বাংলাদেশের প্রথম সাধারণ জ্ঞান নিন রাখুন
পিডিএফ ডাউনলোড
প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি — সৈয়দ নজরুল ইসলাম।
প্রথম জাতীয় সংসদ নির্বাচন — ৭মার্চ ১৯৭৩।
প্রথম প্রেসিডেন্ট — শেখ মুজিবুর রহমান।
প্রথম প্রধানমন্ত্রী — তাজউদ্দিন আহমেদ।
প্রথম অর্থমন্ত্রী — ক্যাপ্টেন এম. মনসুর আলী।
প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী — এ. এইচ. এম. কামরুজ্জামান।
প্রথম পররাষ্ট্রমন্ত্রী — খন্দকার মুশতাক আহমেদ।
প্রথম মহিলা প্রধানমন্ত্রী — বেগম খালেদা জিয়া।
প্রথম বানিজ্য জাহাজ — বাংলার দূত।
প্রথম মহিলা উপাচার্য — ফারজানা ইসলাম।
প্রথম সংসদের স্পীকার — মোহাম্মদ উল্ল্যাহ।
প্রথম মহিলা স্পিকার — শিরিন শারমিন চৌধূরী।
প্রথম বিমানবাহিনী প্রধান — একে খন্দকার।
প্রথম সেনাবাহিনী প্রধান — জেনারেল এমএজি ওসমানী।
প্রথম জাতীয় অধ্যাপক — শিল্পাচার্য জয়নুল আবেদীন।
প্রথম নিরক্ষরমুক্ত জেলা — মাগুড়া।
প্রথম রণতরী — বি এন এস পদ্মা।
প্রথম পতাকা উত্তলন — ২ মার্চ ১৯৭১(ঢাকা বিশ্ববিদ্যালয়)।
প্রথম মুদ্রা চালু হয় — ৪ মার্চ ১৯৭২।
প্রথম বিমান চালু হয় — ৪ ফেব্রুয়ারি ১৯৭২।
প্রথম বিশ্ববিদ্যালয় — ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১সাল)।
প্রথম নির্বাচন কমিশনার — বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস।
প্রথম বাংলা ছায়াছবি — মুখ ও মুখোশ(১৯৫৬)।
প্রথম স্বাধীন জেলা — যশোর।
প্রথম ডিজিটাল জেলা — যশোর।
প্রথম এভারেস্ট জয়ী — মুসা ইব্রাহিম।
প্রথম মহিলা এভারেস্ট জয়ী — নিশাত মজুমদার।
প্রথম মহিলা পুলিশ নিয়োগ — ১৯৭৪।
প্রথম মহিলা পাইলট — কানিজ ফাতেমা রোকসানা।
প্রথম টেস্টটিউব শিশুর মা — ফিরোজা বেগম।
প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম — কচুবাড়ী কৃষ্টপুর (ঠাকুরগাও জেলার সালন্দ ইউনিয়নের একটি গ্রাম)।
প্রথম জাদুঘর — বরেন্দ্র জাদুঘর।
প্রথম শিক্ষা কমিশন — কুদরত -এ- খুদা শিক্ষা কমিশন(১৯৭২)।
প্রথম ভাসমান হাসপাতালের নাম — জীবন তরী।
প্রথম সংসদের স্পীকার — মোহাম্মদ উল্ল্যাহ।
প্রথম প্রধান বিচারপতি — এ.এস.এম সায়েম।
প্রথম অ্যাটার্নি জেনারেল — এম এইচ খন্দকার।
প্রথম মহিলা ব্রিগেডিয়ার — সুরাইয়া রহমান।
প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি — স্যার পি জে হার্টস।
প্রথম মহিলা সবিচ — জাকিয়া সুলতানা।
প্রথম বিশ্ববিদ্যালয় — ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রথম বাংলাদেশ ব্যাংকের গর্ভনর — এ এন হামিদুল্লাহ।
প্রথম মহিলা অভিনেত্রী — বনানী চৌধুরী।
প্রথম পতাকা উত্তোলন কারী — আ স ম আব্দুর বর।
প্রথম মহিলা ব্যারিস্টার — রাবেয়া ভূঁইয়া।
প্রথম মহিলা বিচারপতি — নাজমুন আরা সুলতানা।
প্রথম জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক — আমিনুল ইসলাম বুলবুল।
প্রথম নিরক্ষরমুক্ত জেলা — মাগুরা।
প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক — জাকারিয়া পিন্টু।
প্রথম মহিলা সিটি মেয়র — সেলিনা হায়াৎ আইভি।
প্রথম মহিলা জাতীয় অধ্যাপক — ড.সুফিয়া কামাল ।
প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি — রাজশাহী।
প্রথম ভু-উপগ্রহ কেন্দ্র — বেতবুনিয়া, রাঙ্গামাটি।
প্রথম মহিলা কারাগার — কাশিমপুর, গাজীপুর।
প্রথম মহিলা ডাক্তার — জোহরা বেগম কাজী ।
ঢাবির প্রথম উপমহাদেশীয় ভিসি — স্যার এফ রহমান।
প্রথম অলিম্পিক অংশগ্রহণ — ১৯৮৪, লসএঞ্জেলস।
প্রথম সংস্থার সদস্য — কমনওয়েলথ ।
প্রথম পিএসসির মহিলা চেয়ারম্যান — জেড এন তাহমিদা গেম।
প্রথম মহিলা কূটনৈতিক — তাহমিনা খান ডলি।
প্রথম মহিলা রাষ্ট্রদূত — মাহমুদা বেগম।
প্রথম গণপরিষদের স্পিকার — শাহ আব্দুল হামিদ।
প্রথম ওয়াইফাই নগরী — সিলেট ।
প্রথম যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী — ড.মহম্মদ ইউনুস।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন