Thursday, September 12, 2024
Homeবিজ্ঞানপিএসসি ও অন্যান্য পরীক্ষার বিগত সালের প্রশ্নোত্তর বিজ্ঞান পিডিএফ ডাউনলোড

পিএসসি ও অন্যান্য পরীক্ষার বিগত সালের প্রশ্নোত্তর বিজ্ঞান পিডিএফ ডাউনলোড

পিএসসি ও অন্যান্য পরীক্ষার বিগত সালের প্রশ্নোত্তর বিজ্ঞান

পিডিএফ ডাউনলোড

প্রশ্নঃ আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে-

উত্তর : অক্সিজেন ও গ্লকোজ

প্রশ্নঃ কোনটি রক্তের কাজ নয়?

উত্তর : জারক রস বিতরণ করা

প্রশ্নঃ রক্তে প্রোটিনের হার কত?

উত্তর : ৪৫%

প্রশ্নঃ রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়?

উত্তর : লোহিত অস্থিমজ্জায়

প্রশ্নঃ রক্ত কণিকা কত প্রকার?

উত্তর : তিন প্রকার

প্রশ্নঃ রক্তস্বল্পতা বলতে কি বুঝায়?

উত্তর : রক্তে হিমোগ্বোবিনের পরিমান হ্রাস পাওয়া

প্রশ্নঃ দূষিত বাতাসে কোন গ্যাসটি মানব দেহে রক্তের অক্সিজেন পরিবহন খর্ব করে?

উত্তর : কার্বন মনোক্সাইড

প্রশ্নঃ কোনটি হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে?

উত্তর : আমিষ

প্রশ্নঃ কেঁচোর রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে?

উত্তর : রক্তরসে

প্রশ্নঃ দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাধেঁ না কেন?

উত্তর : রক্তে হেপারিন থাকায়

প্রশ্নঃ রক্ত জমাট বাধাঁর জন্য কোনটি প্রয়োজন নেই?

উত্তর : হরমোন

প্রশ্নঃ কিসের জন্য রক্ত জমাট বাধেঁ না?

উত্তর : হেপারিন

প্রশ্নঃ রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্ল্যাড ক্যানসার হয় ?

উত্তর : শ্বেত কণিকা

প্রশ্নঃ সাদা বা বর্ণহীণ বিশিষ্ট প্রাণী-

উত্তর : তেলাপোকা

প্রশ্নঃ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী?

উত্তর : ব্যাঙ

প্রশ্নঃ কোন প্রাণী শীতকালে শীতনিদ্রা যাপন করে?

উত্তর : ব্যাঙ

প্রশ্নঃ পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্তের পরিমান কত?

উত্তর : ৫ থেকে ৬ লিটার

প্রশ্নঃ একজন মানুষের শরীরে কি পরিমান রক্ত থাকে?

উত্তর : শরীরের ওজনের ৮%

প্রশ্নঃ রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?

উত্তর : অক্সিজেন পরিবহন করে

প্রশ্নঃ রক্তে হিমোগ্লোবিন থাকে?

উত্তর: লোহিত রক্ত কণিকায়

প্রশ্নঃ একটি রক্তের রিপোর্টে কোনটি থাকা বেশি ভাল?

উত্তর : হিমোগ্লোবিন

প্রশ্নঃ রক্তে শ্বেত কণিকার পরিমান বেড়ে যাওয়াকে-

উত্তর : লিউকেমিয়া

প্রশ্নঃ রক্ত জমাট বাধাঁ কোন কণিকা অংশ নেয়?

উত্তর : অনুচক্রিকা

প্রশ্নঃ রক্ত জমাট বাধাঁ কোন ধাতুর আয়ন সাহায্য করে?

উত্তর : ক্যালসিয়াম

প্রশ্নঃ নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়?

উত্তর : ধমনীর ভিতর দিয়ে

প্রশ্নঃ কোন রক্তগ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলে?

উত্তর : AB রক্তগ্রুপকে

প্রশ্নঃ কোন রক্তগ্রুপকে সার্বজনীন দাতা বলে?

উত্তর : গ্রুপ O

প্রশ্নঃ পুর্ণ বয়স্ক সুস্থ ব্যক্তির গড় নাড়ীর স্পন্দন কত, অথবা Pules Rate কত?

উত্তর : ৭২

প্রশ্নঃ ডাক্তার রোগীর নাড়ীর দেখার সময় প্রকৃত পক্ষে কি দেখেন?

উত্তর : ধমনীর স্পন্দন

প্রশ্নঃ What is high blood pressure?

উত্তর : Excess of pressure exerted by blood against blood vessels

প্রশ্নঃ মানুষের শরীরে সর্ববৃহৎ গ্রন্থি-

উত্তর : যকৃত

প্রশ্নঃ ইনসুলিন নিঃসকৃত হয় কোথা থেকে ? অথবা ইনসুলিন নিঃসকৃত হয় কোন গ্রন্থি থেকে?

উত্তর : অগ্র্যাশয়

প্রশ্নঃ অগ্র্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?

উত্তর : ইনসুলিন

প্রশ্নঃ ডায়াবেটিস রোগীর দেহে ইনসুলিন দেওয়া হয়?

উত্তর : গ্লুকোজের পরিপাক নিয়ন্ত্রণের জন্য

প্রশ্নঃ ইনসুলিন কি?

উত্তর : এক ধরণের হরমোন

প্রশ্নঃ কোন হরমোন এর অভাবে ডায়াবেটিস রোগ হয় বা বহুমুত্র রোগে কোন হরমোন দরকার অথবা ডায়াবেটিস চিকিৎসায় কোন হরমোন ব্যবহৃত হয়?

উত্তর : ইনসুলিন

প্রশ্নঃ বায়োটেনোলজি মাধ্যমে কোন হরমোন তৈরি করা হয়?

উত্তর : গ্লোথ হরমোন

প্রশ্নঃ ভয় পেলে লোম খাড়া হয় কোন হরমোন জন্য?

উত্তর : অ্যাড্রেনালিন

প্রশ্নঃ দাঁড়ি গোঁফ জম্মায়-

উত্তর : টেসটোস্টেরন হরমোনর জন্য

প্রশ্নঃ কোন হরমোন রক্ত ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে?

উত্তর : থাইরোক্যালসিটোনিন

প্রশ্নঃ হাই্রপাগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়?

উত্তর : রক্তের গ্লুকোজ

প্রশ্নঃ লিভারের গ্লাইকোজনকে ভেঙ্গে রক্তে গ্লকোজের মাত্রা বৃদ্ধি করে?

উত্তর : গ্লুকাগন

প্রশ্নঃ মানব দেহে রাসায়নিক দুত হিসাবে কাজ করে?

উত্তর হরমোন

প্রশ্নঃ চোখের পানির উৎস কোথায়?

উত্তর : ল্যাক্রিমাল গ্রন্থি

প্রশ্নঃ ইনসুলিন প্রথম কত সালে কোন দেশে আবিশ্কৃত হয়?

উত্তর : ১৯২২ সালে জার্মানিতে

প্রশ্নঃ ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয়, সেটি হল?

উত্তর : চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়

প্রশ্নঃ চিকিৎসা বিজ্ঞানে কোন উক্তিটি সঠিক নয়?

উত্তর : চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস রোগ হয়

প্রশ্নঃ এনজাইম কি দিয়ে তৈরি হয় ?

উত্তর : আমিষ

প্রশ্নঃ মানুষের লালা রসে বিদ্যমান এনজাইমের নাম ?

উত্তর : টায়ালিন

প্রশ্নঃ কোন জারক রস পাকস্থলীতে দগ্ধ জমাট বাধাঁয়?

উত্তর : রেনিন

প্রশ্নঃ প্রোটিন পরিপাক শুরু হয় ?

উত্তর : পাকস্থলীতে

প্রশ্নঃ পাকস্থলীতে কোন আকারের ঔষুধ তারাতারি শোষণ করে ?

উত্তর : তরল

প্রশ্নঃ হাইড্রোক্লোরিক এসিড কোন কোষ থেকে নিঃসৃত হয় ?

উত্তর : প্যারাইটাল কোষ

প্রশ্নঃ মানুষের দুধের দাঁতের সংখ্যা কত?

উত্তর : ২০টি

প্রশ্নঃ দেহের সব চেয়ে কঠিন অংশের নাম কি?

উত্তর : এনামেল

প্রশ্নঃ মানুষের ক্ষু্দ্রান্ত্রের দৈর্ঘ্য কত?

উত্তর : ৬ মিটার

প্রশ্নঃ মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ট থাকে?

উত্তর : চারটি

প্রশ্নঃ হৃৎপিন্ডের আবরণকারী পদার্থের নাম ?

উত্তর : পেরিকার্ডিয়াম

প্রশ্নঃ হার্ট সাউন্ড কত ধরনের?

উত্তর : চার ধরনের

প্রশ্নঃ সিস্টোলিক চাপ বলতে কি বোঝায় ?

উত্তর : হৃৎপিন্ডের সংকোচন

প্রশ্নঃ হৃৎপিন্ডের প্রকোষ্টের প্রসারণকে কি বলে?

উত্তর : ডাযাস্টোল

প্রশ্নঃ যে প্রাণরি তিনটি হৃৎপিন্ড আছে?

উত্তর : ক্যাটল

প্রশ্নঃ কোন বাক্যটি সঠিক?

উত্তর : হৃৎপিন্ডে অলিন্দের অবস্থার উপর

প্রশ্নঃ ব্যাঙের হৃৎপিন্ডে কয়টি প্রকোষ্ট আছে?

উত্তর : তিনটি

প্রশ্নঃ কোনটি হৃদরোগের কারণ?

উত্তর : ধুমপান

প্রশ্নঃ What is Cardiograph?

উত্তর : To record movement of heart

প্রশ্নঃ চিকিৎসা বিজ্ঞান বিষয়ক কোন উক্তিটি সঠিক নয়?

উত্তর : Coronary Angiography হৃদরোগের চিকিৎসা

প্রশ্নঃ এনজিওপ্লাস্ট হচ্ছে ?

উত্তর : হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো

প্রশ্নঃ জন্ডিস রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয় ?

উত্তর : লিভার

প্রশ্নঃ পিত্তের বর্ণে জন্য দায়ী কে ?

উত্তর : বিলিরুবিন

প্রশ্নঃ বিলিরুবিন তৈরি হয়?

উত্তর : যকৃতে

প্রশ্নঃ খাদ্য পরিপাকের সময় ব্যাঙের ট্রিপসিনোজের নিঃসৃত হয় কোথায় থেকে ?

উত্তর : অগ্ন্যাশয়

প্রশ্নঃ একটি রস যা শকরা ও আমিষ উভয়কে পরিপাক করে?

উত্তর : অগ্ন্যাশয় রস

প্রশ্নঃ জীব দেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্জিত থাকে?

উত্তর : যকৃত

প্রশ্নঃ কোন জলজ জীব বাতাসে নিঃশ্বাস নেয় ?

উত্তর : শুশুক

প্রশ্নঃ মাছ অক্সিজেন নেয়?

উত্তর : পানির মধ্যে দ্রবী বাতাস হতে?

প্রশ্নঃ মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায় ?

উত্তর : ফুলকার সাহায্যে

প্রশ্নঃ নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কী ?

উত্তর : গোলকৃমি

প্রশ্নঃ হংকং ভাইরাস নামে পরিচিত সার্স রোগ কোন দেশে প্রথম দেখা যায়?

উত্তর : চীন

প্রশ্নঃ পূর্ণাঙ্গ ব্যাঙ শ্বাসকার্য চালায় –

উত্তর : ফুসফুসের সাহায্যে

প্রশ্নঃ কেঁচো শ্বাসকার্য চালায়-

উত্তর : ত্বকের সাহায্যে

প্রশ্নঃ কিডনির কার্যকরী একক কোনটি ?

উত্তর : নেফ্রন

প্রশ্নঃ দেহের বিপাকীয় বর্জ্য পদার্থ  অপসারণের প্রক্রিয়াকে কি বলে?

উত্তর : রেচন

আরো পড়ুনঃ অডিটর  জুনিয়র অডিটর পদের প্রশ্ন সমাধান

সাইজঃ- 506 KB

 পৃষ্ঠা সংখ্যাঃ 21

বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।

Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।

Direct Download 

Click Here

এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পড়তে নিচের দেওয়া লিংকে 

ক্লিক করুন
 
 
 
 
প্রয়োজনীয় মূর্হুতে খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!