স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর অধীন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান –২০০৭

0
382

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর অধীন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর এর

নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান –২০০৭

Department of Immigration and Passports under the Ministry of Home Affairs Assistant Director (AD) recruitment exam question and solution2007

পদের নামঃ- সহকারী পরিচালক

পরীক্ষার তারিখঃ-২৬.০১.২০০৭

বাংলা অংশ

১.মেঘনাদ বধ কাব্যে সর্গ সংখ্যা কয়টি?

ক)১৫টি

খ)৮টি

গ)১২টি

ঘ)৯টি✔

২.”পথিক তুমি পথ হারাইয়াছ!” কোন্‌ গ্রন্থের অন্তর্গত?

ক)নৌকাডুবি

খ)পুতুল নাচের ইতিকথা

গ)কপালকুন্ডলা✔

ঘ)চরিত্রহীন

৩.”চাঁদের হাট” অর্থ কোনটি?

ক)আত্মীয় সমাগম✔

খ)প্রিয়জন আগমন

গ)বন্ধু সমাগম

ঘ)গণ্যমান্যদের সমাগম

৪.”অপলাপ” শব্দের অর্থ কি?

ক)প্রলাপ

খ)অস্বীকার✔

গ)অসদালাপ

ঘ)মিথ্যা

৫.কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি?

ক)ব্যথার দান

খ)বাঁধন হারা✔

গ)মৃত্যুক্ষুধা

ঘ)রিক্তের বেদন

৬.”বনফুলে”র প্রকৃত নাম কি?

ক)রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

খ)বুদ্ধদেব বসু

গ)তারাশঙ্কর বন্দোপাধ্যায়

ঘ)বলাইচাঁদ মুখোপাধ্যায়✔

৭.”ইন্দিরা” গ্রন্থটি কার রচনা?

ক)রবীন্দ্রনাথ ঠাকুর

খ)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়✔

ঘ)প্যারিচাঁদ মিত্র

৮.বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি?

ক)৮টি

খ)১০টি✔

গ)৯টি

ঘ)৭টি

৯.”চাঁদের অমাবস্যা” কোন শ্রেণীর উপন্যাস?

ক)মনসমীক্ষমূলক✔

খ)রূপক

গ)সামাজিক

ঘ)আত্মজবিনীমূলক

১০.কোনটি উপপদ তৎপুরুষ সমাস?

ক)বিষমাখা

খ)খেচর✔

গ)সজল

ঘ)তেমাথা

১১.”বাংলার ইতিহাস” গ্রন্থটি কার রচনা?

ক)রমেশচন্দ্র মজুমদার✔

খ)ড.মুহম্মদ শহীদুল্লাহ

গ)মুহম্মদ আব্দুল হাই

ঘ)ড.নিলীমা ইব্রাহিম

১২.”কলসটি কানায় কানায় পূর্ণ”- “কলসটি” কোন কারকে কোন বিভক্তি

ক)অপাদানে সপ্তমী

খ)স্থানাধিকরণে সপ্তমী

গ)আধারাধিকরণে সপ্তমী✔

ঘ)কালাধিকরণে সপ্তমী

১৩.”শ্রদ্ধা” শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক)শ্রৎ+ধা+অ+আ ✔

খ)শ্রুৎ+ধা+আ

গ)শ্র+ধা+আ

ঘ)শ্রু+ধা+আ

১৪.কোনটি শুদ্ধ সন্ধি বিচ্ছেদ?

ক)ধনু+বিদ্যা

খ)ধনুঃ+বিদ্যা✔

গ)ধনুর+বিদ্যা

ঘ)ধনূঃ+বিদ্যা

১৫.সঠিক বানান কোনটি?

ক)আকাঙ্খা

খ)আকাংখা

গ)আকাঙ্ক্ষা✔

ঘ)আখাঙ্খা

১৬.সর্বাঙ্গে ব্যথা, ওষধ দিব কোথা? “সবাঙ্গে” কোন কারকে কোন বিভক্তি?

ক)কর্তায় সপ্তমী

খ)অপাদনে তৃতীয়া

গ)অধিকরণে তৃতীয়া

ঘ)অধিকরণে সপ্তমী✔

১৭.”ছাড়পত্র” কাব্যটি কার রচনা?

ক)নজরুল ইসলাম

খ)বুদ্ধদেব বসু

গ)সুকান্ত ভট্টাচার্য✔

ঘ)মহাদেব সাহা

১৮.”নদী ও নারী” গ্রন্থটি কার লেখা?

ক)আবুল ফজল

খ)হুমায়ুন কবীর✔

গ)আবুল হুসেন

ঘ)কাজী আব্দুল ওদুদ

১৯.কোনটি কাব্যগ্রন্থ?

ক)শেষের কবিতা

খ)শেষ লেখা✔

গ)শেষের পরিচয়

ঘ)শেষ প্রশ্ন

২০.”জঙ্গনামা” কাব্যের বিষয় কি?

ক)যুদ্ধ-বিগ্রহ✔

খ)শোক-তাপ

গ)রোমান্স

ঘ)প্রেম-ভালবাসা

২১.মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?

ক)কানা হরিদত্ত✔

খ)বিজয় গুপ্ত

গ)নারায়ণ দেব

ঘ)বিপ্রদাস পিপলাই

২২.”পঞ্চতন্ত্র” গ্রন্থটি কার রচনা?

ক)রবীন্দ্রনাথ ঠাকুর

খ)মুহাম্মদ আব্দুল হাই

গ)সৈয়দ মুজতবা আলী✔

ঘ)রাজশেখর বসু

২৩.”ক্ষীয়মান”এর বিপরীত শব্দ কি?

ক)বধিষ্ণু

খ)বর্ধমান✔

গ)বৃদ্ধিপ্রাপ্ত

ঘ)বৃহৎ

২৪.”হ্ম”এর বিশ্লিষ্ট রূপ কোনটি?

ক)ক+ষ+ণ

খ)ক+হ+ম

গ)হ+ম✔

ঘ)ম+হ

২৫.”ইউসুফ জুলেখা” কি জাতীয় রচনা?

ক)নাটক

খ)উপন্যাস

গ)রোমান্টিক প্রণয়কাব্য✔

ঘ)রম্যরচনা

ইংরেজী অংশ 

  1. if you read, you will learn. This sentence is a —–

ক)Simple sentence

খ)Complex sentence✔

গ)Compound sentence

ঘ)Negative sentence

  1. “Go to the dogs” means-

ক)be estimated

খ)be agreed

গ)be blamed

ঘ)be ruined✔

  1. Give the meaning of “soft soap”.

ক)to speak ill of others

খ)Flattery for self motives✔

গ)To speak high of others

ঘ)To recognise others good deed

  1. what is the meaning of the expression “bottom line”?

ক)The final step

খ)The end of a rald

গ)The last line of a book

ঘ)The essential point✔

  1. Don’t worry. English Grammar is not —– to understand.

ক)so difficult

খ)very difficult

গ)too difficult✔

ঘ)difficult enough

  1. “The Return of the Native” is written by —

ক)Aldous Huxley

খ)Somerset Mougham

গ)Alexander Dumas

ঘ)Thomas Hardy✔

  1. Birds will —- in the morning.

ক)chirp✔

খ)have chirped

গ)chirping

ঘ)be chirping

  1. “On behalf of” means —-

ক)Act for✔

খ)Act upon

গ)Act to

ঘ)Act on

  1. “Capital punishment” means-

ক)imprisonment

খ)freedom

গ)death penalty✔

ঘ)misery

  1. “Brutal” means-

ক)gentle

খ)british

গ)cruel✔

  1. What is the synonym of “disparity”?

ক)argumentation

খ)belittle ment

গ)difference✔

ঘ)harmony

  1. What is the antonym of “delete”?

ক)injure

খ)delay

গ)insert✔

ঘ)trap

  1. At last the beast in him got —- upper hand.

ক)an

খ)a

গ)the✔

ঘ)No article

  1. He worked instead of —

ক)playing✔

খ)play

গ)played

ঘ)having played

  1. Hasan is “a man of letters.”

ক)Noun phrase✔

খ)Verbal phrase

গ)Prepositional phrase

ঘ)Adjective phrase

  1. Who, which, what are —

ক)Demonstrative pronoun

খ)Relative pronoun✔

গ)Interrogative pronoun

ঘ)Both 2 and 3

  1. kamal is the “most intelligent” boy in the class.

ক)adverb

খ)Noun

গ)Adjective✔

ঘ)Pronoun

  1. The word “intolerable” is-

ক)Verb

খ)Conjunction

গ)Adjective✔

ঘ)Adverb

  1. “Alice in the Wonderland” belongs to-

ক)detective literature

খ)satirical literature

গ)juvenile literature✔

ঘ)religious literature

  1. What kind of noun is “An army”?

ক)Proper

খ)Common

গ)Collective✔

ঘ)Material

  1. Give the verb of the word “mourning”?

ক)mournful

খ)mourn✔

গ)mournfully

ঘ)mourned

  1. Who wrote “Gullivers Travels”?

ক)R. L. Stevenson

খ)Daniel Defoe

গ)Jonathan Swift✔

ঘ)D. H. Lawrence

  1. “Animal Farm” is written by-

ক)George Orwel✔

খ)George Eliot

গ)Ernest Hemingway

ঘ)Thomas Hardy

  1. William Wordsworth is pre-eminently—–

ক)a poet of liberty

খ)a poet of love

গ)a poet of nature✔

ঘ)a poet of humanism

  1. Which one is correct?

ক)One of my friends are a lawyer

খ)One of my friend is a lawyer

গ)One of my friends is a lawyer✔

ঘ)One of my friend are lawyer

গণিত অংশ

১.৮,৮৮৮ টাকা বার্ষিক ১০% সুদে কত বছরে সুদ-আসলে ১৭,৭৭৬ টাকা হবে?

ক)২০ বছরে

খ)১০ বছরে✔

গ)৩০ বছরে

ঘ)২৫ বছরে

২.একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৫ মিটার এবং ৪.২ মিটার হলে তার ক্ষেত্রফল কত?

ক)১০.৫ বর্গমিটার✔

খ)২১.০০ বর্গমিটার

গ)৫.২৫ বর্গমিটার

ঘ)৫.৫ বর্গমিটার

৩.একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৪৪ হলে তার বাহুর সংখ্যা কত?

ক)২০

খ)১০✔

গ)১২

ঘ)১৮

৪.৯৯৯ সংখ্যাটি বর্গ কত?

ক)৯৯৯৮০১

খ)৯৯০০০১

গ)৯৯৮০০১✔

ঘ)৯৮৮০০১

৫.একটি কাজ মনির করতে পারে ৬ দিনে এবং জহির করতে পারে ১২ দিনে। তারা কাজটি একত্রে শুরু করে এবং কয়েক দিন পর কাজটি অসমাপ্ত রেখে মনির চলে যায়। বাকি কাজ জহির ৩ দিনে শেষ করে। মোট কত দিনে কাজটি সম্পন্ন হলো?

ক)৯ দিনে

খ)৬ দিনে✔

গ)৮ দিনে

ঘ)৭ দিনে

৬.একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বাড়ানো হলো এবং প্রস্থ ১০% কমানো হলো। এ অবস্থায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল—

ক)১% বাড়বে

খ)২ বাড়বে

গ)১% কমবে✔

ঘ)একই থাকবে

৭.একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার এবং ৭ সেন্টিমিটার হলে তৃতীয় বাহু —– হতে পারে না।

ক)৫ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট

খ)৮ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট

গ)৯ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট

ঘ)১৩ সেমি দৈর্ঘ্যবিশিষ্ট✔

৮.একটি সমকোণী ত্রিভজের অতিভুজ ছাড়া অন্য দুই বাহুর দৈর্ঘ্য ০.২ মিটার এবং ০.৩ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

ক)০.০৬ বর্গমিটার

খ)০.০৩ বর্গমিটার✔

গ)০.০৫ বর্গমিটার

ঘ)০.০১ বর্গমিটার

৯.টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি বিক্রয় করলে শতকরা লাভের হার কত?

ক)৩০%

খ)১৫%

গ)২৫%

ঘ)২০% ✔

১০.একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩০ মিটার এবং প্রস্থ ২০ মিটার। বাগানের সীমানা সংলগ্ন বাহিরে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির পরিসীমা কত?

ক)১১৬ মিটার✔

খ)২১৬ মিটার

গ)৬০০ মিটার

ঘ)১০০ মিটার

১১.বিশেষ ক্রমানুযায়ী সাজানো ৯,৩৬,৮১,১৪৪,২২৫ সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা কত হবে?

ক)২৮৯

খ)৩৬১

গ)৩২৪✔

ঘ)২৫৬

সাধারণ জ্ঞান অংশ 

১.Wings of Fire গ্রন্থের রচয়িতা কে?

ক)নেলসন ম্যান্ডেলা

খ)মাদার তেরেসা

গ)অ্যালফ্রেড মার্শাল

ঘ)এপিজে আবুল কালাম✔

২.বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি?

ক)জাপান

খ)মালয়েশিয়া

গ)ইন্দোনেশিয়া✔

ঘ)সিংগাপুর

৩.”সুনামি” কি শব্দ?

ক)বাংলা

খ)ইংরেজি

গ)জাপানি✔

ঘ)চীনা

৪.গভীরতম মহাসাগর-

ক)ভারত মহাসাগর

খ)প্রশান্ত মহাসাগর✔

গ)উত্তর মহাসাগর

ঘ)দক্ষিণ মহাসাগর

৫.পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?

ক)২৪০

খ)১৯৫✔

গ)১৯৩

ঘ)১৯৮

৬.রুশ বিপ্লব সংঘটিত হয়-

ক)১৮১৭

খ)১৯১৭✔

গ)১৭১৭

ঘ)১৯১৭

৭.সুন্দরবনকে World Heritage ঘোষনা করেছে-

ক)ইউএনডিপি

খ)আইএলও

গ)ইউনিসেফ

ঘ)ইউনেস্কো✔

৮.দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়-

ক)১৯৩৯✔

খ)১৯৪৫

গ)১৮৩৯

ঘ)১৯৪২

৯.যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কত?

ক)৬১

খ)৫০✔

গ)৪১

ঘ)৭১

১০.উরুগুয়ের রাজধানীর নাম কি?

ক)মন্টিভিডিও✔

খ)সান্টিয়াগো

গ)বোগোটা

ঘ)আসনসিওন

১১.বিশেষ ক্ষমতা আইন কোন সালে প্রণীত হয়?

ক)১৯৯৮

খ)১৯৯১

গ)১৯৭৫

ঘ)১৯৭৪✔

১২.বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র কোনটি?

ক)হরিপুর

খ)সাঙ্গু

গ)তিতাস✔

ঘ)বিবিয়ানা

১৩.বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল কবে পাস হয়?

ক)১৯৯০

খ)১৯৯১

গ)১৯৯২✔

ঘ)১৯৯৪

১৪.উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় কোন সালে?

ক)২০০০

খ)২০০২

গ)২০০৩✔

ঘ)২০০১

১৫.বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

ক)১২৪

খ)১৪৮

গ)১১৮

ঘ)১৩৬✔

১৬.বাংলাদেশে বৈদেশিক মুদ্রার উৎস কোন খাতে সর্বোচ্চ?

ক)পাট

খ)চামড়া

গ)পোশাক✔

ঘ)হিমায়িত খাদ্য (চিংড়ি)

১৭.ফারাক্কা বাঁধ চালু হয় কবে?

ক)১৯৭৫✔

খ)১৯৬৯

গ)১৯৭০

ঘ)১৯৭৩

১৮.বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?

ক)মেঘনা✔

খ)পদ্মা

গ)যমুনা

ঘ)কর্ণফুলী

১৯.বাংলায় “ঋণ সালিশি আইন” কার আমলে প্রণীত হয়?

ক)এইচ.এস.সোহরাওয়ার্দী

খ)এ.কে.ফজলুল হক✔

গ)খাজা নাজিম উদ্দীন

ঘ)নূরুল আমিন

২০.বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়?

ক)অষ্টম শতাব্দী

খ)দশম শতাব্দী

গ)দ্বাদশ শতাব্দী

ঘ)ত্রয়োদশ শতাব্দী✔

২১.যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কার করেন কে?

ক)ল্যাভয়সিয়ে

খ)রবার্ট কচ✔

গ)রোনাল্ড রস

ঘ)লুই পাস্তুর

২২.জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?

ক)লিভার✔

খ)মস্তিষ্ক

গ)চোখ

ঘ)কিডনি

২৩.ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?

ক)গলা✔

খ)নাক

গ)ফুসফুস

ঘ)কিডনি

২৪.কোন ধাতু সর্বাপেক্ষা হালকা?

ক)বেরিয়াম

খ)সিলভার

গ)লিথিয়াম✔

ঘ)সোডিয়াম

২৫.কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী?

ক)আর্গন

খ)র‌্যাডন✔

গ)জেনন

ঘ)নিয়ন

২৬.নিচের কোনটি মৌল নয়, আবার যৌগও নয়?

ক)গোল্ড

খ)নিকেল

গ)বায়ু✔

ঘ)শর্করা

২৭.কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়?

ক)রেডিয়াম

খ)প্যারাফিন✔

গ)ক্লোরিন

ঘ)আয়োডিন

২৮.ট্রানজিস্টারে সেমি-কন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় কোনটি?

ক)আর্সেনিক

খ)জার্মেনিয়াম✔

গ)টাংস্টেন

ঘ)ম্যাঙ্গানিজ

২৯.এক নট = স্থল পথের কত মাইল?

ক)এক মাইল

খ)২.৪ মাইল

গ)১.৪ মাইল✔

ঘ)২.৫ মাইল

৩০.একটি লাল ফুলকে সবুজ আলোয় রাখলে কেমন দেখাবে?

ক)হলুদ

খ)নীল

গ)কালো✔

ঘ)সাদা

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।