কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট,ঢাকা (দক্ষিণ)এর সিপাই পদের পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

0
488

কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেট,ঢাকা (দক্ষিণ)এর সিপাই

পদের পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

Customs, Excise vat Commission rate Dhaka(south) Constable Exam Question and solution-2021

পদের নামঃ-সিপাই

পরীক্ষাঃ-২৮ জানুয়ারি ২০২১

বাংলা প্রশ্ন সমাধান

১)“মুজিববর্ষ”এর গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লিখুন

মুজিব বর্ষ হল বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ) বাংলাদেশ সরকার ২০২০-২১ সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়) ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত এ বর্ষ উদযাপন করা হবে)(করোনাভাইরাসের কারণে গ্রহণ করা কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথাযথভাবে করতে না পারায় মুজিববর্ষের মেয়াদ প্রায় ৯ মাস বাড়ানো হয়েছে) বাংলাদেশের জাতির পিতা এবং বঙ্গবন্ধু খ্যাত নেতা অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে (বর্তমানে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে) ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন) আবার ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতার অর্ধ-শত বার্ষিকীতে পদার্পণ করবে) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমান ওতপ্রোতভাবে জড়িত থাকায় ঘোষিত বর্ষটি বিশেষ তাৎপর্যপূর্ণ)

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গসংগঠন ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিব বর্ষ পালনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়) ২০১৯ সালের ১২-২৭ নভেম্বরে প্যারিসে অনুষ্ঠিত অধিবেশনে ২৫ নভেম্বরে ইউনেস্কোর সকল সদস্যের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়) বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা তৃণমূল পর্যায়ে প্রচারের পাশাপাশি প্রতি বছরের মতই তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, জাতীয় শোক দিবস এবং জেল হত্যা দিবসও পালিত হবে) এছাড়াও বাংলাদেশ সরকার জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনা করেছে)

এই মহান পুরুষকে যথাযথ সন্মান প্রদর্শন, তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ, আগামী প্রজন্মের কাছে তাঁর নীতি-আদর্শ সঠিকভাবে পৌঁছে মুজিববর্ষের গুরুত্ব অপরিসীম)

২)এক কথায় প্রকাশ করুন)

ক)যার কোন কিছু থেকেই ভয় নেই,

উত্তরঃ অকুতোভয়)

খ)যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে,

উত্তরঃ অবিমৃষ্যকারী)

গ)যা নিবারণ করা কষ্টকর,

উত্তরঃ দুর্নিবার)

ঘ)আপনাকে কেন্দ্র করে যার চিন্তা,

উত্তরঃ আত্মকেন্দ্রিক)

ঙ)উপকারীর অপকার করে যে,

উত্তরঃ কৃতঘ্ন)

৩)নিম্নোক্ত বাগধারা দিয়ে বাক্য রচনা করুন-

ক)তামার বিষ- (অর্থের কুপ্রভাব): তামার বিষে ওরা ধরাকে সরা জ্ঞান করছে)

খ)কেতাদুরস্ত- (পরিপাটি): ভদ্রলোকটিকে কাছ থেকে দেখে মনে হল বেশ কেতা–দুরস্ত)

গ)গণেশ উল্টানো- (উঠে যাওয়া, ফেল মারা):কর্মচারীদের চুরির ফলে দোকানটা গণেশ উল্টিয়েছে)

ঘ)তাসের ঘর -(ক্ষণস্থায়ী):ওদের বন্ধুত্ব তাসের ঘরের মত ভেঙে গেছে)

ঙ)যক্ষের ধন -(কৃপণের কড়ি):পৈতৃক ভিটেটা সে যক্ষের ধনের মত আগলে রেখেছে)

৪)ব্যাসবাক্যসহ সমাস লিখুন)

বিষাদসিন্ধু = বিষাদ রূপ সিন্ধু (রূপক কর্মধারয় সমাস))

ত্রিকাল = তিন কালের সমাহার (দ্বিগু সমাস))

গুরুভক্তি = গুরুকে ভক্তি (২য়া তৎপুরুষ সমাস))

স্মৃতিসৌধ = স্মৃতি রক্ষার্থে সৌধ (মধ্যপদলোপী কর্মধারয় সমাস))

আপাদমস্তক = পা থেকে মাথা পর্যন্ত (অব্যয়ীভাব সমাস))

৫)শুদ্ধ করে লিখুনঃ

ক)সূর্য উদয় হয়েছে,

শুদ্ধ-সূর্য উদিত হয়েছে)

খ)তার দূরাবস্থা দেখে দুঃখ হয়,

শুদ্ধ-তার দুরবস্থা দেখলে দুঃখ হয়)

গ)দৈনতা প্রশংসনীয় নয়,

শুদ্ধ-দৈন্য/দীনতা প্রশংসনীয় নয়)

ঘ)সে সংকটে পড়েছে,

শুদ্ধ-সে সংকটে পড়েছে)

ঙ)নীরাপরাধী ব্যক্তিকে ক্ষমা কর

শুদ্ধ-নিরপরাধ ব্যক্তিকে ক্ষমা কর)

৬)নিচের গ্রন্থগুলোর রচয়িতার নাম লিখুনঃ

ক)মেঘনাদবধ = মাইকেল মধুসূদন দত্ত)

খ)বলাকা = রবীন্দ্রনাথ ঠাকুর)

গ)সোজন বাধিয়ার ঘাট = পল্লীকবি জসীমউদ্দীন

ঘ)অগ্নিবীণা = কাজী নজরুল ইসলাম)

ঙ)পথের দাবী = শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)

ইংরেজি প্রশ্ন সমাধান

৭)Translate into English

ক)সে কি নিয়মিত পড়ালেখা করে?

উত্তরঃ Does he study regularly?

খ)তাকে ভেতরে এসে চা খেতে দাও)

উত্তরঃ Let him come in and have tea)

গ)সে যেন সুখে স্বাচ্ছন্দে থাকে)

উত্তরঃ May he be happy and at ease)

ঘ)সে সাঁতার জানে না)

উত্তরঃ She doesn’t know how to swim)

ঙ)সে কি স্কুলে যাচ্ছে না?

উত্তরঃ Is he not going to school?

৮)Write a short paragraph on “The Padma Bridge”

৯) Make sentences with following Phrases

Certain of = We have one entry that includes the term certain of)

Come of = He was cynical that any good could come of democracy)

A red-letter day = This is a red-letter day in our community)

To and fro = The sound is a distinctive to-and-fro sound)

In time = He caught the first train and got there just in time)

১০)Fill in the gaps with appropriate word/words

a)I am afraid —- you) Ans: of)

b)The ladder is leaned —— wall) Ans: against)

c)I saw ——– one eyed man) Ans: a)

d)He is —— honest man) Ans: an)

e)My father is —– MBSS) Ans: an)

১১)Correct the following sentences:

a)He has come yesterday)

Ans: He came yesterday)

b)It is raining for three days)

Ans: It has been raining for three days)

c)I come in order to meeting you)

Ans: I come in order to meet you)

d)He does not know swim)

Ans: He does not know how to swim)

e)I will going to Dhaka)

Ans: I will go to Dhaka)

গণিত প্রশ্ন সমাধান

১২)একজন দোকানদার ৫০ কেজির ১ বস্তা চাল ১৬০০ টাকায় কিনলেন) চালের দাম কমে যাওয়ায় ১৫০০ টাকায় বিক্রয় করেন, তার ক্ষতি/লাভের শতকরা হার কত?

উত্তরঃ ৬)২৫% ক্ষতি)

১৩)কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়) মুনাফা, আসলের ৩/৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় করুন)

সমাধান:

আমরা জানি,

আসল + মুনাফা = মুনাফা আসল

বা, আসল + আসলের ৩/৮ = মুনাফা আসল

বা, আসল × {১+(৩/৮)} = ৫৫০০

বা, আসল (১১/৮) = ৫৫০০

বা, আসল = (৫৫০০×৮)/১১ = ৪০০০ টাকা)

সুতরাং, মুনাফা = মুনাফা-আসল – আসল = ৫৫০০ – ৪০০০ = ১৫০০ টাকা

এখানে,

P = আসল = ৩০০০ টাকা

I = মুনাফা = ১৫০০ টাকা

r = মুনাফার হার = ?

n = সময় = ৩ বছর

আমরা জানি, I = Prn

বা, r = I/Pn

= ১৫০০/(৪০০০×৩)

= (১৫০০×১০০)/(৪০০০×৩)%

= (২৫/২)% = ১২)৫%

১৪)একটি ঘরের দৈঘ্য প্রস্থের ৩ গুন) প্রতি বর্গমিটারে ৭)৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে মোড়াতে মোট ১১০২)৫০ টাকা ব্যয় হয়) ঘরটির দৈঘ্য ও প্রস্থ নির্ণয় করুন)

উত্তরঃ ২১ মিটার,৭মিটার)

১৫)(ক) উৎপাদকে বিশ্লেষণ করঃ

X4-2X2+1

=(X2)2-2)X2)1+1

=(X2-1)2 [Since, a2-2ab+b2 =(a+b)2]

={(X+1)(X-1)}2

=(X+1)2(X-1)2

খ)x+1/x = 3, হলে (x+1/x)2 এর মান নির্ণয় করুন)

উত্তরঃ 9

সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান

১৬)“মুজিবনগর সরকার” কত তারিখে এবং কোথায় শপথ গ্রহণ করে?

উত্তরঃ ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে)

১৭)করোনা ভাইরাসের উৎপত্তি কোন দেশে এবং এ রোগে সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে কোন দেশে?

উত্তরঃ চীনের হুবেই প্রদেশের উহানে করোনা ভাইরাসের উৎপত্তি এবং যুক্তরাষ্ট্রে এ রোগে সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে)

১৮) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে এবং এর স্বীকৃতি দেয় কোন সংস্থা?

উত্তরঃ ২১শে ফেব্রুয়ারি এবং ইউনেস্কো ও জাতিসংঘ)

১৯) ভিটামিন এ,বি,সি,ডি এর মূল উৎস কী কী এবং এর অভাবে কী কী রোগ হয়?

উত্তরঃ দুধ,মাখন,চর্বি,ডিম,গাজর,আম,কাঁঠাল,রঙ্গিন শাকসবজি,মলা-ঢেলা মাছ ইত্যাদিতে ভিটামিন এ পাওয়া যায়)

ঈস্ট,ঢেঁকিছাটা চাল,লাল আটা,অঙ্কুরিত ছোলা,মুগডাল,মটর,ফুলকপি,চিনাবাদাম,শিমের বীচি, কলিজা বা যকৃক,হৃদপিন্ড,দুধ,ডিম,মাংস,সবুজ শাকসবজি ইত্যাদিতে ভিটামিন বি থাকে)

পেয়ারা,বাতাবী লেবু,কামরাঙা,কমলা,আমড়া,বাঁধাকপি,টমেটো,আনারস,আম,কাঁচামরিচ,তাজা শাকসবজি ইত্যাদিতে ভিটামিন সি থাকে)

দুধ,ডিম,কলিজা,দুগ্ধজাত দ্রব্য,মাছের তেল,ভোজ্য তেল ইত্যাদিতে ভিটামিন ডি থাকে)

২০) ইন্টারনেটের বহুল ব্যবহৃত দুইটি সার্চ ইঞ্জিন এর নাম লিখুন?

উত্তরঃ গুগল,ইয়াহু)

২১)বাংলাদেশের যেকোন চারজন বীরশ্রেষ্ঠ এর নাম লিখুন?

উত্তরঃ ৭ জন বীরশ্রেষ্ঠ এর নাম ও তাদের পদবীঃ

১)মোস্তফা কামাল(সিপাহী))

২)মুন্সি আব্দুর রউফ(ন্যান্স নায়েক))

৩)মতিউর রহমান(ফ্লাইট ল্যাফটেন্যান্ট))

৪)নুর মুহাম্মদ শেখ(সিপাহী))

৫)হামিদুর রহমান(সিপাহী))

৬)রুহুল আমিন(স্কোয়াডন ইঞ্জিনিয়ার))

৭)মহিউদ্দিন জাহাঙ্গির(ক্যাপ্টেন))

২২)মুক্তিযুদ্ধের উপর কত ধরনের খেতাব আছে ও কী কী?

উত্তরঃ ৪ ধরনের)যথা- বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক)

২৩)ঐতিহাসিক ছয় দফা” কত সালে ও কোথায় পেশ করা হয়?

উত্তরঃ ১৯৬৬ সালে লাহোরে)

২৪)পূর্ণরুপ লিখুন-

  1. i) NBR= National Board of Revenue)

ii) VAT= Value Added Tax)

iii) WHO= World Health Organization)

iv) UNHCR= United Nations High Commissioner for Refugees)

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।