Thursday, September 19, 2024
Homeবিজ্ঞানবিসিএস ও বিভিন্ন পরীক্ষায় বিজ্ঞান থেকে আসা প্রশ্ন ও উত্তর পিডিএফ...

বিসিএস ও বিভিন্ন পরীক্ষায় বিজ্ঞান থেকে আসা প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড

 বিসিএস ও বিভিন্ন পরীক্ষায় বিজ্ঞান থেকে আসা প্রশ্ন ও উত্তর

পিডিএফ ডাউনলোড

১০-৩০ তম বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় বিজ্ঞান থেকে আসা প্রশ্ন ও উত্তর বিজ্ঞানের প্রশ্ন যে কোন পরীক্ষায় কমন নিশ্চিত

১) আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। (১০ তম বিসিএস )

২) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার। (২২ তম বিসিএস )

৩) এনজিও প্লাষ্টি হচ্ছে হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম বিসিএস)

৪) কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য লৌহ (১০তম বিসিএস)

৫) কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন (২০তম বিসিএস)।

৬) কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে (১৬তম বিসিএস)।

৭) কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিনে (২৭তম বিসিএস)।

৮) ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে চুম্বক ক্ষেত্র হিসাবে (২৩তম বিসিএস)।

৯) ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম ডলি (১৯তম বিসিএস)।

১০) গ্যালিলিও’ হলো পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ। (১৮ তম বিসিএস )

১১) গ্লিসারিন দ্রবীভূত হয় না পানিতে (২৮তম বিসিএস)।

১২) চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না, কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই (১৬তম বিসিএস)।

১৩) জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে (১০তম বিসিএস)।

১৪) জোয়ার ভাটার তেজকটাল হয় অমাবস্যায় (১৮তম বিসিএস)।

১৫) টুথপেষ্টের প্রধান উপাদান সাবান ও পাউডার। (১৭ তম বিসিএস )

১৬) ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে সেটি সিলিকন চিপ (১৫তম বিসিএস)।

১৭) তামার সাথে যে উপাদান মেশালে পিতল হয় দস্তা (জিঙ্ক) (২৩তম বিসিএস)।

১৮) দিনরাত্রি সর্বত্র সমান নিরক্ষরেখায়। (২৮ তম বিসিএস)

১৯) পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ আলোর প্রতিসরণ। (১৩ তম বিসিএস)

২০) পিসি কালচার’ বলতে বুঝায় মৎস্য চাষ (২৩তম বিসিএস)।

২১) বাদুড় চলাফেরা করে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে। (২৭ তম বিসিএস )

২২) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর ৫ জুন (৩০তম বিসিএস)।

২৩) বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি টাংষ্টেন। (২৯ তম বিসিএস)

২৪) ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ। (২২ তম BCS)

২৫) মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান ভাইকিং (১৩তম বিসিএস)।

২৬) মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। (১০ তম বিসিএস )

২৭) মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর মেলানিন (২৭তম বিসিএস)।

২৮) মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য ১৮ ইঞ্চি (প্রায়) (২৮তম বিসিএস)।

২৯) যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্য গ্রহণ। (২৩ তম বিসিএস )

৩০) যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন ‘K’ (২৬তম বিসিএস)।

৩১) যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে দর্পণ। (২৩ তম বিসিএস )

৩২) যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন (২০তম বিসিএস)।

৩৩) রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয় গামা রশ্মি। (২৪ তম বিসিএস )

৩৪) রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা (২৮তম বিসিএস)।

৩৫) শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিও মিটার (২৬তম বিসিএস)।

৩৬) সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন। (১০ তম বিসিএস)

৩৭) সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা ফ্যাদোমিটার। (২০ তম বিসিএস )

৩৮) সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় সবুজ আলোতে (২৬তম বিসিএস)।

৩৯) সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয় অবতল (১৩তম বিসিএস)।

৪০) CNG -এর অর্থ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস (২৫তম বিসিএস)।

৪১) অ্যাসিড আবিস্কার হয় কবে ? ১৯৮১ সালে

৪২) অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ? লাল করে

৪৩) আকাশ নীল দেখায় কেন ? নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি

৪৪) আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ? মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে

৪৫) আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ?

উত্তরঃ টারটারিক অ্যাসিড

৪৬) আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ?

 উত্তরঃ চার্লস ব্যাবেজ

৪৭) আপেলে কোন অ্যাসিড থাকে ?

উত্তরঃ সালিক অ্যাসিড

৪৮) আমলকিতে কোন অ্যাসিড থাকে ?

উত্তরঃ অক্সালিক অ্যাসিড

৪৯) আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে ?

উত্তরঃ পেপসিন

৫০) আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ?

উত্তরঃ সিলভারের

৫১) আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে ?

উত্তরঃ কঠিন অবস্থায়

৫২) আলকাতরা কী থেকে তৈরী হয় ?

উত্তরঃ কয়লা

৫৩) আলোর গতির আবিস্কারক কে ?

উত্তরঃ এ মাইকেলসন

৫৪) ইউরোসিল কোথায় থাকে?

উত্তরঃ RNA তে।

৫৫) ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?

উত্তরঃ অগ্নাশয়ে

৫৬) ইন্টারফেরন কি?

উত্তরঃ ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো প্রোটিনের সমষ্টি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

৫৭) ইলেকট্রন কে আবিস্কার করেন ?

উত্তরঃ জন থম্পসন

৫৮) ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ?

উত্তরঃ কার্বন

৫৯) ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?

উত্তরঃ ০.১৫ – ১.৫ %

৬০) উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?

উত্তরঃ মাংশ

৬১) উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ?

উত্তরঃ গ্রাফাইট

৬২) ‘উড স্পিরিট ‘ কী ?

উত্তরঃ মিথাইল এলকোহল

৬৩) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ?

উত্তরঃ ট্যাকমিটার

৬৪) উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ?

উত্তরঃ থিও ফ্রাসটাস

৬৫) উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি ?

উত্তরঃ Cycas

৬৬) উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ?

উত্তরঃ ফুল

৬৭) একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ?

উত্তরঃ ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড

৬৮) এটম বোমা কে আবিস্কার করেন ?

উত্তরঃ অটোহ্যান

৬৯) এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয় ?

উত্তরঃ আমাশয়

৭০) এ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া ?

উত্তরঃ ঘামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতি

৭১) কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য ?

উত্তরঃ ক্যালসিয়াম অক্রলিক

৭২) কচু শাকে কি বেশি থাকে ?

উত্তরঃ লৌহ

৭৩) কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ?

উত্তরঃ পরিবহন পদ্ধতিতে

৭৪) কফিতে কোন উপাদান থাকে ?

উত্তরঃ ক্যাফেইন

৭৫) কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ?

উত্তরঃ এসকরবিক অ্যাসিড

৭৬) কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা ?

উত্তরঃ বাড়ে

৭৭) কম্পিউটার কে আবিস্কার করেন ?

উত্তরঃ হাওয়ার্ড এইকিন

৭৮) কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ?

উত্তরঃ ৩ টি

৭৯) কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ?

উত্তরঃ করপিক্রিন

৮০) কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ?

উত্তরঃ বালি

৮১) কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি?

উত্তরঃ ইন্টারফেরণ প্রয়োগ

৮২) কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ?

উত্তরঃ সিনকোনা

৮৩) কে প্রথম রোবট আবিস্কার করেন ?

উত্তরঃ উইলিয়াম গে ওয়ালটার

৮৪) কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন ?

উত্তরঃ বেটসন ( ১৯০৮ সালে।

 

৮৫) কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?

উত্তরঃ ত্বকের

৮৬) কোন অধাতু বিত্দুত অপরিবাহী ?

উত্তরঃ গ্রাফাইট

৮৭) কোন উদ্ভিদ আমিষ ?

উত্তরঃ ডাল

৮৮) কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?

উত্তরঃ লাইগেজ।

৮৯) কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ?

উত্তরঃ এবি গ্রুপ কে

৯০) কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ?

উত্তরঃ ও গ্রুপ

৯১) কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ?

উত্তরঃ গরুর

৯২) কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?

উত্তরঃ শুশুক

৯৩) কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?

উত্তরঃ তামা

৯৪) কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ?

উত্তরঃ পুরুষ

৯৫) কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?

উত্তরঃ কঠিন মাধ্যমে

৯৬) কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?

উত্তরঃ ব্রোমিন

৯৭) কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?

উত্তরঃ পারদ

৯৮) কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ?

উত্তরঃ কালো

৯৯) কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?

উত্তরঃ প্লাটিপাস

১০০) কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ?

উত্তরঃ পরমানুর প্রোটন সংখ্যা

১০১) কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ?

উত্তরঃ নিউক্লিয়াস

১০২) ক্যালকুলাস কে আবিস্কার করেন ?

উত্তরঃ নিউটন

১০৩) ক্রোমোজোমে কোন কোন মৌলিক পদার্থ থাকে?

উত্তরঃ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম , লৌহ

১০৪) ক্রোমোজোমের প্রোটিন কয় প্রকার ?

উত্তরঃ ২ প্রকার। ১. হিস্টোন ২. নন-হিস্টোন

১০৫) ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ?

উত্তরঃ ডলি

 

১০৬) ক্লোনিং কত প্রকার?

উত্তরঃ ৩ প্রকার জিন , সেল, জীব ক্লোনিং

১০৭) ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে ?

উত্তরঃ গ্যাসীয় অবস্থায়

১০৮) ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন ?

উত্তরঃ ভিটামিন-কে  

১০৯) ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে ?

উত্তরঃ নীল করে

১১০) খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে ?

উত্তরঃ শুটকি মাছে

১১২) খাবার লবনের রাসায়নিক নাম কী ?

উত্তরঃ সোডিয়াম ক্লোরাইড

১১৩) গলগন্ড রোগ হয় কিসের অভাবে ?

উত্তরঃ আয়োডিনের অভাবে

১১৪) গ্যাভানাইজিং কী ?

উত্তরঃ লোহার উপর দস্তার প্রলেপ

১১) গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো ?

উত্তরঃ সাদা

১১৫) চাদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন ?

উত্তরঃ বাতাস নেই বলে

১১৬) চাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী ?

উত্তরঃ অ্যাপোলো -১১

১১৭) চাদের বুকে কে প্রথম অবতরণ করে ?

উত্তরঃ নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন

১১৮) চাদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ?

উত্তরঃ ২১ জুলাই , ১৯৬৯ সালে

১১৯) চায়ের পাতায় কোন উপাদান থাকে ?

উত্তরঃ থিন

১২০) চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায় ?

উত্তরঃ মেরু বিন্দুতে

১২১) জীনের রাসায়নিক গঠন কী ?

উত্তরঃডি এন এ

১২২) জীব RNA কোষে কয় প্রকার?

উত্তরঃ ৩ প্রকার  rRNA, mRNA, tRNA.

১২৩) জীব জগতের বৈচিত্রের নিয়ন্ত্রককে?

উত্তরঃ জীন

১২৪) জীব দেহের শক্তির উত্স কী ?

উত্তরঃ খাদ্য

১২৫) জীব প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত নতুন প্রাণী কিংবা উদ্ভিদকে কি বলে ?

উত্তরঃ ট্রান্সজেনিক প্রানী

১২৬) জীব প্রযুক্তির উদাহরণ কোন গুলো ?

উত্তরঃ অনুজীব বিজ্ঞান, টিস্যু কালচার , জিন প্রকৌশল

 

১২৭) জীব বিজ্ঞানের জনক কে ?

উত্তরঃ এরিস্টটল

১২৮) জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ?

উত্তরঃ ব্যাবহৃত হয় ফরমালিন

১২৯) জীবাণু বিদ্যার জনক কে ?

উত্তরঃ ভন লিউয়েন হুক .

১৩০) জীবের বংশ গতির একক কোনটি ?

উত্তরঃ জিন

১৩১) জুভেনাইল গ্লুকোমা অক্ষিগোলোকের

উত্তরঃ কাঠিন্য

১৩২) টুথপেস্টের প্রধান উপাদান কী ?

উত্তরঃ সাবান ও পাউডার

১৩৩) টেলিভিশন কে আবিস্কার করেন ?

উত্তরঃ জন এল বেয়ার্ড

১৩৪) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী ?

উত্তরঃ সোডিয়াম মনো গ্লুটামেট

১৩৫) ট্রান্সজেনিক প্রানী উদ্ভাবনের মাধ্যমে প্রাণীগুলোর দুধ, রক্ত, মূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহোরণ করার প্রক্রিয়াকে কি বলে?

উত্তরঃ মলিকুলার ফার্মিং

১৩৬) ঠোটের কোনা মুখের ঘা কিসের অভাবে হয় ?

উত্তরঃ ভিটামিন -বি -২

১৩৭) ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে ?

উত্তরঃ ইনসুলিন

১৩৮) ডিএনএ টেস্টের মাধ্যমে পিতামাতা- সন্তান কত ভাগ মিল পাওয়া যায় ?

উত্তরঃ ৯৯.৯%

১৩৯) ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে ?

উত্তরঃ কঠিন কার্বন ডাই অক্সাইড কে

১৪০) তবকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে ?

উত্তরঃ কেঁচো .

১৪১) তরঙ্গ দর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্নতা ?

উত্তরঃ কমে

১৪২) তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ?

উত্তরঃ পরিচলন পদ্ধতিতে

১৪৩) তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে ?

উত্তরঃ নিকোটিন

১৪৪) তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয় ?

উত্তরঃ ব্রোঞ্জ

১৪৫) তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উত্পন্ন হয় ?

উত্তরঃ পিতল

১৪৬) তেঁতুলে কোন অ্যাসিড থাকে ?

উত্তরঃ টারটারিক অ্যাসিড

১৪৭) থাইমিন কোথায় থাকে?

উত্তরঃ ডিএনএ ।

১৪৮) দই কি ?

উত্তরঃ দুধের জমাট বাঁধা ব্যাকটেরিয়া

১৪৯) দাড়ি গোফ গজায় কোন হরমোনের কারণে ?

উত্তরঃ টেসটেস্টোরেন হরমোন

১৫০) দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ ?

উত্তরঃ কনস

১৫১) দুধে কোন অ্যাসিড থাকে ?

উত্তরঃ ল্যাকটিক অ্যাসিড

১৫২) দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয় ?

উত্তরঃ ল্যাকটোমিটার

১৫৩) দুধের প্রোটিনের নাম কী ?

উত্তরঃ কেজিন

১৫৪) দুধের শর্করাকে কী বলে ?

উত্তরঃ ল্যাকটোজ

১৫৫) দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ?

উত্তরঃ বেগুনী

১৫৬) দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ?

উত্তরঃ লাল

১৫৭) নবায়নযোগ্য শক্তির উত্স কোথায় ?

উত্তরঃ ফুয়েল সেল

১৫৮) নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে ?

উত্তরঃ ধমনীর মাধ্যমে

১৫৯) নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ?

উত্তরঃ নারীর

১৬০) নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ?

উত্তরঃ ১৯৫৮ সালে

১৬১) নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তরঃ যুক্তরাষ্টের ফ্লোরিডায়

১৬২) নিউট্রন আবিস্কার করেন কে ?

উত্তরঃ চ্যোডইউক

১৬৩) নিউমোনিয়া রোগ হয় কোথায় ?

উত্তরঃ ফুসফুসে

১৬৪) নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?

উত্তরঃ ডাল

১৬৫) পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ?

উত্তরঃ নিউট্রন

১৬৬) পরমানুর নিউক্লিয়াসে কি থাকে ?

উত্তরঃ প্রোটন ও নিউট্রন

১৬৭) পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?

উত্তরঃ ইলেকট্রন

১৬৮) পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?

উত্তরঃ প্রোটন

 

১৬৯) পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি ?

উত্তরঃ ইলেকট্রন

১৭০) পারমানবিক বোমা কে আবিস্কার করেন ?

উত্তরঃ ওপেন হেমার

১৭১) পাহাড়ে ওঠা কষ্টকর কেন ?

উত্তরঃ অভিকর্ষজ বলের বিপরীদে কাজ করার জন্য

১৭২) পুরুষ মানুষের জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমোজম ?

উত্তরঃ Yক্রোমোজম

১৭৩) পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে ?

উত্তরঃ নিউরন

১৭৪) পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত ?

উত্তরঃ ১০৯ টি

১৭৫) পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন ?

উত্তরঃ শূন্য

১৭৬) পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি ?

উত্তরঃ বামন চিকা

১৭৭) পৃথিবীর দ্রুততম পাখি কোনটি ?

উত্তরঃ সুইফট বার্ড

১৭৮) পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ?

উত্তরঃ উইরি গ্যাগারিন (১৯৬১ সালে)

১৭৯) পেনিসিলিন কে আবিস্কার করেন ?

উত্তরঃ আলেকজান্ডার ফ্লেমিং

১৮০) পেসমেকার কে আবিস্কার করেন ?

উত্তরঃ জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী , ১৯৫৮ সালে

১৮১) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি ?

উত্তরঃ ৭০ টি

১৮২) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি ?

উত্তরঃ ৯২ টি

১৮৩) প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত ?

উত্তরঃ ৫০ টি

১৮৪) প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি ?

উত্তরঃ হীরা

১৮৫) প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত ?

উত্তরঃ ৭২ বার

১৮৬) প্রথম কম্পিউটার প্রোগামের রচয়িতা কে ?

উত্তরঃ লেডী এ্যাডো অগাস্টা

১৮৭) প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী ?

উত্তরঃ মিথেন

১৮৮) প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে ?

উত্তরঃ কেঁচো .

১৮৯) প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে ?

উত্তরঃ মাইটোকন্ড্রিয়া

 

১৯০) প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন ?

উত্তরঃ ভিটামিন-ই

১৯১) প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারণ কী ?

উত্তরঃ উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি

১৯২) প্রোটন কণিকা আবিস্কার করেন কে ?

উত্তরঃ রাদারফোর্ড

১৯৩) প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী ?

উত্তরঃ দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন

১৯৪) ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ?

উত্তরঃ ৯৮.৪ ডিগ্রী

১৯৫) ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ?

উত্তরঃ মাছ

১৯৬) বংশ গতিবিদ্যার জনক কে ?

উত্তরঃ মেন্ডেল

১৯৭) বংশগতির ভৌত ভিত্তি কে?

উত্তরঃ ক্রোমোজোম

১৯৮) বট গাছের আঠায় কোন এমজাইম থাকে?

উত্তরঃ ফাইসিন যা কৃমিরোগে ব্যবহৃত হয়

১৯৯) বাংঙের হৃতপিন্ডের প্রকোষ্ট কয়টি ?

উত্তরঃ ৩ টি

২০০) বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কাকে বলে ?

উত্তরঃ রাজ কাঁকড়া

 

 

                   ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
 
 Download From Google Drive 
 
Download From Yandex
 
 
 
প্রয়োজনীয় মূর্হুতে খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

    এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পড়তে নিচের                          দেওয়া লিংকে ক্লিক করুন

 
 
 
 
 

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ ১০০টি শর্টকাট কীঃ

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!