জননিরাপত্তা বিভাগের কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন সমাধান- ২০২১

0
466

জননিরাপত্তা বিভাগের কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন সমাধান-

২০২১ পিডিএফ ডাউনলোড

প্রতিষ্ঠানের নাম: জননিরাপত্তা বিভাগ

পদের নাম: কম্পিউটার অপারেটর।

পরীক্ষার তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২১

সময় : ০১ ঘণ্টা ৩০ মিনিট।

পূর্ণমান: ৯০

বাংলা:২০

০১। এক কথায় প্রকাশ করুন।

(ক) যা সরোবরে জন্মে- সরোজ।

(খ) হনন করার ইচ্ছা- জিঘাংসা।

(গ) ধারা ধরে যা চলে- ধারাবাহিক।

(ঘ) পরিণাম চিন্তা করে যে কাজ করে- পরিণামদর্শী।

(ঙ) কথায় যা প্রকাশ করা যায় না- অনির্বচনীয়।

০২। চিহ্নিত শব্দগুলির পদ নির্ণয় করুন।

ক) তার সাহস আছে।

(খ) সে দশম শ্রেণিতে পড়ে।

(গ) আমার সামনে দাঁড়াও।

(ঘ) ঝম ঝম করে বৃষ্টি পড়ছে।

(ঙ) কেউ না-কেউ তো এ কাজ করেছেই।

০৩। কারক ও বিভক্তি নির্ণয় করুন।

(ক) সকলকে মরতে হবে= কর্তৃ কারকে দ্বিতীয়া।

(খ) টাকায় টাকা হয়= অপাদান কারকে সপ্তমী।

(গ) আমায় সহ্য কর= কর্ম কারকে ৭মী।

(ঘ) চেষ্টায় সব হয়= করন কারকে ৭মী।

(ঙ) নৌকা ঘাটে পৌছালা= অধিকরন কারকে ৭মী।

০৪। ব্যাসবাক্য ও সমাসের নাম লিখুন।

(ক) নবরত্ন= নব রত্নের সমাহার (দ্বিগু সমাস)।

(খ) শোকসভা (কর্মধারয় সমাস)।

(গ) অমিল= ন মিল (নঞ্ তৎপুরুষ সমাস)।

(ঘ) নিরামিষ= আমিষের অভাব (অব্যয়ীভাব সমাস)।

(ঙ) পলান্ন= পল(মাংস) মিশ্রিত অন্ন (মধ্যপদলোপী কর্মধারায় সমাস)।

ইংরেজি:২০

০৫। Write down the meaning of following idioms with sentences:

(a) Loaves and fishes= (ব্যক্তিগত অর্জন): Build loaves and fishes and spirit to encourage the allocation of photograph union.

(b) Carry the day= (জয়লাভ করা): Rajib, the best player of the school, carried the day in the annual sports.

(C) Crocodile tears= (ময়া কান্না): He shed crocodile tears at our misery.

(d) Dead of night= (মধ্য রাত্রি): The robbers broke into the house at dead of night.

(e) In black and white= (লিখিতভাবে): Put down the statement in black and white.

০৬। Translate into English:

(i) তিনি যে পদে নিযুক্ত হলেন।

(ii) এটা কোনো কাজের কথা নয়।

(ili) সময়ের সাথে ভাবনাটা বদলাও।

(iv) সে সত্যিই একটা পেটুক।

(v) এটি কেনার যোগ্য।

০৭। Fill in the blanks with appropriate preposition:

(i) You can be… home.

(ii) What are you looking……?

(iii) He stood ……… him.

(iv) He knows English …… Bengali.

(v) The plane flew low …… the houses.

০৮। Correct the following sentence:

(i) Hearing the noise I left round

(ii) They found him going in the garden.

(iii) I found him cry with pain.

(iv) A lost opportunity over returns.

(V) He kept me wait.

গণিত: ২০

০৯। কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় কর।

সমাধান:

আমরা জানি, আসল + মুনাফা = মুনাফা – আসল

বা, আসল + আসলের ৩/৮ = ৫৫০০

বা, (১+৩/৮) × আসল= ৫৫০০

বা, ১১/৮ × আসল =৫৫০০

বা, আসল= (৫৫০০×৮)/১১ টাকা

=৪০০০ টাকা

∴ মুনাফা = মুনাফা আসল – আসল

=(৫৫০০-৪০০০) টাকা বা ১৫০০ টাকা

আবার, আমরা জানি I= prn

বা, r = I/pn

অর্থাৎ মুনাফার হার= মুনাফা/(আসল×সময়)

=১৫০০/(৪০০০×৩)

=(১৫০০×১০০)/৪০০০×৩ %

=২৫/২% বা ১২(১/২)%

∴ আসল ৪০০০ ও বার্ষিক মুনাফা ১২(১/২)%

১০। ২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো, তবে ৬০০০ টাকা খরচ হতো। কামরাটির প্রস্থ কত?

সমাধান:

৪ মিটার কম হলে টাকা কম খরচ হতো =(৭৫০০-৬০০) =১৫০০

৪ মিটারে খরচ হয় ১৫০০ টাকা

১ মিটারে খরচ হয় = ১৫০০/৪ =৩৭৫ টাকা

এখন ৩৭৫ টাকা খরচ হয় যখন প্রস্থ ১ মিটার

সুতরাং ১ টাকা খরচ হয় যখন প্রস্থ ১/৩৭৫ মিটার

সুতরাং ৭৫০০ টাকা খরচ হয় যখন প্রস্থ = ১*৭৫০০/৩৭৫ মিটার

= ২০ মিটার।

উত্তরঃ- ঘরটির প্রস্থ ২০ মিটার।

১১। উৎপাদকে বিশ্লেষণ কর: 2(x+y)2 -3(x+y)-2

১২। a + 1/a =4 হলে, a4 + 1/a4 এর মান কত?

সমাধান: দেওয়া আছে, =a4+1/a4

∴ প্রদত্ত রাশি =(a2)2+(1/a2)2

=(a2+1/a2)−2.a2.1/a2

={(a+1/a)2−2.a.1/a}2−2

={(4)2−2}2−2 [মান বসিয়ে]

=(16−2)2−2

=(14)2−2

=196−2

= 194

∴ নির্ণেয় মান = 194

কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান: ৩০

১৩। পূর্ণরুপ লিখুন:

BTRC= Bangladesh Telecommunication Regulatory Commission,

MICR= Magnetic ink character recognition,

SMTP= Simple Mail Transfer Protocol,

Virus= Vital Information Resources Under Seize,

WiMax= Worldwide Interoperability for Microwave Access.

১৪। কোন ড্রাইডে ‘My Document’ রাখা হয় এবং NTFS কি?

উত্তরঃ কম্পিউটারে My Document সি – ড্রাইভ এ রাখা হয়। New Technology File System বা NT File System এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে NTFS। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে NTFS একটি বহুল ব্যবহৃত ফাইল সিস্টেম।

১৫। ই-মেইল এর ক্ষেত্রে CC এবং BCC এর অর্থ কি বুঝায়?

উত্তরঃ Cc এর পূর্ণ রুপ হচ্ছে Carbon Copy অর্থাৎ কাওকে কোন মেইল পাঠানোর সময় আপনি যদি মনে করেন এই মেইলটি সম্পর্কে আর কয়েকজনকে জানানো দরকার। সেক্ষেত্রে আপনি সেই ব্যক্তিদের মেইল অ্যাড্রেস Cc তে রাখতে পারেন। এর ফলে Cc তে রাখা সবাই একে অপরের মেইল অ্যাড্রেসগুলো দেখতে পারবে এবং জানতে পারবে আপনি অন্য কোন ব্যক্তিদের Cc তে রেখেছেন।

Bcc এর পূর্ণরুপ হচ্ছে Blind Carbon Copy অর্থাৎ একই মেইল অনেকজনকে সেন্ড করার সময় আপনি যদি Bcc তে একাধিক ব্যক্তিকে যোগ করেন, তাহলে সকলের কাছেই মেইলটি যাবে। তবে এই মেইলটি আর কাদেরকে সেন্ড করা হয়েছে তা কেউ দেখতে পারবে না। সুতরাং প্রতিটি প্রাপক কেবল তার নিজেকেই Bcc তে দেখতে পারবে অন্যদের মেইল অ্যাড্রেস দেখতে পারবে না।

১৬। CPU অর্থ কি? এর কয়টি অংশ এবং কি কি?

উত্তরঃ CPU এর পূর্ণরূপ হল Central Processing Unit, বাংলা ভাষায় যার অর্থ “কেন্দ্রীয় প্রক্রিয়াকরন ইউনিট”। এটি কম্পিউটারের মস্তিষ্ক হিসাবেও পরিচিত। যেখানে কম্পিউটার এর সমস্ত বেসিক গাণিতিক এবং যৌক্তিক ক্রিয়াকলাপ সম্পাদন হয় ।

সিপিইউ প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিতঃ

১. নিয়ন্ত্রণ অংশ বা Control Unit (CU)

২. গাণিতিক যুক্তি অংশ বা Arithmetic Logic Unit (ALU)

৩. রেজিস্টার সমূহ বা Registers

১৭। কম্পিউটার ভাইরাস কি?

উত্তরঃ কম্পিউটার ভাইরাসকে কোডের এমন একটি অংশ হিসাবে সংজ্ঞায়িত করা হয় যা পিসিটির স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত করে। এটি নিজেই নিজের প্রতিলিপি তৈরি করে এবং দ্রুত অন্যান্য নেটওয়ার্কগুলির হোস্টগুলিকে প্রভাবিত করতে পারে, এভাবে পুরো নেটওয়ার্কটিকে অকার্যকর করে দেয়। সুতরাং কত তাড়াতাড়ি সম্ভব এটি অপসারণ করা যায় তা জানা আপনার পক্ষে গুরুত্বপূর্ণ কারণ একটি ম্যালওয়্যার সংক্রমণ আপনার ডেটার গুরুতর ক্ষতি করতে পারে।

১৮। ই-কমার্স ভিত্তিক ৪টি সাইটের নাম লিখুন?

উত্তরঃ অ্যামাজন.কম, বিক্রয়. কম, দারাজ, রকমারি. কম।

১৯। Plotter কোন ধরনের ডিভাইস?

উত্তরঃ Plotter হলো একটি আউটপুট ডিভাইস। প্রিন্টারের মতোই একটি ডিভাইস যা প্রিন্টিংয়ের কলমসদৃশ জিনিস ব্যবহার করে।

২০। কম্পিউটার নেটওয়ার্কে OSI মডেমের স্তর কয়টি?

উত্তরঃ কম্পিউটার নেটওয়ার্ক OST মডেম বলতে কিছু হয় না। তবে নেটওয়ার্কের OSI (Open System Interconnection) মডেলের সাতটি (৭) স্তর আছে।

২১। IPv6 এড্রেস কত বিটের?

উত্তরঃ IPV6 এর বিট সংখ্যা ১২৮।

২২। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

উত্তরঃ অপটিক্যাল ফাইবারের আলোর পালস ব্যবহৃত হয়।

২৩। ইন্টারনেট চালু হয়েছে কত সালে?

উত্তরঃ বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯সালে। আর বাংলাদেশে ইন্টারনেট চালু হয় ১৯৯৬ সালে।

281 Trojan Horse কি?

উত্তরঃ Trojan Horse এক প্রকার malicious Computer Program বা ম্যালওয়্যার (malware) যা কোন কম্পিউটারে লুকিয়ে থাকে এবং ইউজারকে ইন্সটল করাতে চেষ্টা করে। এরা Worm এর মত নিজেদের প্রতিলিপি তৈরী করে না আবার কোন ফাইলকেও আক্রমণ করে না। এরা চুপচাপ লুকিয়ে থাকে সুযোগ বুঝে কম্পিউটারের গুরুত্বপূর্ণ ইনফরমেশন চুরি করে বা কম্পিউটার নিরাপত্তার Backdoor বা গোপন দরজা তৈরী করে এবং কখনো কখনো কম্পিউটারের পুরোপুরি অধিকার নিয়ে নেয় এর পিছনে থাকা সাইবার ক্রিমিনাল।

২৫। IBM প্রতিষ্ঠান কর্তৃক কোন অপারেটিং সিস্টেম প্রস্তুত করা হয়েছে?

উত্তরঃ IBM প্রতিষ্ঠান কর্তৃক DOS অপারেটিং সিস্টেম প্রস্তুত করা হয়েছেG

২৬। আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে?

উত্তরঃ চার্লস ব্যাবেজ হচ্ছেন আধুনিক কম্পিউটারের জনক। কিন্তু “হাওয়ার্ড অ্যাইকন” কে কম্পিউটার এর জনক হিসেবে ধরা হয়। কারণ সর্বপ্রথম তিনি কম্পিউটার আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে চার্লস ব্যাবেজ কম্পিউটারের আধুনিক ভার্সন আবিষ্কার করেন বিধায় “চার্লস ব্যবেজক” কে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।

২৭। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলাে চিহ্নকে নির্দিষ্ট করা যায়?

উত্তরঃ বিশ্বের ছােট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভূক্ত করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়। ইউনিকোড মূলত ২ বাইট বা ১৬ বিটের কোড। এই কোডের মাধ্যমে ৬৫৫৩৬ বা ২১৬টি চিহ্নকে নির্দিষ্ট করা যায়।

২৮। কম্পিউটারের আইকিউ কত?

উত্তরঃ শূন্য।

২৯। কম্পিউটারে হিসাব কার্যক্রম করার জন্য কোন সফটওয়ারটি ব্যবহৃত হয়?

উত্তরঃ মাইক্রোসফট এক্সেল।

৩০। স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে কি বলে?

উত্তরঃ স্পেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে ওয়ার্কশিট বলে।

৩১। কম্পিউটারের বাইনারি পদ্ধতি কোন কোন সংখ্যার উপর প্রতিষ্ঠিত?

উত্তরঃ বাইনারি সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো (০ ও 1) ।

৩২। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?

উত্তরঃ কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা- Fortran.বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ভাষা FORTRAN (১৯৫৭)।

৩৩। বাংলা ফন্ট এর উদ্ভাবক কে?

উত্তরঃ কম্পিউটারের বাংলা ফ্রন্টের জনক- মোস্তফা জব্বার। কম্পিউটারের বাংলা কী বোর্ড হলো বিজয়। বিজয় কী-বোর্ড হলো মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ও এস এবং লিনাক্স এ গ্রাফিক্যাল লে আউট পরিবর্তক এবং ইউনিকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার সফটওয়্যার। এটি আবিষ্কার ও এর উন্নয়ন সাধনের পেছনে মূল অবদান মোস্তফা জব্বার নামক ব্যক্তির।

আরো পড়ুনঃ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকিউরমেন্ট অফিসার  ইন্সপেক্টর পদের প্রশ্নের সমাধান

NSI এর ডেসপাচ রাইডার ও অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

সমাজসেবা অধিদপ্তরের অধীন নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান

জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী পদের পরীক্ষার প্রশ্নের সমাধান

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

২৮১ পদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের প্রশ্ন সমাধান

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ MCQ প্রশ্ন সমাধান ২০১৯ পিডিএফ ডাউনলোড

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।