বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনচরিত (১৮৬১–১৯০১)

0
748

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনচরিত

(১৮৬১–১৯০১)

➔ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ (৭ই মে ১৮৬১ খ্রি.) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবিন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদাসুন্দরী দেবী এবং দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ১৯০১ সালে রবিন্দ্রনাথ ঠাকুর শান্তি নিকেতনে ‘ব্রাক্ষচর্যাশ্রম’ নামক বিদ্যাপিঠ প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে ১৯২১ সালে বিশ্বভারতী কলেজ ও বিশ্বাবিদ্যালয়ে পরিণত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর দুইবার (১৮৯৮খ্রি, ১৯২৬খ্রি) ঢাকায় আসেন। ১৯১৫ সালে তৎকালীন ভারত সরকার তাকে স্যার বা নাইট উপাদি প্রদান করেন। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করেন।১৯১৩ সালের ২৬ ‍এ ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়, ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ১৯৪০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট উপাধি প্রদান করে। ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ (৭ই আগস্ট, ১৯৪১ খ্রি.) কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলা হয়। ভানুসিংহ ঠাকুর তাঁর ছদ্মনাম । তাঁকে বিশ্বকবি অভিধায় প্রথম অভিষিক্ত করেন পণ্ডিত রোমান ক্যাথলিক ব্রক্ষবান্ধব উপাধ্যায়।

📗 উপন্যাস: (১২ টি) । বৌঠাকুরানীর হাট (১৮৮৩ খ্রি.) তাঁর প্রথম উপন্যাস। করুনা, রাজর্ষি, শেষের কবিতা, ঘরে-বাইরে, চার অধ্যায়, গোরা, চোখের বালি, নৌকাডুবি, দুইবোন, যোগাযোগ ,চতুরঙ্গ ও মালঞ্চ।

📗 ছোটগল্প: (১১৯ টি) । ভিখারিণী (১৮৭৪ খ্রি.) প্রথম ছোটগল্প। দেনাপাওনা, শেষকথা, ছুটি, হৈমন্তী,পোস্টমাস্টার, মহামায়া উল্লেখযোগ্য।

📗 নাটক: রুদ্রচণ্ড ( ১৮৮১ খ্রি.) লেখকের প্রথম প্রকাশিত নাটক। এছাড়া ও রয়েছে বাল্মীকি, বসন্ত, কালের যাত্রা,তাসের দেশ, বিসর্জন, অরূপরতন, ডাকঘর, ও রাজা উল্লেখযোগ্য।

📗 কাব্যগ্রন্থ: কবি-কাহিনী (১৮৭৮খ্রি.) কবির প্রথম গ্রন্থ। বনফুল, গীতাঞ্জলি,ভানুসিংহ ঠাকুরের পদাবলি, পূরবী,খেয়া,সোনালী,বলাকা উল্লেখযোগ্য।

সঙ্গীত:

➔ আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে

➔ ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা

➔ আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর

➔ আমার ও পরাণ যাহা চায়, তুমি তাই তুমি তাই গো

➔ যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে-

➔ রবীন্দ্র সংগীত চর্চা ও প্রসারের জন্য ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। রেজওয়ানা চৌধুরী বন্যা, ইন্দ্রনী সেন, হেমন্ত মুখোপাধ্যায় প্রমুখ রবীন্দ্র সঙ্গীতে শিল্পী হিসেবে পরিচিত।

আরো পড়ুনঃ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী AtoZ সহ সকল প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড

১০ম থেকে ৪০তম বিসিএস পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুর 

রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক পিডিএফ ডাউনলোড