দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপ-সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০

0
729

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

পিডিএফ ডাউনলোড

পদের নামঃ- উপ-সহকারী পরিচালক

তারিখঃ-০৭.০২.২০২০

১. আমারে ছাড়িয়া এত ব্যথী যরি, কেমন করিয়া হায় পঙক্তিটি কার?

ক) কাজী নজরুল ইসলাম

খ)  জীবনানন্দ দাশ

গ) জসীম উদ্‌দীন✔️

ঘ) তুলসী দাস

২. ‘ময়ূরকণ্ঠী’ কোন ধরনের রচনা?

ক) কাব্যগ্রন্থ

খ) রম্যরচনা

গ) উপন্যাস✔️

ঘ) ভ্রমণ বৃত্তান্ত

৩. মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস কোনটি?

ক) তেইশ নম্বর তৈলচিত্র✔️

খ) কর্ণফুলী

গ) ক্ষুধা ও আশা

ঘ) ধান-কন্যা

৪. ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র কোনটি?

ক) কখনও আসেনি

খ) আবার তোরা মানুষ হ

গ) জীবন থেকে নেয়া✔️

ঘ) সঙ্গম

৫. ‘মৈনাক’ ছদ্মনামে কে কবিতা লিখতেন?

ক) শামসুর রাহমান✔️

খ) সত্যেন্দ্রনাথ দত্ত

গ) সুকুমার রায়

ঘ) বুদ্ধদেব বসু

৬. ‘নীড় ছোট ক্ষতি নেই আকাশতো বড়’ গানটির গীতিকার কে?

ক) সত্যব্রত বিশ্বাস

খ) হেমন্ত মুখোপাধ্যায়✔️

গ) গৌরিপ্রসন্ন মজুমদার

ঘ) নচিকেতা ঘোষ

৭. ‘সেই ধন্য নরকুলে কাকে যাবে নাহি ভুলে’, পঙক্তিটি কার?

ক) মাইকেল মধুসূদন দত্ত✔️

খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ) কাজী নজরুল ইসলাম

ঘ) সমরেশ বসু

৮. ‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক) বহিঙ্গ

খ) স্থাবর✔️

গ) অস্থাবর

ঘ) শান্তি

৯. শুদ্ধ শব্দ কোনটি?

ক) ঐক্যমত

খ) লক্ষণীয়✔️

গ) খৃষ্টাব্দ

ঘ) অচিন্ত্যনীয়

১০. ‘সাহিত্য বিশারদ’ কোন সমাসের উদাহরণ?

ক) দ্বিতীয় তৎপুরুষ

খ) পঞ্চমী তৎপুরুষ

গ) ষষ্ঠী তৎপুরুষ

ঘ) সপ্তমী তৎপুরুষ✔️

১১. ‘চকলেট’ কোন ভাষার শব্দ?

ক) ইতালিয়

খ) বার্মিজ

গ) পর্তুগীজ

ঘ) মেক্সিকান✔️

১২. ‘পরকে প্রতিপালন করে যে’ এক কথায় কি হবে?

ক) পরভৃত

খ) পরভৃৎ✔️

গ) প্রতিপালক

ঘ) প্রতিপোসক

১৩. ‘সমুদ্র’এর সমার্থক শব্দ নয় কোনটি?

ক) অর্ণব

খ) পারাবার

গ) শোণিত✔️

ঘ) গাভ

১৪. ‘শত্রু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক) রিপু✔️

খ) ফণী

গ) পারীন্দ্র

ঘ) ত্রিযামা

১৫. ‘মুখ তোলা’ বাক্যের অর্থ কি?

ক) নিজের মুখ উপরে তোলা

খ) অন্যের মুখ তুলে ধরা

গ) নষ্ট করা

ঘ) প্রসন্ন হওয়া✔️

১৬. ‘তিতিক্ষা’ শব্দ দ্বারা বুঝায়?

ক) লাভ করার ইচ্ছা

খ) গমন করার ইচ্ছা

গ) ক্ষমা করার ইচ্ছা✔️

ঘ) ত্যাগ করার ইচ্ছা

১৭. কোন কবিকে ভারত সরকার ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত করে?

ক) কাজী নজরুল ইসলাম✔️

খ) রবীন্দ্রনাথ ঠাকুর

গ) দ্বিজেন্দ্রলাল রায়

ঘ) কোনটিই নয়

১৮. ‘যোগাযোগ’ উপন্যাসের রচয়িতা কে?

ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

গ) রবীন্দ্রনাথ ঠাকুর✔️

ঘ) বনফুল

১৯. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

ক) অন্যায়

খ) আমরণ

গ) অহি-নকুল✔️

ঘ) অনাসক্ত

২০. ‘গণকবর’ শব্দে ‘গণ’ কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) বহুবচন✔️

খ) মানুষ

গ) বিশেষ

ঘ) সাধারণ

  1. What parts of speech is ‘beauty’?

ক) Pronoun

খ) Noun✔️

গ) Adjective

ঘ) Verb

  1. ‘A rolling stone gathers no moss’ what is rolling?

ক) Gerund

খ) Participle

গ) Verbal Noun

ঘ) Adjective✔️

  1. The dress doesn’t suit you; you —— another.

ক) could

খ) would

গ) should✔️

ঘ) will

  1. Do you enjoy teaching.? The underlined word is?

ক) Noun

খ) Participle

গ) Gerund✔️

ঘ) Pronoun

  1. He avoided (make) the same mistake again.

ক) to make

খ) making✔️

গ) made

ঘ) makes

  1. ‘Rahim always runs quite fast’. Here ‘always’ is ——

ক) Pronoun

খ) Noun

গ) Adverb✔️

ঘ) Adjective

  1. ‘The program was telecast live’. What parts of speech is live?

ক) Noun

খ) Verb

গ) Adjective

ঘ) Adverb✔️

  1. There is no alternative —— training.

ক) to✔️

খ) for

গ) of

ঘ) than

  1. You must adhere —— your principle.

ক) with

খ) at

গ) to✔️

ঘ) for

  1. What type of writing is ‘The Luncheon’

ক) Novel

খ) Poem

গ) Satire✔️

ঘ) Essay

  1. Neither Rumi nor Rehena —— qualified for the job.

ক) are

খ) is✔️

গ) were

ঘ) had

  1. We look forward —— a response from you?

ক) to receiving✔️

খ) for receiving

গ) in receiving

ঘ) to receive

  1. We (not have) a holiday since the beginning of the year?

ক) did not have

খ) have not had✔️

গ) are not having d

ঘ) had not had

  1. The word ‘Anthropology’ is related to?

ক) study of mineral

খ) study of mankind✔️

গ) study of diseases

ঘ) study of evolution

  1. The word ‘somnambulist’ means –

ক) a daydreamer

খ) a sleep walker✔️

গ) an night dreamer

ঘ) a optimist

  1. Choose the correctly spelt word –

ক) Accilerate

খ) Accelerate✔️

গ) Accelerrate

ঘ) Accilerrate

  1. Now a days, many villages are lit —— electricity.

ক) with

খ) by✔️

গ) from

ঘ) on

  1. What kind of noun is “Knowledge”?

ক) Proper

খ) Material

গ) Abstract✔️

ঘ) Common

  1. Do not make a noise while your father ——.

ক) is sleeping✔️

খ) is being asleep

গ) has siept

ঘ) asleep

  1. Which word is correct?

ক) Sunami

খ) Tsunami✔️

গ) Tsuname

ঘ) Tsunime

  1. What is the synonym of the word “farcical”?

ক) ridiculous✔️

খ) sad

গ) real

ঘ) cool

১. বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের

ক) সমান

খ) তিনগুণ

গ) অর্ধেক

ঘ) দ্বিগুন✔️

২. 3x যদি 15 থেকে 3 অধিক হয় তাহলে 3x + 2 =?

ক) 17

খ) 20✔️

গ) 18

ঘ) 21

৩. abc এর মান 160 হলে a এর মান কোনটি হতে পারে না?

ক) 0✔️

খ) 1

গ) 2

ঘ) 21

৪.    = ?

ক) 1

খ) 2

গ) -1

ঘ) 0.45✔️

৫. -1 হতে কত বিয়োগ করলে বিয়ােগফল 0 হবে?

ক) 1

খ) 2

গ) -1✔️

ঘ) -2

৬. (a−1)−1a-1-1 এর মান নিম্নের কোনটি?

ক)

খ)

গ) a✔️

ঘ)

৭. 3, 5, 8, 10, 18, 20 ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক) 28

খ) 30

গ) 34

ঘ) 38✔️

৮. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ কি কোণ?

ক) সরলকোণ

খ) সন্নিহিত কোণ

গ) সূক্ষ্মকোণ✔️

ঘ) স্থূলকোণ

৯. ১ ট্রিলিয়ন = ?

ক) ১০০০০০ কোটি✔️

খ) ১০০০ কোটি

গ) ১০০০০০০ কোটি

ঘ) ১০০ কোটি

১০. ১ টন = কত পাউন্ড?

ক) 1000

খ) 116.8

গ) 1400

ঘ) 2240✔️

১. মধ্যপ্রাচ্যের কোন দেশের নারীরা প্রথমবারের মতো ভোটাধিকার লাভ করে?

ক) সৌদি আরব

খ) জর্ডান

গ) বাহরাইন

ঘ) ইরান✔️

২. বেনিন প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি?

ক) লুয়ান্ডা

খ) বুজুমবুরা

গ) গ্যাবোরোন

ঘ) পোর্ট-নোভো✔️

৩. হাইপারসনিক ক্ষেপণাস্ত্র Avangard কোন দেশের তৈরি?

ক) রাশিয়া✔️

খ) চীন

গ) জাপান

ঘ) উত্তর কোরিয়া

৪. বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ সরকারপ্রধান কে?

ক) জেসিন্দা আর্ডেন

খ) সেবাস্তিয়ান কুর্জ✔️

গ) ওলেসি হংচারুক

ঘ) সানা ম্যারিন

৫. জাপানের আইন সভার নাম কি?

ক) সিনেট

খ) কংগ্রেস

গ) ডায়েট✔️

ঘ) নেসেট

৬. ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?

ক) আবি আহমেদ আলী ✔️

খ) ডেনিস মুকওয়েশি

গ) নদিয়া মুরাদ

ঘ) শেখ হাসিনা

৭. নিচের কোনটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট?

ক) IFAD

খ) WHO

গ) WTO✔️

ঘ) NATO

৮. ‘Green Peace’ কোন দেশের পরিবেশবাদী সংগঠন?

ক) কানাডা

খ) নেদারল্যান্ড ✔️

গ) অস্ট্রিয়া

ঘ) নিউজিল্যান্ড

৯. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি?

ক) আইসোটোন

খ) আইসোটোপ✔️

গ) আইসোবার

ঘ) আইসোমার

১০. নিচের কোন ধাতুটি পানির চেয়ে হালকা?

ক) ক্যালসিয়াম

খ) সোডিয়াম✔️

গ) পটাশিয়াম

ঘ) হিলিয়াম

১১. বেকিং পাউডারের রাসায়নিক সংকেত কোনটি?

ক) Na2CO3

খ) NaHCO3✔️

গ) H2SO4

ঘ) NaHcl

১২. প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় সংরক্ষিত থাকে?

ক) Clipboard✔️

খ) RAM

গ) Hard Disk

ঘ) CPU

১৩. আফ্রিকান কোন দেশে চীন সামরিক ঘাটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?

ক) তানজানিয়া

খ) রুয়ান্ডা

গ) জিবুতি✔️

ঘ) এঙ্গোলা

১৪. OIC এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?

ক) ১ম

খ) ২য়✔️

গ) ৩য়

ঘ) ৪র্থ

১৫. ‘Freedom House’ সংগঠনের সদর দপ্তর কোথায়?

ক) জেনেভা

খ) লন্ডন

গ) ওয়াশিংটন✔️

ঘ) টরেন্টো

১৬. ‘করোনা ভাইরাস’ চীনের কোন প্রদেশে প্রথম দেখা দেয়?

ক) উহান

খ) উনবেন

গ) সাংহাই

ঘ) হুবেই✔️

১৭. ‘আফ্রিকান পার্ল’ কোন দেশকে বলা হয়?

ক) উগান্ডা✔️

খ) দক্ষিণ আফ্রিকা

গ) কেনিয়া

ঘ) মিশর

১৮. ‘Central Bureau of Investing’ অবস্থিত?

ক) ভারত✔️

খ) যুক্তরাষ্ট্র

গ) সিংগাপুর

ঘ) ফ্রান্স

১৯. Interpol এর বর্তমান সদস্য সংখ্যা কত?

ক) 184

খ) 190

গ) 192

ঘ) 194✔️

২০. যুক্তরাজ্য কবে BREXIT বাস্তবায়ন করে?

ক) ২১ জানুয়ারি, ২০২০

খ) ৩১ জানুয়ারি, ২০২০✔️

গ) ১১ জানুয়ারি, ২০২০

ঘ) ১ জানুয়ারি, ২০২০

২১. ভারতের সাথে স্থলসীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

ক) ১৬ জুলাই, ১৯৭৪

খ) ১৬ জুন, ১৯৭৪

গ) ১৬ মার্চ, ১৯৭৪

ঘ) ১৬ মে, ১৯৭৪✔️

২২. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

ক) ঢাকা বিশ্ববিদ্যালয়

খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়✔️

গ) খুলনা বিশ্ববিদ্যালয়

ঘ) কোনটি নয়

২৩. ২০১৮ সালে বাংলাদেশে প্রত্যক্ষ বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?

ক) রাশিয়া

খ) যুক্তরাষ্ট্র

গ) চীন✔️

ঘ) ভারত

২৪. পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?

ক) ১ম

খ) ২য়

গ) ৩য়✔️

ঘ) ৪র্থ

২৫. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

ক) ১৫০ নটিক্যাল মাইল

খ) ১৭৫ নটিক্যাল মাইল

গ) ২০০ নটিক্যাল মাইল✔️

ঘ) ২২৫ নটিক্যাল মাইল

২৬. নিচের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?

ক) লালখান

খ) লালপুর✔️

গ) শ্রীমঙ্গল

ঘ) কোনটি নয়

২৭. ‘মুক্তিরগান’ চলচ্চিত্রের নির্মাতা –

ক) জহির রায়হান

খ) খান আতাউর রহমান

গ) শহীদুল ইসলাম

ঘ) তারেক মাসুদ✔️

২৮. কোনটির আইনগত ভিত্তি আছে?

ক) দানশীলতার

খ) এতিমখানার

গ) ধর্মপ্রচার

ঘ) ওয়াকফ্✔️

২৯. বাংলাদেশের বর্তমানে প্রবাসী আয় GDP এর-

ক) ৯.০০%

খ) ১২.০০%

গ) ১৫.০০%

ঘ) ৫.৪০%✔️

৩০. ‘মুজিব বাহিনী’ কাদের নিয়ে গঠিত হয়েছিল?

ক) যুবকদের✔️

খ) শ্রমিকদের

গ) পেশাজীবীদের

ঘ) ছাত্রছাত্রীদের

৩১. ‘মুল্যবোধ’ কী?

ক) রীতিনীতি

খ) মানব আচরণ✔️

গ) আচরণের মানদন্ড

ঘ) মানবরীতি

৩২. ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?

ক) ১৬০৮

খ) ১৯৬৪

গ) ১৮৮৪✔️

ঘ) ১৯৯০

৩৩. বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট চালু করেছে?

ক) ১১৩তম

খ) ১১৫তম

গ) ১১৭তম

ঘ) ১১৯তম✔️

৩৪. বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি?

ক) ঢাকা

খ) কুমিল্লা

গ) যশোর✔️

ঘ) মাগুরা

৩৫. বাংলাবান্ধা কেনি জেলায় অবস্থিত?

ক) ঠাকুরগাঁও

খ) শেরপুর

গ) পঞ্চগড়✔️

ঘ) জয়পুরহাট

৩৬. রবিশঙ্কর একজন বিখ্যাত

ক) সেতারবাদক✔️

খ) বেহালা বাদক

গ) গায়ক

ঘ) সবগুলো

৩৭. বাংলা একাডেমী’র মূল ভবনের প্রাক্তন নাম

ক) বর্ধমান হাউজ✔️

খ) চামেলী হাউজ

গ) আহসান মঞ্জিল

ঘ) শান্তি নিকেতন

৩৮. ১৩তম এসএ গেমসে বাংলাদেশে কতটি স্বর্ণপদক অর্জন করে?

ক) 16

খ) 17

গ) 18

ঘ) 19✔️

৩৯. বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে?

ক) নিঝুম

খ) হাতিয়া

গ) কুতুবদিয়া✔️

ঘ) সন্দ্বীপ

৪০. বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি?

ক) সায়েদাবাদ✔️

খ) সোনাকান্দা

গ) শ্যামবাজার

ঘ) পোস্তাগোলা

৪১. লবণের দ্রবণে আঙ্গুর রাখলে তা চুপসে যায় কোন প্রক্রিয়ায়?

ক) ব্যাপন

খ) অন্তঃঅভিস্রবণ

গ) বহিঃ অভিস্রবণ✔️

ঘ) ইমবাইবিশন

৪২. নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস?

ক) SQL

খ) Blueray

গ) CIH✔️

ঘ) SPSS

৪৩. কম্পিউটার বা ইন্টারনেটের ব্যবহার কখন ক্ষতিকর?

ক) ব্যবহার না করলে

খ) বাড়াবাড়ি ব্যবহার✔️

গ) দৈনিক

ঘ) সাময়িক

৪৪. কম্পিউটারের আইকিউ কী?

ক) 0✔️

খ) ১২০ এর বেশি

গ) ১২০ এর কম

ঘ) ২০০

৪৫. সফ্ট ড্রিঙ্ক এ কোনটি ব্যবহৃত হয়?

ক) ডিডিটি

খ) সরবেট

গ) কার্বোনেট✔️

ঘ) ফরমালিন

৪৬. ‘আগামীকাল’ এর পরোক্ষ উক্তি কি?

ক) আগেরদিন

খ) পরদিন✔️

গ) পূর্বদিন

ঘ) সেদিন

৪৭. কোনটি অনুপার্জিত আয়?

ক) কমিশন

খ) প্রাপ্য কমিশন

গ) অগ্রিম প্রাপ্ত কমিশন✔️

ঘ) প্রাপ্ত কমিশন

৪৮. তরঙ্গ দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে কি সঞ্চারিত হয়?

ক) ক্ষমতা

খ) শক্তি✔️

গ) গতি

ঘ) বেগ

৪৯. ‘কৈবর্ত বিদ্রোহ’ কোন আমলে সংঘটিত হয়?

ক) পাল✔️

খ) সেন

গ) মোঘল

ঘ) ইংরেজ

Download From Google Drive

Download

আরো পড়ুনঃ-

Download From Yandex

Download