বিসিএস প্রিলি প্রস্তুতি মডেল টেস্ট পিডিএফ ডাউনলোড

0
521

বিসিএস প্রিলি প্রস্তুতি মডেল টেস্ট

পিডিএফ ডাউনলোড

১)সরকার ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে কত ইঞ্চি পর্যন্ত?

ক)২২

খ)৯✔

গ)১৩

ঘ)২১

২)নির্মল চর কোথায় অবস্থিত?

ক)পটুয়াখালী

খ)ভোলা

গ)রাজশাহী✔

ঘ)সিলেট

৩)চিকুনগুনিয়া কোন মশার কামড়ে হয়?

ক)কিউলেক্স

খ)এডিস✔

গ)ক+খ

ঘ)কোনটিই নয়

৪)রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহায়তাকারী দেশ?

ক)রাশিয়া

খ)চীন

গ)জাপান

ঘ)ভারত✔

৫)বাংলাদেশের একমাত্র জলাবন বা সোয়াম্প ফরেস্ট অবস্থিত —

ক)সুনামগঞ্জ

খ)সিলেট✔

গ)পার্বত্য চট্টগ্রাম

ঘ)মধুপুর

৬)বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি অঞ্চল –

ক)৩টি✔

খ)৫টি

গ)৪টি

ঘ)ঝুঁকিপূর্ণ অঞ্চলে বাংলাদেশ পড়েনি

৭)সম্প্রতি মায়ানমারের সাথে যে সীমান্তবর্তী স্থানে উত্তেজনা দেয়া দেয়-

ক)কক্সবাজার

খ)নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) ✔

গ)খাগড়াছড়ি

ঘ)চট্টগ্রাম

৮)বিট কয়েন কী?

ক)ব্যর্থ মুদ্রা

খ)ঋণ আলোচনা    গ)মওকুফ

ঘ)অনলাইন মুদ্রা✔

৯)মানব পাচার রোধ কোন মন্ত্রণালয়ের অধীনে?

ক)প্রধানমন্ত্রীর কার্যালয়

খ)প্রতিরক্ষা

গ)স্বরাষ্ট্র মন্ত্রণালয়✔

ঘ)কোনো মন্ত্রণালয় এখনো গঠিত হয়নি

১০)উখিয়া সীমান্ত কোন জেলায়-

ক)খুলনা

খ)ভোলা

গ)কক্সবাজার✔

ঘ)বান্দরবান

১১)বাংলাদেশ ব্রাজিল থেকে আমদানি করে-

ক)গম✔

খ)ধান

গ)চা

ঘ)আলু

১২)কখন শেখ মজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’উপাধি দেয়া হয়?

ক)১৯৫৪

খ)১৯৬৮

গ)১৯৫৯

ঘ)১৯৬৯✔

১৩)বিখ্যাত চিত্রকর্ম তিনকন্যা-এর চিত্রকর-

ক)জয়নুল আবেদিন

খ)এস)এস সুলতান

গ)কামরুল হাসান✔

ঘ)শাহাবুদ্দিন আহম্মেদ

১৪)কোনটি রবি ফসল নয়?

ক)টমেটো

খ)মূলা✔

গ)কচু

ঘ)গম

১৫)বাংলাদেশে দ্বিতীয় আদমশুমারি হয়?

ক)১৯৭৫

খ)১৯৮১✔

গ)২০০১

ঘ)১৯৯১

১৬)মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য কোনটি?

ক)অপরাজেয় বাংলা

খ)সোপার্জিত স্বাধীনতা

গ)শাবাস বাংলাদেশ✔

ঘ)এদের কোনটি নয়

১৭)পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়?

ক)১৯৪৭

খ)১৯৫২

গ)১৯৪৬

ঘ)১৯৫৬✔

১৮)সাঁওতালদের গ্রাম প্রধানকে বলা হয়-

ক)গুরু

খ)মাজি✔

গ)শেখ

ঘ)মাইতি

১৯)দেশের প্রথম বেসরকারি ইপিজেড কোনটি

ক)কোরিয়া ইপিজেড

খ)মংলা ইপিজেড

গ)উত্তরা ইপিজেড

ঘ)সঠিক উত্তর নেই✔

২০)নিচের কোন ব্যক্তি মোঘল সম্রাট ছিলেন না?

ক)আকবর

খ)বাহাদুর শাহ✔

গ)জাহাঙ্গীর

ঘ)ঈশা খান

২১)রাষ্ট্রের স্তম্ভ নয় কোনটি?

ক)জনসমষ্টি

খ)সরকার

গ)জনমত✔

ঘ)সার্বভৌমত্ব

২২)বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা ‘মুক্তিবেটি’ নামে পরিচিত?

ক)কাঁকন বিবি

খ)সেতারা বেগম✔

গ)তারামন বিবি

ঘ)নীলিমা ইব্রাহীম

২৩)চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানের নাম-

ক)বৈসুক

খ)বিঝু✔

গ)ওয়ানগালা

ঘ)সাংগ্রাই

২৪)বাংলাদেশে সর্বশেষ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় কবে?

ক)২০১২

খ)২০১৩✔

গ)২০১৪

ঘ)২০১১

২৫)শাসন বিভাগ তাদের কাজের জন্য দায়ী থাকে–

ক)আইন সভার নিকট✔

খ)রাষ্ট্রপতির নিকট

গ)বিচার বিভাগের নিকট

ঘ)জবাবদিহি করতে হয় না

২৬)সংবিধানের ষোড়শ সংশোধনী বিল সংসদে পাশ হয়েছিল কবে?

ক)১সেপ্টেম্বর ২০১৪

খ)১৭সেপ্টেম্বর ২০১৪✔

গ)১৭সেপ্টেম্বর ২০১৩

ঘ)৫সেপ্টেম্বর ২০১৪

২৭)ইত্তরা,শুকতার ও তারাপুরী হচ্ছে উন্নত জাতের-

ক)কলা

খ)আলু

গ)বেগুন✔

ঘ)বাঁধাকপি

২৮)সর্বস্তরে বাংলা ভাষা চালু করার লক্ষ্যে’বাংলা ভাষা প্রচলন আইন’ জারি হয়-

ক)১৯৭২

খ)১৯৮৭✔

গ)১৯৭৭

ঘ)১৯৯২

২৯)প্রাইভেটাইজেন বোর্ড গঠিত হয়-

ক)১৯৯২

খ)১৯৮৩

গ)১৯৯৩✔

ঘ)২০০২

৩০)বিকেএসপি কোথায় অবস্থিত?

ক)মিরপুর

খ)সাভার✔

গ)ধানমন্ডি

ঘ)আরামবাগ

৩১)Have you read the book — I lent you?

  1. a) that✔
  2. b) which
  3. c) what
  4. d) none of them

৩২)Choose the incorrect expression:

  1. a) sometime
  2. b) sometimes
  3. c) some time✔
  4. d) some times

৩৩)The police — looking into the case)

  1. a) is
  2. b) are✔
  3. c) both
  4. d) none

৩৪)Which sentence is correct?

  1. A) He was seen to go)✔
  2. B) Bread and butter is not my breakfast)
  3. C) I have two deers)
  4. D) Rubel is faster of the two players)

৩৫)’This is —— easy takes’) বাক্যের শূন্যস্থানে বসবে –

  1. a) a
  2. b) an ✔
  3. c) the
  4. d) one

৩৬)Choose the right use of the article in the following sentence :

  1. a) Luba received good educations in some private institutions
  2. b) Luba received a good education in some private institutions)✔
  3. c) Luba received good education in an private institutions )
  4. d) Luba received an good education in the private institutions )

৩৭)নিচের কোন বাক্যটি শুদ্ধ ?

  1. a) Lion is beast of prey
  2. b) A Lion is beast of prey c) The lion is beast of prey)✔ d) The lion is the beast of prey)

৩৮)– Bangladesh are a brave nation)

  1. a) A
  2. b) An
  3. c) The ✔
  4. d) No article

৩৯)Bread and butter )))))))))))))) bought from the New Market)

  1. a) was
  2. b) were✔

c)both

d)none

৪০)Full meaning of “etc)” is –

  1. a) etcetera✔
  2. b) etcetra
  3. c) both

d)none

৪১)Each of the sons followed — father’s trade)

  1. a) his✔
  2. b) her
  3. c) their
  4. d) whose

৪২)Which one is incorrect?

  1. a) Government should have to repair the road every year)
  2. b) Government should have to mend the road every year)
  3. c) Government should have to correct the road every year)✔
  4. d) I will repair my clothes)

৪৩) which one is incorrect??

  1. a) I agree with you)
  2. b) I am at one with you)
  3. c) I am agree with you)✔
  4. d) none of them)

৪৪)Which one is correct?

a)we have always won ur team)

b)we have always win ur team)

c)we have always beaten ur teams)

  1. d) The girls beat the boys and so won the prize)✔

৪৫)Lend me your eyes’ means- ???

  1. a) listen to me
  2. b) agree
  3. c) angry
  4. d) happy

৪৬) At daggers drawn’ means- ??

  1. a) on the point of fighting
  2. b) listen to me

c)agree to me

Ad)none of them

৪৭)Fan:Sweat

  1. a) fire:smoke
  2. b) rain:drought✔
  3. c) wind: Evaporation
  4. d) crop:harvest

৪৮)The boy is swimming “in the pond)”

  1. a) Noun phrase
  2. b) adjective phrase
  3. c) adverbial phrase✔
  4. d) prepositional phrase

৪৯)plural form of Genius)

  1. a) Geniuses
  2. b) Genii
  3. c) both✔
  4. d) none

৫০)He slept a sound sleep)Make passive

  1. A) A sound sleep was slept by him)✔
  2. b) A sound sleep is slept by him)
  3. c) A sound was sleep to slept by him)
  4. d) A sound sleep was slept to him)

৫১)Who wrote ” The Way fo the world)

  1. a) Alexander pope
  2. b) John Dryden

c ) John Bunyan

  1. d) William congerve✔

৫২)Who wrote “Absalom and Acitophel”

  1. a) William Congrave
  2. b) Francis Bacon
  3. c) John Milton
  4. d) John Dryden✔

৫৩)Who was known as the “Father of modern English Criticism ”

  1. a) Edmund Walter
  2. b) John Dryden✔
  3. c) John Milton
  4. d) French Bacon

৫৪)Who called Dryden “Glorious John” )

  1. a) William Congrave
  2. b) Francis Bacon
  3. c) Walter Scott✔
  4. d) John Dryden

৫৫),‘who wrote The Traveller ” & The Citizen of the world)

a)) James Thomson

  1. b) Samuel Johnson
  2. c) Oliver Goldsmith ✔
  3. d) William Blake

৫৬,who wrote”the False Alarms” & Preface to Shakespeare)

)a))James Thomson

  1. b) Samuel Johnson ✔
  2. c) Oliver Goldsmith
  3. d) William Blake

৫৭)who wrote Marriage of heaven &hell)

  1. a) John Keats
  2. b) Lord byron
  3. c) William Blake ✔
  4. d) none of these

৫৮)who wrote the satirical poem,The Masquerade)

  1. A) Henry Fielding ✔
  2. B) Jonathan swift
  3. C) Daniel defoe
  4. D) Alexander pope

৫৯)who wrote Top secret )

  1. A) Henry Fielding ✔
  2. B) Jonathan swift
  3. C) Daniel defoe
  4. D) Alexander pope

৬০) Who wrote All for love )

  1. A) John Dryden ✔
  2. B) William congrave
  3. C) John Bunyan

D)Jonathan swift

৬১)who wrote”the old bachelor” & Love for love)

  1. A) John Dryden
  2. B) William congrave✔
  3. C) John Bunyan
  4. D) Jonathan swift

৬২)Brick Lane is written by —-

  1. a) Monica Ali✔
  2. b) R)K) Narayan
  3. c) Harold Pinter
  4. d) Elizabeth

৬৩)Goethe is the greatest poet of ___

  1. a) Germany✔
  2. b) England
  3. c) Russia
  4. d) France

৬৪)Roots is written by ____

  1. a) Aldous Haxley✔

b)R)K) Narayan

  1. c) Harold Pinter
  2. d) Elizabeth

৬৫)Who is the author of”Round the world in Eighty days)?

  1. a) Jules Vers✔
  2. b) R)K) Narayan
  3. c) Harold Pinter
  4. d) Elizabeth

৬৬)জীববিজ্ঞানের জনক কে?

ক)ডারউইন

খ)মেন্ডেল

গ)এরিস্টটল✔

ঘ)লিনিয়াস

৬৭)Entomology কি সম্পর্কিত বিদ্যা?

ক)ভূপ্রকৃতি

খ)পাখিপালন

গ)কীটপতঙ্গ ✔

ঘ)গতিবিদ্যা

৬৮)কোন শাখায় জীবের বৃদ্ধি শ্বসন ও রেচন নিয়ে আলোচনা করা হয়?

ক)ফিজিওলজি✔

খ)ট্যক্সনোমি

গ)জেনেটিক্স

ঘ)ইভোলিওশন

৬৯)মাইকোলজিতে কোনটি নিয়ে আলোচনা করা হয়?

ক)কীটপতঙ্গ

খ)শামুকঝিনুক

গ)শৈবাল

ঘ)ছত্রাক✔

৭০)On the History of plants বইটির লেখক কে?

ক)এরিস্টটল

খ)থিওফ্রাসটাস✔

গ)আল বিরুনি

ঘ)ইবনে সিনা

৭১) আল বিরুনি কোন দেশের বিজ্ঞানী?

ক)ইরান

খ)ইরাক

গ)আরব✔

ঘ)মিশর

৭২)আল কানুন বইটি কে লিখেছেন?

ক)এরিস্টটল

খ)আল বিরুনি

গ)ইবনে সিনা✔

ঘ)আল নাফিস

৭৩)মানুষের রক্ত সঞ্চালন পদ্ধতি সম্পর্কে কে প্রথম ধারনা দেন?

ক)আল নাফিস✔

খ)উইলিয়াম হার্ভে

গ)ইবনে সিনা

ঘ)লিনিয়াস

৭৪)প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা কে?

ক)ইবনে সিনা

খ)ডারউইন✔

গ)লিনিয়াস

ঘ)লিওয়েনহুক

৭৫)কোষ প্রচীর কে আবিষ্কার করেন?

ক)রবার্ট ব্রাউন

খ)রবার্ট হুক✔

গ)লিনিয়াস

ঘ)মেন্ডেল

৭৬)লিপিড প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কার?

ক)শৈবাল

খ)ছত্রাক

গ)ব্যাকটেরিয়া✔

ঘ)ভাইরাস

৭৭)প্রতি কোষে গড়ে কতটি মাইটোকন্ড্রিয়া থাকে?

ক)১০০-২০০

খ)২০০-৩০০

গ)৩০০-৪০০✔

ঘ)৪০০-৫০০

৭৮)জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয়?

ক)মাইটোকন্ড্রিয়া

খ)নিউক্লিয়াস

গ)রাইবোজোম✔

ঘ)গলগি বস্তু

৭৯)রবার্ট ব্রাউন কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন?

ক)১৮৩০

খ)১৮৩১✔

গ)১৮৩২

ঘ)১৮৩৩

৮০)লিওকোপ্লাস্ট উদ্ভিদের কোন অংশে থাকে?

ক)ফুলে

খ)ফলে

গ)মূলে✔

ঘ)শাখায়

৮১)মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপঙ্কর তালুকদারের নিজ জেলা কোনটি?

ক)বরিশাল

খ)বরগুনা✔

গ)ঝালকাঠি

ঘ)পটুয়াখালী

৮২)মানব দেহে নিচের কোন ভিটামিন তৈরি হয় না?

ক)ভিটামিন A

খ)ভিটামিন K

গ)ভিটামিন D

ঘ)ভিটামিন C✔

৮৩)যৌথভাবে ইনসুলিন আবিষ্কার করেন কে কে ?

ক)ফ্রেডেরিক হপকিন্স এবং গেরহার্ড ডোমাক

খ)ফ্রেডেরিক হপকিন্স এবং চার্লস বেস্ট

গ)ফ্রেডেরিক বেন্টিং এবং চার্লস বেস্ট✔

ঘ)গেরহার্ড ডোমাক এবং আলেকজান্ডার ফ্লেমিং

৮৪)মানুষের রক্তের P^H কত?

ক)৭)৩৫-৭)৪৫✔

খ)৫)৫৫-৫)৬৫

গ)৬)৫০-৬)৭০

ঘ)৪)৭৯-৫)০০

৮৫)কোনটি ভাইরাস জনিত রোগ?

ক)বহুমুত্র

খ)জলাতঙ্ক✔

গ)যক্ষা

ঘ)টাইফয়েড

৮৬)নিচের কোনটি অনুজীবের অন্তর্ভুক্ত নয়?

ক)ছত্রাক

খ)রিকেটসিয়া

গ)ব্যাকটেরিয়া

ঘ)শৈবাল✔

৮৭)Lac culture_____

ক)লাক্ষা চাষ✔

খ)কোষ ক্লোনিং

গ)বাদাম চাষ

ঘ)তুতঁ চাষ

৮৮)বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তিরিত হয়?

ক)তাপ শক্তিতে

খ)রাসায়নিক শক্তিতে

গ)শব্দ শক্তিতে✔

ঘ)আলোক শক্তিতে

৮৯)গ্লুকোজের স্থূল সংকেত কোনটি?

ক)CHO

খ)C2H2O2

গ)CH2O✔

ঘ)C2HO

৯০)নিচের কোনটি মৌল নয় আবার যৌগও নয়?

ক)বায়ু✔

খ)শর্করা

গ)নিকেল

ঘ)গোল্ড

৯১)উচ্চ রক্তচাপের জন্য দায়ী কোনটি?

ক)থাইরয়েড গ্রন্থি✔

খ)পিটুইটারি গ্রন্থি

গ)অ্যাড্রিনালিন গ্রন্থি

ঘ)অগ্ন্যাশয়

৯২)শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?

ক)২৮০m/s

খ)০✔

গ)৩৩২m/s

ঘ)১১২০m/s

৯৩)কোনটি জারক পদার্থ নয়?

ক)অক্সিজেন

খ)ব্রোবিন

গ)হাইড্রোজেন✔

ঘ)ক্লোরিন

৯৪)নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?

ক)মেসন ও ফিউশন

খ)ফিশন✔

গ)মেসন

ঘ)ফিউশন

৯৫)প্রাকৃতিক গ্যাসে প্রোপেন কি পরিমান থাকে?

ক)৯০%

খ)৩%✔

গ)১৩%

ঘ)৮০%

৯৬)নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?

ক)সভাসদ

খ)শুভেচ্ছা ✔

গ)ফলবান

ঘ)তন্বী

৯৭)বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?

ক)জনশ্রুতি

খ)অনমনীয় ✔

গ)খাসমহল

ঘ)তপোবন

৯৮)Null and Void এর বাংলা পরিভাষা কী?

ক)বাতিল ✔

খ)পালাবদল

গ)মামুলি

ঘ)নিরপেক্ষ

৯৯)এ যে আমাদের চেনা লোক,বাক্যে চেনা কোন পদ?

ক)বিশেষ্য

খ)অব্যয়

গ)বিশেষণ ✔

ঘ)ক্রিয়া

১০০)নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত?

ক)শিরচ্ছেদ

খ)শিরশ্ছেদ ✔

গ)শিরচ্চেদ

ঘ)শিরোচ্ছেদ

১০১)জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-

ক)সমাজ

খ)পানি

গ)নদী ✔

ঘ)মিছিল

১০২)সন্ধির প্রধান সুবিধা কি? ক)উচ্চারণের**

খ)লেখার

গ)পড়ার

ঘ)শোনার

১০৩)অর্ক-শব্দের সমার্থক শব্দ হচ্ছে?

ক)বায়ু

খ)সমুদ্র

গ)নভমণ্ডল

ঘ)প্রভাকর ✔

১০৪)শর্বরী-এর বিপরীত শব্দ- ক)তিমির

খ)রজনী

গ)দিবস ✔

ঘ)কোনটিই নয়

১০৫)বাংলা ভাষার শব্দসম্ভারে বিদেশি শব্দ কত ভাগ এসেছে?

ক)৫%

খ)৮% ✔

গ)১০%

ঘ)১২%

১০৬)নিচের কোনটি অপপ্রয়োগ? ক)ইদানীং

খ)কেবল

গ)একত্র

ঘ)সময়কাল ✔

১০৭)আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়?

ক)৫২টি

খ)৫৪টি

গ)৩৮টি

ঘ)৪৫টি✔

১০৮)খ্রিস্টাব্দ হচ্ছে-

ক)তৎসম শব্দ

খ)অর্ধতৎসম শব্দ

গ)বিদেশি শব্দ

ঘ)মিশ্র শব্দ✔

১০৯)চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

ক)চণ্ডীমঙ্গল

খ)ধর্মমঙ্গল

গ)অন্নদামঙ্গল

ঘ)মনসামঙ্গল✔

১১০)বিষবৃক্ষ-উপন্যাসটির রচয়িতা কে?

ক)বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়✔

খ)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ)সমর সেন

ঘ)বুদ্ধদেব বসু

১১১)পৌরাণিক অনুষঙ্গে রচিত বিখ্যাত নাটক কোনটি?

ক)কবর

খ)উত্তরবংশ

গ)তপস্বী ও তরঙ্গিনী✔

ঘ)নূরলদীনের সারাজীবন

১১২)বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়?

ক)১৯২৩✔

খ)১৯২৫

গ)১৯২৪

ঘ)১৯২৭

১১৩)চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা-কার রচনা?

ক)শামসুর রহমান

খ)সৈয়দ শামসুল হক

গ)সুকান্ত ভট্রাচার্য

ঘ)জীবনানন্দ দাশ✔

১১৪)কৈকয়ী কে ছিলেন?

ক)রামের ভাবী

খ)দশরথের স্ত্রী✔

গ)জনকের কন্যা

ঘ)ভরতের বোন

১১৫)দারিদ্র্য কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? ক)সাম্যবাদী

খ)নতুন চাঁদ

গ)বিষের বাঁশী

ঘ)সিন্ধু-হিন্দোল✔

১১৬)রূপজালাল নামে আত্মজীবনী কে লিখেছিলেন?

ক)নুরুন্নেসা খাতুন

খ)বেগম রোকেয়া

গ)নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী✔

ঘ)আবুল ফজল

১১৭)প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ কার রচনা?

ক)ঈশ্বরচন্দ্র

খ)সৈয়দ আমীর আলী

গ)সুকান্ত ভট্রাচার্য

ঘ)রাজা রামমোহন রায়✔

১১৮)আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে-উক্তিটি কোন গ্রন্থের? ক)মহাভারত

খ)চর্যাপদ

গ)মেঘনাদবধ ✔

ঘ)শ্রীকৃষ্ণকীর্তন

১১৯)একাত্তরের নিশান মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসের রচয়িতা কে? ক)রাবেয়া খাতুন **

খ)সেলিনা হোসেন

গ)সুফিয়া কামাল

ঘ)জাহানারা ইমাম

১২০)রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন?

ক)সবুজপত্র

খ)কল্লোল

গ)শনিবারের চিঠি

ঘ)ধূমকেতু ✔

১২১)দশরথ কে ছিলেন? ক)চণ্ডীমঙ্গলের চরিত্র

খ)প্রমীলার স্বামী

গ)রাধার পিতা

ঘ)রামের পিতা✔

১২২)নির্মলেন্দু গুণের জন্ম কত সালে?

ক)১৯৪২

খ)১৯৪৬

গ)১৯৪৫✔

ঘ)১৯৪৭

১২৩)দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি-

ক)সৈয়দ সুলতান

খ)হায়াত মাহমুদ

গ)শেখ ফয়জুল্লাহ

ঘ)ফকির গরীবুল্লাহ✔

১২৪)সোমেন চন্দের পুরো নাম কী? ক)সোমেন চন্দ্র দে

খ)সোমেন্দ্রকুমার চন্দ✔

গ)সোমেন চন্দ নাথ

ঘ)সোমেন্দ্র কুমার

১২৫)বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোনউপন্যাসের চরিত্র?

ক)অপুর সংসার

খ)গাভী বৃত্তান্ত

গ)চাঁদের অমাবস্যা

ঘ)লালসালু✔

১২৬)পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক ছিলেন-

ক)বিভূতিভূষণ

খ)সত্যজিৎ রায়✔

গ)সত্যব্রত রায়

ঘ)প্রেমেন্দ্র রায়

১২৭)দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা-

ক)রফিকুল ইসলাম

খ)মেজর জেনারেল সুখাওয়ান্ত সিং✔

গ)রশীদ করিম

ঘ)কর্নেল সিদ্দিক মালিক

১২৮)গোটা চারেক আম নিয়ে আস-এখানে গোটা কী?

ক)প্রত্যয়

খ)অব্যয়

গ)পদাশ্রিত নির্দেশক✔

ঘ)কোনটিই নয়

১২৯)গ্রহণ করেছে যত,ঋণী তত করেছ আমায়,রবীন্দ্রনাথর শেষের কবিতা উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য?

ক)অমিত রায়

খ)লাবণ্য✔

গ)শোভন

ঘ)কেতকী

১৩০)অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম?

ক)রবীঠাকুর

খ)কাজী নজরুল

গ)শরৎচন্দ্র চট্রোপাধ্যায়✔

ঘ)মধুসূদন দত্ত

১৩১)’অ্যাবোটাবাদ’কোন দেশে অবস্থিত?

ক)আফগানিস্তান

খ)পাকিস্তান✔

গ)রাজস্থান

ঘ)ইরান

১৩২)’ফেজ শহর’ কোথায় অবস্থিত?

ক)আলজেরিয়া

খ)তুরস্ক

গ)মরক্কো✔

ঘ)মিশর

১৩৩)জেসমিন বিপ্লব’ কোনদেশে সংঘঠিত হয়?

ক)ইউক্রেন

খ)হংকং

গ)ফিলিপাইন

ঘ)তিউনেশিয়া✔

১৩৪)কোপা আমেরিকা-২০১৬ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

ক)আমেরিকা

খ)উরুগুয়ে

গ)চিলি✔

ঘ)আর্জেন্টিনা

১৩৫) গম উৎপাদনে শীর্ষ দেশ–

ক)চীন✔

খ)ভারত

গ)রাশিয়া

ঘ)যুক্তরাষ্ট্র

১৩৬)কিয়োটা প্রটোকল সাক্ষরিত হয় কোন দেশে?

ক)কানাডা

খ)জাপান✔

গ)রাশিয়া

ঘ)যুক্তরাষ্ট্র

১৩৭)কোন দেশের অধিবাসীদের ভাইকিং বলা হয়?

ক)নরওয়ে

খ)উত্তর আফ্রিকা✔

গ)দক্ষিন আফ্রিকা

ঘ)পশ্চিম ইরান

১৩৮)কোথায় দ্বীপের সংখ্যা বেশি?

ক)ইন্দোনেশিয়া✔

খ)ফিলিপাইন

গ)জাপান

ঘ)ব্রিটেন

১৩৯)ফোর্স সেভেনটিন’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?

ক)লেবানন

খ)ফিলিপাইন

গ)উগান্ডা

ঘ)প্যালেস্টাইন✔

১৪০)বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০১৬ অনুযায়ী সর্বোচ্চ জন্মহারের দেশ কোনটি?

ক)নাইজার

খ)লিবিয়া

গ)কাতার

ঘ)ওমান✔

১৪১)Cop-23 অনুষ্ঠিত হবে কোন দেশে?

ক)মরোক্কো

খ)অস্ট্রিয়া

গ)জার্মানি✔

ঘ)ফিজি

১৪২)আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নির্বাচিত হন?

ক)৪বছর

খ)৩বছর

গ)৫বছর

ঘ)৯বছর✔

১৪৩)বলকান রাষ্ট্র নয় কেনটি?

ক)রুমানিয়া

খ)বুলগেরিয়া

গ)আলবেনিয়া

ঘ)বলিভিয়া✔

১৪৪)ইউরোপে রেঁনেসা শুরু হয় কোন শতকে?

ক)ত্রয়োদশ

খ)চতুর্দশ✔

গ)পঞ্চদশ

ঘ)অষ্টাদশ

১৪৫)ওআইসি এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত কোন দেশে?

ক)পাকিস্তান

খ)মরক্কো✔

গ)ইরান

ঘ)পাকিস্তান

১৪৬)কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?

ক)IBRD

খ)IDA

গ)IMF✔

ঘ)IFC

১৪৭)APEC এর সদস্য সংখ্যা কত?

ক)১৪

খ)১৬

গ)১৮

ঘ)২১✔

১৪৮)সুপারসনিক বিমান কোন ধরনের দূষণ ঘটায়?

ক)শব্দ দূষণ✔

খ)বায়ু দূষণ

গ)ভূমি দূষণ

ঘ)তেজস্কীয় দূষণ

১৪৯)কোন দেশ ও রাজধানীর নাম একই?

ক)জিবুতি✔

খ)তাইওয়ান

গ)উগান্ডা

ঘ)কোস্টারিকা

১৫০)বিশ্বের সবচেয়ে পরিবেশ দূষণকারী দেশ কোনটি?

ক)চীন✔

খ)যুক্তরাষ্ট্র

গ)জাপান

ঘ)রাশিয়া

১৫১)একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মি)এবং প্রস্থ 10 মি)হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?

ক)35√5

খ)40√5

গ)45√5

ঘ)50√5✔

১৫২)৩৫০ টাকা দরে ৩কেজি মিষ্টি কিনে ৪টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?

ক)১৪

খ)৪২✔

গ)১২

ঘ)১০৫

১৫৩)যদি তেলের মূল্য২৫%বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

ক)১৬%

খ)২০% ✔

গ)২৫%

ঘ)২৪%

১৫৪)দুটি সংখ্যার গুনফল ৩৩৮০ এবং গ)সা)গু ১৩)সংখ্যা দুটির ল) সা) গু)কত?

ক)২৬০✔

খ)৭৮০

গ)১৩০

ঘ)৪৯০

১৫৫)5+8+11+14+………………)ধারাটির কোন পদ 383?

ক)100

খ)234

গ)127✔

ঘ)125

১৫৬)log〖10〗^100=?

ক)3

খ)2✔

গ)6

ঘ)5

১৫৭)একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো )ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো) ছাগলটির ক্রয়মূল্য নির্ণয় কর)

ক)১৪০০০টাকা

খ)৩০০০ টাকা

গ)২০০০ টাকা

ঘ)৫০০০ টাকা✔

১৫৮)সেট গঠন পদ্ধতি কয়টি?

ক)২টি✔

খ)৩টি

গ)৪টি

ঘ)৫টি

১৫৯)একটি প্রকৃত ভগ্নাংশের হর ,লব অপেক্ষা 4 বেশি ) ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার,হর,লব অপেক্ষা 40 বেশি হবে)ভগ্নাংশটি নির্ণয় কর)

ক)3/6

খ)3/7✔

গ)4/7

ঘ)3/9

১৬০)(〖20〗^0)x = কত?

ক)0

খ)20

গ)x✔

ঘ)1

১৬১) একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৪ ডিগ্রি বেশি হলে কোনটির মান কত?

ক)৫০ডিগ্রি

খ)৫৭ডিগ্রি✔

গ)৪৭ডিগ্রি

ঘ)৬৬ডিগ্রি

১৬২) একটি ঘড়িতে ৩টা ২০ বাজে ) ঘড়ির বিপরীতে আয়নায় প্রতিবিম্বে কয়টা দেখা যাবে?

ক)৫টা ২০ মিনিট

খ)৬টা ৪৫ মিনিট

গ)৮ টা ৪০ মিনিট✔

ঘ)৭ টা ৫০মিনিট

১৬৩)TRIANGLE শব্দটি অক্ষরগুলো কত রকমে সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে না )

ক)36000✔

খ)35000

গ)34000

ঘ)33000

১৬৪)Admission শব্দটির A ও d কে দুই প্রান্তে রেখে কত প্রকারে সাজানো যেতে পারে?

ক)2520✔

খ)2530

গ)2540

ঘ)2550

১৬৫)কোন বৃত্তের ওপর অংকিত স্পর্শক ব্যাসার্ধের উপর কি?

ক)ভূমি

খ)লম্ব✔

গ)পরিধি

ঘ)বিন্দু

১৬৬)৫০মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় ৩৬ কি)মি)বেগে চলে)রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?

ক)৭ সেকেন্ড

খ)৪ সেকেন্ড

গ)৫ সেকেন্ড✔

ঘ)৩ সেকেন্ড

১৬৭)১ঘন্টা ৪০ মিনিট ৫ঘন্টার কত অংশ?

ক)১/৩✔

খ)২/৩

গ)১/৪

ঘ)৩/৪

১৬৮)‘অশ্রু’ শব্দের প্রতিশব্দ-

ক)নীর

খ)সরিৎ

গ)লোর✔

ঘ)বিধু

১৬৯)কোন বানানটি সঠিক?

ক)মৃত্যুত্তীর্ণ✔

খ)মৃত্যূত্তীর্ণ

গ)মুত্যুত্তির্ণ

ঘ)মৃতূত্তীর্ণ

১৭০)নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?

ক)৩/৫✔

খ)৪/১৫

গ)৩/২০

ঘ)৭/২৫

১৭১)এক ব্যাক্তি একস্থান হতে পশ্চিম দিকে 5 মাইল গেল) আবার সে দক্ষিণে 2মাইল, অত:পর সে পুনরায় পশ্চিম দিকে 3 মাইল গেল)যাত্রাস্থলের সরাসরি দূরত্ব কত?

ক)15

খ)12

গ)8✔

ঘ)6

১৭২)P ও Q দু বোন)Q,R-এর মা এবং S, R এর ছেলে)যদি T,p-এর ছেলে হয় তাহলে সঠিক সম্পর্ক কোনটি?

ক)pওR

খ)pওR

গ)T,P,R ভাইবোন

ঘ)কোনোটিই নয়✔

১৭৩) কোনটি শুদ্ধ বানান?

ক)Efflorescence✔

খ)Eflorescence

গ)Efflorascence

ঘ)Effloresence

১৭৪) ১,৩,৬,১০,১৫,২১,ধারাটির দশম পদ কত?

ক)৪৫

খ)৫৫✔

গ)৬২

ঘ)৭২

১৭৫)paer:Ream

ক)Egg: Dozen✔

খ)Book: pile

গ)Twigs: Bush

ঘ)Food: packet

১৭৬)পণ্য:বিজ্ঞাপন:প্রার্থী:

ক)প্রতীক

খ)পোস্টার

গ)নেটওয়ার্ক

ঘ)প্রচার✔

১৭৭)x=4, y=-8 এবং Z=5 হলে, 25(x+y)^2-20(x+Y) (y+z)+ 4(y+z)^2এর মান কত?

ক)200

খ)167

গ)196✔

ঘ)180

১৭৮)x^3-x-6 কে উৎপাদকে বিশ্লেষণ কর)

ক)(x-2)〖(x〗^2+2x-3)

খ)(x-2)〖(x〗^2+2x+3) ✔

গ)(x+2)〖(x〗^2+2x+3)

ঘ)(x-2)〖(x〗^2-2x+3)

১৭৯)যদি,৫+৩=২৮

৯+১=৮১০

২+১=১৩ হয় তবে,

৫+৪=?

ক)১৮

খ)১৯✔

গ)২০

ঘ)২১

১৮০)ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮ তম অক্ষেরর বামদিকে ১০ম অক্ষর কোনটি?

ক)H✔

খ)S

গ)F

ঘ)J

১৮১)আয়না থেকে ২ফুট দূরত্বে দাঁড়িয়ে,আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূরে দেখা যাবে?

ক)৪ফুট

খ)৫ফুট

গ)৩ ফুট

ঘ)২ ফুট✔

১৮১)বায়ুমণ্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ-

ক)কার্বন ডাই অক্সাইড

খ)জলীয় বাষ্প

গ)নাইট্রিক অক্সাইড

ঘ)CFC বা ক্লেরোফ্লোরো কার্বন✔

১৮২)বায়ুর উপাদান নয় যা তা হলো-

ক)নাইট্রোজেন

খ)অক্সিজেন

গ)জলীয় বাষ্প

ঘ)হাইড্রোজেন✔

১৮৩) বায়ুর কার্বন ডাই-অক্সাইড এর

পরিমাণ কত?

ক)০)০৩% ✔

খ)০)০২%

গ)০)৮০%

ঘ)২০)৭১%

১৮৪)কোন দেশের ভূগোলবিদ সর্বপ্রথম Geography শব্দটি ব্যবহার করে?

ক)ফ্রান্স

খ)জাপান

গ)গ্রীস✔

ঘ)ভারত

১৮৫)ভূ-ত্বকের গভীরতা প্রায়?

ক)১০ কি)মি

খ)১২ কি)মি)

গ)১৬ কি)মি)✔

ঘ)২৪ কি)মি)

১৮৬)পৃথিবী প্রকৃতপক্ষে একটি-

ক)সমতল ক্ষেত্র

খ)অভিগত গোলক✔

গ)অর্ধবৃত্ত

ঘ)পরিপূর্ণ গোলক

১৮৭)ভূ-পৃষ্ঠের নিকটমত বায়ু স্তরকে

কি বলা হয়?

ক)ট্রপোস্ফিয়ার✔

খ)স্ট্রাটোস্ফিয়ার

গ)ফটোস্ফিয়ার

ঘ)এক্সস্ফিয়ার

১৮৮)গ্রহ আলো ও তাপ পায় কার কাছ থেকে?

ক)সূর্য থেকে✔

খ)চাঁদ থেকে

গ)শনি থেকে

ঘ)ব্লাক হোল থেকে

১৮৯)ভূমিকম্প পরিমাপক যন্ত্র-

ক)সিসমোগ্রাফ✔

খ)রিকটার স্কেল

গ)রাডার ক্যাপ

ঘ)মিটারোগ্রাপ

১৯০)ঘূর্ণিঝড় ও দুর্যোগ ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের ইংরেজী সংক্ষিপ্ত নাম কি?

ক)SPRSOB

খ)SPARSO✔

গ)BSPRO

ঘ)SARBSO

১৯১)নিরক্ষেখার ০-৫ ডিগ্রিতে ঘূর্ণিঝড়

হয় না কেন?

ক)করিওলিস শক্তি নূন্যতম থাকায়✔

খ)বাতাসের আদ্রতা কম থাকায়

গ)সুর্যের তাপমাত্রা কম পড়ায়

ঘ)নিরীক্ষরেখা বরাবর জলবায়ু সমভাবাপন্ন থাকায়

১৯২)নিরক্ষরেখায় ঘূর্ণিঝড় হয়

ক)২০-২৫ ডিগ্রির মাঝে

খ)১০-৩০ ডিগ্রির মাঝে✔

গ)৩০-৪০ ডিগ্রির মাঝে

ঘ)৪০-৫৯ ডিগ্রির মাঝে

১৯৩)মঙ্গল গ্রহের সাইক্লোনিক ঝড়ের নাম কি?

ক)রেড কভার স্পট

খ)উইলি সিজোরি প্লেট

গ)গ্রেট রেড স্পট✔

ঘ)হ্যামপ্লেট ডিপলোজিস্ট

১৯৪)নাগরিক মুল্যবোধের সম্পত্তির অধিকার সম্পর্কে বলা আছে কত অনুচ্ছেদে?

ক)৪০ অনুচ্ছেদে

খ)৪২ অনুচ্ছেদে✔

গ)৪৩ অনুচ্ছেদে

ঘ)৪৪ অনুচ্ছেদে

১৯৫)UNHCR -এর মতে সুশাসনের উপাদান কয়টি ?

ক)৪টি

খ)৫টি✔

গ)১০টি

ঘ)৮টি

১৯৬)সুশাসন প্রতিষ্ঠায় বিশ্বব্যাংক প্রণীত প্রথম সূচকটি কি?

ক)বৈধ চুক্তির প্রয়োগ

খ)সরকারি নিরীক্ষণ

গ)সরকারি কাজের দক্ষতা✔

ঘ)আইনের শাসন

১৯৭)মুল্যবোধ রক্ষায় সুশীল সমাজের প্রথম বৈশিষ্ট্য কি?

ক)ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা✔

খ)ক্ষমতার বিকেন্দ্রীকরণ

গ)জনগনের অংশগ্রহন

ঘ)আইনের শাসন

১৯৮)সরকার এবং জনগনের মধ্য সু-সম্পর্ক গড়ে তোলে নিচের কোনটি?

ক)সুশাসন✔

খ)দেশপ্রেম

গ)ন্যায়নীতি

ঘ)সহমর্মিতা

১৯৯)সুশাসন প্রতিষ্ঠায় নাগরিককে কেমন হতে হয়?

ক)সৎ✔

খ)ধার্মিক

গ)মেধাবি

ঘ)দক্ষ

২০০)সুশাসন প্রতিষ্ঠায় দুটি উপায়ের প্রথমটি কি?

ক)গনতন্ত্র ✔

খ)ধর্ম

গ)জবাবদিহিতা

ঘ)স্হানিয় সরকার কাঠামো

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।