Monday, March 18, 2024
Homeকম্পিটারএমএস ওয়ার্ড Ctrl এর সকল শর্টকাট কী |all ms word ctrl shortcut...

এমএস ওয়ার্ড Ctrl এর সকল শর্টকাট কী |all ms word ctrl shortcut key

এমএস ওয়ার্ড Ctrl এর সকল শর্টকাট কী

পিডিএফ ডাউনলোড

মাইক্রোসফট ওয়ার্ড এর Ctrl দিয়ে A-Z শর্টকাট কী।

Microsoft +word+Ctrl+ShortCut+key

Microsoft Office সম্পর্কে নতুন কিছু বলার নেই। মোটামোটি ৯৯% কম্পিউটারে Microsoft Office Program রয়েছে এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ কম্পিউটার কিনে এই Microsoft Office শিখার জন্য। সবার কথা বলতে, আমি নিজেই ২০০৭ সালে কম্পিউটার কিনেছিলাম শুধুমাত্র এই Microsoft Office শিখার জন্য।

আজ আমরা Microsoft Word এর Control দিয়ে যতগুলো Short-cut key আছে তা দেখব, কেননা এই Short-Cut Key গুলো দিয়ে আমারা Microsoft Word এর অনেক গুরুত্বপূর্ণ কাজ গুলো অনেক সহজ ও অল্প সময়ের মধ্যে সম্পাদন করতে পারব। আমরা সাধারণত কিছু Short-Cut Key জানি যা দিয়ে টুকি-টাকি কাজ চালিয়ে যাই, কিন্তু আজ আমরা Microsoft Word এর Control দিয়ে যাতগুলো Short-Cut Key আছে সেগুলো জানব।

SHORTCUTSFUNCTIONS
Ctrl + ASelect all text
Ctrl + BBold text
Ctrl + CCopy text
Ctrl + DOpen font formatting window
Ctrl + EMove text to center
Ctrl + FOpen search bar
Ctrl + GOpens go to window
Ctrl + HOpens find and replace window
Ctrl + IItalicize texts
Ctrl + JJustify texts
Ctrl + KOpens insert hyperlink window
Ctrl + LAligns text to left
Ctrl + MIndent a paragraph from the left
Ctrl + NOpen new word document window
Ctrl + OOpen existing word documents
Ctrl + PPrint word document
Ctrl + QRemoves paragraph formatting
Ctrl + RAlign text to right
Ctrl + SSave word document
Ctrl + TCreates a hanging indent
Ctrl + UUnderlines text
Ctrl + VPaste copied text
Ctrl + WClose opened word document
Ctrl + XCut selected text (s)
Ctrl + YRedo an action
Ctrl + ZUndo an action

MD IMRAN HASAN0

 Windows General Shortcut keys

Windows key + R                         : কম্পিউটারে রান (Run) মেনু ওপেন করার জন্য।

Windows key + E                         :এই key ব্যবহার করে File explorer খুলতে পারবেন।

Alt + Tab                                    :কম্পিউটারের খোলা থাকা প্রোগ্রাম (open program) গুলির মধ্যে বাছাই (select) করার জন্য।

Windows key + Up arrow key         : বর্তমান ওপেন থাকা উইন্ডোটি maximize বা full screen করার জন্য।

Ctrl + Shift + Esc                         : কম্পিউটারে task manager খোলার জন্য।

Windows key + D                         : খোলা থাকা program / Desktop স্ক্রিন Hide বা Display করার জন্য।

Ctrl + Esc                                   : কম্পিউটারের স্টার্ট মেনু (start menu) ওপেন করার শর্টকাট।

Alt + F4                                     : চালু থাকা এপ্লিকেশন (application) বন্ধ করার শর্টকাট।

Alt + Space bar                            : চালু থাকা application এর menu ওপেন করার জন্য।

F1                                             : এতে চালু থাকা application এর help menu ওপেন হবে।

Windows key + M                        : সবধরণের উইন্ডোস স্ক্রিন minimize করার জন্য।

Shift + Windows key +M               : ওপরের শর্টকাট ব্যবহার করে minimize করা windows বা screen রিস্টোর (restore) বা আবার ওপেন করার জন্য।

Windows key + Tab                      : এতে Task view ওপেন হবে।

Windows key + Break key              : এতে system properties dialog box ওপেন হবে।

তাহলে, ওপরে আমি যা যা computer shortcut keys এর ব্যাপারে বললাম, সেগুলি সব আপনারা windows 7, windows 8 বা windows 10 কম্পিউটারে ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুনঃ-

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!