Tuesday, March 19, 2024
HomePDF ডাউনলোডইংরেজি সাহিত্য মনে রাখার টেকনিক পিডিএফ ডাউনলোড

ইংরেজি সাহিত্য মনে রাখার টেকনিক পিডিএফ ডাউনলোড

ইংরেজি সাহিত্য মনে রাখার টেকনিক

পিডিএফ ডাউনলোড

ENGLISH-LITERATURE-TECHNIQUE

উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলো মনে রাখার কৌশলঃ

কমেডি>কৌশলঃ ATM Card’s LaW

A= As You Like It, All’s Well That Ends Well

T= The Tempest, Twelfth Night, The Taming of the Shrew, Two Gentlemen of Verona

M= The Merchant of Venice (Story of a Jew), Measure for Measure, The Mid Summer Night’s Dream, Much Ado About Nothing, Merry Wives of Windsor

C= Comedy of Errors

L= Love’s Labour’s Lost

W= The Winter’s Tale

ট্রাজেডি কৌশলঃ মনে রাখতে হবে যে উইলিয়াম শেক্সপিয়ারের প্রতিটি ট্রাজেডিই. কোনো না কোনো ব্যক্তির নাম। যেমনঃ

  1. Julius Caesar
  2. Antony and Cleopatra
  3. Hamlet
  4. Macbeth
  5. King Lear
  6. Romeo and Juliet
  7. Othello > Story of a Moor

Charles Dickens এর novel

মনে করুন ইনি DC ছিলেন, তার সময়ে TOP,Great but খুব Hard ছিলেন।

এবার মিলিয়ে নিন:

D= David Copperfield, Dorrit (little Dorrit), Dombay and son

C=Christmas carrol,The chimes,the cricket on the hearth.

TOP

T= A tale of two cities,

O= oliver twist

P=The Pickwick papers

Great= great expectation

But= the battle of life, bleak house

Hard= hard times

S T Coleridge:

  • Romantic poet
  • Poet of Supernaturalism
  • Called Opium Eater
  • S T Coleridge এর কবিতা মনে রাখার কৌশলঃ ABCD

A= Ancient Mariner

B= Biographia Literaria (Criticism)

C= Christabel, Kubla Khan

D= Dejection An Ode

 

Famous play of G B Shaw

টেকনিক-philanderer তুমি কখন বল না major doctor’s heart-break করে সিজার করে man এর

1.the philanderer

2.you never can tell

3.major barbar

4.doctors dilemma

5.heart-break house

6.caesar and cleopetra

7.man & superman

8.man of destiny

9.arms &the man

  • H Lawrence (David Herart Lawrence) এর famous novels টেকনিক।

white women (lady) এর love হল রংধনু (rainbow) এর মত।

  1. the white peacock.
  2. women and love.
  3. lady Chatterley’s lover..
  4. sons and lovers..
  5. the rainbow..
  • কয়েকজন আমেরিকান লেখকদের নাম মনে রাখার কৌশলঃ

AMERICAN শব্দটির বেশ কয়েকটি letter দিয়ে একেকজন American লেখকের নাম মনে রাখা যায়।

A= Arthur Miller

M= Morrison (Toni Morrison), Melville (Herman Melville), Marjorie Kinnan Rawlings

E= Ernest Hemingway, Emily Dickinson, Eugene O’Neill, Emersion

R= Robert Frost

I=(Blank)

C=(Blank)

A= Arthur Miller

N= Nathaniel Hawthorne

এছাড়াও TSE USA মিলিয়ে পড়লে মনে রাখা সম্ভব যে T S Eliot এর জন্ম USA.

মনে রাখা জরুরিঃ Robert Frost আমেরিকান, কিন্তু E M Forster ব্রিটিশ লেখক।

  • Irish লেখকদের নাম মনে রাখার কৌশলঃ

নিচের তিনজন Irish লেখকদের নামের মধ্যে B রয়েছে।

  1. Samuel Beckett
  2. G. B. Shaw
  3. W. B. Yeats
  • দুইজন Scottish লেখকের নাম মনে রাখার কৌশলঃ

নিচের দুইজন Scottish লেখকের নামের শুরুতে #Sir রয়েছে, এবং তাদের একজনের নামের মধ্যে #Scott রয়েছে।

  1. Sir Walter Scott
  2. Sir Arthur Conan Doyle

University Wits”“দUniversity wits” হচ্ছে এক দল যুবক নাট্যকার যারা ক্যামব্রিজ ও অক্সফোর্ডের Witty students. এরা 16th শতাব্দীতে (১৫০০-১৬০০) London এ নাটক লিখত।আর এরা Elizabethan period এর ছিল।

যেভাবে মনে রাখবেন:

ক্রিস্টোফার টমাস সবুজ ফুল পেলে লিলিকে প্রোপোজ করবে।

ব্যাখ্যা:

ক্রিস্টোফার-Christopher Marlowe

টমাস-Thomas Kyd,Thomas Nashe,Thomas Lodge

সবুজ-Robert Greene

পেলে-George Peele

লিলি-John Lyly

E.M Forster

পুরো নামঃ Edward Morgan Forster.

সাহিত্যকর্ম মনে রাখার সুত্রঃ

Forster এক Eternal Moment এ Room থেকে বের হয়ে India’য় Longest Journey করলো।

ব্যাখ্যাঃ

1.The Eternal Moment

2.A Room with a view

3.A passage to India (36th BCS)

4.The Longest Journey.

  • Robert Browning এর কবিতা মনে রাখার কৌশলঃ

Fra Lippo Lippi ও Rabbi Ben Ezra খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা Andrea Del Sarto এবং grammarian কে সাথে নিয়ে My Last Duchess ও The Patriot সিনেমা দেখে Christmas Evening ও Easter Day পালন করলো।

কবিতাগুলো এবার দেখে নাওঃ

  1. Fra Lippo Lippi
  2. Rabbi Ben Ezra
  3. A Grammarian Funeral
  4. Andrea Del Sarto
  5. My Last Duchess
  6. The Patriot
  7. Christmas Eve and Easter Day

Irish novelist & darmatist oscar wilde এর books

টেকনিক: ideal husband এর অন্য woman no importance

1.An ideal husband

2.a woman is no importance(a dark comedy)

3.the importance of being earnest….

  • Female novelist Virginia Woolf এর novels টকেনকি:

রাতদিন(night and day) মিসেস ডালও্য়ে(Mrs.Dalloway) ভূতুরে ঘরে(haunted house) লাইট(light house) জ্বালিয়ে সমূদ্রর(voyage)

তরঙ্গ(waves) দেখে

1.night and day

2.Mrs. dalloway

  1. A haunted house

4.to the light house

5.the voyage out (first)

6.the waves

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!