প্রাইমারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি সাধারণ জ্ঞান
পিডিএফ ডাউনলোড
প্রাইমারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন । এই অংশে সাধারণ জ্ঞান দেওয়া হল। বাংলাদেশ বিষয় ১ থেকে ৬০ পর্যন্ত সাধারণ জ্ঞান আলোচনা করা হল।
সাধারণ জ্ঞান: বাংলাদেশ
১. বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের –
ক. ২০°৩৮’- ২৬°৩৮’
খ. ২১°৩১’- ২৬°৩৩’
গ. ২২°৩৪’- ২৬°৩৮’
ঘ. ২০°২০’- ২৫°২৬’
উত্তরঃ ক
২. বাংলাদেশের মোট আয়তন –
ক. ১,৪৭,৭৭০ বর্গ কি.মি.
খ. ১,৪৬,৭৮০ বর্গ কি.মি.
গ. ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.
ঘ. ১,৪৬,৮৫০ বর্গ কি.মি.
উত্তরঃ গ
৩. বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল ?
ক. ৫৪,৫০১ বর্গমাইল
খ. ৫৬,৫০১ বর্গমাইল
গ. ৫৭,৪০১ বর্গমাইল
ঘ. ৫৮,৫০১ বর্গমাইল
উত্তরঃ খ
৪. বাংলাদেশের উত্তরে অবস্থিত?
ক. নেপাল ও ভুটান
খ. পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
গ. পশ্চিমবঙ্গ ও কুচবিহার
ঘ. পশ্চিমবঙ্গ ও আসাম
উত্তরঃ খ
৫. বাংলাদেশর মোট সীমারেখার পরিমাপ কত?
ক. ৫২৮২ কি.মি.
খ. ৫১৩৮ কি.মি.
গ. ৫৩২০ কি.মি.
ঘ. ৫০৪২ কি.মি.
উত্তরঃ খ
৬. বাংলাদেশর মোট সীমান্ত দৈর্ঘ্য –
ক. ৪৭১৯ কি.মি.
খ. ৪৮০৫ কি.মি.
গ. ৫০৪০ কি.মি.
ঘ. ৪৫০০ কি.মি.
উত্তরঃ ক
৭. বাংলাদেশর মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত ?
ক. ৫৫০০ মাইল
খ. ৪৪২৪ মাইল
গ. ৩২২০ মাইল
ঘ. ২৯২৮ মাইল
উত্তরঃ ঘ
৮. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?
ক. ৭১১ কি.মি.
খ. ৭২৪ কি.মি.
গ. ৭৮০ কি.মি.
ঘ. ৮৬৫ কি.মি. উত্তরঃ ক
৯. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ?
ক. ৪৫০ মাইল
খ. ৪৬০ মাইল
গ. ৪৪৫ মাইল
ঘ. ৪৩৫ মাইল উত্তরঃ গ
১০. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
ক. ১২
খ. ১৪
গ. ১৬
ঘ. ১০
উত্তরঃ ক
১১. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
ক. ২৫০ নটিক্যাল মাইল
খ. ২০০ নটিক্যাল মাইল
গ. ২২৫ নটিক্যাল মাইল
ঘ. ২১২ নটিক্যাল মাইল
উত্তরঃ খ
১২. বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ খ
১৩. যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে দুটির নাম কি?
ক. ভারত ও ভুটান
খ. ভারত ও মালদ্বীপ
গ. ভারত ও নেপাল
ঘ. ভারত ও মায়ানমার
উত্তরঃ ঘ
১৪. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
ক. ৩৩০০ কিলোমিটার
খ. ৩৫৩৭ কিলোমিটার
গ. ৩৭১৫ কিলোমিটার
ঘ. ৩৯৩৫ কিলোমিটার
উত্তরঃ গ
১৫. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য –
ক. ২০৬ কিলোমিটার
খ. ২৩৬ কিলোমিটার
গ. ২৬০ কিলোমিটার
ঘ. ২৮০ কিলোমিটার
উত্তরঃ ঘ
১৬. বাংলাদেশের সাথে নিম্নলিখিত কোন দেশের Maritime boundary বিদ্যমান রয়েছে ?
ক. মিয়ানমার
খ. থাইল্যান্ড
গ. নেপাল
ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ ক
১৭. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
ক. ৭টি
খ. ৬টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ ঘ
১৮. ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
ক. ২৮
খ. ৩০
গ. ৩১
ঘ. ৩৫
উত্তরঃ খ
১৯. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
ক. বান্দরবান
খ. চাঁপাইনবাবগঞ্জ
গ. পঞ্চগড়
ঘ. দিনাজপুর
উত্তরঃ ক
২০. কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয়?
ক. ঠাকুরগাঁও
খ. রংপুর
গ. নওয়াবগঞ্জ
ঘ. বাগেরহাট
উত্তরঃ খ
২১. ভারতের কোন প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় ?
ক. আসাম
খ. মেঘালয়
গ. মিজোরাম
ঘ. মনিপুর
উত্তরঃ ঘ
২২. ভারতের উত্তর -পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় ?
ক. মেঘালয়
খ. আসাম
গ. ত্রিপুরা
ঘ. মনিপুর
উত্তরঃ ঘ
২৩. সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত?
ক. মেঘালয়
খ. আসাম
গ. নাগাল্যান্ড
ঘ. মনিপুর
উত্তরঃ ক
২৪. মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অবস্থিত?
ক. উত্তরপূর্ব
খ. পুর্ব
গ. দক্ষিণপূর্ব
ঘ. উত্তর
উত্তরঃ গ
২৫. বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত ?
ক. খাগড়াছড়ি
খ. বান্দরবান
গ. কুমিল্লা
ঘ. রাঙ্গামাটি
উত্তরঃ ঘ
২৬. বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে?
ক. চট্টগ্রাম
খ. কক্সবাজার
গ. রাঙ্গামাটি
ঘ. পটুয়াখালী
উত্তরঃ গ
২৭. কোন জেলা রৌমারী ও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত ?
ক. নীলফামারী
খ. কুড়িগ্রাম
গ. দিনাজপুর
ঘ. বগুড়া
উত্তরঃ খ
২৮. বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত?
ক. সাতক্ষীরা
খ. যশোহর
গ. ফেনী
ঘ. সিলেট
উত্তরঃ গ
২৯. ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলগুলো কোন অঞ্চলে অবস্থিত?
ক. মেঘালয়
খ. কুচবিহার
গ. মিজোরাম
ঘ. ত্রিপুরা
উত্তরঃ খ
৩০. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
ক. নীলফামারী
খ. কুড়িগ্রাম
গ. লালমনিরহাট
ঘ. দিনাজপুর
উত্তরঃ গ
৩১. আঙ্গরপোতা ও দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
ক. রংপুর
খ. নীলফামারী
গ. লালমনিরহাট
ঘ. দিনাজপুর
উত্তরঃ গ
৩২. কোন স্থানটি বাংলাদেশের ছিটমহল ?
ক. তিন বিঘা করিডোর
খ. দহগ্রাম
গ. জাফলং
ঘ. রৌমারী
উত্তরঃ খ
৩৩. বাংলাদেশের ভিতরে ভারতের কতগুলো ছিটমহল আছে ?
ক. ৯৯টি
খ. ১০৫টি
গ. ১১১টি
ঘ. ১২২টি
উত্তরঃ গ
৩৪. ভারতের ছিটমহল নেই ?
ক. লালমনিরহাটে
খ. রংপুরে
গ. কুড়িগ্রামে
ঘ. নীলফামারীতে
উত্তরঃ খ
৩৫. তিনবিঘা করিডোরের আয়তন কত ?
ক. ১৭৮ ×৮৫ মিটার
খ. ১৮৩ ×৮৭ মিটার
গ. ১৮৭ ×৯৩ মিটার
ঘ. ১৭৫ ×৭১ মিটার
উত্তরঃ ক
৩৬. নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না?
ক. মালভূমি
খ. প্লাবন সমভূমি
গ. পাহাড়
ঘ. দ্বীপ
উত্তরঃ ক
৩৭. ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উচু ভূমিকে বলে –
ক. বরেন্দ্রভূমি
খ. মধুপুরের
গ. ভাওয়ালের গড়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
৩৮. বরেন্দ্রভূমি হলো –
ক. সাম্প্রতিককালে প্লাবন সমভূমি
খ. টারশিয়ারী যুগের পাহাড়
গ. প্লাইস্টোসিনকালের সোপান
ঘ. পাদদেশীয় পলল সমভূমি
উত্তরঃ গ
৩৯. বাংলাদেশের পাহাড় শ্রেনীর ভূ-তাত্বিক যুগের ভূমিরুপ হচ্ছে –
ক. প্লাইসটোসিন যুগের
খ. টারশিয়ারী যুগের
গ. মায়োসিন যুগের
ঘ. ডেবোনিয়ান যুগের
উত্তরঃ খ
৪০. চট্টগ্রাম অঞ্চলের পাহাড়সমূহ কোন পর্বতের অংশ?
ক. হিমালয়
খ. আরাকান ইয়োমা
গ. কারাকোরাম
ঘ. তিয়েনশান
উত্তরঃ খ
৪১. Where is the’ Chimbuk Hill’ situated ?
ক. Bangladesh
খ. India
গ. Pakistan
ঘ. Endland
উত্তরঃ ক
৪২. বাংলাদেশর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
ক. লালমাই
খ. বাটালি
গ. কেওক্রাডং
ঘ. বিজয়
উত্তরঃ ঘ
৪৩. The highest mountain peak in Bangladesh is –
ক. Tajingdong
খ. Bijoy Tajingdong
গ. Bijoy Odong
ঘ. Caocradong
উত্তরঃ ক
৪৪. বাংলাদেশের সর্বোচ্চ পর্বত ‘বিজয়’ -এর পূর্ণ নাম –
ক. কেউক্রেডং
খ. তাজিংডং
গ. বাটালি
ঘ. ক-১২
উত্তরঃ খ
৪৫. বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি ?
ক. গারো পাহাড়
খ. লালমাই পাহাড়
গ. চিম্বুক পাহাড়
ঘ. কুলাউড়া পাহাড়
উত্তরঃ ক
৪৬. চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত?
ক. সীতাকুন্ডুতে
খ. খাগড়াছড়িতে
গ. মৌলভীবাজারে
ঘ. টেকনাফে
উত্তরঃ ক
৪৭. লালমাই পাহাড় নিচের কোন অঞ্চলে অবস্থিত?
ক. রাজশাহী
খ. বগুড়া
গ. বরিশাল
ঘ. কুমিল্লা
ঙ. কক্সবাজার
উত্তরঃ ঘ
৪৮. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা-
ক. মারিস্যা ভ্যালি
খ. খাগড়া ভ্যালি
গ. জাবরি ভ্যালি
ঘ. ভেঙ্গি ভ্যালি
উত্তরঃ ঘ
৪৯. ‘হালদা ভ্যালি’ কোথায় অবস্থিত ?
ক. রাঙ্গামাটি
খ. খাগড়াছড়ি
গ. বান্দরবান
ঘ. সন্দ্বীপ
উত্তরঃ খ
৫০. কক্সবাজারের সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
ক. ১২০ কি.মি.
খ. ১২৫ কি.মি.
গ. ১৫৫ কি.মি.
ঘ. ১৭০ কি.মি.
উত্তরঃ ক
৫১. Which of the following is the longest beach in the world ?
ক. Miami
খ. Kuakata
গ. California
ঘ. Cox’s Bazar
উত্তরঃ ঘ
৫২. বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায় ?
ক. কক্সবাজার
খ. কুয়াকাটা
গ. দীঘা
ঘ. পাটায়া
উত্তরঃ ক
৫৩. কুয়াকাটা কোন জেলায় অবস্থিত?
ক. পটুয়াখালীতে
খ. ভোলা
গ. ঝালকাঠি
ঘ. পিরোজপুর
উত্তরঃ ক
৫৪. কক্সবাজার ছাড়া বাংলাদেশের আর একটি আকর্ষণীয় ও পর্যটন অনুকূল সমুদ্র সৈকত –
ক. নোয়াখালীর ছাগলনাইয়া
খ. চট্টগ্রামের বাঁশখালী
গ. খুলনার মংলা
ঘ. পটুয়াখালীর কুয়াকাটা
উত্তরঃ ঘ
৫৫. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ (Swatch of no ground ) এর মানে-
ক. একটি খেলার মাঠ
খ. ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
গ. একটি প্লাবন ভূমির নাম
ঘ. বঙ্গোপসাগরের একটি খাদের নাম
উত্তরঃ ঘ
৫৬. Which is the largest riverine delta in the world ?
ক. Bangladesh
খ. Vietnam
গ. Egypt
ঘ. Laos
উত্তরঃ ক
৫৭. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
ক. সেন্টমার্টিন
খ. মহেশখালী
গ. হাতিয়া
ঘ. সন্দ্বীপ
উত্তরঃ ক
৫৮. সেন্টমার্টিন কি ধরনের দ্বীপ?
ক. ব-দ্বীপ
খ. প্রবাল দ্বীপ
গ. পাললিক দ্বীপ
ঘ. আগ্নেয় দ্বীপ
উত্তরঃ খ
৫৯. বাংলাদেশের সেন্টমাটিন দ্বীপের আর একটি নাম কি?
ক. নারিকেল জিঞ্জিরা
খ. সোনাদিয়া
গ. কুতুবদিয়া
ঘ. নিঝুম দ্বীপ
উত্তরঃ ক
৬০. বাংলাদেশের সেন্টমাটিন দ্বীপ কোন জেলায় ?
ক. ভোলা
খ. নোয়াখালী
গ. চট্টগ্রাম
ঘ. কক্সবাজার
উত্তরঃ ঘ
৬১. সেন্টমাটিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার ?
ক. ৮
খ. ১০
গ. ১২
ঘ. ১৪
উত্তরঃ ক
৬২. বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?
ক. চর কুকরি মুকরি
খ. নিঝুম দ্বীপ
গ. সেন্টমাটিন
ঘ. চর নিজাম
উত্তরঃ গ
৬৩. রাত্রে নৌ চলাচলের সুবিধার জন্য বাংলাদেশের কোথায় পুরানো বাতিঘর ছিল ?
ক. মহেশখালী
খ. সেন্টমাটিন
গ. টেকনাফ
ঘ. কুতুবদিয়া
উত্তরঃ ঘ
৬৪. কুতুবদিয়া কোন জেলায় অবস্থিত ?
ক. লক্ষীপুর খ. কক্সবাজার
গ. নোয়াখালী
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ খ
৬৫. বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
ক. সেন্টমার্টিন
খ. মহেশখালী
গ. ছেড়া দ্বীপ
ঘ. নিঝুম দ্বীপ
উত্তরঃ খ
৬৬. সোনাদিয়া দ্বীপ কেন বিখ্যাত ?
ক. মাছের প্রজনন ক্ষেত্র বলে
খ. ঝড়ঝঞ্বা কবলিত এলাকা বলে
গ. জনমানবহীন এলাকা বলে
ঘ. সামুদ্রিক মাছ শিকারের জন্য
উত্তরঃ ঘ
৬৭. নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত?
ক. কুতুবদিয়া
খ. হাতিয়া
গ. সন্দ্বীপ
ঘ. মহেশ
উত্তরঃ খ
৬৮. বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত ?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. যমুনা
ঘ. কর্ণফুলী
উত্তরঃ খ
৬৯. নিঝুম দ্বীপের আয়তন কত?
ক. ৮০ বঃ মাঃ
খ. ৮২ বঃ মাঃ
গ. ৮৫ বঃ মাঃ
ঘ. ৯১ বঃ মাঃ
উত্তরঃ ঘ
৭০. দক্ষিন তালপট্টি দ্বীপের অবস্থান কোথায় ?
ক. হাড়িয়াভাঙ্গা নদীর বুকে
খ. বায়মঙ্গল নদীর মোহনায়
গ. বঙ্গপসাগরের বুকে
ঘ. নিঝুম দ্বীপের মোহনায়
উত্তরঃ গ
৭১. দক্ষিন তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ?
ক. রূপসা
খ. বালেশ্বর
গ. হাড়িয়াভাঙ্গা
ঘ. ভৈরব
উত্তরঃ গ
৭২. দক্ষিন তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?
ক. হাতিয়ায়
খ. সাতক্ষীরায়
গ. কক্সবাজারে
ঘ. সন্দ্বীপ
উত্তরঃ খ
৭৩. পূর্বাশা দ্বীপের অপর নাম-
ক. নিঝুম দ্বীপ
খ. সেন্টমাটিন
গ. দক্ষিণ তালপট্টি
ঘ. কুতুবদিয়া
উত্তরঃ গ
৭৪. দক্ষিণ তালপট্টি দ্বীপের-অপর নাম কি ?
ক. কুতুবদিয়া
খ. সোনাদিয়া
গ. সন্দ্বীপ
ঘ. পূর্বাশা দ্বীপ
উত্তরঃ ঘ
৭৫. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
ক. ভোলা
খ. সন্দ্বীপ
গ. সেন্টমাটিন
ঘ. হাতিয়া
উত্তরঃ ক
৭৬. মনপুরা দ্বীপ কোন জেলার অন্তর্গত ?
ক. বরিশাল
খ. ভোলা
গ. পটুয়াখালী
ঘ. ঝালকাঠি
উত্তরঃ খ
৭৭. নির্মল চর কোথায় অবস্থিত ?
ক. ফেনী
খ. ভোলা
গ. রাজশাহী
ঘ. হাতিয়া উত্তরঃ গ
৭৮. ‘দুবলার চর’ কোথায় অবস্থিত ?
ক. সেন্টমার্টিনে
খ. সুন্দরবনের দক্ষিন উপকূলে
গ. ভোলা জেলায়
ঘ. মাধবকুণ্ডের পাশে
উত্তরঃ খ
৭৯. বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত ?
ক. নোয়াখালী
খ. ফেনী
গ. লালমনিরহাট
ঘ. সাতক্ষীরা
উত্তরঃ খ
৮০. চরফ্যাশন কোন জেলায় ?
ক. ভোলা
খ. বরিশাল
গ. বাগেরহাট
ঘ. লক্ষীপুর
উত্তরঃ ক
৮১. হিরন পয়েন্ট সুন্দরবন এলিফ্যাণ্ট পয়েন্ট :
ক. বান্দরবান
খ. কক্সবাজার
গ. রাঙ্গামাটি
ঘ. সিলেট
উত্তরঃ খ
৮২. Tiger Point কোথায় অবস্থিত ?
ক. চট্টগ্রাম
খ. বান্দরবান
গ. কক্সবাজার
ঘ. সুন্দরবন
উত্তরঃ ঘ
৮৩. বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী কোনটি ?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. যমুনা
ঘ. কর্ণফুলী
উত্তরঃ খ
৮৪. বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী –
ক. যমুনা
খ. ব্রহ্মপুত্র
গ. পদ্মা
ঘ. মেঘনা
উত্তরঃ ঘ
৮৫. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি ?
ক. মেঘনা
খ. যমুনা
গ. পদ্মা
ঘ. কর্ণফুলী
উত্তরঃ ক
৮৬. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
ক. সুরমা
খ. কর্ণফুলী
গ. তিস্তা
ঘ. মেঘনা
উত্তরঃ খ
৮৭. মিয়ানমার হতে কটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে ?
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
উত্তরঃ গ
৮৮. The river Naf runs in Bangladesh along the border of –
ক. India
খ. Nepal
গ. Myanmar
ঘ. Thailand
ঙ. None of these
উত্তরঃ গ
৮৯. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি ?
ক. গোমতী
খ. জিঞ্জিরাম
গ. নাফ
ঘ. কর্ণফুলী
উত্তরঃ গ
৯০. বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
ক. নাফ
খ. কর্ণফুলী
গ. নবগঙ্গা
ঘ. ভাগিরথী
উত্তরঃ ক
৯১. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী ‘নাফ’ নদীর দৈর্ঘ্য কত ?
ক. ৫০ কি.মি.
খ. ৭৫ কি.মি.
গ. ৫৬ কি.মি.
ঘ. ৬৫ কি.মি.
উত্তরঃ গ
৯২. সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী নিচের কোনটি ?
ক. নাফ নদী
খ. রায়মঙ্গল নদী
গ. হাড়িয়াভাঙ্গা নদী
উত্তরঃ গ
৯৩. যে নদীর উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে –
ক. মাতামুহুরী
খ. নাফ
গ. কর্ণফুলী
ঘ. সাঙ্গু
উত্তরঃ ঘ
৯৪. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি ?
ক. গোমতী
খ. মহানন্দা
গ. কর্ণফুলী
ঘ. হালদা
উত্তরঃ ঘ
৯৫. কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে?
ক. যমুনা
খ. তিস্তা
গ. আত্রাই
ঘ. মহানন্দা
উত্তরঃ গ
৯৬. কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশ প্রবেশ করেছে ?
ক. হাড়িয়াভাঙ্গা খ. কুলিখ গ. আত্রাই ঘ. তিস্তা
উত্তরঃ গ
৯৭. কোনটি নদ ?
ক. মেঘনা
খ. যমুনা
গ. তিস্তা
ঘ. ব্রহ্মপুত্র
উত্তরঃ ঘ
৯৮. ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত নয় ?
ক. ভারত
খ. বাংলাদেশ
গ. নেপাল
ঘ. চীন
উত্তরঃ গ
৯৯. কোনটি আন্তর্জাতিক নদী ?
ক. সুরমা
খ. কপোতাক্ষ
গ. ব্রহ্মপুত্র
ঘ. মেঘনা
উত্তরঃ গ
১০০. বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয় ? ক. হালদা খ. তিস্তা গ. তিতাস ঘ. করতোয়া উত্তরঃ ক
১০১. এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি ?
ক. হালদা নদী
খ. হাইল হাওড়
গ. চলনবিল
ঘ. হাকালুকি
উত্তরঃ ক
১০২. নিচের কোন নদীটি মৃত নয়?
ক. করতোয়া
খ. চিত্রা
গ. ইছামতি
ঘ. হালদা
উত্তরঃ ঘ
১০৩. বাংলাদেশের নদী গবেষণা ইন্সিটিউট কোথায়?
ক. ফরিদপুর
খ. চাঁদপুর
গ. চট্টগ্রাম
ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ ক
১০৪. শিকস্তি-পয়স্তি কিসের সাথে সম্পর্কিত ?
ক. চর প্রশাসনের আইন
খ. নদী তীরবর্তী ভূমির ভাঙা গড়া
গ. নদী অববাহিকার উৎসব
ঘ. শিবের স্ত্রীর নাম
উত্তরঃ খ
১০৫. ‘নদী সিকস্তি’ কারা ?
ক. নদীর চর জাগলে যারা চর দখল করতে যারা
খ. পূজা-পার্বণে যারা নদীতে স্নান করতে যায়
গ. নদীর ভাঙনে সর্বস্বান্ত জনগণ
ঘ. নদীতে জাল দিয়ে মাছ ধরার কাজে নিয়োজিত জনগণ
উত্তরঃ গ
১০৬. গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত ?
ক. ৪
খ. ১৪
গ. ৭
ঘ. ৩৩
উত্তরঃ ঘ
১০৭. ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোথায় ?
ক. নেপাল
খ. মানস সরোবর
গ. গঙ্গোত্রী
ঘ. হিমালয় পর্বত
উত্তরঃ খ
১০৮. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
ক. বরাইল
খ. কৈলাস
গ. কাঞ্চনজঙ্ঘা
ঘ. গডউইন অস্টিন
উত্তরঃ খ
১০৯. আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?
ক. ফেনী নদী
খ. সাঙ্গু নদী
গ. নাফ নদী
ঘ. কর্ণফুলী নদী
উত্তরঃ খ
১১০. কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল –
ক. তিব্বতের মানস সরোবর হ্রদ
খ. লামার মইভার পর্বত
গ. সিকিমের পার্বত্য অঞ্চল
ঘ. আসামের লুসাই পাহাড়ের লংলেহ
উত্তরঃ ঘ
১১১. মাতামহুরী নদী নিম্নের কোথা হতে উৎপন্ন হয়েছে ?
ক. লামার মইভার পর্বত
খ. খাগড়াছড়ির বাদনাতলী পর্বত
গ. আসামের লুসাই পর্বত
উত্তরঃ ক
১১২. সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে ?
ক. মনু
খ. কর্ণফুলী
গ. করতোয়া
ঘ. সাঙ্গু
উত্তরঃ গ
১১৩. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
ক. চাঁদপুর
খ. সিরাজগঞ্জ
গ. গোয়ালন্দ
ঘ. ভোলা
উত্তরঃ গ
১১৪. বাংলাদেশে ঢুকার পর গঙ্গা নদী , ব্রহ্মপুত্র-যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে –
ক. গোয়ালন্দ
খ. বাহাদুরাবাদ
গ. ভৈরববাজার
ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ ক
১১৫. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
ক. পদ্মা
খ. বঙ্গোপসাগর
গ. ব্রহ্মপুত্র
ঘ. মেঘনা
উত্তরঃ ক
১১৬. পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?
ক. গোয়ালন্দ
খ. চাঁদপুর
গ. ভৈরব
ঘ. নরসিংদী
উত্তরঃ খ
১১৭. সুরমা ও কুশিয়ারা এ দুটি নদীর মিলিত শ্রোতের নাম কি ?
ক. কুশিয়ারা
খ. বরাক
গ. মেঘনা
ঘ. নবগঙ্গা
উত্তরঃ গ
১১৮. বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
ক. ভৈরব
খ. চাঁদপুর
গ. দেওয়ানগঞ্জ
ঘ. আজমিরীগন্জ
উত্তরঃ ক
১১৯. তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. যমুনা
ঘ. কর্ণফুলী
উত্তরঃ গ
১২০. বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়? ক. রাজশাহী
খ. পাবনা
গ. বগুড়া
ঘ. সিরাজগঞ্জ
উত্তরঃ গ
১২১. সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
ক. আড়িয়াল খাঁ
খ. সুরমা
গ. চন্দনা
ঘ. রূপসা
উত্তরঃ খ
১২২. পদ্মা নদীর উপনদী কোনটি ?
ক. মধুমতি
খ. কুমার
গ. আত্রাই
ঘ. মহানন্দা উত্তরঃ ঘ
১২৩. উত্তর -পূর্ব দিক থেকে আগত পদ্মার উপ-নদী কোনটি ? ক. পুনর্ভবা খ. আত্রাই গ. বরাল ঘ. মহানন্দা উত্তরঃ ঘ
১২৪. পুনর্ভবা,নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
ক. মহানন্দা
খ. ভৈরব
গ. কুমার
ঘ. বড়াল
উত্তরঃ ক
১২৫. পুনর্ভবা কোন নদীর উপনদী ?
ক. মহানন্দা
খ. ভৈরব
গ. কুমার
ঘ. বড়াল
উত্তরঃ ক
১২৬. শীতলক্ষ্যা নদী কোন নদীর উপনদী ?
ক. মেঘনা
খ. ধলেশ্বরী
গ. পুরাতন ব্রহ্মপুত্র
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ
১২৭. গড়াই কোন নদীর শাখা নদী?
ক. পদ্মা
খ. ব্রহ্মপুত্র
গ. যমুনা
ঘ. মেঘনা
উত্তরঃ ক
১২৮. ধলেশ্বরী কোন নদীর শাখা নদী ?
ক. পদ্মা
খ. বুড়িগঙ্গা
গ. যমুনা
ঘ. মেঘনা
উত্তরঃ গ
১২৯. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
ক. শীতলক্ষ্যা
খ. বুড়িগঙ্গা
গ. ধরলা
ঘ. বংশী
উত্তরঃ খ
১৩০. শীতলক্ষ্যা নদীর উৎপত্তি হয়েছে –
ক. ব্রহ্মপুত্র নদ থেকে
খ. যমুনা নদী থেকে
গ. পদ্মা নদী থেকে
ঘ. মেঘনা নদী থেকে
উত্তরঃ ক
১৩১. কোন স্থানে ব্রহ্মপুত্র নদ যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভক্ত হয়েছে ?
ক. জামালপুর
খ. কুড়িগ্রাম
গ. দেওয়ানগঞ্জ
ঘ. সিরাজগঞ্জ
উত্তরঃ গ
১৩২. ভারত থেকে কতগুলি আন্তর্জাতিক নদী বাংলাদেশে প্রবেশ করেছে ?
ক. ৫৪টি
খ. ১টি
গ. ৩টি
ঘ. ২৮টি
উত্তরঃ খ
১৩৩. The river Padma enters Bangladesh through –
ক. Khulna
খ. Rajshahi
গ. Kushtia
ঘ. Dinajpur
উত্তরঃ খ
১৩৪. ব্রহ্মপুত্র নদী কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ?
ক. গাইবান্ধা
খ. নীলফামারী
গ. ঠাকুরগাঁও
ঘ. কুড়িগ্রাম
উত্তরঃ ঘ
১৩৫. গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে ?
ক. গোমতী
খ. সুরমা
গ. বুড়িগঙ্গা
ঘ. পদ্মা
উত্তরঃ ঘ
১৩৬. কোন নদীর অপর নাম কীর্তিনাশা ?
ক. পদ্মা
খ. যমুনা
গ. মেঘনা
ঘ. ব্রহ্মপুত্র
উত্তরঃ ক
১৩৭. ‘দোলাই’ কোন নদীর পূর্বনাম ?
ক. যমুনা
খ. পদ্মা
গ. বুড়িগঙ্গা
ঘ. সুরমা
উত্তরঃ গ
১৩৮. মাওয়া ফেরিঘাট কোন জেলায় অবস্থিত ?
ক. শরীয়তপুর
খ. মাদারীপুর
গ. ঢাকা
ঘ. মুন্সিগঞ্জ
উত্তরঃ ঘ
১৩৯. মাওয়া ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত ?
ক. ভৈরব
খ. মেঘনা
গ. রূপসা
ঘ. পদ্মা
উত্তরঃ ঘ
১৪০. ঢাকা যে নদীর তীরে অবস্থিত-
ক. ইরাবতী
খ. বুড়িগঙ্গা
গ. শীতলক্ষ্যা
ঘ. ব্রহ্মপুত্র
উত্তরঃ খ
১৪১. বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?
ক. কীর্তনখোলা
খ. মেঘনা
গ. আড়িয়াল খাঁ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
১৪২. যশোর কোন নদীর তীরে অবস্থিত ?
ক. পশুর
খ. গড়াই
গ. কপোতাক্ষ
ঘ. যমুনা
উত্তরঃ গ
১৪৩. কুষ্টিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত ?
ক. গড়াই
খ. আত্রাই
গ. পদ্মা
ঘ. মহানন্দা
উত্তরঃ ক
১৪৪. মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত?
ক. মধুমতি
খ. আড়িয়াল খাঁ
গ. পদ্মা
ঘ. কুমার
উত্তরঃ খ
১৪৫. টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
ক. পদ্মা
খ. যমুনা
গ. নাফ
ঘ. কর্ণফুলী
উত্তরঃ গ
১৪৬. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক. করতোয়া
খ. গঙ্গা
গ. ব্রহ্মপুত্র
ঘ. মহানন্দা
উত্তরঃ ক
১৪৭. বাংলাদেশের মহাস্থানগড়ের পুর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি?
ক. কাঞ্চন
খ. কালীগঙ্গা
গ. কপোতাক্ষ
ঘ. করতোয়া
উত্তরঃ ঘ
১৪৮. গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত ?
ক. ভৈরব
খ. মেঘনা
গ. রূপসা
ঘ. সুরমা
উত্তরঃ ক
১৪৯. সারদা পুলিশ একাডেমী কোন নদীর তীরে অবস্থিত ?
ক. পদ্মা
খ. যমুনা
গ. করতোয়া
ঘ. আত্রাই
উত্তরঃ ক
১৫০. নদীর তীরবর্তী শহর-বন্দর নিম্নের কোনটি সঠিক ?
ক. শিলাইদহ-মেঘনা
খ. চালনা-যমুনা
গ. সারদা-পদ্মা
ঘ. ঠাকুরগাঁও-পশুর
উত্তরঃ গ
১৫১. পুরাতন ব্রহ্মপুত্র নদটি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত ?
ক. জামালপুর
খ. সিরাজগঞ্জ
গ. মানিকগঞ্জ
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ
১৫২. ‘মহানন্দা’ নদী কোন জেলায় ?
ক. দিনাজপুর
খ. রংপুর
গ. বগুড়া
ঘ. পাবনা
উত্তরঃ ক
১৫৩. ‘ভৈরব’ নদীর তীরে কোন শহর অবস্থিত ?
ক. ভৈরব বাজার
খ. আশুগঞ্জ
গ. মুন্সীগঞ্জ
ঘ. খুলনা
উত্তরঃ ঘ
১৫৪. ‘ভৈরব’ নদীর অবস্থান কোথায় ?
ক. কিশোরগঞ্জ
খ. পঞ্চগড়
গ. বরিশাল
ঘ. ঝিনাইদহ
উত্তরঃ ঘ
১৫৫. ‘চেঙ্গী নদী’ কোন জেলায় অবস্থিত?
ক. বান্দরবান
খ. খাগড়াছড়ি
গ. পটুয়াখালী
ঘ. সিলেট
উত্তরঃ খ
১৫৬. প্রস্তাবিত টিপাইমুখ বাঁধটি যে দুই নদীর সংযোগস্থলে তৈরী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে –
ক. বরাক, তুইভাই
খ. সুরমা, কুশিয়ারা
গ. খোয়াই, কুশিয়ারা
ঘ. সুরমা, বরাক
উত্তরঃ ক
১৫৭. টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক. আসাম
খ. মনিপুর
গ. মিজোরাম
ঘ. নাগাল্যাণ্ড
উত্তরঃ খ
১৫৮. চলন বিল কোথায় অবস্থিত?
ক. নাটোর
খ. নাটোর ও বগুড়া
গ. পাবনা ও নাটোর
ঘ. সিরাজগঞ্জ ও নাটোর
উত্তরঃ গ
১৫৯. চলন বিল বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত ?
ক. সিলেট
খ. রাজশাহী-পাবনা
গ. ময়মনসিংহ
ঘ. যশোর-কুষ্টিয়া
উত্তরঃ খ
১৬০. The major part of Chalan Beel cover which of the following districts ?
ক. Pabna
খ. Bogra
গ. Dinajpur
ঘ. Rangpur
উত্তরঃ ক
১৬১. বাংলাদেশের মিঠা পানির মাছের উৎস-
ক. চলন বিল
খ. হাকালুকি
গ. হাইল
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ
১৬২. ভবদহ বিল অবস্থিত –
ক. ফরিদপুর
খ. জামালপুরে
গ. যশোরে
ঘ. পটুয়াখালীতে
উত্তরঃ গ
১৬৩. কোন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ এমডিজি-২০১০ পুরস্কার পায়?
ক. মাতৃমৃত্যুর হার হ্রাস
খ. শিশুমৃত্যুর হার হ্রাস
গ. জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস
ঘ. দারিদ্র বিমোচন
উত্তরঃ খ
১৬৪. বাংলাদেশের বৃহত্তম হাওড়-
ক. পাথরচাওলি
খ. হাইল
গ. চলন বিল
ঘ. হাকালুকি
উত্তরঃ ঘ
১৬৫. ‘হাকালুকি’ একটি –
ক. বনভূমি
খ. নদী
গ. হাওড়
ঘ. পাহাড়
উত্তরঃ গ
১৬৬. বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি কোন জেলায় অবস্থিত?
ক. হবিগঞ্জ
খ. সুনামগঞ্জ
গ. রাজশাহী
ঘ. মৌলভীবাজার
উত্তরঃ ঘ
১৬৭. ‘হাইল হাওড়’ কোন জেলায় অবস্থিত ?
ক. নেত্রকোনা
খ. সুনামগঞ্জ
গ. হবিগঞ্জ
ঘ. মৌলভীবাজার
উত্তরঃ খ
১৬৮. টাঙ্গুয়ার হাওড় কোন জেলায় অবস্থিত?
ক. সুনামগঞ্জ
খ. হবিগঞ্জ
গ. টাঙ্গাইল
ঘ. সিলেট
উত্তরঃ ক
১৬৯. মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ?
ক. রাঙ্গামাটি
খ. সিলেট
গ. বরগুনা
ঘ. মৌলভীবাজার
উত্তরঃ ঘ
১৭০. বাংলাদেশে জলপ্রপাত রয়েছে –
ক. জাফলং
খ. রাঙ্গামাটি
গ. মাধবকুণ্ড
ঘ. ইমছড়ি
উত্তরঃ গ
১৭১. ‘হিমছড়ি’ কোন শহরের নিকট অবস্থিত?
ক. কক্সবাজার
খ. খাগড়াছড়ি
গ. রাঙ্গামাটি
ঘ. কাপ্তাই
উত্তরঃ ক
১৭২. বংলাদেশের শীতল পানির ঝর্না কোন জেলায় অবস্থিত?
ক. মৌলভীবাজার
খ. কক্সবাজার
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
উত্তরঃ খ
১৭৩. বাংলাদেশ উষ্ণজলের ঝর্ণাধারা অবস্থিত –
ক. রামু
খ. হাকালুকি
গ. সীতাকুণ্ড
ঘ. হিমছড়ি
উত্তরঃ গ
১৭৪. বাংলাদেশের জলবায়ুর নাম কি ?
ক. নাতিশীতোষ্ণ
খ. নিরক্ষীয়
গ. ক্রান্তীয়
ঘ. ক্রান্তীয় মৌসুমী
উত্তরঃ ঘ
১৭৫. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ (প্রায়) কত?
ক. ২৯০ সে.মি.
খ. ১৮০ সে.মি.
গ. ১২০ সে.মি.
ঘ. ২০৩ সে.মি.
উত্তরঃ ঘ
১৭৬. বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত ?
ক. ১,৫০০ মি.মি.
খ. ২,০০০ মি.মি.
গ. ২,৩৭৫ মি.মি.
ঘ. ২,৫০০ মি.মি.
উত্তরঃ খ
১৭৭. বাংলাদেশের বৃষ্টিপাতের কতভাগ বর্ষাকালে হয় ?
ক. ৪০%
খ. ৬০%
গ. ৮০%
ঘ. ২০%
উত্তরঃ গ
১৭৮. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?
ক. দিনাজপুর
খ. কক্সবাজার
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
উত্তরঃ ঘ
১৭৯. Where do we have the highest annual rainfall in Bangladesh ?
ক. Kaptai
খ. Srimongol
গ. Dhaka
ঘ. Barisal
ঙ . Sylhet
উত্তরঃ ঙ
১৮০. বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়?
ক. লালপুর
খ. জাফলং
গ. মাধবকুণ্ড
ঘ. লালখানে
উত্তরঃ ঘ
১৮১. বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল –
ক. পঞ্চগড়
খ. লালখানে
গ. চাঁপাইনবাবগঞ্জ
ঘ. লালপুর
উত্তরঃ ঘ
১৮২. বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত?
ক. ৩০°সেঃ
খ. ২৬°সেঃ
গ. ২৫°সেঃ
ঘ. ২৭°সেঃ
উত্তরঃ খ
১৮৩. বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
ক. নাটোরের লালপুর
খ. পাবনার ঈশ্বরদী
গ. রাজশাহী সদর
ঘ. যশোর শহর
উত্তরঃ ক
১৮৪. বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?
ক. লালমাই
খ. শ্রীমঙ্গল
গ. লালপুর
ঘ. লালখান
উত্তরঃ খ
১৮৫. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
ক. এপ্রিল
খ. মে
গ. জুন
ঘ. আগস্ট
উত্তরঃ ক
১৮৬. বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
ক. জানুয়ারি
খ. ফেব্রুয়ারি
গ. ডিসেম্বর
ঘ. নভেম্বর
উত্তরঃ ক
১৮৭. কোন কোন মাসে কাল-বৈশাখী ঝড় হয়?
ক. ফাল্গুন-চৈত্র
খ. চৈত্র-বৈশাখ
গ. বৈশাখ-জৈষ্ঠ
ঘ. বৈশাখ
উত্তরঃ খ
১৮৮. বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয় ?
ক. গ্রীষ্ম
খ. বর্ষা
গ. শরৎ
ঘ. শীত
উত্তরঃ খ
১৮৯. শীতকাল কোন দুইটি মাস ?
ক. কার্তিক-অগ্রহায়ণ
খ. অগ্রহায়ণ -পৌষ
গ. পৌষ-মাঘ
ঘ. মাঘ-ফাল্গুন
উত্তরঃ গ
১৯০. বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় –
ক. উত্তর-পূর্ব শুষ্ক মৌসুমী বায়ুর প্রভাবে
খ. সমুদ্র বায়ুর প্রভাবে
গ. দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে
ঘ. নিরক্ষীয় বায়ুর প্রভাবে
উত্তরঃ ক
১৯১. বাংলাদেশে বছরের কোন মাসে সবচেয়ে বড় দিন হয় ?
ক. মার্চ
খ. ডিসেম্বর
গ. জুন
ঘ. আগস্ট
উত্তরঃ গ
১৯২. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক. প্রতিরক্ষা মন্ত্রণালয়
খ. দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়
গ. পরিবেশ ও বন মন্ত্রণালয়
ঘ. বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়
উত্তরঃ ক
১৯৩. স্পারসো কি ?
ক. মহাকাশ গবেষণাকারী বেসরকারী সংস্থা
খ. ভূ-উপগ্রহ
গ. মহাকাশ গবেষণাকারী সরকারী সংস্থা
ঘ. একটি আধুনিক মহাকাশ প্রযুক্তি
উত্তরঃ গ
১৯৪. ‘SPARRS’ কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
খ. পরিবেশ ও বন মন্ত্রণালয়
গ. প্রতিরক্ষা মন্ত্রণালয়
ঘ. তথ্য মন্ত্রণালয়
উত্তরঃ গ
১৯৫. When did Sidr hit Bangladesh?/বাংলাদেশে সিডর (Sidr) কখন আঘাত হানে?
ক. 15 Nov, 2007
খ. 16 Nov, 2007
গ. 17 Nov, 2007
ঘ. 18 Nov, 2007
ঙ . None of them
উত্তরঃ ক
১৯৬. What is the meaning of ‘Sidr’?/’সিডর’ শব্দের অর্থ কি?
ক. Cyclone/ঘূর্ণিঝড়
খ. Eye/চোখ
গ. Ear/কান
ঘ. Wind/বাতাস
ঙ . Storm/ঝড়
উত্তরঃ খ
১৯৭. ঘূর্ণিঝড় ‘সিডর’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. হিন্দি
খ. সিংহলী
গ. আরবি
ঘ. পশতু
উত্তরঃ খ
১৯৮. বাংলার এককালের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল –
ক. মহাস্থান
খ. কর্ণসুবর্ণ
গ. পুণ্ড্রনগর
ঘ. রামাবর্তী
উত্তরঃ গ
১৯৯. পুণ্ড্র বর্ধনের বর্তমান নাম –
ক. পাবনা
খ. কুমিল্লা
গ. মহাস্থানগড়
ঘ. পাহাড়পুর
উত্তরঃ গ
২০০. ঢাকার প্রাচীন নাম কি ?
ক. জাহাঙ্গীরনগর
খ. ইসলামপুর
গ. সোনারগাঁ
ঘ. ঢাকা
উত্তরঃ ক
২০১. What is the previous name of the Sonargaon ?
ক. Chandradeep
খ. Suvarna Gram
গ. Shudharam
ঘ. Bikrampur
উত্তরঃ খ
২০২. সোনারগাঁও -এর পূর্বনাম ছিল –
ক. চন্দ্রদ্বীপ
খ. সুবর্ণগ্রাম
গ. সুধারাম
ঘ. বিক্রমপুর
উত্তরঃ খ
২০৩. প্রাচীন জাহাঙ্গীরনগরের বর্তমান নাম কি ?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. খুলনা
ঘ. সোনারগাঁও
উত্তরঃ ক
২০৪. বরিশালের প্রাচীন নাম কি ?
ক. জালালাবাদ
খ. চন্দ্রদ্বীপ
গ. বাকলা
ঘ. জঙ্গলবাড়ী
উত্তরঃ খ
২০৫. সিরডাপ (CIRDAP) এর সদর দপ্তর কোথায়?
ক. দিল্লি
খ. পোল্যান্ড
গ. ঢাকা
ঘ. ইসলামাবাদ
উত্তরঃ গ
২০৬. প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ বর্তমান নাম কি?
ক. মালদ্বীপ
খ. সন্দ্বীপ
গ. বরিশাল
ঘ. হাতিয়া
উত্তরঃ গ
২০৭. কোনটি বরিশালের পূর্বনাম নয় ?
ক. বাকলা
খ. চন্দ্রদ্বীপ
গ. ইসমাইলপুর
ঘ. সুধারাম
উত্তরঃ ঘ
২০৮. নোয়াখালীর পূর্বনাম কি ছিল ?
ক. সুজানগর
খ. নাসিরাবাদ
গ. পূর্বাশা
ঘ. সুধারাম
উত্তরঃ ঘ
২০৯. ‘সুধারাম’ কোন জেলার পূর্বনাম?
ক. যশোর
খ. নোয়াখালী
গ. বরিশাল
ঘ. দিনাজপুর
উত্তরঃ খ
২১০. কুমিল্লার পূর্ব নাম কি?
ক. ত্রিপুরা
খ. জাহাঙ্গীরনগর
গ. নাসিরাবাদ
ঘ. ইসলামপুর
উত্তরঃ ক
২১১. সিলেটের প্রাচীন নাম ছিল –
ক. শ্রীহট্ট
খ. জালালাবাদ
গ. শ্রীভূমি
ঘ. আফজালাবাদ
উত্তরঃ খ
২১২. কোনটি ঢাকা বা চট্টগ্রাম বা সিলেটের অপর নাম নয় ?
ক. জাহাঙ্গীরনগর
খ. ইসলামাবাদ
গ. ইসলামপুর
ঘ. জালালাবাদ
উত্তরঃ গ
২১৩. ময়নামতির পূর্ব নাম কি?
ক. লালমাই
খ. রোহিতগিরি
গ. বড় কামতা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
২১৪. ‘রোহিতগিরি’ কোন স্থানের পূর্ব নাম –
ক. বরিশালের
খ. বগুড়া্র
গ. সিলেটের
ঘ. ময়নামতির
উত্তরঃ ঘ
২১৫. ঢাকার গুলিস্থানে অবস্থিত ‘জিরো পয়েন্ট’ এর বর্তমান নাম কি?
ক. এলিফ্যান্ট পয়েন্ট
খ. দোয়েল চত্বর
গ. নূর হোসেন স্কোয়ার
ঘ. বিজয় উল্লাস
উত্তরঃ গ
২১৬. বেইলী রোড এর নতুন নাম কি ?
ক. থিয়েটার এভিনিউ
খ. নাট্য সদন
গ. নাটক সরণী
ঘ. ব্রডওয়ে
উত্তরঃ গ
২১৭. The first SARRC summit was held in-/ প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. Dhaka
খ. Islamabad
গ. New Delhi
ঘ. Mali
ঙ. Kathmundu
উত্তরঃ ক
২১৮. সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত?
ক. ১৯৮৫ সালে ঢাকায়
খ. ১৯৮৩ সালে দিল্লিতে
গ. ১৯৮৪ সালে কলম্বোতে
ঘ. ১৯৮৬ সালে মালেতে
উত্তরঃ ক
২১৯. সোনালী আঁশের দেশ কোনটি?
ক. ভারত
খ. শ্রীলংকা
গ. পাকিস্থান
ঘ. বাংলাদেশ
উত্তরঃ ঘ
২২০. সার্কের প্রথম মহাসচিব কে?
ক. জনাব আবুল আহসান
খ. জনাব কিউ.এ.এম. রমি
গ. জনাব ইব্রাহিম হোসেন জাকি
ঘ. জনাব সৈয়দ নাঈম-উল-হাসান
উত্তরঃ ক
২২১. — is known as the city of mosques.
ক. Islamabad
খ. Istambul
গ. Dhaka
ঘ. Jakarta
উত্তরঃ গ
২২২. কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় ?
ক. চট্টগ্রাম
খ. মংলা
গ. ঢাকা
ঘ. চাঁদপুর
উত্তরঃ ক
২২৩. বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয়?
ক. ঢাকা
খ. খুলনা
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
উত্তরঃ গ
২২৪. ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় —- কে ?
ক. চট্টগ্রাম
খ. রাজশাহী
গ. সিলেট
ঘ. খুলনা
উত্তরঃ গ
২২৫. কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের ‘সাগরকন্যা’ বলা হয় ?
ক. কক্সবাজার
খ. সেন্টমাটিন
গ. পতেঙ্গা
ঘ. কুয়াকাটা
উত্তরঃ ঘ
২২৬. ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগলিক নাম?
ক. টেকনাফ
খ. কক্সবাজার
গ. খুলনা
ঘ. পটুয়াখালী
উত্তরঃ ঘ
২২৭. প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত কোনটি ?
ক. মংলা
খ. চট্টগ্রাম
গ. নারায়ণগঞ্জ
ঘ. টঙ্গী
উত্তরঃ গ
২২৮. সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
ক. ভারত
খ. বাংলাদেশ
গ. শ্রীলঙ্কা
ঘ. মালদ্বীপ
উত্তরঃ ঘ
২২৯. কোন গোষ্ঠি থেকে বাঙালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ?
ক. নেগ্রিটো
খ. ভোটচীন
গ. দ্রাবিড়
ঘ. অস্ট্রিক
উত্তরঃ ঘ
২৩০. বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
ক. আর্য
খ. মোঙ্গল
গ. পুণ্ড্র
ঘ. দ্রাবিড়
উত্তরঃ ঘ
২৩১. বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?
ক. বাঙালি
খ. আর্য
গ. নিষাদ
ঘ. আলপাইন
উত্তরঃ গ
২৩২. আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল?
ক. বাহরাইন
খ. ইরাক
গ. মেক্সিকো
ঘ. ইরান
উত্তরঃ ঘ
২৩৩. আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল?
ক. ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে
খ. হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিনে
গ. ভাগিরথী নদীর পশ্চিম তীরে
ঘ. আফগানিস্থানের দক্ষিন-পূর্ব পাহাড়ি এলাকায়
উত্তরঃ ক
২৩৪. আর্যদের ধর্মগ্রন্থের নাম কী?
ক. ত্রিপিটক
খ. উপনিষদ
গ. বেদ
ঘ. ভগবৎ গীতা
উত্তরঃ গ
২৩৫. বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. অস্ট্রিক
ঘ. হিন্দি
উত্তরঃ গ
২৩৬. নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীয় অন্তর্ভুক্ত?
ক. অ্যালপাইন
খ. আদি-অস্ট্রেলীয়
গ. নার্কিড
ঘ. মঙ্গোলীয়
উত্তরঃ খ
২৩৭. বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ –
ক. মঙ্গোলয়েড
খ. সেমাটিড
গ. অস্ট্রালয়েড
ঘ. ককেশীয়
উত্তরঃ ক
২৩৮. বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?
ক. হরিকেল
খ. তাম্রলিপি
গ. পুণ্ড্র
ঘ. গৌড়
উত্তরঃ গ
২৩৯. বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম –
ক. রাঢ়
খ. চট্টলা
গ. শ্রীহট্ট
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
২৪০. বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীন জনপদের নাম –
ক. সমতট
খ. পুণ্ড্র
গ. বঙ্গ
ঘ. হরিকেল
উত্তরঃ গ
২৪১. প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?
ক. বগুড়া ও দিনাজপুর অঞ্চল
খ. কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
গ. ঢাকা ও ময়মসিংহ অঞ্চল
ঘ. বৃহওম সিলেট অঞ্চল
উত্তরঃ খ
২৪২. সমতট জনপদ কোথায় অবস্থিত ?
ক. রংপুর অঞ্চল
খ. খুলনা অঞ্চল
গ. কুমিল্লা অঞ্চল
ঘ. সিলেট অঞ্চল
উত্তরঃ গ
২৪৩. বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ?
ক. সমতট
খ. পুণ্ড্রবর্ধন
গ. বঙ্গ
ঘ. রাঢ়
উত্তরঃ গ
২৪৪. বরেন্দ্রভূমি নামে পরিচিত –
ক. ময়নামতি ও লালমাই পাহাড়
খ. মধুপুর ও ভাওয়াল গড়
গ. সুন্দরবন
ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের
উত্তরঃ ঘ
২৪৫. বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায় ?
ক. উত্তর বঙ্গ
খ. পশ্চিমবঙ্গ
গ. উত্তর-পশ্চিমবঙ্গ
ঘ. দক্ষিণ-পূর্ববঙ্গ
উত্তরঃ গ
২৪৬. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত –
ক. পলল গঠিত সমভূমি
খ. বরেন্দ্রভূমি
গ. উত্তরবঙ্গ
ঘ. মহাস্থানগড়
উত্তরঃ খ
২৪৭. বাংলাদেশের কোন বিভাগে ‘বরেন্দ্রভূমি’ অবস্থিত?
ক. সিলেট
খ. রাজশাহী
গ. খুলনা
ঘ. বরিশাল
উত্তরঃ খ
২৪৮. চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম –
ক. রাঢ়
খ. বঙ্গ
গ. হরিকেল
ঘ. পুণ্ড্র
ঙ. গৌড়
উত্তরঃ গ
২৪৯. সিলেট — প্রাচীন জনপদের অন্তর্গত-
ক. বঙ্গ
খ. পুণ্ড্র
গ. সমতট
ঘ. হরিকেল
উত্তরঃ ঘ
২৫০. প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল-
ক. হরিকেল
খ. সমতট
গ. বরেন্দ্র
ঘ. রাঢ়
উত্তরঃ ক
২৫১. প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত –
ক. বগুড়া
খ. কুমিল্লা
গ. বর্ধমান
ঘ. বরিশাল
উত্তরঃ গ
২৫২. বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?
ক. আকবরনামা
খ. আলমগীরনামা
গ. আইন-ই-আকবরী
ঘ. তুজুক-ই-আকবর
উত্তরঃ গ
২৫৩. মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন ?
ক. ব্যাবিলন
খ. থেসালোনিকি
গ. আঙ্কারা
ঘ. এথেন্স
উত্তরঃ ক
২৫৪. বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ?
ক. সফোক্লিস
খ. সক্রেটিস
গ. এরিস্টটল
ঘ. প্লেটো
উত্তরঃ গ
২৫৫. মেগাস্থিনিস কার রাজসভার গ্রীক দূত ছিলেন ?
ক. চন্দ্রগুপ্ত মৌর্য
খ. অশোক
গ. ধর্মপাল
ঘ. সমুদ্রগুপ্ত
উত্তরঃ ক
২৫৬. অর্থশাস্ত্র-এর রচয়িতা কে?
ক. কৌটিল্য
খ. বাণভট্ট
গ. আনন্দভট্ট
ঘ. মেগাস্থিনিস
উত্তরঃ ক
২৫৭. কৌটিল্য কার নাম ?
ক. প্রাচীন রাজনীতিবিদ
খ. প্রাচীন অর্থশাস্ত্রবিদ
গ. পণ্ডিত
ঘ. রাজকবি
উত্তরঃ খ
২৫৮. অশোক কোন বংশের সম্রাট ছিলেন ?
ক. মৌর্য
খ. গুপ্ত
গ. পুষ্যভূতি
ঘ. কুশান
উত্তরঃ ক
২৫৯. কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
ক. হিদাস্পিসের যুদ্ধ
খ. কলিঙ্গের যুদ্ধ
গ. মেবারের যুদ্ধ
ঘ. পানিপথের যুদ্ধ
উত্তরঃ খ
২৬০. বৌদ্ধ ধর্মের কনস্ট্যা্নটাইন কাকে বলা হয় ?
ক. অশোক
খ. চন্দ্রগুপ্ত
গ. মহাবীর
ঘ. গৌতম বুদ্ধ
উত্তরঃ ক
২৪১. প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?
ক. বগুড়া ও দিনাজপুর অঞ্চল
খ. কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
গ. ঢাকা ও ময়মসিংহ অঞ্চল
ঘ. বৃহওম সিলেট অঞ্চল
উত্তরঃ খ
২৪২. সমতট জনপদ কোথায় অবস্থিত ?
ক. রংপুর অঞ্চল
খ. খুলনা অঞ্চল
গ. কুমিল্লা অঞ্চল
ঘ. সিলেট অঞ্চল
উত্তরঃ গ
২৪৩. বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ?
ক. সমতট
খ. পুণ্ড্রবর্ধন
গ. বঙ্গ
ঘ. রাঢ়
উত্তরঃ গ
২৪৪. বরেন্দ্রভূমি নামে পরিচিত –
ক. ময়নামতি ও লালমাই পাহাড়
খ. মধুপুর ও ভাওয়াল গড়
গ. সুন্দরবন
ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের
উত্তরঃ ঘ
২৪৫. বরেন্দ্র বলতে কোন এলাকাকে বুঝায় ?
ক. উত্তর বঙ্গ
খ. পশ্চিমবঙ্গ
গ. উত্তর-পশ্চিমবঙ্গ
ঘ. দক্ষিণ-পূর্ববঙ্গ
উত্তরঃ গ
২৪৬. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত –
ক. পলল গঠিত সমভূমি
খ. বরেন্দ্রভূমি
গ. উত্তরবঙ্গ
ঘ. মহাস্থানগড়
উত্তরঃ খ
২৪৭. বাংলাদেশের কোন বিভাগে ‘বরেন্দ্রভূমি’ অবস্থিত?
ক. সিলেট
খ. রাজশাহী
গ. খুলনা
ঘ. বরিশাল
উত্তরঃ খ
২৪৮. চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম –
ক. রাঢ় খ. বঙ্গ
গ. হরিকেল
ঘ. পুণ্ড্র
ঙ. গৌড়
উত্তরঃ গ
২৪৯. সিলেট — প্রাচীন জনপদের অন্তর্গত-
ক. বঙ্গ
খ. পুণ্ড্র
গ. সমতট
ঘ. হরিকেল
উত্তরঃ ঘ
২৫০. প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত ছিল-
ক. হরিকেল
খ. সমতট
গ. বরেন্দ্র
ঘ. রাঢ়
উত্তরঃ ক
২৫১. প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত –
ক. বগুড়া
খ. কুমিল্লা
গ. বর্ধমান
ঘ. বরিশাল
উত্তরঃ গ
২৫২. বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?
ক. আকবরনামা
খ. আলমগীরনামা
গ. আইন-ই-আকবরী
ঘ. তুজুক-ই-আকবর
উত্তরঃ গ
২৫৩. মহাবীর আলেকজান্ডার কোন শহরে মৃত্যুবরণ করেন ?
ক. ব্যাবিলন
খ. থেসালোনিকি
গ. আঙ্কারা
ঘ. এথেন্স
উত্তরঃ ক
২৫৪. বীর আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন ?
ক. সফোক্লিস
খ. সক্রেটিস
গ. এরিস্টটল
ঘ. প্লেটো
উত্তরঃ গ
২৫৫. মেগাস্থিনিস কার রাজসভার গ্রীক দূত ছিলেন ?
ক. চন্দ্রগুপ্ত মৌর্য
খ. অশোক
গ. ধর্মপাল
ঘ. সমুদ্রগুপ্ত
উত্তরঃ ক
২৫৬. অর্থশাস্ত্র-এর রচয়িতা কে?
ক. কৌটিল্য
খ. বাণভট্ট
গ. আনন্দভট্ট
ঘ. মেগাস্থিনিস
উত্তরঃ ক
২৫৭. কৌটিল্য কার নাম ?
ক. প্রাচীন রাজনীতিবিদ
খ. প্রাচীন অর্থশাস্ত্রবিদ
গ. পণ্ডিত
ঘ. রাজকবি
উত্তরঃ খ
২৫৮. অশোক কোন বংশের সম্রাট ছিলেন ?
ক. মৌর্য
খ. গুপ্ত
গ. পুষ্যভূতি
ঘ. কুশান
উত্তরঃ ক
২৫৯. কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন?
ক. হিদাস্পিসের যুদ্ধ
খ. কলিঙ্গের যুদ্ধ
গ. মেবারের যুদ্ধ
ঘ. পানিপথের যুদ্ধ
উত্তরঃ খ
২৬০. বৌদ্ধ ধর্মের কনস্ট্যা্নটাইন কাকে বলা হয় ?
ক. অশোক
খ. চন্দ্রগুপ্ত
গ. মহাবীর
ঘ. গৌতম বুদ্ধ
উত্তরঃ ক
২৬১. চীন দেশের কোন ভ্রমনকারী গুপ্তযুগে বাংলাদেশ আগমন করেন ?
ক. হিউয়েন সাঙ
খ. ফা হিয়েন
গ. আইসিং
ঘ. উপরের সবগুলোই
উত্তরঃ খ
২৬২. কোন যুগ প্রাচীন ভারতের স্বর্নযুগ হিসেবে পরিচিত?
ক. মৌর্যযুগ
খ. শুঙ্গযুগ
গ. কুষাণযুগ
ঘ. গুপ্তযুগ
উত্তরঃ ঘ
২৬৩. কোনটি প্রাচীন নগরী নয় ?
ক. কর্ণসুবর্ণ
খ. উজ্জয়নী
গ. বিশাখাপট্টম
ঘ. পাটালিপুত্র
উত্তরঃ গ
২৬৪. বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি ?
ক. হাভার্ড
খ. তুরিন
গ. নালন্দা
ঘ. আল-হামরা
উত্তরঃ গ
২৬৫. প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ ক
২৬৬. প্রাচীনকালে এদেশের নাম ছিল –
ক. বাংলাদেশ
খ. বঙ্গ
গ. বাংলা
ঘ. বাঙ্গালা
উত্তরঃ খ
২৬৭. প্রাচীন বাংলায় জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন –
ক. রাজা কনিস্ক
খ. বিক্রমাদিত্য
গ. চন্দ্রগুপ্ত মৌর্য
ঘ. রাজা শশাংক
উত্তরঃ ঘ
২৬৮. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক. কুষ্টিয়া
খ. বগুড়া
গ. কুমিল্লা
ঘ. চাঁপাই নবাবগঞ্জ
উত্তরঃ ঘ
২৬৯. প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে?
ক. হর্ষবর্ধন
খ. শশাঙ্ক
গ. গোপাল
ঘ. লক্ষণ সেন
উত্তরঃ খ
২৭০. বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন –
ক. ধর্মপাল
খ. গোপাল
গ. শশাঙ্ক
ঘ. দ্বিতীয় চন্দ্র গুপ্ত
উত্তরঃ গ
২৭১. একসময়ে বাংলা,বিহার ও উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল-
ক. সিনহাবাদ
খ. চন্দ্রদ্বীপ
গ. গৌড়
ঘ. মাকসুদাবাদ
উত্তরঃ গ
২৭২. শশাঙ্কের রাজধানী ছিল –
ক. কর্ণসুবর্ন
খ. গৌড়
গ. নদীয়া
ঘ. ঢাকা
উত্তরঃ ক
২৭৩. প্রাচীন বাংলার কোন এলাকা কর্ণসুবর্ন নামে কথিত হতো ?
ক. মুর্শিদাবাদ
খ. রাজশাহী
গ. চট্টগ্রাম
ঘ. মেদিনীপুর
উত্তরঃ ক
২৭৪. ‘মাৎস্যন্যায়’ ধারণাটি কিসের সাথে সম্পর্কিত ?
ক. মাছ বাজার
খ. ন্যায় বিচার প্রতিষ্ঠা
গ. মাছ ধরার নৌকা
ঘ. আইন-শৃংখলাহীন অরাজক অবস্থা
উত্তরঃ ঘ
২৭৫. ‘মাৎস্যন্যায়’ বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
ক. ৫ম-৬ষ্ঠ শতক
খ. ৬ষ্ঠ -৭ম শতক
গ. ৭ম-৮ম শতক
ঘ. ৮ম-৯ম শতক
উত্তরঃ গ
২৭৬. বাংলায় প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন –
ক. শশাংঙ্ক
খ. বখতিয়ার খলজি
গ. বিজয় সেন
ঘ. গোপাল
উত্তরঃ ঘ
২৭৭. বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি?
ক. পাল বংশ
খ. সেন বংশ
গ. ভূইয়া বংশ
ঘ. গুপ্ত বংশ
উত্তরঃ ক
২৭৮. নিম্নের কোন বংশ প্রায় চারশত বছরের মত বাংলা শাসন করেছে?
ক. মৌর্য বংশ
খ. গুপ্ত বংশ
গ. পাল বংশ
ঘ. সেন বংশ
উত্তরঃ গ
২৭৯. পাল বংশের প্রথম রাজা কে?
ক. গোপাল
খ. দেবপাল
গ. মহীপাল
ঘ. রামপাল
উত্তরঃ ক
২৮০. পাল বংশের শ্রেষ্ঠ নরপতি কে ?
ক. গোপাল
খ. ধর্মপাল
গ. দেবপাল
ঘ. রামপাল
উত্তরঃ খ
২৮১. রামসাগর দীঘি কোন জেলায় অবস্থিত?
ক. রংপুর
খ. দিনাজপুর
গ. নবাবগঞ্জ
ঘ. কুড়িগ্রাম
উত্তরঃ খ
২৮২. বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?
ক. বিজয় সেন
খ. লক্ষণ সেন
গ. হেমন্ত সেন
ঘ. বল্লাল সেন
উত্তরঃ খ
২৮৩. কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন ?
ক. মুসা বিন নুসায়ের
খ. খালিদ বিন ওয়ালিদ
গ. মুহাম্মদ বিন কাসেম
ঘ. তারিক
উত্তরঃ ঘ
২৮৪. আরবদের আক্রমনের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন –
ক. মানসিংহ
খ. জয়পাল
গ. দাহির
ঘ. দাউদ
উত্তরঃ গ
২৮৫. প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন –
ক. বাবর
খ. সুলতান মাহমুদ
গ. মুহাম্মদ বিন কাসিম
ঘ. মোহাম্মদ ঘোরী
উত্তরঃ গ
২৮৬. কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন ?
ক. মুসা বিন নুসায়ের
খ. তারেক বিন জিয়াদ
গ. মুহাম্মদ বিন কাসিম
ঘ. খালেদ বিন ওয়ালিদ
উত্তরঃ গ
২৮৭. কতবার সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমন করেন ?
ক. ১৫ বার
খ. ১৬ বার
গ. ১৭ বার
ঘ. ১৮ বার
উত্তরঃ গ
২৮৮. তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন ?
ক. মুহম্মদ ঘুরী
খ. লক্ষণ সেন
গ. পৃথ্বিরাজ
ঘ. জয়চন্দ্র
উত্তরঃ গ
২৮৯. ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন –
ক. মুহম্মদ বিন কাসিম
খ. সুলতান মাহমুদ
গ. মুহম্মদ ঘুরি
ঘ. গিয়াস উদ্দীন আযম শাহ
উত্তরঃ গ
২৯০. দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা –
ক. কুতুবউদ্দীন আইবেক
খ. শামসুদ্দিন ইলতুৎমিশ
গ. গিয়াসউদ্দিন বলবন
ঘ. আলাউদ্দিন খলজী
উত্তরঃ খ
২৯১. দিল্লির সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী কে ?
ক. বেগম রোকেয়া
খ. নুর জাহান
গ. সুলতানা রাজিয়া
ঘ. মমতাজ বেগম
উত্তরঃ গ
২৯২. কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন ?
ক. আলাউদ্দিন খিলজি
খ. শের শাহ
গ. আকবর
ঘ. আওরঙ্গজেব
উত্তরঃ ক
২৯৩. কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন ?
ক. মালিক কাফুর
খ. বৈরাম খাঁন
গ. শায়েস্তা খাঁন
ঘ. মীর জুমলা
উত্তরঃ ক
২৯৪. মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন ?
ক. ইলতুৎমিশ
খ. বলবন
গ. আলাউদ্দিন খলজী
ঘ. মুহম্মদ বিন তুঘলক
উত্তরঃ গ
২৯৫. ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন ?
ক. শের শাহ
খ. মুহম্মদ বিন তুঘলক
গ. ইলতুৎমিশ
ঘ. লর্ড কর্নওয়ালিস
উত্তরঃ খ
২৯৬. দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে?
ক. সম্রাট আকবর
খ. মুহম্মদ বিন তুঘলক
গ. সম্রাট জাহাঙ্গীর
ঘ. সুলতান ইলিয়াস শাহ্
উত্তরঃ খ
২৯৭. মুহম্মদ বিন তুঘলক রাজধানী স্থানাতর করেন –
ক. করাচীতে
খ. দেবগিরিতে
গ. নগর কোটে
ঘ. ঘোড়াশালে
উত্তরঃ খ
২৯৮. বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
ক. কুসুম্বা মসজিদ
খ. বড় সোনা মসজিদ
গ. ষাট গম্বুজ মসজিদ
ঘ. সাত গম্বুজ মসজিদ
উত্তরঃ গ
২৯৯. কে ‘ষাট গম্বুজ’ মসজিদটি নির্মাণ করেন ?
ক. হযরত আমানত শাহ্
খ. যুবরাজ মুহাম্মদ আযম
গ. পীর খানজাহান আলী
ঘ. সুবেদার ইসলাম খান
উত্তরঃ গ
৩০০. ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক. খুলনা
খ. যশোর
গ. বাগেরহাট
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
নোটঃ সোহাগ তালুকদার
আরো পড়ুনঃ
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ২৫ সেট নমুনা ভাইভা প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড
- প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান ২০১৬
- প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি গণিত পিডিএফ ডাউনলোড
- প্রথম আলো প্রাইমারি মডেল টেস্ট ১ থেকে ৮০ পর্যন্ত পিডিএফ ডাউনলোড
- প্রাইমারি ম্যাথ অ্যানালাইসিস শর্ট টেকনিক পিডিএফ ডাউনলোড
- প্রাইমারি প্রস্তুতি গণিত শর্টকাট টেকনিক পিডিএফ ডাউনলোড
- বিগত সালের প্রাইমারি পরীক্ষার প্রশ্নের সমধান পিডিএফ ডাউনলোড
- প্রাইমারি নিয়োগ পরীক্ষা প্রস্তুতি বাংলা পিডিএফ ডাউনলোড
- বিগত সকল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্ন ও উত্তর
- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআই ইন্সট্রাক্টর (সাধারণ) – ২০১৯ প্রশ্ন সমাধান
- প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি সকল বিষয় পিডিএফ ডাউনলোড