পরিবেশ অধিদপ্তর এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান –২০১১
পিডিএফ ডাউনলোড
Assistant Director Department of Environment (AD) Exam Question and Solution 2011
পদের নামঃ- সহকারী পরিচালক
পরীক্ষার তারিখঃ ০৬.০৫.২০১১
বাংলা অংশ
১.‘আমার ভাইয়ের রক্ত রাঙানো ২১ শে ফেব্রুয়ারী’ রচয়িতা কে?
ক)শামসুর রাহমান
খ)আলতাফ মাহমুদ
গ)হাসান হাফিজুর রহমান
ঘ)আবদুল গাফফার✔
২.ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য ?
ক)জিঞ্জিরা
খ)সাত সাগরের মাঝি✔
গ)দিলরুবা
ঘ)নুরনামা
৩.বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?
ক)রবীন্দ্রনাথ ঠাকুর
খ)রাজশেখর বসু
গ)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ)বিহারীলাল চক্রবর্তী✔
৪.‘কবিকঙ্কন’ কার উপাধি?
ক)মালাধর বসু
খ)মুকুন্দরাম চক্রবর্তী✔
গ)মাইকেল মধুসুদন দত্ত
ঘ)মানিক বন্দোপাধ্যায়
৫.বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন?
ক)ফারসি
খ)ব্রজবুলি✔
গ)মারাঠী
ঘ)হিন্দী
৬.যুগসন্ধিক্ষণের কবি কে?
ক)ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ)ঈশ্বর গুপ্ত✔
গ)ঈশ্বর প্রসাদ
ঘ)সহদেব চক্রবর্তী
৭.‘যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয়ন জানি’- কার লেখা?
ক)কাজী নজরুল ইসলাম
খ)কাজী ইমদাদুল হক
গ)আবদুল হাকিম✔
ঘ)শেখ আবদুল রহিম
৮.কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস ?
ক)শেষের কবিতা
খ)গোরা✔
গ)নৌকাডুবি
ঘ)চোখের বালি
৯.‘সোনালি কাবিন’ এর রচয়িতা কে?
ক)হাসান হাফিজুর রহমান
খ)আল মাহমুদ✔
গ)হুমায়ন আজাদ
ঘ)শক্তি চট্টোপাধ্যায়
১০.‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’- রচনাটি কার কাব্য থেকে নেয়া?
ক)মুকুন্দরাম চক্রবর্তী
খ)ভারতচন্দ্র রায়গুণাকর✔
গ)কামিনী রায়
ঘ)শামসুর রাহমান
১১.বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি?
ক)নাটক
খ)ছোটগল্প
গ)প্রবন্ধ
ঘ)গীতিকবিতা✔
১২.কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ?
ক)সিন্ধু হিন্দোল
খ)বিয়ের বাঁশি
গ)অগ্নিবীণা✔
ঘ)সর্বহারা
১৩.বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা কোনটি?
ক)জোহরা
খ)সুলতানার স্বপ্ন✔
গ)আনোয়ারা
ঘ)হামেলা
১৪.রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-
ক)ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়✔
খ)বাধা বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
গ)প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
ঘ)ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়
১৫.‘হাঙ্গর নদী গ্রেনেড’ এর লেখক –
ক)রাবেয়া খাতুন
খ)সেলিনা হুসেন✔
গ)রিজিয়া বেগম
ঘ)হুমায়ুন আহমেদ
১৬.‘সূর্যদীঘল বাড়ী’ কার লেখা?
ক)আবুল ফজল
খ)আল মাহমুদ
গ)আবু ইসহাক✔
ঘ)আবুল মনসুর
১৭.‘সবুজপত্র’ বাংলা সাহিত্যে কোন ভাষারীতি প্রবর্তনে অগ্রনী ভূমিকা রেখেছে?
ক)সাধুভাষা
খ)চলিত ভাষা✔
গ)আঞ্চলিক ভাষা
ঘ)উপভাষা
১৮.‘অপু ও দুর্গা’ চরিত্র দুটি কোন উপন্যাসের ?
ক)দিবারাত্রির কাব্য
খ)পথের পাঁচালি✔
গ)বোবা কাহিনী
ঘ)নৌকা ডুবি
১৯.‘ময়মনসিংহ গীতিকা’ কে সংগ্রহ করেন
ক)ড.মুহাম্মদ শহীদুল্লাহ
খ)ড.আলাউদ্দীন আল আজাদ
গ)ড.দ্বীনেশ চন্দ্র সেন✔
ঘ)ড.আনিসুজ্জামান
২০.‘খোয়াব নামা’ গ্রন্থের রচয়িতা
ক)আনোয়ার পাশা
খ)আখতারুজ্জামান ইলিয়াস✔
গ)আবুল ফজল
ঘ)আবদুল গাফফার চৌধুরী
২১.অর্থবোধক ধ্বনিকে বলা হয়-
ক)বাক্য
খ)উপসর্গ
গ)শব্দ✔
ঘ)প্রত্যয়
২২.‘আকাশ কুসুম’ বাগধারাটির অন্তর্নিহিত অর্থ হল-
ক)অপদার্থ
খ)অদ্ভুত
গ)চুরি
ঘ)অলিক কল্পনা✔
২৩.কোনটি নাট্যগ্রন্থ?
ক)ঘরে বাইরে
খ)সুলতানার স্বপ্ন
গ)যাবত জীবন
ঘ)রক্ত করবী✔
২৪.‘ক্রীতদাসের হাসি’ এর রচয়িতা কে?
ক)আব্দুল্লাহ আল মামুন
খ)শওকত আলী
গ)মাহমুদুল হক
ঘ)শওকত ওসমান✔
২৫.২৫ শে বৈশাখ কার জন্মদিন ?
ক)কাজী নজরুল ইসলাম
খ)শামসুর রাহমান
গ)ড.মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ)রবীন্দ্রনাথ ঠাকুর✔
ইংরেজী অংশ
- “Ode to the west wind” – is by-
ক)Keats
খ)Shelley✔
গ)Coleridge
ঘ)Wordsworth
- Someones who writes plays is called a –
ক)play writer
খ)dramataizer
গ)Playwright✔
ঘ)playwrite
- The synonym of ‘insane’ is –
ক)Stupid
খ)Crazy✔
গ)Senseless
ঘ)indolent
- The antonym of ‘different’ is –
ক)indifferent
খ)callous
গ)Seperate
ঘ)Similar✔
- Which one is the correct sentence ?
ক)I have bought a soap yesterday
খ)I have bought a bar of of soap yestarday
গ)I bought a bar of soup yesterday✔
ঘ)I had bought a soap yesterday
- What kind of noun is “Fun”?
ক)Countable
খ)Uncountable✔
গ)Common
ঘ)Material
- The translation of ‘কখন থেকে বৃষ্টি হচ্ছে’ ?
ক)When has it been raining ?
খ)Since when has it been raining?
গ)How long has it been raining? ✔
ঘ)From when has it been raining ?
- The greeting to be used at 11.30 PM is –
ক)Good evening✔
খ)Good night
গ)Good afternoon
ঘ)Good bye
- Which is the correct spelling ?
ক)Newmonia
খ)pneumonia✔
গ)Penwmania
ঘ)neumonia
- The door opened automatically.The verb in this sentence is –
ক)Transative verb
খ)intransitive verb✔
গ)neither Transative and nor intransitive
ঘ)linking
- The meaning of ‘Turn down’ is-
ক)Refuse to consider✔
খ)Throw away
গ)Deny
ঘ)Expel
- At 8.45 how would you tell the time?
ক)It is a quarter before nine
খ)It is quarter to nine
গ)It is a quarter to nine✔
ঘ)It is a quarter for nine
- Which form of the word is adjective ?
ক)Defy
খ)Defiant✔
গ)defiance
ঘ)None
- Geoffrey Chaucer wrote-
ক)Canterbury Tales✔
খ)Piers plowman
গ)Morte d ‘ Arthur
ঘ)The maids Tragedy
- The right preposition for the gaps are; We went–a party– Rita’s house on Sunday-
ক)For,To
খ)to, at✔
গ)On.At
ঘ)To,To
- He is named _______ his father
ক)To
খ)Of
গ)With
ঘ)After✔
- Who wrote ‘pride and prejudice’ ?
ক)Shakespeare
খ)Thomas Hardy
গ)Jane Austin✔
ঘ)John milton
- Would you mind ________?
ক)To open the door
খ)Opened the door
গ)Opens the door
ঘ)Opening the door✔
- Usually ‘Excuse me’ is used in order to-
ক)Seek permission
খ)Draw attention✔
গ)Ask question
ঘ)Get pardon
- What is the time _______your watch?
ক)In
খ)To
গ)By✔
ঘ)Of
- He is _____ FRCS
ক)An✔
খ)A
গ)The
ঘ)no article
- The passive form of ” Who had done the work?” is –
ক)By whom has the work been done✔
খ)Who has been done the work ?
গ)By Whom has been done the work ?
ঘ)Whom has done the work ?
- He said to me,” Do you like music?” -The indirect form of this sentence
ক)He said if I like music
খ)He asked me do I like music
গ)He asked me if I liked music
ঘ)he asked me if I liked the music✔
- He asked me ”Why I was late ?” The inverted clause is –
ক)Principal clause
খ)Noun clause✔
গ)Adjective Clause
ঘ)Adverbial clause
গণিত অংশ
১.নিঃশেষে বিভাজ্য না হলে কোনটি নির্ভূল?
ক)ভাজ্য=(ভাজকxভাগফল)+ভাগশেষ
খ)ভাজ্য= (ভাজক+ভাগশেষ) +ভাগফল
গ)ভাজ্য=(ভাগশেষxভাগফল) + ভাজক
ঘ)কোনটিই নয়✔
২.পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০বছর।পিতার বয়স কন্যার বয়সের ৪গুন হলে,কন্যার বয়স কত?
ক)১২বছর
খ)১৪বছর
গ)১৬বছর✔
ঘ)২০বছর
৩.৩৭+৩৬+৩৫+…………+২১ = কত?
ক)৪৯১
খ)৪৯৩✔
গ)৪৯৪
ঘ)৪৯৫
৪.কোনস্থানে যত লোক ছিলো প্রত্যেকে তত পাঁচ টাকা করে চাঁদা দেয়ায় মোট ৪৫০০ টাকা আদায় হলো। কতজন লোক ছিল?
ক)৭৫০
খ)৯০০✔
গ)৮০০
ঘ)কোনটিই নয়
৫.২৪,৩০ এবং ৭৭ এর গ.সা.গু কত?
ক)১✔
খ)২
গ)৩
ঘ)৫
৬.২০ বর্গ মিটার ২ একরের কত অংশ?
ক)১/৫✔
খ)১/৮
গ)১/১০
ঘ)১/১২
৭.কোন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
ক)৫০%
খ)১০০%
গ)১২৫%✔
ঘ)১৫০%
৮.সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি
ক)সরল কোণ
খ)পূরক কোণ
গ)সূক্ষ্মকোণ✔
ঘ)স্থূলকোণ
সাধারণ জ্ঞান অংশ
১.বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা কে ছিলেন?
ক)ইয়াজউদ্দিন আহমেদ
খ)লতিফুর রহমান
গ)মোহাম্মদ হাবিবুর রহমান
ঘ)সাহাবুদ্দিন আহাম্মেদ✔
২.১৯৭১ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষন কোথায় দেন?
ক)মানিক মিয়া এভিনিউতে
খ)পল্টন মদনে
গ)লালদীঘি ময়দানে
ঘ)সোহরাওয়ার্দী উদ্যানে✔
৩.বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ক)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ)সৈয়দ নজ্রুল ইসলাম
গ)ক্যাপ্টেন মনসুর আলী
ঘ)তাজউদ্দীন আহমেদ✔
৪.বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী দেশ কোনটি ?
ক)ভূটান
খ)যুক্তরাজ্য
গ)ভারত✔
ঘ)জাপান
৫.ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেষ্টে মর্যাদা পায়?
ক)২০০০
খ)২০০৩✔
গ)২০০৪
ঘ)২০০৫
৬.কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
ক)হামিদুর রহমান✔
খ)জয়ানল আবেদীন
গ)কামরুল হাসান
ঘ)কাইয়ূম চৌধুরী
৭.পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
ক)আটলান্টিক ও ভূমধ্যসাগর
খ)আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর✔
গ)ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
ঘ)প্রশান্ত ও উত্তর মহাসাগর
৮.ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক)১৯১১
খ)১৯২১✔
গ)১৯২৪
ঘ)১৯৩১
৯.বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
ক)১৯৭২
খ)১৯৭৪✔
গ)১৯৭৫
ঘ)১৯৭৬
১০.কত সালে থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে?
ক)১৯৯৯
খ)২০০০✔
গ)২০০১
ঘ)২০০২
১১.বাংলাদেশ রাইফেলসের বর্তমান নাম কি?
ক)বাংলাদেশ বর্ডার গার্ড
খ)বর্ডার গার্ড বাংলাদেশ✔
গ)বাংলাদেশ সিকিউরিটির গার্ড
ঘ)সিকিউরিটি গার্ড অব বাংলাদেশ
১২.সম্প্রতি সোমালিয়ায় জলদস্যুরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করেছে তার নাম কি?
ক)এমভি বাংলার মনি
খ)এমভি জাহান মনি✔
গ)এমভি বাংলার সৌরভ
ঘ)এমভি বাংলার গৌরব
১৩.বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
ক)আকরাম খান কমিশন
খ)শরীফ কমিশন
গ)সামসুল হক কমিশন
ঘ)কুদরতই-খুদা কমিশন✔
১৪.বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ক)১২৯ তম
খ)১৩৬ তম✔
গ)১৪২ তম
ঘ)১৩৪ তম
১৫.বর্তমানে বাংলাদেশে চালুকৃত সরকারী বিশ্ববিদ্যালয় কতটি?
ক)২৪টি
খ)২৫টি
গ)৩০টি
ঘ)৩৪টি✔
১৬.যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন ষ্টেট সর্বশেষে যোগ দেয়?
ক)নিউ ইয়ার্ক
খ)ফ্লোরিডা
গ)হাওয়াই✔
ঘ)দেলওয়ার
১৭.কোন দেশে সেনাবাহিনী নেই?
ক)জার্মানী
খ)সুইজারল্যান্ড
গ)মালদ্বীপ✔
ঘ)জাপান
১৮.২০১১ ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় কতটি দেশ অংশগ্রহন করে?
ক)১২✔
খ)১৪
গ)১৬
ঘ)১৮
১৯.ইউরোপীয় ইউনিয়নের সাধারন মুদ্রার নাম কি?
ক)ডলার
খ)ইউরো✔
গ)পাউন্ড
ঘ)ক্রোনা
২০.সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কোন দেশে?
ক)এশিয়া✔
খ)ইউরোপ
গ)আফ্রিকা
ঘ)আমেরিকা
২১.কততারিখ বিশ্ব নারী দিবস হিসাবে পালিত হয়?
ক)৮ মার্চ✔
খ)১০ এপ্রিল
গ)১০ অক্টোবর
ঘ)১৪ আগষ্ট
২২.হোচিমিন নগরীর পূর্বনাম কি?
ক)হ্যানয়
খ)সায়গন✔
গ)ভিয়েতনাম
ঘ)ভিয়েনতিয়েন
২৩.বীরমুক্তিযোদ্ধা কর্ণেল তাহেরকে ফাঁসি দেওয়া হয় কোথায়?
ক)ঢাকা সেনানিবাস✔
খ)চট্টগ্রাম সেনানিবাস
গ)কুমিল্লা জেলে
ঘ)ঢাকা জেলে
২৪.বাংলাদেশের সর্ববৃহত ঈদের জামাত সাধারণত কোথায় অনুষ্ঠিত হয়?
ক)জাতীয় ঈদ্গাহ ঢাকা
খ)বায়তুল মোকাররম মসজিদ
গ)লালদিঘী ময়দান
ঘ)কিশোরগঞ্জের সোলাকিয়া✔
২৫.কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম?
ক)লাল
খ)বেগুনি✔
গ)নীল
ঘ)কমলা
২৬.বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরী ?
ক)তামা
খ)টাংস্টেন✔
গ)সীসা
ঘ)ইস্পাত
২৭.কোন মৌলে নিউট্রন নেই?
ক)লিথিয়াম
খ)অক্সিজেন
গ)হাইড্রোজেন✔
ঘ)হিলিয়াম
২৮.কোন রাসায়নিক পদার্থটি ক্রোমোজোমের ভিতর থাকে না?
ক)ডি এন এ
খ)আর এন এ
গ)প্রোটিন
ঘ)লিপিড✔
২৯.ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে ?
ক)যকৃত
খ)থাইরয়েড
গ)অগ্ন্যাশয়✔
ঘ)পিটুইটারি গ্রন্থ
৩০.পেনিসিলিনের আবিষ্কারক কে?
ক)এডিসন
খ)পিয়েরে কুরী
গ)আলেকজান্ডার ফ্লেমিং✔
ঘ)রবার্ট রস
৩১.বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত শতাংশের বেশি হলে কো্নো প্রাণী বাঁচতে পারে না?
ক)৩%
খ)১০%
গ)১২%
ঘ)২৫% ✔
৩২.বিশ্বে ঘাতক রোগ কোনটি ?
ক)ক্যান্সার
খ)যক্ষা
গ)এইডস✔
ঘ)ডায়াবেটিস
৩৩.ফুসফুসে বায়ুর প্রবেশকে কি বলে?
ক)নিঃশ্বাস
খ)প্রশ্বাস✔
গ)শ্বাস ত্যাগ
ঘ)কোনটিই নয়
৩৪.ইস্ট কি?
ক)ভাইরাস
খ)ব্যাক্টেরিয়া
গ)ছত্রাক✔
ঘ)প্রটোজয়া
৩৫.মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
ক)মাটির পাত্র পানি হতে বেশি তাপ শোষন করে
খ)মাটির পাত্র ভাল তাপ পরিবাহি
গ)মাটির পাত্র পানির বাষ্পী ভবনে সাহায্য করে✔
ঘ)মাটির পাত্র তাপ কুপরিবাহী
৩৬.টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি ?
ক)সোডিয়াম বাইকার্বোনেট
খ)সোডিয়াম অক্সাইড
গ)পটাসিয়াম বাইকার্বোনেট
ঘ)মনোসোডিয়াম গ্লুটামেট✔
৩৭.বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ –ক)কম হয়
খ)বেশি হয়
গ)একই হয়✔
ঘ)খুবই কম হয়
৩৮.কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
ক)এইডস
খ)জলাতংক
গ)ডিপথেরিয়া✔
ঘ)পোলিও
৩৯.বিল্রুবিন তৈরি হয় শরীরের কোথায় থেকে?
ক)যকৃত✔
খ)কিডনিতে
গ)হৃদপিন্ডে
ঘ)হাড়ে
৪০.বলের একক কোনটি?
ক)জুল
খ)অশ্বশক্তি
গ)ক্যালরি
ঘ)নিউটন✔
আরো পড়ুনঃ-
- পরিবেশ ও বন মন্ত্রণালয় এর রিসার্স অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৬
- পরিবেশ ও বন মন্ত্রণালয় এর সহ-পরিচালক (কারিগরি)পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান–২০০৭
- পরিবেশ অধিদপ্তরের ল্যাবরেটরি এ্যাটেনডেন্ট পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
- পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।