Syllable কাকে বলে ? কত প্রকার ও কি কি ? পিডিএফ ডাউনলোড

0
959

Syllable কাকে বলে ? কত প্রকার কি কি ?

পিডিএফ ডাউনলোড

চাকুরির পরীক্ষায় কিংবা যে কোন ভাইবাতে প্রশ্নটি প্রায়ই আসে, Syllable কি বা কাকে বলে। কিন্তু অতি সহজ একটি বিষয় হওয়া সত্ত্বেও আমরা হয়ত অনেকেই জানিনা Syllable (সিলেবল) আসলে কি। আজকের বিস্তারিত আলোচনা সিলেবল বা Syllable নিয়ে।

Syllable কি বা কাকে বলেঃ

ইংরেজী ভাষায় Syllable একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি যদিও খুবি সহজেই বোঝা সম্ভব তবুও না জানার কারনে অনেকেই এটি কি তা নিয়ে বিভ্রান্তিতে ভোগে। ইংরেজী বাক্য বা Sentence এর প্রাণ হলো Word বা শব্দ। আমরা ইংরেজী কোন শব্দ বা Word পড়তে গেলে বা উচ্চারণ করতে গেলে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো সকল শব্দ বা Word একবারে বা হুট করে উচ্চারণ করতে পারছি না। কিছু কিছু শব্দ বা Word কিছুটা ভেঙে ভেঙে উচ্চারণ করতে হচ্ছে। যেমন, Brother (ব্রাদার) শব্দটি উচ্চারণ করতে গিয়ে হুট করে বা একবারে কেউ ই উচ্চারণ করতে পারি না। বরং আগে উচ্চারণ করছি ‘ব্রা’ (Bro), তারপর ‘দার’ (ther)। ব্রা’ উচ্চারণ করার পর কিছুটা দেরি করে দার’ উচ্চারণ করছি। অর্থাৎ Brother বা ব্রাদার, উচ্চারণ করতে ২ টি অংশে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হচ্ছে। অর্থাৎ Bro+ther বা ব্রা+দার=ব্রাদার বা Brother. ইংরেজীতে কোন শব্দ উচ্চারণ করতে গিয়ে যে সকল খন্ডে খন্ডে বা অংশে অংশে আলাদা আলাদা ভাবে উচ্চারণ করতে হয় তাদের প্রত্যেক খন্ড বা অংশকে Syllable বা শব্দাংশ বলে। অর্থাৎ Syllable অর্থ শব্দাংশ। কোন শব্দ বা Word কে যে সকল অংশে বিভক্ত বা ভাগ করে বা খন্ড খন্ড করে বা ভেঙে ভেঙে যত অংশে উচ্চারণ করতে হয় তাদের প্রতিটি অংশকে Syllable বা শব্দাংশ বলে।

Syllable ( শব্দংশ ) : একটি Word এর যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, ততটুকু অংশকে এক একটি Syllable বা শব্দাংশ বলে ।

অন্যভাবে বলতে গেলে, কোন শব্দকে আমরা যত খন্ডে বিভক্ত করে উচ্চারণ করি তার প্রতি খন্ডকে এক একটি Syllable বলে।

Example :-

Farmer = Far+mer

Brother = Bro + ther

River = Ri + ver

Doctor = Doc + tor .

Syllable (সিলেবল) বা শব্দাংশের গুরুত্বঃ

Syllable বা শব্দাংশ উচ্চারণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। কোন শব্দ বা Word কে শুদ্ধ ভাবে পড়তে গেলে বা উচ্চারণ করতে গেলে সিলেবাল বা Syllable সম্পর্কে সঠিক ধারনা থাকা প্রয়োজন। Spoken English এ Syllable বা শব্দাংশ অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। শব্দের উচ্চারণ ঠিক রাখতে, শুদ্ধ ভাবে বানান লেখতে এবং বাক্য শ্রুতিমধুর করে পড়তে Syllable বা শব্দাংশের সঠিক বিন্যাস সম্পর্কে ধারণা থাকা আবশ্যক।

Syllable বা শব্দাংশের প্রকারভেদঃ

আমরা কোন শব্দ বা Word উচ্চারণ করতে গিয়ে ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবো কিছু শব্দ বা Word মাত্র একটি খন্ডে বিভক্ত করে উচ্চারণ করতে হচ্ছে, কিছু শব্দ বা Word ২ টি খন্ডে বিভক্ত করে উচ্চারণ করতে হচ্ছে, কিছু শব্দ ৩ টি খন্ডে বিভক্ত করে উচ্চারণ করতে হচ্ছে, কিছু শব্দ ৩ এর বেশি অংশে বিভক্ত করে উচ্চারণ করতে হচ্ছে। উচ্চারণের এই খন্ডগত ভিন্নতার কারনে Syllable বা শব্দাংশকে তাই চারটি (৪) খন্ডে ভাগ করা হয়। যথা-

  1. Mono-syllable (মনো-সিলেবল)
  2. Di-syllable ( ডাই-সিলেবল )
  3. Tri-syllable ( ট্র্রাই-সিলেবল )
  4. Poly-syllable ( পলি-সিলেবল )

Mono-syllable

যে সকল Word বা শব্দ উচ্চারণ করতে কোন অংশে বিভক্ত করার প্রয়োজন হয় না সে সকল Word বা শব্দকে Mono-syllable বলে।

Example :- Cap, Hen, Bat, Cup, Hot, Man, Ten, Do, Up ইত্যাদি ।

Di-syllable

ইংরেজী Di শব্দের অর্থ দ্বি বা দুই। Disyllable অর্থ দুইস্বরা। সুতরাং যে সকল শব্দ উচ্চারণ করতে দুটি অংশে বিভক্ত করার প্রয়োজন হয় সে সকল শব্দকে Disyllable বলে।

Example :-

Target = Tar + get

Sister = Sis + Ter

Textile = Tex + Tile

Teacher = Tea + Cher

Father = Fa + ther

Tri-syllable

ইংরেজী Tri শব্দের অর্থ ত্রি বা তিন। Trisyllable অর্থ ত্রিস্বরা বা তিনস্বরা। সুতরাং যে সকল শব্দ উচ্চারণ করতে তিনটি অংশে বিভক্ত করার প্রয়োজন হয় সে সকল শব্দকে Trisyllable বলে।

Example :-

Wednesday = Wed + nes + day

Tomorrow = To + mo + rrow

Beautiful = Beau + ti + ful

Madrasha = Mad + ra + sha

Mobile  = Mo + bi + le

Education = Edu + ca + tion

Poly-syllable

ইংরেজী Poly শব্দের অর্থ বহু বা অনেক। Polysyllable অর্থ বহুস্বরা বা অনেক স্বরা। সুতরাং যে সকল শব্দ উচ্চারণ করতে তিনের বেশি বা অনেক অংশে বিভক্ত করার প্রয়োজন হয় সে সকল শব্দকে Poly-syllable  বলে।

Example :-

Examination = Exa + mi + na + tion

Preposition = Pre + po + si + tion

International = In + ter + na + tional

Comparative = Com + pa + ra + tive

University = U + ni + ver + sity

Satisfaction = Sa + tis + fac + tion

আরো পড়ুনঃ

Verb/Right Form of Verb সম্পর্কিত সকল নিয়ম ও  প্রশ্ন সমাধান একটি পিডিএফ ফাইল

Appropriate Preposition with Examples and Bangla Meaning

Phrasal Verbs with Bengali Meaning PDF Download

Summary Writing  লেখার কিছু সহজ নিয়ম পিডিএফ ডাউনলোড

Capitalization & Punctuation Rules PDF Download

SENTENCE CONNECTORS শেখার সহজ উপায় পিডিএফ ডাউনলোড

৪ টি Composition বা Essay শিখে লিখুন ৫০ টিরও বেশি শিখুন

৫ টি প্যারাগ্রাফ শিখে  ১২৭ টি প্যারাগ্রাফ লিখুন পিডিএফ ডাউনলোড

৬ টি Application বা Latter শিখে লিখুন ২৫টি পিডিএফ ডাউনলোড

Narration Rules Examples Questions Solution PDF Download

HSC English Prefixes And Suffixes PDF Download

Tag Question এর সকল সহজ নিয়ম একসাথে পিডিএফ ডাউনলোড

Article A An The এর ব্যবহার A to Z PDF  Download

English Grammar এর ৫০ টি গুরুত্বপূর্ণ Rules পিডিএফ ডাউনলোড

Modal Auxiliary Verbs Use Rules in Bengali

যারা ইংরেজি একেবারে বেসিক থেকে শুরু করতে চান তাদের জন্য

ইংরেজি শর্ট ডায়ালগ কথা বলতে যা প্রায়ই ব্যবহার হয়

Transformation of Sentence শেখার সহজ কৌশল

Degree কাকে বলে? Degree কয় প্রকার ও কী কী?

Modifier এর সহজ শর্টকাট নিয়ম পিডিএফ ডাউনলোড

Voice Change করার সহজ টেকনিক পিডিএফ ডাউনলোড

Subject ও Predicate বলতে কি বুঝায় ? পিডিএফ ডাউনলোড

Vowel, Consonant, and Semivowel in English Grammar

Most Important Dialogue for Class 9-10 PDF Download

Having এবং Being এর ব্যবহার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার পিডিএফ ডাউনলোড

VOICE কাকে বলে ? VOICE কত প্রকার ও কি কি ? পিডিএফ ডাউনলোড

যেকোন ইংরেজি Noun কে Plural করার ৬টি সহজ নিয়ম

NUMBER পরিবর্তনের অন্য রকম কৌশল পিডিএফ ডাউনলোড

Case কাকে বলে ? Case কত প্রকার ও কী কী ?

Person কাকে বলে? Person কয় প্রকার ও কি কি উদাহরণ সহ

Download From Google Drive

Download

Download From Yandex

Download

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।