পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান -২০১৮

0
1117

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরির

পরীক্ষার প্রশ্নের সমাধান

Exam Date was: 8 June 2018

Exam Time Was: 10 to 11 AM

বাংলা অংশঃ

১) প্রশ্ন: গৃহ শব্দটির অর্থ কি?

উত্তর: বাড়ি

৩) প্রশ্ন: তনয় শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তর: পুত্র

৪) প্রশ্ন: ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?

উত্তর: ধাতু

৫) প্রশ্ন: ভাষার মূল উপাদান কয়টি?

উত্তর: চারটি

৬) প্রশ্ন: বাক যন্ত্রের সাহায্যে আমরা কি সৃষ্টি করি?

উত্তর: ধ্বনি

৭) প্রশ্ন:পূর্ণ বাক্যের শেষে কোন চিহ্ন ব্যবহার করা হয়?

উত্তর: দাড়ি

৮) প্রশ্ন: হিসাব শব্দটি কোন ভাষা থেকে আগত?

উত্তর: আরবি

৯) প্রশ্ন: উষ্ণ শব্দের ষ্ণ কোন দুটি শব্দ থেকে আগত?

উত্তর: ষ + ণ

১০) প্রশ্ন: গুন বা অবস্থা প্রকাশকারী শব্দকে বলা হয়?

উত্তর: বিশেষণ

পরিবার পরিকল্পনা নিয়ােগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১

১১) প্রশ্ন: কোন বানানটি সঠিক?

উত্তর: ব্যাকরণ

১২) প্রশ্ন: জনৈক এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তর: জন+ এক

১৩) প্রশ্ন: “কোথাও উঁচু কোথাও নিচু” এক কথায় প্রকাশ কি?

উত্তর: বন্ধুর

১৪) প্রশ্ন: বলা যায় না যা এক কথায় প্রকাশ?

উত্তর: অকথ্য

১৫) প্রশ্ন: বাক্যে যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে?

উত্তর: কারক

১৬) প্রশ্ন: তনয় শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তর: পুত্র

১৭) প্রশ্ন: ক্রিয়াপদের মূল অংশকে কি বলে?

উত্তর: ধাতু

১৯) প্রশ্ন: ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার?

উত্তর: তিন প্রকার।

২০) প্রশ্ন: মাতাপিতা কোন সমাস?

উত্তর: দ্বন্দ্ব সমাস

২২) প্রশ্ন: নিমন্ত্রণ কবিতাটি কার লেখা?

উত্তর: জসীমউদ্দীনের

সাধারণ জ্ঞানঃ

২৩ ) প্রশ্ন: ফিফা বিশ্বকাপ 2018 আর কতদিন বাকি?

উত্তর: ৬দিন (০৮.০৬.২০১৮ ইং তারিখ থেকে)

২৪) প্রশ্ন: এশিয়া মহাদেশের কতটি দেশ এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে?

উত্তর: ৫টি

২৫) প্রশ্ন: বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত কোটি?

উত্তর: ১৯ কোটি

২৬) প্রশ্ন: বঙ্গবন্ধু-১ কি?

উত্তর: কৃত্রিম উপগ্রহ।

২৮) প্রশ্ন: সাধারণত ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা হয়?

উত্তর: টিংচার আয়োডিন

২৯) প্রশ্ন: চাল কোন জাতীয় খাবার?

উত্তর: শর্করা

৩১) প্রশ্ন: নিপা কি?

উত্তর: ভাইরাস

৩২) প্রশ্ন:এখন কত বঙ্গাব্দ সাল চলছে?

উত্তর: ১৪২৫

৩৩) প্রশ্ন: ট্রাফিক সিগন্যাল হিসেবে নীল রঙের আয়তক্ষেত্র কোন ধরনের আইন?

ক)বাধ্যতামুলক আইন

খ)তথ্যমুলক আইন

গ)সতর্কতামুলক আইন

ঘ)সবগুলি

উত্তর: সবগুলি

English:

৩৪)প্রশ্ন: মহাসড়ক এর ইংরেজি কি?

Ans: Highway

৩৫) প্রশ্ন: a word indicating action is called?

Ans: Verb

৩৭) প্রশ্ন: কোন বাক্যটি সঠিক?

Ans: I listen to music.

৩৮) প্রশ্ন: Dhaka is a big city এখানে Dhaka?

Ans: Proper Noun

৪০) প্রশ্ন: কোনটি plural হয় না?

Ans: furniture

৪৪) প্রশ্ন: he is junior _ me.

Ans: To

৪৬) প্রশ্ন: pen is __ than the sword?

Ans: mightier

৪৭) প্রশ্ন: মোটরযানের ইংরেজি কি?

Ans: Vehicle

গনিতঃ

৫১) প্রশ্ন: সেট প্রকাশের পদ্ধতি কয়টি?

উত্তর: ২টি

৫৩) প্রশ্ন: (-4,6) বিন্দুটি লেখচিত্রের কোন চতুর্ভাগে অবস্থিত?

উত্তর: ৪র্থ

৫৫) প্রশ্ন: 1/4 – 1/2 = 0 হলে এর সমাধান কত?

উত্তর: 2

৫৭) প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যা

উত্তর: ১৯

৫৮) প্রশ্ন: a+1/a = √ 3 হলে, a³ + 1/ a³= কত?

উত্তর: 0

৬০) প্রশ্ন: এক কুইন্টাল কত কিলোগ্রাম?

উত্তর: ১০০ কিলো

৬১) প্রশ্ন: ১ একর সমান কত বর্গগজ?

উত্তর: ৪৮৪০

৬২) সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি কত ডিগ্রি

উত্তর: ৯০ ডিগ্রি

আরো পড়ুনঃ-

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।