কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান-২০২১

0
1879

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ

পরীক্ষার ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান-২০২১

Organization Name: Directorate of Technical Education (DTE)

Exam Date: 05 March 2021

১. হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান’__ এ চরণটি কোন ছন্দে লেখা?

ক) স্বরবৃত্ত

খ) সত্তাবৃত্ত

গ) অক্ষরবৃত্ত

ঘ) অমিত্রাক্ষর

উত্তরঃ ঘ) অমিত্রাক্ষর

২. অণুতে গঠিত হিমাচল। “এখানে “অণুতে” কোন কারকে কোন বিভক্তি?

ক) করণে সপ্তমী

খ) কর্তায় সপ্তমী

গ) অপাদানে শূন্য

ঘ) অধিকরণে সপ্তমী

উত্তরঃ ক) করণে ৭মী

৩. ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি সিআরপিসি’র কোন ধারায়?

ক) ৬৪

খ) ১৬৪

গ) ৫৪

ঘ) ১৫৪

উত্তরঃ খ) ১৬৪

৪. বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি?

ক) গণভবন

খ) রাষ্ট্রপতি ভবন

গ) বঙ্গভবন

ঘ) ইডেন ভবন

উত্তরঃ গ) বঙ্গভবন

ব্যাখ্যা: বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম বঙ্গভবন। বঙ্গভবন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের (রাষ্ট্রপতি) সরকারি বাসভবন ও কার্যালয়। স্থাপনাটি দেশের রাজধানী ঢাকাতে অবস্থিত। প্রাসাদটি মূলত ব্রিটিশ ভাইসরয় অফ ইন্ডিয়ার অস্থায়ী বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়েছে। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত স্থাপনাটি পূর্ব পাকিস্তানের গভর্নরের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়েছে।

৫. বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কোন সীমানা নেই?

ক) যশোর

খ) ফরিদপুর

গ) ময়মনসিংহ

ঘ) বান্দরবান

উত্তরঃ খ) ফরিদপুর

ব্যাখ্যা: ফরিদপুর জেলার ভৌগোলিক সীমানা: আয়তন ২০৭২.৭২ বর্গ কিলোমিটার, ফরিদপুর জেলা ৮৯.২৯° পূর্ব হতে ৯০.১১° পূর্ব দ্রাঘিমাংশ এবং ২৩.১৭° উত্তর হতে ২৩.৪০° উত্তর অক্ষাংশে অবস্থিত, উত্তরে রাজবাড়ী জেলা ও মানিকগঞ্জ জেলা, দক্ষিণে গোপালগঞ্জ জেলা, পশ্চিমে মাগুরা জেলা ও নড়াইল জেলা এবং পূর্বে ঢাকা জেলা, মাদারিপুর জেলা ও মুন্সীগঞ্জ জেলা অবস্থিত।

৬. Change the voice: Who is calling me?

ক) By whom am I called?

খ) By whom I am called?

গ) By whom I was called?

ঘ) By whom am I being called?

উত্তরঃ ঘ) By whom am I being called?

৭. Identify the correct passive voice: Do you know them?

ক) Are they known to you?

খ) Are they known by you?

গ) Would they be known by you?

ঘ) Are they known with you?

উত্তরঃ ক) Are they known to you?

৮. বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

ক) চামার

খ) ধারালো

গ) মোড়ক

ঘ) পোষ্টাই

উত্তরঃ মোড়ক

ব্যাখ্যা: বাংলা কৃৎ-প্রত্যয় ‘অক’ যোগে গঠিত শব্দ √ মুড় + অক =মোড়ক । √ ঝল্ + অক =ঝলক । ধারালো (বাংলা) বিশেষণ পদ, অর্থ শাণিত, ধারযুক্ত। চামার তদ্ভব শব্দ, যার বিবর্তন রুপ : সংস্কৃত -চর্মকার ,প্রাকৃত -চম্মআর, তদ্ভব-চামার। পোষ্টাই তদ্ভব (বিশেষণ) পদ ,অর্থ পুষ্টিকর।

৯. সন্ধি বিচ্ছেদ করুনঃ ‘সূর্যোদয়’

ক) সূ+উদয়

খ) সূর্য+উদয়

গ) সূর+উদয়

ঘ) সূর্য্য+উদয়

উত্তরঃ খ) সূর্য+উদয়

১০. x + y = 17 এবং xy =60 হলে x -y = কত?

ক) 7

খ) 8

গ) 9

ঘ) 10

উত্তরঃ ক) 7

১১. বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

ক) 16

খ) 12

গ) 9

ঘ) 4

উত্তরঃ 9

ব্যাখ্যা: ধরি, ব্যাস=২x

∴  ব্যাসার্ধ (r) =x

ক্ষেত্রফল =πx2

ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে, ব্যাস =৬x ,

r=৩x

∴ ক্ষেত্রফল =π(৩x)2=৯πx2

১২. দুইটি রাশির অনুপাত ৫ঃ ১১। উত্তর রাশি ৯৯ হলে পূর্ব রাশি কত?

ক) ৪২

খ) ৪৫

গ) ৪৮

ঘ) ৫৬

উত্তরঃ খ) ৪৫

১৩. বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন কোনটি?

ক) চর্যাপদ

খ) বৈষ্ণব পদাবলি

গ) ঐতরেয় আরণ্যক

ঘ) দোহাকোষ

উত্তরঃ ক) চর্যাপদ

১৪. বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা?

ক) মুহম্মদ শহীদুল্লাহ

খ) মুহম্মদ আবদুল হাই

গ) সুনীতিকুমার চট্রোপাধ্যায়

ঘ) সুকুমার সেন

উত্তরঃ ক) মুহম্মদ শহীদুল্লাহ

১৫. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি?

ক) একটি কালো মেয়ের কথা

খ) তেইশ নম্বর তৈলচিত্র

গ) আয়নামতির পালা

ঘ) ইছামতী

উত্তরঃ ক) একটি কালো মেয়ের কথা

ব্যাখ্যা: বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত প্রথম উপন্যাস একটি কালো মেয়ের কথা রচনা করেছিলেন শ্রেষ্ঠ কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যয়। নির্যাতিতা ও সন্তানহারা কালো মেয়ে নাজমা ১৯৭১-এর বাংলাদেশের প্রতিরূপক হয়ে উঠেছে উপন্যাসে। তবে, উপন্যাসটিতে ব্যক্তিগত কথকতা ছাপিয়ে বড়ো হয়ে উঠেছে পূর্ব বাংলার সমাজ-রাজনীতি, গণহত্যা ও বাঙালির মহান মুক্তিযুদ্ধ।

১৬. যা বলা হবে- এক কথায় প্রকাশ কি হবে?

ক) উক্ত

খ) বক্তব্য

গ) ভবিতব্য

ঘ) ব্যাপ্ত

উত্তরঃ খ) বক্তব্য

১৭. The word ‘sibling’ means-

ক) a brother

খ) a sister

গ) a brother or sister

ঘ) an infant

উত্তরঃ গ) a brother or sister

১৮. What is the plural form of the word ‘louse’?

ক) louses

খ) lice

গ) lices

ঘ) licess

উত্তরঃ খ) lice

১৯. Fill in the blank: I still have ____ money.

ক) a few

খ) quite a few

গ) many

ঘ) a little

উত্তরঃ ঘ) a little

২০. ‘অরণ্যে রোদন’ বাগধারাটির অর্থ কি?

ক) অবিরাম কান্না

খ) ছিদকাদুনে

গ) বৃথা চেষ্টা

ঘ) বারংবার চেষ্টা করা

উত্তরঃ গ) বৃথা চেষ্টা

ব্যাখ্যা: অরণ্যে রোদন- বাগধারাটির অর্থ নিষ্ফল আবেদন।

২১. Vivid শব্দের বঙ্গানুবাদ কোনটি?

ক) বিবিধ

খ) প্রাণবন্ত

গ) বিস্তৃত

ঘ) ব্যাপ্ত

উত্তরঃ খ) প্রাণবন্ত

২২. ‘ঔদার্য’ এর বিপরীত শব্দ?

ক) ম্লান

খ) পতন

গ) বিনয়

ঘ) সাগরেদ

উত্তরঃ সঠিক উত্তর নেই (সঠিক উত্তরঃ কার্পণ্য)

ব্যাখ্যা: ঔদার্য শব্দের অর্থ- মহানুভব, উদারতা ইত্যাদি । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। কার্পণ্য শব্দের অর্থ- কৃপণতা । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ। তাই ঔদার্য শব্দের বিপরীত শব্দ কার্পণ্য।

২৩. গৃহ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

ক) নিবাস

খ) ঘর

গ) ঘরোয়া

ঘ) ভবন

উত্তরঃ গ) ঘরোয়া

২৪. ‘মুক্তিযুদ্ধ’ কোন ধরনের কর্মধারয় সমাস?

ক) মধ্যপদলোপী

খ) উপমেয়-উপমান

গ) উপমান

ঘ) উপমিত

উত্তরঃ ক) মধ্যপদলোপী

২৫. ‘সপ্তাহ’ কোন প্রকারের শব্দ?

ক) অংকবাচক

খ) গুণবাচক

গ) ক্রমবাচক

ঘ) গণণাবাচক

উত্তরঃ ঘ) গণনাবাচক

ব্যাখ্যা: পরিমাণ বা গণনাবাচক সংখ্যা: কোন কিছুর সংখ্যা বা পরিমাণ অঙ্কে না লিখে ভাষায় লিখলে তাকে পরিমাণ বা গণনাবাচক সংখ্যা বলে। যেমন- এক টাকা, দশটি গরম্ন। সপ্তাহ পরিমাণ বা গননাবাচক শব্দ।

২৬. বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?

ক) উনিশ

খ) কুড়ি

গ) একুশ

ঘ) বাইশ

উত্তরঃ গ) একুশ

ব্যাখ্যা: বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ রয়েছে ২১ টি। এগুলো হচ্ছে- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আব, আন, ইতি, উন, কদ, কু,নি, পাতি, বি,ভর, রাম, স, সা, সু,হা। এবং সংস্কৃত উপসর্গের সংখ্যা ২০ টি।

২৭. বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি?

ক) ৩৯

খ) ৪১

গ) ৪২

ঘ) ৪৩

উত্তরঃ খ) ৪১

ব্যাখ্যা: বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা ৪১টি ।বাংলা ভাষাতে ৭টি পূর্ণ স্বরধ্বনি আছে; এগুলিকে অ, আ, ই, উ, এ, ও এবং অ্যা বর্ণ দিয়ে নির্দেশ করা যায়।বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনি আছে মোটামুটিভাবে ৩৪টি ক্, খ্, গ্, ঘ্, ঙ্, চ্, ছ্, জ্, ঝ্, ঞ্, ট্, ঠ্, ড্, ঢ্, ণ্, ত্, থ্, দ্, ধ্, ন্, প্, ফ্, ব্, ভ্, ম্, য়্, র্, ল্, শ্, ষ্, স্, হ্, ড়্, ঢ়্;।

২৮. Dialect এর পরিভাষা কোনটি?

ক) প্রধান ভাষা

খ) সাধু ভাষা

গ) চলিত ভাষা

ঘ) উপভাষা

উত্তরঃ ঘ) উপভাষা

২৯. কোন পত্রিকায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়?

ক) লাঙল

খ) নবযুগ

গ) ধূমকেতু

ঘ) বিজলী

উত্তরঃ ঘ) বিজলী

ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি 1922 সালে সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয়। ‘বিদ্রোহী’ কবিতাটি ‘অগ্নি-বীণা’ (1922) কাব্যের দ্বিতীয় কবিতা।

৩০. রবীন্দ্রনাথের উপন্যাস কোনটি?

ক) শেষের কবিতা

খ) বলাকা

গ) ডাকঘর

ঘ) কালান্তর

উত্তরঃ ক) শেষের কবিতা

৩১. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?

ক) মোতাহের হোসেন

খ) ইসমাইল হোসেন সিরাজী

গ) মীর মশাররফ হোসেন

ঘ) ফররুখ আহমদ

উত্তরঃ গ) মীর মশাররফ হোসেন

ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন ‘রত্নবতী’ উপন্যাসটি রচনা করেন ১৮৬৯ সালে, যা বাংলা সাহিত্যে মুসলিম রচিত প্রথম উপন্যাস। মীর মশররফ হোসেনের জন্ম কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে ১৩ নভেম্বর ১৮৪৭ খ্রিষ্টাব্দে। তিনি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তার বিখ্যাত উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’ (১৮৮৫-১৮৯১) ।

৩২. পদাবলির প্রথম কবি কে?

ক) শ্রীচৈতন্য

খ) বিদ্যাপতি

গ) চণ্ডীদাস

ঘ) জ্ঞানদাস

উত্তরঃ খ) বিদ্যাপতি

ব্যাখ্যা: বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কবি চণ্ডীদাস (আনুমানিক ১৩৭০-১৪৩৩খ্রি) কিন্তু পাদাবলির প্রথম কবি বিদ্যাপতি। মিথিলার কবি বিদ্যাপতি (১৩৮০-১৪৬০ খ্রি মতান্তরে ১৩৯০-১৪৯০খ্রি.) ছিলেন বাঙালি বৈষ্ণবের গুরুস্থানীয় রসিক বাঙালির শ্রদ্ধেয় কবি, বৈষ্ণব সহজিয়া সাধকদের নবরসিকের অন্যতম। চৈতন্যপরবর্তী কবি জ্ঞানদাস ছিলেন আনুমানিক ষোড়শ শতাব্দীর কবি এবং চণ্ডীদাসের ভাবশিষ্য।

৩৩. ইউসুফ জোলেখা কি জাতীয় রচনা?

ক) নাটক

খ) উপন্যাস

গ) রোমান্টিক প্রণয়কাব্য

ঘ) রম্যরচনা

উত্তরঃ গ) রোমান্টিক প্রণয়কাব্য

ব্যাখ্যা: ইউসুফ-জোলেখা মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয়-কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে(১৩৯৩-১৪০৯ খ্রিষ্টাব্দ) ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন। শাহ মুহম্মদ সগীর ছাড়াও মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ-জোলেখা নাম দিয়ে কাব্য রচনা করেন। তার মধ্যে আবদুল হাকিম, শাহ গরিবুল্লাহ, গোলাম সফাতুল্লাহ, সাদেক আলী এবং ফকির মোহাম্মদ উল্লেখযোগ্য।

৩৪. ‘ট’ বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?

ক) ন

খ) প্প

গ) ণ্য

ঘ) ণ

উত্তরঃ ঘ) ণ

৩৫. পৌঢ় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) প্র +ঊঢ়

খ) প্র + উড়

গ) প্রঃ + উঢ়

ঘ) প্রো + উঢ়

উত্তরঃ ক) প্র +ঊঢ়

ব্যাখ্যা: কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমন- প্র + ঊঢ় = প্রৌঢ়, কুল + টা = কুলটা, গো + অক্ষ = গবাক্ষ, অন্য + অন্য = অন্যান্য।

৩৬. উপসর্গ কোন জাতীয় শব্দাংশ?

ক) বিশেষ্য

খ) সর্বনাম

গ) বিশেষণ

ঘ) অব্যয়

উত্তরঃ ঘ) অব্যয়

৩৭. Select the right compound structure of the sentence: Though he is poor, he is honest.

ক) He is poor and honest

খ) As he is poor, he is honest

গ) He is poor but honest

ঘ) Since he is poor, he is honest

উত্তরঃ গ) He is poor but honest

ব্যাখ্যা: Though যুক্ত Complex sentence এ দুটি clause এ be verb এবং be verb এর পর adjective থাকলে Compound sentence এর structure হবে Sub + be verb + though যুক্ত অংশের adjective but + অপর adjective.

৩৮. ‘Mutton’ is-

ক) Common noun

খ) Abstract noun

গ) Materiel noun

ঘ) Proper noun

উত্তরঃ গ) Material Noun

ব্যাখ্যা: Mutton (মেষমাংস, ভেড়ার মাংস) হলো Material noun কেননা, mutton শব্দটি পদার্থ বিষয়ক।

৩৯. ‘Reading is an excellent habit’. Here, the underlined word is a—

ক) verb

খ) present participle

গ) verbal noun

ঘ) gerund

উত্তরঃ ঘ) Gerund

ব্যাখ্যা: verb + ing যুক্ত হয়ে যখন noun এবং verb হিসেবে কাজ করে তখন তাকে gerund বলে। সুতরাং বাক্যটিতে reading হলো gerund.

৪০. Select the correctly spelt word:

ক) heterogeneous

খ) hetarogeneous

গ) hetrogeneous

ঘ) hetroganeous

উত্তরঃ ক) Heterogeneous

৪১. ‘Among’ is a preposition that is used when, people are involved with?

ক) two

খ) more than two

গ) two or more than two

ঘ) four only

উত্তরঃ খ) more than two

ব্যাখ্যা: ‘Among’ preposition টি ব্যবহৃত হয় যখন কোনো কিছুতে দুয়ের অধিক ব্যক্তি, প্রাণী বা বস্তু জড়িত থাকে। সুতরাং শূন্যস্থানে more than two বসবে।

৪২. Choose the correct sentence:

ক) All of it depend on you.

খ) All of it are depending on you.

গ) All of it depends on you.

ঘ) All of it are depended on you.

উত্তরঃ গ) All of it depends on you.

ব্যাখ্যা: একই অর্থে ‘all of it’ – এর আরেকটি form হচ্ছে ‘ it all’ যা singular এবং এটি subject হিসেবে singular verb গ্রহণ করে। আর এটি Present Indefinite Tense – এর singular হলে verb -এর সাথে s/es যুক্ত হয়।

৪৩. Use the appropriate article: I saw ____ one-eyed man when I was walking on the road.

ক) a

খ) an

গ) the

ঘ) no article is needed

উত্তরঃ ক) a

ব্যাখ্যা: সাধার‌ণত Vowel ( a, e, I, o,u)- এর পূর্বে article ‘An’ বসে । কিন্তু Vowel ‘U’ -এর উচ্চারণ যদি ‘ইউ’ এবং ‘O’ -এর উচ্চারণ যদি ‘ওয়া’ – এর মতো হয় তাহলে ‘An’ -এর পরিবর্তে ‘A’ বসে। তাই One (ওয়ান) -এর পূর্বে ‘a’ বসবে।

৪৪. The teacher said, The earth ____ around the sun.

ক) moves

খ) moved

গ) has moved

ঘ) will be moving

উত্তরঃ ক) moves

৪৫. Fill in the gap: He insisted ____ there.

ক) on my going

খ) is to go

গ) over going

ঘ) to go

উত্তরঃ ক) on my going

ব্যাখ্যা: insist on sth/sb doing sth-হচ্ছে একটি appropriate use যা কোনো কিছুর উপর বা কারও কোনো কিছু করার উপর জোর প্রদান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।

৪৬. The idiom ‘ A stitch in time saves nine’ refers to the importance?

ক) saving lives

খ) timely action

গ) saving time

ঘ) time tailoring

উত্তরঃ খ) timely action

ব্যাখ্যা: ‘A stitch in time saves nine ‘ একটি প্রবাদ বাক্য যার অর্থ ‘সময়ের এক ফোঁড় , অসময়ের দশ ফোঁড়। অর্থাৎ সময়মতই কাজ করতে হয় , না করলে মানুষকে নানাবিদ সমস্যার সম্মুখীন হতে হয়। এ কারণে এ প্রবাদটি time action -এর উপর importance দেয়।

৪৭. Identify the correct sentence:

ক) Yesterday, he has gone home

খ) Yesterday, he did gone home

গ) Yesterday, he had gone home

ঘ) Yesterday, he went home

উত্তরঃ ঘ) Yesterday, he went home

৪৮. Fill in the blank: Credit TK. 5000 ____ my account.

ক) in

খ) with

গ) against

ঘ) to

উত্তরঃ ঘ) to

৪৯. Which one is the correct sentence? The paper is made from wood

ক) Paper is made of wood

খ) Paper is made from wood

গ) Paper is made by wood

ঘ) Paper is made on wood

উত্তরঃ খ) The paper is made from wood

৫০. The expression ‘take into account’ means?

ক) count numbers

খ) consider

গ) think seriously

ঘ) asses

উত্তরঃ খ) consider

৫১. Which is the correct sentence?

ক) He insisted on seeing her

খ) He insisted for seeing her

গ) He insisted in seeing her

ঘ) He insisted to be seeing her

উত্তরঃ ক) He insisted on seeing her

৫২. Choose the best translation of ‘কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল’

ক) The authorities criticised him.

খ) The authorities took him to book.

গ) The authorities gavereins to him.

ঘ) The authorities took him to task.

উত্তরঃ ঘ) The authorities took him to task.

ব্যাখ্যা: ‘Take to task’ অর্থ হলো তিরস্কার করা। সুতরাং ‘কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল’ বাক্যটির সঠিক অনুবাদ হলো (ঘ) The authorities took him to task.

৫৩. Choose the best expresses of the meaning: “We were no more surprised than Rahman.”

ক) We were less surprised than Rahman.

খ) We were all surprised.

গ) Rahman was less surprised than us.

ঘ) We were as surprised as Rahman.

উত্তরঃ ঘ) We were as surprised as Rahman.

ব্যাখ্যা: we were no more surprised than Rahman. অর্থ – আমরা রহমানের চেয়ে বেশি বিস্মিত ছিলাম না । যার অর্থ হলো We were as surprised as (not more than ) Rahman . (আমরা রহমানের মতো বিস্মিত ছিলাম)। তাই সঠিক উত্তর (ঘ)।

৫৪. Choose the word opposite in meaning of REPEAL?

ক) Abolish

খ) Enact

গ) Annul

ঘ) Nullify

উত্তরঃ খ) Enact

৫৫. The following idioms followed by some alternatives. Choose the one that best expresses its meaning. ‘To end in smoke’-

ক) To create fire

খ) To go through suffering

গ) To come to nothing

ঘ) To see fire

উত্তরঃ গ) to come to nothing.

ব্যাখ্যা: End in smoke – ব্যর্থতায় পর্যবসিত হওয়া অর্থাৎ Come to nothing. Correct Answer. (গ)।

৫৬. Choose the best expressions of the meaning: IMPROVEMENT

ক) Promotion

খ) Advancement

গ) Betterment

ঘ) Preference

উত্তরঃ গ) Betterment

৫৭. Choose the best expressions of the meaning: AMICABLE

ক) Interesting

খ) Loving

গ) Affectionate

ঘ) Friendly

উত্তরঃ ঘ) Friendly

৫৮. কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?

ক) 18

খ) 20

গ) 22

ঘ) 24

উত্তরঃ ক) 18

ব্যাখ্যা:

মনেকরি, সংখ্যাটি X

প্রশ্নমতে,

X/2 + 6 = 2X – 21

বা, X/2 = 2X – 21 – 6

বা, X/2 = 2X -27

বা, X = 4X – 54

বা, X – 4X = – 54

বা, -3X = – 54

বা, X = 54/3

সুতরাং X = 18

অর্থাৎ সংখ্যাটি 18

৫৯. এটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৬৪ টাকায় বিক্রি হলে বইটির প্রকৃত মূল্য কত?

ক) ৭২ টাকা

খ) ৭৬ টাকা

গ) ৮০ টাকা

ঘ) ৮৫ টাকা

উত্তরঃ গ) ৮০ টাকা

ব্যাখ্যা:

৮০ টাকা বিক্রয়মূল্য হলে প্রকৃত মূল্য ১০০ টাকা

১ টাকা বিক্রয়মূল্য হলে প্রকৃত মূল্য = (১০০/৮০) টাকা

৬৪ টাকা বিক্রয়মূল্য হলে প্রকৃত মূল্য = {(১০০×৬৪)/৮০} টাকা

= ৮০ টাকা।

৬০. X-1/x= √5 হলে X3-1/X3=কত?

ক) 8√5

খ) 10√2

গ) 5

ঘ) 8

উত্তরঃ ক) 8√5

৬১. কোন ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি—

ক) ১৮০˚

খ) ২৭০˚

গ) ৩০০˚

ঘ) ৩৬০˚

উত্তরঃ ঘ) ৩৬০˚

ব্যাখ্যা:

আমরা জানি, যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি =১৮০˚

অর্থাৎ, x + y + z = ১৮০˚

আবার, এক সরল কোণ = ১৮০˚

বহিঃস্থ কোন তিনটির যোগফল

= (১৮০˚ – x) + ( ১৮০˚ – y ) + ( ১৮০˚ – z )

= ৫৪০˚ – ( x + y + z )

= ৫৪০˚ – ১৮০˚

= ৩৬০˚

৬২. একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫ টাকায় বিক্রি করায় ৪% ক্ষতি হলো কত টাকায় বিক্রি করলে তার ৬% লাভ হতো?

ক) ২৫০০ টাকা

খ) ২৫৫০ টাকা

গ) ২৬০০ টাকা

ঘ) ২৬৫০ টাকা

উত্তরঃ ঘ) ২৬৫০ টাকা

ব্যাখ্যা: ৫% ক্ষতিতে বিক্রয় মূল্য =(১০০-৫) টাকা =৯৫ টাকা

বিক্রয় মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা

” ” ১ ” ” ‘” ১০০/৯৫ টাকা

∴” ” ২৩৭৫ ” ” ‘” ( ১০০× ২৩৭৫)/৯৫ টাকা

=২৫০০ টাকা

৬% লাভে বিক্রয়মূল্য (১০০+৬) টাকা=১০৬ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬ টাকা

∴ ” ২৫০০ টাকা হলে ” (১০৬ × ২৫০০)/১০০ টাকা

=২৬৫০ টাকা

৬৩. একটি জিনিস ২৫ টাকায় বিক্রি করায় ২৫% লাভ হল। জিনিসটির ক্রয়মূল্য কত?

ক) ১৫ টাকা

খ) ২০ টাকা

গ) ১৭.৫০ টাকা

ঘ) ১৮ টাকা

উত্তরঃ খ) ২০ টাকা

৬৪. কোন কর্মকর্তার বেতন এক মাসের ১০% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ১০% কমে গেল। এতে ওই কর্মকর্তার মূল বেতনের কি পরিবর্তন হলো?

ক) ১% কমলো

খ) ১% বাড়লো

গ) ১০% বাড়লো

ঘ) কোন পরিবর্তন হলো না

উত্তরঃ ক) ১% কমলো

ব্যাখ্যা: ধরি, প্রথম মাসে লোকটির বেতন ছিল 100 টাকা।

তাহলে 10% বাড়লে মোট বেতন হয় (100+10)=110 টাকা ।

এখন, দ্বিতীয় মাসে 100 টাকায় বেতন কমে 10 টাকা

সুতরাং 1 টাকায় কমে 10/100 টাকা

সুতরাং 110 টাকায় কমে 10*110/100=11 টাকা বা 11%

সুতরাং বেতন মোট কমেছে (11-10)=1%

৬৫. একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত?

ক) ২/৩

খ) ২/৫

গ) ৩/৪

ঘ) ৫/৯

উত্তরঃ গ) ৩/৪

৬৬. একটি রেফ্রিজারেটরের বরফ রাখার বক্স এর গভীরতা ১০ ইঞ্চি, উচ্চতা ৮ ইঞ্চি, ও প্রস্থ ৪ ইঞ্চি। ২ ইঞ্চি প্রতি পারের মোট কতটি বরফখণ্ড এতে ধরবে।

ক) ২০

খ) ৩০

গ) ৪০

ঘ) ৪৫

উত্তরঃ গ) ৪০

৬৭. a ও b দুটি বিজোড় সংখ্যা। নিচের কোন সংখ্যাটি জোড়?

ক) ab

খ) b + 2a

গ) a + b + 1

ঘ) 2a + 4b

উত্তরঃ ঘ) 2a + 4b

৬৮. দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ :৩ হয়। সংখ্যা দুটি কি কি?

ক) ৭ ও ১১

খ) ১২ ও ১৮

গ) ১০ ও ২৪

ঘ) ১০ ও ১৬

উত্তরঃ ঘ) ১০ ও ১৬

ব্যাখ্যা:

ধরি, সংখ্যা দুটি ৫x ও ৮x

প্রশ্নমতে, (৫x + ২) : (৮x + ২) = ২:৩

বা, (৫x + ২) / (৮x + ২) = ২/৩

বা, ১৬x + ৪ = ১৫x + ৬

বা, x = ২

সংখ্যা দুটি যথাক্রমে, ৫x = ৫ x ২ = ১০ ও ৮x = ৮ x ২ = ১৬

৬৯. 2(3x+5)=-(x-31) কে সমাধান করলে x এর মান হবে-

ক) 5

খ) 3

গ) -2

ঘ) -3

উত্তরঃ খ) 3

৭০. একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সেন্টিমিটার। ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য কত?

ক) ১৫.২ সেঃ মিঃ

খ) ১০.৫ সেঃ মিঃ

গ) ১০.৭ সেঃ মিঃ

ঘ) ১৭.১ সেঃ মিঃ

উত্তরঃ গ) ১০.৭ সে.মি

ব্যাখ্যা: বাহু ক হলে,

√৩/৪ ক২= ৫০

বা, ক =১০.৭৪

৭১. পাঁচ ফুট দীর্ঘ একটি তার কে এমন ভাবে দুই ভাগে ভাগ করা হয় যেন এক অংশ অন্য অংশের 2/3 হয়। ছোট অংশটি কত ইঞ্চি লম্বা?

ক) 8

খ) 12

গ) 24

ঘ) 36

উত্তরঃ গ) 24

ব্যাখ্যা: ধরি, বড় অংশ x ইঞ্চি

ছোট ” ( x এর ২/৩)

= ২x /৩ ইঞ্চি

প্রশ্নমতে, x+২x/৩ = ৫×১২ [১ ফুট = ১২ ইঞ্চি]

=> ৩x+ ২x / ৩ = ৬০

=> ৫x = ৬০ * ৩

∴ x = ৩৬

ছোট অংশের দৈর্ঘ্য = (২×৩৬)/৩ = ২৪ ইঞ্চি

৭২. করিম ২ টাকা ও রহিম ৩ টাকা মানের সমান সংখ্যক স্ট্যাম্প কিনেছে। যদি স্ট্যাম্প ক্রয়ের মোট খরচ ১০০ টাকা হয় তাহলে করিম মোট কতটি স্ট্যাম্প কিনেছিল?

ক) ২৫

খ) ৩৪

গ) ৪০

ঘ) ৪৬

উত্তরঃ গ) ৪০

৭৩. অলিম্পিক পতাকার রং কয়টি?

ক) ৫ টি

খ) ২ টি

গ) ৪ টি

ঘ) ৭ টি

উত্তরঃ ক) ৫ টি

ব্যাখ্যা: নীল, হলুদ, কালো, সবুজ ও লাল রং এর পাঁচটি পরষ্পরযুক্ত রিং অলিম্পিক রিং নামে পরিচিত।

৭৪. ম্যাগসেসে পুরষ্কারটি কোন দেশ থেকে দেওয়া হয়?

ক) বাংলাদেশ

খ) ভারত

গ) ইন্দোনেশিয়া

ঘ) মায়ানমার

উত্তরঃ সঠিক উত্তর নাই (সঠিক উত্তর ফিলিপাইন)

৭৫. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?

ক) ঢাকা

খ) কাঠমান্ডু

গ) দিল্লি

ঘ) ইসলামাবাদ

উত্তরঃ খ) কাঠমান্ডু

ব্যাখ্যা: South Asian Association for Regional Co-operation – এর সংক্ষিপ্ত রুপ হলো SAARC বা সার্ক। এটি ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। ২০০৭ সালের ৩ এপ্রিল আফগানিস্তানের অংশগ্রহণের মধ্যে দিয়ে এর সদস্য সংখ্যা দাড়ায় ৮ টিতে। সংস্থাটিতে সদরদপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এর বর্তমান মহাসচিব ও চেয়ারম্যান যথাক্রমে অর্জুন বাহাদুর থাপা ও পুষ্প কমল দাহাল প্রচন্দ।

৭৬. দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যানের নাম কী?

ক) মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ

খ) জহুরুল হক

গ) আনোয়ারুল ইসলাম

ঘ) ইকবাল মাহমুদ

উত্তরঃ ক) মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ

ব্যাখ্যা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ।

৭৭. মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?

ক) পদ্মা

খ) মেঘনা

গ) পশুর

ঘ) ভৈরব

উত্তরঃ গ) পশুর

৭৮. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?

ক) ঢাকা

খ) চট্টগ্রাম

গ) ফরিদপুর

ঘ) বরিশাল

উত্তরঃ গ) ফরিদপুর

ব্যাখ্যা: বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় । নদী গবেষণা ইনস্টিটিউটটি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন। নদী গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর প্রথম ঢাকায় অবস্থিত ছিল। বর্তমানে নদী গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর ফরিদপুরের হারুকান্দিতে অবস্থিত।

৭৯. পদ্মা নদীর উৎপত্তি কোথায়?

ক) হিমালয় পর্বত

খ) লুসাই পাহাড়

গ) হিমালয়ের মানস সরোবরে

ঘ) কোনটিই নয়

উত্তরঃ ঘ) কোনটিই নয়

ব্যাখ্যা: হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, এখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করেছে। গঙ্গার অন্য শাখাটি ভাগীরথী নামে ভারতে হুগলীর দিকে প্রবাহিত হয়। উৎপত্তিস্থল হতে ২২০০ কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়ে মিলিত প্রবাহ পদ্মা নামে আরো পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। সবশেষে পদ্মা-মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়।

৮০. বাংলাদেশে নব নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনারের নাম কি?

ক) সেলেনিয়া

খ) জেরেমি করবিন

গ) জেরেমি ব্রুয়ার

ঘ) অলগা কেটরিন

উত্তরঃ গ) জেরেমি ব্রুয়ার

৮১. মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ?

ক) ২ টি

খ) ৩ টি

গ) ৪ টি

ঘ) ৫ টি

উত্তরঃ ক) ২ টি

ব্যাখ্যা: মঙ্গল গ্রহের প্রাকৃতিক উপগ্রহের সংখ্যা দুই। এগুলির নাম হল ফোবোস ও ডিমোস।

৮২. ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি?

ক) বিজয় স্তম্ভ

খ) বিজয় কেতন

গ) রক্ত সোপান

ঘ) স্বাধীনতা সোপান

উত্তরঃ খ) বিজয় কেতন

ব্যাখ্যা: ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম ‘বিজয় কেতন’। এর মূল ফটকে অবস্থিত ভাস্কর্যটির নামও ‘বিজয় কেতন’। এই ভাস্কর্যটিতে রয়েছে সাতজন মুক্তিযোদ্ধার মূর্তি; এদের একজন হলেন বাংলাদেশের পতাকাবাহী নারী। এটি প্রতিষ্ঠিত হয় ২০০০ সালে।

৮৩. ১৯৭১ সালের ৭ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন ঢাকার-

ক) রেসকোর্স ময়দানে

খ) প্রেসিডেন্ট ভবনে

গ) পার্লামেন্ট ভবনে

ঘ) রমনা পার্কে

উত্তরঃ ক) রেসকোর্স ময়দানে

ব্যাখ্যা: সাতই মার্চের ভাষণ- ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রমনা রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জাতির উদ্দেশ্যে প্রদত্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ভাষণ।

৮৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন?

ক) প্রেসিডেন্সি কলেজ

খ) ইসলামিয়া কলেজ

গ) রিপন কলেজ

ঘ) ফোর্ট উইলিয়াম কলেজ

উত্তরঃ খ) ইসলামিয়া কলেজ

ব্যাখ্যা: ১৯৪৪ খ্রিষ্টাব্দে শেখ মুজিব কলকাতার ইসলামিয়া কলেজ (বর্তমান নাম মৌলানা আজাদ কলেজ) থেকে আই.এ. এবং ১৯৪৭ খ্রিষ্টাব্দে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজটি তখন বেশ নামকরা ছিল। ইসলামিয়া কলেজে অধ্যয়নকালীন তিনি বেকার হোস্টেলের ২৪ নং কক্ষে থাকতেন। ১৯৯৮ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার তার সম্মানার্থে ২৩ ও ২৪ নম্বর কক্ষকে একত্র করে “বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ” তৈরি করে।

৮৫. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র কোনটি?

ক) দিগদর্শন

খ) সমাচার দর্পণ

গ) সংবাদ প্রভাকর

ঘ) তত্ত্ববোধিনী

উত্তরঃ খ) সমাচার দর্পণ

ব্যাখ্যা: সমাচার দর্পণ হল প্রথম বাংলা সংবাদপত্র। পত্রিকাটি ছিল সাপ্তাহিক। ১৮১৮ খ্রীষ্টাব্দের ২৩ মে তারিখে এটি প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। কিন্তু তিনি ছিলেন নামেমাত্র সম্পাদক । বাঙালি পণ্ডিতরাই আসলে সমাচারদর্পণ সম্পাদনা করতেন। পত্রিকাটি ধর্মীয় বির্তকে না জড়িয়ে খ্রিস্টান মতবাদের প্রতি পক্ষপাত দেখাত।পরবর্তীকালে এই পত্রিকাটি সপ্তাহে দুবার করে প্রকাশিত হতে থাকে। জয়গোপাল তর্কালঙ্কার বাংলা সংবাদ রচনা ও সঙ্কলনে সম্পাদকের সহায়ক ছিলেন বলে তা উন্নতমানের সংবাদপত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সমর্থ হয়েছিল।

৮৬. কোন বানানটি শুদ্ধ? প্রণিপাত

ক) প্রণিপাত

খ) নির্মান

গ) কৃপান

ঘ) রূপায়ন

উত্তরঃ ক) প্রণিপাত

ব্যাখাঃ বানানের নিয়ম অনুযায়ী শুদ্ধ বানান ” প্রণিপাত “।

৮৭. “Biography” শব্দটির অর্থ কি?

ক) গ্রন্থনির্দেশিকা

খ) কড়চা

গ) বিবরণ

ঘ) আলোচনা

উত্তরঃ খ) কড়চা

ব্যাখ্যা: কড়চা অর্থ জীবনবৃত্তান্ত।

৮৮. Fill in the gap: when water _____ it turns into ice.

ক) freezes

খ) will frieeze

গ) would frieeze

ঘ) froze

উত্তরঃ ক) freezes

৮৯. The word ‘omnivorous’ means-

ক) eating all types of food

খ) eating only fruits

গ) eating only meat

ঘ) eating grass and plants only

উত্তরঃ ক) eating all types of food

৯০. The idioms “put up with” means-

ক) Stay together

খ) tolerate

গ) keep trust

ঘ) protect

উত্তরঃ খ) tolerate

৯১. একজন ব্যক্তি ভ্রমণ ৪মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে, তারপর আবার ১২ মাইল উত্তরে যায়। শেষ স্থান থেকে কত মাইল দূরে?

ক) ১৭

খ) ২৮

গ) ২১

ঘ) ২০

উত্তরঃ ঘ) ২০

ব্যাখ্যা: √{162+122}=20

৯২. সুদের হার ৬% থেকে কমে ৪% হাওয়াই এক ব্যক্তির বাৎসরিক আয় ২০ টাকা কমে গেল। আসল এর পরিমাণ কত?

ক) ১০০ টাকা

খ) ২০০ টাকা

গ) ১০০০ টাকা

ঘ) ২০০০ টাকা

উত্তরঃ গ) ১০০০ টাকা

সমাধান: আসল = ২০ x ১০০ / {(৬ – ৪) x১ = ১০০০ টাকা

৯৩. শতকরা বার্ষিক কত হার সুদে ২৭৫ টাকার ৪ বছরে সুদে-আসলে ৪০৭ টাকা হবে?

ক) ৯%

খ) ১০%

গ) ১১%

ঘ) ১২%

উত্তরঃ ঘ) ১২%

ব্যাখ্যা: সুদ আসল ৪০৭ টাকা হলে শুধু সুদ =(৪০৭-২৭৫)=১৩২ টাকা

২৭৫ টাকার ৪ বছরের সুদ ১৩২ টাকা

সুতরাং, ১০০ টাকার ১ “ “ (১৩২X১০০)/২৭৫X৪ =১২%

৯৪. WHO এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

ক) নিউইয়র্ক

খ) লন্ডন

গ) জেনেভা

ঘ) কোনটিই না

উত্তরঃ গ) জেনেভা

ব্যাখ্যা: WHO এর পূর্ণরূপ World Health Organisation বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি ৭ এপ্রিল ১৯৪৮ সালে জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৪ (সর্বশেষ দক্ষিণ সুদান, ২০১১)। WHO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

৯৫. স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রী পরিষদ সচিবের নাম কী?

ক) তৌফিক ইলাহী

খ) এইচ টি ইমাম

গ) ফজলুর রহমান

ঘ) ড. মির্জা আব্দুল জলিল

উত্তরঃ খ) এইচ টি ইমাম

৯৬. “সিরাজুম মুনিরা” কোন ভাষায় রচিত গ্রন্থ?

ক) বাংলা

খ) ফারসি

গ) আরবি

ঘ) উর্দু

উত্তরঃ ক) বাংলা

ব্যাখ্যা: কবি ফররুখ আহমদ রচিত কাব্য গ্রন্থাবলিঃ সাত সাগরের মাঝি, সিরাজুম মুনিরা, নৌফেল ও হাতেম, হাতেম তায়ী, মুহুর্তের কবিতা, হাবেদা মরুর কাহিনী।

৯৭. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে অবস্থান কোথায়?

ক) ক্যারিবিয়ান সাগর

খ) ভারত মহাসাগর

গ) ভূমধ্যসাগর

ঘ) আরব সাগর

উত্তরঃ ক) ক্যারিবিয়ান সাগর

৯৮. ইউরোপের প্রবেশ দ্বার বলা হয়?

ক) বন

খ) রোম

গ) লন্ডন

ঘ) ভিয়েনা

উত্তরঃ ঘ) ভিয়েনা

৯৯. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?

ক) যুক্তরাষ্ট্র-কানাডা

খ) যুক্তরাষ্ট্র-মেক্সিকো

গ) কানাডা-অস্ট্রেলিয়া

ঘ) যুক্তরাষ্ট্র-ব্রাজিল

উত্তরঃ ক) যুক্তরাষ্ট্র-কানাডা

১০০. জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে?

ক) ২৪ জানুয়ারি

খ) ২৪ এপ্রিল

গ) ২৪ জুলাই

ঘ) ২৪ অক্টোবর

উত্তরঃ ঘ) ২৪ অক্টোবর

ব্যাখ্যা: মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘের প্রস্তাবক । ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয় । তাই প্রতিবছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

আরো পড়ুনঃ-

Download From Yandex

Click Here