Saturday, May 18, 2024
Homeবাংলা সাহিত্য ও ব্যাকরণবাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন সমাধান পিডিএফ...

বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড

বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি থেকে গুরুত্বপূর্ণ MCQ

প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড

 

১. ‘জঙ্গম’-এর শব্দার্থ কোনটি ?
ক. প্রচণ্ড যুদ্ধ
খ. গতিশীল
গ. নিবিড় বন
ঘ. সম্মিলন
উত্তরঃ খ
২. ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
ক. পৃথী
খ. নীর
গ. ক্ষিতি
ঘ. অবনী
উত্তরঃ খ
৩. জ্ঞান শব্দের সমার্থক শব্দ—
ক. পাণ্ডিত্য
খ. জ্ঞানী
গ. বোঝা
ঘ. জানা
উত্তরঃ ক
৪. সংহার এর সমার্থক শব্দ—
ক. পুরাতন
খ. নতুন
গ. ধ্বংস
ঘ. সৃষ্টি
উত্তরঃ গ
৫. ‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ—
ক. উতকর্ষতা
খ. অপকর্ষ
গ. উৎকর্ষ
ঘ. অপকর্ষ
উত্তরঃ গ
৬. ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?
 ক. একাগ্রতায়
খ. সমান ব্যবহারে
গ. সম ভাবনায়
ঘ. একযোগে
উত্তরঃ ঘ
৭. কোনটি ‘অগ্নি’র সমার্থক শব্দ নয়–
ক. পাবক খ. বহ্নি
খ. হুতাশন
ঘ. প্রজ্বলিত
উত্তরঃ ঘ
৮. কোনটি কন্যার সমার্থক নয়?
ক. আত্মজা
খ. স্বজা
গ. সুতা
ঘ. অংশু
উত্তরঃ ঘ
৯. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ নয় নিচের কোনটি?
ক. সুধাংশু
খ. আদিত্য
গ. ভাস্কর
ঘ. মার্তন্ড
উত্তরঃ ক
১০. নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অমিল?
ক. অগ্নি
খ. অনল
গ. বেগম
ঘ. পাবক
উত্তরঃ গ
১১. নিচের কোনটি ‘বিষ’ শব্দের সমার্থক শব্দ নয়?
ক. কালকূট
খ. ময়ূখ
গ. গরল
ঘ. জহর
উত্তরঃ খ
 
২. ‘কলাপী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. কবুতর
খ. কাক
গ. কোকিল
ঘ. ময়ূর
উত্তরঃ ঘ
১৩. কোনটি নিশা’র সমার্থক শব্দ নয়?
ক. অরাতি
খ. বিভাবরী
গ. শর্বরী
ঘ. যামিনী
উত্তরঃ ক
১৪. ‘বিবর’ শব্দটির অর্থ কী?
 ক. পুকুর খ. গর্ত
গ. ছোট
ঘ. বিরাট
উত্তরঃ খ
১৫. ‘দফতরি’ শব্দের অর্থ–
ক. বাঁধাইকর
খ. অফিসের রীতিনীতি
গ. অফিসের প্রহরী
ঘ. ভ্রাম্যমাণ লাইব্রেরী
উত্তরঃ ক
১৬. ‘ভূয়িষ্ঠ’ শব্দের অর্থ–
 ক. প্রচুর খ. ভূয়া
গ. ভূমিলগ্ন
ঘ. ভূমিজাত
উত্তরঃ ক
১৭. ‘উচ্ছগ্যু’ শব্দের অর্থ–
ক. উৎসর্গ
খ. উচ্ছৃঙ্খল
গ. উৎসব
ঘ. উচ্ছন্ন
উত্তরঃ ক
 
১৮. ‘কোষ্ঠী’ কী?
ক. ব্যাধি
খ. কোঠা
গ. জন্মপত্রিকা
ঘ. বংশলতিকা
উত্তরঃ গ
 
১৯. মাধবী অর্থ–
ক. মধুময়
খ. বাসন্তী ফুল
গ. মধুমালতী
ঘ. মধুকর
উত্তরঃ খ
 
২০. ‘কোকনদ’ -এর সমার্থ শব্দ–
ক. পদ্ম
খ. শাপলা
গ. টগর
ঘ. গোলাপ
 উত্তরঃ ক
২১. ‘অপাঙ্গ’ শব্দের অর্থ–
ক. দৃষ্টিকোণ
খ. ভিন্নাঙ্গ
গ. ঘ. প্রতি অঙ্গ
উত্তরঃ ক
২২. ‘গৃহ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. ঘর
 খ. ভবন
গ. অলয়
ঘ. নিবাস
উত্তরঃ গ
২৩. ‘শশাঙ্ক’ শব্দের সঠিক অর্থ কি?
ক. চাঁদ
খ. সূর্য
গ. সমুদ্র
ঘ. খরগোস
উত্তরঃ ক
২৪. কোন শব্দটি ‘চক্ষু’ এর সমার্থক নয়?
ক. লোচন
 খ. আঁখি
গ. নিবিড়
ঘ. নেত্র
উত্তরঃ গ
২৫. ‘কৌমুদী’ শব্দটির অর্থ কি?
ক. বারি
খ. তনয়
গ. দীপ্তি
ঘ. জ্যোৎস্না
উত্তরঃ ঘ
২৬. ‘ভ্রমর’ এর প্রতিশব্দ কোনটি?
ক. অভ্র
খ. মধুপ
গ. নাগ
ঘ. দৈব
উত্তরঃ খ
২৭. ‘কুলিশ’ এর প্রতিশব্দ কোনটি?
ক. নাগ
খ. স্রোতস্বিনী
গ. তট
ঘ. বজ্র
উত্তরঃ ঘ
২৮. নিচের কোনটি চন্দ্রের প্রতিশব্দ?
ক. তারাপতি
খ. ইন্দু
গ. শশাঙ্ক
 ঘ. উপরের সবকটি
উত্তরঃ ঘ
২৯. ‘কুন্তল’ শব্দটির অর্থ কি?
ক. চুল
খ. কর্কশ
গ. ধেনু
ঘ. চূড়া
উত্তরঃ ক
৩০. ‘তীর’ এর প্রতিশব্দ কি?
ক. থই
খ. তুহিন
গ. তট
ঘ. তটিনী
উত্তরঃ গ
৩১. ‘করী’ এর প্রতিশব্দ কোনটি?
ক. ঐক্য
খ. ঐরাবত
গ. ন্যায্যতা
ঘ. আড়
উত্তরঃ খ
 
৩২. ‘অভিরাম’-এর সমার্থক শব্দ কোনটি?
ক. অভিরুচি
খ. সাদৃশ্য
গ. রমণীয়
ঘ. অভিভূত
উত্তরঃ গ
৩৩. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. অর্ণব
খ. পারাবার
গ. স্রোতস্বিনী
ঘ. সাগর
উত্তরঃ গ
৩৪. কোনটি ‘ভানু’ এর প্রতিশব্দ নয়?
ক. প্রভাকর
খ. শশী
গ. সূর্য
ঘ. রবি
উত্তরঃ খ
৩৫. ‘উদ্যত’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. বলিষ্ঠ
খ. সংকল্পবদ্ধ
গ. দুর্বিনীত
ঘ. অবিনীত
 উত্তরঃ ক
৩৬. ‘উপাধান’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. পরিচ্ছদ
খ. পোশাক
গ. দূত
ঘ. বালিশ
উত্তরঃ ঘ
৩৭. নিচের কোন দুটি সমার্থক
ক. অহিনকুল -দাকুমড়া
খ. অগ্নিশর্মা -অগ্নিপরীক্ষা
গ. তাসের ঘর – তামার বিষ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
৩৮. সমুদ্র
ক. অভ্র
খ. বারি
গ. অর্ণব
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
৩৯. পুত্র
ক. পতি
খ. তনু
গ. তনয়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
৪০. কোনটি সূর্যের সমার্থ শব্দ?
ক. দিনেশ
খ. অবনী
গ. কলানিধি
ঘ. বিভাবসু
উত্তরঃ ঘ
৪১. ‘খড়গ’ এর সমার্থক শব্দ নয়-
ক. অসি
খ. চাকু
গ. কৃপাণ
ঘ. তরবারি
উত্তরঃ খ
৪২. ‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক. মেদিনী
খ. প্রসূন
গ. অবনী
ঘ. ধরণী
উত্তরঃ খ
৪৩. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অনিল
খ. জলধর
গ. পাথার
ঘ. মাতঙ্গ
উত্তরঃ গ
৪৪. কোনটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয়?
ক. জলদ
খ. বারিদ
গ. জীমূত
ঘ. অন্তরীক্ষ
উত্তরঃ ঘ
৪৫. ‘ফুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ফুলশর
খ. রঙ্গনা
গ. অলি
ঘ. অহি উত্তরঃ খ
৪৬. কোনটি ‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ নয়?
ক. অনল
খ. ফুলশ্বর
গ. পাবক
ঘ. হুতাশন
উত্তরঃ খ
৪৭. কোন শব্দটি ‘কুহক’-এর সমার্থক নয়?
ক. মায়া
খ. ভেল্কি
গ. বিরাগ
ঘ. ছলনা
উত্তরঃ গ
৪৮. ব্রাত্য শব্দের সমার্থক-
ক. পতিত
খ. বতায়
গ. ব্যুহ ঘ. ব্রত
উত্তরঃ ক
৪৯. কোনটি সমার্থক শব্দ নয়?
ক. সন্দেশ
খ. সংবাদ
গ. বার্তা
ঘ. গুজব
উত্তরঃ ঘ
৫০. ‘পাণিগ্রহণ’ কথাটি যা গ্রহণ থেকে এসেছে-
ক. মালা
খ. ফুল
গ. বীণা
ঘ. হাত
উত্তরঃ ঘ
৫১. ‘কপাল ও কপোল’ শব্দ যুগলের অর্থ কি কি ?
ক. ললাট ও গাল
খ. ললাট ও ঠোঁট
গ. গাল ও শিশুর ঠোঁট
ঘ. কাপালিক ও কপালকুন্ডলা
উত্তরঃ ক
৫২. ‘অসার’ শব্দের অর্থ কি ?
ক. মাস বিশেষ
খ. জলাধার
গ. প্রবল বৃষ্টিপাত
ঘ. অন্তঃসার শুন্য
উত্তরঃ গ
৫৩.চাস’ শব্দের অর্থ কি ?
ক. ক্রিয়াপদ
খ. চেয়ে থাকা
গ. কৃষিকাজ
ঘ. নীলকন্ঠি পাখি
উত্তরঃ ঘ
৫৪. ‘করী’ শব্দের অর্থ কি ?
ক. কল্পিত প্রাণী
খ. ক্রিয়াপদ
গ. চতুর ব্যক্তি
ঘ. হাতি
উত্তরঃ ঘ
৫৫. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. কলাপী
খ. নীরধি
গ. বিটপী
ঘ. অবনী
উত্তরঃ গ
৫৬. কোনটি ‘বাতাস’ শব্দের সমার্থক নয়?
ক. পাবক
খ. মারুত
গ. পবন
ঘ. অনিল
উত্তরঃ ক
৫৭. ‘মেঘ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. বারীদ
খ. পাথার
গ. অটবী
ঘ. সলিল
উত্তরঃ ক
৫৮. ‘সোম’ শব্দের অর্থ কী?
ক. কান্তি
খ. বিধু
গ. শৈল
ঘ. মিত্র
উত্তরঃ খ
৫৯. ‘আনন্দ’ এর সমার্থক শব্দ নয়–
ক. হর্ষ
খ. পুলক
গ. সুখ
ঘ. বিষাদ
উত্তরঃ ঘ
৬০. নিকুঞ্জ
ক. খেলার মাঠ
খ. পাখির ভাষা
গ. খড়ের ঘর
ঘ. বাগান
উত্তরঃ ঘ
৬১. কপর্দহীন
ক. বোকা
খ. নিঃস্ব
গ. সহায়হীন
ঘ. মলিন
উত্তরঃ খ
৬২. লোহিত
ক. মিষ্টি
খ. হলুদ রং
গ. লাল রং
ঘ. লবণাক্ত
উত্তরঃ গ
৬৩. যামিনী
ক. ফুল
খ. রাত্রি
গ. পানি
ঘ. কুয়াশা
উত্তরঃ খ
৬৪. ‘কুজ্ঝটিকা’ শব্দের অর্থ হল-
ক. কুয়াশা
খ. অনুকার
গ. প্রভাকর
ঘ. শৈল
উত্তরঃ ক
৬৫. ‘দাখিলা’ শব্দের অর্থ-
ক. মাদ্রাসার পরীক্ষা
খ. দখলদার
গ. খাজনার রশিদ
ঘ. অন্যের জমি দখল
উত্তরঃ গ
৬৬. নেত্র-
ক. চোখ
খ. চন্দ্র
গ. সূর্য
ঘ. ক্ষেত্র
উত্তরঃ ক
৬৭. চন্দ্রিকা-
ক. চাঁদ
খ. সূর্য
গ. জ্যোৎস্না
ঘ. কিশলয়
উত্তরঃ গ
৬৮. ‘চাঁদ’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. শশী
খ. পত্রগ
গ. অরুণ
ঘ. বহ্ণি
উত্তরঃ ক
৬৯. ‘খগ’ শব্দটির অর্থ কী?
ক. ঘোড়া
খ. বাঘ
গ. মানুষ
ঘ. পাখি
উত্তরঃ ঘ
৭০. ‘খাদির’ শব্দটির অর্থ কী?
ক. খয়ের
খ. আমলকি
গ. জর্দাপাতা
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
৭১. ‘কোরক’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. কৃতকর্ম
খ. কুঁড়ি
গ. কড়ি
ঘ. কুহক
উত্তরঃ খ
৭২. ‘কোকিল’ এর সমার্থক শব্দ কোনটি?
উঃ নেই
৭৩. কোনটি ‘কোকিল’ শব্দের প্রতিশব্দ নয়?
ক. বসন্তদূত
খ. পরভৃৎ
গ. পরভৃত
ঘ. পিক
উত্তরঃ খ
৭৪. ‘অম্বর’- এর প্রতিশব্দ কোনটি?
ক. পৃথিবী
খ. জল
গ. সমুদ্র
ঘ. আকাশ
 উত্তরঃ ঘ
৭৫. ‘শর্বরী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. দিবস
খ. সকাল
গ. সন্ধ্যা
ঘ. রাত্রি
উত্তরঃ ঘ
৭৬. ‘অংশু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. কুটুম
খ. দীপ্তি
গ. দৃষ্টি
ঘ. উজ্জ্বল
উত্তরঃ খ
৭৭. কোনটি ‘ইতি’ এর প্রতিশব্দ ?
ক. দফা
খ. রফা
গ. নগ
ঘ. শৈল
উত্তরঃ খ
৭৮. ‘দুহিতা’ কোন শব্দের প্রতিশব্দ ?
ক. কন্যা
খ. ছেলে
গ. পিতা
ঘ. মাতা
উত্তরঃ ক
৭৯. নিচের কোনটি ‘বন’ এর প্রতিশব্দ নয় ?
ক. অটবী
খ. কান্তার
গ. বিপিন
ঘ. ভূজগ
উত্তরঃ ঘ
৮০. ‘অংশু’ কিসের প্রতিশব্দ ?
ক. উম্বল
খ. কিরণ
গ. কাজল
ঘ. সূর্য
উত্তরঃ খ
৮১. ‘সর্বংসহা’ কিসের প্রতিশব্দ ?
ক. চাঁদ
খ. সূর্য
গ. পৃথিবী
ঘ. পর্বত
উত্তরঃ গ
৮২. ‘কুল’ এর প্রতিশব্দ –
ক. যুথ
খ. পুলিন
গ. তট
ঘ. পিক
উত্তরঃ ক
৮৩. নিচের কোনটি ‘কেশ’ এর প্রতিশব্দ নয় ?
ক. অলক
খ. বাসা
গ. চিকুর
ঘ. কুন্তল
উত্তরঃ খ
৮৪. ‘পাখি’ এর প্রতিশব্দ কোনটি ?
ক. বিহগ
খ. কুবনায়
গ. পরভুৎ
ঘ. বায়স
 উত্তরঃ ক
৮৫.পরভৃত’ এর প্রতিশব্দ কোনটি ?
ক. কাক
খ. দোয়েল
গ. মুরগী
ঘ. কোকিল
উত্তরঃ ঘ
৮৬. ‘সন্দেশ’ এর প্রতিশব্দ কি ?
ক. মিষ্টি
খ. খবর
গ. দোকান
ঘ. সকাল
উত্তরঃ খ
৮৭. নিচের কোনটি ‘গরু’ এর প্রতিশব্দ নয় ?
ক. গাভী
খ. পায়স্বিনী
গ. পিক
ঘ. ধেনু
উত্তরঃ গ
৮৮. লোচন এর প্রতিশব্দ কোনটি ?
ক. চোখ
খ. কান
গ. পানি
ঘ. কাচ
উত্তরঃ ক
৮৯. নিচের কোনটি ‘চন্দ্র’ এর প্রতিশব্দ নয় ?
ক. হিমাংশু
খ. ইন্দু
গ. ঊর্মি
ঘ. বিধু
উত্তরঃ গ
৯০. উর্মি এর প্রতিশব্দ কোনটি ?
ক. ঢেউ
খ. চঞ্চল
গ. চন্দ্র
ঘ. উগ্র
উত্তরঃ ক
৯১. ‘জল’ এর প্রতিশব্দ কোনটি ?
ক. তরঙ্গ
খ. বীচি
গ. নিধি
ঘ. অম্বু
উত্তরঃ ঘ
৯২. ‘আপন’ এর প্রতিশব্দ কোনটি ?
ক. ঘর
খ. দোকান
গ. চেয়ার
ঘ. টেবিল
উত্তরঃ খ
৯৩. নিচের কোনটি ‘পদ্ম’ এর প্রতিশব্দ নয় ?
ক. মুহী
খ. পংকজ
গ. সরোজ
ঘ. সরোবর
উত্তরঃ ক
৯৪. ‘আকর’ নিচের কোনটির প্রতিশব্দ ?
ক. নদী
খ. সমুদ্র
গ. সূর্য
ঘ. চন্দ্র
উত্তরঃ খ
৯৫. নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ নয় ?
ক. অর্নব
খ. সবিতা
গ. অংশুমালী
ঘ. আদিত্য
উত্তরঃ ক
৯৬. ‘এসপার ওসপার’ শব্দটির অর্থ কি ?
ক. এদিক অথবা ওদিক
খ. চূড়ান্ত মীমাংসা
গ. এপারে অথবা ঐ পারে
ঘ. এ রকম অথবা ঐ রকম
উত্তরঃ খ
৯৭. ‘মিলন’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক. জীবন
খ. মরণ
গ. বিচ্ছেদ
ঘ. বিরহ
উত্তরঃ ঘ
৯৮. ‘ভূত’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক. ভবিষ্যৎ
খ. পেত্নী
গ. ভোতা
ঘ. ভীতু
উত্তরঃ ক
৯৯. সমার্থক শব্দগুচ্ছ কোনটি ?
ক. দীঘিনা, নদী, প্রণালী
 খ. শৈবলিনী, তরঙ্গনী, সরিৎ
গ. গাঙ, তটিনী, অর্ণব
ঘ. স্রোতস্বিনী, নির্জরিণী, সিন্ধু
উত্তরঃ খ
১০০. ‘ইঙ্গিত’ অর্থটি কোন শব্দের ?
ক. আবাস
খ. আভাশ
গ. আভাষ
ঘ. আভাস
উত্তরঃ ঘ
১০১. ‘বাদ্যযন্ত্র’ অর্থটি কোন শব্দের ?
ক. বিনা
খ. বিণা
গ. বীণা
ঘ. বীনা
উত্তরঃ গ
১০২. ‘আসার’ শব্দের অর্থ কোনটি শুদ্ধ ?
ক. বৃষ্টি
খ. আগমন
গ. মাসবিশেষ
ঘ. আকাঙ্ক্ষা
উত্তরঃ ক
১০৩. ‘দালান বা অট্টালিকা’ অর্থ কোনটি?
ক. প্রসাদ
খ. আগমন
গ. মাসবিশেষ
 ঘ. আকাঙ্ক্ষা
উত্তরঃ ক
১০৪. ‘ঘোটক’ শব্দটির অর্থ কি ?
ক. ঘটক
খ. ঘোড়া
গ. উপদেশ
ঘ. গতি
উত্তরঃ খ
১০৫. ‘পবন’ অর্থ কি ?
ক. বাতাস
খ. পানি
গ. আকাশ
ঘ. সাপ
উত্তরঃ ক
১০৬. ‘ নদী’ এর সমার্থক শব্দ হচ্ছে –
ক. পর্বত
খ. তটিনী
গ. মেদিনী
ঘ. বসন্ত
উত্তরঃ খ
১০৭. ‘শ্বশ্রু’ -এর শব্দার্থ কি?
ক. দাড়িগোঁফ
খ. শাশুড়ী
গ. শত্রু
ঘ. অশ্রু
উত্তরঃ খ
১০৮. ‘বকনা’ শব্দের অর্থ-
ক. গাভী
খ. বাছুর
গ. গাই-বাছুর
ঘ. ষাঁড়-বাছুর
উত্তরঃ গ
১০৯. সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-
ক. দীর্ঘিকা, নদী, প্রণালী
খ. শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
গ. গাঙ, তটিনী, অর্ণব
ঘ. স্রোতস্বিনী, নিঝরণী, সিন্ধু
উত্তরঃ খ
১১০. ‘বামেতর’ শব্দটির অর্থ-
ক. বামচোখ
খ. ডান
গ. ইতর
ঘ. বাম দিক
উত্তরঃ খ
 
১১১. ‘অপলাপ’ শব্দের অর্থ কি?
ক. অস্বীকার
খ. মিথ্যা
গ. প্রলাপ
ঘ. অসদালাপ
উত্তরঃ ক
১১২. ‘বিরাগী’ শব্দের অর্থ-
ক. উদাসীন
খ. প্রতিকুল
গ. রাগহীন
ঘ. বিশেষভাবে রুষ্ট
উত্তরঃ ক
১১৩. ‘শিষ্টাচার’-এর সমার্থক কোনটি ?
ক. নিষ্ঠা
খ. সদাচার
গ. সততা
ঘ. সংযম
উত্তরঃ খ
১১৪. ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কি?
ক. বহুধান
খ. বহু গম
গ. বহু পাট
ঘ. বহু চাল
উত্তরঃ ক
১১৫. ‘আভরণ’ শব্দের অর্থ কি?
ক. অলংকার
খ. আচ্ছাদন
গ. রমনীয়
ঘ. অনবরত
উত্তরঃ ক
১১৬. ‘উপরোধ’ শব্দের অর্থ কি ?
ক. প্রতিরোধ
খ. উপস্থাপন
গ. অনুরোধ
ঘ. উপযোগ
উত্তরঃ গ
১১৭. ‘পনস’ কোন ফলের নাম?
ক. কাঁঠাল
খ. আমড়া
গ. তাল
ঘ. আখরোট
উত্তরঃ ক
১১৮. ‘ইনকিলাব’ শব্দের অর্থ কী?
ক. বিপ্লব
খ. চিরজীবী
গ. সন্ত্রাস
ঘ. আন্দোলন
উত্তরঃ ক
১১৯. ‘সম্পৃক্ত’ শব্দটির সঠিক অর্থ কোনটি?
ক. সংযুক্ত
খ. আঁটবাঁধা
গ. অন্তর্ভূক্ত
ঘ. দুই বা তার অধিকের মিলন
উত্তরঃ ক
১২১. ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
ক. তামর
খ. মেদিনীধর
গ. মহীধর
ঘ. শৈল
উত্তরঃ ক
১২২. ‘কোকিল’ এর প্রতিশব্দ কি?
ক. বিভা
খ. কলকণ্ঠ
গ. কুণ্ডল
ঘ. করী
উত্তরঃ খ
১২৩. ‘আকাশ’ শব্দটির প্রতিশব্দ কোনগুলো?
ক. ধরিত্রী, মহী, মেদেনী
খ. ব্যোম, অন্তরীক্ষ, শূন্য
গ. অণর, পাবক, বহ্নি
ঘ. অলক, কন্ডল, চিকুর
উত্তরঃ খ
১২৪. ‘সায়ন্তন’ শব্দটির প্রকৃত অর্থ কি?
ক. রাত্রি
খ. দুপুর
গ. সন্ধ্যা
ঘ. সকাল
উত্তরঃ গ
১২৫. অংশু–
ক. প্রভা
খ. লোহিত
গ. লজ্জা
ঘ. চন্দ্র
উত্তরঃ ক
১২৬. অধমর্ণ–
ক. ঋণী
খ. বিনয়ী
গ. আধমরা
ঘ. মরা
উত্তরঃ ক
১২৭. পুণ্ড্র–
ক. জরা
খ. বৃদ্ধ
গ. ইক্ষু
ঘ. প্রাচীন
উত্তরঃ গ
১২৮. অনীক শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. রূপকল্প
খ. নিরাবয়ব
গ. সৈন্যদল
ঘ. কাল্পনিক
উত্তরঃ গ
১২৯. ‘মৃগাঙ্ক’ শব্দটির অর্থ হল—-
ক. হরিণ শিকার
খ. চিত্রা হরিণ
গ. চন্দ্র ঘ. হরিণ শিশু
উত্তরঃ গ
১৩০. নীর ও নীড় -শব্দ যুগলের অর্থ কোনটি?
ক. পানি ও আবাস
খ. পানি ও পাখির বাসা
গ. আবাস ও পানি
ঘ. পাখির বাসা ও আবাস
উত্তরঃ খ
১৩১. ‘দারুণ’ শব্দটির আদি শব্দ–
ক. বাক্যহীন
খ. অত্যন্ত
গ. দমন
ঘ. দারু নির্মিত
উত্তরঃ খ
১৩২. ‘প্রবীণ’ শব্দের ব্যবঝারিক অর্থ কী?
ক. প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি
খ. বৃদ্ধ ব্যক্তি
গ. অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি
ঘ. অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি
উত্তরঃ গ
১৩৩. ‘খড়গ’ -এর সমার্থক শব্দ নয় কোনটি?
ক. তরবারি
খ. কৃপাণ
গ. ভল্ল
ঘ. অসি
উত্তরঃ গ
১৩৪. অছি–
ক. মনোনয়ন
খ. অভিভাবক
গ. নিরাপত্তা
ঘ. মশা
উত্তরঃ খ
১৩৫. কিরীট–
ক. মুকুট
খ. পতঙ্গ
গ. বৃক্ষ
ঘ. সাপ
উত্তরঃ ক
১৩৬. সকল অর্থ সমস্ত, শকল অর্থ কোনটি?
ক. অনেক
খ. ভাত
গ. কথা
ঘ. মাছের আঁশ
উত্তরঃ ঘ
১৩৭. ‘ঋজু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ঋষি
খ. নক্ষত্র
গ. ঋক্ষ
ঘ. সোজা
উত্তরঃ ঘ
১৩৮. ‘কুহক’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ভ্রম
খ. মায়া
গ. কুহেলী ঘ. ক, খ, গ সবগুলোই
উত্তরঃ খ
১৩৯. ‘মঙ্গা’ শব্দের অর্থ কি?
ক. অভাব
খ. মঙ্গল
গ. মারামারি
ঘ. দুর্মূল্য
উত্তরঃ ঘ
১৪০. ‘শুক্তি’ শব্দটির অর্থ–
ক. সুতোর কাজ
খ. স্বচ্ছ
গ. ঝিনুক
ঘ. মাছ
উত্তরঃ গ
১৪১. কোনটি প্রতিশব্দ নয় ‘নরেন্দ্র’
ক. নৃপ
খ. কিরণমালী
গ. ভূপাল
ঘ. রাজা
উত্তরঃ খ
১৪২. কোনটি প্রতিশব্দ নয় ‘নিকেতন’
ক. বাটী
খ. নিবিড়
গ. আগার
ঘ. গৃহ
উত্তরঃ খ
১৪৩. কোনটি প্রতিশব্দ নয় ‘কামিনী’
ক. আত্মজ
খ. নারী
গ. সীমন্তিনী
ঘ. ভামিনী
উত্তরঃ ক
১৪৪. কোনটি প্রতিশব্দ নয় ‘লক্ষ্য’
ক. জটিল পথ
খ. অভীষ্ট
গ. মনজিল
ঘ. গন্তব্য
উত্তরঃ ক
১৪৫. কোনটি প্রতিশব্দ নয় ‘হস্তী’
ক. দ্বীপ
খ. বিহঙ্গ
গ. মাতঙ্গ
ঘ. কুঞ্জর
উত্তরঃ খ
১৪৬. ‘নদী’ শব্দের সমার্থক শব্দ নয়–
ক. শৈবালিনী
খ. প্রবাহিনী
গ. ভামিনী
ঘ. তটিনী
উত্তরঃ গ
১৪৭. কোনটি প্রতিশব্দ নয় ‘নারী’
ক. আত্মজ
খ. ভামিনী
গ. কামিনী
ঘ. সামন্তিনী
উত্তরঃ ক
১৪৮. কোনটি প্রতিশব্দ নয় ‘হত’
ক. নষ্ট
খ. পয়োধি
গ. মৃত
ঘ. নাপিত
উত্তরঃ খ
১৪৯. ‘অশ্ব’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক. বিভা
খ. তুরঙ্গ
গ. ঘোটক
ঘ. ঘোড়া
উত্তরঃ ক
১৫০. ‘উচ্ছ্বাস’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক. বিকাশ
খ. স্ফীতি
গ. উদ্ভাসিত
ঘ. স্ফুরণ
উত্তরঃ গ
১৫১. ‘বাতাস’ শব্দের সমার্থক শব্দ নয়—
ক. বায়ু
খ. পবন
গ. প্রসূন
ঘ. অনিল
উত্তরঃ গ
১৫২. ‘গৃহ’ এর সমার্থক শব্দ নয়—–
ক. ভবন
খ. ঘরোয়া
গ. ঘর
ঘ. নিবাস
উত্তরঃ খ
১৫৩. ‘রাত্রি’-এর সমার্থক শব্দ নয়—
ক. বারিদ
খ. যামিনী
গ. রজনী
ঘ. শর্বরী
উত্তরঃ ক
১৫৪. ‘মনোরম’- এর সমার্থক শব্দ কোনটি?
ক. রমণীয়
খ. অকল্পনীয়
গ. উদ্ধত
ঘ. কঠিন
উত্তরঃ ক
১৫৫. কোনটি সাগর শব্দের প্রতিশব্দ নয়?
ক. পয়োধি
খ. সবিতা
গ. পাথার
ঘ. অর্ণব
উত্তরঃ খ
১৫৬. ‘পেলব’ শব্দের সমার্থক বা প্রতিশব্দ কোনটি?
ক. নন্দন
খ. মৃদু
গ. কুসুম
ঘ. সফল
উত্তরঃ গ
১৫৭. ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ—
ক. বধু খ. সীধু
গ. বিধু
ঘ. নিধু
উত্তরঃ গ
১৫৮. নিচের কোনটি ‘সমুদ্র’ শব্দের সমার্থক নয়?
ক. অর্ণব
খ. জলধি
গ. প্রবাহিণী
ঘ. রত্নাকর
উত্তরঃ গ
১৫৯. নিচের কোনটি ‘পৃথিবী’ শব্দের সমার্থক নয়?
ক. উর্বী
খ. মহীধর
 গ. বসুধা
ঘ. মহী
উত্তরঃ ক
১৬০. ‘বায়ু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. বারি
খ. বলাহক
গ. অলি
ঘ. বাত
উত্তরঃ ঘ
১৬১. ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. নিশাপতি
খ. চাঁদিনী
গ. কৌমুদী
ঘ. চন্দ্রিকা
উত্তরঃ ক
১৬২. ‘রাজা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. সফেদ
খ. মহেন্দ্র
গ. জমিদার
ঘ. নরেন্দ্র
উত্তরঃ ঘ
১৬৩. কোনটি প্রতিশব্দ নয়?
ক. নলিনী
খ. উৎপল
গ. শতদল
ঘ. কৌমুদী
উত্তরঃ ক
১৬৪. কোনটি প্রতিশব্দ নয়?
 ক. দিনেশ
খ. অরুন
গ. বিজলি
ঘ. মিহির
উত্তরঃ গ
১৬৫. কোনটি প্রতিশব্দ নয়?
ক. অনিল
 খ. সুর
গ. অর্ক
ঘ. তপন
উত্তরঃ ক
১৬৬. কোনটি প্রতিশব্দ নয়?
ক. তোয় খ. নিকেতন
গ. আগার
ঘ. ধাম
উত্তরঃ ক
১৬৭. কোনটি প্রতিশব্দ নয়?
ক. কান্তা
খ. সুত
গ. রামা
ঘ. বামা
উত্তরঃ খ
১৬৮. ‘বসুমতী’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. ধরিত্রী
খ. গিরি
গ. নগ
ঘ. ফুল
উত্তরঃ ক
১৬৯. ‘মৃগেন্দ’ -এর প্রতিশব্দ-
ক. মৃগ
খ. মৃগী
গ. সিংহ
ঘ. মৃগয়া
উত্তরঃ গ
১৭০. ‘পুষ্প’ -এর সমার্থক শব্দ নয়-
ক. ফুল
খ. অবনী
গ. কুসুম
ঘ. প্রসুন
উত্তরঃ খ
১৭১. ‘সূর্য’ -এর সমার্থক শব্দ নয়-
ক. সুধাকর
খ. রবি
গ. দিবাকর
ঘ. প্রভাকর
উত্তরঃ ক
১৭২. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক নয়-
ক. বিটপী
খ. মহীরুহ
গ. বিপিন
ঘ. পাদপ
উত্তরঃ গ
১৭৩. ‘মন’ -কোনটি প্রতিশব্দ নয়?
ক. চিত্ত
খ. অন্তর
গ. দিল
ঘ. শাহ
উত্তরঃ ঘ
১৭৪. ‘অশ্রু’ শব্দের প্রতিশব্দ-
ক. নীর
খ. সরিৎ
গ. লোর
ঘ. বিধূ
উত্তরঃ গ
১৭৫. সমার্থক শব্দ নয় কোন শব্দটি
ক. জলাশয়
খ. দীঘি
গ. পুকুর
ঘ. ঢেউ
উত্তরঃ ঘ
১৭৬. ‘পর্বত’ এর প্রতিশব্দ কোনটি?
ক. অদ্রি
খ. অশ্ম
গ. ক্ষিতি
ঘ. অংশু
উত্তরঃ ক
১৭৭. সমার্থক শব্দ নয় কোন শব্দটি
ক. জলাশয়
খ. দীঘি
গ. পুকুর
ঘ. ঢেউ
উত্তরঃ ঘ
১৭৮. ‘পর্বত’ এর প্রতিশব্দ কোনটি?
ক. তুরাগ
খ. ভুজ
গ. আগার
ঘ. নগ
উত্তরঃ ঘ
১৭৯. ‘পর্বত’ এর সমার্থক শব্দ-
ক. মরুৎ
খ. শীর্ষদেশ
গ. গজানন
ঘ. ক্ষিতিধর
উত্তরঃ ঘ
১৮০. ‘আকাশ’ এর সমার্থক শব্দ নয়-
ক. গগন
খ. অন্তরীক্ষ
গ. অন্বর
ঘ. ভুবন
উত্তরঃ ঘ
১৮১. ‘যশ বা খ্যাতি’ অর্থটি কোন শব্দের?
ক. কৃতী
খ. কির্তি
গ. কৃর্তি
ঘ. কীর্তি
উত্তরঃ ঘ
১৮২. ‘প্রথিত’ শব্দের অর্থ হচ্ছে-
ক. প্রথা অনুসারে
খ. বিখ্যাত
গ. যা পুতে রাখা হচ্ছে
ঘ. যা প্রার্থনা
উত্তরঃ খ
১৮৩. ‘নন্দিনী’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. ননদিনী
খ. নারী
গ. তনয়া
ঘ. সুন্দরী
উত্তরঃ গ
১৮৪. ‘অনিল’ শব্দের অর্থ কি?
ক. বাতাস
খ. যা নলি নয়
গ. কোকিল
ঘ. কারো নাম
উত্তরঃ ক
১৮৫. কোন শব্দটির অর্থ ‘বায়ু’?
ক. বরিদ
খ. ব্যোম
গ. সমীরণ
ঘ. তরু
উত্তরঃ গ
১৮৬. ‘বসুমতি’ শব্দটির একার্থক কোনটি?
ক. পত্রিকা
খ. পার্থিব
গ. সুমতি
ঘ. মেদিনী
উত্তরঃ খ
১৮৭. ‘ক্ষিতিতল’ শব্দের অর্থ কি?
ক. কেঁচো
খ. লাঙ্গল
গ. ভূতল
ঘ. নভোতল
উত্তরঃ গ
১৮৮. কোনটি সমার্থক শব্দ নয়?
ক. আলয়
খ. বিপণী
গ. আবাস
ঘ. নিকেতন
উত্তরঃ খ
১৮৯. কোনটি সমার্থক শব্দ নয়?
ক. পাবক
খ. পবন
গ. বহ্নি
ঘ. অনল
 উত্তরঃ খ
১৯০. সমার্থক যুগ্ম শব্দটি চিহ্নিত করুন।
ক. হাসি-খুশি
খ. আকাশ-পাতাল
গ. কালি-কলম
ঘ. দিন-দিন
উত্তরঃ ক
১৯১. ‘বাইশা’ কি?
ক. মনসামঙ্গল কাব্যের একজন কবি
খ. চণ্ডীমঙ্গল কাব্যের একজন কবি
গ. মনসামঙ্গল কাব্যের বাইশ জন ছোট-বড় কবি
ঘ. চণ্ডীমঙ্গল কাব্যের বাইশ জন ছোট-বড় কবি
উত্তরঃ গ
১৯২. ‘অনেক প্রাচীন ইতিহাস, প্রাচীন স্মৃতির চূর্ণ অংশ এই সকল ছড়ার মধ্যে বিক্ষিপ্ত হইয়া আসে।’ রবীন্দ্রনাথ তাঁর এ উক্তিতে ছড়া বলতে কি বুঝিয়েছেন?
ক. প্রাচীন সাহিত্য
খ. চর্যাপদের পঙতি
গ. লোকসাহিত্যের ছড়া
ঘ. পুরাণ আশ্রিত পঙতি
উত্তরঃ গ
১৯৩. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা
ক. চণ্ডীদাস
খ. বড়ু– চণ্ডীদাস
গ. দ্বিজ চণ্ডীদাস
ঘ. দীন চণ্ডীদাস
উত্তরঃ খ
১৯৪. ‘জঙ্গনামা’ কাব্যের বিষয় কি?
ক. যুদ্ধ বিগ্রহ
খ. শোক-তাপ
গ. রোমান্স
ঘ. প্রেম-ভালবাসা
উত্তরঃ ক
১৯৫. ‘হাকন্দ পূরাণ’ গ্রন্থটি কার রচিত?
ক. চন্ডীদাস
খ. মানিক দত্ত
গ. ময়ূর ভট্ট
ঘ. হরিদত্ত
উত্তরঃ গ
১৯৬. ‘উড়কি ধানের মুড়কি দেব বিন্নি ধানের খই,
গাছ পাকা কলা দিব হাঁড়ি ভরা দই।’ এটি একটি-
ক. ছড়া
খ. প্রবাদ
গ. ধাধা
ঘ. লোকগীতি
উত্তরঃ ক
১৯৬. ভীম সেনের ‘গোর্খবিজয়’ কাব্যটি সম্পাদনা করেন কে?
ক. আবদুল করিম সাহিত্যবিশারদ
খ. ড. নলিনীকান্ত ভট্টশালী
গ. ড. পঞ্চানন মণ্ডল
ঘ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
উত্তরঃ গ
১৯৭. কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু হয়?
ক. বাল্মীকি
খ. কাশীরাম দাস
গ. কৃত্তিবাস
ঘ. কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ গ
১৯৭. ‘পদ্মাবতী’ কাব্যের নায়ক ও নায়িকা কে?
ক. রত্নসেন ও পদ্মাবতী
খ. মরদান ও পদ্মাবতী
গ. সাধন ও পদ্মাবতী
ঘ. অসীম ও পদ্মাবতী
উত্তরঃ ক
১৯৮. কার কাব্য অবলম্বনে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন?
ক. মনঝন
খ. সাধন
গ. সাবিরিদ খান
ঘ. মালিক মুহম্মদ জায়সী
উত্তরঃ ঘ
১৯৯. নাথ গীতিকায় কাদের কাহিনী বর্ণিত রয়েছে?
ক. রাণী ময়নামতি ও তার পুত্র গোপীচন্দ্রের কাহিনী
খ. জমিদার নাদের চাঁদ ও সুন্দরী কন্যা মহুয়ার কাহিনী
গ. দস্যু কেনারাম ও রাজকুমারী কঙ্কাবতীর কাহিনী
ঘ. সুন্দরী কমলা ও দেওয়ান ভাবনার কাহিনী
উত্তরঃ ক
২০০. ব্রজবুলি ভাষা কোন ভাষা দ্বয়ের মিশ্রণ?
ক. মৈথিলী ও বাংলা
খ. মৈথিলী ও হিন্দি
গ. বাংলা ও হিন্দি
ঘ. বাংলা ও সংস্কৃত
উত্তরঃ ক
২০১.  বাংলা সাহিত্যে প্রথম জীবনী কাব্যটি কোনটি?
ক. চৈতন্য মঙ্গল
খ. শ্রী চৈতন্য-চরিতামৃত
গ. শ্রী চৈতন্যভাগবত
ঘ. কড়চা
উত্তরঃ গ
২০২. ‘সতীময়না ও লোরচন্দ্রানী’ কাব্যটির রচয়িতা?
ক. আলাওল
খ. দৌলত কাজী
গ. মাগন ঠাকুর
ঘ. মরদন
উত্তরঃ খ
২০৩. মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?
ক. শেখ ফয়জুল্লাহ
খ. মুহম্মদ খান
গ. হায়াৎ মামুদ
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ ক
২০৪.  ‘ইউসুফ-জুলেখা’ কাব্যে কোন ধর্মগ্রন্থের নৈতিক উপাখ্যান বিধৃত হয়েছে?
ক. কুরআন
খ. বাইবেল
গ. কুরআন ও বাইবেল
ঘ. গীতা
উত্তরঃ গ
২০৫.। মহাভারতে মোট কয়টি পর্ব আছে?
ক. সাতটি
খ. নয়টি
গ. এগারটি
ঘ. আঠারটি
উত্তরঃ ঘ
.২০৬.  ‘টপ্পা’ কি?
ক. এক ধরনের গান
খ. নাচের মুদ্রা
গ. এক ধরনের বাদ্যযন্ত্র
ঘ. বিশেষ ধরনের খেলা
উত্তরঃ ক
২০৬. ‘নবীবংশ’ পুস্তকটি কে রচনা করেছেন?
ক. গোলাম মোস্তাফা
খ. হাজী মোহাম্মিল
গ. মীর মশাররফ হোসেন
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ ঘ
২০৭. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
ক. ব্রজধামে কথিত ভাষা
খ. এক রকম কৃত্রিম কবিভাষা
গ. বাংলা ও হিন্দির যোগফল
ঘ. মৈথিলি ভাষার একটি উপাভাষা
উত্তরঃ খ
২০৮.  পুঁথি সাহিত্যের উদ্ভব-
ক. অষ্টাদশ শতাব্দীতে
খ. ষোড়শ শতাব্দীত
গ. চতুর্দশ শতাব্দীতে
ঘ. দ্বাদশ শতাব্দীতে
উত্তরঃ ক
 
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
 
Download From Google Drive
 
 
Download From  Yandex
 
 
 
 
 
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!