বাংলাদেশ ডাক বিভাগের MCQ পরীক্ষার প্রশ্ন ও সম্পূর্ণ সমাধান
পিডিএফ ডাউনলোড
পদের নামঃ পোষ্টাল অপারেটর
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
- জাতীয় শহীদ মিনারের স্থপতি কে – হামিদুর রহমান
- জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে – ৭টি
- বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় খেতাব কোনটি – বীর বিক্রম
- বাংলা নববর্ষ প্রবর্তন করেন – সম্রাট আকবর
- বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় – প্রাকৃতিক গ্যাস
- ওয়াইফাই এর পূর্ণরূপ কোনটি – Wireless Fidelity
- ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম কি – এডিস
- বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন – ২৯ তম অধিবেশনে
- ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে – ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
- ১৯৭১ সালে ঢাকা কত নং সেক্টর ছিল – ২ নং
- বাংলাদেশ এপর্যন্ত কয়টি টেস্ট ম্যাচ জিতেছে – ১৩
- বর্তমানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত – ৫০
- CUP এর প্রধান অংশ নয় কোনটি- অপারেটিং সিস্টেম
- দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত কে – সাকিব আল হাসান
- ২০২০ সালে এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে – পাকিস্তানে
- জাতীয় বাজেট ২০১৯-২০২০ কততম বাজেট – ৪৯
- জনসংখ্যা ঘনত্বের বিশ্বে শীর্ষ দেশ কোনটি – মোনাকো
- ঐতিহাসিক ছয় দফা দিবস কবে – ৭ই জুন
বাংলা অংশ সমাধানঃ
- কোনটির লিঙ্গান্তর হয় না – কবিরাজ
- বিশেষণের সঙ্গে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি – কর্মধারয়
- নিখুঁত শব্দের নি উপসর্গ কোন প্রকারের-খাঁটি বাংলা
- বুকের রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ”” বাক্যের ক্রিয়াটি কোন কালের- পুরাঘটিত বর্তমান
23.” বাবাকে বড্ড ভয় পাই” এখানে বড্ড শব্দটি কোন কারক ও বিভক্তি- অপাদানে দ্বিতীয়া
- অর্ণব অর্থ কি- সমুদ্র
- আবির্ভাব এর সঠিক বিপরীত শব্দ কোনটি- তিরোভাব
- বিশুদ্ধ চলিত ভাষা কোনটি- সামনে একটা বাঁশ বাগান পরল
- তন্বী শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি-তনু+ঈ
- পুষ্প শব্দের বহুবচন কোনটি- পুষ্পদাম
- অবেলায় আমি দিলাম পাড়ি, অথৈ সাগর ” এখানে কয়টি উপসর্গ রয়েছে-দুইটি
- ছেলেরা মাঠে বল খেলে” এখানে করণ কারক প্রকাশ করে কোনটি- বল
- কোন বাগধারাটি দ্বারা আগ্রহ বুঝায়- মাথাব্যথা
- সনেট শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন – ইতালিয়ান
- ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল – বাংলা একাডেমি
- সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি এর রচয়িতা কে – মদনমোহন তর্কালঙ্কার
- নিরস্ত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি – নিঃ+অন্ন
ইংরেজী অংশ সমাধানঃ
- The plural form of Oasis is -Oases
- I had a talk with him. Here “talk” is a-Noun
- The noun form of the word “urgent “is- Urgency
- Which sentence is correct- The train is running on time
- The verb of success is- succeed
- Change the narration: I said, “Do it”- I ordered to do it.
- The prefix “pre” can be added to- Preheat
- The prefix “mis” can be added to- Misfire
- He has no control——- himself- Over
- The police are looking —— the case. Into
- The correct sentence in passive voice of “karim told Rahim to give up smoking “is- Karim requested Rahim to give up smoking
- The correct sentence is passive voice of “Do you know him” is– Is he known to you?
- Change the voice “The house is building” — The house is being built.
- Change the voice “One should read only what one likes” — What one likes should be read only.
- Translate into English” সে কলেরায় মারা গিয়েছে”- He was died of Cholera
- Translate into English” মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো” — The girl entered the room laughing
- Change the narration- The teacher says “Rose smells sweet”
Ans: The teacher says that rose smells sweet
- Change the narration- John said to me “Do you know where he is”?
Ans: John asked me if I knew where he was.
- একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত – ১/২
- যদি a + b=2 এবং ab=1 হয়, তবে a এবং b এর মান যথাক্রমে- 1, 1
- x2- x-2 এর একটি উৎপাদক- x +1
- কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3,5 এবং 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে – ৩১
- 5% হার সুদে 600 টাকা ৫ বছরে সুদে-আসলে কত টাকা হবে-৭৫০
- যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, তবে 12 জন লোক ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে – ৯ দিনে (৯ দিন হবে উত্তর প্রশ্নে দেওয়া নেই)
- একটি চৌবাচ্চার 3/5 ভাগ পূরণ হতে 7 ঘন্টা লাগে চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে – ৪ ঘণ্টা ৩০ মিনিট
- একটি ঘুড়ি ভূমি থেকে 55 মিটার উপরে উঠছে, যার সুতা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে সুতরাং দৈর্ঘ্য কত মিটার – ১২৭/২
- একটি দাবা প্রতিযোগিতায় 6 জন প্রতিযোগী একে অপরের সাথে একবার করে খেলবে প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে – ১৫
- ত্রিভুজ ABC এ
- 2. 5 কোন সংখ্যার 0.5%—- ৫০০
- C= {3,4,5} এবং D= {4,6,8} হলে CUD হল – ৩, ৪, ৫, ৬, ৮
- 9a3b2c2, 9a3b2c2, 15ab3c3 এর গ.সা. গু কোনটি – 3abc
- 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গসংখ্যা হবে – ৬
- একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ – ১৬
- একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রী ঘুরবে – ৩৬০
7o. একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গ কিলোমিটার এবং পরিধি ৮ মিটার হলে এর ব্যাসার্ধ কত মিটার – ৪
আরো পড়ুনঃ-
- বাংলাদেশ ডাক বিভাগ এর মেইল অপারেটর পদের প্রশ্ন সমাধান ২০১৯
- ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এর অফিস সহায়ক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
- ডাক বিভাগ (খুলনা অঞ্চল) এর অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
- ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১৯
- ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর এস্টিমেটর পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৮
- ডাক অধিদপ্তরে উপজেলা পোস্ট মাস্টার নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান-২০১৬
- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ডাক অধিদপ্তর এর উপজেলা পোস্ট মাস্টার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০১০
- বাংলাদেশ ডাক বিভাগ এর অধীনে পোস্টাল অপারেটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৯
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।