Friday, September 29, 2023
HomePDF ডাউনলোডবাংলা জিকে গুরুত্বপূর্ণ ১০০ টি প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড

বাংলা জিকে গুরুত্বপূর্ণ ১০০ টি প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড

বাংলা জিকে গুরুত্বপূর্ণ ১০০ টি প্রশ্ন ও উত্তর

পিডিএফ ডাউনলোড

১) কতসালে পোলিও টিকা আবিষ্কার করা হয়?

উত্তরঃ ১৯১৩ সালে

২) নগ্নবীজ উদ্ভিদকে কী বলা হয়?

উত্তরঃ আদি উদ্ভিদ

৩) জীবের বৈজ্ঞানিক নামের ভাষা কি?

উত্তরঃ ল্যাটিন

৪) লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?

উত্তরঃ গুল্ম জাতীয় উদ্ভিদ

৫) একটি ব্যাকটেরিয়া জনিত রোগের নাম কী?

উত্তরঃ বসন্ত

৬) কোন বিজ্ঞানী তাপ ও গতিবিদ্যা সুত্রের প্রণেতা?

উত্তরঃ জেমস প্রেসকট জুল

৭) কি কারণে পীতজ্বর হয়?

উত্তরঃ ইবোলা ভাইরাস

৮) হরমোন কি থেকে তৈরি?

উত্তরঃ প্রোটিন থেকে

৯) কোন শহরকে ‘গোলাপি শহর’ বলা হয়?

উত্তরঃ জয়পুর কে

১০) কোষ্ঠকাঠিন্য দূর করে কোনটি?

উত্তরঃ কার্বোহাইড্রেট

১১) কোলেস্টেরল কি জাতীয় পদার্থ?

উত্তরঃ স্নেহ

১২) কোথায় সবচেয়ে বেশি ফসফেট কোথায় পাওয়া যায়?

উত্তরঃ হাড়ে

১৩) কোন ফলে বেশি লৌহ পাওয়া যায় ?

উত্তরঃ কলা

১৪) যাদুগোড়া খনি থেকে কি পাওয়া যায় ?

উত্তরঃ ইউরেনিয়াম

১৫) ভারত ও চীনের মধ্যে সীমা নির্ধারণকারী লাইনটির নাম কি?

উত্তরঃ ম্যাকমোহন লাইন

১৬) ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?

উত্তরঃ মালদ্বীপ

১৭) ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি?

উত্তরঃ চীন

১৮) ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন কোন বছরে হয়েছিল ?

উত্তরঃ ১৯৫৬ সালে

১৯) কর্ণাটকের পূর্বের নাম কি ছিল?

উত্তরঃ মহীশুর

২০) সিকিম কোন বছরে ভারতের অঙ্গরাজ্য পরিণত হয় ?

উত্তরঃ ১৯৭৫ সালে

২১) আবান্তি পত্রিকার সম্পাদক কে?

উত্তরঃ মুসলিনি

২২) আবিসিনিয়া কোন মহাদেশে অবস্থিত ?

উত্তরঃ আফ্রিকা মহাদেশে

২৩) আসাম অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ ১৯০৫ সালে

২৪) ইউরোপের কোন দেশে প্রথম ফ্যাসিবাদের জন্ম হয় ?

উত্তরঃ ইতালি

২৫) লাইফ ডিভাইন কে লিখেছেন?

উত্তরঃ অরবিন্দ ঘোষ

২৬) মহাকাশে গমন কারী প্রথম প্রাণী?

উত্তরঃ লাইকা নামে কুকুর

২৭) খাবার সোডার রাসায়নিক নাম কি?

উত্তরঃ সোডিয়াম বাই কার্বনেট

২৮) সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ হয় কোন আলোতে ?

উত্তরঃ সবুজ

২৯) সবচেয়ে সক্রিয় ধাতু কি?

উত্তরঃ পটাসিয়াম

৩০) পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ তরঙ্গের মান কত?

উত্তরঃ শুন্য

৩১) দুধে কোন এসিড থাকে ?

উত্তরঃ ল্যাকটিক এসিড

৩২) প্রস্বেদন ঘটে কোথায়?

উত্তরঃ পাতায়

৩৩) চায়ের উপক্ষারের  নাম কি?

উত্তরঃ ক্যাফইন

৩৪) প্রস্বেদন কত প্রকার?

উত্তরঃ ৩ প্রকার

৩৫) মাটি থেকে গাছে খাদ্যরস পৌছায় কোন প্রক্রিয়ায়?

উত্তরঃ ব্যাপন

৩৬) জনন মুকুল কোনটি?

উত্তরঃ ফুলকপি

৩৭) পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন কণাগুলিকে একসঙ্গে কি বলে?

উত্তরঃ কেন্দ্রীয় কণা বা নিউক্লিয়ন

৩৮) উদ্ভিদ কোষে সঞ্চিত খাদ্যকে কি বলে?

উত্তরঃ শ্বেতসার

৩৯) সবথেকে বেশী আয়োডিন কোথায় পাওয়া যায় ?

উত্তরঃ সামুদ্রিক শৈবালে

৪০) বিবর্তন বা অভিব্যক্তি সম্পর্কিত বিদ্যাকে কি বলে?

উত্তরঃ ইভোলিউশন

৪১) ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত?

উত্তরঃ লাইপোপ্রোটিন দ্বারা গঠিত

৪২) Biology শব্দের প্রবর্তক কে?

উত্তরঃ লেমার্ক

৪৩) Bengal Planto বইটি কে লিখেছিলেন?

উত্তরঃ ডেভিড প্লেইন

৪৪) মৌমাছি পালন বিদ্যাকে কি বলে?

উত্তরঃ এপিকালচার

৪৫) মহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি?

উত্তরঃ জুনা খাঁ

৪৬) সৈয়দ বংশের পতন ঘটান কে?

উত্তরঃ বহলুল লোদী

৪৭) ‘পেরিপ্লাস’ গ্রন্থের রচয়িতা কে?

উত্তরঃ প্লিনি

৪৮) কবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রবর্তন করেন?

উত্তরঃ শেরশাহ

৪৯) আকবরের সাম্রাজ্য বিস্তারের সর্বশেষ পদক্ষেপটি কি?

উত্তরঃ আসীরগড় দুর্গ জয়

৫০) কত সালে বাবর মারা যান?

উত্তরঃ ১৫৩০ সালে

৫১) শেরশাহের প্রকৃত নাম কি?

উত্তরঃ ফরিদ খা

৫২) ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?

উত্তরঃ কোচিন

৫৩) কাশি বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত ?

উত্তরঃ বারানসিতে

৫৪) ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ গুজরাট

৫৫) ভারতে প্রথম কাগজ কলটি কোথায় স্থাপিত হয়েছিল ?

উত্তরঃ শ্রীরামপুর

৫৬) ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি?

উত্তরঃ পরেশনাথ

‘৫৭) ইনকিলাব জিন্দাবাদ’ কার উক্তি ?

উত্তরঃ ভগত সিং

৫৮) ‘পূর্ণ স্বরাজ’ কে বলেছিলেন?

উত্তরঃ জহরলাল নেহেরু

৫৯) ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ কার উক্তি?

উত্তরঃ বাল গঙ্গাধর তিলক

৬০) ভারতের সরকারী ঘোষণাপত্রকে কি বলা হয়?

উত্তরঃ হোয়াইট পেপার

৬১) পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন কমিশনের সুপারিশে চালু হয়?

উত্তরঃ অশোক মেহেতা কমিশন

৬২) রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায়?

উত্তরঃ নিউইয়র্ক

৬৩) রুদ্র দমন কোন হ্রদ সংস্কার করেন?

উত্তরঃ সৌরাষ্ট্রের সুদর্শন হ্রদ

৬৪) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ সিমুক

৬৫) পশ্চিমাঞ্চলের প্রভু নামে কে পরিচিত?

উত্তরঃ প্রথম সাতকরনী

৬৬) বিজয় নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ?

উত্তরঃ কৃষ্ণদেব রায়

৬৭) ’কেশরী’ সংবাদপত্র কে শুরু করেছিলেন?

উত্তরঃ বাল গঙ্গাধর তিলক

৬৮) মুদ্রারাক্ষস কে লিখেছিলেন?

উত্তরঃ বিশাখ দত্ত

৬৯) অর্থশাস্ত্র কে লিখেছিলেন?

উত্তরঃ চাণক্য

৭০) রাজতরঙ্গিনী কে লিখেছেন?

উত্তরঃ কলহন

৭১) হর্ষচরিত কে লিখেছেন?

উত্তরঃ বান ভট্ট

৭২) রামচরিত মানস কে লিখেছেন?

উত্তরঃ তুলসী দাস

৭৩) রামচরিত কে লিখেছেন?

উত্তরঃ সন্ধাকর নন্দী

৭৫) মিউকর বলা হয় কিসের ছত্রাক কে?

উত্তরঃ রুটি

৭৬) ঢেঁকিশাক  আসলে কি ?

উত্তরঃ ফার্ন গাছ

৭৭) পত্ররন্ধীয় প্রস্বেদনের হার শতকরা কত ভাগ?

উত্তরঃ ৯০-৯৫ শতাংশ

৭৮) ফলের প্রধান অংশ কয়টি?

উত্তরঃ ৩ টি

৭৯) প্রাণীজগতের প্রধান পর্ব কয়টি?

উত্তরঃ ১০ টি

৮০) কেঁচো, জোক কোন পর্বের প্রাণী?

উত্তরঃ আর্থোপোডা

৮১) ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি?

উত্তরঃ অন্ধ্রপ্রদেশ

৮২) তরল কানেকটিভ টিস্যু কত প্রকার?

উত্তরঃ ২ প্রকার

৮৩) অস্থিমজ্জায় কি উৎপন্ন হয়?

উত্তরঃ রক্ত উৎপন্ন হয়

৮৪) মানুষের দুধ দাঁত কতগুলো?

উত্তরঃ ২০ টি

৮৫) গুপ্তাব্দ কোন সম্রাট প্রবর্তন করেন?

উত্তরঃ প্রথম চন্দ্রগুপ্ত

৮৬) হাইড্রোজেন কোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে?

উত্তরঃ নাইট্রোজেন

৮৭) পুলিৎজার পুরস্কার কোন দেশ থেকে প্রদান করা হয়?

উত্তরঃ আমেরিকা

৮৮) ‘সাইমন গো ব্যাক’ কে বলেছিলেন?

উত্তরঃ লালা লাজপত রায়

৮৯) প্রাসাদ নগরী বলা হয়

উত্তরঃ কলকাতাকে

৯০) উত্তরের ভেনিস বলা হয়

উত্তরঃ স্টকহোমকে

৯১) সেলসিয়াস স্কেলে থার্মোমিটারের নিম্ন ও উর্ধ্ব স্থিরাঙ্ক হল

উত্তরঃ 0°C এবং 100°C

৯২) ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন ও উর্ধ্ব স্থিরাঙ্ক হল

উত্তরঃ 32°F এবং 212°F

৯৩) সেলসিয়াস স্কেল আবিষ্কার করেন কে?

উত্তরঃ সুইডিশ বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস

৯৪) ফারেনহাইট স্কেল আবিষ্কার করেন কে?

উত্তরঃ ফরাসি বিজ্ঞানী গ্যাব্রিয়েল ড্যানিয়েল

৯৫) মূত্রে শর্করা বেড়ে যাওয়ার ঘটনাকে বলে কি বলে?

উত্তরঃ গ্লাইকোসুরিয়া

৯৬) পরাগযোগ ও নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনকে কি বলা হয়?

উত্তরঃ পার্থেনোকাৰ্পি

৯৭) প্রকৃতিতে সৃষ্ট আভ্যন্তরীণ প্রতিফলনের একটি উদাহরণ হল

উত্তরঃ মরীচিকা

৯৮) সমতল দর্পণে কোন প্রতিবিম্ব গঠিত হয়?

উত্তরঃ অসদ

৯৯) বইয়ের ছোট অক্ষর এবং ঘড়ির সূক্ষ্ম যন্ত্রপাতি দেখার জন্য কোন কাচ ব্যবহৃত হয়?

উত্তরঃ বিবর্ধক কাচ

১০০) কোন বিজ্ঞানী পরমাণুর মধ্যে নিউটনের উপস্থিতি প্রমাণ করেন?

উত্তরঃ স্যাডউইক

👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!