বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলি
সাধারণ জ্ঞান পিডিএফ ডাউনলোড পার্ট-১
1. নিম্নের কোন সংস্থাটি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
ক. UNDP
খ. UNESCO
গ. UNICEF
ঘ. UNCTAD
উত্তরঃখ
2. “তাহরির স্কয়ার” কোথায় অবস্থিত?
ক. সিউল
খ. আম্মান
গ. কায়রো
ঘ. তেহরান
উত্তরঃগ
3. কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?
ক. নাইজেরিয়া
খ. ভারত
গ. মালয়েশিয়া
ঘ. তুরস্ক
উত্তরঃখ
4. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল–এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. লন্ডন
খ. নিউইয়র্ক
গ. প্যারিস
ঘ. ভিয়েনা
উত্তরঃক
5. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
ক. ফিজি
খ. ভ্যাটিক্যান
গ. কুয়েত
ঘ. মালদ্বীপ
উত্তরঃখ
6. “আবর বসন্ত” বলতে কি বুঝায়?
ক. আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
খ. আরব অঞ্চলে বসন্তকাল
গ. আরব রাজতন্ত্র
ঘ. আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
উত্তরঃক
7. এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
ক. নেপাল
খ. ভারত
গ. ভুটান
ঘ. মালদ্বীপ
উত্তরঃসঠিকউত্তরনেই
8. “লয়াজিরগা” কোন দেশের আইনসভা?
ক. ফিজি
খ. সিরিয়া
গ. লেবানন
ঘ. আফগানিস্তান
উত্তরঃঘ
9. কোপেন হেগেন কোন দেশের রাজধানী?
ক. ডেনমার্ক
খ. বেলজিয়াম
গ. ভিয়েতনাম
ঘ. আর্মেনিয়া
উত্তরঃ ক
10. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
ক. মিসর
খ. ইরাক
গ. ইরান
ঘ. থাইল্যান্ড
উত্তরঃঘ
11. এশিয়া কাপ ক্রিকেট , ২০১২ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?
ক. বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
খ. শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
গ. বাংলাদেশ আর্মি স্টেডিয়াম
ঘ. রাজশাহী স্টেডিয়াম
উত্তরঃখ
12. শ্রীলঙ্কার মুদ্রার নাম কি?
ক. ডলার
খ. পাউন্ড
গ. টাকা
ঘ. রূপী
উত্তরঃঘ
13. সার্ক–এর সদস্য দেশ কয়টি?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯
উত্তরঃগ
14. পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে?
ক. ভাতর মহাসাগরে
খ. আটলান্টিক মহাসাগরে
গ. প্রশান্ত মহাসাগরে
ঘ. উত্তর মহাসাগরে
উত্তরঃগ
15. পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক
খ. লন্ডন
গ. বার্লিন
ঘ. জেদ্দা
উত্তরঃঘ
16. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
ক. কাসপিয়ান
খ. বৈকাল
গ. মানস সরোবর
ঘ. ডেড সী
উত্তরঃ খ
17. ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
ক. লন্ডন
খ. বার্লিন
গ. ব্রাজিল
ঘ. আর্জেনটিনা
উত্তরঃগ
18. জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি?
ক. পাকিস্তান
খ. সৌদি আরব
গ. মিশর
ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃঘ
19. রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. প্যারিস
খ. লন্ডন
গ. নিউইয়র্ক
ঘ. জেনেভা
উত্তরঃঘ
20. ‘জুলিয়াস সিজার’ কেন বিখ্যাত?
ক. রোমার সম্রাট হিসেবে
খ. বর্ণবাদ বিরোধী হিসেবে
গ. বৃটেনের রাজা হিসেবে
ঘ. আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে
উত্তরঃক
21. পূর্ব তিমুরের রাজধানী কোথায়?
ক. লাসা
খ. পের্টা নোভা
গ. দিলি
ঘ. তিয়েন আন মেন
উত্তরঃগ
22. নোবেল পুরস্কার বিজয়ী ‘তাওয়াচ্চুল কারমান’ কোন দেশের নাগরিক?
ক. ইরান
খ. ইন্দোনেশিয়া
গ. তুরস্ক
ঘ. ইয়েমেন
উত্তরঃঘ
23. আমেরিকার চালক বিহীন গোয়েন্দা বিমান ‘স্টিলথ ড্রোন’টি কি?
ক. বোমারু বিমান চালিত
খ. মিগ চালিত
গ. হেলিকপ্টার চালিত
ঘ. শক্তিশালী রকেট চালিত
উত্তরঃসঠিকউত্তরনেই
24. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
ক. সুয়েজ খাল
খ. মিসিসিপি
গ. ভলগা
ঘ. পানামা খাল
উত্তরঃঘ
25. ‘গ্রীনল্যান্ড’ –এর মালিকানা কোন দেশের?
ক. সুইডেন
খ. নেদারল্যান্ড
গ. ডেনমার্ক
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ গ
26. ‘গ্রেট হল’ কোথায় অবস্থিত?
ক. বৃটেন খ. যুক্তরাষ্ট্র
গ. চীন ঘ. রাশিয়া
উত্তরঃ গ
27. ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. রাশিয়া
খ. চীন
গ. ভারত
ঘ. পাকিস্তান
উত্তরঃ ক
28. পূর্বে কোন দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল?
ক. মালয়েশিয়া
খ. ইন্দোনেশিয়া
গ. থাইল্যান্ড
ঘ. মিয়ানমার
উত্তরঃ গ
29. কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
ক. ১৭৮৯
খ. ১৭৯১
গ. ১৭৯৫
ঘ. ১৮০০
উত্তরঃ ক
30. কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
ক. জার্মানি
খ. ফ্রান্স
গ. যুক্তরাজ্য
ঘ. রাশিয়া
উত্তরঃ গ
31. আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?
ক. দাউদ খাঁ
খ. জহির শাহ
গ. নাদির শাহ
ঘ. নজীবুল্লাহ
উত্তরঃ খ
32. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?
ক. ইরাক
খ. ইরান
গ. সৌদি আরব
ঘ. আলজেরিয়া
উত্তরঃ ঘ
33. ‘লাইন অব কন্ট্রোল’ কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
ক. ইসরাইল ও জর্ডান
খ. ভারত ও পাকিস্তান
গ. চীন ও তাইওয়ান
ঘ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
উত্তরঃ খ
34. মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
ক. কলাম্বিয়া
খ. নিকারাগুয়া
গ. কোস্টারিকা
ঘ. এল সালভাদর
উত্তরঃ গ
35. পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?
ক. অস্ট্রেলিয়া
খ. কানাডা
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তরঃ ঘ
36. বিশ্ব পরিবেশ দিবস কোনটি?
ক. ৫ মে
খ. ১৫ মে
গ. ৫ জুন
ঘ. ১৫ জুন
উত্তরঃ গ
37. কিরগিজস্তানের রাজধানী কোথায়?
ক. বিশবেক
খ. আলমা আতা
গ. আশাখাবাদ
ঘ. উলানবাটোর
উত্তরঃ ক
38. FIFA প্রতিষ্ঠিত হয় কবে?
ক. ১৯০৪
খ. ১৯২৪
গ. ১৯১৪
ঘ. ১৯০৫
উত্তরঃ ক
39. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
ক. ২৬ জুন
খ. ১ আগষ্ট
গ. ১ মে
ঘ. ১০ ডিসেম্বর
উত্তরঃ ঘ
40. কবে রেডক্রস প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮৬৪ সালে খ. ১৮৬৮ সালে
গ. ১৮৬৬ সালে ঘ. ১৮৬১ সালে
উত্তরঃ সঠিক উত্তর নেই
41. কোথায় সেনাবাহিনী নেই?
ক. সুদান
খ. সাইপ্রাস
গ. মালদ্বীপ
ঘ. ভুটান
উত্তরঃ গ
42. নিম্নেরকোনদেশটিG-৪এরসদস্যনয়?
ক. জাপান
খ. যুক্তরাজ্য
গ. ফ্রান্স
ঘ. সুইডেন
উত্তরঃ ঘ
43. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
ক. EU
খ. WTO
গ. NATO
ঘ. FIFA
উত্তরঃ ক
44. ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ঢাকা
খ. কাঠমুন্ডু
গ. থিম্পু
ঘ. মালে
উত্তরঃ গ
45. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. লন্ডন
খ. নিউইয়র্ক
গ. প্যারিস
ঘ. মস্কো
উত্তরঃ খ
46. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
ক. দিল্লি
খ. ইসলামাবাদ
গ. কাঠমুন্ডু
ঘ. ঢাকা
উত্তরঃ গ
47. টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
ক. পদ্মা
খ. যমুনা
গ. নাফ
ঘ. কর্ণফুলী
উত্তরঃ গ
48. সবচেঢে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে?
ক. যুক্তরাষ্ট্র
খ. ভারত
গ. জাপান
ঘ. নেপাল
উত্তরঃ ক
49. খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক
খ. রোমে
গ. জেনেভায়
ঘ. অটোয়ায়
উত্তরঃ খ
50. গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
ক. ফখরুদ্দিন মোবারক শাহ
খ. হোসেন শাহ্
গ. শায়েস্তা খাঁ
ঘ. ঈশা খাঁ
উত্তরঃ খ
51. ডেভিস কোন খেলায় দেয়া হয়?
ক. ব্যাডমিন্টন
খ. লন টেসিন
গ. টেবিল টেনিস
ঘ. ক্রিকেট
উত্তরঃ খ
52. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
ক. ১২০৬ খৃঃ
খ. ১৩১০ খৃঃ
গ. ১৬১০ খৃঃ
ঘ. ১৫২৬ খৃঃ
উত্তরঃ গ
53. যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসনসংখ্যা কতটি?
ক. ৯৯
খ. ১০০
গ. ১০১
ঘ. ১০২
উত্তরঃ খ
54. ফেয়ার ফ্যাক্স কী?
ক. সংবাদ সংস্থা
খ. পরিবেশ সংস্থা
গ. গোয়েন্দা সংস্থা
ঘ. মানবাধিকার সংস্থা
উত্তরঃ গ
55. NASA- এর সদর দফতর কোথায়?
ক. ফ্লোরিডা
খ. হিউস্টন
গ. কেপ কেনেডি
ঘ. টেক্সাস
উত্তরঃ সঠিক উত্তর নেই
56. দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?
ক. ৩০০ বছর
খ. ৩৩৫ বছর
গ. ৩৪২ বছর
ঘ. ৫০০ বছর
উত্তরঃ গ
57. বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
ক. বিল ক্লিনটন
খ. জিমি কার্টার
গ. নিক্সন
ঘ. রিগ্যান
উত্তরঃ খ
58. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
ক. নিকোলাস সার্কোজি
খ. জ্যাক শিরাক
গ. ফ্রসিয়ে মিতেরা
ঘ. জেনারেল দ্য গল
উত্তরঃ সঠিক উত্তর নেই
59. হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়?
ক. হিমালয়
খ. কুনলুন পর্বত
গ. ব্লাক ফরেস্ট
ঘ. আলপস
উত্তরঃ খ
60. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
ক. সনোরা লাইন
খ. ম্যাকনামারা লাইন
গ. ডুরাল্ড লাইন
ঘ. হিন্ডারবার্গ লাইন
উত্তরঃ ক
61. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
ক. বেলজিয়াম
খ. ফ্রান্স
গ. জার্মানি
ঘ. ফিনল্যান্ড
উত্তরঃ ক
62. বিশ্বের কোন দেশের সাক্ষরতার হার ১০০%?
ক. পোল্যান্ড
খ. লিথুয়ানিয়া
গ. কাজাকস্তান
ঘ. স্লোভাকিয়া
উত্তরঃ খ
63. Julius Ceasar was the ruler of Rome about-
ক. 1000 years ago
খ. 1500 years ago
গ. 2000 years ago
ঘ. 3000 years ago
উত্তরঃ গ
64. The South Pole is located in the-
ক. Arctic
খ. Antarctic
গ. Antipodes
ঘ. Occident
উত্তরঃ খ
65. মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?
ক. ২০১০ সাল
খ. ২০১৫ সাল
গ. ২০২০ সাল
ঘ. ২০২৫ সাল
উত্তরঃ খ
66. ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?
ক. ভেনিস
খ. ক্যাটরিনা
গ. আইভান
ঘ. রিটা
উত্তরঃ খ
67. কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়?
ক. ডেনমার্ক
খ. ফিনল্যান্ড
গ. নেদারল্যান্ডস
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ক
68. মুসলমান প্রধান না হলেও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
ক. নাইজেরিয়া খ. লেবানন
গ. নাইজার ঘ. উগান্ডা
উত্তরঃ ঘ
69. কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় প্রেসিডেন্ট কে ছিলেন?
ক. রিচাডৃড এম. নিক্সন
খ. জন এফ. কেনেডি
গ. লিন্ডন বেইনস জনসন
ঘ. হ্যারি এস. ট্রম্যান
উত্তরঃ খ
70. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
ক. হ্যারি এস. ট্রম্যান
খ. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
গ. জেমস মানরো
ঘ. তথ্যটি সঠিক নয়
উত্তরঃ খ
71. ভারতীয় লোকসভার নির্বাচিত কত?
ক. ৫৪৩
খ. ৫৪৫
গ. ৪১৫
ঘ. ৫৪০
উত্তরঃ ক
72. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. নিউজিল্যান্ড
গ. বাহামা
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ খ
73. Chemiacl Weapons Convention কোন সালে স্বাক্ষরিতহয়?
ক. ১৯৯০
খ. ১৯৯৩
গ. ১৯৯৬
ঘ. ১৯৯৯
উত্তরঃ খ
74. কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?
ক. অছি পরিষদ
খ. সাধারন পরিষদ
গ. নিরাপত্তা পরিষদ
ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
উত্তরঃ গ
75. কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
ক. ইয়াসির আরাফাত
খ. নাগীব মাহফুজ
গ. আনোয়ার সাদাত
ঘ. প্রফেসর আব্দুস সালাম
উত্তরঃ গ
76. বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন?
ক. খালেদ
খ. ফয়সাল
গ. আব্দুল আজিজ
ঘ. আবদুল্লাহ
উত্তরঃ ঘ
77. অক্সফাম (Oxfam) এর সদর দপ্তর কোথায়?
ক. নিউইয়র্ক
খ. ক্যামেনিক্স
গ. লন্ডন
ঘ. হেগ
উত্তরঃ গ
78. কোনটি বিংশ শতব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিকট থেকে মুক্ত হয়?
ক. হংকং
খ. শ্রীলংকা
গ. ম্যাকাউ
ঘ. বাংলাদেশ
উত্তরঃ গ
79. নিচের কোন চুাক্তটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?
ক. এবিএম চুক্তি (ABN)
খ. সল্ট–১ চুক্তি (SALT-1)
গ. সল্ট–২ চুক্তি (SALT-২)
ঘ. স্টার্ট–১ চুক্তি (SALT-1
উত্তরঃ গ
80. Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
ক. ১৯৭৭
খ. ১৯৭৮
গ. ১৯৭৯
ঘ. ১৯৮১
উত্তরঃ ক
81. START -2 কী?
ক. টিভিতে সম্প্রচারিত একটি সিরিয়াল
খ. বাণিজ্যসংক্রান্ত একটি চুক্তি
গ. কৌশলগত অস্ত্র হ্রাসসংক্রান্ত চুক্তি
ঘ. এর কোনটিই নয়
উত্তরঃ গ
82. আসিয়ান রিজিওনালফোরাম(ARF) এরসদস্যসংখ্যাকত?
ক. ২১
খ. ২২
গ. ২৩
ঘ. ২৬
উত্তরঃ সঠিক উত্তর নেই
83. মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?
ক. ২১ বছর
খ. ২২ বছর
গ. ২৪ বছর
ঘ. ২৫ বছর
উত্তরঃ খ
84. বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
উত্তরঃ গ
85. ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের?
ক. সুন্নি
খ. শিয়া
গ. কুর্দি
ঘ. খ্রিস্টান
উত্তরঃ গ
86. IAEA – এর নির্বাহী প্রধাণ হলেন–
ক. মোহাম্মদ আল বারাদি
খ. আমর মুসা
গ. আয়ান্দ আলয়ি
ঘ. হামিদ কারজাই
উত্তরঃ সঠিক উত্তর নেই
87. উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল?
ক. ২ বছর
খ. ৮ বছর
গ. ৫ বছর
ঘ. ৬ বছর
উত্তরঃ খ
আরো পড়ুন ঃপিএসসি নির্ধারিত ১১জন সাহিত্যিকের সাহিত্যকর্ম ও পরিচিতি
88. যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
ক. লুইসিয়ানা
খ. উইসকনসিন
গ. ফ্লোরিডা
ঘ. নেবারাস্কা
উত্তরঃ ক
89. জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?
ক. কুড়িল দ্বীপপুঞ্জ
খ. মার্শাল দ্বীপপুঞ্জ
গ. দিয়াগো গার্সিয়া
ঘ. গ্রেট বেরিয়ার রীফ
উত্তরঃ ক
90. যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়?
ক. হাওয়াই
খ. আরিজোনা
গ. টেক্সাস
ঘ. ফ্লোরিডা
উত্তরঃ ক
91. অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিচট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল?
ক. লুক্সেমবার্গ
খ. আয়ারল্যান্ড
গ. গ্রিস
ঘ. ডেনমার্ক
উত্তরঃ ঘ
92. শেভেন চুক্তি হচ্ছে –
ক. বাণিজ্য চুক্তি
খ. কর হ্রাস করা
গ. অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
ঘ. এর কোনটিই নয়
উত্তরঃ ঘ
93. যুক্তরাষ্ট্রের কোন স্টেট এ নির্বাচকমন্ডলীর ভোটের (Electoral vote) সংখ্যা বেশি?
ক. নিউইয়র্ক
খ. ক্যালিফোর্নিয়া
গ. টেক্সাস
ঘ. ফ্লোরিডা
উত্তরঃ খ
94. যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন। তিনি হচ্ছেন–
ক. জেমস মনরো
খ. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
গ. হ্যারি এস ট্রম্যান
ঘ. তথ্যটি সঠিক নয়
উত্তরঃ খ
95. নারীর প্রতি সকল বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় –
ক. ১৯৭৫ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৭৯ সালে
ঘ. ১৯৮৯ সালে
উত্তরঃ গ
96. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
ক. কুট ওয়ার্ল্ড হেইম
খ. পেরেজ দ্য কুয়েলার
গ. ট্রাইগভেলাই
ঘ. উথান্ট
উত্তরঃ গ
97. মাদার তেরেসা কোন দেশে জম্মগ্রহণ করেন?
ক. আলবেনিয়া
খ. মেসিডোনিয়া
গ. সার্বিয়া
ঘ. ইতালি
উত্তরঃ খ
98. আবু সায়েফ গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর?
ক. ইরাক
খ. ফিলিপাইন
গ. ইন্দোনেশিয়া
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ খ
99. সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারন করা হয়েছে কোন সাল পর্যন্ত?
ক. ২০১০
খ. ২০১৫
গ. ২০২০
ঘ. ২০২৫
উত্তরঃ খ
100. ইউরো মুদ্রা কখন চালু হয়?
ক. ১৯৯৭ সালের ১ জানুয়ারি
খ. ২০০০ সালের ১ মার্চ
গ. ২০০১ সালের ১ জানুয়ারি
ঘ. ১৯৯৮ সালের ১ নভেম্বর
উত্তরঃ সঠিক উত্তর নেই
101. ভারতের কোন রাজ্যের রাজধানী ইস্ফল?
ক. মিজোরাম
খ. অরুণাচল
গ. মণিপুর
ঘ. মেঘালয়
উত্তরঃ গ
102. লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
ক. বৃটেন
খ. ফ্রান্স
গ. তুরস্ক
ঘ. স্পেন
উত্তরঃ খ
103. কোন তারিকে ‘আন্তর্জাতিক পরিবেশ দিবস’ পালিত হয়?
ক. ৫ জুলাই
খ. ২১ মার্চ
গ. ৫ জুন
ঘ. ২১ জুন
উত্তরঃ গ
104. ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
ক. ৫৪৫
খ. ৫৪৩
গ. ৬১০
ঘ. ৪১৫
উত্তরঃ খ
105. ২০০৪ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন কোন দেশের নাগরিক?
ক. ব্রাজিল
খ. ইরাক
গ. সুইডেন
ঘ. কেনিয়া
উত্তরঃ ঘ
106. TI এর সদর দপ্তর কোথায়?
ক. ম্যানিলা
খ. বার্লিন
গ. ব্যাংকক
ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ খ
107. কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব?
ক. প্রথম
খ. তৃতীয়
গ. দ্বিতীয়
ঘ. চতুর্থ
উত্তরঃ গ
108. পশ্চিম তিমুর এর বর্তমান মর্যাদা কী ?
ক. ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য
খ. একটি স্বাধীন দেশ
গ. অস্ট্রেলিয়ার একটি প্রদেশ
ঘ. কোনটিই ঠিক নয়
উত্তরঃ ক
109. ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরাই রাষ্ট্রপ্রতিষ্ঠিতহয়?
ক. ১৯৪৮
খ. ১৯৫৯
গ. ১৯৬৭
ঘ. ১৯৭০
উত্তরঃ ক
110. ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. লন্ডন
খ. লিঁও
গ. রোম
ঘ. প্যারিস
উত্তরঃ খ
111. যুক্তরাষ্ট্রের প্রেসিডেস্ট নির্বাচিতহতেহলেন্যূনতমকতটিইলেক্টোরালভোটেরপ্রয়োজন?
ক. ২৭২
খ. ২৭১
গ. ২৭০
ঘ. ২৬৮
উত্তরঃ গ
112. United Nations Conference on Trade and Development (UNCTAD) –এরসদরদপ্তরকোথায়?
ক. হেগে
খ. জেনেভায়
গ. নিউইয়র্কে
ঘ. ক্যানবেরায়
উত্তরঃ খ
113. ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এর আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানেরজন্যবিশ্বেরবিভিন্নদেশেররাষ্ট্রপ্রধান/সরকার প্রধানগণকোথায়মিলিতহন?
ক. রামালা
খ. প্যারিস
গ. কায়রো
ঘ. জেরুজালেম
উত্তরঃ গ
114. কোনটি ভারতের সেভেন সিস্টারস্ রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয়?
ক. কেরালা
খ. ত্রিপুরা
গ. মণিপুর
ঘ. মিজোরাম
উত্তরঃ ক
115. গারুদা কোন দেশের বিমান সংস্থা?
ক. গ্রিস
খ. জার্মানি
গ. ইন্দোনেশিয়া
ঘ. নেদারল্যান্ড
উত্তরঃ: গ
116. ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?
ক. ওয়াটার লু নামক স্থানে
খ. দ্বীপ এনাবার্তে
গ. ভার্সাই নগরীতে
ঘ. সেন্ট হেলেনা দ্বীপে
উত্তরঃ ঘ
117. বৃটেনের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নন?
ক. ফিজি
খ. কানাডা
গ. অস্ট্রিয়া
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ গ
118. গ্রিন পিস (Green Peace) কোন দেশের পরিবেশবাদীগ্রুপ?
ক. হল্যান্ড
খ. পোল্যান্ড
গ. ফিনল্যান্ড
ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ ক
119. আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে ক?
ক. রোনাল্ড রিগ্যান ও মার্গারেট থেচার
খ. জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার
গ. জিমি কার্টার ও রানী দ্বিতীয় এলিজাবেথ
ঘ. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টক চার্চিল
উত্তরঃ ঘ
120. শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান?
ক. আলভা মায়ার ডাল
খ. অং সান সুচী
গ. শিরিন এবাদী
ঘ. মাদার তেরেসা
উত্তরঃ সঠিক উত্তর নেই
121. জাপানের পার্লামেন্টের নাম কী?
ক. রাইখ স্ট্যাগ
খ. রিকস ড্যাগ
গ. ফোকেটিং
ঘ. ডায়েট
উত্তরঃ ঘ
122. নাসাউ কোন দেশের রাজধানী?
ক. নিকোবর দ্বীপপুঞ্জ
খ. মাদাগাস্কার দ্বীপপুঞ্জ
গ. বাহামা দ্বীপপুঞ্জ
ঘ. ফিজি দ্বীপপুঞ্জ
উত্তরঃ গ
123. জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. দিল্লি
খ. কায়রো
গ. বেলগ্রেড
ঘ. জাকার্তা
উত্তরঃ গ
124. পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
ক. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
খ. আটলান্টিক ও ভূমধ্যসাগর
গ. ভারত ও প্রশান্ত মহাসাগর
ঘ. প্রশান্ত ও ভূমধ্যসাগর
উত্তরঃ ক
125. কে লৌহমানবী বলে পরিচিত?
ক. ইন্দিরা গান্ধী
খ. বেগম খালেদা জিয়া
গ. আং সান সুচী
ঘ. মার্গারেট থ্যাচার
উত্তরঃ ঘ
126. আবু গারিব বলতে কী বুঝায়?
ক. পেলে
খ. জিদান
গ. বেকেনবাওয়ার
ঘ. একজন বৈজ্ঞানিক
উত্তরঃ গ
127. বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
ক. পেলে
খ. জিদান
গ. বেকেনবাওয়ার
ঘ. ম্যারাডোনা
উত্তরঃ ক
128. ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক
খ. প্যারিস
গ. রোম
ঘ. জেনেভা
উত্তরঃ খ
129. রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তিরাষ্ট্রপ্রধানেরমর্যাদালাভকরেন?
ক. ইয়াসির আরাফাত
খ. কফি আনান
গ. ওসামা বিন লাদেন
ঘ. অ্যারিয়েল শ্যারন
উত্তরঃ ক
130. ‘ডিজ আর্মিং ইরাক’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. সালমান রুশদী
খ. কুলদীপ নায়ার
গ. হ্যান্স ব্লিক্স
ঘ. হিলারি ক্লিনটন
উত্তরঃ গ
131. এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
ক. চারজন
খ. পাঁচজন
গ. ছয়জন
ঘ. সাতজন
উত্তরঃ সঠিক উত্তর নেই
132. নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
ক. মিঃ কইরালা
খ. মিঃ থাপা
গ. মিঃ রানা
ঘ. মিঃ দেউবা
উত্তরঃ সঠিক উত্তর নেই
133. ইরাকে কখন মার্কিন বৃটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়?
ক. ২০০৩ সালের ১৮ মার্চ
খ. ২০০৩ সালের ২০ মার্চ
গ. ২০০৩ সালের ২২ মার্চ
ঘ. ২০০৩ সালের ২৪ মার্চ
উত্তরঃ খ
134. বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
ক. গিনি
খ. ঘানা
গ. সেনেগাল
ঘ. মরক্কো
উত্তরঃ সঠিক উত্তর নেই
135. বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?
ক. লাইবেরিয়া
খ. হংকং
গ. পূর্ব তিমুর
ঘ. তাইওয়ান
উত্তরঃ সঠিক উত্তর নেই
136. আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
ক. সংযুক্ত আরব আমিরাত
খ. মিসর
গ. লেবানন
ঘ. ইয়েমেন
উত্তরঃ ক
137. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
ক. ব্রাজিল
খ. আর্জেন্টিনা
গ. পেরু
ঘ. পানামা
উত্তরঃ ঘ
138. ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?
ক. প্যারিস
খ. লিঁও
গ. ভার্সাই
ঘ. মাসাই
উত্তরঃ খ
139. মধ্যপ্রাচ্যে কখন তেল–অস্ত্র ব্যবহার করা হয়েছিল?
ক. ১৯৭৩ সালে
খ. ১৯৮১ সালে
গ. ১৯৯১ সালে
ঘ. ২০০৩ সালে
উত্তরঃ ক
140. ‘বান্দুং’ শহরটি কোন দেশে অবস্থিত?
ক. চীন
খ. ইন্দোনেশিয়া
গ. যুগোস্লাভিয়া
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ খ
141. ‘কার্টাগোনা’ প্রটোকল হচ্ছে–
ক. জাতিসংঘের জৈব নিরাপত্তাবিষয়ক চুক্তি
খ. ইরাক পুনর্গঠন
গ. যুক্তরাষ্ট্র–মেক্সিকো বৈব চুক্তি
ঘ. শিশু অধিকার চুক্তি
উত্তরঃ ক
142. এ বছরে তামাক নিষিদ্ধ নিয়ন্ত্রণ আন্তর্জাতিক জেনেভা সম্মেলনে সভাপতি কোন দেশের নাগরিক?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. পাকিস্তান
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ ক
143. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয়–
ক. ১৯২৭ সালের ১২ আগস্ট
খ. ১৯২৮ সালের ২৭ আগস্ট
গ. ১৯২৮ লের ৩ নভেম্বর
ঘ. ১৯২৯ সালের ৫ জানুয়ারি
উত্তরঃ খ
144. যুদ্ধ ও সশস্ত্রসংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনসমূহঅভিহিত–
ক. দুটি রেডক্রস কনভেনশন নামে
খ. তিনটি রেডক্রস কনভেনশন নামে
গ. চারটি রেডক্রস কনভেনশন নামে
ঘ. পাঁচটি রেডক্রস কনভেনশন নামে
উত্তরঃ গ
145. স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?
ক. জেনেভায়
খ. লন্ডনে
গ. প্যারিসে
ঘ. হেগে
উত্তরঃ ঘ
146. মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়?
ক. ১৯৫০ সালে
খ. ১৯৫৫ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৬৬ সালে
উত্তরঃ ঘ
147. ইসিএ (ECA) এর সদর দপ্তর কোথায়?
ক. আদ্দিস আবাবা
খ. নাইরোবি
গ. ডাকার
ঘ. কায়রো
উত্তরঃ ক
148. ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় –
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯১ সালে
গ. ১৯৯২ সালে
ঘ. ১৯৯৩ সালে
উত্তরঃ সঠিক উত্তর নেই
149. কোন চুক্তির মাধ্যমে ইইসি(EEC) প্রতিষ্ঠা লাভ করে?
ক. রোম চুক্তি
খ. ম্যাসট্রিচ চুক্তি
গ. ভিয়েনা কনভেনশন
ঘ. ব্রাসেলস কনভেনশন
উত্তরঃ ক
150. MIGA কখন গঠিত হয়?
ক. ১৯৮০ সালে
খ. ১৯৮২ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৮৬ সালে
উত্তরঃ সঠিক উত্তর নেই
151. বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত ?
ক. নিউইয়র্কে
খ. শিকাগোতে
গ. টোকিওতে
ঘ. লন্ডনে
উত্তরঃ গ
152. ‘হ্যারি পটার’ কী?
ক. গ্রিসে
খ. মেসোপটেমিয়ায়
গ. রোমে
ঘ. ভারতে
উত্তরঃ খ
153. ওআইসি–এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
ক. বাংলাদেশ
খ. তুরস্ক
গ. মালয়েশিয়া
ঘ. মরক্কো
উত্তরঃ সঠিক উত্তর নেই
154. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়ালকনফারেন্সকোথায়এবংকখনঅনুষ্ঠিতহবে?
ক. নভেম্বর ২০০৩, ভারতের বোলোর
খ. ডিসেম্বর ২০০৩, কানাডার অটোয়া
গ. জানুয়ারি ২০০৪, পাকিস্তানের ইসলামাবাদ
ঘ. সেপ্টেম্বর ২০০৩, মেক্সিকোর কানকুন
উত্তরঃ ঘ
155. নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পুষ্ট ছিল?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. কোরিয়া
ঘ. কিউবা
উত্তরঃ খ
156. ইসরাইল–প্যালেস্টাইন রোডম্যাপ কর্মসূচির উদ্দেশ্য কী?
ক. সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা
খ. দুটি রাষ্ট্রের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন
গ. দুটি রাষ্ট্রের মধ্যে অবাধ বাণিজ্য স্থাপন
ঘ. দুটি রাষ্ট্রের মধ্যে সীমানা চিহ্নিতকরণ
উত্তরঃ ক
157. নিম্নের কোন দেশটি জি–৮ ভুক্ত দেশ নয় ?
ক. ফ্রান্স
খ. যুক্তরাজ্য
গ. রাশিয়া
ঘ. নেদারল্যান্ডস
উত্তরঃ ঘ
158. ব্রেটন উডস ইসস্টিটিউট নিম্নের কোন সংস্থাকে বুঝায়?
ক. আইএমএফ
খ. বিশ্বব্যাংক
গ. এডিবি
ঘ. আইডিবি
উত্তরঃ সঠিক উত্তর নেই
159. প্রথম ক্লোন ‘ইভ’ এর জম্ম – তারিখ কী?
ক. নভেম্বর ২০, ২০০২
খ. ডিসেম্বর ২৬, ২০০২
গ. জানুয়ারি ৭, ২০০৩
ঘ. মার্চ ২৩, ২০০৩
উত্তরঃ খ
160. ‘A Long Walk to Freedom’ বইটির লেখক কে?
ক. হোসে সামও
খ. রবার্ট মুগাবে
গ. নেলসন ম্যান্ডেলা
ঘ. অং সান সুচি
উত্তরঃ গ
161. ‘লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?
ক. ইসরাইল ও জর্ডান
খ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
গ. চীন ও তাইওয়ান
ঘ. ভারত ও পাকিস্তান
উত্তরঃ ঘ
162. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
ক. ১৯০৫
খ. ১৬১৬
গ. ১৯২৩
ঘ. ১৯১১
উত্তরঃ ঘ
163. IUCN – এর কাজ হলো বিশ্বব্যাপী–
ক. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
খ. মানবাধিকার সংরক্ষণ করা
গ. পানি সম্পদ সংরক্ষণ করা
ঘ. আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
উত্তরঃ ক
164. কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?
ক. কার্পাস
খ. লোহা
গ. কাগজ
ঘ. বস্ত্র
উত্তরঃ গ
165. নিউজিল্যান্ডের অধিবাসীদের কী বলা হয়?
ক. কুর্দি
খ. তাতারু
গ. রেড ইন্ডিয়ান
ঘ. মাউরী
উত্তরঃ ঘ
166. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
ক. কোপেনহেগেন
খ. লন্ডন
গ. রোম
ঘ. ব্রাসেলস
উত্তরঃ ঘ
167. কোন দেশটি ওশেনিয়া অঞ্চল অন্তর্ভুক্ত?
ক. নাউরু
খ. কেনিয়া
গ. কিউবা
ঘ. গায়ানা
উত্তরঃ ক
168. আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি?
ক. আফগানি
খ. ফার্সি
গ. পশতু
ঘ. তুর্কি
উত্তরঃ গ
169. সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘেরসদস্যহয়?
ক. ৩০ আগষ্ট, ২০০২
খ. ৭ সেপ্টেম্বর, ২০০২
গ. ১০ সেপ্টেম্বর, ২০০২
ঘ. ১৫ সেপ্টেম্বর, ২০০২
উত্তরঃ গ
170. ইন্দোনেশিয়ার পর্যটক কেন্দ্র বালি দ্বীপে কোন তারিখে শক্তিশালী বোমা হামলায় ব্যাপক প্রাণহানিসহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে?
ক. ১০ অক্টোবর, ২০০২
খ. ১২ অক্টোবর, ২০০২
গ. ১০ নভেম্বর, ২০০২
ঘ. ১২ নভেম্বর, ২০০২
উত্তরঃ খ
171. ‘নাগার্নো – কারাবাখ’ কোন দুটি দেশের করিডোর?
ক. আজারবাইজান–আর্মেনিয়া
খ. আর্মেনিয়া – লাটভিয়া
গ. কাজাখস্তান–আজারবাইজান
ঘ. রাশিয়া–আর্মেনিয়া
উত্তরঃ ক
172. কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়?
ক. ১৯৮৮ সালে
খ. ১৯৮৯ সালে
গ. ১৯৯০ সালে
ঘ. ১৯৯১ সালে
উত্তরঃ খ
173. জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?
ক. হাঙ্গেরি
খ. জার্মানি
গ. পোলান্ড
ঘ. ব্রিটেন
উত্তরঃ গ
174. ‘ব্ল্যাক ক্যাট’ কোন দেশের কমান্ডো বাহিনী?
ক. নেপাল
খ. ভারত
গ. মিয়ানমার
ঘ. ইরান
উত্তরঃ ঘ
175. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল –এর সদর দপ্তর কোথায়?
ক. প্যারিস
খ. জেনেভা
গ. রোম
ঘ. লন্ডন
উত্তরঃ ঘ
176. ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন–
ক. ইয়াসির আরাফাত
খ. জিমি কার্টার
গ. কফি আনান
ঘ. মাদার তেরেসা
উত্তরঃ খ
177. এনরন (ENRON) কী?
ক. একটি যুদ্ধবিমানবাহী জাহাজ
খ. একটি ওষুধের নাম
গ. একপ্রকার রোগ জীবাণু
ঘ. পৃথিবীর অন্যতম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি
উত্তরঃ ঘ
178. WTO –এর সদর দফতর কোন শহরে?
ক. প্যারিস
খ. টোকিও
গ. জেনেভা
ঘ. নিউইয়র্ক
উত্তরঃ গ
179. চন্দ্রপৃষ্ঠে প্রথম অবতরণকারী মানুয়ের নাম ও দেশ –
ক. যুবী গ্যাগারিন, রাশিয়া
খ. জন গ্লেন , যুক্তরাষ্ট্র
গ. রিচার্ড এলড্রিন, যুক্তরাষ্ট্র
ঘ. নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ
180. ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ান হয়েছে –
ক. আর্জেন্টিনা
খ. ব্রাজিল
গ. ইতালি
ঘ. ফ্রান্স
উত্তরঃ খ
181. SAPTA –অর্থ–
ক. SAARC Preferential Trading Arrangement
খ. South Asian Preferential Trading Arrangement
গ. SAARC Preferential Tariff Agreement
ঘ. South Asian Preferential Tariff Agreement
উত্তরঃ ক
182. ইন্দোনিশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কী?
ক. জেনারেল সোহার্তু
খ. মেঘবতী সুকর্ণপুত্রী
গ. আবদুর রহমান ওয়াহিদ
ঘ. জেনারেল বিয়ান্তো
উত্তরঃ সঠিক উত্তর নেই
183. Food and Agricultural Organisation – এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. রোম
খ. জেনেভা
গ. ব্যাংকক
ঘ. প্যারিস
উত্তরঃ ক
184. ‘The Asian Drama’ গ্রন্থের রচয়িতা কে?
ক. অমর্ত্য সেন খ. গুনার মিরডাল
গ. মাইকেল লিফটন ঘ. উইলিয়ামরস্টো
উত্তরঃ খ
185. নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?
ক. বুদাপেস্ট
খ. প্রাগ
গ. এথেন্স
ঘ. তিরানা
উত্তরঃ ঘ
186. IFC বলতে কী বুঝায়?
ক. ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন
খ. ইন্টারন্যাশনাল ফিন্যান্স ক্যাপিটল
গ. ইন্টারন্যাশনাল ফুড করপোরেশন
ঘ. এগুলোর কোনটিই নয়
উত্তরঃ ক
187. Organisation of African Unity কত সালে প্রতিষ্ঠিতহয়?
ক. ১৯৬০ সালে
খ. ১৯৬২ সালে
গ. ১৯৬৩ সালে
ঘ. ১৯৬৪ সালে
উত্তরঃ গ
188. বান্দুং কোথায় অবস্থিত?
ক. মালয়েশিয়ায়
খ. ভিয়েতনামে
গ. থাইল্যান্ডে
ঘ. ইন্দোনেশিয়ায়
উত্তরঃ ঘ
189. পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
ক. আটলান্টিক ও ভূমধ্যসাগর
খ. আটল্যান্টিক ও প্রশান্ত মহাসাগর
গ. প্রশান্ত ও উত্তর মহাসাগর
ঘ. ভারত ও প্রশান্ত মহাসাগর
উত্তরঃ খ
190. ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৬০ সালে
গ. ১৯৬৭ সালে
ঘ. ১৯৭৩ সালে
উত্তরঃ গ
191. ‘No-fly-zone’ কোন দেশে অবস্থিত?
ক. ইরাক খ. কুয়েত
গ. আফগানিস্তান ঘ. ইসরাইল
উত্তরঃ ক
192. মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী?
ক. অস্ট্রিয়া
খ. গ্রিস
গ. সুইডেন
ঘ. ইতালি
উত্তরঃ ঘ
193. ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
ক. চীন ও রাশিয়া
খ. চীন ও ভারত
গ. ভারত ও পাকিস্তান
ঘ. পাকিস্তান ও আফগানিস্তান
উত্তরঃ খ
194. ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. রিয়াদ
খ. কায়রো
গ. কুয়েত
ঘ. জেদ্দা
উত্তরঃ ঘ
195. বেলজিয়ামের মুদ্রার নাম কী?
ক. শিলিং
খ. ফ্রাংক
গ. পাউন্ড
ঘ. ক্রাউন
উত্তরঃ সঠিক উত্তর নেই
196. ‘বাবেল মান্দেব’ কী শব্দ?
ক. ফারসি
খ. উর্দু
গ. আরবি
ঘ. ইংরেজি
উত্তরঃ গ
197. জাতিসংঘের সাধারণ পরিয়দের অধিবেশনে প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে?
ক. তিনজন
খ. চারজন
গ. পাঁচজন
ঘ. ছয়জন
উত্তরঃ গ
198. পিএলও কখণ গঠিত হয়?
ক. ১৯৬৪ সালে খ. ১৯৬৫ সালে
গ. ১৯৬৬ সালে ঘ. ১৯৬৭ সালে
উত্তরঃ ক
199. নক্রমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক. নাইজেরিয়া
খ. কংগো
গ. আবিসিনিয়া
ঘ. ঘানা
উত্তরঃ ঘ
200. কুমিল্লা বার্ (BARD) –এর প্রতিষ্ঠাতা কে?
ক. মোহাম্মদ আইউব খান
খ. আখতার হামিদ খান
গ. আবদুল হামিদ খান ভাসানী
ঘ. এ,কে ফজলুল হক
উত্তরঃ খ
201. ইসলামী সম্মেলন সংস্থার হেডকোয়ার্টার বা প্রধান কার্যালয় কোথায়?
ক. তেহরান
খ. জেদ্দা
গ. কায়রো
ঘ. রিয়াদ
উত্তরঃ খ
আরো পড়ুনঃ বাংলা সাহিত্যের ইতিহাস জেনে বিসিএসসহ বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিন
202. অমর্ত্য সেনে কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
ক. দুর্ভিক্ষ ও দারিদ্র্য
খ. উন্নয়নের গতিধারা
গ. মাইক্রো ক্রেডিট
ঘ. বৈদেশিক সাহায্য
উত্তরঃ ক
203. জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) –এর আগামী শীর্ষ সম্মেলনকোনশহরেঅনুষ্ঠিতহবে?
ক. দিল্লি
খ. ডারবান
গ. ঢাকা
ঘ. জাকার্তা
উত্তরঃ গ
204. উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) –এর সদস্য সংখ্যা কত?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৫
উত্তরঃ ক
205. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
ক. ১৯৫
খ. ১৮৯
গ. ৭০
ঘ. ১৭৫
উত্তরঃ সঠিক উত্তর নেই
206. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
ক. স্বস্তি পরিষদে
খ. সাধারণ পরিষদের অধিবেশনে
গ. ইকোসোকে (ECOSOC)
ঘ. ইউনেসকোতে (UNESCO)
উত্তরঃ খ
207. রাশিয়ার কুরস্ক নামক পারমাণবিক সাবমেরিনটির ওজন কত টন?
ক. ১২,৮০০
খ. ১৩,৯০০
গ. ১৪.২০০
ঘ. ১৫,০০
উত্তরঃ সঠিক উত্তর নেই
208. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে, বিশ্বেরসবচেয়েবেশিদুর্নীতিগ্রস্তদেশকোনটি?
ক. সুইডেন
খ. নাইজেরিয়া
গ. বাংলাদেশ
ঘ. ভারত
উত্তরঃ সঠিক উত্তর নেই
209. ‘বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০ রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের ক্ষেত্রে বিশ্বে শীর্ষে রয়েছে কোন দেশ?
ক. পাকিস্তান
খ. কেনিয়া
গ. পাপুয়া নিউগিনি
ঘ. বাংলাদেশ
উত্তরঃ গ
210. ২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?
ক. প্রেসিডেন্ট কিম দায়ে জং
খ. হোমেস জে হেকম্যান
গ. গাও সিংজিয়ান
ঘ. এরিক ক্যান্ডেল
উত্তরঃ ক
211. হেলসিংকি কোন দেশের রাজধানী?
ক. সুইডেন
খ. নরওয়ে
গ. ফিনল্যান্ড
ঘ. পোল্যান্ড
উত্তরঃ গ
212. সুইডেনের মুদ্রার নাম কী?
ক. পাউন্ড
খ. ডলার
গ. ক্রোনা
ঘ. পিসো
উত্তরঃ গ
213. NAM –এর বর্তমান সদস্য কত?
ক. ১০০
খ. ১১০
গ. ১১৪
ঘ. ১২০
উত্তরঃ ঘ
214. কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিততারনামকী?
ক. মার্লবোরো হাউস
খ. হোয়াইট হাউস
গ. বার্কিংহাম প্রাসাদ
ঘ. দি চেকার্স
উত্তরঃ ক
215. সতীদাহ প্রথা কবে রহিত হয়?
ক. ১৮১৯
খ. ১৮২৯
গ. ১৮৩৯
ঘ. ১৮৪৯
উত্তরঃ খ
216. প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ঢাকা
খ. নয়াদিল্লি
গ. কলম্বো
ঘ. কাঠমুন্ডু
উত্তরঃ ঘ
217. সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
ক. ভারতে
খ. বাংলাদেশে
গ. শ্রীলঙ্কায়
ঘ. মালদ্বীপে
উত্তরঃ ঘ
218. OPEC – ভুক্ত দেশ কয়টি?
ক. ১০টি
খ. ১১টি
গ. ৮টি
ঘ. ১২টি
উত্তরঃ ঘ
219. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪১
খ. ১৯৪৫
গ. ১৮৪৯
ঘ. ১৯৫১
উত্তরঃ খ
220. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেন (NATO) কোন বছর প্রতিষ্ঠিতহয়?
ক. ১৯৪৫
খ. ১৯৪৮
গ. ১৯৪৯
ঘ. ১৯৫১
উত্তরঃ গ
221. নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?
ক. ইনকথা ফ্রিডম পার্টি
খ. ন্যাশনালিস্ট পার্টি
গ. আফ্রিকান সোস্যালিস্ট পার্টি
ঘ. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
উত্তরঃ ঘ
222. ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কী?
ক. জেনারেল হারিরি
খ. মেঘবতী সুকর্ণপুত্রী
গ. আবদুর রহমান ওয়াহিদ
ঘ. জেনারেল রিয়ান্তো
উত্তরঃ সঠিক উত্তর নেই
223. সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে?
ক. নাইজেরিয়া
খ. শ্রীলঙ্কা
গ. পাকিস্তান
ঘ. ভারত
উত্তরঃ গ
224. দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করেছে?
ক. রোম
খ. সিডনি
গ. মস্কো
ঘ. টরেন্টো
উত্তরঃ খ
225. কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
ক. ন্যাটো (NATO)
খ. সিটিবিটি (CTBT)
গ. এনপিটি (NPT)
ঘ. সল্ট (SALT)
উত্তরঃ খ
226. ক’টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
ক. ৪৮ টি
খ. ৫০ টি
গ. ৫১ টি
ঘ. ৬০ টি
উত্তরঃ গ
227. বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া
খ. ইউরোপ
গ. দক্ষিণ আমেরিকা
ঘ. আফ্রিকা
উত্তরঃ ঘ
228. বর্তমানে বাংলাদেশে বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি?
ক. জাপান
খ. জার্মানি
গ. যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ ক
229. গ্রুপ ৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
ক. উন্নত
খ. উন্নয়নশীল
গ. ঔপনিবেশিক
ঘ. অনুন্নত
উত্তরঃ খ
230. ১৯৯৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?
ক. আর কে নারায়ণন
খ. অরুন্ধতী রায়
গ. হারমান হেস
ঘ. গুন্টার গ্রাস
উত্তরঃ ঘ
231. আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
ক. লন্ডনে
খ. মিউনিখে
গ. হংকংয়ে
ঘ. প্যারিসে
উত্তরঃ ঘ
232. আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?
ক. জেনেভায়
খ. ওয়াশিংটনে
গ. ভিয়েনায়
ঘ. ব্রাসেলসে
উত্তরঃ গ
233. ১৯৯৫ সালে বেইজিং –এ অনুষ্ঠিত ৪র্থ বিশ্বনারী সম্মেলনের মূল স্লোগান কী ছিল?
ক. নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
খ. বিশ্বের নারীরা এক হও
গ. নারীর অধিকার মানবাধিকার
ঘ. নারী নির্যাতন বন্ধ করো
উত্তরঃ ক
234. ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
ক. জেনেভা
খ. মেক্সিকো সিটি
গ. নিউইয়র্ক
ঘ. রিও ডি জেনিরো
উত্তরঃ ঘ
235. কোন দেশে নারীরা পুরুষের চেয়ে কম সময় বাঁচে?
ক. বাংলাদেশে
খ. জাপানে
গ. সুইডেনে
ঘ. সিঙ্গাপুরে
উত্তরঃ ক
236. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
ক. হোয়াংহো
খ. ইয়াংসিকিয়াং
গ. গঙ্গা
ঘ. সিন্ধু
উত্তরঃ খ
237. সম্প্রতি ঢাকাতে সমাপ্ত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেটপ্রতিযোগিতায়কয়টিদলঅংশগ্রহণকরে?
ক. ৭টি খ. ৯টি
গ. ১১টি ঘ. ১২টি
উত্তরঃ খ
238. আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
ক. এফ.এম.মার্কস
খ. ম্যাক্স ওয়েবার
গ. রবার্ট প্রেসথাস
ঘ. কার্ল মার্কস
উত্তরঃ খ
239. সাহিত্যে ১৯৯৮ –এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?
ক. অরুন্ধতী রায়
খ. সালমান রুশদী
গ. ভি এস নাইপল
ঘ. হোসে সারামাগো
উত্তরঃ ঘ
240. কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি?
ক. থাইল্যান্ড
খ. মিয়ানমার
গ. ইন্দোনেশিয়া
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ ক
241. ইউরোপিয়ান ইউনিয়ন (EU) –এর একক মুদ্রা কবে থেকে চালু হচ্ছে?
ক. ১ জানুয়ারি, ১৯৯৯
খ. ১ জুলাই, ১৯৯৯
গ. ১ মার্চ, ২০০০
ঘ. ১ জুলাই, ২০০০
উত্তরঃ ক
242. চীনের ‘দ্বৈত অর্থনীতির’ ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত?
ক. বাজার অর্থনীতিকে গ্রহণযোগ্য করা
খ. মতাদর্শগত ধারণার সমন্বয় সাধন
গ. হংকং –এর অর্থনীতিকে সচল রাখা
ঘ. তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্তকরণ
উত্তরঃ গ
243. কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কী?
ক. এর রণকৌশলগত গুরুত্ব
খ. এর ধর্মীয় ঐহিহ্য ও ঔতিহাসিক স্মৃতি
গ. মুসলিম বিদ্বেষের প্রবণতা
ঘ. আলবেনীয়দের উদ্ধতা
উত্তরঃ খ
244. রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
ক. সাইবেরিয়া
খ. ভ্লাদিভস্টক
গ. খাবারভস্ক
ঘ. বোখারা
উত্তরঃ খ
245. কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে?
ক. আলবার্টা
খ. কুইবেক
গ. মেনিটোরা
ঘ. নোভাস্কোশিয়া
উত্তরঃ খ
246. আফগানিস্তানের কোন শহরে তালিবানরাইরানেরকূটনীতিবিদদেরহত্যাকরেছে?
ক. মাজার – ই– শরীফ
খ. হেরাট
গ. জালালাবাদ
ঘ. কান্দাহার
উত্তরঃ ক
247. উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগলিক সীমারেখার বৈশিষ্ট্য কী?
ক. জ্যামিতিক সীমোরেখা
খ. ঔপনিবেশিক সীমারেখা
গ. উপজাতিভিত্তিক সীমারেখা
ঘ. অচিহ্নিত সীমারেখা
উত্তরঃ ক
248. কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
ক. ইতালি
খ. জার্মানি
গ. জাপান
ঘ. চীন
উত্তরঃ গ
249. নিম্নলিখিত কোন আঞ্চলিক/আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দফতর ঢাকায় অবস্থিত?
ক. SAARC
খ. APEC
গ. ADB
ঘ. CIRDAP
উত্তরঃ ঘ
250. সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭৫
খ. ১৯৮৫
গ. ১৯৮৭
ঘ. ১৯৯০
উত্তরঃ খ
251. কোন দেশের একজন উপ–প্রধানমন্ত্রী সম্প্রতি বরখাস্তহয়েছেন?
ক. সিঙ্গাপুর
খ. থাইল্যান্ড
গ. ইন্দোনেশিয়া
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ ঘ
252. ইউরোপের কোন দেশে সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে একটি শান্তি চুক্তির মাধ্যমে?
ক. স্কটল্যান্ড
খ. আয়ারল্যান্ড
গ. নেদারল্যান্ড
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ খ
253. জাতিসংর্ঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের?
ক. এশিয়া
খ. আফ্রিকা
গ. ইউরোপ
ঘ. দক্ষিণ আমেরিকা
উত্তরঃ সঠিক উত্তর নেই
254. ‘ম্যাকাও’ চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। ঐ ইউরাপীয়দেশটিকী?
ক. নেদারল্যান্ড
খ. স্পেন
গ. পর্তুগাল
ঘ. ইউকে
উত্তরঃ গ
255. কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল?
ক. জেনেভা চুক্তি
খ. মাদ্রিদ চুক্তি
গ. ডেটন চুক্তি
ঘ. প্যারিস চুক্তি
উত্তরঃ গ
256. কোন পদার্থটির স্থিতিস্থাপকতা বেশি?
ক. রাবার
খ. এলুমিনিয়াম
গ. লৌহ
ঘ. তামা
উত্তরঃ গ
257. বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা
খ. প্যারিস
গ. লন্ডন
ঘ. রোম
উত্তরঃ ঘ
258. কসোভো কোথায় অবস্থিত?
ক. আলবেনিয়ায়
খ. সার্বিয়ার
গ. রুমানিয়ায়
ঘ. গ্রিসে
উত্তরঃ খ
259. ‘গিল্ডার’ কোন মুদ্রার নাম?
ক. নরওয়ে
খ. নেদারল্যান্ডে
গ. পোল্যান্ড
ঘ. প্যারাগুয়ে
উত্তরঃ সঠিক উত্তর নেই
260. নেপালের পার্লামেন্টের নাম কী?
ক. সিনেট
খ. পঞ্চায়েত
গ. কংগ্রেস
ঘ. মজলিশ
উত্তরঃ গ
261. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
ক. গ্রিসে
খ. ইতালিতে
গ. তুরস্কে
ঘ. স্পেনে
উত্তরঃ গ
262. ‘নাসা’ কোন দেশের সংস্থা?
ক. জার্মানি
খ. রাশিয়া
গ. ফ্রান্স্
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ
263. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
ক. বাংলাদেশ
খ. পাকিস্তান
গ. সৌদি আরব
ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ ঘ
পার্ট ২,৩,৪ পড়তে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন
বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলি সাধারণ জ্ঞান পার্ট – ২
বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলি সাধারণ জ্ঞান পার্ট – ৩
বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলি সাধারণ জ্ঞান পার্ট – ৪
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পড়তে নিচের দেওয়া লিংকে