্ধের দুই সৈনিক রৈবতক আর প্রভাস যুদ্ধ না করে অবকাশ রঞ্জিনী পালন করছিল

পলাশীর যুদ্ধ – গাঁথাকাব্য

কুরুক্ষেত্র, রৈবতক, প্রভাস – ত্রয়ী মহাকাব্য

অবকাশ রঞ্জিনী- কাব্য

টেকনিক৩৯: ইসমাইল হোসেন সিরাজীর রচনা মনে রাখার সহজ উপায়**  উপন্যাস,কাব্য ও মহাকাব্য

রানুর ফিতা

উপন্যাসঃ

রা – রায় নন্দিনী

নুর-নুরউদ্দিন

ফি- ফিরোজা বেগম

তা – তারাবাঈ

কাব্য ও মহাকাব্য

নব-উদ্দীপনা উচ্ছাসে অনল প্রবাহে তুরস্কে ভ্রমন করে স্পেন বিজয় করল

কাব্যঃ

নবউদ্দীপনা

উচ্ছ্বাস

অনল প্রবাহ

ভ্রমণ কাহিনীঃ তুরস্ক ভ্রমন

মহাকাব্যঃ স্পেন বিজয়

টেকনিক৪০: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প ও উপন্যাস সহজে মনে রাখার উপায়**

গল্প:

বিলাসীর মেজদিদি বিন্দুর দুই ছেলে মহেশ ও পরেশ আর এক মেয়ে সতী, মন্দিরের জমি নিয়ে মামলার ফলে তারা আজ কপর্দকশূন্য

গল্পঃ ছবি ,বিলাসী ,পরেশ , সতী , মহেশ ,মন্দির ,মামলার ফল , বিন্দুর ছেলে , মেজদিদি

উপন্যাসঃ

অরক্ষনীয় গৃহের ছবি দেখে কাশীনাথ শ্রীকান্তকে বললেন “চরিত্রহীন দেবদাস পশুর সমান”

চ– চরিত্রহীন

দেব- দেবদাস, দেনাপাওনা

দাস – বিপ্রদাশ

প-পরিনীতা

শু-পন্ডিত মশাই

র- পথের দাবী

স- পল্লী সমাজ

মা- রামের সুমতি

ন –চন্দ্রনাথ

টেকনিক ৪১: দ্বিজেন্দ্রলাল রায় রচিত নাটক মনে রাখার সহজ উপায়

নাটকঃ ক –সি সাবনূর প্রায় এক ঘরে জন্ম নিলে প্রতাপ চন্দ্র দাসের আনন্দের পতন ঘটে

ক – কল্কি অবতার

সি –সিংহল বিজয়

সাবনুর- বঙ্গনারী

সা- সাজাহান

নূর-নূরজাহান

প্রায় – প্রায়চিত্ত

জন্ম – পূনর্জন্ম

প্রতাপ -প্রতাপ সিংহ

চন্দ্র –চন্দ্রগুপ্ত

দাস –দূর্গাদাস

আনন্দ – আনন্দ বিদায়

টেকনিক৪২: দীনবন্ধু মিত্র রচিত নাটক ও প্রহসন সহজে মনে রাখার উপায়

নাটক ও প্রহসনঃ

নবীন জামাই কমল সধবার একাদশীতে লীলাবতীকে নিয়ে নীলদর্পণ নাটক দেখলে একবুড়ো তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়।

প্রহসনঃ বিয়ে পাগলা বুড়ো ,সধবার একাদশী

নাটক –জামাই বারিক

লীলাবতী

নবীন তপস্বিনী

কমলে কাহিনী

নীল দর্পণ

নীল দর্পণ – ঢাকা থেকে প্রকাশিত ১মগ্রন্থ ।

মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পন নাটকটিকে ইংরেজীতে অনুবাদ করেন ১৮৬১সালে। নাটকটি দেখতে এসে ঈশ্বরচন্দ্র

বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুড়ে মেরেছিলেন

টেকনিক৪৩: গিরিশচন্দ্র ঘোষ রচিত নাটক ও পৌরনিক নাটক সহজে মনে রাখার উপায়

ঐতিহাসিক ও পৌরাণিক নাটক

ছত্রপতি শিবাজীর মী-সি-লে রাবন পান্ডবকে বধ করে অ – জানা বনবাসে সীতাকে হরণ করলেন ছত্রপতি শিবাজী

মী – মীরজাফর

সি –সিরাজদ্দৌলা

লে- লক্ষণবধ

-রাবনবধ

-পান্ডব গৌরব

-অভিমন্যু বধ ও সীতা হরণ – পৌরণিক

-জনা

টেকনিক ৪৪: ৭ জন বীর শ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন- আপনি কি জানেন?????

জানা না থাকলে টেকনিক দেখুন

ছন্দ :- আজ হাজারো মোম এর নূর জ্বলে ।

# সেক্টর :- ১,৪,৭,১০,২,০,৮

(বাংলাদেশের আয়তন এক লক্ষ ৪৭ হাজার এর সাথে মিল রেখে উপরের সংখ্যাটিকে মনে রাখতে পারেন ১ কোটি ৪৭ লক্ষ ১০ হাজার ২০৮)

আজ= আব্দুর রউফ (১)

হা= হামিদুর রহমান(৪),

জা= জাহাঙ্গীর(৭),

রো= রুহুল আমিন(১০),

মো= মোস্তফা কামাল(২),

ম= মতিউর রহমান(০-কোন সেক্টরে যুদ্ধ করেননি),

নূ= নূর মোহাম্মদ(৮)

টেকনিক৪৫: বাংলাদেশের ৬৪টি জেলার নাম মনে রাখার কৌশল

রাজশাহী বিভাগঃ

“চাপাবাজ নাসির”

#চাপাইনবাবগঞ্জ #পাবনা #বগুড়া #জয়পুরহাট #নওগা #নাটোর #সিরাজগঞ্জ#রাজশাহী

খুলনা বিভাগঃ

“মা মেয়ে ঝিয়ে সাত বাঘ খুন করে নড়াইয়্যা যশোরের ডাঙ্গয় ফেলে”

#মাগুড়া #মেহেরপুর #ঝিনাইদাহ #সাতক্ষীরা #বাগেরহাট #খুলনা #কুষ্টিয়া#নড়াইল #যশোর #চুয়াডাঙ্গা

রংপুর বিভাগঃ

“পঞ্চ ঠাকুর লাল নীল রং এর কুড়িটি গাই দিল”

#পঞ্চগড় #ঠাকুরগাঁও #লালমনিরহাট #নীলফামারী #রংপুর #কুড়িগ্রাম #গাইবান্ধা#দিনাজপুর

বরিশাল বিভাগঃ

“পপির ২(বর) ঝাল ভালোবাসে”

#পটুয়াখালী #পিরোজপুর #বরগুনা #বরিশাল #ঝালকাঠী #ভোলা

ময়মনসিংহ বিভাগঃ

“নেত্রকোনার জাম শেরা”

#নেত্রকোনা #জামালপুর #ময়মনসিংহ #শেরপুর

সিলেট বিভাগঃ

“মৌলভীর হবিগঞ্জে সুনাম ছিল”

#মৌলভীবাজার #হবিগঞ্জ #সুনামগঞ্জ #সিলেট

চট্টগ্রাম বিভাগঃ

“ব্রাহ্মণ কুমিল্লার লক্ষীকে চাঁদে নেয় ফিরনী চকবার খায়”

#ব্রাহ্মণবাড়িয়া #কুমিল্লা #লক্ষীপুর #চাঁদপুর #নোয়খালী #ফেনী #চট্টগ্রাম #কক্সবাজার #বান্দরবান #রাঙ্গামাটি #খাগরাছড়ি

ঢাকা বিভাগঃ

“কিগো শরিফের মামু রানা গাজীর টাকাই সিন্ধুকে”

#কিশোরগঞ্জ #গোপালগঞ্জ #শরিয়তপুর #ফরিদপুর #মাদারীপুর #মানিকগঞ্জ #মুন্সিগঞ্জ #রাজবাড়ি #নারায়ণগঞ্জ #গাজীপুর #ঢাকা #টাঙ্গাইল #নরসিংদী

#টেকনিক নং–৪৬

_____________

১।পদ্মা>> হিমালয় পর্বতের গঙ্গেত্রী হিমবাহ

ছন্দ>>>#হিমালয় পর্বতে #পদ্মা মাছ।

______________

২।যমুনা>>> তিব্বতের মানস সরোবর হ্রদ

মুনা তিব্বত ঘামাচি পাউডার পছন্দ করে।

______________

৩।ব্রহ্মপুত্র>>>> তিব্বতের মানস সরোবর হ্রদ

ব্রাহ্মণের পুত্রের বয়স বয়স #তিন #মাস

৪।মেঘনা >> আসামের নাগা মনিপুর পাহাড়ের দক্ষিণ লুসাই পাহাড়

#মেঘনা নামের মেয়েটি এখন #লুসাই পাহাড়ে।

______________

৫।কর্ণফুলী>> আসামের লুসাই পাহাড়ের লংলেহ

#কানে ফুল দুলেহ

______________

৬।সাঙ্গু >> আরাকান পর্বত

#আমেরিকানদের #সাঙ হল।

______________

৭।করতোয়া>> >>>>>>>> সিকিমের পার্বত্য অঞ্চল ।

#করত #আ#সি কি করির পারিস।

______________

নাফ>> আরাকান

#আরে কানে #ফনা

______________

৮।হালদা>> খাগড়াছড়ির বাদনাতলী পর্বত শৃঙ্গ।

এবার হালখাতা বাদ

______________

৯।মাতামুহুরী>>> লামার মইভার পর্বত

>>লামার মা মহুরী

______________

১০।ফেনী>>>পার্বত্য ত্রিপুরা পাহাড়

পর্বতের উপরে(=ত্রিপুরা) ফেনায়িত(=ফেনী) পাহাড়

______________

টেকনিক—৪৭: তিস্তা সিকিম থেকে #লাল, #নীল, #রং হয়ে বাংলাদেশে এসেছে।

ব্যাখ্যা :- তিস্তা নদী সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে #লালমনিরহাট,

#নীলফামারী এবং

#রংপুরের ভিতর

দিয়ে বাংলাদেশে এসেছে।

এখনো যাদের বুঝতে সমস্যা হচ্ছে, তাদের জন্য,

লাল= লালমনিরহাট

নীল= নীলফামারী

রং=রংপুর

______________

#টেকনিক—৪৮: তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন ৫টি নদী——- ( YES -JB )

Y= ইয়াংসিকিয়া

E= ইরাবতী

S= সিন্দু

J= যমুনা

B= ব্রহ্মপুত্র

———————————-

দক্ষিন আমেরিকার দেশগুলার নাম মুখস্ত বলতে পারবেন????

না পড়লে টেকনিক দেখুন

#টেকনিক৪৯: (BBC Vs APEC & Ur GP) এটা মুখস্ত করলেই—–কেল্লাফতে!!!!!

ব্যাখ্যা :-

B- ব্রাজিল

B- বলিভিয়া

C- কলম্বিয়া

V- ভেনিজুয়েলা

S- সুরিনাম

A- আর্জেন্টিনা

P- পেরু

E- ইকুয়েডর

C- চিলি

Ur- উরুগুয়ে

G- গায়ানা

P- প্যারাগুয়ে

না বুঝে থাকলে আরেকবার পড়ুন। আশাকরি মনে থাকবে।

মধ্য এশিয়ার দেশগুলার নাম বলতে পারবেন?? না পারলে টেকনিক দেখুন——–

#টেকনিক৫০

( তুতা কাকি উস্তান)

বন্ধনীর লাইনটি মনে রাখার চেস্টা করুন।

ব্যাখ্যা:————

তু- তুর্কমেনিস্তান।

তা- তাজিকিস্তান।

কা- কাজাখিস্তান।

কি- কিরগিজস্তান।

উস্তান- উজবেকিস্তান।

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।