১০ম থেকে ৪০তম বিসিএস পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুর পিডিএফ ডাউনলোড

0
484

১০ম থেকে ৪০তম বিসিএস পরীক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুর

পিডিএফ ডাউনলোড

৪০ তম বিসিএস
১. “কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে।
সন্ধ্যাবেলায় দীপ জ্বালার আগে
সকালবেলায় সলতে পাকানো”____
বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত…?
গ. যোগাযোগ

৩৯ তম বিসিএস
২. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে___
ক.বৈকুন্ঠের খাতা

৩৮ তম বিসিএস
৩. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ__?
ক. শেষ লেখা
চন্দরা চরিত্রের স্রষ্টা কে…….?
রবীন্দ্রনাথ ঠাকুর

৩৭ তম বিসিএস
৪. আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি”_______ রবীন্দ্রনাথ ঠাকুরের এ গানে ‘নিছনি’ কী অর্থে ব্যবহৃত হয়েছে…………?
খ. পূজা অর্থে
৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্য প্রকাশিত হয় কত সালে…………?
ক.১৯১০

৩৬ তম বিসিএস
৬. ‘রবীন্দ্র’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি…..?
গ.রবি+ইন্দ্র
৭. নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ঘরে বাইরে’ উপন্যাসের……..?
নিখিলেশ-বিমলা

৩৫ তম বিসিএস
৮. রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল…………?
Note:-
গ্রাম: পিঠাভোগ
উপজেলা: রুপসা
জেলা:- খুলনা
৯. কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়……………?
খ. অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান

৩৪ তম বিসিএস
১০. ‘ঘরে বাইরে’ উপন্যাসটি কার লেখা………?
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১১. ‘ভানুসিংহ ঠাকুর’ কার ছদ্মনাম……..?
খ. রবীন্দ্রনাথ ঠাকুর

৩১ তম বিসিএস
১২. ‘ছিন্নপত্র’র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা………?
ক. ইন্দিরা দেবী (রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী)

৩০ তম বিসিএস
১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত………?
ঘ. মাত্রাবৃত্ত

২৮ তম বিসিএস
১৪. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি………?
গ.ক্ষুধিত পাষাণ

২৭ তম বিসিএস
১৫. “শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোট খাট বর্গির উপদ্রব বলিলেই হয়।” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ………?
গ. সমাপ্তি

২৬ তম বিসিএস
১৬. “তোমার সৃষ্টির পথ রেখেছো আকীর্ণ করি” ___ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের কবিতা………?
খ. শেষলেখা
১৭. “ভানুসিংহ ঠাকুরের পদাবলী”_____ এর রচয়িতা কে…………?
গ. রবীন্দ্রনাথ ঠাকুর

২৫ তম বিসিএস
১৮. “মৃন্ময়ী” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের চরিত্র……?
ক. সমাপ্তি
১৯. “সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা” রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের কবিতা………?
ক. বলাকা

২৪ তম বিসিএস
২০. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস……?
ক. শেষের কবিতা

২৩ তম বিসিএস
২১. রোহিনী- বিনোদিনী- কিরনময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র………?
ঘ. কৃষ্ণকান্তের উইল- চোখের বালি- চরিত্রহীন

২২ তম বিসিএস
২২. ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন………?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
২৪. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক…………?
ঘ. রক্তকরবী
২৫. পদাবলী লিখেছেন___
ক. রবীন্দ্রনাথ ঠাকুর

২১ তম বিসিএস
২৬. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা…….?
ক. চতুরঙ্গ

২০ তম বিসিএস
২৭. কোনটি কাব্যগ্রন্থ……?
খ. শেষ লেখা

১৮ তম বিসিএস
২৮. কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়………?
খ. দোলন-চাঁপা

১৬ তম বিসিএস
২৯. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর.….?
ঘ.ঘরে- বাইরে

১৫ তম বিসিএস
৩০. রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন………?
গ. বসন্ত

১৪ তম বিসিএস
৩১. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে………?
ক. ভবিষ্যত বিচিত্র আর বিপুল সম্ভাবনাময়

১৩ তম বিসিএস
৩২. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়…?
খ.১৯৬১ সালে

১০ তম বিসিএস
৩৩. বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক_____
ক. রবীন্দ্রনাথ ঠাকুর

সুস্মিতা সরকার

আরো পড়ুনঃ-

রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার শর্ট টেকনিক পিডিএফ ডাউনলোড

রবীন্দ্রনাথ ঠাকুরের সকল প্রবন্ধ একসাথে পিডিএফ ডাউনলোড

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনচরিত (১৮৬১–১৯০১)

Download From Google Drive

Download

Download From Yandex

Download