রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান -২০১৭

0
452

রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৭

পদের নামঃ-উপ-সহকারী প্রকৌশলী

পরীক্ষার তারিখঃ-২৫.০৭.২০১৭

বাংলা প্রশ্ন সমাধান

১.”বড়ায়ি” কোন কাব্যের চরিত্র?

ক)মনসামঙ্গল

খ)চন্ডীমঙ্গল

গ)শ্রীকৃষ্ণকীর্তন✔

ঘ)পদ্মাবতী

২.আলাওল কোন রাজসভার কবি ছিলেন?

ক)মিথিলা

খ)নাটোর

গ)রোসাঙ্গ✔

ঘ)ত্রিপুরা

৩.কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়?

ক)চন্ডীদাস

খ)জ্ঞানদাস

গ)গোবিন্দদাস✔

ঘ)কৃষ্ণদাস

৪.ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত খ্রিস্টাব্দে?

ক)১৮০০

খ)১৮০১✔

গ)১৮০২

ঘ)১৮১০

৫.বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?

ক)সমাচার দর্পণ

খ)সম্বাদ প্রভাকর✔

গ)জ্ঞানান্বেষণ

ঘ)তত্ত্ববোধিনী

৬.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত “বঙ্গদর্শন” পত্রিকা কত সালে প্রকাশিত হয়?

ক)১৮৭১

খ)১৮৭২✔

গ)১৮৭৩

ঘ)১৮৮৫

৭.মাইকেল মধুসূদন দত্তের “মেঘনাদবধ কাব্য” ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে?

ক)দীনবন্ধু মিত্র

খ)রাজনারায়ণ বসু✔      গ)সজনীকান্ত দাস

ঘ)ডি.এল.রায়

৮.”মহাশ্মশান” মহাকাব্যের রচয়িতার নাম–

ক)মাইকেল মধুসূদন দত্ত

খ)বিহারীলাল চক্রবর্তী

গ)রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ)কায়কোবাদ✔

৯.কাজী নজরুল ইসলাম “অগ্নিবীণা” কাব্য কাকে উৎসর্গ করেন?

ক)রবীন্দ্রনাথ ঠাকুর

খ)চিত্তরঞ্জন দাশ

গ)সভাষচন্দ্র বসু

ঘ)বারীন্দ্রকুমার ঘোষ✔

১০.কোনটি রবীন্দ্রনাথের ছোটগল্প নয়?

ক)একরাত্রি

খ)দুরাশা

গ)দুরবস্থা✔

ঘ)মাস্টারমশাই

১১.কোনটি শুদ্ধ?

ক)সত্তা✔

খ)সত্ত্বা

গ)স্বত্তা

ঘ)সত্বা

১২.কোনটি মুক্তিযুদ্ধের উপন্যাস?

ক)দুই সৈনিক✔

খ)ক্ষুদা ও আশা

গ)বীরাঙ্গনা সখিনা

ঘ)নির্জন মেঘ

১৩.”ভিখু” ও ”পাঁচী” চরিত্র দুটি পাওয়া যায় কার রচনায়?

ক)সৈয়দ ওয়ালীউল্লাহ

খ)মানিক বন্দ্যোপাধ্যায়✔

গ)হুমায়ূন আহমেদ

ঘ)আলাউদ্দিন আল আজাদ

১৪.নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে?

ক)অগ্নিবীণা

খ)বিষের বাঁশী✔

গ)ব্যথার দান

ঘ)ছায়ানট

১৫.পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি?

ক)যুদ্ধ

খ)বিদ্রোহী পদ্মা

গ)রক্তাক্ত প্রান্তর✔

ঘ)পরাক্রম

১৬.কোনটি মুসিলম সাহিত্য-সমাজের মুখপত্র?

ক)আজাদ

খ)শিখা✔

গ)মোহাম্মদী

ঘ)সওগাত

১৭.রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন কত সালে?

ক)১৯২২

খ)১৯২৫

গ)১৯২৬✔

ঘ)১৯২৮

১৮.”খদ্যোত” শব্দের অর্থ–

ক)পাখি

খ)জোনাকি✔

গ)ক্রেতা

ঘ)চতুর

১৯.”রাইফেল রোটি আওরাত” কোন ধরনের রচনা?

ক)ছোটগল্প

খ)নাটক

গ)উপন্যাস✔

ঘ)প্রবন্ধ

২০.কোন বানানটি শুদ্ধ?

ক)স্বায়ত্ত্বশাসন

খ)স্বায়ত্তশাসন✔

গ)স্বায়ত্বশাসন

ঘ)সায়ত্বশাসন

২১.কোনটি প্রতীক্ষা শব্দের প্রতিশব্দ?

ক)নিবর্তক

খ)এন্তেজার✔

গ)বিলম্বন

ঘ)সমাপন্ন

২২.”সে সকাল থেকেই খাই খাই করেছে” -এ বাক্যে “খাই খাই” কোন ধরনের পদ?

ক)ক্রিয়াপদ

খ)ক্রিয়া বিশেষ্য

গ)দ্বিত্ব বিশেষণ✔

ঘ)ক্রিয়া বিশেষণ

২৩.”বাবা” শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক)সংস্কৃত

খ)অহমিয়া

গ)হিন্দি

ঘ)তুর্কি✔

২৪.কোনটি “সূর্য” শব্দের সমার্থ শব্দ নয়?

ক)আফতাব

খ)বারীন্দ্র✔

গ)আদিত্য

ঘ)অর্ক

২৫.”পায়ের আওয়াজ পাওয়া যায়” কাব্যনাট্যের রচয়িতা কে?

ক)বুদ্ধদেব বসু

খ)সৈয়দ ওয়ালীউল্লাহ

গ)সৈয়দ শামসুল হক✔

ঘ)মুনীর চৌধুরী

ইংরেজি প্রশ্ন সমাধান

  1. Which of these words is not correctly spelt?

ক)auspicious

খ)intellegent✔

গ)committee

ঘ)psychology

  1. A word which can be interpreted in more than one way is —-

ক)anachronistic

খ)confusing

গ)ambiguous✔

ঘ)foolish

  1. “To stick to one’s gun” means—

ক)to be brave

খ)to be arrogant

গ)to stand near a gun

ঘ)to refuse to change one’s position✔

  1. Which part of speech is “Book”?

ক)noun

খ)verb

গ)adjective

ঘ)both noun and verb✔

  1. Which of these sentences is correct?

ক)You would rather go yourself, had you?

খ)You would rather go yourself, had’t you?

গ)You would rather go yourself, wouldn’t you? ✔

ঘ)You would rather go yourself, would you?

  1. I’d like to know —

ক)why did he leave?

খ)why he left. ✔

গ)why have he left.

ঘ)why did he left.

  1. Which of these words rhymes with the word “won”?

ক)zone

খ)done✔

গ)cone

ঘ)moan

  1. I need — milk.

ক)a few

খ)a little✔

গ)a hot

ঘ)a lot

  1. Which of these words is the odd man out?

ক)ethereal

খ)spiritual

গ)impalpable

ঘ)concrete✔

  1. Choose the correct spelling :

ক)recomendation

খ)itinerary✔

গ)lartiary

ঘ)encomaim

  1. Which of these sentences is correct?

ক)The more he gets, more he wants

খ)More he gets, more he wants

গ)More he gets, the more he wants

ঘ)The more he gets, the more he wants✔

  1. He succeeded —- the examination.

ক)to pass

খ)in passing✔

গ)to pass in

ঘ)by passing

  1. Mr. Khan—- this factory in 1861.

ক)founded✔

খ)was found

গ)was founded

ঘ)has founded

  1. Open the door —?

ক)will you✔

খ)do you

গ)don’t you

ঘ)haven’t you

  1. In a dictionary which of these words comes first?

ক)electrical

খ)electron

গ)electric✔

ঘ)electrify

  1. “He has been studying in the same class for two years?– Identify the tense :

ক)Present perfect tense

খ)Past perfect tense

গ)Present perfect continuous tense✔

ঘ)Present continuous tense

  1. The word “homogeneous” means :

ক)of the same density

খ)of the same place

গ)of the same kind✔

ঘ)of the same race

  1. “Tom, Dick and Harry” means —-

ক)three bosom friends

খ)an ordinary of a common man✔

গ)important persons in the society

ঘ)comic characters in a drama serial

  1. Identify the sentence with the correct punctuation :

ক)Wahid, my friend, is absent today✔

খ)Wahid my friend, is absent today

গ)Wahid my friend is absent today

ঘ)Wahid, my friend is absent today

  1. A synonym for “resentment” is —

ক)panic

খ)anger✔

গ)jealousy

ঘ)fear

  1. The word “handy” means —

ক)useful✔

খ)very small

গ)necessary

ঘ)very easy to carry

  1. “This book is — one I was seriously looking for.” — choose the correct article :

ক)an

খ)the✔

গ)a

ঘ)no article

  1. Identify the appropriate conjunction : The common man is —- rich —- famous.

ক)but ; and

খ)not only ; but also

গ)either ; or

ঘ)neither ; nor✔

  1. A man who writes about his own life writes —

ক)a chronicle

খ)a diary

গ)an autobiography✔

ঘ)a biography

  1. The correct passive form of the sentence “We don’t respect dishonest people is —

ক)We are not respected by dishonest people

খ)Dishonest people are not of our liking

গ)Dishonest people are not respected by us✔

ঘ)Dishonest people are not like us.

গণিত প্রশ্ন সমাধান

১.২-৪+৮-১৬+ ……….. ধারাটির প্রথম সাতটি পদের সমষ্টি কত?

ক)৩০

খ)৪০

গ)৫২

ঘ)৮৬✔

২.বার্ষিক শতকরা কত হার সুদে ২০০০ টাকা ৩ বছরের সুদে-আসলে ২৩০০ টাকা হয়?

ক)১৫%

খ)১০%

গ)৭.৫%

ঘ)৫%✔

৩.একটি সংখ্যাকে ৬৪ দ্বারা ভাগ করলে ৬৩ অবশিষ্ট থাকে। কিন্তু ঐ সংখ্যাকে ৩২ দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে?

ক)৩২

খ)৩১✔

গ)৫২

ঘ)২৯

৪.a+b=6 এবং a-b=2 হলে, ab=কত?

ক)৮✔

খ)৪

গ)৫

ঘ)৬

৫.তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত?

ক)১৬০০

খ)১৬৫০

গ)১৬৪০✔

ঘ)১৬৮০

৬.০.৩ এর ২০% সমান?

ক)০.০৪

খ)০.০৮

গ)০.১২

ঘ)০.০৬✔

৭.৫১ কোন সংখ্যার ৬০%?

ক)৮০

খ)৮২

গ)৮৪

ঘ)৮৫✔

৮.দুটি সংখ্যার গুণফল ২১৬ এবং তাদের ল.সা.গু. ৩৬, সংখ্যা দু’টির গ.সা.গু. কত?

ক)৬✔

খ)৯

গ)১৮

ঘ)১২

৯.চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ৪৮ হলে মধ্য রাশিদ্বয়ের গুণফল কত?

ক)৪০

খ)৪৮✔

গ)৬০

ঘ)৮৪

১০.১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?

ক)৪৯৫০

খ)৫০৫০

গ)৫০০০

ঘ)৫০.৫০✔

১১.১০০ টাকার ১০০% = কত টাকা?

ক)৫০ টাকা

খ)১০০ টাকা✔

গ)২০০ টাকা

ঘ)১০০০ টাকা

১২.কোন বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত ভাগ কমবে?

ক)১০%

খ)৩৬%✔

গ)২০%

ঘ)৪০%

১৩.১ কিলোগ্রাম = কত পাউন্ড?

ক)১২

খ)০.২২

গ)২.২✔

ঘ)২.৪৭

১৪.১ নটিক্যাল মাইল = কত কিমি?

ক)০.৬২১

খ)১.৪৭২

গ)১.৮৫২✔

ঘ)২.২৫৪

১৫.১ ক্যারেট = কতগ্রাম?

ক)৫ গ্রাম

খ)১০ গ্রাম

গ)১৮ গ্রাম

ঘ)০.২ গ্রাম✔

১৬.একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন্য ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?

ক)১০০ জন

খ)১৫০ জন✔

গ)২০০ জন

ঘ)৩০০ জন

১৭.√১৫.৬৩২৩=?

ক)৩.৮৫

খ)৩.৯৫✔

গ)৩.৭৫

ঘ)৩.২০

১৮.সমকোণী ত্রিভুজের একটি কোণ ৬০ ডিগ্রি হলে অপর কোনটি কত ?

ক)৩০ ডিগ্রি✔

খ)১২০ ডিগ্রি

গ)৬০ ডিগ্রি

ঘ)কোনটির নয়

১৯.x+y=√7x+y=7 এবং y=x−√3y=x-3 হলে xy এর মান কত ?

ক)৩

খ)৪

গ)২

ঘ)১✔

২১.একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণ ৮০ ডিগ্রি হলে অপর দুটি কোণের পরিমাণ কত ?

ক)৫০ ডিগ্রি ও ৫০ ডিগ্রি✔

খ)৫৫ ডিগ্রি ও ৪৫ ডিগ্রি

গ)৪০ ডিগ্রি ও ৬০ ডিগ্রি

ঘ)৬০ ডিগ্রি ও ৬০ ডিগ্রি

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

১.বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় ১৯৭১ সালের কত তারিখ?

ক)২৬ মার্চ

খ)০৭ মার্চ

গ)১০ এপ্রিল✔

ঘ)১৭ এপ্রিল

২.বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কিসের নাম?

ক)উপগ্রহের✔

খ)নৌজাহাজের

গ)মহাকাশ যানের

ঘ)যুদ্ধ জাহাজের

৩.”পদ্মানদীর মাঝি” কি

ক)একটি জীবনীগ্রন্থ

খ)একটি উপন্যাস✔

গ)একটি চলচ্চিত্র

ঘ)একটি নাটক

৪.মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে?

ক)৯ নং

খ)৪ নং

গ)৮ নং

ঘ)১১ নং✔

৫.১৭ এপ্রিল তারিখে পালিত হয় কোন দিবস?

ক)জাতীয় শিশু দিবস

খ)বঙ্গবন্ধুর দেশে প্রত্যাবর্তন দিবস

গ)মুজিবনগর দিবস✔

ঘ)ভোক্তা অধিকার দিবস

৬.রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান কে?

ক)স্পিকার✔

খ)প্রধানমন্ত্রী

গ)এটর্নি জেনারেল

ঘ)প্রধান বিচারপতি

৭.বাংলাদেশের চামড়া শিল্প নগরী কোথায় অবস্থিত?

ক)ধামরাই

খ)সাভার✔

গ)আশুলিয়া

ঘ)কামরাঙ্গীর চর

৮.বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্রী ছিলেন?

ক)রাষ্ট্রবিজ্ঞান

খ)লোকপ্রশাসন

গ)ইংরেজি বিভাগ

ঘ)বাংলা বিভাগ✔

৯.”বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর” কবিতার কবি কে?

ক)রবীন্দ্রনাথ ঠাকুর

খ)জীবনানন্দ দাশ✔

গ)কাজী নজরুল ইসলাম

ঘ)বিষ্ণু দে

১০.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “অসমাপ্ত আত্মজীবনী” প্রথম প্রকাশিত হয় কোন সালে?

ক)২০১৪

খ)২০১৩

গ)২০১১

ঘ)২০১২✔

১১.মুজিবনগরের পূর্ব নাম ছিল—

ক)আম্রকানন

খ)বৈদ্যনাথতলা✔

গ)মাথাভাঙ্গা

ঘ)পলাশডাঙ্গা

১২.বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কতটি?

ক)৩০টি

খ)৩৯টি

গ)৪০টি

ঘ)৪৫টি✔

১৩.শততম ক্রিকেট টেস্টে বাংলাদেশ মোট কত উইকেটে জিতেছে?

ক)৫

খ)৩

গ)৪✔

ঘ)৮

১৪.বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী কোনটি?

ক)যমুনা

খ)মেঘনা

গ)কর্ণফুলী

ঘ)হালদা✔

১৫.কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?

ক)ডোনাল্ড ট্রাম্প

খ)জন হাওয়ার্ড

গ)জুলিয়া গিলার্ড

ঘ)জাস্টিন ট্রুডো✔

১৬.”আলেপ্পো” শহরটি কোথায় অবস্থিত?

ক)ইরাক

খ)ইরান

গ)জর্ডান

ঘ)সিরিয়া✔

১৭.গ্রিন ক্লাইমেট ফান্ডের হেড অফিস কোথায়?

ক)ফিলিপিনস

খ)সিঙ্গাপুর

গ)প্যারিস

ঘ)দক্ষিণ কোরিয়া✔

১৮.এ. ডি. বি (ব্যাংক) এর বর্তমান সদস্য সংখ্যা কত?

ক)৪৮

খ)৫০

গ)৬৭✔

ঘ)৭২

১৯.প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়?

ক)১৯১৪

খ)১৯১৬

গ)১৯৪৫

ঘ)১৯১৮✔

২০.আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি?

ক)মার্কিন যুক্তরাষ্ট্র

খ)কানাডা

গ)চীন

ঘ)রাশিয়া✔

২১.মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি?

ক)হিলারি ক্লিনটন

খ)রায়ান জিঙ্কে✔

গ)মাইক পেনস

ঘ)রেক্স টিলারসন

২২.ভারতের মোট রাজ্যের সংখ্যা কতটি?

ক)২০টি

খ)২৯টি✔

গ)৩০টি

ঘ)৩২টি

২৩.ভুমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি?

ক)ব্যারোমিটার

খ)সিসমোগ্রাফ✔

গ)ম্যানোমিটার

ঘ)ট্র্যাপোমিটার

২৪.বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন?

ক)অধ্যাপক আবদুস সালাম

খ)ড. মতিন পাটোয়ারী

গ)ড. শমশের আলী

ঘ)ড. মাকসুদুল আলম✔

২৫.বাংলাদেশে বর্তমানে ইউনেস্কো ঘোষিত কয়টি বিশ্ব ঐতিহ্য রয়েছে?

ক)৪টি

খ)৩টি✔

গ)৫টি

ঘ)৬টি

 

বিজ্ঞান প্রশ্ন সমাধান

১.আইসোটোপ তৈরি হয় কোনটির তারতম্যের কারণে?

ক)ইলেকট্রন

খ)প্রোটন

গ)নিউট্রন✔

ঘ)কারণ অনাবিষ্কৃত

২.রোদে কাপড় শুকায় কোন প্রক্রিয়ায়?

ক)স্ফুটন

খ)বাষ্পীভবন✔

গ)উর্ধ্বপাতন

ঘ)ঘনীভবন

৩.নাবয়নযোগ্য জ্বালানি কোনটি?

ক)পরমাণু শক্তি✔

খ)কয়লা

গ)পেট্রোল

ঘ)প্রাকৃতিক গ্যাস

৪.ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হলো—

ক)এ রোগে মানবদেহে কিডনী নষ্ট হয়

খ)চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়✔

গ)এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়

ঘ)ইনসুলিনের অভাবে এ রোগ হয়

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।