Person কাকে বলে? Person কত
প্রকার ও কি কি?
Person এর সংজ্ঞাঃ Sentence বা বাক্যে ব্যবহৃত যে সকল Noun বা Pronoun কে আশ্রয় করে Verb এর কাজ সম্পন্ন করা হয় তাকে Person বা পুরুষ বলে ।
Person এর প্রকারভেদ: Person তিন প্রকার ।
যথা :
1.First Person (উত্তম পুরুষ)
2.Second Person (মধ্যম পুরুষ)
3.Third Person (নাম পুরুষ)
- First Person (উত্তম পুরুষ) : Sentence বা বাক্যেয় আমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে First Person বলে।
Example : I , We , My , Our , Me , Us ইত্যাদি ।
- Second Person (মধ্যম পুরুষ) : Sentence বা বাক্যেয় তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে Second Person বলে ।
Example : You , Your , Yours ইত্যাদি ।
- Third Person (নাম পুরুষ) : Sentence বা বাক্যেয় আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট সবগুলোকে Third Person বলে ।
Example : He , She . Karim . Ibrahim , Water Book ইত্যাদি ।
Note: যে কথা বলে সে First Person , যার সাথে বা যাকে সম্বোধন করে কথা বলে তাকে Second Person এবং যার সম্বন্ধে বলে তাকে Third Person বলে । আমি, আমার, আমাকে, আমরা, আমাদের, আমাদেরকে First Person . তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদেরকে. তোমাদের Second Person . এবং অবশিষ্ট সব Third Person .
যেমন : সে, করিম, তাহারা, বই, কলম, টেবিল, চেয়ার ইত্যাদি
আরো পড়ুনঃ-
- Verb/Right Form of Verb সম্পর্কিত সকল নিয়ম ও প্রশ্ন সমাধান একটি পিডিএফ ফাইল
- Appropriate Preposition with Examples and Bangla Meaning
- Phrasal Verbs with Bengali Meaning PDF Download
- Summary Writing লেখার কিছু সহজ নিয়ম পিডিএফ ডাউনলোড
- Capitalization & Punctuation Rules PDF Download
- SENTENCE CONNECTORS শেখার সহজ উপায় পিডিএফ ডাউনলোড
- ৪ টি Composition বা Essay শিখে লিখুন ৫০ টিরও বেশি শিখুন
- ৫ টি প্যারাগ্রাফ শিখে ১২৭ টি প্যারাগ্রাফ লিখুন পিডিএফ ডাউনলোড
- ৬ টি Application বা Latter শিখে লিখুন ২৫টি পিডিএফ ডাউনলোড
- Narration Rules Examples Questions Solution PDF Download
- HSC English Prefixes And Suffixes PDF Download
- Tag Question এর সকল সহজ নিয়ম একসাথে পিডিএফ ডাউনলোড
- Article A An The এর ব্যবহার A to Z PDF Download
- English Grammar এর ৫০ টি গুরুত্বপূর্ণ Rules পিডিএফ ডাউনলোড
- Modal Auxiliary Verbs Use Rules in Bengali
- যারা ইংরেজি একেবারে বেসিক থেকে শুরু করতে চান তাদের জন্য
- ইংরেজি শর্ট ডায়ালগ কথা বলতে যা প্রায়ই ব্যবহার হয়
- Transformation of Sentence শেখার সহজ কৌশল
- Degree কাকে বলে? Degree কয় প্রকার ও কী কী?
- Modifier এর সহজ শর্টকাট নিয়ম পিডিএফ ডাউনলোড
- Voice Change করার সহজ টেকনিক পিডিএফ ডাউনলোড
- Subject ও Predicate বলতে কি বুঝায় ? পিডিএফ ডাউনলোড
- Vowel, Consonant, and Semivowel in English Grammar
- Most Important Dialogue for Class 9-10 PDF Download
- Having এবং Being এর ব্যবহার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার পিডিএফ ডাউনলোড
- VOICE কাকে বলে ? VOICE কত প্রকার ও কি কি ? পিডিএফ ডাউনলোড
- Syllable-কাকে-বলে–কত-প্রকার-ও-কি-কি-পিডিএফ-ডাউনলোড
- যেকোন ইংরেজি Noun কে Plural করার ৬টি সহজ নিয়ম
- NUMBER পরিবর্তনের অন্য রকম কৌশল পিডিএফ ডাউনলোড
- Case কাকে বলে ? Case কত প্রকার ও কী কী ?