সাধারণ জ্ঞান থেকে ২০০ টি প্রশ্ন ও উত্তর
পিডিএফ ডাউনলোড
- কত সাল থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হয়?
উত্তরঃ ১৯৩০
- মহাবীর কার কাছে সন্যাস ধর্ম গ্রহণ করেন?
উত্তরঃ গোসাল
- ধাতুর যে পাতলা ত্বক মিষ্টি সাজাতে সাধারণত ব্যবহৃত হয় সেটি হলো?
উত্তরঃ রুপা
- কেরোসিন তেলে যে ধাতু সংরক্ষণ করা হয় সেটি হলো
উত্তরঃ সোডিয়াম
- দুখু মিঞা নামে আমরা কোন কবি কে চিনি?
উত্তরঃ কবি কাজী নজরুল ইসলাম
- পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পুরো নাম কি?
উত্তরঃ জ্যোতিরিন্দ্র বসু
- বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে?
উত্তরঃ ভিটামিন বি-১২
- মুর্শিদাবাদের হাজার দুয়ারী নির্মান করেন কে?
উত্তরঃ নবাব নাজিম হুমায়ুন জাহ
- তানপুরা বাদ্য যন্ত্রে কটি তার থাকে?
উত্তরঃ ৪ ( 4 ) টি
- মাদার ইন্ডিয়া চলচ্চিত্রটির পরিচালক কে?
উত্তরঃ মেহেবুব খান
- বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি এবং সেটি কার লেখা?
উত্তরঃ দুর্গেশ নন্দিনী , বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস কবে?
উত্তরঃ ৪ঠা ফেব্রুয়ারী ( 4th February )
- “Forge your Future” বইটি কার লেখা?
উত্তরঃ এ. পি. জে. আব্দুল কালাম
- শ্রীলঙ্কার জাতীয় খেলা কি?
উত্তরঃ ভলিবল
- ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম “বুসেফালাস” যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছেন?
উত্তরঃ আলেক্সজান্ডার
- আসফ খানের কন্যা অনজুমান বানু বেগম ইতিহাসে কি নাম বিখ্যাত?
উত্তরঃ মুমতাজ
- স্বাধীন ভারতের বিমান বাহিনীর প্রথম প্রধান কে ছিলেন?
উত্তরঃ থমাস আর্মহাস্ট ( প্রথম ভারতীয় – সুব্রত মুখার্জী )
- আগেকার দিনে রানীরা বাইরের দৃশ্য দেখা থেকে বঞ্চিত থাকতেন | এই দুর্দশার কথা ভেবে মহারাজা সাওয়াই প্রতাপ সিং বিখ্যাত স্থপতিকার লাল চাঁদ ওস্তাদ কে দিয়ে কোন বিখ্যাত সৌধ বানান?
উত্তরঃ হাওয়া মহল
- ১৫৮৩ সালে আকবর কর্তৃক প্রতিষ্ঠিত ভারতের কোন শহরের নামের অর্থ “ঈশ্বরের শহর” (“City of God”)?
উত্তরঃ এলাহাবাদ
- “Dalhousie…Through My Eyes” – বইটির লেখক কে?
উত্তরঃ তথাগত রায়
- ভারতের প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ মোরারজি দেশাই
- কোন দেশ সব থেকে বেশি নোবেল পেয়েছে এখনো পর্যন্ত?
উত্তরঃ আমেরিকা
- কোন দিনে “Ask a question” দিবস পালন করা হয়?
উত্তরঃ ১৪ ই মার্চ ( 14th March )
- একটি তাসের প্যাকেটের কোন তাসের King এর কোনো মুছ (Moustache) নেই?
উত্তরঃ Hearts
- আকবর-নামার রচয়িতা কে?
উত্তরঃ আবুল ফজল
- সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি?
উত্তরঃ ফ্যাদোমিটার (fathometer)
- ভারতের কোন দুটি রাজ্য শুধুমাত্র অপর একটি রাজ্যের সীমানা স্পর্শ করেছে?
উত্তরঃ সিকিম ( পচিমবঙ্গের সাথে ), মেঘালয় ( আসামের সাথে )
- ২০১৮ সালের অস্ট্রেলিয়াই কমনওয়েলথ গেমসে ভারতের পক্ষ থেকে পতাকা বহন কে করবে?
উত্তরঃ পি. ভি. সিন্ধু
- মানব দেহকোষে কতজোড়া ক্রোমোজোম থাকে?
উত্তরঃ ২৩ জোড়া
- ভারতের কোন শহরে প্রথম ইনসেক্ট মিউজিয়াম ( Insect Museum ) চালু হলো?
উত্তরঃ কোয়েম্বাটুরে
- ভারতের ইতিহাসের জনক ( Father of Indian History) কাকে বলা হয়?
উত্তরঃ মেগাস্থিনিস
- দিল্লির কোন সুলতান জন্মসূত্রে হিন্দু হলেও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন?
উত্তরঃ নাসিরুদ্দিন খসরু খাঁ
- কোন দেশে সব থেকে বেশি সংখ্যক দ্বীপ রয়েছে?
উত্তরঃ ফিনল্যাণ্ড
- সেলিম আলী পাখিরালয় ভারতের কোন রাজ্যে রয়েছে?
উত্তরঃ গোয়া
- সব থেকে বেশিবার অস্কার কে পেয়েছেন?
উত্তরঃ ক্যাথারিন হেপবার্ন
- দ্রুততম সামুদ্রিক প্রাণী কোনটি?
উত্তরঃ ব্ল্যাক মার্টিন
- পৃথিবীতে বসবাসকারি সব থেকে বড় প্রাণী কোনটি?
উত্তরঃ নীল তিমি
- ১ টঙ্কা = কত জিতল ?
উত্তরঃ ৪৮ ( 48)
- মানবদেহের সব থেকে বড় অঙ্গ ( Organ ) কোনটি?
উত্তরঃ ত্বক ( Skin )
- সব থেকে কম সংখ্যক পৌরসভা ভারতের কোন জেলাতে রয়েছে?
উত্তরঃ কলকাতা
- লিচু ফলের উৎপত্তি কোন দেশে?
উত্তরঃ চীন
- তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ কি?
উত্তরঃ সিংহ
- STD কোড অনুযায়ী ভারতের প্রথম শহর কোনটি?
উত্তরঃ নিউ দিল্লী ( STD কোড ০১১)
- কোন শহরের ডাকনাম “The Big Apple” ?
উত্তরঃ নিউ ইয়র্ক
- ক্লোরোফিলে কোন ধাতু থাকে?
উত্তরঃ ম্যাগনেসিয়াম
- পঞ্চমবেদ কাকে বলা হয়?
উত্তরঃ মহাভারত
- “আরাম হারাম হ্যায়” – এই উক্তিটি কার?
উত্তরঃ পণ্ডিত জহরলাল নেহেরু
- চেঙ্গিস খাঁ ছিলেন ইতিহাসে এক কুখ্যাত যোদ্ধা | “চেঙ্গিস” কথাটির আক্ষরিক অর্থ কি?
উত্তরঃ অসীম শক্তিধর
- ইংরেজি ক্যালেন্ডারের কোন মাস একজন রোমান শাসকের নামে?
উত্তরঃ জুলাই ( জুলিয়াস সীজার এর নামে )
- সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি?
উত্তরঃ ফ্যাদোমিটার (fathometer)
- বিধানসভার ভোটে প্রথম কোন রাজনৈতিক দল সবকটি আসন জিতেছিল?
উত্তরঃ সিকিম সংগ্রাম পরিষদ ( SSP – ১৯৮৯ )
- আমাজন যখন তার যাত্রা শুরু করে ১৯৯৫ সালে, তখন প্রথম কোন জিনিসটি আমাজন বিক্রি করেছিল?
উত্তরঃ একটি বই | বইটির নাম – Fluid Concepts & Creative Analogies: Computer Models of the Fundamental Mechanisms of Thought
- “INCOSPAR” কে বর্তমানে আমরা কি নাম জানি?
উত্তরঃ ISRO
- কোন দেশকে রামধনুর দেশ ( Rainbow Country ) বলা হয়?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা
- ২৮ সে ডিসেম্বর স্পেন, ল্যাটিন আমেরিকা এবং ফিলিপাইনসে “Día de los Santos Inocentes” নাম একটি দিবস পালন করা হয় | আমরা কবে, কি হিসেবে ওই দিনটি পালন করি?
উত্তরঃ ১লা এপ্রিল , এপ্রিল ফুল
- গাড়ির এয়ার ব্যাগে প্রধানত কোন রাসায়নিকটি ব্যবহার করা হয়?
উত্তরঃ সোডিয়াম আজাইড ( NaN3 )
- যমজরা ( Twins ) সর্বোচ্চ কতদিন অন্তর জন্মাতে পারে?
উত্তরঃ ৮৪ দিন ( 84 Days )
- আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে প্রথম কোন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেছিলেন?
উত্তরঃ বেলিন্ডা ক্লার্ক
- “Resurrection Sunday ” উৎসবটিকে আমরা আর কোন নাম জানি?
উত্তরঃ ইস্টার
- “Swamy & Friends” বইটির লেখক কে?
উত্তরঃ আর. কে. নারায়ণ
- “The Complete Man” – কোন কোম্পানির স্লোগান?
উত্তরঃ Raymond
- শাহজাহান শব্দের অর্থ কি?
উত্তরঃ জগতের রাজা ( King of the World)
- ১৫ই আগস্ট, ভারত ছাড়া আর কোন দেশের স্বাধীনতা দিবস পালন করা হয়?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া
- “Death of a City” বইটি কার লেখা?
উত্তরঃ অমৃতা প্রীতম
- ভারতের যোগের শহর ( Yoga City ) কাকে বলা হয়?
উত্তরঃ ঋষিকেশ
- কোন দেশ গান পাউডার আবিষ্কার করে?
উত্তরঃ চীন
- স্টেট ব্যাঙ্ক অফ্ ইণ্ডিয়া কবে স্থাপিত হয়?
উত্তরঃ ১৯৫৫
- মালবিকাগ্নি মিত্রম্ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ কালিদাস
- ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুষিক বলে অভিহিত করেন ?
উত্তরঃ শিবাজীকে
- কাজী নজরুল ইসলাম কোন সিনেমাতে নারদের ভূমিকায় অভিনয় করেন?
উত্তরঃ ধ্রুব ( Dhrubo)
- বর্তমানে দিদি বললে যে রাজনীতিবিদের নাম মনে আসে তিনি হলেন মমতা ব্যানার্জী | কিন্তু এর আগে কোন গান্ধীবাদী নেত্রীকে দিদি বলে ডাকা হতো যিনি বিনোদা ভাবের সাথে “ভুদান” আন্দোলনে যোগ দিয়েছিলেন?
উত্তরঃ নির্মলা দেশপান্ডে
- “চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে” – এটি কার বিখ্যাত উক্তি?
উত্তরঃ মহাত্মা গান্ধী
- ভারতের কোন রাষ্ট্রপতি লোকসভার স্পিকার ছিলেন?
উত্তরঃ নীলম সঞ্জীবা রেড্ডি
- মানব দেহের কঠিনতম অংশ কোনটি?
উত্তরঃ এনামেল
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?
উত্তরঃ আফ্রিকা
- কোন দেশের রাজধানী তার প্রথম প্রেসিডেন্টের নাম
অনুসারে?
উত্তরঃ আমেরিকা ( জর্জ ওয়াশিংটনের নাম অনুসারে রাজধানীর নাম হয় ওয়াসিংটন, ডি. সি. )
- দলীপ সিং রানা কি নামে বেশি পরিচিত?
উত্তরঃ দা গ্রেট খালি ( The Great Khali )
- চীনারা “Zhu Zhen Dan” নামে কাকে ডাকতেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- ১৯৪৫ সালে ৬ই অগাস্ট হিরোশিমাতে যে বোমা ফেলা হয়েছিল তার নাম কি?
উত্তরঃ লিটল বয় (Little Boy )
- মেসোপটেমিয়ার বর্তমান নাম কি?
উত্তরঃ ইরাক
- তেঁতুলে কোন অ্যাসিড থাকে?
উত্তরঃ টারটারিক অ্যাসিড
- ব্রেইল ( অন্ধদের লেখার পদ্ধতি) অক্ষর গুলি লেখার জন্য সব থেকে বেশি কতগুলি বিন্দু ব্যবহার করা হয়?
উত্তরঃ ৬
- ভারতের কত টাকার নোটের ওপরে মঙ্গল যানের ছবি রয়েছে?
উত্তরঃ ২০০০ টাকার
- ভারতের রকেট ম্যান কাকে বলা হয়?
উত্তরঃ কে. সিভান
- তালাচাবির শহর ভারতের কোন শহরকে বলে?
উত্তরঃ আলিগড়
- সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক কে?
উত্তরঃ ফতিমা বিবি
- নিমাই পণ্ডিত কার কাছ থেকে দীক্ষা নেন?
উত্তরঃ ঈশ্বরপুরী
- কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলা হয়?
উত্তরঃ মাদুরাই
- মহীশূর রাজ্যের নাম পাল্টে কর্ণাটক হয় কোন বছর?
উত্তরঃ ১৯৭৩
- “বাংলার বিশ্বকর্মা” – নামে কে পরিচিত?
উত্তরঃ রাজেন্দ্রনাথ মুখার্জী
- ভারতের কোন উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি থাকাকালীন মারা যান?
উত্তরঃ কৃষাণ কান্ত
- কত সালে ভারত থেকে ব্রহ্মদেশ পৃথক হয়?
উত্তরঃ ১৯৩৭
- নরেন্দ্রনাথ দত্তকে প্রথম স্বামী বিবেকানন্দ নামে কে সম্মোধন করেন?
উত্তরঃ ক্ষেত্রীর মহারাজ অজিত সিং
- রবীন্দ্রনাথ ঠাকুরকে সর্বপ্রথম বিশ্বকবি বলে কে সম্মোধন করেন?
উত্তরঃ ব্রহ্মবান্ধব উপাধ্যায়
- ভারতের শ্বেতবিপ্লবের জনক কাকে বলা হয়?
উত্তরঃ ভার্গিস কুরিয়েন ( Verghese Kurien )
- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদ পত্রের নাম কি?
উত্তরঃ সমাচার দর্পন ( সাপ্তাহিক )
- বিশ্বের প্রাচীনতম ক্রীড়া হিসেবে কোন খেলাটিকে ধরা হয়?
উত্তরঃ কুস্তি
- Lexicographer এর কাজ কি ?
উত্তরঃ অভিধান ( Dictionary ) সংকলন করা
- মুশির্দাবাদের সদর বহরমপুরে লালদিঘি নামে পরিচিত সরোবরটির আসল নাম কি?
উত্তরঃ সুভাষ সরোবর
- কোন সিনেমার শুটিং চলাকালীন সালমান খান কৃষ্ণসার হরিণ শিকার করেন?
উত্তরঃ হাম সাথ সাথ হ্যায়
- ওস্তাদ বিসমিল্লা খান কিসের সাথে যুক্ত?
উত্তরঃ সানাই
- “শতরঞ্জ কি খিলারি” সত্যজিৎ রায়ের সিনেমাটি কোন লেখকের গল্পের ভিত্তিতে তৈরি?
উত্তরঃ মুন্সি প্রেমচাঁদ
- শেরসাহের সমাধি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ বিহার ( বিহারের সাসারামে)
- হামপি স্থাপত্য কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক
- পুনরুজ্জীবন প্রকল্প কোন রাজ্য চালু করলো?
উত্তরঃ পশ্চিমবঙ্গ
- পৃথিবীর দীর্ঘতম বেলেপাথর গুহা ক্রেম পুরী কোথায় অবস্থিত?
উত্তরঃ মেঘালয়
- ভারতের কোথায় প্লাস্টিক পার্ক গড়ে তোলা হবে?
উত্তরঃ ঝাড়খন্ড
- আন্তর্জাতিক বন দিবস কবে?
উত্তরঃ ২১ সে মার্চ
- ভারতের কোন রাজ্য 18 তম রাজ্য হিসাবে প্লাস্টিক নিষিদ্ধ করলো?
উত্তরঃ মহারাষ্ট্র
- সরুহাসি প্রাইজ কাদের দেওয়া হয়?
উত্তরঃ জাপানের মহিলা ন্যাচারাল সায়েন্টিস্টস দের
- ভারতের কোন মন্দিরকে ‘Black Pagoda’ বলা হয়?
উত্তরঃ কোণারকের সূর্য মন্দির
- ‘এ মেরে ওয়াতন কে লোগো’ গানটি কে লিখেছেন?
উত্তরঃ কবি প্রদীপ ( সুর দিয়েছেন সি. রামচন্দ্র )
- ভারতের প্রথম মহিলা কুলি কে?
উত্তরঃ সন্ধ্যা মারয়ায়ী ( Sandhya Marawi ) – মধ্যপ্রদেশের জবলপুরের কাটনি জংশনে কুলিগিরি করেন
- পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়?
উত্তরঃ আমাজন জঙ্গলকে
- UNESCO – এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ প্যারিস
- ভারতের গোলাপি শহর জয়পুর কে বলা হয় | নীল শহর কোন শহর কে বলে?
উত্তরঃ যোধপুর
- ২১শে মে , কার মৃত্যুদিনে ভারতে “Anti Terrorism Day” পালন করা হয়?
উত্তরঃ রাজীব গান্ধী
- ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি?
উত্তরঃ সুরেখা যাদব
- প্রথম এভারেস্টজয়ী ব্যক্তি তেনজিং নোরগে ও এডমন্ড হিলারিকে আমরা সবাই চিনি। কিন্তু প্রথম এভারেস্টজয়ী মহিলা কে ছিলেন?
উত্তরঃ জুনকো তাবেই। ১৯৭৫ সালের ১৬ মে এভারেস্ট জয় করেন
- দেশটির মূল ল্যাটিন নামের অর্থ হলো দক্ষিণের অজানা দেশ। বর্তমানে সবার চেনাজানা | এ দেশের নাম কী?
উত্তরঃ অস্ট্রেলিয়া
- কোন মার্কিন প্রেসিডেন্ট “Watergate” কেলেঙ্কারির সাথে জড়িত?
উত্তরঃ রিচার্ড নিক্সন
- ক্যালেন্ডারের বার অনুযায়ী কোন দুটো মাস হুবহু একই থাকে?
উত্তরঃ এপ্রিল-জুলাই
- “খোকা ঘুমালো পাড়া জুড়ালো,বর্গী এল দেশে”-এই বর্গী বলতে কাদের বোঝানো হয়েছে?
উত্তরঃ মারাঠা দস্যু
- ভারতের দীর্ঘতম ট্রেন রুট কোনটি? এটা কোথা থেকে কতদুর অবধি বৃস্তিত?
উত্তরঃ বিবেক ট্রেন রুট।(ডিব্রুগড়-কন্যাকুমারী)
- মহামতী কার ছদ্মনাম?
উত্তরঃ গোপালকৃষ্ণ গোখলে
- মহাক্ষত্রক কার উপাধি?
উত্তরঃ নহপান
- পুনা সেবা সদন প্রতিষ্ঠা করেন কে?
উত্তরঃ রামবাঈ রানাডে ও জি.কে.দেবধর
- ধৌরা কি?
উত্তরঃ ইহুদিদের ধর্মগ্রন্থ
- বৈদিক যুগে খাদি বলতে কি বোঝানো হত?
উত্তরঃ আংটি
- সবথেকে ক্ষুদ্রতম স্তন্যপায়ী কোনটি?
উত্তরঃ Shrew
- ভারতের জীবনরেখা কাকে বলে?
উত্তরঃ ভারতীয় রেলকে
- মুর্শিদকুলি খাঁর পরে বাংলার নবাব কে হন?
উত্তরঃ সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ ( মুর্শিদকুলি খাঁর জামাতা)
- হুগলি থেকে পর্তুগিজদের কোন মুঘল সম্রাট বিতাড়িত করেন?
উত্তরঃ শাহজাহান ( বাংলার সুবাদার কাসিম আলির সহায়তায় )
- রাজ্যপালকে “সোনার খাঁচায় বন্দী পাখি” কে বলেছিলেন?
উত্তরঃ সরোজিনী নাইডু
- ভারতের জাতীয় সংগীত গাওয়ার জন্য ধার্য্য সময় কত?
উত্তরঃ ৫২ সেকেন্ড
- বিশ্বের সর্ববৃহৎ বস্তির নাম কি?
উত্তরঃ খায়েলিৎসা, দক্ষিণ আফ্রিকা ( এশিয়ার সর্ববৃহৎ – করাচির ওরাঙ্গি টাউন , ভারতের সর্ববৃহৎ – মুম্বাইয়ের ধারাভি)
- ভারতের কোন স্টেডিয়ামের বসবার আসন সর্বাধিক?
উত্তরঃ যুব ভারতী (Salt Lake Stadium)
- টিপু সুলতানের নিলাম হওয়া তলোয়ার কোন শিল্পপতি কিনেছেন?
উত্তরঃ বিজয় মালিয়া
- ২০১৩ সালে কোন বিদেশির মৃত্যুতে ভারতে ৫ দিন ধরে জাতীয় শোক পালন করা হয় এবং জাতীয় পতাকা দিল্লিতে অর্ধনির্মিত রাখা হয়?
উত্তরঃ নেলসন ম্যান্ডেলা
- ১৯৪৬ সালে ভারতের নৌবিদ্রোহ প্রথম যে জাহাজে হয়েছিল তার নাম কি ছিল?
উত্তরঃ তলোয়ার
- ১৯৪৬ সালের নৌবিদ্রোহে যে তিনটি পতাকা জাহাজগুলিতে উত্তোলন করা হতো সেগুলো কোন কোন দলের ছিল?
উত্তরঃ জাতীয় কংগ্রেস , মুসলিম লীগ, ভারতের কমিউনিস্ট পার্টি
- ভারতের কোন প্রধানমন্ত্রীকে তার দুই দেহরক্ষী হত্যা করেন?
উত্তরঃ ইন্দিরা গান্ধী ( হত্যাকারীরা ছিলেন – Satwant Sing ও Beant Singh )
- হিব্রূ বাইবেলে (Old Testament) ভগবানের ক্রোধ ( Wrath of God ) বলতে অগ্নি ও ব্রিমস্টোন কে বোঝানো হয়েছে | এই ব্রিমস্টোন আসলে কোন মৌল?
উত্তরঃ সালফার
- আলেক্সজান্ডার ও পুরুর মধ্যে যুদ্ধ হয়েছিল কোন নদীর ধারে?
উত্তরঃ ঝিলাম (বিতস্তা )
- লাফিং গ্যাস আসলে কি?
উত্তরঃ নাইট্রাস অক্সাইড
- হাজার হ্রদের দেশ কোন দেশকে বলা হয়?
উত্তরঃ ফিনল্যাণ্ড
- ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের ডাকনাম কি ছিল?
উত্তরঃ মনু
- নোবেল প্রাইজ , ভারতরত্ন , টেম্পলটন প্রাইজ, রমন ম্যাগশাসায় প্রাইজ , নেহেরু পুরস্কার, পদ্মশ্রী – এই সবগুলি পুরস্কার একমাত্র কে পেয়েছেন?
উত্তরঃ মাদার টেরেজা
- জহরলাল নেহুরুর পর কে ভারতের প্রধানমন্ত্রী হন?
উত্তরঃ লাল বাহাদুর শাস্ত্রী
- ২০০১ সালে নেপালের কোন রাজা সপরিবারে পুত্রের গুলিতে নিহত হন?
উত্তরঃ রাজা বীরেন্দ্র (রাজার বড়ছেলে দীপেন্দ্র সবাইকে গুলি করে নিজে আত্মহত্যা করেন )
- ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট দিল্লীতে রয়েছে?
উত্তরঃ ১৩০
- “In search of Gandhi” – বইটি কার লেখা?
উত্তরঃ রিচার্ড আটেনবুড়ো ( Richard Attenborough )
- কোন ভারতীয় প্রথম ম্যাগসাসাই পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ আচার্য বিনোদা ভাবে
- জহরলাল নেহেরুকে শপথবাক্য পাঠ করান কে?
উত্তরঃ লর্ড মাউন্ট ব্যাটেন
- কোন ভারতীয় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান?
উত্তরঃ জি. শঙ্কর কুরুপ
- কোন কোন নেতা তিনটি গোল টেবিল বৈঠকেই উপস্থিত ছিলেন?
উত্তরঃ ড: বি. আর. আম্বেদকর, তেজ বাহাদুর সাপ্রু
- ভারতের কোন মুখ্য মন্ত্রী ২০০৬ সালে ম্যাগসাসাই পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ অরবিন্দ কেজরীবাল
- “মিত্রমেলা” যা পরবর্তীকালে রুপান্তরিত হয়ে “অভিনব ভারত” নামে পরিচিত হয় -তার প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ বিনায়ক দামোদর সাভারকার
- বাইবেল প্রথম কোন ভাষায় লেখা হয়?
উত্তরঃ হীব্রূ
- সক্রেটিস যে বিষ পান করে মারা যান সেই বিষটি কি নামে পরিচিত?
উত্তরঃ হেমলক
- “New Dimensions of India’s Foreign Policy ” – বইটি কার লেখা?
উত্তরঃ অটল বিহারি বাজপেয়ী
- বিশ্ব হাঁপানি দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ মে মাসের প্রথম মঙ্গলবার
- কোন দেশে সব থেকে বেশি জঙ্গল রয়েছে?
উত্তরঃ রাশিয়া
- “Economic Nightmare of India – Its Cause and Cure ” – বইটি ভারতের কোন প্রধামন্ত্রীর লেখা?
উত্তরঃ চৌধুরী চরণ সিং
- ১৯৪১ সালে, নেতাজি গৃহবন্দী অবস্থা থেকে পেশোয়ার পালানোর সময় যে গাড়িটি ব্যবহার করেন সেটির নম্বর কি ছিল?
উত্তরঃ BLA ৭১৬৯
- ভারতের কোন রেলমন্ত্রী পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন?
উত্তরঃ লাল বাহাদুর শাস্ত্রী
- রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ হেনরি ডুরান্ট
- জেমস বন্ড সিরিজের প্রথম সিনেমা কোনটি?
উত্তরঃ ডক্টর নো ( Dr. No )
- ভারতের ইতিহাসে কোন আইন ‘কালা আইন’ নাম পরিচিত ছিল?
উত্তরঃ রাওলাট আইন
- মনিপুর শব্দের অর্থ কি ?
উত্তরঃ রত্নের রাজ্য
- চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী কোন নদীর তীরে হর্ষবর্ধনকে যুদ্ধে হারিয়েছিলেন?
উত্তরঃ নর্মদা
- “A Nation in Making” বইটি কার আত্মজীবনী?
উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়
- আমেরিকা যুক্তরাষ্ট্রের পতাকায় কতগুলি তারা রয়েছে?
উত্তরঃ ৫০ টি ( এই ৫০ টি তারা ৫০ টি স্টেট এর প্রতীক)
- কোন ভারতীয় মহিলা প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছিলেন?
উত্তরঃ বিজয়লক্ষ্মী পণ্ডিত
- “Pakistan or partition of India” – গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ ভীমরাও আম্বেদকর
- পর্যায় সারণিতে সব থেকে ভারী ধাতু কোনটি?
উত্তরঃ অসমিয়াম
- ICC ( ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) এর পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ Imperial Cricket Conference
- ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ দুর্গ থেকে তাঁর ঘোড়ায় লাফ দেন এবং পালান | তিনি পালিয়ে গেলেও তার প্রিয় ঘোড়াটি মারা যায়| এই ঘোড়াটির নাম কি ছিল?
উত্তরঃ বাদল
- পশ্চিমবঙ্গের স্টেট ট্রি কোনটি?
উত্তরঃ ছাতিম
- ভাইরাস শব্দের অর্থ কি?
উত্তরঃ বিষ
- কোন ঐতিহাসিক বই থেকে জানা যাই যে চন্দ্রগুপ্ত মৌর্য শুদ্র ছিলেন?
উত্তরঃ মুদ্রারাক্ষস
- “কর্নেল ক্লাইভের শেয়াল” বলে কাকে অভিহিত করা হতো?
উত্তরঃ মীরজাফর
- আইফেল টাওয়ার গড়ে তোলার উপলক্ষ্য কি ছিল?
উত্তরঃ ফরাসি বিপ্লবের শতবর্ষ
- মহম্মদ কুলি কুতুব শাহ প্রতিষ্ঠিত ভাগ্যনগরের বর্তমান নাম কি?
উত্তরঃ হায়দ্রাবাদ
- শহীদ মিনার কার স্মৃতিস্তম্ভ ?
উত্তরঃ স্যার ডেভিড অক্টারলোনি
- “মাদার ইন্ডিয়া” বইটি কে লিখেছেন ?
উত্তরঃ ক্যাথরিণ মেয়ো
- কাকে “লাখবক্স” বলা হত ?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবক
- “ভারতীয় পক্ষিবিজ্ঞানের পোপ” কাকে বলা হয় যিনি ভারতের এক অন্যতম রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা?
উত্তরঃ অ্যালান অক্টাভিয়াম হিউম
- পশ্চিমবঙ্গের কল্যাণী শহরের আদি নাম কি?
উত্তরঃ রুশভোল্ট নগর
- “The Audacity Of Hope” বইটি কার লেখা?
উত্তরঃ বারাক ওবামা
191 ভারতের প্রথম পরমানু কেন্দ্র কোথায় স্থাপিত হয় ?
উত্তরঃ মহারাষ্ট্রের তারাপুরে ।
- ভারতের বৃহত্তম অডিটোরিয়াম কোনটি ?
উত্তরঃ মুম্বাই এর শ্রী সম্মুখনন্দ হল ।
- ভারতের সর্বচ্চ সন্মান কি ?
উত্তরঃ ভারতরত্ন ।
- ভারতের সর্বচ্চ সাহসী সন্মান কি ?
উত্তরঃ পরমবীর চক্র ।
- ভারতের প্রথম ব্যাঙ্ক কি ?
উত্তরঃ ব্যাঙ্ক অফ হিন্দুস্থান ।
- ভারতের প্রথম দেশীয় ব্যাঙ্ক কি ?
উত্তরঃ পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক ।
- ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক কোনটি ?
উত্তরঃ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । ( এই ব্যাঙ্কের দেশী ও বিদেশী শাখা সবথেকে বেশী )
- ভারতের প্রথম বিদেশী ব্যাঙ্ক কোনটি ?
উত্তরঃ চাটার্ড ব্যাঙ্ক ।
- ভারতের বৃহত্তম ব্যারেজ কোনটি ?
উত্তরঃ গঙ্গা নদীর উপর অবস্থিত ফারাক্কা ব্যারেজ ।
- ভারতের সবথেকে উঁচু যুদ্ধক্ষেত্র কোনটি ?
উত্তরঃ সিয়াচেন ।
Direct Download
Click Here
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।