Wednesday, September 18, 2024
HomePDF ডাউনলোডবিসিএস প্রিলি রিটেন ভাইভা ব্যাংক প্রাইমারি সহ সকল পরীক্ষার জন্য

বিসিএস প্রিলি রিটেন ভাইভা ব্যাংক প্রাইমারি সহ সকল পরীক্ষার জন্য

বিসিএস প্রিলি ,রিটেন ,ভাইভা ,ব্যাংক, প্রাইমারি

সহ সকল পরীক্ষার জন্য

টপিকঃ- বাংলাদেশ বিষয়াবলির ১০০টি টপ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

০১. পাটালিপুত্র রাজধানী ছিল : মৌর্যদের

০২. অশোক কোন বংশের রাজা ছিলেন? : মৌর্য বংশের

০৩. কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম দেখে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? : কলিঙ্গ যুদ্ধের

০৪. বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় : সম্রাট অশোক

০৫. প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত : গুপ্তযুগ

০৬. বাংলায় প্রথম চীনা পরিব্রাজক আসেন : ফা হিয়েন (৪০১-৪১০ খ্রিষ্টাব্দে)।

০৭. মেগাস্থনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? : চন্দ্রগুপ্ত মৌর্য

০৮. প্রাচীনকালে এদেশের নাম ছিল – : বঙ্গ

০৯. প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন- : শশাঙ্ক

১০. বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন : শশাঙ্ক

১১. একসময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল – : গৌড়

১২. শশাঙ্ক প্রথম জীবনে ছিলেন – : সামন্ত

১৩. হিউয়েন সাঙ বাংলায় এসেছিলেন – : হর্ষবর্ধনের আমলে হর্ষবর্ধন প্রথম চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। তিনি হর্ষচরিত নামে আত্মজীবনী লেখেন, যা সংস্কৃত ভাষায় প্রথম ঐতিহাসিক কাব্যগ্রন্থ। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রচুর দান করেন।

১৪. নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – : পঞ্চম শতকে

১৫. ‘মাৎস্যন্যায়’ কোন সময়কাল নির্দেশ করে – : ৭ম – ৮ম শতক

১৬. বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? : পাল বংশ

১৭. পালযুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা হয়েছিল? : তালপাতার উপর

১৮. দিনাজপুরের রামসাগর দীঘি খনন করেন কে? : রামপাল (পাল বংশের রাজা)

১৯. বাংলার শেষ হিন্দু রাজা : লক্ষ্মণ সেন

২০. প্রাচীন কোন রাজবংশ হিন্দু ধর্মালম্বী ছিল? : সেন বংশ

২১. স্পেন বিজয়ী মুসলিম সেনাপিত : তারিক বিন যিয়াত

২২. সিন্ধু বিজয় করে : মুহাম্মদ বিন কাসিম

২৩. সুলতান মাহমুদ ভারত আক্রমণ করে : ১৭ বার

২৪. তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় : ১১৯১ সালে

২৫. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন? : পৃথ্বীরাজ

২৬. কুতুবমিনারের নামকরণ করা হয় – : কুতুব উদ্দীনের নামে

২৭. ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন : মুহাম্মদ ঘোরি

২৮. দিল্লী সালতানাতের প্রকৃতি প্রতিষ্ঠাতা : শামসউদ্দিন ইলতুতমিশ

২৯. দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী- : সুলতানা রাজিয়া

৩০. কোন মুসলিম প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? : আলাউদ্দীন খলজি

৩১. কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দক্ষিণাত্য জয় করেন? : মালিক কাফুর

৩২. ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন : মুহাম্মদ বিন তুঘলক

৩৩. দিল্লী থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন : মুহাম্মদ বিন তুঘলক

৩৪. তৈমুর লঙ ভারত আক্রমণ করেন – : ১৩৯৮ সালে

৩৫. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা – : জহিরুদ্দিন মুহাম্মদ বাবর (১৫২৬)

৩৬. মুঘল সাম্রাজ্যের সূচনা হয়- : পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে

৩৭. মারাঠা শাসকের উপাধি ছিল- : পেশোয়া

৩৮. বাবর – হুমায়ুন – আকবর – জাহাঙ্গীর – শাহজাহান – আওরঙ্গজেব – এটা কীসের ক্রম? : মুঘল শাসকদের

৩৯. বাদশাহ আলমগীর নামে পরিচিত ছিলেন : সম্রাট আওরঙ্গজেব

৪০. ঐতিহাসিক বাবরি মসজিদ ছিল : উত্তর প্রদেশে (অযোধ্যা)

৪১. বাংলায় শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হন : সম্রাট হুমায়ুন

৪২. আকবর দিল্লির সিংহাসনে বসেন : ১৩ বছর বয়সে

৪৩. প্রথম মুঘল সম্রাট হিসেবে বাংলা জয় করেন : সম্রাট আকবর (১৫৭৬ সনে)

৪৪. দীন-ই- ইলাহী প্রতিষ্ঠা করেন : সম্রাট আকবর

৪৫. টোডরমেলের নাম জড়িত : রাজস্ব সংস্কারের সাথে

৪৬. ‘জিজিয়া কর’ রহিত করেন : সম্রাট আকবর

৪৭. ‘বুলবুল –ই –হিন্দ’ বলা হয় : তানসেনকে

৪৮. সম্রাট আকবরের সমাধি : সেকেন্দ্রা

৪৯. এ দেশের সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন : সম্রাট জাহাঙ্গীর

৫০. সম্রাট জাহাঙ্গীরের সমাধি : লাহোরে

৫১. আগ্রার তাজমহলের নির্মাতা : সম্রাট শাহজাহান

৫২. Prince of Builders বলা হয় : সম্রাট শাহজাহানকে

৫৩. জিন্দাপীর, আলমগীর নামে পরিচিত : সম্রাজ আওরঙ্গজেব

৫৪. কোহিনুর মনি ও ময়ুর সিংহাসন লুট করেন : নাদির শাহ (পারস্যের)

৫৫. দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় : রেঙ্গুনে

আরো পড়ুনঃ বিসিএস ও ব্যাংক এর জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু ANTONYMS পিডিএফ ডাউনলোড

৫৬. ভারতীয় উপমহাদেশে প্রথম ডাক সার্ভিস চালু হয় : শের শাহের আমলে (আফগান শাসক)

৫৭. শেরশাহ হুমায়ুনকে পরাজিত করেন : চৌসারের যুদ্ধে

৫৮. ‘গ্রান্ড ট্রাঙ্ক’ রোডের নির্মাতা : শেরশাহ

৫৯. কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক : শেরশাহ

৬০. হযরত শাহজালাল যে শাসককে পরাজিত করে সিলেটে আযান ধ্বনি দিয়েছিলেন : গৌর গোবিন্দ

৬১. বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন : ফখরুদ্দিন মোবারক শাহ

৬২. ‘বাঙ্গালাহ নামের প্রচলন করেন : শামসুদ্দিন ইলিয়াস শাহ

৬৩. কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন : গিয়াস উদ্দিন আযম শাহ

৬৪. বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয় : হোসেন শাহী আমলে

৬৫. বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত : আলাউদ্দিন হোসেন শাহ

৬৬. গৌড়ের সোনা মসজিদ নির্মিত হয় : হোসেন শাহের আমলে।

৬৭. ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এর ন্যায় কোন সুলতান ঘোষণা করেন ‘আমিই রাষ্ট্র’ : আলাউদ্দীন খলজী

৬৮. ইবনে বতুতা : মরক্কোর পর্যটক

৬৯. ইবনে বতুতা বাংলায় আসেন : চতুর্দশ শতকে

৭০. ইবনে বতুতার গ্রন্থের নাম : রেহেলা

৭১. ইবনে বতুতা বাংলায় এসেছিলেন : হযরত শাহজালালের সাথে সাক্ষাতের জন্য

৭২. বাংলাদেশে বার ভূঁইয়াদের অভ্যুত্থান ঘটে : সম্রাট আকবেরর সময়

৭৩. মানসিংহকে পরাজিত করেন : ঈশা খাঁ

৭৪. বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেছিলেন : ঈশা খাঁ

৭৫. বাংলায় বারো ভুইঞাদের সুবেদারি শাসন প্রতিষ্ঠা করেন : ইসলাম খান

৭৬. পর্তুগীজদের চট্টগ্রাম থেকে তাড়িয়ে দেন : শায়েস্তা খান

৭৭. ঢাকার চক বাজারে বড় কাটরা নির্মাণ করেন : শাহ সুজা

৭৮. ঢাকা গেট নির্মাণ করেন : মীর জুমলা

৭৯. মোঘল আমলে ঢাকার নাম ছিল : জাহাঙ্গীর নগর

৮০. লালবাগ কেল্লা নির্মাণ করেন : শায়েস্তা খান

৮১. ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন : শায়েস্তা খান

৮২. বাংলায় নবাবী শাসন শুরু হয় : মুর্শিদকুলী খানের মাধ্যমে

৮৩. মুসলিম শাসনামলে এদেশে অত্যাচার ও লুটপাট করত : বর্গীরা

৮৪. নবাব সিরাজ-উদ-দৌলা সিংহাসনে আরোহন করেন : ১৭৫৬ সালে

৮৫. ‘অন্ধকূপ হত্যা’ কাহিনী তৈরি করেন : হলওয়েল

৮৬. বক্সারের যুদ্ধ সংঘটিত হয় : ১৭৬৪ সালে

৮৭. ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন পর্তুগীজ নাবিক ভাস্কো দা গামা : ১৪৯৮ সালে

৮৮. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে : ১৭৬৫ সালে

৮৯. ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় : ১৭৮৪ সালে

৯০. মহীশূরের টিপু সুলতান যুদ্ধ করেন : ইংরেজ সেনাপতি ওয়েলেসলির সাথে

৯১. উপমহাদেশে রেল যোগাযোগ চালু করেন : লর্ড ডালহৌসি

৯২. ভারতবর্ষে আদমশুমারি চালু করেন : লর্ড মেয়োর

৯৩. বঙ্গভঙ্গ হয় : ১৯০৫ সালে

৯৪. বঙ্গ প্রদেশকে বঙ্গ ও আসাম প্রদেশে বিভক্ত করেন : লর্ড কার্জন

৯৫. বাংলাদেশের নীল বিদ্রোহের অবসান হয় : ১৮৬২ সালে

৯৬. ১৯৪৭ সালের সীমানা কমিশন পরিচিত : র‍্যাটক্লিফ কমিশন নামে

৯৭. ব্রিটিশদের বিরুদ্ধে বাঙ্গালিদের প্রথম বিদ্রোহ : ফকির সন্ন্যাসী বিদ্রোহ

৯৮. বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনাতা সংগ্রামী : তিতুমীর

৯৯. সিপাহী বিদ্রোহ হয় : ১৮৫৭ সালে

১০০. ভারত বিভক্তির সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন : এটলি।

ডাউনলোড করতে নিচে Download এ কিক্ল করুন

Download From Google Drive

Download

প্রয়োজনীয় মূর্হুতে খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!