Friday, March 29, 2024
Homeসাধারণ জ্ঞানবিশ্বের বিখ্যাত খাল, প্রণালী ও জলপ্রপাত নিয়ে প্রশ্নোত্তর পিডিএফ ডাউনলোড

বিশ্বের বিখ্যাত খাল, প্রণালী ও জলপ্রপাত নিয়ে প্রশ্নোত্তর পিডিএফ ডাউনলোড

বিশ্বের বিখ্যাত খাল, প্রণালী ও জলপ্রপাত নিয়ে প্রশ্নোত্তর 

পিডিএফ ডাউনলোড

প্রশ্নঃ কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?

উত্তর: জিব্রাল্টার

প্রশ্নঃ জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে?

উত্তর: মরক্কো ও স্পেন

প্রশ্নঃ Dead Sea কোথায় অবস্থিত?

উত্তর: Israil এবং Jordan এর মধ্যে অবস্থিত

প্রশ্নঃ হিমালয়, আল্পস, ইউরাল কোন ধরনের পর্বত?

উত্তর: ভঙ্গিল পর্বত

প্রশ্নঃ কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি?

উত্তর: মধ্য ইউরোপের সমভূমি

প্রশ্নঃ Which one is not a man made waterway?/কোন পানিপথটি মানুষের দ্বারা নির্মিত নয়?

উত্তর: Strait of Gibraltar

প্রশ্নঃ ইউরোপে কোন ভূমিরূপটি দেখা যায় না?

উত্তর: মরুভূমি

প্রশ্নঃ মালাক্কা প্রণালীর অবস্থান?

উত্তর: দক্ষিণ পূর্ব এশিয়া

প্রশ্নঃ Which is the deepest lake in the world?/পৃথিবীর গভীর হ্রদ কোনটি?

উত্তর: Lake Baikal

প্রশ্নঃ উত্তমাশা অন্তিরীপ কোন মহাদেশে অবস্থিত?

উত্তর: আফ্রিকা

প্রশ্নঃ কোন সনে সুয়েজখালের খনন কাজ শেষ হয়?

উত্তর: ১৮৬৯ সালে

প্রশ্নঃ আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?

উত্তর: বেরিং

প্রশ্নঃ এর মধ্যে কোন দেশ যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে কাছে?

উত্তর: রাশিয়া

প্রশ্নঃ পাকিস্তান ও আফগানিস্তান এর মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখা আছে। সেটির নাম কি?

উত্তর: ডুরাল্ড লাইন

প্রশ্নঃ বেরিং প্রণালী কোন দুটো মহাদেশকে পৃথক করেছে?

উত্তর: আমেরিকা ও এশিয়া

প্রশ্নঃ ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে?

উত্তর: উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে

প্রশ্নঃ Which is a man made waterway?/কোন পানিপথটি মানুষের দ্বারা নির্মিত?

উত্তর: Kiel Canal

প্রশ্নঃ এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয়-

উত্তর: ১৯৫৩ সালে

প্রশ্নঃ কোনটি ইরানের মরুভূমি?

উত্তর: দস্ত-ই-লুত

প্রশ্নঃ পানামা খালের মালিকানা কতসালে পানামার কাছে হস্তান্তর করা হয়?

উত্তর: ১৯৯৯ সালে

প্রশ্নঃ Except one, the rest are names of some of the famous deserts of the world. Identify the one that is not a desert:

উত্তর: Baikal

প্রশ্নঃ সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্ণিত ছিল?

উত্তর: ১৭° সমান্তরাল

প্রশ্নঃ সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ ভূমিকে কি বলে?

উত্তর: মালভূমি

প্রশ্নঃ সুমাত্রাকে মালয়েশিয়া উপদ্বীপ থেকে পৃথক করেছে কোন প্রণালী?

উত্তর: মালাক্কা

প্রশ্নঃ জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?

উত্তর: ম্যাজিনো লাইন

প্রশ্নঃ প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন?

উত্তর: ২০১০

প্রশ্নঃ ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরের সংযোগকারী প্রণালীর নাম-

উত্তর: দার্দানেলিস

প্রশ্নঃ আফ্রিকাকে স্পেন থেকে পৃথক করেছে? Ans: জিব্রাল্টার প্রণালী

প্রশ্নঃ নাগার্নো কারাবাখ কোন দুটি দেশের করিডোর?

উত্তর: আজারবাইজান-আর্মেনিয়া

প্রশ্নঃ The waterway separating India and Sri Lanka is/ভারতকে শ্রীলঙ্কা হতে পৃথক করেছে কোন পানিপথ?

উত্তর: Palk Strait

প্রশ্নঃ জিব্রাল্টার প্রণালী কোন দুটিকে যুক্ত করেছে?

উত্তর: ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর

প্রশ্নঃ Niagara Falls is situated in which of the following country?/নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?

উত্তর: যুক্তরাষ্ট্র

প্রশ্নঃ গোবি মরুভূমি কোথায় অবস্থিত?

উত্তর: মঙ্গোলিয়া

প্রশ্নঃ যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে?

উত্তর: বেননেভিস

প্রশ্নঃ গোবি একটি?

উত্তর: মরুভূমির নাম

প্রশ্নঃ ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা Ans: র‍্যাডক্লিফ লাইন

প্রশ্নঃ পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?

উত্তর: বৈকাল

প্রশ্নঃ স্ট্যানলি ও লিভিংস্টোন দুটি?

উত্তর: বিখ্যাত জলপ্রপাত

প্রশ্নঃ Line of control is situated between which two countries?/লাইন অব কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?

উত্তর: ভারত ও পাকিস্তান(India and Pakistan)

প্রশ্নঃ আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম?

উত্তর: বাব-এল-মান্দেব

প্রশ্নঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?

উত্তর: পানামা খাল

প্রশ্নঃ পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?

উত্তর: আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর

প্রশ্নঃ ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?

উত্তর: চীন ও ভারত

প্রশ্নঃ সুয়েজখাল কোন বছর উদ্বোধন হয়?

উত্তর: ১৮৬৯

প্রশ্নঃ হরমুজ প্রণলী সংযুক্ত করেছে?

উত্তর: ওমান উপসাগর ও পারস্য উপসাগর

প্রশ্নঃ কোন প্রণালী ভারত মহাসগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে?

উত্তর: মালাক্কা

প্রশ্নঃ ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত?

উত্তর: নেপাল

প্রশ্নঃ Adams Peak তীর্থস্থানটি কোথায় অবস্থিত?

উত্তর: শ্রীলংকায়

প্রশ্নঃ পৃথিবীর কোন সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে?

উত্তর: মৃত

প্রশ্নঃ লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় কোন দেশে?

উত্তর: ভারত

বিখ্যাত প্রনালীগুলোর নাম মনে রাখার কৌশল

১.পক প্রণালী –

(ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো)

ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।

২. বেরিং প্রণালী –

(আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং)

আমেরিকা হতে এশিয়া পৃথক ।

৩.জিব্রাল্টার প্রণালী –

(মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়)

মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।

৪.ফ্লোরিডা প্রণালী –

(ফ্লোরিডা কিবা?)

ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।

৫.মালাক্কা প্রণালী –

( সুমিত্রা মালির মেয়ে)

সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।

৬.হরমুজ প্রণালী –

(আমিরাতের ইরানী তরমুজ খায়)

আরব আমিরাত ও ইরানের মধ্যে

অবস্থিত।

৭.বাব-এল-মান্দেব-

( লোহা এখন আরবে )

লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।

৮.ডোভার প্রণালী –

(UK FRANCE এর মাঝে ডোবা আছে)

যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।

৯.বসফরাস প্রণালী –

(ইউরেশিয়া)

ইউরোপ হতে এশিয়া পৃথক।

১০.পানামাখাল-

(উত্তর দক্ষিণ আমেরিকায় পান

খাওয়া নিষেধ)

উত্তর আমেরিকা হতে দক্ষিণ

আমেরিকা পৃথক।

Raisul Islam Hridoy

 

এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পড়তে নিচের

দেওয়া লিংকে ক্লিক করুন

 
 
 
 

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ ১০০টি শর্টকাট কীঃ

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!