Tense কাকে বলে, কত প্রকার ও কি কি?
পিডিএফ ডাউনলোড
গঠন প্রণালি সহ বিস্তারিত আলোচনা দেখুন।
আমরা বাংলায় (কিংবা অন্য কোনো ভাষায়) যে কথাই বলি না কেন- সেটা কোনো না কোনো কালের মধ্যে পড়ে।
অতীত, বর্তমান কিংবা ভবিষ্যৎ।
‘অতীত’ কাল মানেই বাংলা ক্রিয়াপদের শেষে ‘ল/ম’ থাকবে। যেমন: এসেছিল/ গিয়েছিল/ এসেছিলাম/ গিয়েছিলাম- ইত্যাদি।
‘ভবিষ্যৎ’ কাল মানেই বাংলা ক্রিয়াপদের শেষে ‘ব’ থাকবে। যেমন: যাব/ খাব/ যেতে থাকবে/ খেতে থাকবে/ খেয়ে থাকবে- ইত্যাদি।
‘ল/ম+ব’ ছাড়া যা আছে সবই ‘বর্তমান’ কাল। যেমন: যাই/ যাচ্ছি/ গিয়েছি/ যায়/ যাচ্ছে/ গিয়েছে- ইত্যাদি।
Tense হলো তিন প্রকার। এবং প্রত্যেক Tence আবার ৪ ভাগে বিভক্ত। যথা:-
Presaent Tense: Present indefinite tense, Present continuous tense, Present perfect tense, Present perfect continuous tense.
Past Tense: Past indefinite tense, Past continuous tense, Past perfect tense, Past perfect continuous tense.
Future Tense: Future indefinite tense, Future continuous tense, Future perfect tense, Future perfect continuous tense.
- Present Indefinite Tense: কর্তা বর্তমানে কিছু করে বুঝায়। ক্রিয়াপদের শেষে ই/ য়/ ও/ এ- ইত্যাদি থাকে।
গঠনঃ Subject + Verb-এর Present form + ………………………………………..
উদাহরণঃ
আমি ভাত খাই = I eat rice.
সে ঘুমায় = He sleeps. (subject 3rd person singular number হলে verb-এর সাথে s/ es যোগ হয়)
শিশুটি কান্না করে = The baby cries.
ছেলেটি প্রতিদিন কলেজে যায় = The boy goes to college regularly.
Negative করতে গেলে- Sub + do not/ does not + Verb (1st) + …………………… হবে।
যেমন:-
আমি ভাত খাই না = I do not eat rice.
সে ভাত খায় না = He does not eat rice. (subject 3rd person singular number হলে does not হয়)
- Present Continuous Tense: কর্তা কিছু করছে (করতেছে/ করিতেছে) বুঝায়। বাংলা ক্রিয়াপদগুলো সাধারণত এমন থাকে- যাচ্ছি/ খাচ্ছি/ দেখছি/ শুনছি/ খেলছে/ ধরছে/ হাসছে/ কাঁদছে- ইত্যাদি। অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে/ চলিতেছে বুঝায়।
গঠনঃ Subject + am/ is/ are + Verb-এর সাথে ing + ……………………………..
Negative হলে: ………………… am not/ is not/ are not হবে……………………
উদাহরণঃ
আমি স্কুলে যাচ্ছি = I am going to school.
সে একটা বই পড়ছে = He is reading a book.
তারা ভাত খাচ্ছে = They are eating rice.
আমি আজ কলেজে যাচ্ছি না = I am not going to college today.
- Present Perfect Tense: কর্তা কিছু করেছে বুঝায়। কাজটি শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনো আছে। ক্রিয়াপদের শেষে এছ/ এছি/ এছে/ এছেন- যেমনঃ খেয়েছি/ গিয়েছি/ শুনেছি/ শুনেছে/ শুনেছেন- ইত্যাদি। সাধু ভাষায়- ইয়াছ/ ইয়াছি/ ইয়াছে/ ইয়াছেন হয়- যেমনঃ খাইয়াছি/ গিয়াছি/ শুনিয়াছি ইত্যাদি।
গঠনঃ Subject + have/ has + Verb-এর past participle + ………………………..
Negative হলে: ………………… have not/ has not ……………………
উদাহরণঃ
আমি ভাত খেয়েছি = I have eaten rice.
সে স্কুলে গিয়েছে = He has gone to school.
আমি একটা চাকুরি পেয়েছি = I have got a job.
- Present Perfect Continuous Tense: কর্তা কিছু সময় ধরে/ যাবত/ হতে/ থেকে কিছু করছে বুঝায়।
হতে/ থেকে থাকলে হয় since
আর ধরে/ যাবত থাকলে হয় for
গঠনঃ Subject + have been/ has been + Verb (ing) + ………….. + since/ for + Time Period
উদাহরণঃ
সকাল থেকে বৃষ্টি হচ্ছে = It has been raining since morning.
আমি দুই ঘণ্টা ধরে তোমার জন্যে অপেক্ষা করছি = I have been waiting for you for two hours.
ছেলেরা তিন ঘণ্টা যাবত ক্রিকেট খেলছে = The boys are playing cricket for three hours.
- Past Indefinite Tense: কর্তা কিছু করেছিল বুঝায়। কাজটি একেবারে শেষ হয়েছিল বুঝায় যার ফল এখন আর নেই। ক্রিয়াপদগুলো সাধারণত এমন হয়- গিয়েছিলাম/ খেয়েছিলাম/ গিয়েছিল/ খেয়েছিল- ইত্যাদি।
গঠনঃ Subject + Verb-এর past form + …………………………….
Negative হলে: Subject + did not + Verb-এর present form + ………………..
উদাহরণঃ
আমি ভাত খেয়েছিলাম = I ate rice.
আমি ঢাকা গিয়েছিলাম = I went to Dhaka.
সে আমার কাছে এসেছিল = He came to me.
আমি ঢাকা যাই নি/ নাই = I did not go to Dhaka.
- Past Continuous Tense: কর্তা কিছু করছিল (করিতেছিল) বুঝায়। অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল/ চলিতেছিল বুঝায়। যেমনঃ যাচ্ছিলাম/ খাচ্ছিলাম/ যাচ্ছিল/ খাচ্ছিল/ খেলছিল/ ধরছিল ইত্যাদি।
গঠনঃ Subject + was/ were + Verb (ing) + ………………………
Negative হলে: …………….. was not/ were not ……………………
উদাহরণঃ
আমি ভাত খাচ্ছিলাম = I was eating rice.
সে একটা পাখি ধরছিল = He was catching a bird.
আমি তোমার জন্যে অপেক্ষা করছিলাম = I was waiting for you.
বৃষ্টি হচ্ছিল = It was raining.
তারা ফুটবল খেলছিল = They were playing football.
- Past Perfect Tense: অতীতে দুটি কাজ হয়েছিল। একটি কাজ আগে। অন্য কাজটি পরে হয়েছিল। যে কাজটি আগে হয়েছিল সেটি Past Perfect Tense আর যে কাজটি পরে হয়েছিল সেটি Past Indefinite Tense হবে। বাক্যের মাঝখানে বসবে before/ after. আগে/ পূর্বে বুঝালে before বসে। আর পরে বুঝালে হয় after.
Past Perfect Tense + before + Past Indefinite Tense
Past Indefinite Tense + after + Past Perfect Tense = Subjecct + had + Verb (3) +………….
উদাহরণঃ
ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল = The patient had died + before + the doctor came.
ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল = The patient died + after + the doctor had come.
আমি যাওয়ার পরে সে এখানে আসলো = He came here + after + I had gone.
- Past Perfect Continuous Tense: কর্তা কোনো কাজ কিছু সময় ধরে/ যাবত/ হতে/ থেকে করছিল (করিতেছিল) বুঝায়।
গঠনঃ Subject + had been + Verb (ing) + ………… since/ for + Time Period
উদাহরণঃ
তিন ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছিল = It had been raining for three hours.
আমি সোমবার থেকে অপেক্ষা করছিলাম = I had been waiting since Monday.
তারা দুই ঘণ্টা যাবত সাঁতার কাটছিল = They had been swimming for two hours.
- Future Indefinite Tense: কর্তা কিছু করবে বুঝায়। যেমনঃ খাবো/ যাবো/ দেখবো/ শুনবো- ইত্যাদি।
গঠনঃ Subject + shall/ will + Verb (1st) + ………………….
Negative হলে: ……….. shall not/ will not ………………….
উদাহরনঃ
আমি কলেজে যাবো = I will go to college.
সে একটি কলম কিনবে = He will buy a pen.
তারা ক্রিকেট খেলবে = They will play cricket.
সে গান গাইবে না = He will not sing a song.
- Future Continuous Tense : কর্তা কিছু করতে থাকবে বুঝায়। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বুঝায়। যেমনঃ যেতে থাকবো/ খেতে থাকবো/ যেতে থাকবে/ খেতে থাকবে- ইত্যাদি। ক্রিয়াপদে সাধারণত ‘ত+ব’ থাকে।
গঠনঃ Subject + shall be/ will be + Verb (ing) + …………………….
Negative হলে: ……………… shall not be/ will not be ……………………
উদাহরণঃ
আমি বইটি পড়তে থাকবো = I will be reading the book.
সে ঢাকা যেতে থাকবে = He will be going to Dhaka.
আমি তোমার জন্যে অপেক্ষা করতে থাকবো = I will be waiting for you.
- Future Perfect Tense: কর্তা কোনো কাজ করে থাকবে বুঝায়। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ শেষ করে থাকবে বুঝায়। যেমনঃ গিয়ে থাকবো/ শুনে থাকবো/ গিয়ে থাকবে/ শুনে থাকবে/ খেয়ে থাকবে- ইত্যাদি।
গঠনঃ Subject + shall have/ will have + Verb-এর past participle + ………………………..
উদাহরণঃ
আমি ঢাকা পৌছে থাকবো = I will have reached Dhaka.
সে পরীক্ষায় পাশ করে থাকবে = He will have passed in the exam.
আমি ভাত খেয়ে থাকবো = I will have eaten rice.
- Future Perfect Continuous Tense: কর্তা কোনো কাজ কিছু সময় ধরে/ যাবত/ হতে/ থেকে করতে থাকবে বুঝায়।
গঠনঃ Subject + shall have been/ will have been + Verb (ing) + ………… since/ for + Time Period
উদাহরণঃ
আমি তিনদিন যাবত বইটি পড়তে থাকবো = I will have been reading the book for three days.
সকাল থেকে বৃষ্টি হতে থাকবে = It will have been raining since morning.
সবগুলো Tense এর গঠন উদাহরণসহ দেয়া হলো:-
- Present Indefinite Tense: Subject + Verb (present form) + Object/ Extention; He goes to college.
- Present Continuous Tense: Subject + am/ is/ are + Verb (ing) + Object/ Extention; I am eating rice.
- Present Perfect Tense: Subject + have/ has + Verb (past participe) + Object/ Extention; Huraira has finished his work.
- Present Perfect Continuous Tense: Subject + have been/ has been + Verb (ing) + Object/ Extention + since/ for + Time Period; It has been raining since morning.
- Past Indefinite Tense: Subject + Verb (past form) + Object/ Extention; He went to college.
- Past Continuous Tense: Subject + was/ were + Verb (ing) + Object/ Extention; I was eating rice.
- Past Perfect Tense: Subject + had + Verb (past participe) + Object/ Extention; Huraira had finished his work.
- Past Perfect Continuous Tense: Subject + had been + Verb (ing) + Object/ Extention + since/ for + Time Period; It had been raining since morning.
- Future Indefinite Tense: Subject + shall/ will + Verb (present form) + Object/ Extention; He will go to college.
- Future Continuous Tense: Subject + shall be/ will be + Verb (ing) + Object/ Extention; I shall be eating rice.
- Future Perfect Tense: Subject + shall have/ will have + Verb (past participe) + Object/ Extention; Huraira will have finished his work.
- Future Perfect Continuous Tense: Subject + shall have been/ will have been + Verb (ing) + Object/ Extention + since/ for + Time Period; It will have been raining since morning.
আরো পড়ুনঃ
Verb/Right Form of Verb সম্পর্কিত সকল নিয়ম ও প্রশ্ন সমাধান একটি পিডিএফ ফাইল
Appropriate Preposition with Examples and Bangla Meaning
Phrasal Verbs with Bengali Meaning PDF Download
Summary Writing লেখার কিছু সহজ নিয়ম পিডিএফ ডাউনলোড
Capitalization & Punctuation Rules PDF Download
SENTENCE CONNECTORS শেখার সহজ উপায় পিডিএফ ডাউনলোড
৪ টি Composition বা Essay শিখে লিখুন ৫০ টিরও বেশি শিখুন
৫ টি প্যারাগ্রাফ শিখে ১২৭ টি প্যারাগ্রাফ লিখুন পিডিএফ ডাউনলোড
৬ টি Application বা Latter শিখে লিখুন ২৫টি পিডিএফ ডাউনলোড
Narration Rules Examples Questions Solution PDF Download
HSC English Prefixes And Suffixes PDF Download
Tag Question এর সকল সহজ নিয়ম একসাথে পিডিএফ ডাউনলোড
Article A An The এর ব্যবহার A to Z PDF Download
English Grammar এর ৫০ টি গুরুত্বপূর্ণ Rules পিডিএফ ডাউনলোড
Modal Auxiliary Verbs Use Rules in Bengali
যারা ইংরেজি একেবারে বেসিক থেকে শুরু করতে চান তাদের জন্য
ইংরেজি শর্ট ডায়ালগ কথা বলতে যা প্রায়ই ব্যবহার হয়
Transformation of Sentence শেখার সহজ কৌশল
Degree কাকে বলে? Degree কয় প্রকার ও কী কী?
Modifier এর সহজ শর্টকাট নিয়ম পিডিএফ ডাউনলোড
Voice Change করার সহজ টেকনিক পিডিএফ ডাউনলোড
Subject ও Predicate বলতে কি বুঝায় ? পিডিএফ ডাউনলোড
Vowel, Consonant, and Semivowel in English Grammar
Most Important Dialogue for Class 9-10 PDF Download
Having এবং Being এর ব্যবহার কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার পিডিএফ ডাউনলোড
VOICE কাকে বলে ? VOICE কত প্রকার ও কি কি ? পিডিএফ ডাউনলোড
Syllable-কাকে-বলে–কত-প্রকার-ও-কি-কি-পিডিএফ-ডাউনলোড
যেকোন ইংরেজি Noun কে Plural করার ৬টি সহজ নিয়ম
NUMBER পরিবর্তনের অন্য রকম কৌশল পিডিএফ ডাউনলোড
Case কাকে বলে ? Case কত প্রকার ও কী কী ?
Person কাকে বলে? Person কয় প্রকার ও কি কি উদাহরণ সহ
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।