জেনে নিনPreposition শেখার কিছু কৌশল
পিডিএফ ডাউনলোড
Prepositionমনে রাখার টেকনিক । বিসিএস বাব্যাংক বা যেকোন চাকুরীরপরীক্ষায় এই টপিকটা আসবেই।তাই ,যদি আমরা এটি আত্বস্ত করে নিতে পারি তাহলে অনায়াসে ১-২ মার্কসকভারাপ করতে পারব। নিচের টেকনিক তথা ছড়াটি পড়ে ফেলুন আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবেন।
দেশ,নগর,শহর,
এদেরআগে in বসিয়ে করবে বেশ বেশ।
সপ্তাহ, মাস,বছর,ঋতু,দশক,যুগ,শতাব্দী
এদেরআগে in বসানো হয় আজ অব্দি।
প্রভাত,দুপুর,গোধূলি,রাত,
এদেরআগে at বসিয়ে করবে বাজিমাত।
সময়েরআগে at বসে,দিনের আগে on,
দিনেরঅংশ ভাগে in না বসালে,মাথাকরবে ভনভন।
Festival-এat,নম্বরেও at, with হয় বস্তুতে,
এইভাবেpreposition শিখবে আনন্দ আর ফুর্তিতে।
Person-এby,পাশে বুঝাতেও by,(যানবাহনের আগে)কিন্তু in a car,
দক্ষতায়অদক্ষতায় at না বসালে সবহবে ছারখার।
ছোটহলে at,বড় হলে in, কখনহয় ?
এইপার্থক্য না বুঝলে মনেথাকবে ভয়।
বাহিরথেকে ভিতরে into ব্যবহার করোরে,
ভিতরথেকে বাহিরে হয় outof,
Preposition নাবুঝলে মুড় থাকবে off।
লেগে(স্পর্শ করে) থাকলে on হয়,নইলে above,
Since,for বুঝনা,কেন নাও ভাব ?
শুরুথেকে বুঝাতে since হয়,নইলে for,
গতিবুঝাতে(উপর দিয়ে)over,নিচে হয় under,
Preposition আসলেইখুব মজার।
মাত্রা(স্তর)বুঝাতে below,
Preposition শিখতেপেরে, আমি আছি খুব ভালো।
On-এগিয়ে গতি হলে শেষ হয় onto,
সাথেবুঝাতে with হয়,দিক বুঝাতেto,
কোনোকিছুর ভিতর দিয়ে যেতে হয় through।(বাধা থাকলে)
এপাশ থেকে ওপাশে যেতে হয় across,(বাধা না থাকলে)
Preposition শিখলেনেই কোনো Loss।
এরবুঝাতে of হয় ।
যেWord গুলোরপরেসাধারণত OF ব্যবহৃতহয়ঃ
Aware = সচেতন।
Beware = হুঁশিয়ারি।
Accused = অভিযুক্ত।
Afraid = কুন্ঠিত/ভীত।
Appraised = অবহিত।
Boast = গর্ব।
Consciou = সচেতন।
Caution = সাবধান।
Consist = গঠিত।
Convinced = প্রতীত।
Composed = ক্ষান্ত।
Complain = অভিযোগ।
Charge = মূল্য।
Deprived = বঞ্চিত।
Die = মরা।
Desire = ইচ্ছা।
Devoid = বর্জিত।
Envious = দ্রোহী।
Fond = অনুরাগী/প্রিয়।
Failure = ব্যর্থতা।
Quietly = শান্তভাবে।
Informed = অবগত।
Innocent = নির্দোষ।
Lame = পঙ্গু।
Negligent = অবহেলাকারী।
Proud = গর্বিত।
Result = ফল।
Sure = নিশ্চিত।
Sick = অসুস্থ।
Vain = ব্যর্থ।
Void = অকার্যকর।
Judge = বিচারক।
Taste = স্বাদ।
Worthy = সুযোগ্য।
Want = চাওয়া।
1. সকলপ্রকার যোগ্য-অযোগ্য বুঝালে For বসে।
যেমন– Fit,Unfit,Eligible,Qualified.
যেমন– He is fit for the post.
2. উপকারী-অপকারী বুঝালে To বসে।
যেমন—Useful,Harmful,Injurious
যেমন— Early rising is useful to health.
3. নিশ্চিতকিছু বুঝালে Of বসে।
যেমন— Sure,Certain.
যেমন—-He is sure of his success.
4. সন্তুষ্টবা অসন্তুষ্ট বুঝালে With বসে।
যেমন–Content,Discontent,Satisfied,Dissatisfied.
যেমন—- He is content with his result.
5. দোষীবা নিষ্পাপ বুঝালে Of বসে।
যেমন—Innocent,Guilty.
যেমন—You are guilty of this act.
7. অবাকহওয়া বুঝালে At বসে।
যেমন—-Startled,Surprised,Wondered,Amused…
যেমন—-They are startled at this.
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পড়তে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন
➨কম্পিউটার ব্যবহারকারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ ১০০টি শর্টকাট কীঃ