বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান
পিডিএফ ডাউনলোড
বিজ্ঞান বিষয়ক সাধারন জ্ঞান
প্রশ্ন : মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয় ?
উত্তর : অবতল।
প্রশ্ন : কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায় ?
উত্তর : পানি।
প্রশ্ন : শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরের শব্দ কম হয় কেন ?
উত্তর : শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়।
প্রশ্ন : বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না ?
উত্তর : লাল , নীল, সবুজ।
প্রশ্ন : দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের ?
উত্তর : বেগুনি।
প্রশ্ন : কোনটি তড়িৎ বিশ্লেষণ যোগ্য নয় ?
উত্তর : চিনি।
প্রশ্ন : পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রানী মারা যায় ?
উত্তর : O2
প্রশ্ন : কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ?
উত্তর : বায়োগ্যাস।
প্রশ্ন : গ্যালভানাইজেশন এর কাজে ব্যবহার করা হয় কোন ধাতু?
উত্তর : জিংক।
প্রশ্ন : ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি ?
উত্তর : ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ।
প্রশ্ন : বালির প্রধান উপাদান কি ?
উত্তর : সিলিকা।
প্রশ্ন : স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয় ?
উত্তর : নাইট্রিক এসিড।
প্রশ্ন : স্টেইনলেস স্টীলে লোহার সাথে কোন ধাতু মিশানো হয় ?
উত্তর : নিকেল ও ক্রোমিয়াম।
প্রশ্ন : হাইড্রোজেনের পরমাণু তে কোনটি নেই ?
উত্তর : ইলেক্ট্রন।
প্রশ্ন : টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কেন ?
উত্তর : এটি দাঁতের ক্ষয়রোধ করে।
প্রশ্ন : ওয়াটার গ্যাসের প্রধান উপাদানগুলো কি কি ?
উত্তর : হাইড্রোজেন ও কার্বন-মনোঅক্সাইড।
প্রশ্ন : কোনটি কাঁদানে গ্যাস হিসেবে ব্যবহার করা হয় ?
উত্তর : ক্লোরোপিক্রিন।
প্রশ্ন : টেস্টিং সল্ট – এর রাসায়নিক নাম কি ?
উত্তর : মনো সোডিয়াম গ্লুটামেট, আজিনামোটো।
প্রশ্ন : কোনটি সৌর কোষে ব্যবহৃত হয় ?
উত্তর : ক্যাডসিয়াম।
প্রশ্ন : ভূমি থেকে উপরে উঠলে শ্বাসকষ্ট হয় কেন ?
উত্তর : উপরে বায়ুর চাপ বেশি থাকে।
প্রশ্ন : আলট্রাসনোগ্রাফি কি ?
উত্তর : ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং।
প্রশ্ন : হিমোগ্লোবিনের কাজ কি ?
উত্তর : অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা।
প্রশ্ন : কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না ?
উত্তর : হাইড্রোজেন।
প্রশ্ন : একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয় ?
উত্তর : শোয়া অবস্থায়।
প্রশ্ন : হীঁরা আঁধারে চক চক করে কেন ?
উত্তর : উচ্চ প্রতিসরাঙ্কের কারনে আলোর প্রতিসরণ ঘটে।
প্রশ্ন : কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ?
উত্তর : কালো ।
প্রশ্ন : বিদ্যুৎ পরিবাহী তাপমাত্রা ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে দৈর্ঘ্য বাড়ালে রোধে কি ঘটবে ?
উত্তর : রোধ বাড়বে।
প্রশ্ন : বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় ?
উত্তর : টাংস্টেন।
প্রশ্ন : কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায় ?
উত্তর : সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।
প্রশ্ন : ছাতার কাপড়ের রং সাধারণ কালো হয় কেন ?
উত্তর : কালো রং তাপ শোষন করে বলে।
প্রশ্ন : কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস ?
উত্তর : সূর্যরশ্মি।
প্রশ্ন : দৈর্ঘ্য প্রসারণ গুনাংক কোন বিষয়ের উপর নির্ভর করে ?
উত্তর : তাপমাত্রা স্কেল, বস্তুর প্রকৃতি।
এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পড়তে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন
কম্পিউটার ব্যবহারকারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ ১০০টি শর্টকাট কীঃ