প্রাইমারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি সাধারণ জ্ঞান পিডিএফ ডাউনলোড

0
782

প্রাইমারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি সাধারণ জ্ঞান

পিডিএফ ডাউনলোড

প্রাইমারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন । এই অংশে সাধারণ জ্ঞান দেওয়া হল। বাংলাদেশ বিষয় ১ থেকে ৬০ পর্যন্ত সাধারণ জ্ঞান আলোচনা করা হল।

সাধারণ জ্ঞান: বাংলাদেশ

১. বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের –

ক. ২০°৩৮’- ২৬°৩৮’

খ. ২১°৩১’- ২৬°৩৩’

গ. ২২°৩৪’- ২৬°৩৮’

ঘ. ২০°২০’- ২৫°২৬’

উত্তরঃ ক

২. বাংলাদেশের মোট আয়তন –

ক. ১,৪৭,৭৭০ বর্গ কি.মি.

খ. ১,৪৬,৭৮০ বর্গ কি.মি.

গ. ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.

ঘ. ১,৪৬,৮৫০ বর্গ কি.মি.

উত্তরঃ গ

৩. বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল ?

ক. ৫৪,৫০১ বর্গমাইল

খ. ৫৬,৫০১ বর্গমাইল

গ. ৫৭,৪০১ বর্গমাইল

ঘ. ৫৮,৫০১ বর্গমাইল

উত্তরঃ খ

৪. বাংলাদেশের উত্তরে অবস্থিত?

ক. নেপাল ও ভুটান

খ. পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম

গ. পশ্চিমবঙ্গ ও কুচবিহার

ঘ. পশ্চিমবঙ্গ ও আসাম

উত্তরঃ খ

৫. বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত?

ক. ৫২৮২ কি.মি.

খ. ৫১৩৮ কি.মি.

গ. ৫৩২০ কি.মি.

ঘ. ৫০৪২ কি.মি.

উত্তরঃ খ

৬. বাংলাদেশর মোট সীমান্ত দৈর্ঘ্য –

ক. ৪৭১৯ কি.মি.

খ. ৪৮০৫ কি.মি.

গ. ৫০৪০ কি.মি.

ঘ. ৪৫০০ কি.মি.

উত্তরঃ ক

৭. বাংলাদেশর মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত ?

ক. ৫৫০০ মাইল

খ. ৪৪২৪ মাইল

 গ. ৩২২০ মাইল

ঘ. ২৯২৮ মাইল

উত্তরঃ ঘ

৮. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?

ক. ৭১১ কি.মি.

খ. ৭২৪ কি.মি.

গ. ৭৮০ কি.মি.

ঘ. ৮৬৫ কি.মি. উত্তরঃ ক

৯. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?

ক. ৪৫০ মাইল

খ. ৪৬০ মাইল

গ. ৪৪৫ মাইল

ঘ. ৪৩৫ মাইল উত্তরঃ গ

১০. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

ক. ১২

খ. ১৪

গ. ১৬

ঘ. ১০

উত্তরঃ ক

১১. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

ক. ২৫০ নটিক্যাল মাইল

খ. ২০০ নটিক্যাল মাইল

গ. ২২৫ নটিক্যাল মাইল

ঘ. ২১২ নটিক্যাল মাইল

উত্তরঃ খ

১২. বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?

ক. ১টি

খ. ২টি

গ. ৩টি

ঘ. ৪টি

উত্তরঃ খ

১৩. যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কি?

ক. ভারত ও ভুটান

খ. ভারত ও মালদ্বীপ

গ. ভারত ও নেপাল

ঘ. ভারত ও মায়ানমার

উত্তরঃ ঘ

১৪. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?

ক. ৩৩০০ কিলোমিটার

খ. ৩৫৩৭ কিলোমিটার

গ. ৩৭১৫ কিলোমিটার

ঘ. ৩৯৩৫ কিলোমিটার

উত্তরঃ গ

১৫. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য –

ক. ২০৬ কিলোমিটার

খ. ২৩৬ কিলোমিটার

গ. ২৬০ কিলোমিটার

ঘ. ২৮০ কিলোমিটার

উত্তরঃ ঘ

১৬. বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের Maritime boundary বিদ্যমান রয়েছে ?

ক. মিয়ানমার

খ. থাইল্যান্ড

গ. নেপাল

ঘ. দক্ষিণ কোরিয়া

উত্তরঃ ক

১৭. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?

ক. ৭টি

খ. ৬টি

গ. ৪টি

ঘ. ৫টি

উত্তরঃ ঘ

১৮. ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?

ক. ২৮

খ. ৩০

গ. ৩১

ঘ. ৩৫

উত্তরঃ খ

১৯. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?

ক. বান্দরবান

খ. চাঁপাইনবাবগঞ্জ

গ. পঞ্চগড়

ঘ. দিনাজপুর

উত্তরঃ ক

২০. কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়?

ক. ঠাকুরগাঁও

খ. রংপুর

গ. নওয়াবগঞ্জ

ঘ. বাগেরহাট

উত্তরঃ খ

২১. ভারতের কোন প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় ?

ক. আসাম

খ. মেঘালয়

গ. মিজোরাম

ঘ. মনিপুর

উত্তরঃ ঘ

২২. ভারতের উত্তর -পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় ?

ক. মেঘালয়

খ. আসাম

গ. ত্রিপুরা

ঘ. মনিপুর

উত্তরঃ ঘ

২৩. সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?

ক. মেঘালয়

খ. আসাম

গ. নাগাল্যান্ড

ঘ. মনিপুর

উত্তরঃ ক

২৪. মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অবস্থিত?

ক. উত্তরপূর্ব

খ. পুর্ব

গ. দক্ষিণপূর্ব

ঘ. উত্তর

উত্তরঃ গ

২৫. বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত ?

ক. খাগড়াছড়ি

খ. বান্দরবান

গ. কুমিল্লা

ঘ. রাঙ্গামাটি

উত্তরঃ ঘ

২৬. বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে?

ক. চট্টগ্রাম

খ. কক্সবাজার

গ. রাঙ্গামাটি

ঘ. পটুয়াখালী

উত্তরঃ গ

২৭. কোন জেলা রৌমারী ও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত ?

ক. নীলফামারী

খ. কুড়িগ্রাম

গ. দিনাজপুর

ঘ. বগুড়া

উত্তরঃ খ

২৮. বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত?

ক. সাতক্ষীরা

খ. যশোহর

গ. ফেনী

ঘ. সিলেট

উত্তরঃ গ

২৯. ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলগুলো কোন অঞ্চলে অবস্থিত?

ক. মেঘালয়

খ. কুচবিহার

গ. মিজোরাম

ঘ. ত্রিপুরা

উত্তরঃ খ

৩০. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

ক. নীলফামারী

খ. কুড়িগ্রাম

গ. লালমনিরহাট

ঘ. দিনাজপুর

উত্তরঃ গ

৩১. আঙ্গরপোতা ও দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

ক. রংপুর

খ. নীলফামারী

গ. লালমনিরহাট

ঘ. দিনাজপুর

উত্তরঃ গ

 

 

৩২. কোন স্থানটি বাংলাদেশের ছিটমহল ?

ক. তিন বিঘা করিডোর

খ. দহগ্রাম

গ. জাফলং

ঘ. রৌমারী

উত্তরঃ খ

৩৩. বাংলাদেশের ভিতরে ভারতের কতগুলো ছিটমহল আছে ?

ক. ৯৯টি

খ. ১০৫টি

গ. ১১১টি

ঘ. ১২২টি

উত্তরঃ গ

৩৪. ভারতের ছিটমহল নেই ?

ক. লালমনিরহাটে

খ. রংপুরে

গ. কুড়িগ্রামে

ঘ. নীলফামারীতে

উত্তরঃ খ

৩৫. তিনবিঘা করিডোরের আয়তন কত ?

ক. ১৭৮ ×৮৫ মিটার

খ. ১৮৩ ×৮৭ মিটার

গ. ১৮৭ ×৯৩ মিটার

ঘ. ১৭৫ ×৭১ মিটার

উত্তরঃ ক

৩৬. নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না?

ক. মালভূমি

খ. প্লাবন সমভূমি

গ. পাহাড়

ঘ. দ্বীপ

উত্তরঃ ক

৩৭. ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উচু ভূমিকে বলে –

ক. বরেন্দ্রভূমি

খ. মধুপুরের

গ. ভাওয়ালের গড়

ঘ. কোনটিই নয়

উত্তরঃ গ

৩৮. বরেন্দ্রভূমি হলো –

ক. সাম্প্রতিককালে প্লাবন সমভূমি

খ. টারশিয়ারী যুগের পাহাড়

গ. প্লাইস্টোসিনকালের সোপান

ঘ. পাদদেশীয় পলল সমভূমি

উত্তরঃ গ

৩৯. বাংলাদেশের পাহাড় শ্রেনীর ভূ-তাত্বিক যুগের ভূমিরুপ হচ্ছে –

ক. প্লাইসটোসিন যুগের

খ. টারশিয়ারী যুগের

গ. মায়োসিন যুগের

ঘ. ডেবোনিয়ান যুগের

উত্তরঃ খ

৪০. চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ?

ক. হিমালয়

খ. আরাকান ইয়োমা

গ. কারাকোরাম

ঘ. তিয়েনশান

উত্তরঃ খ

৪১. Where is the’ Chimbuk Hill’ situated ?

. Bangladesh

. India

. Pakistan

. Endland

উত্তরঃ ক

৪২. বাংলাদেশর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?

ক. লালমাই

খ. বাটালি

গ. কেওক্রাডং

ঘ. বিজয়

উত্তরঃ ঘ

৪৩. The highest mountain peak in Bangladesh is –

. Tajingdong

. Bijoy Tajingdong

. Bijoy Odong

. Caocradong

উত্তরঃ ক

৪৪. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত ‘বিজয়’ -এর পূর্ণ নাম –

ক. কেউক্রেডং

খ. তাজিংডং

গ. বাটালি

ঘ. ক-১২

উত্তরঃ খ

৪৫. বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি ?

ক. গারো পাহাড়

খ. লালমাই পাহাড়

গ. চিম্বুক পাহাড়

ঘ. কুলাউড়া পাহাড়

উত্তরঃ ক

৪৬. চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত?

ক. সীতাকুন্ডুতে

খ. খাগড়াছড়িতে

গ. মৌলভীবাজারে

ঘ. টেকনাফে

উত্তরঃ ক

৪৭. লালমাই পাহাড় নিচের কোন অঞ্চলে অবস্থিত?

ক. রাজশাহী

খ. বগুড়া

গ. বরিশাল

ঘ. কুমিল্লা

ঙ. কক্সবাজার

উত্তরঃ ঘ

৪৮. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা-

ক. মারিস্যা ভ্যালি

খ. খাগড়া ভ্যালি

গ. জাবরি ভ্যালি

ঘ. ভেঙ্গি ভ্যালি

উত্তরঃ ঘ

৪৯. ‘হালদা ভ্যালি’ কোথায় অবস্থিত ?

ক. রাঙ্গামাটি

খ. খাগড়াছড়ি

গ. বান্দরবান

ঘ. সন্দ্বীপ

উত্তরঃ খ

৫০. কক্সবাজারের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?

ক. ১২০ কি.মি.

খ. ১২৫ কি.মি.

গ. ১৫৫ কি.মি.

ঘ. ১৭০ কি.মি.

উত্তরঃ ক

৫১. Which of the following is the longest beach in the world ?

. Miami

. Kuakata

. California

. Cox’s Bazar

উত্তরঃ ঘ

৫২. বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায় ?

ক. কক্সবাজার

খ. কুয়াকাটা

গ. দীঘা

ঘ. পাটায়া

উত্তরঃ ক

৫৩. কুয়াকাটা কোন জেলায় অবস্থিত?

ক. পটুয়াখালীতে

খ. ভোলা

গ. ঝালকাঠি

ঘ. পিরোজপুর

উত্তরঃ ক

৫৪. কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত –

ক. নোয়াখালীর ছাগলনাইয়া

খ. চট্টগ্রামের বাঁশখালী

গ. খুলনার মংলা

ঘ. পটুয়াখালীর কুয়াকাটা

উত্তরঃ ঘ

৫৫. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ (Swatch of no ground ) এর মানে-

ক. একটি খেলার মাঠ

খ. ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম

গ. একটি প্লাবন ভূমির নাম

ঘ. বঙ্গোপসাগরের একটি খাদের নাম

উত্তরঃ ঘ

৫৬. Which is the largest riverine delta in the world ?

. Bangladesh

. Vietnam

. Egypt

. Laos

উত্তরঃ ক

৫৭. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?

ক. সেন্টমার্টিন

খ. মহেশখালী

গ. হাতিয়া

ঘ. সন্দ্বীপ

উত্তরঃ ক

৫৮. সেন্টমার্টিন কি ধরনের দ্বীপ?

ক. ব-দ্বীপ

খ. প্রবাল দ্বীপ

গ. পাললিক দ্বীপ

ঘ. আগ্নেয় দ্বীপ

উত্তরঃ খ

৫৯. বাংলাদেশের সেন্টমাটিন দ্বীপের আর একটি নাম কি?

ক. নারিকেল জিঞ্জিরা

খ. সোনাদিয়া

গ. কুতুবদিয়া

ঘ. নিঝুম দ্বীপ

উত্তরঃ ক

৬০. বাংলাদেশের সেন্টমাটিন দ্বীপ কোন জেলায় ?

ক. ভোলা

খ. নোয়াখালী

গ. চট্টগ্রাম

ঘ. কক্সবাজার

উত্তরঃ ঘ

৬১. সেন্টমাটিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার ?

ক. ৮

খ. ১০

গ. ১২

ঘ. ১৪

উত্তরঃ ক

৬২. বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?

ক. চর কুকরি মুকরি

খ. নিঝুম দ্বীপ

গ. সেন্টমাটিন

ঘ. চর নিজাম

উত্তরঃ গ

৬৩. রাত্রে নৌ চলাচলের সুবিধার জন্য বাংলাদেশের কোথায় পুরানো বাতিঘর ছিল ?

ক. মহেশখালী

খ. সেন্টমাটিন

গ. টেকনাফ

ঘ. কুতুবদিয়া

উত্তরঃ ঘ

৬৪. কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত ?

ক. লক্ষীপুর খ. কক্সবাজার

গ. নোয়াখালী

ঘ. চট্টগ্রাম

উত্তরঃ খ

৬৫. বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?

ক. সেন্টমার্টিন

খ. মহেশখালী

গ. ছেড়া দ্বীপ

ঘ. নিঝুম দ্বীপ

উত্তরঃ খ

৬৬. সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত ?

ক. মাছের প্রজনন ক্ষেত্র বলে

খ. ঝড়ঝঞ্বা কবলিত এলাকা বলে

গ. জনমানবহীন এলাকা বলে

ঘ. সামুদ্রিক মাছ শিকারের জন্য

উত্তরঃ ঘ

৬৭. নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত?

ক. কুতুবদিয়া

খ. হাতিয়া

গ. সন্দ্বীপ

ঘ. মহেশ

উত্তরঃ খ

৬৮. বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত ?

ক. পদ্মা

খ. মেঘনা

গ. যমুনা

ঘ. কর্ণফুলী

উত্তরঃ খ

৬৯. নিঝুম দ্বীপের আয়তন কত?

ক. ৮০ বঃ মাঃ

খ. ৮২ বঃ মাঃ

গ. ৮৫ বঃ মাঃ

ঘ. ৯১ বঃ মাঃ

উত্তরঃ ঘ

৭০. দক্ষিন তালপট্টি দ্বীপের অবস্থান কোথায় ?

ক. হাড়িয়াভাঙ্গা নদীর বুকে

খ. বায়মঙ্গল নদীর মোহনায়

গ. বঙ্গপসাগরের বুকে

ঘ. নিঝুম দ্বীপের মোহনায়

উত্তরঃ গ

৭১. দক্ষিন তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ?

ক. রূপসা

খ. বালেশ্বর

গ. হাড়িয়াভাঙ্গা

ঘ. ভৈরব

উত্তরঃ গ

৭২. দক্ষিন তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?

ক. হাতিয়ায়

খ. সাতক্ষীরায়

গ. কক্সবাজারে

ঘ. সন্দ্বীপ

উত্তরঃ খ

৭৩. পূর্বাশা দ্বীপের অপর নাম-

ক. নিঝুম দ্বীপ

খ. সেন্টমাটিন

গ. দক্ষিণ তালপট্টি

ঘ. কুতুবদিয়া

উত্তরঃ গ

৭৪. দক্ষিণ তালপট্টি দ্বীপের-অপর নাম কি ?

ক. কুতুবদিয়া

খ. সোনাদিয়া

গ. সন্দ্বীপ

ঘ. পূর্বাশা দ্বীপ

উত্তরঃ ঘ

৭৫. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?

ক. ভোলা

খ. সন্দ্বীপ

গ. সেন্টমাটিন

ঘ. হাতিয়া

উত্তরঃ ক

৭৬. মনপুরা দ্বীপ কোন জেলার অন্তর্গত ?

ক. বরিশাল

খ. ভোলা

গ. পটুয়াখালী

ঘ. ঝালকাঠি

উত্তরঃ খ

৭৭. নির্মল চর কোথায় অবস্থিত ?

ক. ফেনী

খ. ভোলা

গ. রাজশাহী

ঘ. হাতিয়া উত্তরঃ গ

৭৮. ‘দুবলার চর’ কোথায় অবস্থিত ?

ক. সেন্টমার্টিনে

খ. সুন্দরবনের দক্ষিন উপকূলে

গ. ভোলা জেলায়

ঘ. মাধবকুণ্ডের পাশে

উত্তরঃ খ

৭৯. বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত ?

ক. নোয়াখালী

খ. ফেনী

গ. লালমনিরহাট

ঘ. সাতক্ষীরা

উত্তরঃ খ

৮০. চরফ্যাশন কোন জেলায় ?

ক. ভোলা

খ. বরিশাল

গ. বাগেরহাট

ঘ. লক্ষীপুর

উত্তরঃ ক

৮১. হিরন পয়েন্ট  সুন্দরবন এলিফ্যাণ্ট পয়েন্ট :

ক. বান্দরবান

খ. কক্সবাজার

গ. রাঙ্গামাটি

ঘ. সিলেট

উত্তরঃ খ

৮২. Tiger Point কোথায় অবস্থিত ?

ক. চট্টগ্রাম

খ. বান্দরবান

গ. কক্সবাজার

ঘ. সুন্দরবন

উত্তরঃ ঘ

৮৩. বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি ?

ক. পদ্মা

খ. মেঘনা

গ. যমুনা

ঘ. কর্ণফুলী

উত্তরঃ খ

৮৪. বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী –

ক. যমুনা

খ. ব্রহ্মপুত্র

গ. পদ্মা

ঘ. মেঘনা

উত্তরঃ ঘ

৮৫. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি ?

ক. মেঘনা

খ. যমুনা

গ. পদ্মা

ঘ. কর্ণফুলী

উত্তরঃ ক

৮৬. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?

ক. সুরমা

খ. কর্ণফুলী

গ. তিস্তা

ঘ. মেঘনা

উত্তরঃ খ

৮৭. মিয়ানমার হতে কটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে ?

ক. ১টি

খ. ২টি

গ. ৩টি

ঘ. ৪টি

উত্তরঃ গ

৮৮. The river Naf runs in Bangladesh along the border of –

. India

. Nepal

. Myanmar

 . Thailand

. None of these

উত্তরঃ গ

৮৯. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি ?

ক. গোমতী

খ. জিঞ্জিরাম

গ. নাফ

ঘ. কর্ণফুলী

উত্তরঃ গ

৯০. বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?

ক. নাফ

খ. কর্ণফুলী

গ. নবগঙ্গা

ঘ. ভাগিরথী

উত্তরঃ ক

৯১. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী ‘নাফ’ নদীর দৈর্ঘ্য কত ?

ক. ৫০ কি.মি.

খ. ৭৫ কি.মি.

গ. ৫৬ কি.মি.

ঘ. ৬৫ কি.মি.

উত্তরঃ গ

৯২. সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী নিচের কোনটি ?

ক. নাফ নদী

খ. রায়মঙ্গল নদী

গ. হাড়িয়াভাঙ্গা নদী

উত্তরঃ গ

৯৩. যে নদীর উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে –

ক. মাতামুহুরী

খ. নাফ

গ. কর্ণফুলী

ঘ. সাঙ্গু

উত্তরঃ ঘ

৯৪. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি ?

ক. গোমতী

খ. মহানন্দা

গ. কর্ণফুলী

ঘ. হালদা

উত্তরঃ ঘ

৯৫. কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে?

ক. যমুনা

খ. তিস্তা

গ. আত্রাই

ঘ. মহানন্দা

উত্তরঃ গ

৯৬. কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশ প্রবেশ করেছে ?

ক. হাড়িয়াভাঙ্গা খ. কুলিখ গ. আত্রাই ঘ. তিস্তা

উত্তরঃ গ

৯৭. কোনটি নদ ?

ক. মেঘনা

খ. যমুনা

গ. তিস্তা

ঘ. ব্রহ্মপুত্র

উত্তরঃ ঘ

৯৮. ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত নয় ?

ক. ভারত

খ. বাংলাদেশ

গ. নেপাল

ঘ. চীন

উত্তরঃ গ

৯৯. কোনটি আন্তর্জাতিক নদী ?

ক. সুরমা

খ. কপোতাক্ষ

গ. ব্রহ্মপুত্র

ঘ. মেঘনা

উত্তরঃ গ

১০০. বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয় ? ক. হালদা খ. তিস্তা গ. তিতাস ঘ. করতোয়া উত্তরঃ ক

১০১. এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি ?

ক. হালদা নদী

খ. হাইল হাওড়

গ. চলনবিল

ঘ. হাকালুকি

উত্তরঃ ক

১০২. নিচের কোন নদীটি মৃত নয়?

ক. করতোয়া

খ. চিত্রা

গ. ইছামতি

ঘ. হালদা

উত্তরঃ ঘ

১০৩. বাংলাদেশের নদী গবেষণা ইন্সিটিউট কোথায়?

ক. ফরিদপুর

খ. চাঁদপুর

গ. চট্টগ্রাম

ঘ. নারায়ণগঞ্জ

উত্তরঃ ক

১০৪. শিকস্তি-পয়স্তি কিসের সাথে সম্পর্কিত ?

ক. চর প্রশাসনের আইন

খ. নদী তীরবর্তী ভূমির ভাঙা গড়া

গ. নদী অববাহিকার উৎসব

ঘ. শিবের স্ত্রীর নাম

উত্তরঃ খ

১০৫. ‘নদী সিকস্তি’ কারা ?

ক. নদীর চর জাগলে যারা চর দখল করতে যারা

খ. পূজা-পার্বণে যারা নদীতে স্নান করতে যায়

গ. নদীর ভাঙনে সর্বস্বান্ত জনগণ

ঘ. নদীতে জাল দিয়ে মাছ ধরার কাজে নিয়োজিত জনগণ

উত্তরঃ গ

১০৬. গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত ?

ক. ৪

খ. ১৪

গ. ৭

ঘ. ৩৩

উত্তরঃ ঘ

১০৭. ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোথায় ?

ক. নেপাল

খ. মানস সরোবর

গ. গঙ্গোত্রী

ঘ. হিমালয় পর্বত

উত্তরঃ খ

১০৮. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?

ক. বরাইল

খ. কৈলাস

গ. কাঞ্চনজঙ্ঘা

ঘ. গডউইন অস্টিন

উত্তরঃ খ

১০৯. আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?

ক. ফেনী নদী

খ. সাঙ্গু নদী

গ. নাফ নদী

ঘ. কর্ণফুলী নদী

উত্তরঃ খ

১১০. কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল –

ক. তিব্বতের মানস সরোবর হ্রদ

খ. লামার মইভার পর্বত

গ. সিকিমের পার্বত্য অঞ্চল

ঘ. আসামের লুসাই পাহাড়ের লংলেহ

উত্তরঃ ঘ

১১১. মাতামহুরী নদী নিম্নের কোথা হতে উৎপন্ন হয়েছে ?

ক. লামার মইভার পর্বত

খ. খাগড়াছড়ির বাদনাতলী পর্বত

গ. আসামের লুসাই পর্বত

উত্তরঃ ক

১১২. সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে ?

ক. মনু

খ. কর্ণফুলী

গ. করতোয়া

ঘ. সাঙ্গু

উত্তরঃ গ

১১৩. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?

ক. চাঁদপুর

খ. সিরাজগঞ্জ

গ. গোয়ালন্দ

ঘ. ভোলা

উত্তরঃ গ

১১৪. বাংলাদেশে ঢুকার পর গঙ্গা নদী , ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে –

ক. গোয়ালন্দ

খ. বাহাদুরাবাদ

গ. ভৈরববাজার

ঘ. নারায়ণগঞ্জ

উত্তরঃ ক

১১৫. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?

ক. পদ্মা

খ. বঙ্গোপসাগর

গ. ব্রহ্মপুত্র

ঘ. মেঘনা

উত্তরঃ ক

১১৬. পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?

ক. গোয়ালন্দ

খ. চাঁদপুর

গ. ভৈরব

ঘ. নরসিংদী

উত্তরঃ খ

১১৭. সুরমা ও কুশিয়ারা এ দুটি নদীর মিলিত শ্রোতের নাম কি ?

ক. কুশিয়ারা

খ. বরাক

গ. মেঘনা

ঘ. নবগঙ্গা

উত্তরঃ গ

১১৮. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?

ক. ভৈরব

খ. চাঁদপুর

গ. দেওয়ানগঞ্জ

ঘ. আজমিরীগন্জ

উত্তরঃ ক

১১৯. তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে?

ক. পদ্মা

খ. মেঘনা

গ. যমুনা

ঘ. কর্ণফুলী

উত্তরঃ গ

১২০. বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়? ক. রাজশাহী

খ. পাবনা

গ. বগুড়া

ঘ. সিরাজগঞ্জ

উত্তরঃ গ

১২১. সিলেট কোন নদীর তীরে অবস্থিত?

ক. আড়িয়াল খাঁ

খ. সুরমা

গ. চন্দনা

ঘ. রূপসা

উত্তরঃ খ

১২২. পদ্মা নদীর উপনদী কোনটি ?

ক. মধুমতি

খ. কুমার

গ. আত্রাই

ঘ. মহানন্দা উত্তরঃ ঘ

১২৩. উত্তর -পূর্ব দিক থেকে আগত পদ্মার উপ-নদী কোনটি ? ক. পুনর্ভবা খ. আত্রাই গ. বরাল ঘ. মহানন্দা উত্তরঃ ঘ

১২৪. পুনর্ভবা,নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?

ক. মহানন্দা

খ. ভৈরব

গ. কুমার

ঘ. বড়াল

উত্তরঃ ক

১২৫. পুনর্ভবা কোন নদীর উপনদী ?

ক. মহানন্দা

খ. ভৈরব

গ. কুমার

ঘ. বড়াল

উত্তরঃ ক

১২৬. শীতলক্ষ্যা নদী কোন নদীর উপনদী ?

ক. মেঘনা

খ. ধলেশ্বরী

গ. পুরাতন ব্রহ্মপুত্র

ঘ. কোনটিই নয়

উত্তরঃ ঘ

১২৭. গড়াই কোন নদীর শাখা নদী?

ক. পদ্মা

খ. ব্রহ্মপুত্র

গ. যমুনা

ঘ. মেঘনা

উত্তরঃ ক

১২৮. ধলেশ্বরী কোন নদীর শাখা নদী ?

ক. পদ্মা

খ. বুড়িগঙ্গা

গ. যমুনা

ঘ. মেঘনা

উত্তরঃ গ

১২৯. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?

ক. শীতলক্ষ্যা

খ. বুড়িগঙ্গা

গ. ধরলা

ঘ. বংশী

উত্তরঃ খ

১৩০. শীতলক্ষ্যা নদীর উৎপত্তি হয়েছে –

ক. ব্রহ্মপুত্র নদ থেকে

খ. যমুনা নদী থেকে

গ. পদ্মা নদী থেকে

ঘ. মেঘনা নদী থেকে

উত্তরঃ ক

১৩১. কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে ?

ক. জামালপুর

খ. কুড়িগ্রাম

গ. দেওয়ানগঞ্জ

ঘ. সিরাজগঞ্জ

উত্তরঃ গ

১৩২. ভারত থেকে কতগুলি আন্তর্জাতিক নদী বাংলাদেশে প্রবেশ করেছে ?

ক. ৫৪টি

খ. ১টি

গ. ৩টি

ঘ. ২৮টি

উত্তরঃ খ

১৩৩. The river Padma enters Bangladesh through –

. Khulna

. Rajshahi

. Kushtia

. Dinajpur

উত্তরঃ খ

১৩৪. ব্রহ্মপুত্র নদী কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ?

ক. গাইবান্ধা

খ. নীলফামারী

গ. ঠাকুরগাঁও

ঘ. কুড়িগ্রাম

উত্তরঃ ঘ

১৩৫. গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে ?

ক. গোমতী

খ. সুরমা

গ. বুড়িগঙ্গা

ঘ. পদ্মা

উত্তরঃ ঘ

১৩৬. কোন নদীর অপর নাম কীর্তিনাশা ?

ক. পদ্মা

খ. যমুনা

গ. মেঘনা

ঘ. ব্রহ্মপুত্র

উত্তরঃ ক

১৩৭. ‘দোলাই’ কোন নদীর পূর্বনাম ?

ক. যমুনা

খ. পদ্মা

গ. বুড়িগঙ্গা

ঘ. সুরমা

উত্তরঃ গ

১৩৮. মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত ?

ক. শরীয়তপুর

খ. মাদারীপুর

গ. ঢাকা

ঘ. মুন্সিগঞ্জ

উত্তরঃ ঘ

১৩৯. মাওয়া ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত ?

ক. ভৈরব

খ. মেঘনা

গ. রূপসা

ঘ. পদ্মা

উত্তরঃ ঘ

১৪০. ঢাকা যে নদীর তীরে অবস্থিত-

ক. ইরাবতী

খ. বুড়িগঙ্গা

গ. শীতলক্ষ্যা

ঘ. ব্রহ্মপুত্র

উত্তরঃ খ

১৪১. বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?

ক. কীর্তনখোলা

খ. মেঘনা

গ. আড়িয়াল খাঁ

ঘ. কোনটিই নয়

উত্তরঃ ক

১৪২. যশোর কোন নদীর তীরে অবস্থিত ?

ক. পশুর

খ. গড়াই

গ. কপোতাক্ষ

ঘ. যমুনা

উত্তরঃ গ

১৪৩. কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত ?

ক. গড়াই

খ. আত্রাই

গ. পদ্মা

ঘ. মহানন্দা

উত্তরঃ ক

 

১৪৪. মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত?

ক. মধুমতি

খ. আড়িয়াল খাঁ

গ. পদ্মা

ঘ. কুমার

উত্তরঃ খ

১৪৫. টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?

ক. পদ্মা

খ. যমুনা

গ. নাফ

ঘ. কর্ণফুলী

উত্তরঃ গ

১৪৬. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

ক. করতোয়া

খ. গঙ্গা

গ. ব্রহ্মপুত্র

ঘ. মহানন্দা

উত্তরঃ ক

১৪৭. বাংলাদেশের মহাস্থানগড়ের পুর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি?

ক. কাঞ্চন

খ. কালীগঙ্গা

গ. কপোতাক্ষ

ঘ. করতোয়া

উত্তরঃ ঘ

১৪৮. গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত ?

ক. ভৈরব

খ. মেঘনা

গ. রূপসা

ঘ. সুরমা

উত্তরঃ ক

১৪৯. সারদা পুলিশ একাডেমী কোন নদীর তীরে অবস্থিত ?

ক. পদ্মা

খ. যমুনা

গ. করতোয়া

ঘ. আত্রাই

উত্তরঃ ক

১৫০. নদীর তীরবর্তী শহর-বন্দর নিম্নের কোনটি সঠিক ?

ক. শিলাইদহ-মেঘনা

খ. চালনা-যমুনা

গ. সারদা-পদ্মা

ঘ. ঠাকুরগাঁও-পশুর

উত্তরঃ গ

১৫১. পুরাতন ব্রহ্মপুত্র নদটি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত ?

ক. জামালপুর

খ. সিরাজগঞ্জ

গ. মানিকগঞ্জ

ঘ. ময়মনসিংহ

উত্তরঃ ঘ

১৫২. ‘মহানন্দা’ নদী কোন জেলায় ?

ক. দিনাজপুর

খ. রংপুর

গ. বগুড়া

ঘ. পাবনা

উত্তরঃ ক

১৫৩. ‘ভৈরব’ নদীর তীরে কোন শহর অবস্থিত ?

ক. ভৈরব বাজার

খ. আশুগঞ্জ

গ. মুন্সীগঞ্জ

ঘ. খুলনা

উত্তরঃ ঘ

১৫৪. ‘ভৈরব’ নদীর অবস্থান কোথায় ?

ক. কিশোরগঞ্জ

খ. পঞ্চগড়

গ. বরিশাল

ঘ. ঝিনাইদহ

উত্তরঃ ঘ

১৫৫. ‘চেঙ্গী নদী’ কোন জেলায় অবস্থিত?

ক. বান্দরবান

খ. খাগড়াছড়ি

গ. পটুয়াখালী

ঘ. সিলেট

উত্তরঃ খ

১৫৬. প্রস্তাবিত টিপাইমুখ বাঁধটি যে দুই নদীর সংযোগস্থলে তৈরী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে –

ক. বরাক, তুইভাই

খ. সুরমা, কুশিয়ারা

গ. খোয়াই, কুশিয়ারা

ঘ. সুরমা, বরাক

উত্তরঃ ক

 

 

১৫৭. টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

ক. আসাম

খ. মনিপুর

গ. মিজোরাম

ঘ. নাগাল্যাণ্ড

উত্তরঃ খ

১৫৮. চলন বিল কোথায় অবস্থিত?

ক. নাটোর

খ. নাটোর ও বগুড়া

গ. পাবনা ও নাটোর

ঘ. সিরাজগঞ্জ ও নাটোর

উত্তরঃ গ

১৫৯. চলন বিল বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত ?

ক. সিলেট

খ. রাজশাহী-পাবনা

গ. ময়মনসিংহ

ঘ. যশোর-কুষ্টিয়া

উত্তরঃ খ

১৬০. The major part of Chalan Beel cover which of the following districts ?

. Pabna

. Bogra

. Dinajpur

. Rangpur

উত্তরঃ ক

১৬১. বাংলাদেশের মিঠা পানির মাছের উৎস-

ক. চলন বিল

খ. হাকালুকি

গ. হাইল

ঘ. সবগুলোই

উত্তরঃ ঘ

১৬২. ভবদহ বিল অবস্থিত –

ক. ফরিদপুর

খ. জামালপুরে

গ. যশোরে

ঘ. পটুয়াখালীতে

উত্তরঃ গ

১৬৩. কোন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ এমডিজি-২০১০ পুরস্কার পায়?

ক. মাতৃমৃত্যুর হার হ্রাস

খ. শিশুমৃত্যুর হার হ্রাস

গ. জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস

ঘ. দারিদ্র বিমোচন

উত্তরঃ খ

১৬৪. বাংলাদেশের বৃহত্তম হাওড়-

ক. পাথরচাওলি

খ. হাইল

গ. চলন বিল

ঘ. হাকালুকি

উত্তরঃ ঘ

১৬৫. ‘হাকালুকি’ একটি –

ক. বনভূমি

খ. নদী

গ. হাওড়

ঘ. পাহাড়

উত্তরঃ গ

১৬৬. বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি কোন জেলায় অবস্থিত?

ক. হবিগঞ্জ

খ. সুনামগঞ্জ

গ. রাজশাহী

ঘ. মৌলভীবাজার

উত্তরঃ ঘ

১৬৭. ‘হাইল হাওড়’ কোন জেলায় অবস্থিত ?

ক. নেত্রকোনা

খ. সুনামগঞ্জ

গ. হবিগঞ্জ

ঘ. মৌলভীবাজার

উত্তরঃ খ

১৬৮. টাঙ্গুয়ার হাওড় কোন জেলায় অবস্থিত?

ক. সুনামগঞ্জ

খ. হবিগঞ্জ

গ. টাঙ্গাইল

ঘ. সিলেট

উত্তরঃ ক

১৬৯. মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?

ক. রাঙ্গামাটি

খ. সিলেট

গ. বরগুনা

ঘ. মৌলভীবাজার

উত্তরঃ ঘ

১৭০. বাংলাদেশে জলপ্রপাত রয়েছে –

ক. জাফলং

খ. রাঙ্গামাটি

গ. মাধবকুণ্ড

ঘ. ইমছড়ি

উত্তরঃ গ

১৭১. ‘হিমছড়ি’ কোন শহরের নিকট অবস্থিত?

ক. কক্সবাজার

খ. খাগড়াছড়ি

গ. রাঙ্গামাটি

ঘ. কাপ্তাই

উত্তরঃ ক

১৭২. বংলাদেশের শীতল পানির ঝর্না কোন জেলায় অবস্থিত?

ক. মৌলভীবাজার

খ. কক্সবাজার

গ. চট্টগ্রাম

ঘ. সিলেট

উত্তরঃ খ

১৭৩. বাংলাদেশ উষ্ণজলের ঝর্ণাধারা অবস্থিত –

ক. রামু

খ. হাকালুকি

গ. সীতাকুণ্ড

ঘ. হিমছড়ি

উত্তরঃ গ

১৭৪. বাংলাদেশের জলবায়ুর নাম কি ?

ক. নাতিশীতোষ্ণ

খ. নিরক্ষীয়

গ. ক্রান্তীয়

ঘ. ক্রান্তীয় মৌসুমী

উত্তরঃ ঘ

১৭৫. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ (প্রায়) কত?

ক. ২৯০ সে.মি.

খ. ১৮০ সে.মি.

গ. ১২০ সে.মি.

ঘ. ২০৩ সে.মি.

উত্তরঃ ঘ

১৭৬. বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত ?

ক. ১,৫০০ মি.মি.

খ. ২,০০০ মি.মি.

গ. ২,৩৭৫ মি.মি.

ঘ. ২,৫০০ মি.মি.

উত্তরঃ খ

১৭৭. বাংলাদেশের বৃষ্টিপাতের কতভাগ বর্ষাকালে হয় ?

ক. ৪০%

খ. ৬০%

গ. ৮০%

ঘ. ২০%

উত্তরঃ গ

১৭৮. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?

ক. দিনাজপুর

খ. কক্সবাজার

গ. চট্টগ্রাম

ঘ. সিলেট

উত্তরঃ ঘ

১৭৯. Where do we have the highest annual rainfall in Bangladesh ?

. Kaptai

. Srimongol

. Dhaka

. Barisal

. Sylhet

উত্তরঃ ঙ

১৮০. বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?

ক. লালপুর

খ. জাফলং

গ. মাধবকুণ্ড

ঘ. লালখানে

উত্তরঃ ঘ

১৮১. বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল –

ক. পঞ্চগড়

খ. লালখানে

গ. চাঁপাইনবাবগঞ্জ

ঘ. লালপুর

উত্তরঃ ঘ

১৮২. বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত?

ক. ৩০°সেঃ

খ. ২৬°সেঃ

গ. ২৫°সেঃ

ঘ. ২৭°সেঃ

উত্তরঃ খ

১৮৩. বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?

ক. নাটোরের লালপুর

খ. পাবনার ঈশ্বরদী

গ. রাজশাহী সদর

ঘ. যশোর শহর

উত্তরঃ ক

১৮৪. বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?

ক. লালমাই

খ. শ্রীমঙ্গল

গ. লালপুর

ঘ. লালখান

উত্তরঃ খ

১৮৫. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?

ক. এপ্রিল

খ. মে

গ. জুন

ঘ. আগস্ট

উত্তরঃ ক

১৮৬. বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

ক. জানুয়ারি

খ. ফেব্রুয়ারি

গ. ডিসেম্বর

ঘ. নভেম্বর

উত্তরঃ ক

১৮৭. কোন কোন মাসে কাল-বৈশাখী ঝড় হয়?

ক. ফাল্গুন-চৈত্র

খ. চৈত্র-বৈশাখ

গ. বৈশাখ-জৈষ্ঠ

ঘ. বৈশাখ

উত্তরঃ খ

১৮৮. বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয় ?

ক. গ্রীষ্ম

খ. বর্ষা

গ. শরৎ

ঘ. শীত

উত্তরঃ খ

১৮৯. শীতকাল কোন দুইটি মাস ?

ক. কার্তিক-অগ্রহায়ণ

খ. অগ্রহায়ণ -পৌষ

গ. পৌষ-মাঘ

ঘ. মাঘ-ফাল্গুন

উত্তরঃ গ

১৯০. বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় –

ক. উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে

খ. সমুদ্র বায়ুর প্রভাবে

গ. দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে

ঘ. নিরক্ষীয় বায়ুর প্রভাবে

উত্তরঃ ক

১৯১. বাংলাদেশে বছরের কোন মাসে সবচেয়ে বড় দিন হয় ?

ক. মার্চ

খ. ডিসেম্বর

গ. জুন

ঘ. আগস্ট

উত্তরঃ গ

১৯২. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?

ক. প্রতিরক্ষা মন্ত্রণালয়

খ. দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়

গ. পরিবেশ ও বন মন্ত্রণালয়

ঘ. বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়

উত্তরঃ ক

১৯৩. স্পারসো কি ?

ক. মহাকাশ গবেষণাকারী বেসরকারী সংস্থা

খ. ভূ-উপগ্রহ

গ. মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা

ঘ. একটি আধুনিক মহাকাশ প্রযুক্তি

উত্তরঃ গ

১৯৪. ‘SPARRS’ কোন মন্ত্রণালয়ের অধীনে?

ক. স্বরাষ্ট্র মন্ত্রণালয়

খ. পরিবেশ ও বন মন্ত্রণালয়

গ. প্রতিরক্ষা মন্ত্রণালয়

ঘ. তথ্য মন্ত্রণালয়

উত্তরঃ গ

১৯৫. When did Sidr hit Bangladesh?/বাংলাদেশে সিডর (Sidr) কখন আঘাত হানে?

. 15 Nov, 2007

. 16 Nov, 2007

. 17 Nov, 2007

. 18 Nov, 2007

. None of them

উত্তরঃ ক

১৯৬. What is the meaning of ‘Sidr’?/’সিডর’ শব্দের অর্থ কি?

ক. Cyclone/ঘূর্ণিঝড়

খ. Eye/চোখ

গ. Ear/কান

ঘ. Wind/বাতাস

ঙ . Storm/ঝড়

উত্তরঃ খ

১৯৭. ঘূর্ণিঝড় ‘সিডর’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. হিন্দি

খ. সিংহলী

গ. আরবি

ঘ. পশতু

উত্তরঃ খ

১৯৮. বাংলার এককালের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল –

ক. মহাস্থান

খ. কর্ণসুবর্ণ

গ. পুণ্ড্রনগর

ঘ. রামাবর্তী

উত্তরঃ গ

১৯৯. পুণ্ড্র বর্ধনের বর্তমান নাম –

ক. পাবনা

খ. কুমিল্লা

গ. মহাস্থানগড়

ঘ. পাহাড়পুর

উত্তরঃ গ

২০০. ঢাকার প্রাচীন নাম কি ?

ক. জাহাঙ্গীরনগর

খ. ইসলামপুর

গ. সোনারগাঁ

ঘ. ঢাকা

উত্তরঃ ক

২০১. What is the previous name of the Sonargaon ?

. Chandradeep

. Suvarna Gram

. Shudharam

. Bikrampur

উত্তরঃ খ

২০২. সোনারগাঁও -এর পূর্বনাম ছিল –

ক. চন্দ্রদ্বীপ

খ. সুবর্ণগ্রাম

গ. সুধারাম

ঘ. বিক্রমপুর

উত্তরঃ খ

২০৩. প্রাচীন জাহাঙ্গীরনগরের বর্তমান নাম কি ?

ক. ঢাকা

খ. চট্টগ্রাম

গ. খুলনা

ঘ. সোনারগাঁও

উত্তরঃ ক

২০৪. বরিশালের প্রাচীন নাম কি ?

ক. জালালাবাদ

খ. চন্দ্রদ্বীপ

গ. বাকলা

ঘ. জঙ্গলবাড়ী

উত্তরঃ খ

 

২০৫. সিরডাপ (CIRDAP) এর সদর দপ্তর কোথায়?

ক. দিল্লি

খ. পোল্যান্ড

গ. ঢাকা

ঘ. ইসলামাবাদ

উত্তরঃ গ

২০৬. প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ বর্তমান নাম কি?

ক. মালদ্বীপ

খ. সন্দ্বীপ

গ. বরিশাল

ঘ. হাতিয়া

উত্তরঃ গ

২০৭. কোনটি বরিশালের পূর্বনাম নয় ?

ক. বাকলা

খ. চন্দ্রদ্বীপ

গ. ইসমাইলপুর

ঘ. সুধারাম

উত্তরঃ ঘ

২০৮. নোয়াখালীর পূর্বনাম কি ছিল ?

ক. সুজানগর

খ. নাসিরাবাদ

গ. পূর্বাশা

ঘ. সুধারাম

উত্তরঃ ঘ

২০৯. ‘সুধারাম’ কোন জেলার পূর্বনাম?

ক. যশোর

খ. নোয়াখালী

গ. বরিশাল

ঘ. দিনাজপুর

উত্তরঃ খ

২১০. কুমিল্লার পূর্ব নাম কি?

ক. ত্রিপুরা

খ. জাহাঙ্গীরনগর

গ. নাসিরাবাদ

ঘ. ইসলামপুর

উত্তরঃ ক

২১১. সিলেটের প্রাচীন নাম ছিল –

ক. শ্রীহট্ট

খ. জালালাবাদ

গ. শ্রীভূমি

ঘ. আফজালাবাদ

উত্তরঃ খ

২১২. কোনটি ঢাকা বা চট্টগ্রাম বা সিলেটের অপর নাম নয় ?

ক. জাহাঙ্গীরনগর

খ. ইসলামাবাদ

গ. ইসলামপুর

ঘ. জালালাবাদ

উত্তরঃ গ

২১৩. ময়নামতির পূর্ব নাম কি?

ক. লালমাই

খ. রোহিতগিরি

গ. বড় কামতা

ঘ. কোনটিই নয়

উত্তরঃ খ

২১৪. ‘রোহিতগিরি’ কোন স্থানের পূর্ব নাম –

ক. বরিশালের

খ. বগুড়া্র

গ. সিলেটের

ঘ. ময়নামতির

উত্তরঃ ঘ

২১৫. ঢাকার গুলিস্থানে অবস্থিত ‘জিরো পয়েন্ট’ এর বর্তমান নাম কি?

ক. এলিফ্যান্ট পয়েন্ট

খ. দোয়েল চত্বর

গ. নূর হোসেন স্কোয়ার

ঘ. বিজয় উল্লাস

উত্তরঃ গ

২১৬. বেইলী রোড এর নতুন নাম কি ?

ক. থিয়েটার এভিনিউ

খ. নাট্য সদন

গ. নাটক সরণী

ঘ. ব্রডওয়ে

উত্তরঃ গ

২১৭. The first SARRC summit was held in-/ প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

ক. Dhaka

. Islamabad

. New Delhi

. Mali

. Kathmundu

উত্তরঃ ক

২১৮. সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত?

ক. ১৯৮৫ সালে ঢাকায়

খ. ১৯৮৩ সালে দিল্লিতে

গ. ১৯৮৪ সালে কলম্বোতে

ঘ. ১৯৮৬ সালে মালেতে

উত্তরঃ ক

২১৯. সোনালী আঁশের দেশ কোনটি?

ক. ভারত

খ. শ্রীলংকা

গ. পাকিস্থান

ঘ. বাংলাদেশ

উত্তরঃ ঘ

২২০. সার্কের প্রথম মহাসচিব কে?

ক. জনাব আবুল আহসান

খ. জনাব কিউ.এ.এম. রমি

গ. জনাব ইব্রাহিম হোসেন জাকি

ঘ. জনাব সৈয়দ নাঈম-উল-হাসান

উত্তরঃ ক

২২১. —  is known as the city of mosques.

. Islamabad

. Istambul

. Dhaka

. Jakarta

উত্তরঃ গ

২২২. কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় ?

ক. চট্টগ্রাম

খ. মংলা

গ. ঢাকা

ঘ. চাঁদপুর

উত্তরঃ ক

২২৩. বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়?

ক. ঢাকা

খ. খুলনা

গ. চট্টগ্রাম

ঘ. সিলেট

উত্তরঃ গ

২২৪. ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় —- কে ?

ক. চট্টগ্রাম

খ. রাজশাহী

গ. সিলেট

ঘ. খুলনা

উত্তরঃ গ

২২৫. কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের ‘সাগরকন্যা’ বলা হয় ?

ক. কক্সবাজার

খ. সেন্টমাটিন

গ. পতেঙ্গা

ঘ. কুয়াকাটা

উত্তরঃ ঘ

২২৬. ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগলিক নাম?

ক. টেকনাফ

খ. কক্সবাজার

গ. খুলনা

ঘ. পটুয়াখালী

উত্তরঃ ঘ

২২৭. প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত কোনটি ?

ক. মংলা

খ. চট্টগ্রাম

গ. নারায়ণগঞ্জ

ঘ. টঙ্গী

উত্তরঃ গ

২২৮. সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?

ক. ভারত

খ. বাংলাদেশ

গ. শ্রীলঙ্কা

ঘ. মালদ্বীপ

উত্তরঃ ঘ

২২৯. কোন গোষ্ঠি থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ?

ক. নেগ্রিটো

খ. ভোটচীন

গ. দ্রাবিড়

ঘ. অস্ট্রিক

উত্তরঃ ঘ

২৩০. বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?

ক. আর্য

খ. মোঙ্গল

গ. পুণ্ড্র

ঘ. দ্রাবিড়

উত্তরঃ ঘ

২৩১. বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?

ক. বাঙালি

খ. আর্য

গ. নিষাদ

ঘ. আলপাইন

উত্তরঃ গ

২৩২. আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল?

ক. বাহরাইন

খ. ইরাক

গ. মেক্সিকো

ঘ. ইরান

উত্তরঃ ঘ

২৩৩. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?

ক. ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে

খ. হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিনে

গ. ভাগিরথী নদীর পশ্চিম তীরে

ঘ. আফগানিস্থানের দক্ষিন-পূর্ব পাহাড়ি এলাকায়

উত্তরঃ ক

২৩৪. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী?

ক. ত্রিপিটক

খ. উপনিষদ

গ. বেদ

ঘ. ভগবৎ গীতা

উত্তরঃ গ

২৩৫. বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?

ক. সংস্কৃত

খ. বাংলা

গ. অস্ট্রিক

ঘ. হিন্দি

উত্তরঃ গ

২৩৬. নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীয় অন্তর্ভুক্ত?

ক. অ্যালপাইন

খ. আদি-অস্ট্রেলীয়

গ. নার্কিড

ঘ. মঙ্গোলীয়

উত্তরঃ খ

২৩৭. বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ –

ক. মঙ্গোলয়েড

খ. সেমাটিড

গ. অস্ট্রালয়েড

ঘ. ককেশীয়

উত্তরঃ ক

২৩৮. বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?

ক. হরিকেল

খ. তাম্রলিপি

গ. পুণ্ড্র

ঘ. গৌড়

উত্তরঃ গ

 

২৩৯. বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম –

ক. রাঢ়

খ. চট্টলা

গ. শ্রীহট্ট

ঘ. কোনটিই নয়

উত্তরঃ ক

২৪০. বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীন জনপদের নাম –

ক. সমতট

খ. পুণ্ড্র

গ. বঙ্গ

ঘ. হরিকেল

উত্তরঃ গ

২৪১. প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?

ক. বগুড়া ও দিনাজপুর অঞ্চল

খ. কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল

গ. ঢাকা ও ময়মসিংহ অঞ্চল

ঘ. বৃহওম সিলেট অঞ্চল

উত্তরঃ খ

২৪২. সমতট জনপদ কোথায় অবস্থিত ?

ক. রংপুর অঞ্চল

খ. খুলনা অঞ্চল

গ. কুমিল্লা অঞ্চল

ঘ. সিলেট অঞ্চল

উত্তরঃ গ

২৪৩. বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ?

ক. সমতট

খ. পুণ্ড্রবর্ধন

গ. বঙ্গ

ঘ. রাঢ়

উত্তরঃ গ

২৪৪. বরেন্দ্রভূমি নামে পরিচিত –

ক. ময়নামতি ও লালমাই পাহাড়

খ. মধুপুর ও ভাওয়াল গড়

গ. সুন্দরবন

ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের

উত্তরঃ ঘ

২৪৫. বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায় ?

ক. উত্তর বঙ্গ

খ. পশ্চিমবঙ্গ

গ. উত্তর-পশ্চিমবঙ্গ

ঘ. দক্ষিণ-পূর্ববঙ্গ

উত্তরঃ গ

২৪৬. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত –

ক. পলল গঠিত সমভূমি

খ. বরেন্দ্রভূমি

গ. উত্তরবঙ্গ

ঘ. মহাস্থানগড়

উত্তরঃ খ

২৪৭. বাংলাদেশের কোন বিভাগে ‘বরেন্দ্রভূমি’ অবস্থিত?

ক. সিলেট

খ. রাজশাহী

গ. খুলনা

ঘ. বরিশাল

উত্তরঃ খ

২৪৮. চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম –

ক. রাঢ়

খ. বঙ্গ

গ. হরিকেল

ঘ. পুণ্ড্র

ঙ. গৌড়

উত্তরঃ গ

২৪৯. সিলেট — প্রাচীন জনপদের অন্তর্গত-

ক. বঙ্গ

খ. পুণ্ড্র

গ. সমতট

ঘ. হরিকেল

উত্তরঃ ঘ

২৫০. প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল-

ক. হরিকেল

খ. সমতট

গ. বরেন্দ্র

ঘ. রাঢ়

উত্তরঃ ক

২৫১. প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত –

ক. বগুড়া

খ. কুমিল্লা

গ. বর্ধমান

ঘ. বরিশাল

উত্তরঃ গ

২৫২. বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?

ক. আকবরনামা

খ. আলমগীরনামা

গ. আইন-ই-আকবরী

ঘ. তুজুক-ই-আকবর

উত্তরঃ গ

২৫৩. মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন ?

ক. ব্যাবিলন

খ. থেসালোনিকি

গ. আঙ্কারা

ঘ. এথেন্স

উত্তরঃ ক

২৫৪. বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ?

ক. সফোক্লিস

খ. সক্রেটিস

গ. এরিস্টটল

ঘ. প্লেটো

উত্তরঃ গ

২৫৫. মেগাস্থিনিস কার রাজসভার গ্রীক দূত ছিলেন ?

ক. চন্দ্রগুপ্ত মৌর্য

খ. অশোক

গ. ধর্মপাল

ঘ. সমুদ্রগুপ্ত

উত্তরঃ ক

২৫৬. অর্থশাস্ত্র-এর রচয়িতা কে?

ক. কৌটিল্য

খ. বাণভট্ট

গ. আনন্দভট্ট

ঘ. মেগাস্থিনিস

উত্তরঃ ক

২৫৭. কৌটিল্য কার নাম ?

ক. প্রাচীন রাজনীতিবিদ

খ. প্রাচীন অর্থশাস্ত্রবিদ

গ. পণ্ডিত

ঘ. রাজকবি

উত্তরঃ খ

২৫৮. অশোক কোন বংশের সম্রাট ছিলেন ?

ক. মৌর্য

খ. গুপ্ত

গ. পুষ্যভূতি

ঘ. কুশান

উত্তরঃ ক

২৫৯. কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?

ক. হিদাস্পিসের যুদ্ধ

খ. কলিঙ্গের যুদ্ধ

গ. মেবারের যুদ্ধ

ঘ. পানিপথের যুদ্ধ

উত্তরঃ খ

২৬০. বৌদ্ধ ধর্মের কনস্ট্যা্নটাইন কাকে বলা হয় ?

ক. অশোক

খ. চন্দ্রগুপ্ত

গ. মহাবীর

ঘ. গৌতম বুদ্ধ

উত্তরঃ ক

২৪১. প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?

ক. বগুড়া ও দিনাজপুর অঞ্চল

খ. কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল

গ. ঢাকা ও ময়মসিংহ অঞ্চল

ঘ. বৃহওম সিলেট অঞ্চল

উত্তরঃ খ

২৪২. সমতট জনপদ কোথায় অবস্থিত ?

ক. রংপুর অঞ্চল

খ. খুলনা অঞ্চল

গ. কুমিল্লা অঞ্চল

ঘ. সিলেট অঞ্চল

উত্তরঃ গ

২৪৩. বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ?

ক. সমতট

খ. পুণ্ড্রবর্ধন

গ. বঙ্গ

ঘ. রাঢ়

উত্তরঃ গ

২৪৪. বরেন্দ্রভূমি নামে পরিচিত –

ক. ময়নামতি ও লালমাই পাহাড়

খ. মধুপুর ও ভাওয়াল গড়

গ. সুন্দরবন

ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের

উত্তরঃ ঘ

২৪৫. বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায় ?

ক. উত্তর বঙ্গ

খ. পশ্চিমবঙ্গ

গ. উত্তর-পশ্চিমবঙ্গ

ঘ. দক্ষিণ-পূর্ববঙ্গ

উত্তরঃ গ

২৪৬. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত –

ক. পলল গঠিত সমভূমি

খ. বরেন্দ্রভূমি

গ. উত্তরবঙ্গ

ঘ. মহাস্থানগড়

উত্তরঃ খ

২৪৭. বাংলাদেশের কোন বিভাগে ‘বরেন্দ্রভূমি’ অবস্থিত?

ক. সিলেট

খ. রাজশাহী

গ. খুলনা

ঘ. বরিশাল

উত্তরঃ খ

২৪৮. চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম –

ক. রাঢ় খ. বঙ্গ

গ. হরিকেল

ঘ. পুণ্ড্র

ঙ. গৌড়

উত্তরঃ গ

২৪৯. সিলেট — প্রাচীন জনপদের অন্তর্গত-

ক. বঙ্গ

খ. পুণ্ড্র

গ. সমতট

ঘ. হরিকেল

উত্তরঃ ঘ

২৫০. প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল-

ক. হরিকেল

খ. সমতট

গ. বরেন্দ্র

ঘ. রাঢ়

উত্তরঃ ক

২৫১. প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত –

ক. বগুড়া

খ. কুমিল্লা

গ. বর্ধমান

ঘ. বরিশাল

উত্তরঃ গ

২৫২. বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?

ক. আকবরনামা

খ. আলমগীরনামা

গ. আইন-ই-আকবরী

ঘ. তুজুক-ই-আকবর

উত্তরঃ গ

২৫৩. মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন ?

ক. ব্যাবিলন

খ. থেসালোনিকি

গ. আঙ্কারা

ঘ. এথেন্স

উত্তরঃ ক

২৫৪. বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ?

ক. সফোক্লিস

খ. সক্রেটিস

গ. এরিস্টটল

ঘ. প্লেটো

উত্তরঃ গ

২৫৫. মেগাস্থিনিস কার রাজসভার গ্রীক দূত ছিলেন ?

ক. চন্দ্রগুপ্ত মৌর্য

খ. অশোক

গ. ধর্মপাল

ঘ. সমুদ্রগুপ্ত

উত্তরঃ ক

২৫৬. অর্থশাস্ত্র-এর রচয়িতা কে?

ক. কৌটিল্য

খ. বাণভট্ট

গ. আনন্দভট্ট

ঘ. মেগাস্থিনিস

উত্তরঃ ক

২৫৭. কৌটিল্য কার নাম ?

ক. প্রাচীন রাজনীতিবিদ

খ. প্রাচীন অর্থশাস্ত্রবিদ

গ. পণ্ডিত

ঘ. রাজকবি

উত্তরঃ খ

২৫৮. অশোক কোন বংশের সম্রাট ছিলেন ?

ক. মৌর্য

খ. গুপ্ত

গ. পুষ্যভূতি

ঘ. কুশান

উত্তরঃ ক

২৫৯. কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?

ক. হিদাস্পিসের যুদ্ধ

খ. কলিঙ্গের যুদ্ধ

গ. মেবারের যুদ্ধ

ঘ. পানিপথের যুদ্ধ

উত্তরঃ খ

২৬০. বৌদ্ধ ধর্মের কনস্ট্যা্নটাইন কাকে বলা হয় ?

ক. অশোক

খ. চন্দ্রগুপ্ত

গ. মহাবীর

ঘ. গৌতম বুদ্ধ

উত্তরঃ ক

২৬১. চীন দেশের কোন ভ্রমনকারী গুপ্তযুগে বাংলাদেশ আগমন করেন ?

ক. হিউয়েন সাঙ

খ. ফা হিয়েন

গ. আইসিং

ঘ. উপরের সবগুলোই

উত্তরঃ খ

২৬২. কোন যুগ প্রাচীন ভারতের স্বর্নযুগ হিসেবে পরিচিত?

ক. মৌর্যযুগ

খ. শুঙ্গযুগ

গ. কুষাণযুগ

ঘ. গুপ্তযুগ

উত্তরঃ ঘ

২৬৩. কোনটি প্রাচীন নগরী নয় ?

ক. কর্ণসুবর্ণ

খ. উজ্জয়নী

গ. বিশাখাপট্টম

ঘ. পাটালিপুত্র

উত্তরঃ গ

২৬৪. বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি ?

ক. হাভার্ড

খ. তুরিন

গ. নালন্দা

ঘ. আল-হামরা

উত্তরঃ গ

২৬৫. প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল?

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৫টি

উত্তরঃ ক

২৬৬. প্রাচীনকালে এদেশের নাম ছিল –

ক. বাংলাদেশ

খ. বঙ্গ

গ. বাংলা

ঘ. বাঙ্গালা

উত্তরঃ খ

২৬৭. প্রাচীন বাংলায় জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন –

ক. রাজা কনিস্ক

খ. বিক্রমাদিত্য

গ. চন্দ্রগুপ্ত মৌর্য

ঘ. রাজা শশাংক

উত্তরঃ ঘ

২৬৮. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

ক. কুষ্টিয়া

খ. বগুড়া

গ. কুমিল্লা

ঘ. চাঁপাই নবাবগঞ্জ

উত্তরঃ ঘ

২৬৯. প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে?

ক. হর্ষবর্ধন

খ. শশাঙ্ক

গ. গোপাল

ঘ. লক্ষণ সেন

উত্তরঃ খ

২৭০. বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন –

ক. ধর্মপাল

খ. গোপাল

গ. শশাঙ্ক

ঘ. দ্বিতীয় চন্দ্র গুপ্ত

উত্তরঃ গ

২৭১. একসময়ে বাংলা,বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল-

ক. সিনহাবাদ

খ. চন্দ্রদ্বীপ

গ. গৌড়

ঘ. মাকসুদাবাদ

উত্তরঃ গ

২৭২. শশাঙ্কের রাজধানী ছিল –

ক. কর্ণসুবর্ন

খ. গৌড়

গ. নদীয়া

ঘ. ঢাকা

উত্তরঃ ক

২৭৩. প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ন নামে কথিত হতো ?

ক. মুর্শিদাবাদ

খ. রাজশাহী

গ. চট্টগ্রাম

ঘ. মেদিনীপুর

উত্তরঃ ক

২৭৪. ‘মাৎস্যন্যায়’ ধারণাটি কিসের সাথে সম্পর্কিত ?

ক. মাছ বাজার

খ. ন্যায় বিচার প্রতিষ্ঠা

গ. মাছ ধরার নৌকা

ঘ. আইন-শৃংখলাহীন অরাজক অবস্থা

উত্তরঃ ঘ

২৭৫. ‘মাৎস্যন্যায়’ বাংলার কোন সময়কাল নির্দেশ করে?

ক. ৫ম-৬ষ্ঠ শতক

খ. ৬ষ্ঠ -৭ম শতক

গ. ৭ম-৮ম শতক

ঘ. ৮ম-৯ম শতক

উত্তরঃ গ

২৭৬. বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন –

ক. শশাংঙ্ক

খ. বখতিয়ার খলজি

গ. বিজয় সেন

ঘ. গোপাল

উত্তরঃ ঘ

২৭৭. বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি?

ক. পাল বংশ

খ. সেন বংশ

গ. ভূইয়া বংশ

ঘ. গুপ্ত বংশ

উত্তরঃ ক

২৭৮. নিম্নের কোন বংশ প্রায় চারশত বছরের মত বাংলা শাসন করেছে?

ক. মৌর্য বংশ

খ. গুপ্ত বংশ

গ. পাল বংশ

ঘ. সেন বংশ

উত্তরঃ গ

 

 

২৭৯. পাল বংশের প্রথম রাজা কে?

ক. গোপাল

খ. দেবপাল

গ. মহীপাল

ঘ. রামপাল

উত্তরঃ ক

২৮০. পাল বংশের শ্রেষ্ঠ নরপতি কে ?

ক. গোপাল

খ. ধর্মপাল

গ. দেবপাল

ঘ. রামপাল

উত্তরঃ খ

২৮১. রামসাগর দীঘি কোন জেলায় অবস্থিত?

ক. রংপুর

খ. দিনাজপুর

গ. নবাবগঞ্জ

ঘ. কুড়িগ্রাম

উত্তরঃ খ

২৮২. বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?

ক. বিজয় সেন

খ. লক্ষণ সেন

গ. হেমন্ত সেন

ঘ. বল্লাল সেন

উত্তরঃ খ

২৮৩. কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন ?

ক. মুসা বিন নুসায়ের

খ. খালিদ বিন ওয়ালিদ

গ. মুহাম্মদ বিন কাসেম

ঘ. তারিক

উত্তরঃ ঘ

২৮৪. আরবদের আক্রমনের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন –

ক. মানসিংহ

খ. জয়পাল

গ. দাহির

ঘ. দাউদ

উত্তরঃ গ

২৮৫. প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন –

ক. বাবর

খ. সুলতান মাহমুদ

গ. মুহাম্মদ বিন কাসিম

ঘ. মোহাম্মদ ঘোরী

উত্তরঃ গ

২৮৬. কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন ?

ক. মুসা বিন নুসায়ের

খ. তারেক বিন জিয়াদ

গ. মুহাম্মদ বিন কাসিম

ঘ. খালেদ বিন ওয়ালিদ

উত্তরঃ গ

২৮৭. কতবার সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমন করেন ?

ক. ১৫ বার

খ. ১৬ বার

গ. ১৭ বার

ঘ. ১৮ বার

উত্তরঃ গ

২৮৮. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন ?

ক. মুহম্মদ ঘুরী

খ. লক্ষণ সেন

গ. পৃথ্বিরাজ

ঘ. জয়চন্দ্র

উত্তরঃ গ

২৮৯. ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন –

ক. মুহম্মদ বিন কাসিম

খ. সুলতান মাহমুদ

গ. মুহম্মদ ঘুরি

ঘ. গিয়াস উদ্দীন আযম শাহ

উত্তরঃ গ

২৯০. দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা –

ক. কুতুবউদ্দীন আইবেক

খ. শামসুদ্দিন ইলতুৎমিশ

গ. গিয়াসউদ্দিন বলবন

ঘ. আলাউদ্দিন খলজী

উত্তরঃ খ

২৯১. দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী কে ?

ক. বেগম রোকেয়া

খ. নুর জাহান

গ. সুলতানা রাজিয়া

ঘ. মমতাজ বেগম

উত্তরঃ গ

 

 

 

২৯২. কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন ?

ক. আলাউদ্দিন খিলজি

খ. শের শাহ

গ. আকবর

ঘ. আওরঙ্গজেব

উত্তরঃ ক

২৯৩. কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন ?

ক. মালিক কাফুর

খ. বৈরাম খাঁন

গ. শায়েস্তা খাঁন

ঘ. মীর জুমলা

উত্তরঃ ক

২৯৪. মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন ?

ক. ইলতুৎমিশ

খ. বলবন

গ. আলাউদ্দিন খলজী

ঘ. মুহম্মদ বিন তুঘলক

উত্তরঃ গ

২৯৫. ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন ?

ক. শের শাহ

খ. মুহম্মদ বিন তুঘলক

গ. ইলতুৎমিশ

ঘ. লর্ড কর্নওয়ালিস

উত্তরঃ খ

২৯৬. দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে?

ক. সম্রাট আকবর

খ. মুহম্মদ বিন তুঘলক

গ. সম্রাট জাহাঙ্গীর

ঘ. সুলতান ইলিয়াস শাহ্‌

উত্তরঃ খ

২৯৭. মুহম্মদ বিন তুঘলক রাজধানী স্থানাতর করেন –

ক. করাচীতে

খ. দেবগিরিতে

গ. নগর কোটে

ঘ. ঘোড়াশালে

উত্তরঃ খ

২৯৮. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?

ক. কুসুম্বা মসজিদ

খ. বড় সোনা মসজিদ

গ. ষাট গম্বুজ মসজিদ

ঘ. সাত গম্বুজ মসজিদ

উত্তরঃ গ

২৯৯. কে ‘ষাট গম্বুজ’ মসজিদটি নির্মাণ করেন ?

ক. হযরত আমানত শাহ্‌

খ. যুবরাজ মুহাম্মদ আযম

গ. পীর খানজাহান আলী

ঘ. সুবেদার ইসলাম খান

উত্তরঃ গ

৩০০. ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?

ক. খুলনা

খ. যশোর

গ. বাগেরহাট

ঘ. কোনটিই নয়

উত্তরঃ গ

নোটঃ সোহাগ তালুকদার

আরো পড়ুনঃ

 
 Download From Google Drive 
 
Download From Yandex
 
প্রয়োজনীয় মূর্হুতে খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন।
হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।