রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক
পিডিএফ ডাউনলোড
রবীন্দ্রনাথের উপন্যাস: রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ – ৭ই আগস্ট ১৯৪১ ; ২৫শে বৈশাখ, ১২৬৮ – ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তিনি ৭ই মে, ১৮৬১ (২৫শে বৈশাখ, ১২৬৮) সালে কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন । তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।
রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ৭ই আগস্ট ১৯৪১ পরলোক গমন করেন।
রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার সহজ কৌশলঃ-
কবি গুরু রবীন্দ্রনাথের ঠাকুরের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ মনে রাখা একটু কষ্টকর, সেইজন্য আজকে রবীন্দ্রনাথের ঠাকুরের উপন্যাস, কাব্যগ্রন্থ, গল্প ও নাটক গুলো মনে রাখার সহজ ও সহজ পদ্ধতি শেয়ার করা হল। ছন্দের আকারে সহজে যেকেউ তার উপন্যাস গুলো মনে রাখতে পারবে। নিম্নে তা আলোচনা করা হল –
“গোরা শেষের কবিতার চার অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হল।
দুইবোন মালঞ্চ ও রার্জষিকে ঘরের বাইরে যোগাযোগ করে পেলনা বলে বৌ ঠাকুররানীর হাটে খুঁজতে গিয়ে
নৌকাডুবি হল।”
টেকনিক ব্যাখ্যাঃ-
১.গোরা (১৯১০)
২.শেষের কবিতা (১৯২৯)
৩.চার অধ্যায়(১৯৩৪)
৪.চতুরঙ্গ (১৯১৫)
৫.চোখের বালি (১৯০৩)
৬.দুই বোন (১৯৩৩)
৭.মালঞ্চ (১৯৩৪)
৮.রার্জষি (১৮৮৭)
৯.ঘরের বাইরে (১৯১৫)
১০.যোগাযোগ (১৯২৯)
১১.বৌঠাকুররানীর হাট (১৮৮৩)
১২.নৌকাডুবি (১৯০৬)
বিকল্প টেকনিক
“বৌয়ের চোখে চার নৌকাডুবি দেখে দুইবোন করুনার শেষে চতুর রাজর্ষি গোরাকে নিয়ে ঘরে বাইরে
যোগাযোগ করল।”
টেকনিক ব্যাখ্যা: ______
১. বৌয়ের— বৌঠাকুরানীর হাট
২. চোখের— চোখের বালি
৩. চার— চার অধ্যায়
৪. নৌকাডুবি— নৌকাডুবি
৫. দুই বোন— দুই বোন
৬. করুনা— করুনা
৭. শেষে— শেষের কবিতা
৮. চতুর— চতুরঙ্গ
৯. রাজর্ষি— রাজর্ষি
১০. গোরা— গোরা
১১. ঘরেবাইরে— ঘরেবাইরে
১২. যোগাযোগ-যোগাযোগ
রবি ঠাকুরের ছোট গল্প মনে রাখার উপায়ঃ-
ছোট গল্প: পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তির দিদির পত্র রক্ষা করতে পারল না
১.পোস্টমাস্টার
২.কাবুলিওয়ালা
৩.দেনা পাওনা
৪.কর্মফল
৫.হৈমন্তি
৬.দিদি
৭.পত্র রক্ষা
রবি ঠাকুরের প্রেমের গল্প মনে রাখার উপায়ঃ-
প্রেমের গল্প: দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন।
১.ল্যাবরেটরী
২.অধ্যাপক
৩.নষ্টনীড়
৪.শেষ রাত্রি
৫.সমাপ্তি
৬.স্ত্রীর পত্র
৭.একরাত্রি
৮.দূর আশা
৯.দৃষ্টিদান
রবীন্দ্রনাথের বিখ্যাত নাটকগুলি মনে রাখার কৌশলঃ-
“রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকরবী মুক্ত মুকুট নিয়ে অরুনাচল অরুপরতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন ।”
১. রাজা-রাজা
২. অচলায়তন-অচলায়তন
৩. চিরকুমার-চিরকুমার সভা
৪. ডেকে –ডাকঘর
৫. রক্তকরবী-রক্তকরবী
৬. মুক্ত —- মুক্তধারা
৭. মুকুট—- মুকুট
৮. অরুণাচল— অরুণাচল
৯. অরুপরতন— অরুপরতন
১০.কালের যাত্রায়—- কালের যাত্রা
১১.বিসর্জন— বিসর্জন
১২.তাসের দেশে—- তাসের দেশ
আরো পড়ুনঃ
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী AtoZ সহ সকল প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনচরিত (১৮৬১–১৯০১)
১০ম থেকে ৪০তম বিসিএস পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুর
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।