Saturday, December 9, 2023
Homeইংরেজি সাহিত্য গ্রামারDegree কাকে বলে? Degree কয় প্রকার ও কী কী?

Degree কাকে বলে? Degree কয় প্রকার ও কী কী?

Degree কাকে বলে? Degree কয় প্রকার ও কী কী?

পিডিএফ ডাউনলোড

COMPARISON OF ADJECTIVES – বিশেষণের তুলনা, বা DEGREE – মাত্রা বা তারতম্য ।

Comparison of Adjectives  :- বিশেষণের তারতম্য বা কম-বেশি মাত্রাভেদের দিকে লক্ষ্য রেখে Adjective – এর রূপান্তর ঘটে, যা তুলনামূলক। Adjective – এর এইরূপ তুলনামূলক রূপান্তর প্রক্রিয়াকেই Comparison of Adjective বলে।

Degree  :- এক ব্যক্তি বা বস্তুর সহিত অন্য  ব্যক্তি বা বস্তুর গুণের তারতম্য অনুসারে Adjective – এরও রূপান্তর ঘটে থাকে। Adjective – এর রূপান্তরকে Degree বা Degree of Adjective বলে।

প্রকারভেদ  :- Degree of Adjective তিন প্রকার, যথা –

  1. Positive Degree,
  2. Comparative Degree,
  3. Superlative Degree.
  1. Positive Degree :- কোন Sentence – এ Noun বা Pronoun – এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বুঝতে Adjective – এর যে রূপ ব্যবহার হয় (যখন কোন তুলন হয়না), তাকে Positive Degree বলে।

যেমন – Sayed is a good  boy.

  1. Comparative Degree :- সাধারণত দু’টি Noun বা Pronoun – এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তুলনা বোঝাতে Adjective – এর যে রূপ ব্যবহার হয় (যখন এক ব্যক্তি বা বস্তুর সহিত অন্য এক ব্যক্তি বা বস্তুর দোষ, গুণের তুলনা করা হয়), তাকে Comparative Degree বলে।

যেমন – Sayed is better  than Nahid.

  1. Superlative Degree :- সাধারণত অনেকের মধ্যে তুলনা বোঝাতে Adjective – এর যে রূপ ব্যবহার হয় (অর্থাৎ, একই জাতীয় দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বা স্থানের মধ্যে তুলনা বোঝায়), তাকে Superlative Degree বলে।

যেমন – Sayed is the best  of all the boys in the class.

DEGREE CHANGE – এর নিয়মাবলী

  1. এক Syllable বিশিষ্ট সকল Adjective ও দুই Syllable বিশিষ্ট কোন কোন Adjective – এর শেষে “er” বা “r” যোগ করে Comparative এবং “est” বা “st” যোগ করে Superlative Degree গঠন করা হয়।

যেমন –

POSITIVECOMPARATIVESUPERLATIVE
QuickQuickerQuickest
ThickThickerThickest
ShortShorterShortest
DeepDeeperDeepest
BraveBraverBravest
WetWetterWettest
TrueTruerTruest
HighHigherHighest
GreatGreaterGreatest
OldOlderOldest
RemoteRemoterRemotest
……….. ইত্যাদি।
  1. কোন Adjective – এর শেষে Consonant থাকলে ও Consonant এর আগে Vowel থাকলে Consonant টি Double (দ্বিত্ব) হবে এবং শেষে “er” যোগ করে Comparative ও “est” যোগ করে Superlative Degree হবে।

যেমন –

POSITIVECOMPARATIVESUPERLATIVE
BigBiggerBiggest
ThinThinnerThinnest
SadSadderSaddest
HotHotterHottest
RedRedderReddest
FatFatterFattest
ইত্যাদি।
  1. Adjective – এর শেষে “y” থাকলে এবং “y” – এর আগে Consonant থাকলে “y” – কে “i” করতে হবে এবং শেষে “er” যোগ করে Comparative ও “est” যোগ করে Superlative Degree গঠন করতে হয়।

যেমন –

POSITIVECOMPARATIVESUPERLATIVE
DryDrierDriest
EasyEasierEasiest
ইত্যাদি।

ব্যাতিক্রম   :- কিন্তু “y” – এর আগে Vowel থাকলে “i” ব্যবহার হবেনা।

যেমন –

POSITIVECOMPARATIVESUPERLATIVE
GayGayerGayest
ইত্যাদি।
  1. দুই বা ততোধিক Syllable বিশিষ্ট Adjective হলে ওর আগে “More” বসিয়ে Comparative এবং “Most” বসিয়ে Superlative Degree গঠন করতে হয়।

যেমন –

POSITIVECOMPARATIVESUPERLATIVE
ActiveMore activeMost active
BeautifulMore beautifulMost beautiful
ইত্যাদি।
  1. কিন্তু নিম্নলিখিত Adjective গুলির Comparison – এর নির্দিষ্ট নিয়ম নেই।

যেমন –

POSITIVECOMPARATIVESUPERLATIVE
GoodBetterBest
Bad, evil, illWorseWorst
Much, manyMoreMost
OldOlder, elderOldest, eldest
NighNigherNighest
ForeFormerForemost, first
NearNearerNearest, next
ইত্যাদি।

DEGREE OF ADVERBS

নিম্নলিখিত Word গুলি Comparison of Adjective নয়, যেমন –

POSITIVECOMPARATIVESUPERLATIVE
SlowSlowerSlowest
FastFasterFastest
QuicklyMore quicklyMost quickly
SoonSoonerSoonest
InInnerInmost, innermost
LongLongerLongest
LoudLouderLoudest
LateLaterLatterest
NearNearerNearest, next
WellBetterBest
ill, badlyWorseWorst
LittleLess, LesserLeast
ForthFurtherFurthest
FarFarthestFarthest
WiselyMore wiselyMost wisely
EarlyEarlierEarliest
PrettyPrettierPrettiest
SweetSweeterSweetest
ইত্যাদি।

ব্যবহার

(i) Comparative Degree – এর পর সাধারণত than বসে।

যেমন – He is better than  I.

(ii) Latin Comparative যেমন – Senior, Junior, Inferior, Superior, Interior, Posterior, Prior প্রভৃতি Adjective – এর পরে than না বসিয়ে to বসে।

যেমন – He is junior than  me. (×)

He is junior to  me. (✔️)

(iii) নীচের Adjective গুলি Positive Adjective রূপে ব্যবহৃত হয়।

Major, Minor, Interior, Exterior.

(iv) Suoerlative Degree – এর পূর্বে the এবং পরে of বসে।

যেমন – He is the  best of  all the boys.

N.B  :- Double Comparative বা Double Superlative ব্যবহার করা যায়না। যথা – More nobler, Most noblest লেখা ভুল।

Superlative Degree থেকে Comparative Degree করার নিয়মাবলী :-

  1. (a) Superlative Degree থেকে Comparative Degree করার সময় Superlative Degree – এর Subject থেকে শুরু করতে হয়। কারণ, Superlative ও Comparative Degree – এর Subject একই থাকে।

(b) Subject – এর পরে Verb বসে এবং Superlative Degree – এর Article “The” Comparative Degree করার সময় উঠিয়ে দিতে হয়। এরপর Superlative Adjective পরিবর্তন করে Comparative (biggest থাকলে bigger) করতে হয়। এরপর “than any other” বসিয়ে বাক্যের বাকি অংশ লিখতে হয়।

উদাহরণ :-

Chittagong is the biggest seaport in Bangladesh. (comparative)

Ans. Chittagong is bigger than any other seaport in Bangladesh.

  1. “than any other” – এর পরে সবসময় Noun – এর Singular Number ব্যবহৃত হয়।

উদাহরণ :-

He is the oldest man in the village. (comparative)

Ans. He is older than any other man in the village.

“than any other” -এর পর কখনও Plural হয়না। সুতরাং Plural থাকলে তা Singular হবে। কিন্তু “than any other” – এর পরিবর্তে যদি “than all other” ব্যবহার করা হয়, তবে Plural – ই হবে।

উদাহরণ :-

He is the wisest man in the village. (comparative)

Ans. He is wiser than any other man in the village.

  1. Superlative Degree – এর Sentence – এ “one of the” থাকলে Comparative Degree করার সময় “most other” হয়।

উদাহরণ :-

Akbar was one of the greatest kings of India. (comparative)

Ans. Akbar was greater than most other kings of India.

Superlative Degree থেকে Positive Degree করার নিয়মাবলী :-

  1. Superlative Degree কে Positive Degree করার সময় সর্বপ্রথম No other কিংবা কোন কোন ক্ষেত্রে Very few দিয়ে শুরু করতে হয়। এরপর Superlative Degree – এর শেষের অংশ অর্থাৎ Object এর পরের অংশ বসে। Verb এর পর as/so বসে এবং এরপর Adjective এর Positive form হয়। সবশেষে আবার as এবং তারপর Superlative Degree এর Subject বসে।

উদাহরণ :-

Kolkata is the greatest city in West Bengal. (positive)

Ans. No other city in West Bengal is as great as Kolkata.

Comparative Degree থেকে Positive Degree করার নিয়মাবলী :-

  1. (a) Comparative Degree কে Positive করার সময় Comparative Degree এর Subject কে যার সহিত তুলনা করা হয়, সেই ব্যক্তি, বস্তু বা স্থান সর্বপ্রথমে Subject হিসাবে বসে।

(b) Subject এর পর Verb কে Negative করে বসাতে হয়। এরপর as/so এবং তারপর Adjective এর Positive form হয়। সবশেষে আবার as এবং এরপর Comparative Degree এর Subject বসে।

উদাহরণ :-

An ass is not duller than he. (positive)

Ans. He is as dull as an ass.

👉 Note :- Comparative Degree এর Sentence টি Negative হলে Positive Degree করার সময় Affirmative করতে হয়।

উদাহরণ :-

The aeroplane flies faster than birds. (positive)

Ans. Birds do not fly as fast as the aeroplane.

Positive Degree থেকে Comparative Degree করার নিয়মাবলী :-

  1. (a) Positive Degree কে Comparative করার সময় Positive Degree এর Subject কে যার সহিত তুলনা করা হয়, সেই ব্যক্তি, বস্তু বা প্রাণী সর্বপ্রথম Subject হিসাবে বসে। এরপর Verb বসে এবং Verb এর পরে Adjective এর Comparative Degree করতে হয়।

(b) প্রদত্ত বাক্যের অর্থের যাতে কোনো তারতম্য না ঘটে, সেই দিকে দৃষ্টি রেখে উত্তর বাক্যে প্রয়োজন বোধে “not” ব্যবহার করতে হবে।

উদাহরণ :-

Sanaul is not so dull as he. (comparative)

Ans. He is duller then Sanaul.

আরো পড়ুনঃ

Verb/Right Form of Verb সম্পর্কিত সকল নিয়ম ও  প্রশ্ন সমাধান একটি পিডিএফ ফাইল

Appropriate Preposition with Examples and Bangla Meaning

Phrasal Verbs with Bengali Meaning PDF Download

Summary Writing  লেখার কিছু সহজ নিয়ম পিডিএফ ডাউনলোড

Capitalization & Punctuation Rules PDF Download

SENTENCE CONNECTORS শেখার সহজ উপায় পিডিএফ ডাউনলোড

৪ টি Composition বা Essay শিখে লিখুন ৫০ টিরও বেশি শিখুন

৫ টি প্যারাগ্রাফ শিখে  ১২৭ টি প্যারাগ্রাফ লিখুন পিডিএফ ডাউনলোড

৬ টি Application বা Latter শিখে লিখুন ২৫টি পিডিএফ ডাউনলোড

Narration Rules Examples Questions Solution PDF Download

HSC English Prefixes And Suffixes PDF Download

Tag Question এর সকল সহজ নিয়ম একসাথে পিডিএফ ডাউনলোড

Article A An The এর ব্যবহার A to Z PDF  Download

English Grammar এর ৫০ টি গুরুত্বপূর্ণ Rules পিডিএফ ডাউনলোড

Modal Auxiliary Verbs Use Rules in Bengali

যারা ইংরেজি একেবারে বেসিক থেকে শুরু করতে চান তাদের জন্য

ইংরেজি শর্ট ডায়ালগ কথা বলতে যা প্রায়ই ব্যবহার হয়

Transformation of Sentence শেখার সহজ কৌশল

Modifier এর সহজ শর্টকাট নিয়ম পিডিএফ ডাউনলোড

Voice Change করার সহজ টেকনিক পিডিএফ ডাউনলোড

Subject ও Predicate বলতে কি বুঝায় ? পিডিএফ ডাউনলোড

Vowel, Consonant, and Semivowel in English Grammar

Most Important Dialogue for Class 9-10 PDF Download

Having এবং Being এর ব্যবহার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার পিডিএফ ডাউনলোড

VOICE কাকে বলে ? VOICE কত প্রকার ও কি কি ? পিডিএফ ডাউনলোড

Syllable-কাকে-বলে–কত-প্রকার-ও-কি-কি-পিডিএফ-ডাউনলোড

যেকোন ইংরেজি Noun কে Plural করার ৬টি সহজ নিয়ম

NUMBER পরিবর্তনের অন্য রকম কৌশল পিডিএফ ডাউনলোড

Case কাকে বলে ? Case কত প্রকার ও কী কী ?

Person কাকে বলে? Person কয় প্রকার ও কি কি উদাহরণ সহ

Direct Download 

Click Here

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!