বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (BKKB)নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১

0
395

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (BKKB)নিয়োগ

পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১

Bangladesh Karmachari Kallyan Board (BKKB) Exam Question and Solution 2021

Post Name: Office Assistant Cum Computer Typist

বাংলা অংশ সমাধানঃ

১.সংক্ষেপে উত্তর লিখুনঃ

ক) বাংলা ভাষা কখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে? তারিখ ও সন উল্লেখ করে উত্তর লিখুন?

উত্তরঃ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর

খ)বাংলা ভাষায় কোন কবি কাব্য রচনা করে নোবেল বিজয়ী হন?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

গ)বাংলা ভাষা কোন দেশের রাষ্ট্রীয় ভাষা?

উত্তরঃ বাংলাদেশ

ঘ)‘তৈইশ নম্বর তৈলচিত্র ‘ কার রচনা?

উত্তরঃ আলাউদ্দিন আল আজাদ

ঙ)সাঁঝের মায়া গ্রন্থটির কার রচনা?

উত্তরঃ সুফিয়া কামাল

২.সন্ধি বিচ্ছেদ করুনঃ

ষোড়শ      = ষ্‌ট + দশ

অপেক্ষা     = অপ + ঈক্ষা

ভবন       = ভো + অন

উত্থান      = উৎ + স্থান

অন্যান্য     = অন্য + অন্য

৩. শুদ্ধ বানান লিখুনঃ

অশুদ্ধ     = শুদ্ধ

অদ্যপি     = অদ্যাপি

অশরিরী     = অশরীরী

জৈষ্ঠ্য      = জ্যৈষ্ঠ

প্রাণীবিদ্যা    = প্রাণিবিদ্যা

ভক্ষন      = ভক্ষণ

৪. এক কথায় প্রকাশ করুনঃ

দু’হাতে সমান কাজ করতে পারে যে     = সব্যসাচী

দামী জিনিস রাখা হয় যেখানে    = তোশাখানা

দূরের ঘটনা দেখা হয় যেখানে    = দূরদর্শন

পূর্বে ছিল, এখন নেই               = ভূতপূর্ব

ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে  = দূরদর্শী

ইংরেজি অংশ সমাধানঃ

  1. A) Put the correct form of the verb.
  2. a) It is a big factory, five hundred people (employ) there.

Ans: are employed

  1. b) The park gates (lock) at 6.30 p.m. every evening.

Ans: are locked

  1. c) The boat (sink) quickly but fortunately everybody (rescue).

Ans: sank, was rescued

  1. d) When I was on holiday, my camera (steal) from my hotel room.

Ans: was stolen

  1. e) I buy a bicycle last week.

Ans: bought

  1. B) Fill in the blanks.
  2. a) The old man is as wise as —-owl. Ans: no word
  3. b) Her friend is still angry …….her. Ans: with
  4. c) A woman’s work is…….done. Ans: never
  5. d) Shut the windows and keep the cold……..Ans: out
  6. e) He does not leave his house – 9 o’clock. Ans: before
  7. C) Make a sentence with the following words.
  8. a) Make do= (ব্যাপৃত করান) = I have to make do with an old machine.
  9. b) With a view to= (এতদুদ্দেশ্যে বা জন্য)= I purchased the land with a view to creating protected areas.
  10. c) A far cry=(একেবারেই আলাদা) = The new law were a far cry to the people.
  11. d) Owing to=(নিমিত্ত/বলে/দরুন) = Her reading was hesitant owing to a stammer.
  12. e) Go through=( সবিস্তারে আলোচনা করা)= He has gone through the book.
  13. D) Correct the sentences.
  1. a) Our teacher will not take the class today.

Ans: Our teacher will not take the class tomorrow.

  1. b) The food was very tasteful.

Ans: The food was very tasty.

  1. c) He is appointed headmaster in the school.

Ans: He was appointed as headmaster in the school.

  1. d) What name shall I call you?

Ans: By what name shall I call you?

  1. e) He disappeared from the room.

Ans He was disappeared from the room.

গণিত অংশ সমাধানঃ

১.একজন ফল বিক্রেতা প্রতি হালি কমলা ২৫টাকায় ক্রয় করে প্রতি ২ হালি ৫৬টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত?

উত্তরঃ ১২%

২.একটি সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করে ৪ দিয়ে গুণ করলে গুণফল ৬০ হয়। সংখ্যাটি কত?

উত্তরঃ ৭৫

a)a2-6a+1=0 হলে a+1/a=?

উত্তরঃ 6

b)x+y=5, x-y=3 হলে xy এর মান বের করুন।

উত্তরঃ 4

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ

১.অসমাপ্ত আত্মজীবনী প্রবন্ধের লেখকের নাম কি?

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২.WHO এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ জেনেভা

৩.মুলায় কোন ধরণের ভিটামিন পাওয়া যায়?

উত্তরঃ ভিটামিন ‘সি’

৪.আমাদের জাতীয় সংসদ এর নেতার নাম কি?

উত্তরঃ শেখ হাসিনা (তিনি বর্তমান ১১ তম সংসদের নেতা)

৫.বাংলাদেশের সংবিধানে নির্বাচন কমিশনারদের বয়সসীমা কত নির্ধারণ করা আছে?

উত্তরঃ ৫ বছর

৬.উইঘুর কোন দেশে অবস্থিত?

উত্তরঃ চীন

৭.তুরস্কের মুদ্রার নাম কি?

উত্তরঃ লিরা

৮.সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত?

উত্তরঃ ভারত

৯.বঙ্গবন্ধু কর্তৃক ৭ মার্চের ভাষণ কত সময়ের ছিল?

উত্তরঃ ১৮ মিনিট

১০.ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায়?

উত্তরঃ অনুচক্রিকা

১১.মুক্তিযুদ্ধের সময় কক্সবাজার কত সেক্টরে ছিল?

উত্তরঃ ১ নং সেক্টর

১২.পদ্মা সেতুতে স্থাপিত স্প্যানের সংখ্যা কতটি?

উত্তরঃ ৪১ টি

১৩.বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি?

উত্তরঃ নাফ নদী

১৪.SDG এর পূর্ণরূপ কী?

উত্তরঃ Sustainable Development Goals

১৫.তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ লালমনিরহাট

আরো পড়ুনঃ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকিউরমেন্ট অফিসার  ইন্সপেক্টর পদের প্রশ্নের সমাধান

NSI এর ডেসপাচ রাইডার ও অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

সমাজসেবা অধিদপ্তরের অধীন নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান

জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী পদের পরীক্ষার প্রশ্নের সমাধান

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

২৮১ পদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের প্রশ্ন সমাধান

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ MCQ প্রশ্ন সমাধান ২০১৯ পিডিএফ ডাউনলোড

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।