Thursday, September 28, 2023
HomePDF ডাউনলোডউপজাতি থেকে পরিপূর্ণ নোট পিডিএফ ডাউনলোড

উপজাতি থেকে পরিপূর্ণ নোট পিডিএফ ডাউনলোড

উপজাতি থেকে পরিপূর্ণ নোট

পিডিএফ ডাউনলোড

বিসিএস ও ব্যাংক প্রস্তুতি

বাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশের উপজাতি:

⇒ বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা – ৪৫ টি।

⇒ সরকারি হিসেবে দেশের মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা – ৪৮ টি।

⇒ বাংলাদেশের বৃহত্তম উপজাতি – চাকমা

⇒ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি – সাওতাল।

⇒ পার্বত্য চট্টগ্রামে মোট উপজাতি বসবাস করে – ১৩ টি।

⇒ বাংলাদেশে উপজাতির ভাষার সংখ্যা – ৩২ টি।

⇒ প্রকৃতি পুজারি উপজাতি – মুন্ডা ও মনিপুরী।

⇒ উপজাতীয় বর্ষবরণ উৎসবকে সামগ্রিকভাবে বলা হয় – বৈসাবি।

⇒ ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইনে যতটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শ্রেণির জণগণের উল্লেখ আছে – ২৭ টি।

⇒ উপজাতি, ক্ষুদ্রজাতি সত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতির কথা বলা হয়েছে সংবিধানের – ২৩(ক) অনুচ্ছেদে।

⇒ লিখিত বর্ণমালা নেই যে উপজাতির – সাওতাল।

⇒ মগ উপজাতি পাহাড়ি এলাকায় পরিচিত – মারমা নামে।

⇒ মগ উপজাতি সমতল এলাকায় পরিচিত – রাখাইন নামে।

⇒ মগদের আদি নিবাস ছিল – আরাকান।

⇒ জলকেলি যাদের উৎসব – রাখাইনদের।

⇒ ত্রিপুরাদের ভোজানুষ্ঠানকে বলে -সামৌং

⇒ গারোদের ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি – জুমচাষ।

⇒ গারোদের ভাষার স্থানীয় নাম – মান্দি ভাষা।

⇒ পাঙনরা যে ভাষায় কথা বলে – মৈ তৈ মণিপুরী ভাষায়।

⇒ খিয়াংরা ঈশ্বরকে বলে – হ্নাদাগা।

⇒ যে উপজাতির মধ্যে বিবাহ বিচ্ছেদ, বহুবিবাহ ও বিধবা বিবাহ প্রচলন রয়েছে – হাজং।

⇒ বাংলাদেশে মোট উপজাতি সংখ্যা – ১৫৮৬১৪১ জন।

⇒ বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার – ১.১০%

⇒ চাকমা ভাষায় লিখিত উপন্যাসের নাম – ফেবো

⇒ যে উপজাতি মুসলমান – পাঙন।

⇒ উপজাতি বা ক্ষুদ্র নৃ গোষ্ঠী গেরিলা সংগঠনের নাম – শান্তি বাহিনী।

⇒ শান্তিবাহিনীর বর্তমান চেয়ারম্যান – জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।

⇒ বাংলাদেশে উপজাতীয় প্রতিষ্ঠান অাছে – ৮টি।

⇒ যে দুটি উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক – গারো ও খাসিয়া।

কয়েকটি উপজাতির পরিচয়:

চাকমা :

» অবস্থান : পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার।

» ধর্ম : বৌদ্ধ

» প্রধান উৎসব : বিজু

সাওতাল :

» অবস্থান : বৃহত্তর রাজশাহী ও রংপুর

» ধর্ম : নাই

» প্রধান উৎসব : সোহরাই

» দেবতাদের নাম : সিং বোঙ্গা, মারাং বকু, ওরাক, মোরেইকো।

ত্রিপুরা/টিপরা

» অবস্থান: পাবর্ত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, ঢাকা।

» ধর্ম: সনাতন

» প্রধান উৎসব : বৈসুক

» দেবতাদের নাম : হিন্দুদের কিছু কিছু দেবতা

রাখাইন :

» অবস্থান : পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী, কক্সবাজার।

» ধর্ম : বৌদ্ধ

» প্রধান উৎসব : সাংগ্রাং

খাসী/খাসিয়া

» অবস্থান : বৃহত্তর সিলেট

» ধর্ম : খ্রিষ্টান

» প্রধান উৎসব : বড়দিন

» দেবতাদের নাম : উব্লাউ নাংমউ, উব্লাউ মতং, উব্লাউ সংসপাহ, উরিং কেউ, কায়িহ।

গারো :

» অবস্থান : বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ বিভাগ, টাঙ্গাইল।

» ধর্ম : খ্রিষ্টান

» প্রধান উৎসব : ওয়ানগালা

পাঙন :

» অবস্থান : মৌলভীবাজার

» ধর্ম : ইসলাম

» প্রধান উৎসব : ঈদুল ফিতর ও অাজহা

মণিপুরী

» অবস্থান : বৃহত্তর সিলেট

» ধর্ম : বৈষ্ণব

» প্রধান উৎসব : রাসোৎসব

খিয়াং :

» অবস্থান : বান্দরবন

» ধর্ম : বৌদ্ধ

» প্রধান উৎসব : সাংলান

তঞ্চঙ্গ্যা :

» অবস্থান: পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার

» ধর্ম : বৌদ্ধ

» প্রধান উৎসব : বিষু

ম্রো:

» অবস্থান : বান্দরবান

» ধর্ম : নাই

» প্রধান উৎসব : ক্লবপাই

ওরাও

» অবস্থান : বৃহত্তর রাজশাহী

» ধর্ম : জড়োপাসক

» প্রধান উৎসব : কারাম

পলিয়া

» অবস্থান : রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী

» ধর্ম : সনাতন

» প্রধান উৎসব: দূর্গাপূজা

মাহাতো :

» অবস্থান : বৃহত্তর রাজশাহী ও রংপুর বিভাগ

» ধর্ম : সনাতন

» প্রধান উৎসব : সহরায়

রবিদাস:

» অবস্থান : সিলেট, হবিগঞ্জ, নওগাঁ।

» ধর্ম : সনাতন

» প্রধান উৎসব : মাঘীপূর্ণিমা

হাজং

» অবস্থান : বৃহত্তম ময়মনসিংহ বিভাগ ও সুনামগঞ্জ।

» ধর্ম : সনাতন

» দেবতাদের নাম : হিন্দুদের প্রায় সব দেবদবী।

রাজবংশী :

» অবস্থান : রংপুর, শেরপুর

» ধর্ম : প্রকৃতি পূজরি

উপজাতিদের জন্য প্রতিষ্ঠিত সাংস্কৃতিক কেন্দ্র :

⇒ ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমী – বিরিশিরি, নেত্রকোনা।

⇒ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট – রাঙ্গামাটি।

⇒ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট – বান্দরবান।

⇒ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট – খাগড়াছড়ি।

⇒ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র – কক্সবাজার

⇒ মণিপুরী ললিতকলা একাডেমি– মৌলভীবাজার

⇒ রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট – রামু, কক্সবাজার।

⇒ রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচাল একাডেমি – রাজশাহী।

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!