নবম-দশম শ্রেণি  বাংলা দ্বিতীয় পত্র  পদাশ্রিত নির্দেশক ও বচন পিডিএফ ডাউনলোড

0
553

নবমদশম শ্রেণি  বাংলা দ্বিতীয় পত্র  পদাশ্রিত নির্দেশক বচন

পিডিএফ ডাউনলোড

বহুনির্বাচনী

১. কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়?

ক) কেতা                                  খ) টো

গ) গাছি                                                                ঘ) গুলিন

উত্তর: (খ)

২. ‘খানি’ পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) নির্দিষ্ট অর্থে                                 খ) অনির্দিষ্ট অর্থে

গ) নিরর্থক                                          ঘ) নির্দেশক অর্থে

উত্তর: (ঘ)

৩. ‘টো’ পদাশ্রিত নির্দেশকটি কেবল কোন সংখ্যাবাচক শব্দের সাথে ব্যবহৃত হয়?

ক) পাঁচ                                                 খ) তিন

গ) দুই                                                   ঘ) চার

উত্তর: (গ)

৪. ‘সারাটি সকাল তোমার আশায় বসে আছি’ – এ বাক্যে ‘সারা’ শব্দের সাথে ‘টি’ যুক্ত হয়ে কোনটি প্রকাশ করেছে?

ক) অর্থপূর্ণভাবে                               খ) দ্ব্যর্থহীনভাবে

গ) সার্থকভাবে                                   ঘ) নিরর্থকভাবে

সঠিক উত্তর: (ঘ)

৫. পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা হয় কিসের ভেদে?

ক) ক্রিয়া                                              খ) বাক্য

গ) বচন                                                                ঘ) অর্থ

উত্তর: (গ)

৬. ‘এক যে ছিল রাজা’ – এখানে পদাশ্রিত নির্দেশক কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) অনির্দিষ্টতা                                  খ) নির্দিষ্টতা

গ) নিরর্থকভাবে                                                ঘ) বাহুল্য অর্থে

উত্তর: (ক)

৭. ‘আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধনখানি’ – এ বাক্যে ‘খানি’ পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) নির্দিষ্ট অর্থে                                 খ) অনির্দিষ্ট অর্থে

গ) নিরর্থক                                          ঘ) বিশেষ অর্থে নির্দিষ্টার্থে

উত্তর: (ঘ)

৮. বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোন বাক্যে ব্যবহৃত হয়েছে?

ক) ন্যাকামিটা এখন রাখো            খ) দশ তা কাগজ দাও

গ) এক যে ছিল রাজা                       ঘ) দশটি বছর

উত্তর: (খ)

৯. “পোয়াটাক দুধ দাও” – এ বাক্যে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে?

ক) নির্দিষ্টতা                                       খ) অনির্দিষ্টতা

গ) সুনির্দিষ্টতা                                    ঘ) অতিনির্দিষ্টতা

উত্তর: (খ)

১০. পদাশ্রিত নির্দেশক সর্বনামের পর টা, টি যুক্ত হলে তা কী হয়?

ক) সুনির্দিষ্ট হয়                                  খ) অনির্দিষ্ট হয়

গ) নিরর্থক হয়                                   ঘ) সুনির্দিষ্ট ও অনির্দিষ্ট দুই-ই হতে পারে

উত্তর: (ক)

১১. দুধটুকু খেয়ে নাও। এখানে ‘টুকু’ ব্যাকরণের কোন নিয়মে ব্যবহৃত হয়েছে?

ক) বচন                                                খ) প্রত্যয়

গ) পদাশ্রিত নির্দেশক                    ঘ) সন্ধি

উত্তর: (গ)

১২. পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে?

ক) শেষে                                              খ) প্রথমে

গ) মাঝে                                               ঘ) আদি ও অন্তে

উত্তর: (ক)

১৩. নির্দিষ্টতা বোঝাতে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কোনটি যুক্ত হয়?

ক) এক                                                 খ) গোটা

গ) টা                                                     ঘ) টি

উত্তর: (গ)

১৪. পদাশ্রিত নির্দেশক এর অপর নাম –

ক) অনন্বয়ী অব্যয়                           খ) পদাশ্রিত অব্যয়

গ) পদান্বয়ী অব্যয়                           ঘ) সমুচ্চয়ী অব্যয়

উত্তর: (খ)

১৫. “ওটি যেন কার তৈরি?” এ বাক্যে কী অর্থে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার হয়েছে?

ক) নির্দিষ্টতা                                       খ) অনির্দিষ্টতা

গ) বিশিষ্টতা                                        ঘ) সুনির্দিষ্টতা

উত্তর: (ঘ)

১৬. ‘এক’ ব্যতীত অন্য কোন সংখ্যাবাচক শব্দের সাথে টা, টি যুক্ত হলে কী বোঝায়?

ক) নির্দিষ্টতা                                       খ) অনির্দিষ্টতা

গ) সুনির্দিষ্টতা                                    ঘ) সংখ্যা

উত্তর: (ক)

১৭. পদের পূর্বে এক, এক যে, গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে?

ক) সংকীর্ণতা                                     খ) সীমাবদ্ধতা

গ) অনির্দিষ্টতা                                   ঘ) অবরুদ্ধতা

উত্তর: (গ)

১৮. ‘ছেলেটা অঙ্কে কাঁচা’ – এ বাক্যে ‘টা’ —- প্রকাশক।

ক) সমার্থকতা                                   খ) নিরর্থকতা

গ) নির্দিষ্টতা                                        ঘ) অনির্দিষ্টতা

উত্তর: (গ)

১৯. বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোনগুলো?

ক) কেতা, পাটি                                 খ) গোটা, টা

গ) খানা, টুকু                                       ঘ) গুলো, গুলি

উত্তর: (ক)

২০. অনির্দিষ্টতা প্রকাশ করছে কোন বাক্যটিতে?

ক) গোটা দুই কমলা আছে            খ) দু’খানা কম্বল দরকার

গ) সবটুকু ওষুধই খেয়ে ফেল       ঘ) সেইটিই ছিল আমার প্রিয় কলম

উত্তর: (ক)

২১. ‘ছুঁয়োনা ছুঁয়োনা ওটি লজ্জাবতী লতা’ – এই বাক্যে কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক?

ক) ছুয়োনা                                          খ) ওটি

গ) লজ্জাবতী                                     ঘ) লতা

উত্তর: (খ)

২২. নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশক টা, টি – এর ব্যবহার কোনটি?

ক) তিনটি টাকা দাও                        খ) এটা নয় ওটা আন

গ) এটাই ছিল প্রিয় বই                     ঘ) সারাটি বিকাল বসে আছি

উত্তর: (ঘ)

২৩. পদাশ্রিত নির্দেশক কীসের নির্দিষ্টতা জ্ঞাপন করে?

ক) বচনের                                           খ) ব্যক্তি বা বস্তুর

গ) সংখ্যার                                          ঘ) পদের

উত্তর: (খ)

২৪. ‘একখানা বই কিনে নিও’ – এখানে ‘একখানা’ কোন অর্থ প্রকাশ করেছে?

ক) নির্দিষ্ট                                             খ) সুনির্দিষ্ট

গ) অনির্দিষ্ট                                        ঘ) অস্পষ্ট

উত্তর: (গ)

২৫. নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার –

ক) জামাটি লাল                                                খ) গানটি শুনেছি

গ) বিকালটা সুন্দর                           ঘ) পড়াটা ভালো লাগে না

উত্তর: (গ)

২৬. যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায় তার নাম কী?

ক) সংখ্যা                                             খ) পদাশ্রিত নির্দেশক

গ) লিঙ্গ                                                                ঘ) উপসর্গ

উত্তর: (খ)

২৭. টা, টি, খানা, খানি – পদাশ্রিত নির্দেশকের কোন বচনে ব্যবহৃত হয়?

ক) বহুবাচক সর্বনামে                     খ) ‘মনুষ্য’ শব্দের একবচনে

গ) একবচনে                                      ঘ) বহুবচনে

উত্তর: (গ)

২৮. ‘এক’ শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে কী বোঝায়?

ক) নির্দিষ্টতা                                       খ) অনির্দিষ্টতা

গ) নিরর্থকতা                                     ঘ) বিশেষ অর্থ

উত্তর: (খ)

২৯. তা, পাটি প্রভৃতি কী অর্থে যুক্ত হয়?

ক) নিরর্থকভাবে                               খ) অনির্দিষ্টতা জ্ঞাপনে

গ) নির্দিষ্টতা জ্ঞাপনে                       ঘ) দ্ব্যর্থকতা জ্ঞাপনে

উত্তর: (গ)

৩০. ‘সারাটি সকাল/বিকেল তোমার আশায় বসে আছি’ – এখানে ‘সারাটি’ কোন অর্থ প্রকাশ করেছে?

ক) নিরর্থক ভাব                                                খ) অনির্দিষ্টতা

গ) নির্দিষ্টতা                                        ঘ) সামান্যতা

উত্তর: (ক)

৩১. গোটা সাতেক আম এনো। বাক্যটিতে ‘গোটা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক) নির্দিষ্ট অর্থে                                 খ) অনির্দিষ্ট অর্থে

গ) স্বল্পার্থে                                            ঘ) অধিক অর্থে

উত্তর: (খ)

৩২. ‘নির্দেশক সর্বনাম’ – এর সঙ্গে টা, টি যুক্ত হলে তা কী হয়?

ক) উৎকৃষ্ট                                           খ) সুনির্দিষ্ট

গ) নিকৃষ্ট                                              ঘ) অস্পষ্ট

উত্তর: (খ)

৩৩. – পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়?

ক) বচনভেদে                                    খ) লিঙ্গভেদে

গ) অর্থভেদে                                      ঘ) কারকভেদে

উত্তর: (ক)

৩৪. বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায় –

ক) A-কে                                              খ) An-কে

গ) The-কে                                          ঘ) A, An ও The-কে

উত্তর: (ঘ)

৩৫. পদাশ্রিত নির্দেশক – এর অপর নাম কী?

ক) অনন্বয়ী অব্যয়                           খ) পদাশ্রিত অব্যয়

গ) পদান্বয়ী অব্যয়                           ঘ) সমুচ্চয়ী অব্যয়

উত্তর: (খ)

৩৬. ‘ন্যাকামিটা এখন রাখো’ – বাক্যে ‘ন্যাকামি’ শব্দের সঙ্গে ‘টা’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে?

ক) নির্থকতা                                       খ) সার্থকতা

গ) দ্ব্যর্থকতা                                        ঘ) ভিন্নার্থকতা

উত্তর: (ক)

৩৭. পরিমাণের স্বল্পতা বুঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়?

ক) টুকু                                                  খ) টা

গ) গুলো                                              ঘ) এক

উত্তর: (ক)

৩৮. কোন বহুবচনবোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়?

ক. কুল, সমূহ, বৃন্দ                           খ. বর্গ, বৃন্দ, মালা

গ. কল, নিচয়, সকল                       ঘ. আবলি, পুঞ্জ, রাশি

উত্তর: ঘ

৩৯. কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত?

ক. বৃন্দ                                                  ক. কল

গ. বর্গ                                                   ঘ. দাম

উত্তর: ঘ

৪০. শৈবাল শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানানসই?

ক. নিকর                                             খ. দাম

গ. মালা                                                ঘ. রাজি

উত্তর: খ

৪১. কোনটি বিশেষ্যের একবচন নির্দেশ করে?

ক. টি                                                     খ. গুলি

গ. রা                                                      ঘ. পাল

উত্তর: ক

৪২. সমষ্টিবাচক শব্দগুলোর বেশির ভাগই কোন ভাষা থেকে এসেছে?

ক. হিন্দি                                               খ. প্রকৃত

গ. সংস্কৃত                                            ঘ. খাঁটি বাংলা

উত্তর: গ

৪৩. ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কী যুক্ত হয়?

ক. রাশি                                                খ. বর্গ

গ. গণ                                                   ঘ. গুলো

উত্তর: ঘ

৪৪. কোনটি শুদ্ধ বচনবোধক শব্দ?

ক. জনগণ                                          খ. প্রতিদান

গ. ডাকাতবৃন্দ                                   ঘ. কসমাবলি

উত্তর: ক

৪৫. প্রাণিবাচক বহুবচন কোনটি?

ক. মেঘমালা                                      খ. গল্পগুচ্ছ

গ. রচনাবলি                                       ঘ. শিক্ষকবৃন্দ

উত্তর: ঘ

৪৬. কোন বহুবচন বাচিক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?

ক. ফুল                                                 খ. দাম

গ. গুচ্ছ                                ঘ. বৃন্দ

উত্তর: ঘ

৪৭. উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলো?

ক. বৃন্দ, মণ্ডলী, বর্গ                         খ. কুল, সকল

গ. মালা, রাজি                                   ঘ. গুলা, রা

উত্তর: ক

৪৮. ‘পর্বত’ শব্দের বহুবচন

ক. পর্বতগুচ্ছ                                    খ. পর্বতমালা

গ. পর্বতপুঞ্জ                                      ঘ. পর্বতসমূহ

উত্তর: খ

৪৯.  ঊর্মি শব্দের সঙ্গে কোনটি যুক্ত করলে এর বহুবচন সাধিত হবে?

ক. গুলো                              খ. রাজি

গ. মালা                                                ঘ. রাশি

উত্তর: খ

৫০. নিচের কোন শব্দটির সঙ্গে মণ্ডলী ব্যবহৃত হয়?

ক. পাখি                                               খ. বৃক্ষ

গ. শিক্ষক                                            ঘ. পর্বত

উত্তর: গ

৫১. ‘বৃন্দ’-এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে?

ক. পক্ষী                               খ. টাকা

গ. ছাত্র                                 ঘ. পর্বত

উত্তর: গ

৫২. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলো?

ক. কুল, সকল, সব, বর্গ                 খ. কুল, সকল, সব, সমূহ

গ. সকল, সব, গণ, বৃন্দ                  ঘ. গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ

উত্তর: খ

৫৩. ‘পোয়াটাক দুধ দাও।’ এই বাক্যে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে?

ক. নির্দিষ্টতা                                        খ. সুনির্দিষ্টতা

গ. অনির্দিষ্টতা                                   ঘ. নিরর্থক

উত্তর: গ

৫৪. ‘ন্যাকামিটা এখন রাখো।’ বাক্যে ন্যাকামি শব্দের সঙ্গে ‘টা’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে?

ক. নিরর্থকতা                                     খ. সার্থকতা

গ. উচ্চাকাক্সক্ষা                               ঘ. ভিন্নার্থকতা

উত্তর: ক

৫৫. ‘নির্দেশক সর্বনাম’-এর সঙ্গে টা, টি যুক্ত হলে তা কী হয়?

ক. দ্ব্যর্থহীন                           খ. সুনির্দিষ্ট

গ. নিকৃষ্ট                              ঘ. সব কটি

উত্তর: খ

৫৬. বিশেষ অর্থে নির্দিষ্টতা বোঝায় কোনটি?

ক. টি                                                     খ. টক

গ. খানা                                                 ঘ. পাটি

উত্তর: ঘ

৫৭. পরিমাণের স্বল্পতা বোঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়?

ক. টুকু                                                  খ. টা

গ. গুলো                                              ঘ. একি

উত্তর: ক

৫৮. এক-এর সঙ্গে টা, টি যুক্ত হলে কী বোঝায়?

ক. নির্দিষ্টতা                                        খ. অনির্দিষ্টতা

গ. পরিমাণ                                         ঘ. সংখ্যা

উত্তর: খ

৫৯. বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপনে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়?

ক. গোটা                              খ. খানি

গ. কেতা                                              ঘ. গাছা

উত্তর: গ

৬০. পদাশ্রিত নির্দেশকের ব্যবহারে নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা কী হয়?

ক. উৎকৃষ্ট                                           খ. সুনির্দিষ্ট

গ. নির্দিষ্ট                                              ঘ. অস্পষ্ট

উত্তর: খ

৬১. কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়?

ক. কেতা                              খ. টো

গ. গাছি                                ঘ. গুলিন

উত্তর: খ

৬২. কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়?

ক. কেতা                                              খ. টো

গ. গাছি                                                ঘ. গুলিন

উত্তর: খ

৬৩. বিশেষ অর্থে নির্দিষ্টতাজ্ঞাপক শব্দ কোন বাক্যে ব্যবহৃত হয়েছে?

ক. ন্যাকামিটা এখন রাখ                    খ. দশ তা কাগজ দাও

গ. এক যে ছিল রাজা                       ঘ. দশটি বছর

উত্তর: খ

আরো পড়ুনঃ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রকিউরমেন্ট অফিসার  ইন্সপেক্টর পদের প্রশ্নের সমাধান

NSI এর ডেসপাচ রাইডার ও অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

সমাজসেবা অধিদপ্তরের অধীন নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান

জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী পদের পরীক্ষার প্রশ্নের সমাধান

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

২৮১ পদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের প্রশ্ন সমাধান

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ MCQ প্রশ্ন সমাধান ২০১৯ পিডিএফ ডাউনলোড

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।