Wednesday, September 18, 2024
HomePDF ডাউনলোডবাংলাদেশের প্রথম সাধারণ জ্ঞান জেনে নিন পিডিএফ ডাউনলোড

বাংলাদেশের প্রথম সাধারণ জ্ঞান জেনে নিন পিডিএফ ডাউনলোড

বাংলাদেশের প্রথম সাধারণ জ্ঞান নিন রাখুন

পিডিএফ ডাউনলোড

 

প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি — সৈয়দ নজরুল ইসলাম।

প্রথম জাতীয় সংসদ নির্বাচন — ৭মার্চ ১৯৭৩।

প্রথম প্রেসিডেন্ট — শেখ মুজিবুর রহমান।

প্রথম প্রধানমন্ত্রী — তাজউদ্দিন আহমেদ।

 প্রথম অর্থমন্ত্রী — ক্যাপ্টেন এম. মনসুর আলী।

প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী — এ. এইচ. এম. কামরুজ্জামান।

প্রথম পররাষ্ট্রমন্ত্রী — খন্দকার মুশতাক আহমেদ।

প্রথম মহিলা প্রধানমন্ত্রী — বেগম খালেদা জিয়া।

প্রথম বানিজ্য জাহাজ — বাংলার দূত।

প্রথম মহিলা উপাচার্য — ফারজানা ইসলাম।

প্রথম সংসদের স্পীকার — মোহাম্মদ উল্ল্যাহ।

প্রথম মহিলা স্পিকার — শিরিন শারমিন চৌধূরী।

প্রথম বিমানবাহিনী প্রধান — একে খন্দকার।

প্রথম সেনাবাহিনী প্রধান — জেনারেল এমএজি ওসমানী।

প্রথম জাতীয় অধ্যাপক — শিল্পাচার্য জয়নুল আবেদীন।

 প্রথম নিরক্ষরমুক্ত জেলা — মাগুড়া।

 প্রথম রণতরী — বি এন এস পদ্মা।

 প্রথম পতাকা উত্তলন — ২ মার্চ ১৯৭১(ঢাকা বিশ্ববিদ্যালয়)।

প্রথম মুদ্রা চালু হয় — ৪ মার্চ ১৯৭২।

প্রথম বিমান চালু হয় — ৪ ফেব্রুয়ারি ১৯৭২।

  প্রথম বিশ্ববিদ্যালয় — ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১সাল)।

প্রথম নির্বাচন কমিশনার — বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস।

 প্রথম বাংলা ছায়াছবি — মুখ ও মুখোশ(১৯৫৬)।

প্রথম স্বাধীন জেলা — যশোর।

প্রথম ডিজিটাল জেলা — যশোর।

 প্রথম এভারেস্ট জয়ী — মুসা ইব্রাহিম।

প্রথম মহিলা এভারেস্ট জয়ী — নিশাত মজুমদার।

প্রথম মহিলা পুলিশ নিয়োগ — ১৯৭৪।

 প্রথম মহিলা পাইলট — কানিজ ফাতেমা রোকসানা।

প্রথম টেস্টটিউব শিশুর মা — ফিরোজা বেগম।

 প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম — কচুবাড়ী কৃষ্টপুর (ঠাকুরগাও জেলার সালন্দ ইউনিয়নের একটি গ্রাম)।

প্রথম জাদুঘর — বরেন্দ্র জাদুঘর।

প্রথম শিক্ষা কমিশন — কুদরত -এ- খুদা শিক্ষা কমিশন(১৯৭২)।

প্রথম ভাসমান হাসপাতালের নাম — জীবন তরী।

 প্রথম সংসদের স্পীকার — মোহাম্মদ উল্ল্যাহ।

 প্রথম প্রধান বিচারপতি — এ.এস.এম সায়েম।

প্রথম অ্যাটার্নি জেনারেল — এম এইচ খন্দকার।

প্রথম মহিলা ব্রিগেডিয়ার — সুরাইয়া রহমান।

প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি — স্যার পি জে হার্টস।

 প্রথম মহিলা সবিচ — জাকিয়া সুলতানা।

প্রথম বিশ্ববিদ্যালয় — ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রথম বাংলাদেশ ব্যাংকের গর্ভনর — এ এন হামিদুল্লাহ।

প্রথম মহিলা অভিনেত্রী — বনানী চৌধুরী।

প্রথম পতাকা উত্তোলন কারী — আ স ম আব্দুর বর।

প্রথম মহিলা ব্যারিস্টার — রাবেয়া ভূঁইয়া।

প্রথম মহিলা বিচারপতি — নাজমুন আরা সুলতানা।

প্রথম জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক — আমিনুল ইসলাম বুলবুল।

প্রথম নিরক্ষরমুক্ত জেলা — মাগুরা।

প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক — জাকারিয়া পিন্টু।

প্রথম মহিলা সিটি মেয়র — সেলিনা হায়াৎ আইভি।

প্রথম মহিলা জাতীয় অধ্যাপক — ড.সুফিয়া কামাল ।

প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি — রাজশাহী।

 প্রথম ভু-উপগ্রহ কেন্দ্র — বেতবুনিয়া, রাঙ্গামাটি।

 প্রথম মহিলা কারাগার — কাশিমপুর, গাজীপুর।

প্রথম মহিলা ডাক্তার — জোহরা বেগম কাজী ।

ঢাবির প্রথম উপমহাদেশীয় ভিসি — স্যার এফ রহমান।

প্রথম অলিম্পিক অংশগ্রহণ — ১৯৮৪, লসএঞ্জেলস।

প্রথম সংস্থার সদস্য — কমনওয়েলথ ।

প্রথম পিএসসির মহিলা চেয়ারম্যান — জেড এন তাহমিদা গেম।

প্রথম মহিলা কূটনৈতিক — তাহমিনা খান ডলি।

প্রথম মহিলা রাষ্ট্রদূত — মাহমুদা বেগম।

  প্রথম গণপরিষদের স্পিকার — শাহ আব্দুল হামিদ।

 প্রথম ওয়াইফাই নগরী — সিলেট ।

 প্রথম যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী — ড.মহম্মদ ইউনুস।

 

 

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

 
 Download From Google Drive 
 
Download From Yandex
 
প্রয়োজনীয় মূর্হুতে খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!