Case কাকে বলে ? Case কত প্রকার ও কী কী ?

0
817

Case কাকে বলে? Case কত

প্রকার ও কী কী?

Definition :  Case  is the relation of nouns or pronouns with  some other words in a sentence. অর্থাৎ  case হল sentence এর মধ্যে noun, pronoun বা noun স্তানিয় কোন শব্দগুচ্ছের সাথে ওই sentence এর অন্যান্য word এর সাথে যে সম্পর্ক তাই হলো case

Example : ব্যাপারটি সহজে বোঝা যাক। মনে কর একটি বাক্য he eats his own mango.( সে তার তার নিজের আম খায়।) প্রথমে আমরা দেখি এখানে noun এবং pronoun কোন কোনটি। কারণ case হল

উপরের বাক্যে  noun হল  mango, আর pronoun হল he, his অন্য একটা word eats হল verb তাহলে He এর সাথে সম্পর্ক আছে eats এর,  his এর সাথে সম্পর্ক আছে mango এর।

His…এর সাথে সম্পর্ক আছে mango এর

কারণ , সে খায়। কে খায়? উত্তর হল ‘সে ‘(he)অর্থাৎ সে এর প্রধান সম্পর্ক খায়( eats) এর সাথে। আবার তার আম। কার আম?উত্তর হল তার। অন্য কারো নয়। তাহলে তার (his)এর সাথে প্রথম ও প্রধান সম্পর্ক হল আম(mango) এর। আবার সে কি খায়? উত্তর হল ‘আম’ তাহলে দেখা যাচ্ছে ইটস(eats) এর সাথে mango এর সম্পর্ক আছে ম্যাংগো (mango)না থাকলে ইটিং করা যেত?

Types Of Cases

সাধারণত case কে আমরা মোটামুটি তিন ভাগে ভাগ করতে পারি।

  1. Nominative Case
  2. Nominative of address or vocative case.
  3. Nominative absolute.
  4. Complementry nominative.

2.Objective Case

  1. Possessive Case
  2. Double possessive
  3. Treble possessive
  4. Elliptical possessive
  5. Nominative Case

নাউন (noun) বা প্রনাউন(pronoun) যখন বাক্যের কর্তা বা ক্রিয়া সম্পন্ন কারী হিসেবে কাজ করে তখন নমিনেটেড কেস হয়। যেমনঃ

He lives here

এখানে he হল subject. এজন্য এর case হল nominative case বলে। his,him এসব ব্যবহার হয়নি, he ব্যবহার হয়েছে। এভাবে Rahim eats rice, এখানে Rahim এর case  হল nominative Case ( noun এর রুপ কেবল possesive case এ পপরিবর্তন হয়।অন্যন্যা noun এর রুপ একই থাকে। এজন্যই আমাদের প্রধান লক্ষ হল যার রুপ বিভিন্ন case এ বিভিন্ন হয়।

he, she, you, they, its ইত্যাদি pronoun এর case, কারণ এই pronoun গুলো ঠিক এই রুপেই sentence এ subject রুপে ব্যবহৃত হয়।

  1. Objective Case

Noun বা প্রনাউন(pronoun) যখন সেন্টেন্সে (sentence)  verb-এর অবজেক্টিভ(objective)  রূপে ব্যবহৃত হয় তখন তাদের অবজেক্টিভস কেস (objective case)হয়। যেমন যখন সে অবজেক্ট রূপে ব্যবহৃত হয় তখন তার রূপের him অবজেক্টিভস  case.

  1. Possessive Case

যখন নাউন (noun)বা প্রোনাউন (pronoun)এর সাথে অন্য নাউন (noun)এর সম্পর্ক বুঝায় তখন পূর্ববর্তী noun বা pronoun-এর পসেসিভ কেস হয়। এই সম্পর্ক হল মালিকানার সম্পর্ক। Rahim’s house যেমন হাউস মানে রহিমের বাড়ি এখানে সম্পর্ক হল এখানে রহিম নামটির সাথে হাউস নামটি সম্পর্ক বুঝাচ্ছে রহিম হলো হাউস মালিক তাই এই সম্পর্ক মালিকানা সম্পর্ক রহিম ব্যবহৃত হয়েছে এভাবে প্রোনাউন এর একটি উদাহরণ হল এখানে ব্যবহৃত হয়েছে কারণ কি হলো মালিক এবং এই মালিকানার সম্পর্ক প্রকাশ করতে হলে কি করতে হয় নিচের দেখানো হলো এগুলো

Noun           Objective     Poss

I                   Me.                Mine/my

We.              Us.                Our, ours

He                him               your,yours

They.           Them            their, theirs

She.             Her.              Hers

It                   it.                  It’s

Who.           Whom.          Whose

আরো পড়ুনঃ

Verb/Right Form of Verb সম্পর্কিত সকল নিয়ম ও  প্রশ্ন সমাধান একটি পিডিএফ ফাইল

Appropriate Preposition with Examples and Bangla Meaning

Phrasal Verbs with Bengali Meaning PDF Download

Summary Writing  লেখার কিছু সহজ নিয়ম পিডিএফ ডাউনলোড

Capitalization & Punctuation Rules PDF Download

SENTENCE CONNECTORS শেখার সহজ উপায় পিডিএফ ডাউনলোড

৪ টি Composition বা Essay শিখে লিখুন ৫০ টিরও বেশি শিখুন

৫ টি প্যারাগ্রাফ শিখে  ১২৭ টি প্যারাগ্রাফ লিখুন পিডিএফ ডাউনলোড

৬ টি Application বা Latter শিখে লিখুন ২৫টি পিডিএফ ডাউনলোড

Narration Rules Examples Questions Solution PDF Download

HSC English Prefixes And Suffixes PDF Download

Tag Question এর সকল সহজ নিয়ম একসাথে পিডিএফ ডাউনলোড

Article A An The এর ব্যবহার A to Z PDF  Download

English Grammar এর ৫০ টি গুরুত্বপূর্ণ Rules পিডিএফ ডাউনলোড

Modal Auxiliary Verbs Use Rules in Bengali

যারা ইংরেজি একেবারে বেসিক থেকে শুরু করতে চান তাদের জন্য

ইংরেজি শর্ট ডায়ালগ কথা বলতে যা প্রায়ই ব্যবহার হয়

Transformation of Sentence শেখার সহজ কৌশল

Degree কাকে বলে? Degree কয় প্রকার ও কী কী?

Modifier এর সহজ শর্টকাট নিয়ম পিডিএফ ডাউনলোড

Voice Change করার সহজ টেকনিক পিডিএফ ডাউনলোড

Subject ও Predicate বলতে কি বুঝায় ? পিডিএফ ডাউনলোড

Vowel, Consonant, and Semivowel in English Grammar

Most Important Dialogue for Class 9-10 PDF Download

Having এবং Being এর ব্যবহার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার পিডিএফ ডাউনলোড

VOICE কাকে বলে ? VOICE কত প্রকার ও কি কি ? পিডিএফ ডাউনলোড

Syllable-কাকে-বলে–কত-প্রকার-ও-কি-কি-পিডিএফ-ডাউনলোড

যেকোন ইংরেজি Noun কে Plural করার ৬টি সহজ নিয়ম

NUMBER পরিবর্তনের অন্য রকম কৌশল পিডিএফ ডাউনলোড

Person কাকে বলে? Person কয় প্রকার ও কি কি উদাহরণ সহ