বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬

0
700

বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদের

নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৬

প্রতিষ্ঠানঃ বাংলাদেশ রেলওয়ে

পদের নামঃ সহকারী স্টেশন মাস্টার

সময়ঃ ৯০ মিনিট

পূর্ণমানঃ ৬০

১) ‘বন্ধন’ শব্দের অক্ষর বিন্যাস? (৩৬বিসিএস প্রিলি)

উত্তরঃ বন্‌+ধন্‌)

ব্যাখ্যা: সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফ (Letter) – কে বোঝালে ও প্রকৃত অর্থে অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়) অক্ষর হচ্ছে বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ) আর বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির চক্ষুগ্রাহ্য লিখিতরুপ বা ধ্বনি-নির্দেশক চিহ্ন বা প্রতীক) ইংরেজিতে আমরা যাকে Syllable বলে অভিহিত করি , তাই অক্ষর ) উদাহরণস্বরুপ , ইংরেজি ‘Incident’ শব্দে ‘In-ci-dent’ – এ তিনটি Syllable আছে) এই তিনটি Syllable -ই হলো অক্ষর) কিন্তু , আলাদাভাবে ‘I-n-c-i-d-e-n-t’- এগুলো অক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ) তদ্রুপ , বাংলা ‘বন্ধন’ শব্দেও বন্+ধন্ — এ দুটো অক্ষর) কিন্তু ব +ন্ + ধ্ + ন্ — এগুলো অক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ)

২)‘অনমনীয়’ কোন সমাস বদ্ধ পদ?

উত্তরঃ নঞ বহুব্রীহি সমাস)

ব্যাখ্যা: বিশেষ্য পূর্বপদের আগে নঞ্‌ (না অর্থবোধক) অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস করা হলে তাকে নঞ্‌ বহুব্রীহি বলে) নঞ্‌ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়) যেমন :নেই নমন যার = অনমনীয়)

৩)‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ কি? (৩৬বিসিএস প্রিলি)

উত্তরঃ উৎকর্ষ)

ব্যাখ্যা:‘প্রকর্ষ’ বিশেষ্যবাচক শব্দটির সমার্থক শব্দ: উৎকর্ষ, শ্রেষ্ঠত্ব, উন্নতি)

৪)‘তোহফা’ গ্রন্থটি কে রচনা করেন?

উত্তরঃ আলাওল)

ব্যাখ্যা:‘তোহফা কাব্যটি ম্যধযুগের শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল রচনা করেন) তার প্রথম ও শ্রেষ্ঠ রচনা ‘পদ্মাবতী’ তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ: সিকান্দারনামা, সয়ফুলমুলুক-বদিউজ্জামাল)

৫)‘তাম্বুল রাতুল হইল অধর পরশে’ বাক্যটি অর্থ কি? (৩৫বিসিএস প্রিলি)

উত্তরঃ ঠোঁটের পরশে পান লাল হইল)

৬)‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান)

৭)‘গরমিল’ শব্দের ‘গর’ কোন প্রকার উপসর্গ?

উত্তরঃ আরবি উপসর্গ)

৮)‘আচিকমান্দি’অর্থ কি?

উত্তরঃ পাহাড়ি মানুষ)

৯)টি,টা,খানা,খানি কোন বচনে ব্যবহৃত হয়?

উত্তরঃ একবচনে)

১০)আনারস কোন ভাষার শব্দ?

উত্তরঃ পর্তুগিজ)

১১)‘Venerate’ Means—-

উত্তরঃ Respect.

ব্যাখ্যা: Venerate -অর্থ শ্রদ্ধা করা, সম্মান করা) সুতরাং venerate -এর অর্থ হচ্ছে respect.

১২)The synonym of ‘genesis’?

উত্তরঃ Beginning.

১৩)The opposite word of ‘sluggish’?

উত্তরঃ Animated.

ব্যাখ্যা: Sluggish -অলস, আর Animated -জীবন্ত বা প্রাণবন্ত)

১৪)‘The rainbow’ is a novel by —-

উত্তরঃ D. H. Lawrence.

১৫.‘Agrostology’ deals with?

উত্তরঃ The brance of botany concerned with grasses.

১৬)This coffee tastes —-

উত্তরঃ Sweet.

১৭)এক কথায় প্রকাশ করুনঃ One who spends lavishly

উত্তরঃ Extravagant.

১৮)What is the Positive Degree of ‘Della is the best housewife’?

উত্তরঃ Della is the best housewife.

১৯)Elegy – এর অর্থ কী?

উত্তরঃ ‘Elegy- is A Mourning song/poem.

২০)What is the masculine gender of ‘bee’

উত্তরঃ Drone.

২১)The mob _____ dispersed এই বাক্যের শুন্যস্থান পূরণ করুনঃ

উত্তরঃ was.

২২)‘Coward die many times before their death’ এই উক্তিটি কার?

উত্তরঃ Shakespeare.

২৩)What is the antonym of ‘famous’?

উত্তরঃ notorious, unsung.

২৪)what is the adjective of the word ‘Heart’?

উত্তরঃ hearty, heartening.

২৫)What is the opposite voice of ‘Barry got invited to the party yesterda’?

উত্তরঃ Someone invited Barry the party.

২৬) ১০,২২,৪৬,৯৪ ——-?

উত্তরঃ ১৯০)

ব্যাখ্যা: ১০ x ২ + ২ = ২২

২২ x ২ + ২ =৪৬

৪৬ x ২ + ২ = ৯৪

৯৪ x ২ + ২ = ১৯০

২৭)১.১, ০.০১, ০.০ ০১১ এর সমষ্টি কত?

উত্তরঃ ১.১১১১)

২৮)দুটি সংখ্যার গুণফল ৩৩৮০ ,এর গ, সা.গু ১৩ , সংখ্যা দুটির ল, সা ,গু কত? (৩৬বিসিএস প্রিলিতেও এসেছে)

উত্তরঃ ২৬০)

ব্যাখ্যা: আমরা জানি,

দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুটির ল.সা.গু × গ.সা.গু

বা, ৩৩৮০ = ল.সা.গু × ১৩

বা, ল.সা.গু = ৩৩৮০/১৩

∴ ল.সা.গু = ২৬০

২৯)একটি সংখ্যার তিন গুণের সাথে ‍দ্বিগুণ যোগ করলে ৯০ হয় সংখ্যাটি কত?

উত্তরঃ ১৮)

ব্যাখ্যা: মনে করি, সংখ্যাটি x

সংখ্যাটির তিনগুণ= 3x

সংখ্যাটির দ্বিগুণ= 2x

প্রশ্নমতে, 3x+2x=90

বা, 5x=90

বা, x=90/5

বা, x=18

সুতরাং, সংখ্যাটি 18.

৩০)একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় হইল) বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হত) ঘড়িটির ক্রয় মূল্য কত?

উত্তরঃ ৩০০ টাকা)

ব্যাখ্যা: ১০% ক্ষতিতে,

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৯০ টাকা

৫% লাভে,

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৫ টাকা

পার্থক্য= ১০৫-৯০=১৫ টাকা

১৫ টাকা বেশি হলে ক্রয় মুল্য ১০০ টাকা

১ টাকা বেশি হলে ক্রয় মুল্য ১০০/১৫ টাকা

৪৫ টাকা বেশি হলে ক্রয় মুল্য (১০০X ৪৫)/১৫ টাকা=৩০০ টাকা

৩১)√৬০ + √১৫ – √১৩৫ =?

উত্তরঃ ০ (শূন্য))

৩২) x2+y2+3=0 ইহা কি একটি ক. বৃত্ত খ. প্যারাবোলা গ. উপবৃত্ত ঘ. গোলক নির্দেশ করে? কোনটি সঠিক লিখুন?

উত্তরঃ বৃত্ত)

৩৩)log381 -এর মান কত?

উত্তরঃ 4.

৩৪)(a-b)/ab+(b-c)/bc+(c-a)/ca =?

উত্তরঃ 0.

৩৫)(2-1+5-1)-1 এর মান কত?

উত্তরঃ 10/7.

৩৬)cosec(90°-θ)=2 হলে cosθ=?

উত্তরঃ 1/2.

৩৭)বৃত্তের ব্যাস চারগুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুন বৃদ্ধি পাবে?

উত্তরঃ ১৬)

৩৮)একটি গোলকের আয়তনের অনুপাত ৮:২৭ ) তাদের অনুপাত কত?

উত্তরঃ ৪:৯)

৩৯)১৪সে.মি. বৃত্তের ব্যাসাধ্যের বৃত্তের পরিধি কত?

উত্তরঃ ৮৭.৯৬ সে.মি)

৪০)বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলা হয়?

উত্তরঃ ব্যাস)

৪১)আলোর কোয়ান্টাম তত্বের প্রবর্তক কে?

উত্তরঃ ম্যাক্স প্লাঙ্ক)

৪২)টেলিভিশনে কি ধরণের তরঙ্গ ব্যবহার করা হয়?

উত্তরঃ মাইক্রোওয়েব)

৪৩)হীরা আধারে চকচক করে কেন?

উত্তরঃ কারন হিরার প্রতিফলন ক্ষমতা খুব বেশি)

৪৪)কলের পানি সাধারণত কোন উপাদান বেশি থাকে?

উত্তরঃ আয়রন ও আর্সেনিক)

৪৫)মূল নাই কোন উদ্ভিদের?

উত্তরঃ মসবর্গীয় উদ্ভিদের মুল নেই)

৪৬) কোন প্রক্রিয়ায় ভূ-পৃষ্ট উত্তপ্ত হয়?

উত্তরঃ সূর্যের আলোর বিকিরণের কারনে)

৪৭)টলেমি কে ছিলেন?

উত্তরঃ বিশ্ববিখ্যাত জ্যোতির্বিদ)

৪৮)আলো যে সাতটি বর্ণের সমষ্টি, এটি প্রমাণ করেন কোন বিজ্ঞানী?

উত্তরঃ বিজ্ঞানী নিউটন)

৪৯)Optical Fiver Cable এ তথ্য আদান প্রদানের মাধ্যমের নাম কি?

উত্তরঃ আলোক তরঙ্গ)

৫০)তড়িত প্রবাহরে এককের নাম কি?

উত্তরঃ অ্যাম্পিয়ার)

৫১)‘সবুজ পত্র’ পত্রিকা কবে প্রকাশ হয়? (৩৬বিসিএস প্রিলি)

উত্তরঃ ১৯১৪)

৫২)বাংলাদশ রেলওয়ের ৩ টি গেজ চালু আছে, ২ টি হলো মিটার গেজ ও ব্রডগেজ, অপরটির নাম কি?

উত্তরঃ ডুয়েল গেজ)

৫৩)বাতাসে কার্বন ডাই-অক্সাইড এর পরিমান কত?

উত্তরঃ ০.০৩%)

৫৪)প্রথম কোথায় রেলপথ বসানো হয়?

উত্তরঃ ১৮২৫ সালের ২৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যে বিশ্বের প্রথম রেলপথ উদ্বোধন করা হয়) উল্লেখ্য যে, বাংলাদেশে ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারী দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত সর্বপ্রথম রেললাইন প্রতিষ্ঠা করা হয়)

৫৫)আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী ?

উত্তরঃ বেরিং প্রণালী)

৫৬)কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে?

উত্তরঃ বব বুই)

৫৭)‘রেলপথ বিভাগ’ কে ‘রেলপথ মন্ত্রণালয়’ নামকরণ কর হয় কবে?

উত্তরঃ ৪ ডিসেম্বর ২০১১)

৫৮)বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তরঃ ১৯৪৭ সালের ২৮ ডিসেম্বর , গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়)

৫৯)ICAO এর পুর্ণরুপ কি?

উত্তরঃ International Civil Aviation Organization.

৬০)বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি?

উত্তরঃ ছেঁড়া দ্বীপ)

ব্যাখ্যা: ছেঁড়া দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ বা ভূখণ্ড) দ্বীপটি সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি অবস্থিত হলেও ২০০০ সালের দিকে এর সন্ধান পাওয়া যায়)

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download