SENTENCE অনুযায়ী বাংলা থেকে ইংরেজি অনুবাদ পিডিএফ ডাউনলোড

0
533

SENTENCE অনুযায়ী বাংলা থেকে ইংরেজি অনুবাদ

পিডিএফ ডাউনলোড

আরো পড়ুনঃ-

BASIC CONVERSATION – প্রাথমিক কথোপকথন

  • শুভ সকাল! / সুপ্রভাত – Good Morning!
  • শুভ অপরাহ্ন! – Good Afternoon!
  • শুভ রাত্রি! – Good Night!
  • আপনি কেমন আছেন? / তুমি কেমন আছ? – How are you?
  • আপনি আজ কেমন আছেন? / তুমি আজ কেমন আছো? – How are you today?
  • আমি ভালো আছি, ধন্যবাদ। – I’m fine thank you.
  • আমি খুব ভালো আছি ধন্যবাদ। – I’m very well thanks.
  • তোমার নাম কি?/ আপনার নাম কি? – What’s your name?
  • আমার নাম জেরিন। – My name is Jerin.
  • আপনার বয়স কত? – How old are you?
  • আমার বয়স ২০ বছর। – I’m 20 years old.
  • আপনি কোথায় বাস করেন? – Where do you live?
  • আমি বাংলাদেশের ঢাকায় থাকি। – I live in Dhaka, Bangladesh.
  • আপনি কোথা থেকে এসেছেন? – Where do you come from?
  • আমি লন্ডন থেকে এসেছি। – I come from London.
  • তোমার জন্মদিন কবে? – When is your birthday?
  • আমার জন্মদিন ২৪শে আগস্ট। – My birthday is the 24th of August.
  • আপনার কতজন ভাই-বোন আছে? – How many brothers and sisters do you have?
  • আমার ১জন বড় ভাই এবং ২জন ছোট বোন রয়েছে। – I have got 1 big brother and 2 little sisters.
  • আমার ১জন বড় ভাই রয়েছে কিন্তু কোন বোন নেই। – I have 1 elder brother but no sister.
  • আমার কোন ভাই বা বোন নেই। – I don’t have any brothers or sisters.
  • আপনি কি বিবাহিত? – Are you Married?
  • হ্যাঁ আমি বিবাহিত – Yes, I am married.
  • তোমার পছন্দের রঙ কি? – What is your favorite color?
  • আমার প্রিয় রঙ গোলাপী। – My favorite color is pink.
  • তোমার প্রিয় খাবার কি? – What is your favorite food?
  • আমি কাঁঠাল পছন্দ করি তবে আমি আনারসের ভক্ত। – I like jackfruit, but I love pineapples.
  • আপনি কোন খাবার পছন্দ করেন না? – What food don’t you like?
  • আমি বার্গার অপছন্দ করি, তবে আমি পিৎজা একদম দেখতে পারি না। – I don’t like burger, but I hate pizza!
  • আমি কি আপনার ইমেল এড্রেসটি পেতে পারি? – Can I have your email address?
  • অবশ্যই, এটি [email protected] – Sure, it’s [email protected]
  • আমি কি আপনার টেলিফোন নাম্বার পেতে পারি? – May I have your telephone number?
  • তুমি কি ফেসবুক ব্যবহার কর? – Do you use Facebook?
  • তোমার সাথে পরিচিত হয়ে ভাল লাগলো। – It was nice to meet you.
  • আবার দেখা হবে৷ – See you later.

SHOPKEEPER SAYS (বিক্রেতা যা বলে)

  • আমি আপনার জন্য কি করতে পারি? — What can I do for you?
  • আপনার কি কোন সাহায্য দরকার? — Would you like any help?
  • হ্যা, এটাই সে জিনিস যেটি আপনি চাইছেন। — Yeah, here are the things you want.
  • আপনি কি আরো কিছু পছন্দ করেন? — Would you like anything else?
  • হ্যা, আমাদের কাছে এটি আছে। — Yeah we have that one.
  • এটার এক বছরের গ্যারান্টি আছে। — It comes with a one year guarantee.
  • দুঃখিত, আমরা ওগুলি বিক্রি করি না। — Sorry, we don’t sell them.
  • দুঃখিত, আমাদের কাছে এটি আর নেই। — Sorry, we don’t have any left.
  • দুঃখিত, আমাদের স্টক শেষ হয়ে গেছে। — Sorry, we are out of stock.
  • দুঃখিত, এটাই শেষটা। — Sorry, that’s the last one.
  • এটি সস্তা। — That’s cheap.
  • এই সবকিছু, আমাদের কাছে যা আছে। — That’s all we have left.
  • আপনি কি ব্যাগ নিবেন? — Would you like a bag?

CUSTOMER RETURNS AND COMPLAINTS

  • আমি এটি ফেরত দিতে চাই। –> I would like to return this.
  • এটি কাজ করে না। –> It doesn’t work.
  • এটি ফিট/ মানানসই হয় না। –> It doesn’t fit.
  • আমি কি টাকা ফেরত পেতে পারি? –> Could I have a refund?
  • আপনার কাছে এটির অন্য কোন সাইজ/ রং আছে? –> Do you have this in another size or color?
  • আমি এটির বদলে একটি ভিন্ন সাইজ নিতে চাই। –> I would like to change this for a different size.
  • আমি কি এটা ফেরত আনব যদি এটি ঠিক সাইজের না হয়। –> Can I bring this back if it’s not the right size?
  • আমি কি ম্যানেজারের সাথে কথা বলতে পারি? –> Could I speak to the manager?

COVERSATION ABOUT WEATHER

Some Bangla to English Translation about Weather:

  • গতকাল আবহাওয়া কেমন ছিল? — How was the weather yesterday?
  • গতকাল খুবই গরম ছিল। — It was so hot out yesterday.
  • হ্যা, আমি জানি, আমি ঘামাচ্ছিলাম। — Yeah I know, I was sweating.
  • তুমি কি পছন্দ কর – রোদ না বৃষ্টি? — What do you prefer sun or rain?
  • ব্যক্তিগতভাবে আমি বৃষ্টি পছন্দ করি। — Personally I do prefer the rain.
  • আজ খুব ঠাণ্ডা। — It’s so cold out today.
  • হাঁ, আজ তাপমাত্রা কমেছে। — Yeah, the temperature has fallen today.
  • তুমি কি পছন্দ কর – গরম না ঠাণ্ডা? — What do you prefer – hot or cold?
  • ব্যক্তিগতভাবে আমি ঠাণ্ডা পছন্দ করি। — Personally I do prefer the cold.
  • আমি অতিরিক্ত গরম সহ্য করতে পারি না। — I can’t stand the extra heat.
  • অন্তত যখন ঠাণ্ডা লাগে তখন কিছু গায়ে দিতে পারি। — At least when I’m cold, I can put something on.
  • যদি গরম লাগে, আমরা কাপড় খুলে ফেলতে পারি না। — If it is hot, we can’t take our clothes off.
  • তুমি কি শীতকাল পছন্দ কর না গরমকাল? — Do you like winter or summer?
  • ব্যক্তিগতভাবে আমি শীতকাল পছন্দ করি। — Personally I do prefer the winter.
  • অতি ভক্তি চোরের লক্ষণ। –> Too much courtesy, full of craft.
  • অধিক সন্যাসীতে গাজন নষ্ট। –> What is everybody’s business is nobody’s business.
  • অবস্থা বুঝে ব্যবস্থা কর। –> Cut your coat according to your cloth.
  • অভাবে স্বভাব নষ্ট। –> Necessity knows no law.
  • অলসতা দারিদ্র্যের কারণ। –> A sleeping fox catches no poultry.
  • অহংকার পতনের মূল। –> Pride goeth before destruction.
  • আপন চরকায় তেল দাও। –> Mind your own business.
  • আয় বুঝে ব্যয় কর। –> Cut your coat according to your cloth.
  • ইঁচড়ে পাকলে গোল্লায় যায়। –> Soon ripe, soon rotten.
  • উলু বনে মুক্তা ছড়ানো। –> To cast pearls before swine.
  • এক হাতে তালি বাজে না। –> It takes two to make a quarrel.
  • ওস্তাদের মার শেষ রাতে। –> All’s well that ends well.
  • কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। –> No pains, no gain.
  • কান টানলে মাথা আসে। –> Given the one, the other will follow.
  • কুকুরের পেটে ঘি সহ্য হয় না। –> Habit is the second nature.
  • খালি কলস বাজে বেশি। –> Empty vessels sound much.
  • গাছে কাঁঠাল গোঁফে তেল। –> To sound the trumpet before the victory.
  • ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। –> You are after the honeycomb but have forgotten the bees.
  • হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। –> Fools rush in where angels fear to tread.
  • মিষ্টি কথায় চিড়ে ভেজে না। –> Fine words butter no parsnips.

ASSERTIVE SENTENCE – AFFIRMATIVE

  • পরিশ্রম সকল সুখের মূল। –> Industry is the root of all happiness.
  • সে এবার পরীক্ষায় পাশ করেছে। –> He has passed the examination this year.
  • বাংলাদেশ আমাদের জন্মভূমি। –> Bangladesh is our birthland.
  • বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। –> Bangladesh is a developing country.
  • সাহসীগণ সুন্দরের যোগ্য। –> The brave deserve the fair.
  • ভিক্ষুকটি দ্বারে দ্বারে ভিক্ষা করছে। –> The beggar is begging from door to door.
  • গরিবেরা দিন আনে দিন খায়। –> The poor live from hand to mouth.
  • কেউ আমার বইটি চুরি করেছে। –> Someone has stolen my book.
  • সে আমাকে বেজায় ভালবাসে। –> She loves me very much.
  • মামা গতকাল বাড়ি এসেছে। –> Uncle came home yesterday.
  • রবীন্দ্রনাথ ১৯১৩ সালে নোবেল পুরষ্কার পেয়েছিলেন। –> Rabindranath won the Nobel prize in 1913.
  • সে আমাকে একথা বলল –> He told me this.
  • এখন বাড়ি যাবার সময় –> Now is the time to go home.

ASSERTIVE SENTENCE – NAGETIVE

  • মাহফুজ ও সাব্বির ধূমপান করে না। –> Mahfuj and Sabbir do not smoke.
  • সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। –> Time and tide wait for none.
  • এতে আমার কিছুই যায় আসে না। –> It does not matter to me.
  • এমন কোন মা নেই যিনি তার সন্তানকে ভালবাসেন না। –> There is no mother but loves her child.
  • আমি সেখানে না যেয়ে পারি না। –> I cannot but go there. / I cannot help going there.
  • আমরা মৃত্যুর কথা না ভেবে পারি না। –>We can not but think about death./ We cannot help thinking of death.
  • সে ছাড়া একাজ কেউ পারে না। –> Nobody but he can do it.
  • আল্লাহ্‌ ছাড়া আমাদেরকে আর কেউ সাহায্য করতে পারে না। –> Nobody but Allah can help us.
  • শুধু জাহিদ নয়, হেলালও সেখানে যাবে। –> Not only Jahid but also Helal will go there.
  • সে শুধু কলাই খায়নি আমও খেয়েছিল। –> He ate not only bananas but also mangoes.
  • আজ কোন ক্লাস হবে না। –> There will be no class today.

IMPERATIVE SENTENCE

  • সদা সত্য কথা বলবে। –> Always speak the truth.
  • এখন বাড়ি যাও। –> Go home now.
  • আমাকে এক গ্লাস পানি দাও। –> Give me a glass of water.
  • হারানো টাকার জন্য আফসোস কর না। –> Do not regret for the lost money.
  • ডাক্তার ডাক। –> Call in a doctor.
  • মিথ্যাবাদীকে বিশ্বাস কর না। –> Do not believe a liar.
  • বাঁচ এবং বাঁচতে দাও। –> Live and let live.
  • আমাকে এখন যেতে দাও। –> Let me go now.
  • দয়া করে আমাকে একটি কলম দিন। –> Please give me a pen.

INTERROGATIVE SENTENCE

  • তুমি কাকে চাও? –> Whoo do you want?
  • সে কি করে? –> What does he do?
  • মারুফ সাহেব কখন আসবেন? –> When will Mr. Maruf come?
  • আপনি কি আমাকে দয়া করে একটি বই ধার দিবেন? –> Will you please lend me a book?
  • তুমি কি এ কাজটি করতে পার? –> Can you do this work?
  • সে কিভাবে সেখানে গেল? –> How did she/he go there?
  • তুমি মিথ্যা বলেছিলে কেন? –> Why did you tell a lie?
  • সে কেন সত্য কথা বলে না? –> Why does he not speak the truth?
  • সে আসে না কেন? –> Why does he not come?
  • তুমি কি এবার পরীক্ষায় পাশ করেছ? –> Have you passed the examination this year?
  • সে কি আমাদেরকে দেখেছে? –> Has he seen us?
  • বাবা কি গতরাতে বাড়ি এসেছিলেন? –> Did father come home last night?
  • সে কি আমাদের সাথে যাবে? –> Will he go with us?
  • জেরিন কি ভাত রান্না করছে? –> Is Jerin cooking rice?
  • সে কি দুই ঘণ্টা যাবত পড়ছে? –> Has he been reading for two hours?

OPTATIVE SENTENCE

  • সে যেন পরীক্ষায় পাশ করে –> May he pass the examination.
  • তুমি দীর্ঘজীবি হও। –> May you live long.
  • সে জীবনে সফল হোক। –> May he succeed in life.
  • বাংলাদেশ উন্নতি করুক। –> May Bangladesh prosper.
  • সে নিরাপদে ফিরে আসুক। –> May he return safe.
  • আমি যদি বৃদ্ধ লোকটিকে সাহায্য করতে পারতাম। –> Oh that I could help the old man.
  • আমি যদি রাজা হতাম। –> Oh that I were a king.
  • তুমি সুখে থাক। –> May you live in peace.
  • তুমি জীবনে সুখী হও। –> May you be happy in life.
  • তার আত্মা শান্তিতে ঘুমাক। –> May his soul rest in peace.

EXCLAMATORY SENTENCE

  • কি সুন্দর! –> How nice!
  • কি চমৎকার বুদ্ধি! –> What a good idea!
  • সে ছিল কি দুঃসময়! –> What a bad time it was!
  • কি ছোট একটি পাখি! –> What a small bird it is!
  • সে কি নিষ্ঠুর লোক! –> What a cruel man he is!
  • কি হৃদয়-বিদারক দৃশ্য! –> What a heart-rending sight it is!
  • কি সুন্দর বইটি! –> How nice the book is!
  • কি মজার! –> How funny it is!

PRESENT INDEFINITE TENSE

  • আমরা বাংলাদেশে বাস করি। – We live in Bangladesh.
  • সূর্য পূর্ব দিকে উদিত হয়। – The sun rises in the east.
  • পাখিরা আকাশে ওড়ে। – Birds fly in the sky.
  • গোলাপের গন্ধ মিষ্টি। – The rose smells sweet.
  • তোমরা ভাগ্যবান। – You are lucky.
  • সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। – The sun sets in the west.
  • পৃথিবী গোলাকার। – The earth is round.
  • বিড়াল ইঁদুর মারে। – The cat kills mouse.
  • কামাল সত্য কথা বলে। – Kamal speaks the truth.
  • মেঘনা একটি বড় নদী। – The Meghna is a big river.
  • বাঙালিরা সাহসী। – The Bengalis are brave.
  • মানুষ মরণশীল। – Man is mortal.
  • ইংরেজরা চতুর। – The English are clever.
  • সে ভালো ইংরেজি জানে। – He knows English well.
  • চন্দ্র উজ্জ্বল। — The moon is bright.
  • তিনি সম্মানী লোক। – He is an honorable man.
  • জেরিন বিদ্যালয়ে যায়। – Jerin goes to school.
  • গরু একটি উপকারী প্রাণী। – The cow is a useful animal.
  • মাহফুজ ইংরেজীতে দুর্বল। – Mahfuj is weak in English.
  • চাকরটি বিশ্বাসী। – The servant is faithful.
  • তোমার বোনকে ভালবাস। – Love your sister.
  • মা-বাবাকে মান্য কর। – Obey your parents.
  • স্বাধীন মিথ্যা কথা বলে। – Shadhin tells a lie.
  • তিনি একজন কৃষক। – He is a farmer.
  • মৌমাছি ক্ষুদ্র পোকা। – Bee is a small insect.
  • ভোর হয়েছে। – It is morning.
  • সে (স্ত্রী) বুদ্ধিমতী। – she is intelligent.
  • সে খুব চালাক। – He is very clever.
  • জুয়েল একজন সৎ বালক। – Jewel is an honest boy.
  • তার দেরি হয়েছে। – He is late.
  • রবিবারে এসো। – Come on Sunday.
  • কিছুক্ষণ অপেক্ষা করো। – Wait for some time (a while).
  • ইহার একটি লেজ আছে। — It has a tail.
  • অভির একটি শার্ট আছে। – Auvi has a shirt.
  • পিঁপড়ার ছয়টি পা আছে। – The ant has six legs.
  • মার্কিনরা ধনী। – The Americans are rich.
  • বাঙালিরা কর্মঠ। – The Bengalis are active.
  • কাক একটি চালাক পাখি। – The crow is a clever bird.
  • আমি রোজ স্কুলে যাই। – I go to school everyday.
  • সে বোকা। – He is foolish.
  • এগুলো সবুজ। – These are green.

PRESENT CONTINUOUS TENSE

  • মা একটি গল্প বলছে। – Mother is telling a story.
  • কুকুরটি ঘেউ ঘেউ করছে। — The dog is barking.
  • জেরিন একটি গান করছে। – Jerin is singing a song.
  • আমি একটি পাখি দেখিতেছি। – I am seeing a bird.
  • রহিম মাছ ধরিতেছে। – Rahim is catching fish.
  • আমি তোমার জন্য অপেক্ষা করছি। – I am waiting for you.
  • তুমি একটি চিঠি লিখছ। – You are writing a letter,
  • এখন বৃষ্টি হচ্ছে। – Now it is raining.
  • হেলাল খাবার রান্না করছে। – Helal is cooking food.
  • আমি তার সাথে কথা বলছি। – I am talking with her.
  • জয়নাল কাজ করছে। – Joynal is working.
  • মা পিঠা তৈরি করছে। – Mother is making cake.
  • হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে। – The ducks are swimming in the pond.
  • আমি একটি চিঠি লিখছি। – I am writing a letter.
  • তারা মাছ ধরছে। – They are catching fish.
  • কিরন খেলা করছে। – Kiran is playing.
  • সূর্য অস্ত যাচ্ছে। – The sun is setting.
  • আমি চিঠি লিখছি। – I am writing a letter.
  • শিশুটি ঘুমাচ্ছে। – The baby is sleeping
  • সে একটা বই পড়ছে। – He is reading a book.
  • মেয়েটি নাচছে। – The girl is dancing.
  • বৃষ্টি পড়ছে/ হচ্ছে। – It is raining.
  • মা রান্না করছে। – Mother is cooking.
  • সে সত্য কথা বলছে। – He is speaking the truth.

PRESENT PERFECT TENSE

  • আমি চিঠিটি লিখেছি। – have written the letter.
  • সে (স্ত্রী) একটি ছবি এঁকেছে। —she has dawn a picture.
  • তাহারা ভাত খেয়েছে। – They have eaten ice.
  • সে (স্ত্রীবাচক) স্কুলে গিয়েছে। – She has gone to school.
  • আমি একটি ঘড়ি কিনেছি – I have bought a watch.
  • শামীম অঙ্কটি করেছে। – Shamim has done the sum.
  • তুমি মিথ্যা বলেছ। – You have told a lie.
  • তাহারা বাড়ি ফিরেছে। – They have retuned home.
  • আমরা তাকে সাহায্য করেছি। – We have helped him.
  • মা খাবার রান্না করেছেন। – Mother has cooked food.
  • আমরা দেরি করেছি। – We have made delay.
  • তুমি প্লেটটি ভেঙেছ। – You have broken the plate.
  • বাবা টাকা পাঠিয়েছে। – Father has sent money.
  • তারা চা পান করেছে। – They have drunk tea.
  • রুনা একটি গান গেয়েছে। – Runa has sung a song.
  • তুমি ভুল করেছ। – You have mistaken.
  • আমরা স্টেশনে পৌঁছেছি। – We have reached at the station.
  • সে ভাত খেয়েছে। – He has eaten rice.
  • আমি কাজটি করেছি। – I have done the work.
  • আমরা অঙ্কটা করিনি। – We have not done the sum.
  • তোমরা গোলমাল করনি। – You have not made a noise.
  • শিশুটি ঘুমায়নি। – The baby has not slept yet.
  • আমি এখনো চিঠিটা লিখিনি। – I have not written the letter yet.
  • আব্বা টাকা পাঠায়নি। – Father has not sent money.
  • মতিন এখনো পৌঁছায়নি। – Matin has not reached yet.
  • তুমি এখনো পড়া শেখনি। – You have not yet learnt you lesson.
  • আমি এখনো যাইনি। – I have not gone yet.
  • সে এখনো খায়নি। – He has not eaten yet.
  • শীত এখনো শুরু হয়নি। – Winter has not set in yet.
  • সে এখনো ঘুমায়নি। – He has not slept yet.
  • জাহিদ এখনো বইটি কিনেনি — Jahid has not bought the book yet.
  • আপনারা ব্যাপারটা বোঝেননি? — Have you not understood the matter?
  • তোমার বাবা কি টাকা পাঠিয়েছেন? — Has your father sent money?
  • তিনি কি আমাকে ডেকেছেন? – Has he called me?
  • তুমি কি খবরটি শুনেছ? – Have you heard the news?
  • আমরা কি দেরি করেছি? – Have we made delay?
  • তুমি কি কাজটা করেছ? – Have you done the work?
  • তুমি কি রহিমকে দেখেছ? – Have you seen Rahim?
  • তিনি কি চিঠিখানা পড়েছেন? – Has he read the letter?
  • তাহারা কি চা পান করেছে? – Have they drunk tea?
  • তিনি কি আমাকে ডেকেছেন? – Has he called me?
  • পুলিশ কি চোরটি ধরেছে?— Have the police caught the thief?

PRESENT PERFECT CONTINUOUS TENSE

  • আমি দুই ঘণ্টা ধরে পড়ছি। – I have been reading for two hours.
  • সকাল থেকে বৃষ্টি হচ্ছে। – It has been raining since morning.
  • তিন ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে। – It has been raining for three hours.
  • সে তিন দিন ধরে জ্বরে ভুগছে। – He has been suffering from fever for three days.
  • সে রবিবার থেকে স্কুলে যাচ্ছে না। – He has not been going to school since Sunday.
  • সে পাঁচ বছর ধরে এই স্কুলে পড়ছে। – He has been reading in this school for five years.
  • সে পনের বছর ধরে এখানে বাস করছে। – He has been living here for 15 years.
  • সে কি রবিবার থেকে স্কুলে যাচ্ছে না? – Has he not been going to school since Sunday?

PAST INDEFINITE TENSE / PAST SIMPLE

  • আমি একটা বই কিনেছিলাম –> I bought a book
  • সে গতকাল এসেছিল –> He came yesterday.
  • জেরিন দুধ পান করেছিল – Jerin drank milk.
  • তুমি সত্য বলেছিলে –> You spoke the truth.
  • আমরা তাকে দেখেছিলাম –> We saw her.
  • তাহারা ফুটবল খেলেছিল –> They played football.
  • স্বাধীন স্কুলে যায় নাই –> Shadhin did not go to school.
  • মা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন –> Mother gave me good advice.
  • সে গ্লাসটি ভেঙ্গেছিল –> He broke the glass.
  • তারা ভোরে রওনা হল –> They started in the early morning.
  • তিনি গত রাতে বাড়ি গিয়েছেন –> He went home last night.
  • আমি আজ বিকালে এসেছি –> I came this afternoon.
  • জন স্নো একটি চিঠি লিখেছিল –> John snow wrote a letter.
  • এক যে ছিল রাজা –> There was a king.
  • ফুলগুলো তাজা ছিল –> The flowers were fresh.
  • তুমি কি তাকে টাকা দিয়েছিলে? –> Did you give him money?
  • তুমি কি ঢাকা গিয়েছিলে? –> Did you go to Dhaka?

PAST CONTINUOUS TENSE

  • আমি একটি গান গাইছিলাম –>I was singing a song.
  • আমরা ভূত ফ.এম শুনছিলাম –> We were listening to the Bhoot FM.
  • স্বপন গাড়ি চালাচ্ছিল –> Shopon was driving.
  • মা রান্না করিতেছিল –> Mother was cooking.
  • মাহফুজ নদীতে সাঁতার কাটছিল –> Mahfuj was swimming in the river.
  • আমি তখন ঘুমুচ্ছিলাম –> I was sleeping at that time.
  • জাহিদ ও সাব্বির হাঁটিতেছিল –> Jahid and Sabbir were walking.
  • হেলাল কি পড়ছিল? –> Was Helal reading?
  • তোমরা পড়ছিলে না –> You were not studying.
  • কুকুরটি কি ঘেউ ঘেউ করছিল না? –> Was not the dog barking?

PAST PERFECT TENSE

  • সে চলে যাবার আগে আমি এসেছিলাম –> I had come before he left.
  • আমি যাবার পর তুমি এসেছিলে –> You came after I had left.
  • তার চিঠি পাবার পূর্বে আমি রওনা হলাম –> I had started before I got his letter.
  • তার চিঠি পাবার পর আমি রওনা হলাম –> I started after I had received his letter.
  • আমি স্কুলে যাবার পূর্বে পড়া শিখেছিলাম –> I had learnt lesson before I went to school.
  • ভোর হওয়ার পূর্বে বৃদ্ধা মহিলাটি মারা গেল –> The old woman had died before it was down.
  • সূর্য ওঠার আগে আমি ঘুম থেকে উঠেছিলাম –> I had got up before the sun rose.
  • ডাক্তার আসার পর রোগীটি মারা গেল –> The patient died after the doctor had come.
  • ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল –> The patient had died before the doctor came.
  • আমরা স্টেশনে পৌঁছার পর ট্রন ছেড়ে দিল –> The train left after we had reached the station.
  • আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেন ছেড়ে দিল –> The train had left before we reached the station.

PAST PERFECT CONTINUOUS TENSE

  • ঘুমাবার আগে তিনি একটা বই পড়িতেছিলেন –> He had been reading a book before he slept.
  • সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম –> I had been walking before the sunset.
  • এক সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন –> He had been suffering from fever for a week.
  • তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল –> It had been raining for 3 days.
  • সাব্বির ও মাহফুজ পাঁচ বছর ধরে এ স্কুলে পড়ছিল –> Sabbir and Mahfuj had been studying in this school for five years.
  • বাস আসার পূর্বে তারা ঝগড়া করছিল –> They had been quarreling before the bus arrived.
  • ক্লাস শুরু হবার আগে ছেলেরা গোলমাল করছিল –> The boys had been making noise before the class began.
  • তুমি আসার পূর্বে আমি অংক করছিলাম – I had been doing sums before you came.
  • সূর্য ডুবার আগে তারা একঘণ্টা ধরে ক্রিকেট খেলছিল –> They had been playing cricket for an hour before the sunset.
  • এক মাস যাবৎ তারা কাজটি করিতেছিল – They had been doing the work for a month.

FUTURE INDEFINITE TENSE

  • আল্লাহ আমাদের সাহায্য করবেন –> Allah will help us.
  • মা ভাত রান্না করবেন –> Mother will cook rice.
  • আমি ইংরেজি শিখব –> I shall learn English.
  • শীঘ্রই সূর্য উঠবে –> The sun will rise soon.
  • তারা তোমাকে স্মরণ করবে –> They will remember you.
  • আমি একটি পুরস্কার পাব –> I shall get a prize.
  • এক ঘন্টা সময় লাগবে –> It will take an hour.
  • তুমি পরীক্ষায় পাস করবে –> You will pass in the examination.
  • সেখানে পেঁছিতে এক ঘণ্টা সময় লাগবে –> It will take one hour to reach there.
  • আমি আগামীকাল খুলনা যাব –> I shall go to Khulna tomorrow.
  • আমরা এখন খেলিব না –> We shall not play now.
  • তুমি কি ফুটবল খেলবে? –> Will you play football?
  • মাহফুজ কি এটা পছন্দ করবে? – Will Mahfuj like it?
  • তুমি কি একটা গান গাইবে? – Will you sing a song?
  • তোমরা সুখী হবে না –> You will not be happy.

FUTURE CONTINUOUS TENSE

  • জেরিন গান গাইতে থাকিবে –> Jerin will be singing a song.
  • মারুফ মাছ ধরিতে থাকিবে –> Maruf will be catching fish.
  • বালকেরা মাঠে খেলিতে থাকিবে –> The boys will be playing in the field.
  • বাবা কোরআন পড়তে থাকবেন –> Father will be reciting Quran.
  • সে চারা গাছগুলাতে পানি দিতে থাকিবে –> She will be watering the plants.

FUTURE PERFECT TENSE

  • মা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব –> I shall have done the work before my mother comes.
  • জাহিদ বিকাল পাঁচটার মধ্যে মুভিটি দেখিয়া থাকিবে –> Jahid will have finished watching the movie by 5 PM.
  • সাব্বির সূর্য উদয়ের পূর্বে কাজটি সম্পন্ন করিবে –> Sabbir will have completed the work before sunrise.
  • তারা আসার পূর্বে আমি রান্না শেষ করিব –> I shall have finished my cooking before they come.
  • আমরা সকাল নয়টার মধ্যে ঢাকা পৌঁছাব –> We shall have arrived Dhaka by 9 AM.

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।