Thursday, March 28, 2024
HomePDF ডাউনলোডচাকরি পরীক্ষার জন্য বাছাইকৃত কিছু প্রশ্নের উত্তর পিডিএফ ডাউনলোড

চাকরি পরীক্ষার জন্য বাছাইকৃত কিছু প্রশ্নের উত্তর পিডিএফ ডাউনলোড

চাকরি পরীক্ষার জন্য বাছাইকৃত কিছু

প্রশ্নের উত্তর 

১. কপাল শব্দের সমার্থক শব্দ কোনটি?

√ ললাট

২. কোনটি বানানে শুদ্ধ?

√ ইন্দ্রিয়

৩. পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কোথায় শূন্য মানের হয়?

√ কেন্দ্রে

৪. কোন স্থান অন্য স্থান হতে আলাদা?

√ কেন্দ্রীয় শহীদ মিনার

৫. গ্যাস যদি বিদ্যুৎ হয় , তবে পানি কি?

√অক্সিজেন

৬.নিকেতন শব্দের সমার্থক শব্দ কোনটি?

√ আলয়

৭.কোন গাছের পাতা থেকে গাছ জন্মে?

√ পাথরকুচি

৮.জনসংখ্যায় বিশ্বে বৃহত্তম দেশ কোনটি?

√ চীন

৯.ইরাক কোন সালে কুয়েঊ দখল করে?

√ ১৯৯০

১০. পানি পথের যুদ্ধ কোন সালে অনুষ্ঠিত হয়?

√ ১৭৬১

১১. বিশ্বের দ্রুতগামী প্রাণী কি?

√ চিতাবাঘ

১২. মানবদেহে কতটি হাড় আছে?

√ ২০৬

১৩.কিসের জন্য মাধ্যমের প্রয়োজন?

√ শব্দের

১৪. পুরুষবাচক শব্দ কোনটি?

√ মায়াবী

১৫. মঙ্গলকাব্যের রচয়িতা কে?

√ বিজয় গুপ্ত

১৬. অপ্রাণিবাচ শব্দ——

√ কমলনিকর

১৭. ময়মনসিংহ গীতিকা নয় —–

√ ভেলূয়া

১৮. কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় ——-

√ নদী বক্ষে

১৯. পদ্মাবতী কাব্য গ্ৰন্থের অনুবাদক কে?

√ আলাওল

২০.মীর মশররফের জন্মস্থান —-

√ লাহিনীপাড়া

২১. যা প্রমাণ করা যায় না?

√ অপ্রমেয়

২২. রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানার স্বপ্ন ——-

√ উপন্যাস

২৩. ভানুসিংহ ঠাকুরের পদাবলীর ভাষা —–

√ ব্রজবুলি

২৪. Out and out means ——

√ thoroughly

২৫. The god of small Things is written by ——

√ Arundhati Roy

২৬. A drowning man —— a straw .

√ catches at

২৭. Kith and kin means ——

√ blood relations

২৮. The word beautiful is —–

√ an adjective

২৯. The correct spelling is —-

√ humorous

৩০. An ordinance is ——

√ a law

৩১. What is the verb of word ability?

√ Enable

৩২. Antonym of the word Repulsive

√ Attractive

৩৩. She is blind —- her husband faults .

√ to

৩৪. Choose the correct spelling :

√ Awkward

৩৫. Which of the following greetings is informal ?

√ What’s up

৩৬. 28° কোণের সম্পূরক কোণের পরিমাণ কত?

√ 152°

৩৭. বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বলে ——-

√ ব্যাস

৩৮. 150° কোণটি হলো —–

√ স্থুলকোণ

৩৯. 14 সেমি ব্যাসার্ধৈর পরিধি কত?

√ 88 সেমি

৪০. অপারেশন জ্যাকপট হল —–

√ নৌ অভিযান

৪১. গনপরিষদ আদেশ জারি করা হয়?

√ ২৩ মার্চ ১৯৭২

৪২. ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি?

√ নাসিরাবাদ

৪৩. ২০১৫ সালে ২১ শে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাগরিকদের সংখ্যা ———

√ ১৫ জন

৪৪. কম্পিউটার আবিষ্কার করেন কে?

√ চার্লস ব্যাবেজ

৪৫. রুটির ঝুড়ি বলা হয় ——–

√ প্রেইরি অঞ্চলকে

৪৬. বিশ্বের সর্বপ্রথম ব্যাংক কোথায় প্রতিষ্ঠিত হয় ——-

√ ইতালিতে

৪৬. লাইবেরিয়ায় রাজধানী কোথায়?

√ মনরোভিয়া

৪৭. মিয়ানমারের মুদ্রার নাম কি?

√ কিয়াট

৪৮. বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিন হয় ——

√১৯৭৩ সালে

৪৯. বাংলাদেশর একটি আঞ্চলিক নৃত্য জারি হলো ——-

√ কার্বন ডাই অক্সাইড

৫০. উত্তমাশা অন্তরীপ অবস্থিত ——

√ দক্ষিণ আফ্রিকায়

৫১. লেশ মানে —-

√ অল্প

৫২. ছকড়া নকড়া মানে ——-

√ সস্তা

৫৩. গুবাক খায় ——

√ চিবিয়ে

৫৪. কার্তিক দেখতে কেমন?

√ রূপবান

৫৫. খেচর কোনটি?

√ আকাশচারী

৫৬. কোনটি শুদ্ধ বানান?

√ গীতাঞ্জলি

৫৭. ইত্তেফাক শব্দের অর্থ কী?

√ সম্প্রীতি

৫৮. গুমটি ঘরে থাকে

√ প্রহরী

৫৯. প্রত্যয় কত প্রকার?

√ ২

৬০. প্রতিবিম্ব কোন সমাস?

√ অব্যয়ীভাব

৬১. নগর শব্দটি কোন ভাষার?

√ আরবি

৬২. আসমানীদের দেখতে কোথায় যেতে হয় ?

√ রসুলপুর

৬৩. গোবর গোনেস বাগধারাটির অর্থ কী?

√ মূর্খ

৬৪ . আষাঢ়ে গল্প হয় ——

√ শ্রবণ মাসে

৬৫. শ্লাঘা বোধ করা —-

√ গৌরবের

৬৬. সুন্দরবন কি ধরনের বন ?

√ ম্যানগ্ৰোভ

৬৭. বিশ্ব বাঘ দিবস কবে?

√ ২৯ জুলাই

৬৮. আন্তর্জাতিক বন দিবস কবে পালিত হয়?

√ ২১ মার্চ

৬৯. বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কত সালে?

√ ১৯৭৪

৭০. বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি?

√ পুন্ড্র

৭১. ২০ টাকা কত টাকার ১৬% ?

√ ১২৫

৭২. দুটি সংখ্যার অনুপাত ৫ :৬ । গ.সা. গু ৪ হলে ল.সা. গু কত ?

√ ১২০

৭৩. কোন সংখ্যার ৪/৭ অংশ ৮০ এর সমান ?

√ ১৪০

৭৪. সার্ক সচিবালয়ে কোথায় অবস্থিত?

√ কাঠমান্ডু

৭৫. বাংলাদেশে বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

√ চট্রগ্রাম

৭৬. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

√ কামরুল হাসান

৭৭. শহীদ আসাদ দিবস কবে?

√ ২০ জানুয়ারি

৭৮. বাংলাদেশের মানচিত্র প্রথম অংকন করেন কে?

√ জেমস রেনেল

৭৯. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কত সালে?

√ ১৯৬৯

৮০. বেগম রোকেয়ার জন্ম স্থান কোথায়?

√ রংপুরে

৮১.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে থেকে কার্যকর হয়?

√ ১৬ ডিসেম্বর ১৯৭২

৮২. বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রপ্তির নূন্যতম বয়স কত?

√ ১৮ বছর

৮৩. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন কত সালে মৃত্যুবরণ করেন?

√ ২০১৪

৮৪. ৬ দফা দাবি প্রথম কোথায় উত্থাপিত করা হয়?

√ করাচিতে

৮৫. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

√ লালমনিরহাট

৮৬. মানবদেহে সর্ববৃহৎ অঙ্গ কোনটি?

√ ত্বক

৮৭. কোন রং দুর থেকে দেখা যায়?

√ লাল

৮৮. সবচেয়ে শক্ত বস্তু কোনটি?

√ হীরা

৮৯. ইন্টারনেট কবে চালু হয়?

√ ১৯৭০

৯০. সার্ক কোন সালে কোথায় অবস্থিত হয়?

√ ১৯৮৫ সালে ঢাকায়

৯১. কোন দেশেকে হাজার হ্রদের দেশ বলা হয়?

√ ফিনল্যান্ড

৯২. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?

√ জর্জ ওয়াশিংটন

৯৩. WTO এর পূর্ণ রূপ কোনটি?

√ World Trade organization

৯৪. পৃথিবীর সবচেয়ে মহাদেশ কোনটি?

√ এসিয়া

৯৫. সবচেয়ে বেশি পামওয়েল উৎপন্ন কোথায়?

√ মালয়েশিয়া

৯৬. পাবলো পিকাসো কোথায় জন্মগ্ৰহন করেন?

√ স্পেন

৯৭. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথা থেকে প্রচার শুরু করে?

√ কালুরঘাট

৯৮. বাংলাদেশর বৃহত্তম বনভূমি কোনটি?

√ পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল

৯৯. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করে?

√ ১১

১০০. সুষম খাদ্যের উপাদান কয়টি?

√ ৬

Download From Yandex

click here

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!