মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্ন
সমাধান পিডিএফ ডাউনলোড
পরীক্ষার তারিখঃ-৩১.১০.২০২০
১.‘মুখচোরা’বাগধারাটির অর্থ কি?
ক)লাজুক✔
খ)ভীতু
গ)স্পষ্ট ভাষী
ঘ)বাচাল
২.কোনটি ‘পৃথিবী’শব্দের সমার্থক শব্দ?
ক)বসুধা✔
খ)সবিতা
গ)মিহির
ঘ)ভূধর
৩.‘ঔদ্ধত্য’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক)সরল
খ)বিনয়✔
গ)শান্ত
ঘ)বিনীত
৪.‘যা কষ্টে লাভ করা যায়’ এককথায় কি হবে?
ক)দুর্লভ✔
খ)কষ্টার্জিত
গ)দুর্জয়
ঘ)পরিশ্রমলব্ধ
৫.কোনটি শুদ্ধ বানান?
ক)আনুষঙ্গিক✔
খ)আনুসাঙ্গিক
গ)অনুষঙ্গিক
ঘ)আনুষাঙ্গিক
৬.‘চাতুর্য’ শব্দের বিশেষণ কোনটি?
ক)চতুরতা
খ)চতুরামি
গ)চতুর✔
ঘ)চৈতন্য
৭.নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
ক)কবিরাজ✔
খ)গুরু
গ)কুলটা
ঘ)মেধাবী
৮.‘যে নারীর স্বামী ও পুত্র নেই’ এককথায় কি হবে?
ক)অনুঢ়া
খ)অবীরা✔
গ)কুমারী
ঘ)নবোঢ়া
৯.‘দরজা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
ক)ফারসি✔
খ)হিন্দি
গ)আরবি
ঘ)পর্তুগিজ
১০.শুদ্ধ বানান কোনটি?
ক)সমীচিন
খ)সমিচিন
গ)সমীচিণ
ঘ)সমীচীন✔
১১.‘স্বাধীনতা তুমি’ কবিতাটির রচয়িতা কে?
ক)কাজী নজরুল ইসলাম
খ)শামসুর রহমান✔
গ)জীবনানন্দ দাস
ঘ)নির্মলেন্দু গুণ
১২.‘বিষাদ-সিন্ধু’ একটি
ক)গবেষনা গ্রন্থ
খ)প্রবন্ধ
গ)আত্মজীবনী
ঘ)উপন্যাস✔
১৩.কোনটি বাগধারা বোঝায়?
ক)চৈত্র সংক্রান্তি
খ)পৌষ সংক্রান্তি
গ)শিরে সংক্রান্তি✔
ঘ)শিব সংক্রান্তি
১৪.‘বাঁশি বাজে ঐ মধুর লগনে’ এটি কোন বাচ্য?
ক)কর্মকর্তৃবাচ্য✔
খ)কর্মবাচ্য
গ)কর্তৃবাচ্য
ঘ)ভাববাচ্য
১৫.কোন বানানটি ভুল?
ক)মুহূর্ত
খ)শুশ্রুষা
গ)শুচিবায়ু
ঘ)দারিদ্র✔
ইংরেজি প্রশ্ন সমাধান
- Which is the correct spelling?
ক)Restaurent
খ)Restaurant✔
গ)Resturent
ঘ)Resturant
- Milk is ——- food.
ক)Nutritional
খ)Nurilent
গ)Nutritious✔
ঘ)Nutritive
- ‘পাঁচে পাঁচে দশ হয়’ ইংরেজিতে কি?
ক)Five and five makes ten✔
খ)Five and five make ten
গ)Five with five make ten
ঘ)Five with five makes ten
- Choose the correct sentence?
ক)I feel more good today
খ)I feel better today✔
গ)I feel comparatively better today
ঘ)I feel more better today
- Recognise শব্দটির Noun কোনটি?
ক)Recognition
খ)Recognition✔
গ)Recognisable
ঘ)Recognising
- The jury were divided in their opinion. এখানে Jury কোন Noun?
ক)Collective✔
খ)Proper
গ)Common
ঘ)Abstract
- ‘Data’ is a plural form of
ক)Datu
খ)Dates
গ)Datum✔
ঘ)Dative
- …………. Virtuous are always happy.
ক)The✔
খ)A
গ)An
ঘ)No article
- My friend always goes home ……. foot.
ক)By
খ)with
গ)To
ঘ)On✔
- He reached home ………. The clause in the gap is ——–.
ক)after I have left
খ)after I was left
গ)after I had left✔
ঘ)after I left
- I wish I ——- a king.
ক)were✔
খ)is
গ)was
ঘ)am
- What is the meaning of the word viva-voce?
ক)Face to face
খ)Interview
গ)Examination
ঘ)Orally✔
- What is the verb for of Power?
ক)Powerful
খ)Powerfully
গ)Enpower
ঘ)Empower✔
- Which one is the correct spelling?
ক)Questionare
খ)Questionaire
গ)Questionnaire✔
ঘ)Questionire
- ‘Black and blue’ means?
ক)Mercifully
খ)Mercilessly✔
গ)Sympathically
ঘ)Hopefully
গনিত প্রশ্ন সমাধান
১.২০২০-২০২১ অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের পরিমাণ কত টাকা?
ক)৫,৫৮,০০০ কোটি
খ)৫,৬৮,০০০ কোটি✔
গ)৫,৭৮,০০০ কোটি
ঘ)কোনোটিই নয়
২.একটি পেন্সিলের ওজন ৫ গ্রাম। মিলিগ্রামে পেন্সিলটির ওজন কত?
ক)৫০
খ)৫০০
গ)৫০০০✔
ঘ)কোনোটিই নয়
৩.এক বর্গমাইল সমান কত একর?
ক)620
খ)640✔
গ)650
ঘ)680
৪.সমকোণী ত্রিভুজের একটি কোণ ৩০°৩০° ডিগ্রি হলে অপর কোণটি কত?
ক)১৫০°
খ)৬০°✔
গ)৯০°
ঘ)৪৫°
৫.দুইটি সংখ্যার যোগফল ১০, বিয়োগফল ২ হলে ছোট সংখ্যাটি কত?
ক)8
খ)6
গ)4✔
ঘ)2
৬.১৫ ও ৭৫ এর মধ্যে (এ দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৫ দ্বারা বিভাজ্য?
ক)12
খ)13✔
গ)14
ঘ)15
৭.১১ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত?
ক)112✔
খ)117
গ)119
ঘ)88
৮.০.৪×০.০০২=?০.৪×০.০০২=?
ক)০.০০৮
খ)০.০০০৮✔
গ)০.০০০০৮
ঘ)০.০৮
৯.একটি সংখ্যা ৮০ হতে যত বড় ১৩০ হতে ততো সংখ্যাটি কত?
ক)85
খ)90
গ)95
ঘ)105✔
১০.১ ইঞ্চি = কত বর্গ সেন্টিমিটার?
ক)০.০৯২৯
খ)৭.৩২
গ)৬.৪৫✔
ঘ)৬৪.৫০
১১.দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ৪ ও ৩০০। একটি সংখ্যা ৩০ হলে অপর সংখ্যাটি কত?
ক)20
খ)30
গ)10
ঘ)40✔
১২.একটি বিদ্যালয়ে ৪৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৫২% ছাত্র। ঐ বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত?
ক)234
খ)224
গ)232
ঘ)216✔
১৩.‘ক’ এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৪ঃ৩। আর মাসিক সঞ্চয় তার আয়ের কত শতাংশ?
ক)20
খ)25✔
গ)30
ঘ)15
১৫.একটি দ্রব্য ৩৬০ টাকায় বিক্রি করায় ৪০ টাকা ক্ষতি হয়। শতকরা ক্ষতি কত?
ক)5
খ)4✔
গ)8
ঘ)10
১৬.রম্বসের ক্ষেত্রফল?
ক) ×ভূমি উচ্চতা
খ) ×কর্ণদ্বয়ের গুণফল✔
গ) × (কর্ণদ্বয়ের যোগফল)
ঘ) দৈর্ঘ্য × প্রস্থ
১৭.বৃত্তের ব্যাস ৫ গুণ বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
ক)2
খ)10
গ)20
ঘ)25✔
১৮.ক্রয়মূল্য,বিক্রয়মূল্যের ৫৬৫৬ অংশ হলে শতকরা লাভ কত?
ক)30
খ)25
গ)20✔
ঘ)15
১৯.a+b=√3,a−b=√2a+b=3,a-b=2 হলে 4ab এর মান কত?
ক)1212
খ)1414
গ)4
ঘ)1✔
২০.(a+b) ( )
ক)
খ) ✔
গ)
ঘ)
আরো পড়ুনঃ
Download From Google Drive
Download
আরো পড়ুনঃ-
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিস সহায়ক প্রশ্ন সমাধান ২০২৩
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “ওয়ারলেস অপারেটর” পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৮
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান -২০১৩
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৩
- স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক প্রশ্ন সমাধান-২০১৩
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “ওয়ারলেস অপারেটর” পদের প্রশ্ন-সমাধান
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।