পায়রা বন্দর কর্তৃপক্ষ এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান -২০২০

0
486

পায়রা বন্দর কর্তৃপক্ষ এর নিয়োগ পরীক্ষার

প্রশ্ন সমাধান -২০২০

পদের নামঃ- বিভিন্ন পদ

পরীক্ষার তারিখঃ- ০৯.১০.২০২০

১.বাংলা ভাষার বহুল প্রচলিত অভিধান ‘চলস্তকা’ এর প্রণেতা কে?

ক) কাজী আব্দুর ওদুদ

খ)হরিচরণ বন্দ্যোপাধ্যায়

গ)রাজ শেখর বসু✔

ঘ)সুবল চন্দ্র মিত্র

২.নিচের কোনটি সমাস নেষ্পন্ন শব্দের উদাহরণ?

ক) নিবাস

খ)বড়াই

গ)মনমাঝি✔

ঘ)ছাত্রকে

৩.’অশিষ্ট’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) অসহায়

খ)দুর্বল

গ)স্বার্থপর

ঘ)অভদ্র✔

৪.অনুসর্গের আর কি নাম রয়েছে?

ক) অব্যয়

খ)কর্মপ্রবচণীয় শব্দ✔

গ)প্রদাশ্রিত অব্যয়

ঘ)বিভক্তি

৫.’ঘটনাটা শুনে রাখ’ বাক্যে কোণ ক্রিয়া রয়েছে?

ক) যৌগিক✔

খ)অকর্মক

গ)প্রযোজক

ঘ)মিশ্র

৬.’বানি’ শব্দের অর্থ কি?

ক) স্বর্ণকারের মজুরি✔

খ)কথা

গ)বক্তব্য

ঘ)তীর

৭.’হিসাব’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক) পর্তুগিজ

খ)আরবি✔

গ)জাপানি

ঘ)গুজরাটি

৮.‘মসজিদে টাকা দেও’ এ বাক্যে ‘মসজিদে’ কোন কারকে কোন বিভক্তি?

ক) সম্প্রদানে ৭মী✔

খ)অধিকরণে ৭মী

গ)করণে ৭মী

ঘ)কর্মে ৭মী

৯.‘সমাস’ ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়?

ক) শব্দতত্ত্ব✔

খ)ধ্বনিতত্ত্ব

গ)বাক্যতত্ত্ব

ঘ)অর্থতত্ত্ব

১০.’রক্তকরবী’ কার লেখা?

ক) কাজী নজরুল ইসলাম

খ)রবীন্দ্রনাথ ঠাকুর✔

গ)হুমায়ূন আহমেদ

ঘ)জীরনানন্দ দাশ

  1. Which is the lowest unit in English grammatical hierarchy?

ক) Morphemes✔

খ)Clause

গ)Words

ঘ)Sentence

  1. The meaning of the word ‘Schadenfreude’ is

ক) Sudden attack

খ)Malicious enjoyment✔

গ)Malicious program

ঘ)Bad object

  1. Classic is a book which people praise and don’t read’ is quoted by

ক) Mark Twain✔

খ)Jonathan Swift

গ)Francis Bacon

ঘ)Oscar Wilde

  1. There is no use —— buying the book.

ক) in

খ)for

গ)to

ঘ)of✔

  1. The concert is being played in the open air on Sunday. Underlined words means

ক) everywhere

খ)somewhere

গ)There

ঘ)outside✔

  1. Their job as advisers was to pour oil in troubled waters. The underlined words mean

ক) make things damper

খ)mix things better

গ)calm things down✔

ঘ)pick things up

  1. During the war, many families tried to ——— as much food and supplies as they could.

ক) horde

খ)hone

গ)hoard✔

ঘ)hail

  1. Find the synonym of the word ‘cadaver’.

ক) ascend

খ)develop

গ)corpse✔

ঘ)drop

  1. All I can say at the moment is: Long —— the company!

ক) live✔

খ)lives

গ)lived

ঘ)living

১.দুটি ঘন্টা যথাক্রমে ৮ মিনিট এবং ৬ মিনিট অন্তর বাজে। দুপুর ১২টায় দুটি ঘন্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে?

ক) ১২টা ১২ মিনিটে

খ)১২টা ১৮ মিনিটে

গ)১২টা ২৪ মিনিটে✔

ঘ)১২টা ৩০ মিনিটে

২.90 সংখ্যাটি কোন সংখ্যার 6623%?

ক) 180

খ)270

গ)225

ঘ)135✔

৩.If() =25 then x=?

ক)

খ)

গ)

ঘ) ✔

৪.If logx144=4logx144=4, then find the balue of x.

ক) 16

খ)3

গ)2 ✔

ঘ)

৫.If y = 5x +3 and 5x + 2 = 33 then, y = ?3

ক) 36

খ)28

গ)42

ঘ)34✔

৬.দুটি সংখ্যার গুনফল ২১৬৬, সংখ্যা দুটির গ.সা.গু. ১৯ হলে ছোট সংখ্যাটি কত?

ক) 38

খ)57

গ)76

ঘ)19✔

৭.১টি সমকোণী ত্রিভুজের অতিভূজের দৈঘ্য ১৩ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

ক) ৩০ বর্গমিটার✔

খ)৪২ বর্গমিটার

গ)৫৬ বর্গমিটার

ঘ)৮৪ বর্গমিটার

৮.১৮ ফুট ×× ১২ ফুট মাপের কতটি টাইলসে ঢাকা যাবে?

ক) ৩টি

খ)৪টি

গ)৫টি

ঘ)৬টি✔

৯.ব্যাসার্ধ ৩০% হ্রাস পাওয়াতে ১টি বৃত্তের ক্ষেত্রফল কতটুকু হ্রাস পেল?

ক) ৫১% ✔

খ)৪৪%

গ)৩৬%

ঘ)৩০%

১.বাংলাদেশের সরকারের কোন কর্তৃপক্ষ অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যান্ত্রিক নৌযানের ফিটনেস সনদ প্রতান করে?

ক) IWTA

খ)IWTC

গ)Department Shipping ✔

ঘ)BUET

২.বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিওনিয়ার কে?

ক) Jack Maa

খ)Mark Zuckerberg

গ)Sundor Piehani

ঘ)Kylie Jenner✔

৩.বাংলাদেশের প্রথম করোনা রোগী সনাক্ত হয় কোন তারিখে?

ক) ৭ মার্চ ২০২০

খ)১১ মার্চ ২০২০

গ)১০ মার্চ ২০২০

ঘ)৮ মার্চ ২০২০✔

৪.ভারতের কোন রাজ্য করোনা নিয়ন্তনে সফল?

ক) Moharastra

খ)Bihar

গ)Tamilnadu

ঘ)Kerala✔

৫.আলোক-বর্ষ কিসের পরিমাপক?

ক) সময়

খ)দূরত্ব✔

গ)পত্তি

ঘ)শক্তি

৬.২০২০-২০২১ সালকে মুজিববর্ষ ঘোষণা করা হয়

ক) ৬ জুলাই✔

খ)১০ মার্চ

গ)১১ জুলাই

ঘ)৮ মার্চ

৭.অনলাইন মিটিং এর প্লাটফর্ম জুম অ্যাপটির প্রতিষ্ঠাতা কে?

ক) Larry Pez

খ)Zuckerberg

গ)Andrew Yang

ঘ)Eric Yuan✔

৮.Chittagong Hill Track Treaty’ was signed in the year

ক) 1997✔

খ)1998

গ)1999

ঘ)2000

৯.কোন রোগের ক্ষেত্রে প্রথম কোয়ারইন্টাইন প্রাথা চালু হয়?

ক) Plague✔

খ)Spanish Flue

গ)Small Pox

ঘ)Cholera

১০.কাঁচ ও বিশুদ্ধ পানির বেলায় স্পর্শকোনের মান কত?

ক) ৩°

খ)৫°

গ)৬°

ঘ)০°✔

১১.আধুনিক জেট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয়?

ক) অভিকর্ষ সূত্র

খ)নিউটনের গতির সূত্র

গ)ভরবেগের নিত্যতার সূত্র✔

ঘ)ফ্যারেলের সূত্র

১২.কোন ধর্মের কারণে ফোঁটা গোলাকৃতির হয়?

ক) স্থিতিস্থপকতা

খ)সান্দ্রতা

গ)কৈশিকতা

ঘ)পৃষ্ঠটান✔

১৩.ইয়ং এর গুণাংক ‍নিচের কোন পদার্থের সবচেয়ে বেশি?

ক) রাবার

খ)তামা

গ)স্বর্ণ

ঘ)ইস্পাত✔

১৪.একটি ভূমিকম্পের ফলে সৃষ্ট তরঙ্গ কী ধরনের তরঙ্গ?

ক) আড় তরঙ্গ

খ)লম্বিক তরঙ্গ

গ)আড় ও লম্বিকের মিশ্রণ✔

ঘ)স্থির তরঙ্গ

১৫.কাস্ট আয়রণ —— প্রক্রিয়ায় উৎপাদিত হয়?

ক) সিমেন্টেশন

খ)ক্রবিকল

গ)বেইজমার

ঘ)ফার্নেস✔

১৬.উন্নত মানের বালু কখনই ——— থেকে আহরিত হয় না।

ক) নদী

খ)নালা✔

গ)সাগর

ঘ)চর

১৭.৫০ কেজি ব্যাগের দুই ব্যাগ সিমেন্ট গোলানোর জন্য —- লিটার পানির প্রয়োজন

ক) 33

খ)37               গ)39

ঘ)45✔

১৮.পরুত্বে ৫ সেন্টমিটার এবং প্রশস্থে ১০ সেন্টমিটার কাঠ কি বলে

ক) শ্লেট

খ)প্লাঙ্ক

গ)বোর্ড

ঘ)স্ট্রিপ✔

১৯.In which year the ‘Chittagong Port’ stared its operations?

ক) 1887✔

খ)1888

গ)1948

ঘ)1950

২০.In which year was the ‘Payra Port Authority Act’ passed in the Parliament?

ক) 2016

খ)2015

গ)2014

ঘ)2013✔

২১.In which year Mongla Port was establoshed?

ক) 1948

খ)1949

গ)1950✔

ঘ)1987

২২.বর্তমান সময়ের বৃহত্তম ক্রজশীপ কোনটি?

ক) Harmony of the Seas

খ)Symphony of the Seas✔

গ)Oasis of the Seas

ঘ)Quantum of the Seas

২৩.’দালিয়ান’ কোন দেশের সমুদ্র বন্দর?

ক) সুদান

খ)ইরান

গ)ইয়েমেন

ঘ)চীন✔

আরো পড়ুনঃ

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।