বাংলা সাহিত্য এর প্রবন্ধ, গল্প, উপন্যাস, নাটক ও কাব্যসহ
রচনাবলীর লেখকের নাম
v শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত
গল্প ও উপন্যাস সহজে মনে রাখার উপায়:
গল্প: বিলাসীর মেজদিদি বিন্দুর দুই ছেলে মহেশ ও পরেশ আর এক মেয়ে সতী, মন্দিরের জমি নিয়ে মামলার ফলে তারা আজ কপর্দকশূন্য।
১) ছবি
২) বিলাসী
৩) পরেশ
৪) সতী
৫) মহেশ
৬) মন্দির,
৭) মামলার ফল
৮) বিন্দুর ছেলে
৯) মেজদিদি
উপন্যাস: অরক্ষনীয় গৃহের ছবি দেখে কাশীনাথ শ্রীকান্তকে বললেন “চরিত্রহীন দেবদাস পশুর সমান”
১) চ – চরিত্রহীন
২) দেব- দেবদাস
৩) দে-দেনাপাওনা
৪) দাস –বিপ্রদাশ
৫) প-পরিনীতা
৬) শু- পন্ডিত মশাই
৭) র- পথের দাবী
৮) স-পল্লী সমাজ
৯) মা- রামের সুমতি
১০) ন –চন্দ্রনাথ
অথবা
গৃহদাহ পল্লীসমাজে বড়দিদি মেজদিদিকে নিয়ে বসবাস করে । সেখানে চরিত্রহীন চন্দ্রনাথও ছিল। দেবদাস ও বিপ্রদাসের মধ্যে কিছু দেনাপাওনা ছিল।
শেষের পরিচয় ঘটল শ্রীকান্ত ও শুভদার দাবী তুলে তারা শেষপ্রশ্ন করল। নববিধানে নিষ্কৃতি মিলল। দত্তা বৈকুন্ঠের উইল করিয়া বিরাজ বৌকে পরিণীতা হিসেবে গ্রহণ করবে।”
১) গৃহদাহ
২) পল্লীসমাজ
৩) মেজদিদি
৪)চরিত্রহীন
৫) চন্দ্রনাথ
৬) দেবদাস
৭)বিপ্রদাস
৮) দেনাপাওনা
৯) শেষের পরিচয়
১০) শ্রীকান্ত
১১) শুভদা
১২) পথের দাবী
১৩) শেষপ্রশ্ন
১৪) নববিধানে
১৫) দত্তা
১৬) বৈকুন্ঠের উইল
১৭) বিরাজ বৌ এবং
১৮) পরিণীতা
v দ্বিজেন্দ্রলাল রায় রচিত নাটক
মনে রাখার সহজ উপায়:
নাটকঃ ক –সি সাবনূর প্রায় এক ঘরে জন্ম নিলে প্রতাপ চন্দ্র দাসের আনন্দের পতন ঘটে।
১) ক – কল্কি অবতার
২) সি –সিংহল বিজয়
৩) সাবনুর- বঙ্গনারী
৪) সা- সাজাহান
৫) নূর-নূরজাহান
৬) প্রায় – প্রায়চিত্ত
৭) জন্ম –পূনর্জন্ম
৮) প্রতাপ -প্রতাপ সিংহ
৯) চন্দ্র –চন্দ্রগুপ্ত
১০) দাস –দূর্গাদাস
১১) আনন্দ –আনন্দ বিদায়
v ইসমাইল হোসেন সিরাজী
উপন্যাস মনে রাখার সহজ উপায়:
“রানুর ফিতা”
১) রা – রায় নন্দিনী
২) নুর-নুর উদ্দিন
৩) ফি- ফিরোজা বেগম
৪) তা –তারাবাঈ
কাব্য ও মহাকাব্য: “নব-উদ্দীপনা উচ্ছাসে অনল প্রবাহে তুরস্কে ভ্রমন করে স্পেন বিজয় করল”কাব্য:
১) নবউদ্দীপনা
২) উচ্ছ্বাস
৩) অনলপ্রবাহ
ভ্রমণ কাহিনী: তুরস্ক ভ্রমন মহাকাব্য: স্পেন বিজয়
v ফররুখ আহমদ-এর রচনা সহজে মনে রাখার উপায়:
কাব্যঃ সাত সাগরের মাঝি সিরাজুম মুনীরা মুহূর্তের মধ্যেই নৌফেল ও হাতেম তাই এর জন্য পাখির বাসা বানাল।
১) সাত সাগরের মাঝি
২) সিরাজুম মুনীরা
৩) মুহূর্তের কবিতা
৪) হাতেম তাই
৫) নৌফেল ও হাতেম
৬) পাখির বাসা দরিয়া, শেষ রাত্রি, লাশ – সাত সাগরের মাঝি কাব্যের অন্তর্গত।
v নবীন চন্দ্রসেন এর
রচনা সহজে মনে রাখার উপায়:
পলাশীর যুদ্ধ এবং কুরুক্ষেত্রে যুদ্ধের দুই সৈনিক রৈবতক আর প্রভাস যুদ্ধ না করে অবকাশ রঞ্জিনী পালন করছিল।”
১) পলাশীর যুদ্ধ – গাঁথাকাব্য
২) কুরুক্ষেত্র, রৈবতক, প্রভাস –ত্রয়ী মহাকাব্য
৩) অবকাশ রঞ্জিনী- কাব্য
৬) মুনীর চৌধুরী অনুবাদকৃত নাটক ও স্বরচিত নাটক মনে রাখার সহজ উপায়:
মুখরা রমনীর শয়নকক্ষে রুপার কৌটায় রাখা দন্ডকারন্যের রক্তাক্ত প্রান্তরে কবরে শায়িত এক যোদ্ধার চিঠির বিষয়ে ঘরের কেউ কিছু বলতে পারেনা।”
অনুবাদ নাটক:
১) মুখরা রমনী বশীকরন
২) রুপার কৌটা
৩) কেউ কিছু বলতে পারেনা
নাটক:
১) রক্তাক্ত প্রান্তর
২) চিঠি
৩) দন্ডকারন্য
৪) কবর
v জসীম উদ্দীন এর কাব্য, নাটক এবং উপন্যাস সহজে মনে রাখার উপায়:
নাটক: পদ্মা পাড়ের বেদের মেয়ে মধুমালার সাথে অন্য গ্রামের মেয়ে এক পল্লীবধূর বন্ধুত্ব সবার মুখে মুখে ”
১) পদ্মাপাড়
২) বেদের মেয়ে
৩) মধুমালা
৪) পল্লীবধূ
৫) গ্রামের মেয়ে
উপন্যাস: বোবা কাহিনী
কাব্য: “হলুদ বরনীর দেশে হাসু , ডালিম কুমার, সখিনা ও সূচয়নী ভয়াবহ সেই দিনগুলোতে এক পয়সার বাশি বাজিয়ে ধানক্ষেতের বালুচরে মাটির তৈরী কবর জলে লেখা নকশী কাথার কাফন মুড়িয়ে সোজন বাদিয়ার ঘাটে এসে রাখালীর মা পল্লী জননী রঙ্গিলা নায়ের মাঝির জন্য কাঁদতে লাগল।”
১) হলুদ বরনী,
২) জলে লেখন
৩) হাসু,
৪) নকশী কাথার মাঠ
৫) ডালিম কুমার,
৬) কাফনের মিছিল
৭) সখিনা,
৮) সোজন বাদিয়ার ঘাঁট
৯) সূচয়নী,
১০) রাখালীর মা,
১১) ভয়াবহ সেই দিনগুলোতে,
১২) রঙ্গিলা নায়ের মাঝি,
১৩) এক পয়সার বাশি,
১৪) মা যে জননী কাদে
১৫) ধানক্ষেত,
১৬) বালুচর
১৭) মাটির কান্না
v জীবনানন্দ দাশ এর প্রবন্ধ, উপন্যাস ও কাব্য সহজে মনে রাখার উপায়:
সতীর্থ তার জলপাইহাটী নিবাসী বান্ধবী কবিতার কথায় তার ছোট বোন কল্যানীকে মাল্যদান করল”
উপন্যাস:
১) জলপাই হাটি
২) সতীর্থ
৩) কল্যানী
৪) মাল্যদান প্রবন্ধ: কবিতার কথা
কাব্য: এই মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায় সাতটি তারার তিমিরে রুপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পান্ডুলিপির ভেতর যত্ন করে রাখল
১) রুপসী বাংলা
২) বনলতা সেন
৩) ধূসর পান্ডুলিপি
৪) ঝরাপালক
৫) বেলা অবেলা কালবেলা
৬) সাতটি তারার তিমির
৭) মহা পৃথিবী
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
Download From Google Drive
Download From Yandex
প্রয়োজনীয় মূর্হুতে খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।