Monday, September 9, 2024
Homeবিসিএস প্রস্তুতিগাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পিডিএফ ডাউনলোড

গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা পিডিএফ ডাউনলোড

গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা

পিডিএফ ডাউনলোড

১) When number 6 is added to 1/3 of a number, the result is 28. What is the number?/কোন সংখ্যার ১/৩ এর সাথে ৬ যোগ করলে যোগফল ২৮ হয়। সংখ্যাটি কত?

ক.44                      খ.66

গ.42                       ঘ.84

উত্তরঃ খ

২) একটি শতক,দশক ও একক স্থানীয় অংক যথাক্রমে p,q,r হলে সংখ্যাটি হবে? /The hundreds, tens and units digits of a number are respectively p,q,r. Find the numer.

.100r+10p+q                  .100p+10q+r

.100q+10r+p                   .100pq+r

উত্তরঃ খ

৩) কোন সংখ্যা হ্রাস পেলে ৩/৮ হবে?

ক.২৫/৪২                খ.৫/৪২

গ.২৫/২৪                 ঘ.১৫/৪০

উত্তরঃ ঘ

৪) ৩২ এবং ৬৪ এর ভাজক সংখ্যার পার্থক্য কত?

ক.৩                        খ.২

গ.১                        ঘ.০

উত্তরঃ গ

৫) পর পর দশটির সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?

ক.৫৪০                    খ.৫৬০

গ.৫৮৫                    ঘ.৫৭০

উত্তরঃ গ

৬) ১,২ ও ৩ দ্বারা গঠিত তিন অঙ্কের যতটি সংখ্যা লেখা যায়, তাদের সমষ্টি কত?/What is the sum of the 3-digit numbers thet can be formed by the digits 1,2 and 3?

ক.১২২৩                  খ.১২৩৩

গ.১৩২২                  ঘ.১৩৩২

উত্তরঃ ঘ

৭) একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যটি কত?

ক.১৬                      খ.১৮

গ.২০                      ঘ.২৪

উত্তরঃ খ

৮) ৪ ÷ ০.১২৫ = কত?

ক. ৬৪                     খ. ৬.৪

গ. ৩২                     ঘ. ৩.২

উত্তরঃ গ

৯) একটি সংখ্যা ও তার বিপরীত ভগ্নাংশের যোগফল সংখ্যাটির দ্বিগুণের সমান। সংখ্যাটি কত?

ক. ১                       খ. -১

গ. ১ অথবা -১           ঘ. ২

উত্তরঃ গ

১০) একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি -৪৮ এবং পঞ্চম পদটি ৩/৪ হলে সাধারণ অনুপাত কত?

ক. ১/২                    খ. -১/২

গ. ১/৪                             ঘ. -১/৪

উত্তর: ঘ

১১) একটি সংখ্যা ৫৫৩ থেকে যত বড় ৬৫১ হতে তত ছোট। সংখ্যাটি কত?

ক.৬০১                    খ.৬০২

গ.৬০৩                    ঘ.৬০৫

উত্তরঃ খ

১২) দুইটি সংখ্যার সমষ্টি ৭৫। বৃহত্তর সংখ্যাটির এক-তৃতীয়াংশ ৩০ অপেক্ষা যত কম ক্ষুদ্রতর সংখ্যাটির চার গুণ ৫০ অপেক্ষা তত বেশি। সংখ্যা দুইটি নির্নয় করুন

ক. 60,15          খ. 50,25

গ. 65,10          ঘ. 55,20

উত্তরঃ ক

১৩) পাঁচ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত?

ক.১০৯৯৯                খ.৮৯৯৯

গ.১০০০৯                ঘ. কোনটিই নয়

উত্তরঃ ঘ

১৪) ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত?

ক.১৪৬                    খ.৯৯

গ.১০৫                    ঘ.১০৭

উত্তরঃ ঘ

১৫) দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংক একক স্থানীয় অংকের দ্বিগুণ। সংখ্যাটির অংকদ্বয়ের সমষ্টির কতগুণ?

ক.৮ গুণ                   খ.৭ গুণ

গ.৬ গুণ                             ঘ.৫ গুণ

উত্তরঃ খ

১৬) সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে- আসলে তিনগুণ হবে ?

ক. ১২.৫০ টাকা         খ. ২০টাকা

গ.২৫টাকা                ঘ.১৫টাকা

উত্তর :গ

১৭) ১ হতে ৩১ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?

ক. ১০টি                  খ. ১১টি

গ. ১২টি                   ঘ. ১৩টি

উত্তরঃ খ

১৮) পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

ক.৯                        খ.১০

গ.১                        ঘ. -১

উত্তরঃ গ

১৯) কোন সংখ্যার সঙ্গে ৭ যোগ করে, যোগফলকে ৫ দিয়ে গুণ করে, গুণফলকে ৯ দিয়ে ভাগ করে, ভাগফল থেকে ৩ বিয়োগ করাতে বিয়োগফল ১২ হয়। সংখ্যাটি কত?

ক.২০                      খ. ১৮

গ. ২২                     ঘ. ২১

উত্তরঃ ক

২০) পর পর দুটি পূর্ণ সংখ্যা নির্নয় কর যাদের বর্গের পার্থক্য ৫৩ ?

ক. ২৫ এবং ২৬                   খ. ২৬ এবং ২৭

গ. ২৭ এবং ২৮                   ঘ. ২৮ এবং ২৯

উত্তরঃ খ

২১) কোনটি মৌলিক সংখ্যা নয়?

ক.২২১                    খ.২২৭

গ.২২৩                    ঘ.২২৯

উত্তরঃ ক

২৩) রোমান M প্রতীকের অর্থ কি?

ক. 50                      খ. 100

গ. 1000                   ঘ. None of these

উত্তরঃ গ

২৪) 53 সংখ্যাটি কি সংখ্যা?

ক. একটি মৌলিক সংখ্যা         খ. একটি পূর্ণ সংখ্যা

গ. একটি মূলদ সংখ্যা            ঘ. একটি অমূলদ সংখ্যা

উত্তরঃ ঘ

২৫) দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ১০। সংখ্যাটি থেকে ৭২ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কত?

ক. ৮২                              খ. ৯১

গ. ৫৫                              ঘ. ৩৭

উত্তরঃ খ

২৬) ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল –

ক. ৩১৪৭                          খ. ২২৮৭

গ. ২৯৮৭                          ঘ. ২১৮৭

উত্তরঃ ঘ

২৭) দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, বড় সংখ্যাটি কত?

ক. ৭০                              খ. ৮০

গ. ৯০                              ঘ. ১০০

উত্তরঃ ঘ

২৮) ৫৪০ সংখ্যাটির কতগুলো ভাজক আছে?

ক. ১৮                              খ. ২০

গ. ২২                              ঘ. ২৪

উত্তরঃ ঘ

২৯) কোন সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ফলাফল হবে ৬০। তবে সংখ্যাটি কত?

ক. ২৫০                            খ. ১০০

গ. ২০০                            ঘ. ৩০০

উত্তরঃ গ

৩০) কোন সংখ্যার ৯ গুণ থেকে ১৫ গুণ ৫৪ বেশি?

ক. ৯                                খ. ১৫

গ. ৫৪                              ঘ. ৬

উত্তরঃ ক

 আরো পড়ুন ঃ আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাস এবং অনুবাদ অনুষঙ্গ

 

৩১) দুটি সংখ্যার যোগফল ৫৬ এবং ল.সা.গু ৯৬ হলে সংখ্যাদ্বয় কত?

ক.২৪ ও ৩২                       খ.৪০ ও ১৬

গ.২৭ ও ৩০                       ঘ.২৪ ও ৩২

উত্তরঃ ক

৩২) ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অস্টম সংখ্যাটি কত হবে?

ক. ৬                                খ. ৭

গ. ২৮                              ঘ. ২৯

উত্তরঃ গ

৩৩) ১+২+৩+………………………+৯৯=?

ক.৪৬৫০                           খ. ৪৭৫০

গ.৪৮৫০                           ঘ.৪৯৫০

উত্তর : ঘ

৩৪) নিচের কোন পূর্ণ সংখ্যাটির সর্বাধিক সংখ্যক ভাজক আছে?

ক. ৮৮                              খ. ৯১

গ. ৯৫                              ঘ. ৯৯

উত্তরঃ ক

৩৫) পাঁচটি ক্রমিক জোড় সংখ্যার গড় ৮। ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

ক. 4                               খ. 3

গ. 5                               ঘ. 6

উত্তরঃ ক

৩৫) ১২৫ এর ১২৫% =?

ক. ১৩.২৫                         খ. ১৩১.২৫

গ. ১৫০                             ঘ. ১৫৬.২৫

উত্তর: ঘ

৩৬) এক নটিক্যাল মাইলে কত মিটার?

ক.১৮৫৩.১৮ মিটার               খ.১৯৫০.২০ মিটার

গ.১৯৫৩.১৮ মিটার               ঘ.১৭৫০.১৮ মিটার

উত্তরঃ ক

৩৭) যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেলের বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

ক. ১৬%                            খ.২০%

গ.২৫%                             ঘ. ২৪%

উত্তর: খ

৩৮) ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫টাকা বেশি হলে খ -এর বেতন ক- এর বেতন অপেক্ষা কত টাকা কম ?

ক. ২৭টাকা                         খ. ২৫.৯৩টাকা

গ.৪০টাকা                          ঘ. ২৫.৬০টাকা

উত্তর খ

৩৯) কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজি, এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করে । কিন্তু ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০জন শিক্ষার্থী পাস করে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

ক. ৪০০                            খ. ৫০০

গ. ৫৬০                            ঘ. ৭৬০

উত্তর :খ

৪০) প্রতি ব্যাক্তির রোজ ১০০০০ টি চাউল প্রয়োজন হলে ৫x১০২০ টি চাউলের স্টক দ্বারা পৃথিবীর ৫০০ কোটি লোককে কতদিন খাওয়ানো যাবে?

ক. ১০০ দিন                       খ. এক লক্ষ দিন

গ. এক কোটি দিন                 ঘ. ৫০০ কোটি দিন

উত্তরঃ গ

৪১) দুটি কোণের একটি সাধারণ বাহু থাকলে এবং কোণ দু’টি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হলে কোণ দুটিকে বলে-

ক. সন্নিহিত কোণ                  খ. বিপ্রতীপ কোণ

গ. পূরক কোণ                     ঘ.  সম্পূরক কোণ

উত্তরঃ ক

৪২)দুটি পূরক কোণের মধ্যে পার্থক্য ২০ ডিগ্রি হলে ছোট পূরক কোণের মান কত?

ক. ৯০ ডিগ্রি                        খ. ৩৫ ডিগ্রি

গ. ৪৫ ডিগ্রি                        ঘ. ৫৫ ডিগ্রি

উত্তরঃ খ

৪৩) কোন ত্রিভূজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ তিনটি কোণ ও অন্তঃস্থ কোণদ্বয়ের পার্থক্য কত?

ক. ১৮০ ডিগ্রি                      খ. ৩৬০ ডিগ্রি

গ.  ২৭০ ডিগ্রি                     ঘ.  ১৬০ ডিগ্রি

উত্তরঃ ক

৪৪) দুটি কোণ পরস্পর সমান এবং এদের একটির বাহু অপরটির এক বাহুর সমান্তরাল। কোণ দুটির অপর বাহুদ্বয়ের মধ্যে সম্পর্ক কিরূপ?

ক. এরা পরস্পর সমান           খ. এরা পরস্পর সমান্তরাল

গ. এরা পরস্পরের উপর লম্ব    ঘ. এরা পরস্পর ছেদক

উত্তরঃ খ

৪৫) ৯৯+৯৮+৯৭+——–+৪০¬ ধারাটির সমষ্টি কত?

ক. ৪২৭০                          খ. ৪১৫০

গ. ৪১৭০                           ঘ. ৪১৬৫

উত্তরঃ গ

৪৬)একটি সমান্তর ধারার প্রথম পদ ১, শেষপদ ৯৯ এবং সমষ্টি ২৫০০ হলে ধারাটির সাধারণ অন্তর হবে —-

ক. ৪                                খ. ২

গ. ৩                                ঘ. ৯

উত্তরঃ খ

৪৬)1/2, 1, 2 ——- ধারাটির কোন পদ 82 হবে?

ক. ৯ তম পদ                      খ. ১০ তম পদ

গ. ১১ তম পদ                    ঘ. ৮ তম পদ

উত্তরঃ ক

৪৭)একটি গুণোত্তর শ্রেণির প্রথম ছয়টি পদের যোগফল তার প্রথম তিনটি পদের যোগফল নয় গুন। সাধারন অনুপাত হবে?

ক. ২                                খ. ৩

গ. ৪                                ঘ. ১

উত্তরঃ ক

 

 

 

৪৮) ১, ৩, ৬, ১০, ১৫, ২১,————-

ক.  ৫৫                             খ. ৬২

গ. ৬৬                              ঘ. ৭২

উত্তরঃ

৪৯) P(A)=1/3, P(B)=3/4 এবং A ও B স্বাধীন হলে P(AUB) এর মান নির্ণয় কর?

ক. ৫/৬                                       খ. ৪/৫

গ. ৫/৭                             ঘ. ৪/৬

উত্তরঃ ক

৫০) ২০ থেকে ৫২০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা গুলির মধ্য হতে একটি সংখ্যা খুশিমত নিলে সংখ্যাটি অযুগ্ম ঘন সংখ্যা হবার সম্ভাবনা নিণর্য় করুন।

ক. ১/১২৫                         খ. ১/২১৬

গ. ১/১৬৭                          ঘ. ১/৩৪৩

উত্তরঃ গ

৫১) একটি বাক্সে ৬টি সাদা, ৭টি লাল এবং ৯টি কালো বল অাছে।এলোমেলো ভাবে ৩টি নেওয়া হলে।বলগুলি সাদা বা লাল হওয়ার সম্ভাবনা কত?

ক. ৮/৩০৮                         খ. ৯/৩০৮

গ. ৭/৩০৮                         ঘ. ১১/৩০৮

উত্তরঃ ঘ

৫২)একটি সম্পূর্ণ তাসের প্যাকেটে ৪টি টেক্কা অাছে। নিরপেক্ষ ভাবে যে কোন একটি তাস টেনে নিলে তা টেক্কা না পাওয়ার সম্ভাবনা কত?

ক. ১/১৩                           খ. ১/১২

গ. ১২/১৩                          ঘ. ১৩/১৪

উত্তরঃ গ

৫৩) EQUATION শব্দটি থেকে প্রতিবারে ৫টি করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে যাতে প্রথমে T এবং শেষে N থাকবে?

ক. ১২০                            খ. ১২৫

গ. ১৩৫                                      ঘ. ১৪৫

উত্তরঃ ক

৫৪) ৫, ৫, ৬, ৬, ৭, ৭ সংখ্যাগুলো থেকে ৩ অঙ্কবিশিষ্ঠ কতগুলো ভিন্ন সংখ্যা গঠন করা যাবে?

ক. ২০                              খ. ২৪

গ. ২৭                              ঘ. ২৯

উত্তরঃ খ

৫৫) PERMUTATION শব্দটির স্বরবর্ণ গুলোর অবস্থান পরিবর্তন না করে কত উপায়ে পুনবির্ন্যাস করা যাবে?

ক. ৩৫৯                            খ. ৩৬০

গ. ৩৬৫                            ঘ. ৩২০

উত্তরঃ ক

৫৬) Professor শব্দটি থেকে ৪(চার) টি বর্ণ নিয়ে কত উপায়ে বিন্যস্ত করা যায়?

ক. ৪৮০                            খ. ১৯২

গ. ৭৩৮                            ঘ. ৭৪৮

উত্তরঃ ক

৫৭)একটি ঘরের ৩টি দরজা আছে। কতভাবে ঢুকে বের হওয়া যাবে?

ক. ৩ ভাবে                         খ. ৬ ভাবে

গ. ৯ ভাবে                         ঘ.  ১২ ভাবে

উত্তরঃ খ

৫৮) ১৪জন খেলোয়াড়দের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়কসহ ১১ জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে?

ক. ২৮৬                            খ. ৭২৮

গ. ৩৬৪                            ঘ. ১০০১

উত্তরঃ ক

৫৯) ৭ জন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করে। করমর্দন সংখ্যা কত?

ক. ২৮                              খ. ২৫

গ. ২৩                              ঘ. ২১

উত্তরঃ ঘ

৬০) Mobile শব্দটির বর্ণমালাগুলোকে কতভাবে সাজানো যাবে?

ক. ১০৫০                          খ. ৭২০

গ. ১০৮০                           ঘ. ১৪৪০

উত্তরঃ খ

৬১) y=3x+2, y=-3x+2 এবং y=-2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি?

ক. সমবাহু ত্রিভূজ                 খ. সমদ্বিবাহু ত্রিভূজ

গ. বিষমবাহু ত্রিভূজ               ঘ. সম কোণী ত্রিভূজ

উত্তরঃ খ

৬২)অতিভূজের বিপরীতে থাকে-

ক. সমকোণ                        খ. স্থূলকোণ

গ. সরলকোণ                      ঘ. সূক্ষ্ম কোণ

উত্তরঃ ক

৬৩) একটি চতুর্ভূজের তিনকোণের সমষ্টি ২৮০ ডিগ্রি। চতুর্থ কোণটির মান কত?

ক. ৭০ ডিগ্রি                        খ. ৮০ ডিগ্রি

গ. ৯০ ডিগ্রি                        ঘ. ৬০ ডিগ্রি

উত্তরঃ খ

৬৪) ২+৬+১৮+—–ধারাটির ৮ পদের সমষ্টি কত?

ক. ৬৫২০                          খ. ৬৫৩০

গ. ৬৫৪০                          ঘ. ৬৫৬০

উত্তরঃ ঘ

৬৫) ২, ৫, ১১, ২৩, ___?

ক. ৩৫                              খ. ৪৭

গ. ৪৫                              ঘ. ৪৩

উত্তরঃ ঘ

৬৬) রহিম তার চারটি চারাগাছের মধ্যে থেকে তিনটিকে এক সারিতে একটি শেলফ এর উপর সাজাতে চাইল।যদি প্রত্যেকটি চারা গাছ ভিন্ন ভিন্ন রঙের পাত্রে থাকে , তবে সে চারাগাছ গুলোকে কত উপায়ে জানানো যাবে?

ক. ২৮                              খ. ২৪

গ. ১২                               ঘ. ৩৬

উত্তরঃ খ

৬৭) SCIENCE শব্দটির স্বরবর্ণ গুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য যত উপায়ে সাজানো যায় –

ক. ৬০                              খ. ১২০

গ. ১৮০                                      ঘ. ৪২০

উত্তরঃ গ

৬৮) ৫, ৯, ১, ৪ অংকগুলি দ্বারা ৫০০০ এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যায়-

ক. ৮                                খ. ১৬

গ. ১৮                               ঘ. ১২

উত্তরঃ ঘ

৬৯) রাতে সূর্য দেখা না যাওয়ার সম্ভাবনা কত?

ক.                                 খ.  

গ.  ০.৫                            ঘ. কোনটি নয়

উত্তরঃ খ

৭০) একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত?

ক. ১/২                             খ. ১/৫

গ. ১/৩                             ঘ. ১/৪

উত্তরঃ ঘ

৭১)  শতকরা ৫টাকা হার সুদের ১২০টাকা ৩বছরে সুদে -আসলে কত হয় ?

ক. ১৩৮টাকা                       খ. ১৩৭.৫০টাকা

গ. ১৪৮টাকা                       ঘ. ১৩৫টাকা

উত্তর: ক

৭২) কোনো আসল টাকার ৪ বছরের সুদ, সুদাসলের ১/৬ অংশ। সুদের হার কত?

ক. ৬%                                       খ. ৫%

গ. ৭%                                       ঘ.৪%

উত্তর: খ

৭৩) একই হার মুনাফায় কোনো আসল ৭বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফঅ আসলে তিনগুণ হবে?

ক. ১১                               খ. ১২

গ. ১৪                               ঘ. ২১

উত্তর: গ

৭৪) একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১ । দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?

ক. ২লিটার                         খ. ৪লিটার

গ.৬লিটার                          ঘ. ১০লিটার

উত্তর: ক

৭৫) ৬০লিটার ফরের রসে আম ও কমলার অনুপাত ২:১ । কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১ :২ হবে ?

ক. ৪০                              খ. ৫০

গ. ৬০                              ঘ. ৭০

উত্তর: গ

৭৬) ৫ : ১৮ , ৭:২ , ৩:৬ এর মিশ্র অনুপাত কত?

ক. ৭২:১০৫                       খ. ৭২:৩৫

গ.৩৫:৭২                          ঘ. ১০৫:৭২

উত্তর: গ

৭৭) যদি ৫:১০০, ৪:৬৪ হয় তবে ৪:৮০, ৩: ?

ক. ২৬                              খ. ৫৪

গ. ৪৮                              ঘ.৬০

উত্তর: গ

 

৭৮) দুটি সংখ্যার অনুপাত ৩:৫ এবং একটি সংখ্যা ৩৬ হলে অপর সংখ্যাটি কত?

ক. ৩০                              খ. ৪০

গ. ৫০                              ঘ. ৬০

উত্তর: ঘ

৭৯) ১৫ গজ কাপড় রফিক ও মাসুদের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে মাসুদ রফিকের অংশের দুইতৃতীয়াংশ পায় । মাসুদ কত গজ কাপড় পাবে ?

ক. ৩ গজ                           খ. ৫গজ

গ. ৬ গজ                           ঘ. ৯গজ

উত্তর: গ

৮০) একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশি । এর ক্ষেত্রফল ১৯২ বর্গ মিটার হলে পরিসীমা কত ?

ক.২৮মি                            খ. ৫৬মি

গ. ৫২ মি                           ঘ. ৪৮মি

উত্তর :খ

৮১) তিনটি সংখ্যার গড ৪২। প্রথম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ হলে ওএসে ২য় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ । সবচেয়ে বড় ও ছোট সংখ্যাদ্বয়ের পার্থক্য কত ?

ক. ৪৮                              খ. ৩৬

গ. ৫৬                              ঘ. ৫৪

উত্তর: ঘ

৮২) স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত ?

ক. এক সমকোণের অর্ধেক       খ. সরল কোণ

গ.এক সমকোণ                    ঘ. কোনোটিই নয়।

উত্তর: গ

৮৩) বৃত্তের ব্যাসার্ধ তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে ?

ক. ৪                                খ.৯

গ.১২                                ঘ.১৬

উত্তর : ৯

৮৪) x>y এবং z<oহলে নিচের কোনটি সঠিক ?

. az >yz                             . x/y>y/z

. Z/x<z/y                          . xz <yz

উত্তর : ঘ

৮৫) পরমমান চিহ্ন ব্যবহার করে অসমতাটিকে প্রকাশ করুন :-3<x<2

ক. I x + 1l <5             খ. I x -1 l <5

গ. l 2x+ 1l<5              ঘ. l 2x-1l<5

উত্তর : গ

৮৬) যদি (x-y,3)=  (0,x+2y) হলে (x,y) = ?

. (1,1)                                                . (1.3)

. (-1,-1)                             . (-3,1)

উত্তর : ক

৮৭) ৫ উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা কত হবে ?

ক. ২০                     খ. ২৫

গ.২৮                      ঘ. ৩২

উত্তর : ঘ

 

 

৮৮) যেসকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ১০৫ ও ১৪৭ কে ভাগ করলে সবক্ষেত্রে ৩৫ অবশিষ্ট থাকে । তাদের সেট কত?

ক. ৩৫                     খ. ৪২

গ.৩৮                      ঘ. ফাঁকা সেট

উত্তর : ঘ

৮৯) যদি n(AUB)=61, n(A)=30 , n(B)=54 হয় , n(AnB)=?

. 22                                     . 25

. 27                                     . 23

উত্তর :

৯০) ৫০জন লোকের মধ্যে ৩৫জন ইংরেজি , ২৫জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন । বাংলায় কতজন কথা বলতে পারেন ?

ক. ১০                     খ. ৪০

গ. ১৫                     ঘ. ৩০

উত্তর: 

৯১) সেট A={xN:x²>8 , x³<30 হলে এর সঠিক মান কোনটি?

ক. 2                     খ. 3

গ. 4                     ঘ. 5

উত্তর : খ

৯২) কোন ০.৪৭’ কে সাধারণ ভগ্নাংশে পরিণত কররে কত হবে ?

ক. ৪৭/৯০               খ.৪৩/৯০

গ. ৪৩/৯৯                ঘ.৪৭/৯৯

উত্তর: খ

৯৩) কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম ?

ক. ৫/৬                   খ.১২/১৫

গ. ১১/১৪                ঘ. ১৭/২১

উত্তর: গ

৯৪) নিচের কোনটি বৃহত্তম?

ক. ০.৩                    খ. ০.৩

গ.১/৩                     ঘ.২/৫

উত্তর: খ

৯৫) A={x:x  মৌলিক সংখ্যা এবং x5}  হলে এর সদস্য কত?

ক. ৮                       খ. ৭

গ. ৬                       ঘ.৩

উত্তর: ক

৯৬) একটি ৪৮মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সর্ম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০ডিগ্রি কোণ উৎপন্ন করে । খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গেছিল?

ক. ১৪                     খ. ১৬

গ.১৮                      ঘ.২০

উত্তর: খ

৯৭) Logx(1/9)=-2 ,then x ?

. 3                                       . 9

. 6                                        . 0

উত্তর : ক

 

 

৯৮)  if 〖log_ x〗324=4, then x= ?

. 3√2                                  . 2√7

. 2√5                                   . 2√3

উত্তর :ক

৯৯) log_(√3) 81 কত?

. 4                                       . 27√3

. 8                                        . 1/8

উত্তর : গ

১০০)  x² -y²+2y -1 এর একটি উৎপাদক

ক. x + y+1        খ. x-y

গ. x + y-1         ঘ. x – y-1

উত্তর: গ

১০১) নিচের কোনটি অন্যগুলোর চেয়ে আলাদা?

ক.ফুটবল                  খ.বাস্কেটবল

গ.কাবাডি                 ঘ.ভলিবল

উত্তর:কাবাডি

১০২) ……… মনটা স্বর্গীয় ফুলের মতই সুন্দর।

ক. মেয়েদের             খ. ছেলেদের

গ. শিশুদের               ঘ. মায়েদের

উত্তর:শিশুদের

১০৩) পাখির —– চোখ তুলে নাটোরের বনলতা সেন।

ক.নিরেড় মতন           খ.বাসার মতন

গ.ডানার মতন            ঘ.নীড়ের মতন

উত্তর:নীড়ের মতন

১০৪) বিক্রেতা ক্রেতার কাছে তার—-ব্যক্ত করল।

ক.দুঃখ                    খ.আচরণ

গ.উদ্দেশ্য                 ঘ.ভালবাসা

উত্তরঃ উদ্দেশ্য

১০৫) মনের —–দ্বারাই মানুষ মহৎ হয়।

ক.সততা                  খ.প্রশান্তি

গ.পরিচ্ছন্নতা              ঘ.শুচিতা

উত্তরঃ শুচিতা

১০৬)  …………এর মাধ্যমে শিষ্টাচারের পরিচয় পাওয়া যায়।

ক.ভদ্রতা                  খ.আচরণ                

গ.সৌজন্যবোধ           ঘ.শিক্ষাদীক্ষা

উত্তরঃ আচরণ

১০৭) —–আবিষ্কারের উৎস।

ক.অভাব                  খ.বিজ্ঞান

গ.প্রয়োজনীয়তা                   ঘ.মেধা

উত্তরঃ প্রয়োজনীয়তা

১০৮) বন্ধুকে ক্ষমা করার চেয়ে —–কে ক্ষমা করা সহজ।

ক.পরিবার                খ.প্রতিবেশী

গ.শত্রু                     ঘ.নিজ ভাই

উত্তরঃ শত্রু

১০৯) বিসিএস ভাইভা বোর্ডে একটি বিষয়ে আপনার মতামতের বিপরীত মত পোষণ করলেন একজন বোর্ড সদস্য। তখন আপনি-

ক.তর্ক শুরু করে দেবেন

খ.ঐ সদস্যর ভুল ধরে দিবেন

গ. আপনিও ঐ সদস্যর মত সাময়িক নির্বিচারে মেনে নিবেন

ঘ.নিজের মতের পক্ষে অকাট্য যুক্তি দেখাবেন

উত্তরঃ নিজের মতের পক্ষে অকাট্য যুক্তি দেখাবেন

১১০) উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কি করতে হয়?

ক.সামনে ঝুঁকতে হয়              খ.গোড়ালী উঁচু করতে হয়

গ.হাটু বিছুটা ভাঁজ করতে হয়    ঘ.সবগুলো

উত্তরঃ সবগুলো

১১১) —— ব্যতীত গণতন্ত্র অচল।

ক.সংঘাত                           খ.ভোটাধিকার

গ.বাজেট                            ঘ.উদ্দেশ্য

উত্তরঃ ভোটাধিকার

১১২) মানুষের জন্মগত ইচ্ছা হলো অজানাকে —-করা।

ক.উদঘাটন                         খ.আবিষ্কার

গ.উদ্ধার                                      ঘ.সমাধান

উত্তরঃ উদঘাটন

১১৩) He left no stones —–to get the job.

.turned                                            খ. further

গ. Behind                          ঘ. Unturned

উত্তরঃ Unturned

১১৪) অর্থ এবং শিক্ষায় যারা পশ্চাৎবর্তী তারাই–

ক.অনগ্রসর                         খ.নিঃস্ব

গ.কর্মবিমুখ                         ঘ.ঝুকিপুর্ন

উত্তরঃ অনগ্রসর

১১৫) সুষম খাদ্য নির্ভর করে —-উপর।

ক.নির্বাচনের                        খ.স্বাদের

গ.দামের                            ঘ.রান্নার

উত্তরঃনির্বাচনের

১১৬। The minister ——his intention of resigning.

.reiterated                                      .repeated”

.stated                                              .described

উত্তরঃ stated

১১৭) উৎপাদনের জন্য অবশ্য প্রয়োজন—

ক.শ্রম                               খ.সুষ্ঠু পরিকল্পনা

গ.সুষ্ঠু পরিবেশ                    ঘ.উদারতা

উত্তরঃ ক

১১৮) প্রকৃত শিক্ষাই মানুষকে —–অর্জনে সহায়তা করে।

ক.মনুষ্যত্ব                          খ.মানবিকতা

গ.অর্থ                               ঘ.জ্ঞান

উত্তরঃ ক

 

১১৯) Man: Crowd::Tree:?

.Ground                                           .fruit

.Leaf                                                  .Forest

উত্তরঃ

১২০) Coal:Engine::Wax¬:?

.Touch                                              .Candle

.Lamb                                                                .Bulb

উত্তর : খ

১২১) Water:Sand::Ocea¬n:?

.River                                                                .Island

.Desert                                             .Waves

উত্তর : গ

১২২) Water:Glass:: News ?

.Letter                                              .Envelope

.post                                                  .Message

উত্তর : ক

১২৩) Yen:Japan::Roubl¬e:?

.USA                                                  .UK

.Korea                                               .None of these

Ans.d

১২৪) Order:Confusion:¬:Peace:?

.Treaty                                             .Enymy

.War                                                   .Friend

উত্তর : গ

১২৫) Carpenter:Wood::¬Tailor:?

.Machine                                         .Scale

.Cloth                                                                .Shop

ans. c

১২৬) আপনার ঘনিষ্ঠ কোনো বন্ধুর দুর্বলতা রয়েছে আপনার স্ত্রীর উপর। আপনি–

ক.বন্ধুর সাথে সম্পর্ক ছেদ করবেন

খ.স্ত্রীর সাথে সম্পর্ক ছেদ করবেন

গ.পুলিশকে জানাবেন

ঘ.একাকী বন্ধুর সাথে কথা বলে এ ব্যাপারে নিবৃত করবেন

উত্তরঃ ঘ. একাকী বন্ধুর সাথে কথা বলে এ ব্যাপারে নিবৃত করবেন

১২৭) আপনি ধুমপান অপছন্দ করেন কিন্তু বাসে বসে আপনার পাশের সিটের যাত্রীটি সিগারেট ধরাল। আপনি–

ক.তাকে ধুমপানের অপকারিতা বোঝাবেন

খ.সিগারেট ফেলে দিতে বলবেন

গ.গাড়ি থেকে নেমে যেতে বলবেন

ঘ.বাসের মধ্যে সিগারেট ধরানো ঠিক হয়নি তা বলবেন

উত্তরঃ ঘ. বাসের মধ্যে সিগারেট ধরানো ঠিক হয়নি তা বলবেন

১২৮) আয়নায় প্রতিফলিত কোন শব্দটি বাস্তবে অবিকৃত?

ক.MUM                            খ.WOW

গ.TOOT                             ঘ.সবগুলো

উত্তর: ঘ

 

 

১২৯) আয়নায় দেখা গেলো ৯:৩০ বাজে। তখন প্রকৃত সময় কত?

ক.২:৩০                            খ.৫:৩০

গ.৪:৩০                            ঘ.৩:৩০

উত্তরঃ ক

১৩০) কোন শব্দ টি আয়নায় একই দেখাবে না।

ক.TOOT                            খ.MUM

গ.wow                             ঘ.BOOK

উত্তরঃ ঘ

১৩১) কিন্তু তোমার কষ্ট হইবে না না আমি ত রোজই হাঁটিয়া বাঁড়ি যাই-। যতি চিহ্ন ব্যবহারে বাক্যটিতে ভুলের সংখ্যা কতটি?

ক.৫                                 খ.৬

গ.৭                                 ঘ.৮

উত্তরঃ ক

১৩২) ক্রমে ক্রমে সংযম শিক্ষা না করিলে হঠাৎ বৈরাগ্য শিক্ষা হয় না এক লাফে কে গাছের আগায় উঠিতে পারে-। যতি চিহ্ন ব্যবহারে বাক্যটিতে ভুলের সংখ্যা কতটি?

ক.২                                 খ.৩

গ.৪                                 ঘ.৫

উত্তরঃ ক

১৩৩) সেজ দাদা বলতেন আগে চাই বাংলা ভাষার গাঁথুনি তারপর ইংরেজি শেখার পত্তন-। যতি চিহ্ন ব্যবহারে বাক্যটিতে ভুলের সংখ্যা কতটি?

ক.৩                                 খ.৪

গ.৫                                 ঘ.৬

উত্তরঃক

১৩৪) চুঙ্গিওয়ালা শুধালে ওই টিনটার ভিতরে কি-যতি চিহ্ন ব্যবহারে বাক্যটির সঠিক রূপ কোনটি?

ক.চুঙ্গিওয়ালা শুধালে ’ওই টিনটার ভিতরে কি।‘

খ.চুঙ্গিওয়ালা শুধালো, ’ওই টিনটার ভিতরে কি?

গ.চুঙ্গিওয়ালা শুধালো, ওই টিনটার ভিতরে কি।

ঘ.চুঙ্গিওয়ালা শুধালো। ওই টিনটার ভিতরে কি?

উত্তরঃখ.চুঙ্গিওয়ালা শুধালো, ’ওই টিনটার ভিতরে কি?

১৩৫)’’যে কথা একবার জমিয়া বলা গিয়াছে, তাহার তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।’’ চলিত ভাষায় বাক্যটিতে ভুলের সংখ্যা কতটি?

ক.২                                           খ.৩

গ.৪                                           ঘ.৫

উত্তরঃ খ

১৩৬) অ,ই,উ,ঋ,- ধারার পরবর্তী অক্ষর কি হবে?

ক.এ                                          খ.ঐ

গ.উ                                           ঘ.ঔ

উত্তরঃখ

১৩৭) অ,ঈ,ঋ-পরবর্তী অক্ষর কি হবে?

ক.ও                                          খ.এ

গ.ঔ                                          ঘ.উ

উত্তরঃক

১৩৮) ঙ,ঞ,ণ -ধারার পরবর্তী অক্ষর কি হবে?

ক.ট                                           খ.ন

গ.ম                                           ঘ.র

উত্তরঃ খ

১৩৯) অ, ই,উ,ঋ,- ধারার পরবর্তী অক্ষর কি?

ক.এ                                           খ.ও

গ.ঔ                                           ঘ.ঐ

উত্তরঃ ঘ

১৪০) য়,হ,শ- ধারার পরবর্তী অক্ষর কি হবে?

ক.ৎ                                           খ.য

গ.ম                                           ঘ.ল

উত্তরঃখ

১৪১) Insert the missing letter. A E I M ?

ক.Q                                         খ.R

গ.S                                          ঘ.Y

উত্তরঃক

১৪২) Insert the missing letter.

A E I O ?

. B                                                        . N

. L                                                         . U

উত্তর : ঘ

১৪৩) F I M P T ?

.W                                                       .X

.S                                                          .P

উত্তর : ক

১৪৪)Insert the missing letter.

A C F J O ?

.K                                                         .L

.U                                                         .S

উত্তর : গ

১৪৫) Insert the missing letter.

(L O I) (O U M) (J O ?)

.I                                                          .J

.E                                                          .P

Ans. c

১৪৬) নিচের সিরিজটি সম্পূর্ণ করুন:১০,২২,৪৬,৯৫ ?

ক.১৯০                                      খ.১৬০

গ.২১২                                       ঘ.৪৩৬

উত্তরঃ ক

১৪৭) ৩,৫,৯,১৫,২৩,৩৩, ?

ক.৩৫                                        খ.৪৫

গ.৫৫                                         ঘ.৬৫

উত্তরঃ খ

১৪৮) ১৩,২০,২৭, ? , ৪১ প্রশ্নবোধক স্হানে কোন সংখ্যাটি বসবে?

ক.৩৭                                        খ.৩৪

গ.৩০                                         ঘ.২৮

উত্তরঃখ

১৪৯) ০.০১+? =০.০১ প্রশ্নবোধক চিহ্নিত স্হানে কত বসবে?

ক.০                                          খ.০.০১

গ.০.১১                                      ঘ.০.১

উত্তরঃ ক

১৫০) How many times the digit 9 will appear if one counts from 1 to 100?

ক.11                                         খ.12

গ.15                                          ঘ.20

উত্তর : ঘ

    ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

 
 Download From Google Drive 
 
Download From Yandex
 
 
 

প্রয়োজনীয় মূর্হুতে খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।

এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পড়তে নিচের দেওয়া লিংকে 

ক্লিক করুন
 
 
 
 
 

 

 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!