Vowel, Consonant, and Semivowel in English Grammar

0
761

Vowel, consonant, and semi vowel in

English Grammar

Vowel, Consonant ও Semi-Vowel কাকে বলে ? উদাহরণ সহ ?

পৃথিবীতে প্রতিটি ভাষা লিখে প্রকাশ করার জন্য তাদের আলাদা আলাদা কিছু সাংকেতিক চিহ্ন আছে , এই সাংকেতিক চিহ্ন গুলোকে বলে Letter বা বর্ণ বলে। আর এই বর্ণ গুলোকে এক সাথে Alphabet বা বর্ণমালা বলে  ।

মানুষ কথা বলার সময় মুখ থেকে যে আওয়াজ বের হয়, সেই আওয়াজের ছোট ছোট অংশকে লিখে বুঝাতে যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে Letter বা বর্ণ বলে।

কোনো ভাষা লিখতে যে ধ্বনি-দ্যোতক প্রতীক বা চিহ্নসমূহ ব্যবহৃত হয় তার সমষ্টিই হলো Alphabet বা বর্ণমালা। বাংলা ভাষায় ব্যবহূত বর্ণসমূহকে একত্রে বাংলা Alphabet বা বর্ণমালা বলে।

Letter বা বর্ণ হলো একটি, আর বর্ণমালা হলো সকল বর্ণের সমষ্টি সুতরাং বর্ণমালা কি সেটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে বর্ণ কি সেটা।

Alphabets শব্দটি ল্যাটিন শব্দ, ‍Alphabetum থেকে এই এ্যালফ্যাবেটের উৎপত্তি।

ইংরেজী ভাষায় মোট ২৬ টি Letter বা বর্ণ আছে। এদের সমষ্টিকে Alphabet বা বর্ণমালা বলে।

Alphabet বা বর্ণমালা দুই প্রকার, যথা-

  1. Vowel

2.Consonant

Vowel : যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদেরকে Vowel বলে। Vowel ৫ টি  ( A, E, I, O, U) ।

Vowel ( ভাওয়েল ) বলতে সেই সকল বর্ণমালাদের বুঝায় যারা কিনা কোনো বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে। এরা বাংলা বর্ণমালার স্বরবর্নের মত।

পাঁচটি Vowel যুক্ত এমন শব্দ :

  • Education
  • Consequential
  • Multimillionaire
  • Unobjectionable
  • Unostentatious
  • Tambourine
  • Mensuration
  • Preambulation
  • Misdemeanour
  • Miraculousness
  • Precaution
  • Authentication
  • Authorize
  • Authorities
  • Misbehaviour
  • Regulation
  • Remuneration
  • Evacuation
  • Automobile

Consonant : যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে উচ্চারিত হতে পারে না , বিশেষ করে Vowel এর সাহায্য নিতে হয় তাদেরকে Consonant বলে। Consonant 21 টি ( B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, Z )

Consonanat ( কনসোনেন্ট ) হল সেই সকল শব্দ যারা কিনা অন্য কোনো বর্নের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না। এরা বাংলা বর্নমালার ব্যাঞ্জনবর্নের মত। এদেরকে উচ্চারণ করতে হলে আপনার ভাওয়েলের সাহায্য লাগবেই। ইংরেজিতে ৫ টি অক্ষর ভাওয়েল A,E,I,O,U । অর্থাৎ আপনি এদের অন্যদের সাহায্য ছাড়াই উচ্চারণ করতে পারবেন।

আমরা জানি, Vowel ছাড়া Word বা শব্দ গঠিত হয়না। কিন্তু Vowel ছাড়াও শব্দ গঠন হয়। যেমন – Cry, Fry, My, Try etc.

এই শব্দ গুলোর মধ্যে যদিও Vowel নেই, কিন্তু Semi-Vowel আছে। তাই এখন আমরা Semi- Vowel সম্পর্কে জানব।

Semi- Vowel: W ও Y কে Semi- Vowel বলে। কারণ W ও Y যখন শব্দের প্রথমে বসে তখন এরা Consonant. আবার যখন মাঝে বা শেষে বসে তখন এরা Vowel মত আচরণ করে । যেমন -My,Try,How etc.

👉. Walk, You = এখানে W ও Y শব্দের প্রথমে         বসেছে বলে এরা Consonant.

👉. Town, Eye =এখানে W ও Y শব্দের মাঝে            বসেছে বলে এরা Vowel.

👉. My, Cry, Try, How, Day, Draw=এখানে W ও Y শব্দের শেষে বসেছে বলে এরা Vowel.

যদি কোন শব্দের প্রথম অক্ষর w বা y হয় তবে সেটি Consonant।  যেমন :Yes,Where,Water,Year, Whom Wide, Yellow etc. শব্দগুলোর প্রথম অক্ষর W বা Y। তাই এগুলো Consonant.