খাদ্য মন্ত্রণালয়ের নিয়োগ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার
অপারেটর পদে লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
প্রতিষ্ঠানঃ খাদ্য মন্ত্রণালয়
পদের নামঃ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পরীক্ষার তারিখঃ ২৮ নভেম্বর ২০২০
পূর্ণমানঃ ৯০
সময়ঃ ৯০ মিনিট
১। শুদ্ধ করে লিখুনঃ
অশুদ্ধ শুদ্ধ
প্রত্যুশ প্রত্যুষ
দূর্নিতি দুর্নীতি
কুজুটিকা কুজ্ঝটিকা
বাল্মিকী বাল্মীকি
ইতমধ্যে ইতোমধ্যে
২। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুনঃ
কদর্থ =কু যে অর্থ (কর্মধারয় সমাস),
ছাত্রবৃন্দ =ছাত্রের বৃন্দ (ষষ্ঠী তৎপুরুষ),
উচ্ছৃঙ্খল =শৃঙ্খলাকে অতিক্রান্ত (অব্যয়ীভাব সমাস),
সহকর্মী =সমান কর্মী যে (বহুব্রীহি সমাস),
দম্পতি =জায়া ও পতি (দ্বন্দ্ব)
৩। কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ
(ক) ঘোড়াকে চাবুক মার = করণে শূন্য।
(খ) প্রভাতে সূর্য উঠে = অধিকরণ কারকে সপ্তমী।
(গ) শিক্ষকে শ্রদ্ধা কর = সম্প্রদানে ৭মী।
(ঘ) বোটা-আলগা ফল গাছে থাকে না = অপাদান কারকে প্রথমা বা শূন্য।
(ঙ) তাকে বল = কর্ম কারকে দ্বিতীয়া
৪। সন্ধি বিচ্ছেদ করুনঃ
প্রেষণ = প্র + এষণ,
পুনরায় = পুনঃ+আয়,
ণিজন্ত = নিচ্+অন্ত,
গঙ্গোর্মি = গঙ্গা+ঊর্মি,
তন্ময় = তৎ + ময়।
৫। এক কথায় প্রকাশ করুনঃ
(ক) যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে =অবিমৃষ্যকারী
(খ) যা অধ্যয়ন করা হয়েছে =অধীত
(গ) নষ্ট হওয়াই স্বভাব যার =নশ্বর
(ঘ) এক থেকে শুরু করে ক্রমাগত =একাদিক্রমে
(ঙ) যা ভেদ করা দুঃসাধ্য =দুর্ভেদ্য।
৬। Fill in the gaps with appropriate prepositions:
(I) He comes = a noble family. Ans: of (come of = born)
(II) Water freezes = 0°c. Ans: at
(III) He is above = the society. Ans: No preposition
(IV) I pulled him = the ear. Ans: by
(V) He was absorbed = his book. Ans: in
৭। Correct the following sentences:
(I) He is reading in the school for three years.
Ans: He has been reading in the school for three years.
(II) He insisted me to go there.
Ans: He insisted me on going there.
(III) It is a true fact.
Ans: It is a fact.
(IV) I am not in the committee.
Ans: I am not on the committee.
(V) He learns better than you.
Ans:
৮। Make sentences with the following phrases and Idioms:
(I) A man of straw =We do not care a fig for a man of straw like him.
(II) Bread and butter =Never fall out with your bread and butter.
(III) Between two fires =They decided to retreat lest they would be between two fires.
(IV) Give ear to =You should give ear to what he has to say.
(V) As to =It gave her no real direction as to where to go.
৯। Translate into English:
(I) বড় হওয়া কঠিন ব্যাপার।
(II) দেশের উন্নয়নে শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে।
(II) দুয়ে দুয়ে চার হয়।
(IV) ভুটান দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুখী দেশ।
(V) মহান মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্বের ঠিকানা।
১০। Write the right form of verbs:
(I) They would have invited us, if we support) them.
(II) It is high time he (change) his habits.
(II) They worried lest they (be late.
(IV) They (play) at this moment.
(V) Fifty miles (be) a long way.
১১। যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তমে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
১২। রহিম সাহেব তার ৫৬,০০০ টাকার কিছু অংশ বার্ষিক ১২% মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক ১০% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর তিনি মোট ৬,৪০০ টাকা মুনাফা পেলেন। তিনি ১২% মুসাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন।
১৩। দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে।
১৪। একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩৬ মিটার এবং প্রস্থ ২৫ মিটার। আয়তের দৈঘ্য ১০% হ্রাস পেলে এবং প্রস্থ ১০% বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে?
১৫। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুনঃ
(ক) কোন বীরশ্রেষ্ঠের সমাধি পাকিস্তানের কমাছিতে ছিল?
উত্তর: ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। বর্তমান কবর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে।
(খ) বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়?
উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭২।
(গ) বাংলাদেশের কোন প্রেসিডেন্ট ‘জুলিও কুরি’ পুরস্কারে ভূষিত হয়েছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
(ঘ) হার্ভার্ড বিশ্ববিদালয় কোন দেশে অবস্থিত?
উত্তর: যুক্তরাষ্ট্র।
(ঙ) ঐতিহাসিক ৬ দফার প্রথম দফা কী ছিল?
উত্তর: প্রাদেশিক স্বায়ত্তশাসন।
(চ) কোন কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়?
উত্তর: নরওয়েজিয়ান নোবেল কমিটি, অসলো, নরওয়ে থেকে।
(ছ) বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন?
উত্তর: বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম।
(জ) বাংলায় জমিদারী প্রথা উচ্ছেদে কোন নেতা মূখ্য ভুমিকা পালন করেন?
উত্তর: শেরে বাংলা এ কে ফজলুল হক।
(ঝ) কক্সবাজারে কোন ২টি উপজাতি বাস করে?
উত্তর: চাকমা ও তনচঙ্গা।
(ঞ) রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে কী বলে?
উত্তর: এটর্নি জেনারেল।
(ট) স্বাধীন বালাদেশে নির্মিত প্রথম সমুদ্র বন্দর কোনটি?
উত্তর: পায়রা সমুদ্র বন্দর।
(ঠ) ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কী?
উত্তর: সিসমোগ্রাফ।
(ড) সোয়াস অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত?
উত্তর: বঙ্গোপসাগরে।
(ঢ) স্বাধীন বাংলাদেশের প্রথম মূদ্রার ডিজাইন করেন কে?
উত্তর: কে জি মুস্তাফা।
(ণ) GMT এর পূর্ণরূপ লিখুন।
উত্তর: Greenwich Mean Time.
(ত) বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে ‘চিন্তা ও বিবেকের স্বাধীনতার’ কথা বলা হয়েছে?
উত্তর: ৩য় ভাগে, ৩৯ (১) অনুচ্ছেদে।
(থ) আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায়?
উত্তর: দি হেগ, নেদারল্যান্ড।
(দ) ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার লেখা?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
(ধ) ‘Long Walk to Freedom’ কার আত্মজীবনী?
উত্তর: নেলসন ম্যান্ডেলা।
(ন) বিশ্ব খাদ্য দিবস কবে?
উত্তর: ১৬ অক্টোবর।
আরো পড়ুনঃ-
- খাদ্য অধিদপ্তরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৭
- খাদ্য মন্ত্রণালয় সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- খাদ্য মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান-২০২২
- খাদ্য মন্ত্রণালয়ের নিয়োগ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
- খাদ্য অধিদপ্তর এর সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১
- খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১২
- খাদ্য অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৩
- খাদ্য অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৪
- খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
- ২০০৪ থেকে ২০১৭ সালের খাদ্য অধিদপ্তরের সকল পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড
- খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক পদের প্রশ্ন সমাধান ২০২১
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।