বিসিএস প্রিলি প্রস্তুতি মডেল টেস্ট
পিডিএফ ডাউনলোড
১)সরকার ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে কত ইঞ্চি পর্যন্ত?
ক)২২
খ)৯✔
গ)১৩
ঘ)২১
২)নির্মল চর কোথায় অবস্থিত?
ক)পটুয়াখালী
খ)ভোলা
গ)রাজশাহী✔
ঘ)সিলেট
৩)চিকুনগুনিয়া কোন মশার কামড়ে হয়?
ক)কিউলেক্স
খ)এডিস✔
গ)ক+খ
ঘ)কোনটিই নয়
৪)রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহায়তাকারী দেশ?
ক)রাশিয়া
খ)চীন
গ)জাপান
ঘ)ভারত✔
৫)বাংলাদেশের একমাত্র জলাবন বা সোয়াম্প ফরেস্ট অবস্থিত —
ক)সুনামগঞ্জ
খ)সিলেট✔
গ)পার্বত্য চট্টগ্রাম
ঘ)মধুপুর
৬)বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি অঞ্চল –
ক)৩টি✔
খ)৫টি
গ)৪টি
ঘ)ঝুঁকিপূর্ণ অঞ্চলে বাংলাদেশ পড়েনি
৭)সম্প্রতি মায়ানমারের সাথে যে সীমান্তবর্তী স্থানে উত্তেজনা দেয়া দেয়-
ক)কক্সবাজার
খ)নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) ✔
গ)খাগড়াছড়ি
ঘ)চট্টগ্রাম
৮)বিট কয়েন কী?
ক)ব্যর্থ মুদ্রা
খ)ঋণ আলোচনা গ)মওকুফ
ঘ)অনলাইন মুদ্রা✔
৯)মানব পাচার রোধ কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক)প্রধানমন্ত্রীর কার্যালয়
খ)প্রতিরক্ষা
গ)স্বরাষ্ট্র মন্ত্রণালয়✔
ঘ)কোনো মন্ত্রণালয় এখনো গঠিত হয়নি
১০)উখিয়া সীমান্ত কোন জেলায়-
ক)খুলনা
খ)ভোলা
গ)কক্সবাজার✔
ঘ)বান্দরবান
১১)বাংলাদেশ ব্রাজিল থেকে আমদানি করে-
ক)গম✔
খ)ধান
গ)চা
ঘ)আলু
১২)কখন শেখ মজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’উপাধি দেয়া হয়?
ক)১৯৫৪
খ)১৯৬৮
গ)১৯৫৯
ঘ)১৯৬৯✔
১৩)বিখ্যাত চিত্রকর্ম তিনকন্যা-এর চিত্রকর-
ক)জয়নুল আবেদিন
খ)এস)এস সুলতান
গ)কামরুল হাসান✔
ঘ)শাহাবুদ্দিন আহম্মেদ
১৪)কোনটি রবি ফসল নয়?
ক)টমেটো
খ)মূলা✔
গ)কচু
ঘ)গম
১৫)বাংলাদেশে দ্বিতীয় আদমশুমারি হয়?
ক)১৯৭৫
খ)১৯৮১✔
গ)২০০১
ঘ)১৯৯১
১৬)মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য কোনটি?
ক)অপরাজেয় বাংলা
খ)সোপার্জিত স্বাধীনতা
গ)শাবাস বাংলাদেশ✔
ঘ)এদের কোনটি নয়
১৭)পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়?
ক)১৯৪৭
খ)১৯৫২
গ)১৯৪৬
ঘ)১৯৫৬✔
১৮)সাঁওতালদের গ্রাম প্রধানকে বলা হয়-
ক)গুরু
খ)মাজি✔
গ)শেখ
ঘ)মাইতি
১৯)দেশের প্রথম বেসরকারি ইপিজেড কোনটি
ক)কোরিয়া ইপিজেড
খ)মংলা ইপিজেড
গ)উত্তরা ইপিজেড
ঘ)সঠিক উত্তর নেই✔
২০)নিচের কোন ব্যক্তি মোঘল সম্রাট ছিলেন না?
ক)আকবর
খ)বাহাদুর শাহ✔
গ)জাহাঙ্গীর
ঘ)ঈশা খান
২১)রাষ্ট্রের স্তম্ভ নয় কোনটি?
ক)জনসমষ্টি
খ)সরকার
গ)জনমত✔
ঘ)সার্বভৌমত্ব
২২)বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা ‘মুক্তিবেটি’ নামে পরিচিত?
ক)কাঁকন বিবি
খ)সেতারা বেগম✔
গ)তারামন বিবি
ঘ)নীলিমা ইব্রাহীম
২৩)চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানের নাম-
ক)বৈসুক
খ)বিঝু✔
গ)ওয়ানগালা
ঘ)সাংগ্রাই
২৪)বাংলাদেশে সর্বশেষ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় কবে?
ক)২০১২
খ)২০১৩✔
গ)২০১৪
ঘ)২০১১
২৫)শাসন বিভাগ তাদের কাজের জন্য দায়ী থাকে–
ক)আইন সভার নিকট✔
খ)রাষ্ট্রপতির নিকট
গ)বিচার বিভাগের নিকট
ঘ)জবাবদিহি করতে হয় না
২৬)সংবিধানের ষোড়শ সংশোধনী বিল সংসদে পাশ হয়েছিল কবে?
ক)১সেপ্টেম্বর ২০১৪
খ)১৭সেপ্টেম্বর ২০১৪✔
গ)১৭সেপ্টেম্বর ২০১৩
ঘ)৫সেপ্টেম্বর ২০১৪
২৭)ইত্তরা,শুকতার ও তারাপুরী হচ্ছে উন্নত জাতের-
ক)কলা
খ)আলু
গ)বেগুন✔
ঘ)বাঁধাকপি
২৮)সর্বস্তরে বাংলা ভাষা চালু করার লক্ষ্যে’বাংলা ভাষা প্রচলন আইন’ জারি হয়-
ক)১৯৭২
খ)১৯৮৭✔
গ)১৯৭৭
ঘ)১৯৯২
২৯)প্রাইভেটাইজেন বোর্ড গঠিত হয়-
ক)১৯৯২
খ)১৯৮৩
গ)১৯৯৩✔
ঘ)২০০২
৩০)বিকেএসপি কোথায় অবস্থিত?
ক)মিরপুর
খ)সাভার✔
গ)ধানমন্ডি
ঘ)আরামবাগ
৩১)Have you read the book — I lent you?
- a) that✔
- b) which
- c) what
- d) none of them
৩২)Choose the incorrect expression:
- a) sometime
- b) sometimes
- c) some time✔
- d) some times
৩৩)The police — looking into the case)
- a) is
- b) are✔
- c) both
- d) none
৩৪)Which sentence is correct?
- A) He was seen to go)✔
- B) Bread and butter is not my breakfast)
- C) I have two deers)
- D) Rubel is faster of the two players)
৩৫)’This is —— easy takes’) বাক্যের শূন্যস্থানে বসবে –
- a) a
- b) an ✔
- c) the
- d) one
৩৬)Choose the right use of the article in the following sentence :
- a) Luba received good educations in some private institutions
- b) Luba received a good education in some private institutions)✔
- c) Luba received good education in an private institutions )
- d) Luba received an good education in the private institutions )
৩৭)নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
- a) Lion is beast of prey
- b) A Lion is beast of prey c) The lion is beast of prey)✔ d) The lion is the beast of prey)
৩৮)– Bangladesh are a brave nation)
- a) A
- b) An
- c) The ✔
- d) No article
৩৯)Bread and butter )))))))))))))) bought from the New Market)
- a) was
- b) were✔
c)both
d)none
৪০)Full meaning of “etc)” is –
- a) etcetera✔
- b) etcetra
- c) both
d)none
৪১)Each of the sons followed — father’s trade)
- a) his✔
- b) her
- c) their
- d) whose
৪২)Which one is incorrect?
- a) Government should have to repair the road every year)
- b) Government should have to mend the road every year)
- c) Government should have to correct the road every year)✔
- d) I will repair my clothes)
৪৩) which one is incorrect??
- a) I agree with you)
- b) I am at one with you)
- c) I am agree with you)✔
- d) none of them)
৪৪)Which one is correct?
a)we have always won ur team)
b)we have always win ur team)
c)we have always beaten ur teams)
- d) The girls beat the boys and so won the prize)✔
৪৫)Lend me your eyes’ means- ???
- a) listen to me
- b) agree
- c) angry
- d) happy
৪৬) At daggers drawn’ means- ??
- a) on the point of fighting
- b) listen to me
c)agree to me
Ad)none of them
৪৭)Fan:Sweat
- a) fire:smoke
- b) rain:drought✔
- c) wind: Evaporation
- d) crop:harvest
৪৮)The boy is swimming “in the pond)”
- a) Noun phrase
- b) adjective phrase
- c) adverbial phrase✔
- d) prepositional phrase
৪৯)plural form of Genius)
- a) Geniuses
- b) Genii
- c) both✔
- d) none
৫০)He slept a sound sleep)Make passive
- A) A sound sleep was slept by him)✔
- b) A sound sleep is slept by him)
- c) A sound was sleep to slept by him)
- d) A sound sleep was slept to him)
৫১)Who wrote ” The Way fo the world)
- a) Alexander pope
- b) John Dryden
c ) John Bunyan
- d) William congerve✔
৫২)Who wrote “Absalom and Acitophel”
- a) William Congrave
- b) Francis Bacon
- c) John Milton
- d) John Dryden✔
৫৩)Who was known as the “Father of modern English Criticism ”
- a) Edmund Walter
- b) John Dryden✔
- c) John Milton
- d) French Bacon
৫৪)Who called Dryden “Glorious John” )
- a) William Congrave
- b) Francis Bacon
- c) Walter Scott✔
- d) John Dryden
৫৫),‘who wrote The Traveller ” & The Citizen of the world)
a)) James Thomson
- b) Samuel Johnson
- c) Oliver Goldsmith ✔
- d) William Blake
৫৬,who wrote”the False Alarms” & Preface to Shakespeare)
)a))James Thomson
- b) Samuel Johnson ✔
- c) Oliver Goldsmith
- d) William Blake
৫৭)who wrote Marriage of heaven &hell)
- a) John Keats
- b) Lord byron
- c) William Blake ✔
- d) none of these
৫৮)who wrote the satirical poem,The Masquerade)
- A) Henry Fielding ✔
- B) Jonathan swift
- C) Daniel defoe
- D) Alexander pope
৫৯)who wrote Top secret )
- A) Henry Fielding ✔
- B) Jonathan swift
- C) Daniel defoe
- D) Alexander pope
৬০) Who wrote All for love )
- A) John Dryden ✔
- B) William congrave
- C) John Bunyan
D)Jonathan swift
৬১)who wrote”the old bachelor” & Love for love)
- A) John Dryden
- B) William congrave✔
- C) John Bunyan
- D) Jonathan swift
৬২)Brick Lane is written by —-
- a) Monica Ali✔
- b) R)K) Narayan
- c) Harold Pinter
- d) Elizabeth
৬৩)Goethe is the greatest poet of ___
- a) Germany✔
- b) England
- c) Russia
- d) France
৬৪)Roots is written by ____
- a) Aldous Haxley✔
b)R)K) Narayan
- c) Harold Pinter
- d) Elizabeth
৬৫)Who is the author of”Round the world in Eighty days)?
- a) Jules Vers✔
- b) R)K) Narayan
- c) Harold Pinter
- d) Elizabeth
৬৬)জীববিজ্ঞানের জনক কে?
ক)ডারউইন
খ)মেন্ডেল
গ)এরিস্টটল✔
ঘ)লিনিয়াস
৬৭)Entomology কি সম্পর্কিত বিদ্যা?
ক)ভূপ্রকৃতি
খ)পাখিপালন
গ)কীটপতঙ্গ ✔
ঘ)গতিবিদ্যা
৬৮)কোন শাখায় জীবের বৃদ্ধি শ্বসন ও রেচন নিয়ে আলোচনা করা হয়?
ক)ফিজিওলজি✔
খ)ট্যক্সনোমি
গ)জেনেটিক্স
ঘ)ইভোলিওশন
৬৯)মাইকোলজিতে কোনটি নিয়ে আলোচনা করা হয়?
ক)কীটপতঙ্গ
খ)শামুকঝিনুক
গ)শৈবাল
ঘ)ছত্রাক✔
৭০)On the History of plants বইটির লেখক কে?
ক)এরিস্টটল
খ)থিওফ্রাসটাস✔
গ)আল বিরুনি
ঘ)ইবনে সিনা
৭১) আল বিরুনি কোন দেশের বিজ্ঞানী?
ক)ইরান
খ)ইরাক
গ)আরব✔
ঘ)মিশর
৭২)আল কানুন বইটি কে লিখেছেন?
ক)এরিস্টটল
খ)আল বিরুনি
গ)ইবনে সিনা✔
ঘ)আল নাফিস
৭৩)মানুষের রক্ত সঞ্চালন পদ্ধতি সম্পর্কে কে প্রথম ধারনা দেন?
ক)আল নাফিস✔
খ)উইলিয়াম হার্ভে
গ)ইবনে সিনা
ঘ)লিনিয়াস
৭৪)প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা কে?
ক)ইবনে সিনা
খ)ডারউইন✔
গ)লিনিয়াস
ঘ)লিওয়েনহুক
৭৫)কোষ প্রচীর কে আবিষ্কার করেন?
ক)রবার্ট ব্রাউন
খ)রবার্ট হুক✔
গ)লিনিয়াস
ঘ)মেন্ডেল
৭৬)লিপিড প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কার?
ক)শৈবাল
খ)ছত্রাক
গ)ব্যাকটেরিয়া✔
ঘ)ভাইরাস
৭৭)প্রতি কোষে গড়ে কতটি মাইটোকন্ড্রিয়া থাকে?
ক)১০০-২০০
খ)২০০-৩০০
গ)৩০০-৪০০✔
ঘ)৪০০-৫০০
৭৮)জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয়?
ক)মাইটোকন্ড্রিয়া
খ)নিউক্লিয়াস
গ)রাইবোজোম✔
ঘ)গলগি বস্তু
৭৯)রবার্ট ব্রাউন কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন?
ক)১৮৩০
খ)১৮৩১✔
গ)১৮৩২
ঘ)১৮৩৩
৮০)লিওকোপ্লাস্ট উদ্ভিদের কোন অংশে থাকে?
ক)ফুলে
খ)ফলে
গ)মূলে✔
ঘ)শাখায়
৮১)মহাকর্ষীয় তরঙ্গ আবিষ্কারক দীপঙ্কর তালুকদারের নিজ জেলা কোনটি?
ক)বরিশাল
খ)বরগুনা✔
গ)ঝালকাঠি
ঘ)পটুয়াখালী
৮২)মানব দেহে নিচের কোন ভিটামিন তৈরি হয় না?
ক)ভিটামিন A
খ)ভিটামিন K
গ)ভিটামিন D
ঘ)ভিটামিন C✔
৮৩)যৌথভাবে ইনসুলিন আবিষ্কার করেন কে কে ?
ক)ফ্রেডেরিক হপকিন্স এবং গেরহার্ড ডোমাক
খ)ফ্রেডেরিক হপকিন্স এবং চার্লস বেস্ট
গ)ফ্রেডেরিক বেন্টিং এবং চার্লস বেস্ট✔
ঘ)গেরহার্ড ডোমাক এবং আলেকজান্ডার ফ্লেমিং
৮৪)মানুষের রক্তের P^H কত?
ক)৭)৩৫-৭)৪৫✔
খ)৫)৫৫-৫)৬৫
গ)৬)৫০-৬)৭০
ঘ)৪)৭৯-৫)০০
৮৫)কোনটি ভাইরাস জনিত রোগ?
ক)বহুমুত্র
খ)জলাতঙ্ক✔
গ)যক্ষা
ঘ)টাইফয়েড
৮৬)নিচের কোনটি অনুজীবের অন্তর্ভুক্ত নয়?
ক)ছত্রাক
খ)রিকেটসিয়া
গ)ব্যাকটেরিয়া
ঘ)শৈবাল✔
৮৭)Lac culture_____
ক)লাক্ষা চাষ✔
খ)কোষ ক্লোনিং
গ)বাদাম চাষ
ঘ)তুতঁ চাষ
৮৮)বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তিরিত হয়?
ক)তাপ শক্তিতে
খ)রাসায়নিক শক্তিতে
গ)শব্দ শক্তিতে✔
ঘ)আলোক শক্তিতে
৮৯)গ্লুকোজের স্থূল সংকেত কোনটি?
ক)CHO
খ)C2H2O2
গ)CH2O✔
ঘ)C2HO
৯০)নিচের কোনটি মৌল নয় আবার যৌগও নয়?
ক)বায়ু✔
খ)শর্করা
গ)নিকেল
ঘ)গোল্ড
৯১)উচ্চ রক্তচাপের জন্য দায়ী কোনটি?
ক)থাইরয়েড গ্রন্থি✔
খ)পিটুইটারি গ্রন্থি
গ)অ্যাড্রিনালিন গ্রন্থি
ঘ)অগ্ন্যাশয়
৯২)শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?
ক)২৮০m/s
খ)০✔
গ)৩৩২m/s
ঘ)১১২০m/s
৯৩)কোনটি জারক পদার্থ নয়?
ক)অক্সিজেন
খ)ব্রোবিন
গ)হাইড্রোজেন✔
ঘ)ক্লোরিন
৯৪)নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?
ক)মেসন ও ফিউশন
খ)ফিশন✔
গ)মেসন
ঘ)ফিউশন
৯৫)প্রাকৃতিক গ্যাসে প্রোপেন কি পরিমান থাকে?
ক)৯০%
খ)৩%✔
গ)১৩%
ঘ)৮০%
৯৬)নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
ক)সভাসদ
খ)শুভেচ্ছা ✔
গ)ফলবান
ঘ)তন্বী
৯৭)বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
ক)জনশ্রুতি
খ)অনমনীয় ✔
গ)খাসমহল
ঘ)তপোবন
৯৮)Null and Void এর বাংলা পরিভাষা কী?
ক)বাতিল ✔
খ)পালাবদল
গ)মামুলি
ঘ)নিরপেক্ষ
৯৯)এ যে আমাদের চেনা লোক,বাক্যে চেনা কোন পদ?
ক)বিশেষ্য
খ)অব্যয়
গ)বিশেষণ ✔
ঘ)ক্রিয়া
১০০)নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত?
ক)শিরচ্ছেদ
খ)শিরশ্ছেদ ✔
গ)শিরচ্চেদ
ঘ)শিরোচ্ছেদ
১০১)জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
ক)সমাজ
খ)পানি
গ)নদী ✔
ঘ)মিছিল
১০২)সন্ধির প্রধান সুবিধা কি? ক)উচ্চারণের**
খ)লেখার
গ)পড়ার
ঘ)শোনার
১০৩)অর্ক-শব্দের সমার্থক শব্দ হচ্ছে?
ক)বায়ু
খ)সমুদ্র
গ)নভমণ্ডল
ঘ)প্রভাকর ✔
১০৪)শর্বরী-এর বিপরীত শব্দ- ক)তিমির
খ)রজনী
গ)দিবস ✔
ঘ)কোনটিই নয়
১০৫)বাংলা ভাষার শব্দসম্ভারে বিদেশি শব্দ কত ভাগ এসেছে?
ক)৫%
খ)৮% ✔
গ)১০%
ঘ)১২%
১০৬)নিচের কোনটি অপপ্রয়োগ? ক)ইদানীং
খ)কেবল
গ)একত্র
ঘ)সময়কাল ✔
১০৭)আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়?
ক)৫২টি
খ)৫৪টি
গ)৩৮টি
ঘ)৪৫টি✔
১০৮)খ্রিস্টাব্দ হচ্ছে-
ক)তৎসম শব্দ
খ)অর্ধতৎসম শব্দ
গ)বিদেশি শব্দ
ঘ)মিশ্র শব্দ✔
১০৯)চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
ক)চণ্ডীমঙ্গল
খ)ধর্মমঙ্গল
গ)অন্নদামঙ্গল
ঘ)মনসামঙ্গল✔
১১০)বিষবৃক্ষ-উপন্যাসটির রচয়িতা কে?
ক)বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়✔
খ)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ)সমর সেন
ঘ)বুদ্ধদেব বসু
১১১)পৌরাণিক অনুষঙ্গে রচিত বিখ্যাত নাটক কোনটি?
ক)কবর
খ)উত্তরবংশ
গ)তপস্বী ও তরঙ্গিনী✔
ঘ)নূরলদীনের সারাজীবন
১১২)বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক)১৯২৩✔
খ)১৯২৫
গ)১৯২৪
ঘ)১৯২৭
১১৩)চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা-কার রচনা?
ক)শামসুর রহমান
খ)সৈয়দ শামসুল হক
গ)সুকান্ত ভট্রাচার্য
ঘ)জীবনানন্দ দাশ✔
১১৪)কৈকয়ী কে ছিলেন?
ক)রামের ভাবী
খ)দশরথের স্ত্রী✔
গ)জনকের কন্যা
ঘ)ভরতের বোন
১১৫)দারিদ্র্য কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? ক)সাম্যবাদী
খ)নতুন চাঁদ
গ)বিষের বাঁশী
ঘ)সিন্ধু-হিন্দোল✔
১১৬)রূপজালাল নামে আত্মজীবনী কে লিখেছিলেন?
ক)নুরুন্নেসা খাতুন
খ)বেগম রোকেয়া
গ)নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী✔
ঘ)আবুল ফজল
১১৭)প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ কার রচনা?
ক)ঈশ্বরচন্দ্র
খ)সৈয়দ আমীর আলী
গ)সুকান্ত ভট্রাচার্য
ঘ)রাজা রামমোহন রায়✔
১১৮)আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে-উক্তিটি কোন গ্রন্থের? ক)মহাভারত
খ)চর্যাপদ
গ)মেঘনাদবধ ✔
ঘ)শ্রীকৃষ্ণকীর্তন
১১৯)একাত্তরের নিশান মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসের রচয়িতা কে? ক)রাবেয়া খাতুন **
খ)সেলিনা হোসেন
গ)সুফিয়া কামাল
ঘ)জাহানারা ইমাম
১২০)রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন?
ক)সবুজপত্র
খ)কল্লোল
গ)শনিবারের চিঠি
ঘ)ধূমকেতু ✔
১২১)দশরথ কে ছিলেন? ক)চণ্ডীমঙ্গলের চরিত্র
খ)প্রমীলার স্বামী
গ)রাধার পিতা
ঘ)রামের পিতা✔
১২২)নির্মলেন্দু গুণের জন্ম কত সালে?
ক)১৯৪২
খ)১৯৪৬
গ)১৯৪৫✔
ঘ)১৯৪৭
১২৩)দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি-
ক)সৈয়দ সুলতান
খ)হায়াত মাহমুদ
গ)শেখ ফয়জুল্লাহ
ঘ)ফকির গরীবুল্লাহ✔
১২৪)সোমেন চন্দের পুরো নাম কী? ক)সোমেন চন্দ্র দে
খ)সোমেন্দ্রকুমার চন্দ✔
গ)সোমেন চন্দ নাথ
ঘ)সোমেন্দ্র কুমার
১২৫)বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোনউপন্যাসের চরিত্র?
ক)অপুর সংসার
খ)গাভী বৃত্তান্ত
গ)চাঁদের অমাবস্যা
ঘ)লালসালু✔
১২৬)পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক ছিলেন-
ক)বিভূতিভূষণ
খ)সত্যজিৎ রায়✔
গ)সত্যব্রত রায়
ঘ)প্রেমেন্দ্র রায়
১২৭)দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা-
ক)রফিকুল ইসলাম
খ)মেজর জেনারেল সুখাওয়ান্ত সিং✔
গ)রশীদ করিম
ঘ)কর্নেল সিদ্দিক মালিক
১২৮)গোটা চারেক আম নিয়ে আস-এখানে গোটা কী?
ক)প্রত্যয়
খ)অব্যয়
গ)পদাশ্রিত নির্দেশক✔
ঘ)কোনটিই নয়
১২৯)গ্রহণ করেছে যত,ঋণী তত করেছ আমায়,রবীন্দ্রনাথর শেষের কবিতা উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য?
ক)অমিত রায়
খ)লাবণ্য✔
গ)শোভন
ঘ)কেতকী
১৩০)অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম?
ক)রবীঠাকুর
খ)কাজী নজরুল
গ)শরৎচন্দ্র চট্রোপাধ্যায়✔
ঘ)মধুসূদন দত্ত
১৩১)’অ্যাবোটাবাদ’কোন দেশে অবস্থিত?
ক)আফগানিস্তান
খ)পাকিস্তান✔
গ)রাজস্থান
ঘ)ইরান
১৩২)’ফেজ শহর’ কোথায় অবস্থিত?
ক)আলজেরিয়া
খ)তুরস্ক
গ)মরক্কো✔
ঘ)মিশর
১৩৩)জেসমিন বিপ্লব’ কোনদেশে সংঘঠিত হয়?
ক)ইউক্রেন
খ)হংকং
গ)ফিলিপাইন
ঘ)তিউনেশিয়া✔
১৩৪)কোপা আমেরিকা-২০১৬ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক)আমেরিকা
খ)উরুগুয়ে
গ)চিলি✔
ঘ)আর্জেন্টিনা
১৩৫) গম উৎপাদনে শীর্ষ দেশ–
ক)চীন✔
খ)ভারত
গ)রাশিয়া
ঘ)যুক্তরাষ্ট্র
১৩৬)কিয়োটা প্রটোকল সাক্ষরিত হয় কোন দেশে?
ক)কানাডা
খ)জাপান✔
গ)রাশিয়া
ঘ)যুক্তরাষ্ট্র
১৩৭)কোন দেশের অধিবাসীদের ভাইকিং বলা হয়?
ক)নরওয়ে
খ)উত্তর আফ্রিকা✔
গ)দক্ষিন আফ্রিকা
ঘ)পশ্চিম ইরান
১৩৮)কোথায় দ্বীপের সংখ্যা বেশি?
ক)ইন্দোনেশিয়া✔
খ)ফিলিপাইন
গ)জাপান
ঘ)ব্রিটেন
১৩৯)ফোর্স সেভেনটিন’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
ক)লেবানন
খ)ফিলিপাইন
গ)উগান্ডা
ঘ)প্যালেস্টাইন✔
১৪০)বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০১৬ অনুযায়ী সর্বোচ্চ জন্মহারের দেশ কোনটি?
ক)নাইজার
খ)লিবিয়া
গ)কাতার
ঘ)ওমান✔
১৪১)Cop-23 অনুষ্ঠিত হবে কোন দেশে?
ক)মরোক্কো
খ)অস্ট্রিয়া
গ)জার্মানি✔
ঘ)ফিজি
১৪২)আন্তর্জাতিক আদালতের বিচারকগণ কত বছরের জন্য নির্বাচিত হন?
ক)৪বছর
খ)৩বছর
গ)৫বছর
ঘ)৯বছর✔
১৪৩)বলকান রাষ্ট্র নয় কেনটি?
ক)রুমানিয়া
খ)বুলগেরিয়া
গ)আলবেনিয়া
ঘ)বলিভিয়া✔
১৪৪)ইউরোপে রেঁনেসা শুরু হয় কোন শতকে?
ক)ত্রয়োদশ
খ)চতুর্দশ✔
গ)পঞ্চদশ
ঘ)অষ্টাদশ
১৪৫)ওআইসি এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত কোন দেশে?
ক)পাকিস্তান
খ)মরক্কো✔
গ)ইরান
ঘ)পাকিস্তান
১৪৬)কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
ক)IBRD
খ)IDA
গ)IMF✔
ঘ)IFC
১৪৭)APEC এর সদস্য সংখ্যা কত?
ক)১৪
খ)১৬
গ)১৮
ঘ)২১✔
১৪৮)সুপারসনিক বিমান কোন ধরনের দূষণ ঘটায়?
ক)শব্দ দূষণ✔
খ)বায়ু দূষণ
গ)ভূমি দূষণ
ঘ)তেজস্কীয় দূষণ
১৪৯)কোন দেশ ও রাজধানীর নাম একই?
ক)জিবুতি✔
খ)তাইওয়ান
গ)উগান্ডা
ঘ)কোস্টারিকা
১৫০)বিশ্বের সবচেয়ে পরিবেশ দূষণকারী দেশ কোনটি?
ক)চীন✔
খ)যুক্তরাষ্ট্র
গ)জাপান
ঘ)রাশিয়া
১৫১)একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মি)এবং প্রস্থ 10 মি)হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
ক)35√5
খ)40√5
গ)45√5
ঘ)50√5✔
১৫২)৩৫০ টাকা দরে ৩কেজি মিষ্টি কিনে ৪টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
ক)১৪
খ)৪২✔
গ)১২
ঘ)১০৫
১৫৩)যদি তেলের মূল্য২৫%বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
ক)১৬%
খ)২০% ✔
গ)২৫%
ঘ)২৪%
১৫৪)দুটি সংখ্যার গুনফল ৩৩৮০ এবং গ)সা)গু ১৩)সংখ্যা দুটির ল) সা) গু)কত?
ক)২৬০✔
খ)৭৮০
গ)১৩০
ঘ)৪৯০
১৫৫)5+8+11+14+………………)ধারাটির কোন পদ 383?
ক)100
খ)234
গ)127✔
ঘ)125
১৫৬)log〖10〗^100=?
ক)3
খ)2✔
গ)6
ঘ)5
১৫৭)একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো )ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো) ছাগলটির ক্রয়মূল্য নির্ণয় কর)
ক)১৪০০০টাকা
খ)৩০০০ টাকা
গ)২০০০ টাকা
ঘ)৫০০০ টাকা✔
১৫৮)সেট গঠন পদ্ধতি কয়টি?
ক)২টি✔
খ)৩টি
গ)৪টি
ঘ)৫টি
১৫৯)একটি প্রকৃত ভগ্নাংশের হর ,লব অপেক্ষা 4 বেশি ) ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার,হর,লব অপেক্ষা 40 বেশি হবে)ভগ্নাংশটি নির্ণয় কর)
ক)3/6
খ)3/7✔
গ)4/7
ঘ)3/9
১৬০)(〖20〗^0)x = কত?
ক)0
খ)20
গ)x✔
ঘ)1
১৬১) একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৪ ডিগ্রি বেশি হলে কোনটির মান কত?
ক)৫০ডিগ্রি
খ)৫৭ডিগ্রি✔
গ)৪৭ডিগ্রি
ঘ)৬৬ডিগ্রি
১৬২) একটি ঘড়িতে ৩টা ২০ বাজে ) ঘড়ির বিপরীতে আয়নায় প্রতিবিম্বে কয়টা দেখা যাবে?
ক)৫টা ২০ মিনিট
খ)৬টা ৪৫ মিনিট
গ)৮ টা ৪০ মিনিট✔
ঘ)৭ টা ৫০মিনিট
১৬৩)TRIANGLE শব্দটি অক্ষরগুলো কত রকমে সাজানো যায় যেখানে স্বরবর্ণগুলো পাশাপাশি থাকবে না )
ক)36000✔
খ)35000
গ)34000
ঘ)33000
১৬৪)Admission শব্দটির A ও d কে দুই প্রান্তে রেখে কত প্রকারে সাজানো যেতে পারে?
ক)2520✔
খ)2530
গ)2540
ঘ)2550
১৬৫)কোন বৃত্তের ওপর অংকিত স্পর্শক ব্যাসার্ধের উপর কি?
ক)ভূমি
খ)লম্ব✔
গ)পরিধি
ঘ)বিন্দু
১৬৬)৫০মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় ৩৬ কি)মি)বেগে চলে)রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
ক)৭ সেকেন্ড
খ)৪ সেকেন্ড
গ)৫ সেকেন্ড✔
ঘ)৩ সেকেন্ড
১৬৭)১ঘন্টা ৪০ মিনিট ৫ঘন্টার কত অংশ?
ক)১/৩✔
খ)২/৩
গ)১/৪
ঘ)৩/৪
১৬৮)‘অশ্রু’ শব্দের প্রতিশব্দ-
ক)নীর
খ)সরিৎ
গ)লোর✔
ঘ)বিধু
১৬৯)কোন বানানটি সঠিক?
ক)মৃত্যুত্তীর্ণ✔
খ)মৃত্যূত্তীর্ণ
গ)মুত্যুত্তির্ণ
ঘ)মৃতূত্তীর্ণ
১৭০)নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
ক)৩/৫✔
খ)৪/১৫
গ)৩/২০
ঘ)৭/২৫
১৭১)এক ব্যাক্তি একস্থান হতে পশ্চিম দিকে 5 মাইল গেল) আবার সে দক্ষিণে 2মাইল, অত:পর সে পুনরায় পশ্চিম দিকে 3 মাইল গেল)যাত্রাস্থলের সরাসরি দূরত্ব কত?
ক)15
খ)12
গ)8✔
ঘ)6
১৭২)P ও Q দু বোন)Q,R-এর মা এবং S, R এর ছেলে)যদি T,p-এর ছেলে হয় তাহলে সঠিক সম্পর্ক কোনটি?
ক)pওR
খ)pওR
গ)T,P,R ভাইবোন
ঘ)কোনোটিই নয়✔
১৭৩) কোনটি শুদ্ধ বানান?
ক)Efflorescence✔
খ)Eflorescence
গ)Efflorascence
ঘ)Effloresence
১৭৪) ১,৩,৬,১০,১৫,২১,ধারাটির দশম পদ কত?
ক)৪৫
খ)৫৫✔
গ)৬২
ঘ)৭২
১৭৫)paer:Ream
ক)Egg: Dozen✔
খ)Book: pile
গ)Twigs: Bush
ঘ)Food: packet
১৭৬)পণ্য:বিজ্ঞাপন:প্রার্থী:
ক)প্রতীক
খ)পোস্টার
গ)নেটওয়ার্ক
ঘ)প্রচার✔
১৭৭)x=4, y=-8 এবং Z=5 হলে, 25(x+y)^2-20(x+Y) (y+z)+ 4(y+z)^2এর মান কত?
ক)200
খ)167
গ)196✔
ঘ)180
১৭৮)x^3-x-6 কে উৎপাদকে বিশ্লেষণ কর)
ক)(x-2)〖(x〗^2+2x-3)
খ)(x-2)〖(x〗^2+2x+3) ✔
গ)(x+2)〖(x〗^2+2x+3)
ঘ)(x-2)〖(x〗^2-2x+3)
১৭৯)যদি,৫+৩=২৮
৯+১=৮১০
২+১=১৩ হয় তবে,
৫+৪=?
ক)১৮
খ)১৯✔
গ)২০
ঘ)২১
১৮০)ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮ তম অক্ষেরর বামদিকে ১০ম অক্ষর কোনটি?
ক)H✔
খ)S
গ)F
ঘ)J
১৮১)আয়না থেকে ২ফুট দূরত্বে দাঁড়িয়ে,আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূরে দেখা যাবে?
ক)৪ফুট
খ)৫ফুট
গ)৩ ফুট
ঘ)২ ফুট✔
১৮১)বায়ুমণ্ডলের ওজনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ-
ক)কার্বন ডাই অক্সাইড
খ)জলীয় বাষ্প
গ)নাইট্রিক অক্সাইড
ঘ)CFC বা ক্লেরোফ্লোরো কার্বন✔
১৮২)বায়ুর উপাদান নয় যা তা হলো-
ক)নাইট্রোজেন
খ)অক্সিজেন
গ)জলীয় বাষ্প
ঘ)হাইড্রোজেন✔
১৮৩) বায়ুর কার্বন ডাই-অক্সাইড এর
পরিমাণ কত?
ক)০)০৩% ✔
খ)০)০২%
গ)০)৮০%
ঘ)২০)৭১%
১৮৪)কোন দেশের ভূগোলবিদ সর্বপ্রথম Geography শব্দটি ব্যবহার করে?
ক)ফ্রান্স
খ)জাপান
গ)গ্রীস✔
ঘ)ভারত
১৮৫)ভূ-ত্বকের গভীরতা প্রায়?
ক)১০ কি)মি
খ)১২ কি)মি)
গ)১৬ কি)মি)✔
ঘ)২৪ কি)মি)
১৮৬)পৃথিবী প্রকৃতপক্ষে একটি-
ক)সমতল ক্ষেত্র
খ)অভিগত গোলক✔
গ)অর্ধবৃত্ত
ঘ)পরিপূর্ণ গোলক
১৮৭)ভূ-পৃষ্ঠের নিকটমত বায়ু স্তরকে
কি বলা হয়?
ক)ট্রপোস্ফিয়ার✔
খ)স্ট্রাটোস্ফিয়ার
গ)ফটোস্ফিয়ার
ঘ)এক্সস্ফিয়ার
১৮৮)গ্রহ আলো ও তাপ পায় কার কাছ থেকে?
ক)সূর্য থেকে✔
খ)চাঁদ থেকে
গ)শনি থেকে
ঘ)ব্লাক হোল থেকে
১৮৯)ভূমিকম্প পরিমাপক যন্ত্র-
ক)সিসমোগ্রাফ✔
খ)রিকটার স্কেল
গ)রাডার ক্যাপ
ঘ)মিটারোগ্রাপ
১৯০)ঘূর্ণিঝড় ও দুর্যোগ ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের ইংরেজী সংক্ষিপ্ত নাম কি?
ক)SPRSOB
খ)SPARSO✔
গ)BSPRO
ঘ)SARBSO
১৯১)নিরক্ষেখার ০-৫ ডিগ্রিতে ঘূর্ণিঝড়
হয় না কেন?
ক)করিওলিস শক্তি নূন্যতম থাকায়✔
খ)বাতাসের আদ্রতা কম থাকায়
গ)সুর্যের তাপমাত্রা কম পড়ায়
ঘ)নিরীক্ষরেখা বরাবর জলবায়ু সমভাবাপন্ন থাকায়
১৯২)নিরক্ষরেখায় ঘূর্ণিঝড় হয়
ক)২০-২৫ ডিগ্রির মাঝে
খ)১০-৩০ ডিগ্রির মাঝে✔
গ)৩০-৪০ ডিগ্রির মাঝে
ঘ)৪০-৫৯ ডিগ্রির মাঝে
১৯৩)মঙ্গল গ্রহের সাইক্লোনিক ঝড়ের নাম কি?
ক)রেড কভার স্পট
খ)উইলি সিজোরি প্লেট
গ)গ্রেট রেড স্পট✔
ঘ)হ্যামপ্লেট ডিপলোজিস্ট
১৯৪)নাগরিক মুল্যবোধের সম্পত্তির অধিকার সম্পর্কে বলা আছে কত অনুচ্ছেদে?
ক)৪০ অনুচ্ছেদে
খ)৪২ অনুচ্ছেদে✔
গ)৪৩ অনুচ্ছেদে
ঘ)৪৪ অনুচ্ছেদে
১৯৫)UNHCR -এর মতে সুশাসনের উপাদান কয়টি ?
ক)৪টি
খ)৫টি✔
গ)১০টি
ঘ)৮টি
১৯৬)সুশাসন প্রতিষ্ঠায় বিশ্বব্যাংক প্রণীত প্রথম সূচকটি কি?
ক)বৈধ চুক্তির প্রয়োগ
খ)সরকারি নিরীক্ষণ
গ)সরকারি কাজের দক্ষতা✔
ঘ)আইনের শাসন
১৯৭)মুল্যবোধ রক্ষায় সুশীল সমাজের প্রথম বৈশিষ্ট্য কি?
ক)ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা✔
খ)ক্ষমতার বিকেন্দ্রীকরণ
গ)জনগনের অংশগ্রহন
ঘ)আইনের শাসন
১৯৮)সরকার এবং জনগনের মধ্য সু-সম্পর্ক গড়ে তোলে নিচের কোনটি?
ক)সুশাসন✔
খ)দেশপ্রেম
গ)ন্যায়নীতি
ঘ)সহমর্মিতা
১৯৯)সুশাসন প্রতিষ্ঠায় নাগরিককে কেমন হতে হয়?
ক)সৎ✔
খ)ধার্মিক
গ)মেধাবি
ঘ)দক্ষ
২০০)সুশাসন প্রতিষ্ঠায় দুটি উপায়ের প্রথমটি কি?
ক)গনতন্ত্র ✔
খ)ধর্ম
গ)জবাবদিহিতা
ঘ)স্হানিয় সরকার কাঠামো
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।