Friday, September 13, 2024
Homeসাধারণ জ্ঞানপরমাণুর গঠন সম্পর্কিত গুরুত্বপূ কিছু প্রশ্ন ও উত্তর সাধারণ জ্ঞান পিডিএফ...

পরমাণুর গঠন সম্পর্কিত গুরুত্বপূ কিছু প্রশ্ন ও উত্তর সাধারণ জ্ঞান পিডিএফ ডাউনলোড

পরমাণুর গঠন সম্পর্কিত গুরুত্বপূ কিছু প্রশ্ন ও উত্তর সাধারণ জ্ঞান

পিডিএফ ডাউনলোড

 

প্রশ্ন: মৌলিক পদার্থের ধর্ম কিসের ওপর নির্ভর করে?

উত্তর: পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করে।

 

প্রশ্ন: একাটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?

উত্তর: ৮টি।

 

প্রশ্ন: ক্যালসিয়াম সালফেটের একটি অণুতে কয়টি পরমাণু আছে?

উত্তর: ৬টি।

 

প্রশ্ন: কার্বনের আইসোটোপ কয়টি?

উত্তর: ৩টি।

 

প্রশ্ন: কার্বনের পারমাণবিক সংখ্যা কত?

উত্তর: ৬।

প্রশ্ন: অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত?

উত্তর: ৮টি।

 

প্রশ্ন: কার মতবাদে পরমাণু অবিভাজ্য?

উত্তর: ডেমোক্রিটাস এর মতাবাদে পরমাণু অবিভাজ্য।

 

প্রশ্ন: সিলিকনের পারমাণবিক সংখ্যা কত?

উত্তর: ১৪।

 

প্রশ্ন: ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ?

উত্তর: হাইড্রোজেন।

 

প্রশ্ন: একটি মৌলের ইলেকট্রন বিন্যাস ২, ৮, ৫ হলে মৌলটি কি?

উত্তর: ফসফরাস।

 

প্রশ্ন: সোডিয়াম পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকে?

উত্তর: ১।

 

প্রশ্ন: কার্বনের দ্বিতীয় আইসোটোপের ভরসংখ্যা কত?

উত্তর: ১৩।

 

প্রশ্ন: অক্সিজেন মৌলটিতে ইলেকট্রন সংখ্যা কত?

উত্তর: ৮।

 

প্রশ্ন: অক্সিজেন পরমাণুতে কয়টি প্রোটন থাকে?

উত্তর: ৮টি।

 

প্রশ্ন: (CH3COO)2 Ca যৌগটিতে পরমাণুর সংখ্যা কত?

উত্তর: ১৫।

 

প্রশ্ন: ২, ৮, ২ ইলেকট্রন বিন্যাসটি কোন মৌলের?

উত্তর: Mg.

 

প্রশ্ন: সালফারের ইলেকট্রন সংখ্যা কত?

উত্তর: ১৬।

 আরো পড়ুনঃ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবস সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর  

প্রশ্ন: কোন মৌলের একাধিক যোজনী আছে?

উত্তর: লেড।

 

প্রশ্ন: নিয়নের পারমাণকি সংখ্যা কত?

উত্তর: ১০।

 

প্রশ্ন: কার্বনের পারমাণবিক সংখ্যা কত?

উত্তর: ৬।

 

প্রশ্ন: ফসফরাসের সর্বশেষ শক্তিস্তরে কয়টি ইলেকট্রন থাকে?

উত্তর: ৫।

 

প্রশ্ন: অ্যালুমিনিয়ামের যোজনী কত?

উত্তর: ৩।

 

প্রশ্ন: ম্যাগনেসিয়াম মৌলটিতে ইলেকট্রন সংখ্যা কত?

উত্তর: ১২।

 

প্রশ্ন: ট্রিটিয়াম আইসোটোপে নিউট্রন সংখ্যা কত?

উত্তর: ২।

 

প্রশ্ন: অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কতটি?

উত্তর: ১৩।

 

প্রশ্ন: কোনো মৌলের চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?

উত্তর: ৩২টি।

 

প্রশ্ন: অক্সিজেনের সর্ববহিঃস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে?

উত্তর: ৬টি।

প্রশ্ন: ফসফেটের যোজনী কত?

উত্তর: ৩।

 

প্রশ্ন: অ্যালুমিনিয়াম এর সর্বশেষ শক্তিস্তরে কতটি ইলেকট্রন থাকে?

উত্তর: ৩টি।

 

প্রশ্ন: নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত?

উত্তর: ৭।

 

প্রশ্ন: ২, ৮, ৭ এটি কোন মৌলের ইলেকট্রন বিন্যাস?

উত্তর: ক্লোরিন।

 

প্রশ্ন: মৌলিক পদার্থের সংখ্যা কতটি/কয়টি?

উত্তর: ১১৮টি।

 

প্রশ্ন: একটি পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?

উত্তর: ১৮টি।

প্রশ্ন: ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হয় কত সালে?

উত্তর: ১৮০৩ সালে।

 

প্রশ্ন: সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে?

উত্তর: ২টি।

 

প্রশ্ন: নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লেখ?

উত্তর: ২, ৫।

 

প্রশ্ন: পরমাণুর দ্বিতীয় কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে?

উত্তর: ৮টি।

 

প্রশ্ন: ক্লোরিনের যোজনী কত?

উত্তর: ১।

 

প্রশ্ন: লিথিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখ?

উত্তর: ২, ১।

 

প্রশ্ন: হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে?

উত্তর: ৩টি।

 

প্রশ্ন: সোডিয়ামের একটি পরমাণুতে কয়টি প্রোটন থাকে?

উত্তর: ১১।

 

প্রশ্ন: একের অধিক পরমাণু যুক্ত হয়ে কি গঠন করে?

উত্তর: অণু।

প্রশ্ন: কত সালে নিউট্রন আবিষ্কার হয়েছিল?

উত্তর: ১৯৩২ সালে।

 

প্রশ্ন: নাইট্রাইট যৌগমূলকের যোজনী কত?

উত্তর: ১।

 

প্রশ্ন: নিয়নের তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত?

উত্তর: ০।

 আরো পড়ুনঃ বিসিএস প্রস্তুতি  বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর  পিডিএফ  ডাউনলোড

প্রশ্ন: ডিউটেরিয়ামের ভরসংখ্যা কত?

উত্তর: ২।

 

প্রশ্ন: নিয়ন পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখ?

উত্তর: ২, ৮।

 

প্রশ্ন: কার্বনের আইসোটোপ কয়টি?

উত্তর: ৩টি।

 

প্রশ্ন: কোন মৌলের নিউক্লিয়াসে নিউট্রন নাই?

উত্তর: হাইড্রোজেন।

 

প্রশ্ন: ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত?

উত্তর: ২০।

 

প্রশ্ন: গ্রিক শব্দ অ্যাটোমোস অর্থ কি?

উত্তর: অবিভাজ্য।

 

প্রশ্ন: পরমাণুর ধনাত্মক কণিকার নাম কি?

উত্তর: প্রোটন।

 

প্রশ্ন: অক্সিজেন পরমাণুর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে?

উত্তর: ৬টি।

 

প্রশ্ন: ফ্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কোনটি?

উত্তর: ২, ৭।

 

প্রশ্ন: প্রতিটি পরমাণু কোন অবস্থায় থাকতে চায়?

উত্তর: নিষ্ক্রিয়।

 

প্রশ্ন: ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়?

উত্তর: অ্যানায়ন।

 

 

প্রশ্ন: নিয়নের নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে?

উত্তরঃ ১০টি।

 

প্রশ্ন: ক্যালসিয়াম এর ইলেকট্রন বিন্যাস লেখ?

উত্তর: ২, ৮, ৮, ২।

 

প্রশ্ন: মৌলিক পদার্থের ধর্ম কিসের ওপর নির্ভর করে?

উত্তর: ইলেকট্রন বিন্যাস।

 

প্রশ্ন: ক্লোরিনের একটি পরমাণুতে কতটি প্রোটন থাকে?

উত্তর: ১৭টি।

 

প্রশ্ন: হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত?

উত্তর: ১।

 

প্রশ্ন: ফসফরাসের ইলেকট্রন বিন্যাস লেখ?

উত্তর: ২, ৮, ৫।

 

প্রশ্ন: ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম কার আইসোটোপ?

উত্তর: হাইড্রোজেন।

 

প্রশ্ন: আর্গনের ইলেকট্রন বিন্যাস লেখ?

উত্তর: ২, ৮, ৮।

 

প্রশ্ন: ভরসংখ্যাকে কোন প্রতীকে প্রকাশ করা হয়?

উত্তর: A.

 

প্রশ্ন: পারমাণবিক সংখ্যাকে কোন প্রতীকে প্রকাশ করা হয়?

উত্তর: Z.

 

প্রশ্ন: ক্যালসিয়াম ফসফেটের পরমাণু কতটি?

উত্তর: ১৩টি।

 

প্রশ্ন: কে সর্বপ্রথম পরমাণু নামকরণ করেন?

উত্তর: ডেমোক্রিটাস।

 

প্রশ্ন: কোন বিজ্ঞানী সর্বপ্রথম মৌলের পারমাণবিক ভরের ধারণা দেন?

উত্তর: ডাল্টন।

 

প্রশ্ন: সিলিকনের পারমানবিক সংখ্যা কত?

উত্তর: ১৪।

 

                          ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

 
 Download From Google Drive 
 
Download From Yandex
 
 
 

প্রয়োজনীয় মূর্হুতে খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।
 
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!